নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যার জন্য নেই, তার জন্য আমেরিকায়ও কিছু নেই

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫৩



কোভিডের আগে, এক ভোরে প্লে-গ্রাউন্ডে একটা অসুস্হ হোমলেস মেয়েকে সামান্য সাহায্য করেছিলাম; ইহা সেই কাহিনী।

কোভিডের আগের গ্রীস্মে, জুন মাসের এক ভোরে, ৬টার দিকে আমাদের এলাকার ১ প্লে-গ্রাউন্ডে গেছি একা একা ফুটবল প্রেকটিস করার জন্য। আমি দেয়ালে বল মারি উহা ফেরত আসে, আমি এটাসেটা প্রেকটিস করি। যায়গাটা আসলে একাকী টেনিস প্রেকটিস করার কোর্ট। কোর্টের সাথে লাগানো বাচ্ছাদের প্লে-গ্রাউন্ড; মাঝখানে ১৫ ফুট উঁচু তারের ঘেরা। প্লে-গ্রাউন্ডের এপাশটায় কয়েকটা বড় ওক গাছ, গাছের নীচে ২ টি কাঠের বেন্চ। দেখি, বেন্চে একটি মেয়ে ঘুমিয়ে আছে, সাদাকালো মেয়ে; পরণে পরিস্কার জীনস, সোয়েট শার্ট ও কেডস। বলের আওয়াজে তার ঘুম ভাংলো, সুশ্রী মুখমন্ডলে অসুস্হতার অভিব্যক্তি।

সে উঠে গিয়ে ফাউন্টেন থেকে পানি খেয়ে আবার বেন্চ এসে শুয়ে পড়লো; সে যখন পানি খেতে গেলো, সে অস্বাভাবিক ধীর গতিতে গেলো, এলো। আমি তারের বেড়ার ফাঁক দিয়ে জিজ্ঞাসা করলাম,
-তুমি কি অসুষ্হ?
-হ্যাঁ।
-তোমাকে খুবই দুর্বল দেখাচ্ছে, তুমি ক্ষুধার্ত?
-আমি গতকাল থেকে কিছু খাইনি।
-আমি তোমাকে টাকা দেবো, ২ ব্লক দুরে ১টা ডেলি আছে, তুমি খেয়ে নাও।
-আমি বোধ হয়, অতটুকু হাঁটতে পারবো না।
-ঠিক আছে, তুমি কি খেতে চাও, আমি নিয়ে আসবো, তুমি হাতমুখ ধুয়ে নাও।
-এরা বাথরুমে তালা দিয়ে রেখেছে।
-এক কিলোমিটার দুরে ম্যাকডোনাল্ড আছে, আমি তোমাকে সেখানে নামিয়ে দেবো, সেখানে বাথরুম আছে, সেখানে খেয়ে নিও।

সে ক্লিষ্টমুখে একটু হাসলো। গাড়ীতে উঠার সাময় সে সামনের সীটে উঠতে যাচ্ছিলো, আমি তাকে পেছনের সীটে বসতে বললাম; মুখ দেখে মনে হলো, সে সামান্য অখুশী হয়েছে।

তার নাম নাসে, ২২ বছর বয়ষী, সামান্য মানসিক সমস্যাও আছে; মা নাইজেরিয়ান, বাবা পুয়ের্তোরিকান; মা-বাবা কাজ করে না, চুরিদারী করে চলে, ব্রুকলীনেই থাকে; নাসে তাদের ফেলে চলে গেছে ৪/৫ বছর আগে। বড় একটা ভাই আছে, এখন নিউজার্সীতে কোথায়ও থাকে; ছোট ২টি ভাই হোমলেস।

-তুমি ছোট ভাইগুলোকে নিয়ে কোথায় থাকার চেষ্টা করলে, সবাই কাজ করলে তো ভালো থাকতে পারতা!
-আমরা সবাই ড্রাগ এডিকটেড।
-তুমি ড্রাগ কেনার পয়সা কোথায় পাও?
-ভিক্ষা করতাম মাঝে মাঝে, কারো সাথে ঘুমালে ড্রাগ কিনে দেয়!
-এইডস হয়ে যাবে এক সময়।
-আমি চেষ্টা করছি যাতে না হয়।
-তুমি যদি ড্রাগ থেকে সরে না যাও তোমার এইডস হবেই হবে। তুমি হাঁটতে পারছ না কেন?
-আমি গত ২ সপ্তাহ অনেক হেঁটেছি, পায়ে ফোসকা পড়ে গেছে।
-তুমি চাইলে আমি তোমাকে হাসপাতালে পৌঁছায়ে দেবো।
-আমি খেয়ে একটু রেষ্ট নেবো, পারলে বিকেলে আমাকে একটু হাসপাতাল নিয়ে যেও।
-আমি বিকেল ৫টা অবধি ব্যস্ত। তুমি পারলে বাসে করে চলে যেয়ো; ৬টা'র দিকে আমি এখানে আসবো, তুমি এখানে থাকলে, আমি পৌঁছায়ে দেবো।

