নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সেই মহালগ্ন উপস্হিত, \'ঈদের পর বিএনপি\'র আন্দোলন\'!

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৫



বিএনপি ২০১৬ সালে সর্বশেষ আন্দোলন করেছিলো; ফলাফল, বেগম জিয়া জেলে, কয়েক'শ নিরীহ মানুষের মৃত্যু, কয়েক'শ মানুষ আগুনে বোমায় পংগু, হাজার হাজার বিএনপি কর্মীদের নামে মামলা; সেইসব মামলার বেশীরভাগই রয়ে গেছে। যাদের নামে মামলা আছে, এরা ভয়ে ভয়ে থাকে, এরা নতুন কোন রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে ভয় পাবে। যাদের নামে মামলা আছে, বিএনপি কি অর্গেনাইজডভাবে এদের মামলা চালনায় সাহায্য করে? আপনাদের এই ব্যাপারে অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন। ব্লগার জুল ভার্ণ যথাসম্ভব, এই ধরণের মামলা নিয়ে হতাশা ব্যক্ত করেছিলেন।

এরপর, ২০১৭ সাল থেকে বিএনপি বলে আসছে, 'ঈদের পর আন্দোলন শুরু করবে'; ৭ বছরে ১৩ ঈদ এসেছিলো, চলে গেছে, বিএনপি আন্দোলন করেনি; গতকাল ঈদ গেছে, ঈদ আরো ২'দিন চলবে, তারপর আন্দোলন শুরু হবে, হয়তো। দেশে একটা ভয়ংকর আন্দোলন দরকার, যাতে সব ব্যুরোক্রেটদের, ড: হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী কামাল ও দীপুমণির চাকুরী চলে যায়; ইহা কি শুরু হতে যাচ্ছে?

দেশে ১৯৬৯ সালের মতো একটা শক্তিশালী আন্দোলন দরকার, যাতে কমপক্ষে শতকরা ৮০ ভাগ মানুষ অংশ নেন, যাতে মওলানার মতো নেতা থাকেন; মানুষ আন্দোলনের জন্য অপেক্ষা করছে এতে সন্দেহ নেই। এখন বিএনপি যেই পজিশনে আছে, ইহা কোনভাবেই আন্দোলন শুরু করতে পারবে না; প্রথম কারণ, বিএনপি'তে সৎ ও নির্ভরযোগ্য নেতা নেই: তারেক অসৎ লিলিপুটিয়ান, মির্জা নির্ভরযোগ্য নেতা নন। এদের নেতৃত্বে যদি কোন কিছুর শুরু হয়, উহা আন্দোলন হবে না, হবে গোলযোগ।

১৯৬৯ সালের আন্দোলনের মুলে ছিলো বাংগালী জাতীয়তাবাদ, ১টি লিখিত মেনিফেষ্টো, ৬ দফা ও ২ জন নেতা: মাওলানা ও শেখ সাহেব। বিএনপি'র কোন মেনিফেষ্টো নেই, কোন নেতা নেই, কোন তত্ব নেই। মানুষ বর্তমান সরকারের উপর ভয়ানকভাবে বিরক্ত, মানুষ এদেরকে চাহে না; কিন্তু মানুষের সামনে এদের থেকে ভালো কেহ নেই। দেশে যদি বিএনপি ধরণের দল না'থাকতো তা'হলে আন্দোলন হতো। আসলে, বিএনপি-জামাত যদি না'থাকতো, দেশে নেতৃত্বহীনভাবে আন্দোলন শুরু হওয়ার সম্ভাবনা ছিলো; বিএনপি-জামাত আসলে আন্দোলনকে থামিয়ে রাখছে; কারণ, মানুষ ভয় পাচ্ছে যে, তারা আন্দোলনে গেলে বিএনপি-জামাত লাভবান হতে পারে। বিএনপি-জামাতের রাজনীতির কারণে আওয়ামী লীগ বিনা রাজনীতিতে সহজেই নিজেদের জমিদারী চালিয়ে যাচ্ছে।







মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৩

নজসু বলেছেন:



আন্দোলনের ফলাফল শুন্য। :) :(

৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:


সঠিক নেতৃত্ব ও রোডম্যাপ না'থাকলে আন্দোলন শুধু কষ্ট বয়ে আনে; জাতির বেশীরভাগ আন্দোলন বিফলে গেছে শুধুমাত্র যোগ্য নেতৃত্ব ও রোডম্যাপের অভাবে।

২| ৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

কামাল১৮ বলেছেন: বিএনপির উঠতি নেতারা আন্দোলনের পায়তারা করছিলো।মুদির আমেরিকা সফরের পর খুঁটির জোর কমেগেছে।আমেরিকা ভারতকে টাইট দেয়ার জন্য বাংলাদেশে সরকারের পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করছিলো।সেখানে আমেরিকা কিছুটা সফল হয়েছে।তাই বিএনপির খুঁটির জোর কিছুটা কমে গেছে।আমেরিকা বিষয়টা ভারতের কাছে ছেড়ে দিয়েছে।
এদিকে মনিপুর জ্বলছে।এখন ভারত আরো চাইবেনা বিএনপি জামাতের মতো একটি কট্টর ভারত বিরোধী দল বাংলাদেশে ক্ষমতায় আসুক।অতিতে যারা ট্রাক ভর্তি অস্ত্র পাঠিয়ে ভারতের পূর্ব অংশ অস্থির করে রেখেছিলো।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশকে দিয়ে ভারতকে টাইট দেয়া সম্ভব নয়; গাধায় চড়ে হাতি শিকার করা যায় না।

আমেরিকা, ইউরোপ, ভারত জংগিদের ভয় পায়।

৩| ৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

তানভির জুমার বলেছেন: রাস্তায় নামলে বুক বরাবর গুলি করা ফ্যাসিবাদ কে হটানো এত শহজ কাজ নয়। বিএনপির কি পরিমান নেতা-কর্মী ঘুম-হত্যার শিকার হয়েছে তা হয়তো জানা নেই আপনার। বর্তমান আওয়ামীলিগের মত ৭০-৭১ রে সেইম ব্যবহার করে আন্দোলন করেছে পাকিস্থানীরা আমাদের সাথে। আমরা পাকিদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আওয়ামীলিগের কাছ থকেও দেশ কে মু্ত কা হবে। দেশের ৯০% জনগণ এটাই চায়। বিজয়ের লড়াইয়ে কখনো হতাস হতে হয় না।

৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগ পাকিস্তানের মতোই দেশ চালাচ্ছে; বিএনপি'র সময় পালিস্তান আমাদের দেশ চালায়েছে।

৪| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:১০

বিজন রয় বলেছেন: এই মহালগ্ন কতবার এলো আর গেল?

তবে আওয়ামীলীগ আর বিএনপি'র মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই।

৩০ শে জুন, ২০২৩ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



১৩ বার এসেছে গিয়েছে, এবারও যাবে; বিএনপি'কে ভালো পেয়েছে আওয়ামী লীগ; ওদের ভয় দেখায়ে মানুষকে বেকুব বানায়ে রেখেছে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ রাজনীতি করতো, তারা জামাত, বিএনপি ও জাপাকে বিলুপ্ত করতো।

৫| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপির শাসনের কথা মানুষের মনে আছে। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসা মানে জামাত আর জঙ্গিদের ক্ষমতায় আসা। মানুষ আওয়ামীলীগের উপর বিরক্ত হলেও বিকল্প কোন দল এই মুহূর্তে নাই।

ভালো কথা বলেছেন -
বিএনপি-জামাতের রাজনীতির কারণে আওয়ামী লীগ বিনা রাজনীতিতে সহজেই নিজেদের জমিদারী চালিয়ে যাচ্ছে।

৩০ শে জুন, ২০২৩ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগ যদি বিএনপি, জামাত ও জাপাকে ব্যান করতো, ১ বড় ভালো দল জন্ম নেয়ার সুযোগ হতো।

৬| ৩০ শে জুন, ২০২৩ রাত ৯:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: রোজার ঈদ গেল। বিম্পি কঠোর আন্দোলন করেনি। কোরবানি ঈদ গেল বিম্পি যদি সেই বহুল আলোচত ঈদের পর কঠোর আন্দোলন শুরু না করে তবে মনে করবেন, বিএনপি আসলে ঈদে মিলাদুন্নবী এর পর আন্দোলন করবে বলছিল।


@তানভির জুমার,


মনে করেন আর্জেন্টিনা আর ব্রাজিল শিরোফার জন্য লড়াই করছে। ব্রাজিল কি এমনি এমনি গোল পোস্ট ছেড়ে দিবে? আর্জেন্টিনাকে জিততে হনে আক্রমণ এর পর আক্রমণ করে।

৩০ শে জুন, ২০২৩ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



ডোডো তারেকের চাকরেরা কিসের রাজনীতি করবে?