আমি তাকে ম্যাকডোনাল্ডে নামিয়ে দিলাম; নিজেও ১টি কফি নিলাম। সে অর্ডার করেছে; দুপুরের খাবারের জন্য আরো সমান্য পয়সা দিয়ে আমি চলে এলাম।


মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫৯

মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন: আপনি একজন ভালো মনের মানুষ।

২৯ শে জুন, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:


এই ধরণের কিছু ঘটলে কিছু একটা চেষ্টা করতে হয়।

২| ২৯ শে জুন, ২০২৩ রাত ১০:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ড্রাগ আসক্তদের ঘৃণা না করে তাদেরকে ভালোবাসা উচিত। কারণ যাই হোক না কেন, এরা একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে যেটা থেকে এরা সহজে বের হতে পারে না। একটা ভালো কাজ করেছেন।

২৯ শে জুন, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



বেচারীকে হাসপাতালে নেয়া হয়নি; আমি বিকালে ম্যাকডোনাল্ড'এ গিয়ে দেখি সে নেই।

৩| ২৯ শে জুন, ২০২৩ রাত ১০:৩৬

রানার ব্লগ বলেছেন: খোচাখুচি বাদ দিয়ে এমন ভালো কাজ গুলো করতে থাকুন । মন এমনিতেই ভালো হয়ে যাবে ।

২৯ শে জুন, ২০২৩ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



আপনার মনে হয়, আমি খোঁচাখুচি করি? ক্রিমিনাল জটিল ভাই গার্বেজ লিখে যখন ব্লগে ছাড়ে, অনেকেই বাহবা দেয়; কেহ একজন তো তাকে বলতে হবে এগুলো বন্ধ করার জন্য।

৪| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:২৬

আমি সাজিদ বলেছেন: আপনার লেখায় ভান ভনিতা নাই৷

২৯ শে জুন, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



লেখা সহজ ও সরল হলে ভালো হয়।

৫| ২৯ শে জুন, ২০২৩ রাত ১১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:



আমেরিকায় হোমলেস কতভাগ? চুরিদারী করে কতভাগ?

২৯ শে জুন, ২০২৩ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



হোমলেস হচ্ছে, প্রতি ১০ হাজারে ২৪/২৫ জন।

চুরিদারী ব্যাপক হারে বাড়ছে; প্রতিটি মেক্সিকান, দ: আমেরিকার অনেকে, আফ্রিকান আমেরিকানদের বড় অংশ চুরি করে।

৬| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:০২

কলাবাগান১ বলেছেন: বড় চুরিদারী করছে পাকি/বাংগালী/ইন্ডিয়ান রা মিলে...এমন কোন সরকারী সার্ভিস এর মিসইউজ অন্য কোন গোস্ঠি করছে কিনা জানা নাই...এক ডাক্তার নাকি এত পয়সা বানিয়েছে যে নিজের বাড়ীর ছাদে হেলিপ্যাড/হেলিকপ্টার রাখত......। পরে এখন জেল খাটছে কেননা হোমলেসদের চিকিৎসার ভুয়া সার্ভিস দেখিয়ে সরকারী মেডিকেইড থেকে অনেক অনেক ডলার 'চুরি' করেছে..। বাবা-মাকে দেশ থেকে এনে ভুয়া ডাক্তার থেকে সার্টিফিকেট নিয়ে ডিসএবিলিটি এর এইড নিচ্ছে আর নিজের বউকে তাদের দেখাশুনা করার চাকরী দিয়ে সেখান থেকেও ভুয়া ডলার তুলছে.........এরাই আবার বলবে ইহুদী/নাসারা দের ঠকালে কোন গুনা হয় না

৩০ শে জুন, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা অনেক নাগরিক সুবিধার এ্যাভুয়েজ করছে; অনেক ফার্মেসিষ্ট, রিয়েলষ্টেট ও ক্রেডিটকার্ড জালিয়াতিতে বাংগালীরা পাকীদের সাথে আছে ও জেলে গেছে।

৭| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:২০

কামাল১৮ বলেছেন: আমাদের সকলের মানবিক হওয়া প্রয়োজন।তবেই বিশ্ব সুন্দর হবে।দুঃখ কষ্ট কমবে।মানুষ মানুষের জন্য।ভূপেন হাজারিকা

৩০ শে জুন, ২০২৩ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:



বিশ্ব ক্রমাগতভাবে ভালোর দিকে যাচ্ছে; তবে, চীনা, পাকিস্তানী, মেক্সিকান, ইউক্রেন ও কিছু আফ্রিকান নতুন ইমিগ্রেন্ট আমেরিকার জীবনের মানকে টেনে নীচে নামাচ্ছে।

৮| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংগালীরা হিসেবে সবচে দরিদ্র ফ্যমিলি থেকে আসা।
আমি দশ বছরে আম্রিকার বহু শহরে থেকেছি। কিন্তু এজাবৎ কোন বাংগালী বা ইন্ডিয়ানকে হোমলেস হতে দেখিনি।
বাংগালীরা আমেরিকায় ফকির হয় না কেন?

৩০ শে জুন, ২০২৩ রাত ১:০৭

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা আমেরিকায় কাজ করে; তুলনামুলকভাবে বাংগালীরা লন্ডনে ও কানাডায় কাজ কম করে।

৩০ শে জুন, ২০২৩ রাত ১:০৯

সোনাগাজী বলেছেন:



আমি ২ জন বাংগালী হোমলেস দেখেছি, ১ জন মারা গেছে; অন্যজন ম্যানহাটনে ছিলো, মানসিক রোগী; মনে হয়, আটকা পড়েছে।

৯| ৩০ শে জুন, ২০২৩ সকাল ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




আপনার এই মানবিক দিকগুলো বেশ ভালো।
ঈদ পরবর্তী শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:৫৯

সোনাগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।

সাধারণ আমেরিকানরা এদের সাহায্য করছে; কিন্ত আমেরিকান ক্যাপিটেলিজম মাদককে উৎখাত করতে চাচ্ছে না।

১০| ৩০ শে জুন, ২০২৩ সকাল ১১:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে আমার ব্যক্তিগত মতামত কিছুটা ভিন্ন। আমেরিকায় সবই আছে, চেষ্টা করলে এ দেশে অনেক কিছুই করা সম্ভব। এ দেশে অনেক লোক আছে যারা আসলে অলস বা অন্যের দয়ায় বা সরকারি টাকায় বাঁচতে চায়। চেষ্টা করলে একটা চাকুরী (সেটা যেমনই হোক না কেন) অবশ্যই জোটানো সম্ভব। ধন্যবাদ।

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:



আপনি নিউইয়র্ক শহরের গেটোবাসীদের দেখছেন, এদের বড় অংশ অপরাধের সাথে যুক্ত; এরা ছেলেমেয়েদের মানুষ করার চেষ্টা করছে না।

১১| ৩০ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৪

কাছের-মানুষ বলেছেন: হোমলেসরা ডেঞ্জারাস হয় বেশিরভাগই! আমার এক ইন্ডিয়ান কলিগকে ট্রামের নীচের ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল, অনেক ধস্তাধস্তি করে বাচছে, তাছাড়া আমাদের এখানে যেই সুপার মার্কেটে ছিল তার সামনে সারাক্ষন হোম্লেস থাকত এবং চিল্লাচিল্লি, গার্ডদের সাথে জিনিষপত্র ছুড়াছুড়ি করত, পোর্টল্যান্ড এ অনেক মার্কেটে হোমলেসদের উতপাত্তে বন্ধ হবার উপক্রম!

আমার গাড়ির সামনে এক হোমলেসকে গত বছর ঘুরাঘুরি করতে দেখলাম, পরে দেখলাম আমার গাড়ির নতুন চাকা বোধহয় চাকু দিয়ে কেটে ফেলছে!

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:



সাদা পুরুষ হোমলেসগুলো বিপদজনক।

১২| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৪

সোনাগাজী বলেছেন:


ঈদ মোবারক।
আপনি লিখতে ভুলে গেছেন?

১৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:



কেমন আছে খেলাঘর?



০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, ভালো।
আপনাকে কিছুদিন ব্লগে দেখিনি।

১৪| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

মিরোরডডল বলেছেন:



সম্প্রতি আমি আমার ভাইকে হারিয়েছি।
সারাক্ষন মনটা অস্থির হয়ে থাকে।
কিছুই ভালো লাগেনা, তাই আসা হয়নি।
দুদিন ধরে আবার আসছি।
কিছুক্ষণ এখানে থেকে অবসাদ ভুলে থাকার চেষ্টা।

০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



শুনে অনেক কষ্ট পেলাম; আপনার মনোকষ্ট কমে আসুক, এটাই একান্ত আশা।
আপনি মানুষের সাথে থাকুন, এতে কষ্টকর ভাবনাগুলো কিছুটা কমবে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রলো।

১৫| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:




চেষ্টা করছি কিন্তু বেশিক্ষন মানুষের সাথে থাকতে পারিনা,
খুব অল্প সময়ের মাঝেই আবার আপন খোলসের ভেতর ঢুকে যাই।
অনেক থ্যাংকস খেলাঘর, ভালো থাকবে।
পোষ্টের বিষয় নিয়ে পরে কথা হবে।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



ইহা খুবই কষ্টকর সময়, সমস্ত ভাবনাচিন্তার মাঝে কষ্ট ও স্মৃতিগুলো জড়ায়ে যায়।
সময় লাগবে। সময় নিয়ে, ভাই'এর সাথে বড় হওয়ার দিনগুলো নিয়ে লিখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.