৭| ৩০ শে জুন, ২০২৩ রাত ৯:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:

সুইডেনে কিছুদিন পর পর কোরআন পড়ানো হইতেছে।
এই টা নিয়ে বাংলাদেশে এখন আর কিছু হয় না।

এক সপ্তাহ যাবৎ ফ্রান্সে বিক্ষোভ চলছে ভিন্ন একটি ব্যাপারে।
আজও প্যারিসে কারফিউ।

বাংলাদেশে ১ কোটি ৪১ হাজার গরু কোরবানি হয়েছে। শুধু হাসিলের হিসাবের ভিত্তিতে। প্রকৃত হিসাব করলেন দেড় লাখ হবে সংখ্যাটা। এক একটি গরু এক থেকে ২০ লাখ টাকায় পর্যন্ত বিক্রি হয়েছে। লাখের নিচে গরু ছিল না বললেই চলে।

৩০ শে জুন, ২০২৩ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



বাংলদেশে গরুর দাম সব সময় মানুষের প্রাণের দামের চেয়ে বেশী ছিলো; ইহা ৬ দফার মাঝে ছিলো।

৮| ৩০ শে জুন, ২০২৩ রাত ১০:২৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কি জরুরী হয়ে পরেছে, ভাইয়া?

৩০ শে জুন, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



অনেকটা জরুরী, সরকারের লোকেরা ও ব্যুরোক্রেটরা মিলে, দেশকে বাজার বানায়ে ব্যবসা করছে।

৯| ৩০ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন:
অনেকটা জরুরী, সরকারের লোকেরা ও ব্যুরোক্রেটরা মিলে, দেশকে বাজার বানায়ে ব্যবসা করছে।
==============================

তাহলে তো পুরোপুরি জরুরী নয়!!! আরো কয়েকটা দিন সময় আছে সরকারের হাতে।

৩০ শে জুন, ২০২৩ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



আন্দোলন করবে বিএনপি ও জামাত, এবং সেটা হবে "ঈদের পরে"; সু্তরাং চিন্তিত হবেন না।

৩০ শে জুন, ২০২৩ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:



তবে, আসল আন্দোলন হওয়ার দরকার ছিলো তৃণমুল আওয়ামী লীগ থেকে; শেখ ৬ দফায় ও বাকশালে যা বলেছিলো, আওয়ামী লীগ উহা বাদ দিয়ে জেনারেল জিয়াকে অনুসরণ করছে।

১০| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


বিএনপি বোধহয় অপেক্ষা করছে,জনগণ নেতাদের বাসায় গিয়ে বলবে 'চলুন রাস্তায় আন্দোলনে নামি,সরকার হটাই।

০১ লা জুলাই, ২০২৩ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:



জনতা ওদের বাসায় যাবে না, ওদেরকে জনতা চেনে।

১১| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৪৬

কাছের-মানুষ বলেছেন: সরকার বাজার কি কন্ট্রোল করতে পারছে!!

দেশে গরুর মাংসের দাম অনেক , গরু ব্যাবসায়ীরা জনগণের উপর চেপে বসেছে! আমি শেষবার যখন দেশে গেলাম তখন পিয়াজের দাম আকাশ ছোয়া ছিল, আমি ঢাকার অনেক ডাস্টবিনে বস্তায় বস্তায় পচা পিয়াজ পড়ে থাকতে দেখেছি তবু দাম কমায়নি!

ব্লগে কিছু নিয়মিত মুখকে দেখা যাচ্ছে না কয়েকদিন ধরে! আপনার শুভাকাঙ্গি জটিল ভাই সাহেব কি আবার গা ঢাকা দিয়েছে! তাকে দেখা যাচ্ছে না কয়েকদিন ধরে!

০১ লা জুলাই, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



জটিল ভাইের যায়গা জেলে হওয়া উচিত; মনে হয়, ওখানে গেছে।

বাংলাদেশের মিডিয়া থেকে বিশ্বকে, চলমান সময়, টেকনোলোজীক, নিজ জাতিকে বুঝা কষ্টকর; এজন্য অনেকে সঠিকভাবে লিখতে পারেন না, হতাশ হয়ে যান।

১২| ০১ লা জুলাই, ২০২৩ রাত ১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:

সব গরু বা মরিচ বাংলাদেশের প্রডাক্ট কৃষকের। কৃষক লাভবান হলে সেটাই দেশের সামগ্রিক লাভ।
ডলার দিয়ে কিনে এনে দাম কমানো হলে সেটা সাময়িক স্বস্তি হলেও দেশের সার্বিক ক্ষতি।
মরিচের দাম নিয়ে পরিস্থিতি উতপ্ত করে বিম্পির লাভ হবে না।

০১ লা জুলাই, ২০২৩ রাত ১:৫৫

সোনাগাজী বলেছেন:



এখন বিএনপি আদার ব্যবসা করে, ওদেরকে মরিচের ব্যবসার পারমিট দিলে সমস্যা কমে যাবে।

০১ লা জুলাই, ২০২৩ রাত ২:২৮

সোনাগাজী বলেছেন:



দেশের চাষী পরিবারদের সদস্য সংখ্য ৯ কোটী মানুষ; ওদের সবার মিলে যা সম্পদ আছে, উহা "বসুন্ধরার ৫ ভাগের ১ ভাগ থেকে কম"।

১৩| ০১ লা জুলাই, ২০২৩ ভোর ৪:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে সঠিক আন্দােলন ও র্নিদেশনার নেতা এখন নাই ।
জনতার চিন্তা ভাবনা , আকাংখা বাস্তবায়ন বা বুঝার সক্ষমতা কার আছে বলুন ?

.......................................................................................................
ঘুনেধরা আন্দোলন বাদ দেওয়া উচিত ।
সঠিক সময়োচিত নেতৃত্ব পারে এই অবস্হার সমাধান করতে ।
তবে নির্বাচন হলে সংসদে শক্তিশালী বিরোধী দল থাকা
যে কোন গনতান্ত্রিক দেশের কাম্য ।

০১ লা জুলাই, ২০২৩ সকাল ৯:৫২

সোনাগাজী বলেছেন:



সংসদে শক্তিশালী বিরোধীদল ভাড়া করে আনতে হবে ইউরোপ থেকে, দেশে রাজনীতিবিদ নেই, যেগুলো আছে, এগুলো আজকের সভ্যতার জন্য ইডিয়ট।

১৪| ০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: আমাদের এলাকায় গত ১২ বছর কোনো মারামারি কাটাকাটি নেই। চাঁদাবাজি নেই। যখন বিএনপি ক্ষমতায় ছিলো খুব সন্ত্রাসী কর্মকান্ড হতো। আমাদের এলালা হচ্ছে মির্জা আব্বাসের এলাকা। ফালু সাহেবও থাকেন। তবে তার কোনো হুমকি ধামকি নেই।

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৪

সোনাগাজী বলেছেন:


আজকে দেখছেন, তরুণী মেয়ে দেহ বিক্রয় করে জীবিকা নির্বাহ করছে, মানুষ ভুমধ্যসাগরে ডুবছে, মানুষ বউ ফেলে সৌদি গিয়ে কাজ করছে, এগুলো হলো বেগম জিয়া, আব্বাস ও ফালুরা দেশ চালানোর ফলাফল।

০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



বিএনপি'তে জিয়া দেশের বানরদের একত্রিত করেছিলো।

১৫| ০১ লা জুলাই, ২০২৩ রাত ১১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশের মতো দেশ, যেখানে মোট ভূমির পরিমাণ কম এবং মোট জনসংখ্যা বেশি প্রধানত কৃষির উপর নির্ভর করলে কখনই বড়লোক হবে না। সে জন্য শিল্পনির্ভর দেশ হতে হবে।

১০ একর শিল্প জমি এক বছরে ২-৬ মিলিয়ন ইউএসডি মূল্যের রপ্তানি আনতে পারে, যেখানে ১০ একর কৃষি জমি থেকে সর্বচ্চ -০.০২ মিলিয়ন মূল্যের কৃষি পণ্য উৎপাদন করা যায়।
আমাদের ভূমির অন্তত ৭/৮% কৃষি ব্যবহার থেকে শিল্পে ব্যবহার করা শুরু করলে রপ্তানি প্রধান দেশ হিসেবে নিজেকে দেখতে পাব। যা তারা ৮০ এবং ৯০ এর দশকে চীনে শুরু করেছিল এবং এখনও করছে।
করলে চাষী পরিবারদের ৯ কোটী মানুষ সম্পদ বসুন্ধরার সমান হবে

০২ রা জুলাই, ২০২৩ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:


ভালো, প্যাচেন্জার বিমান, ইলেক্টরিক গাড়ী, এয়ার কন্ডিশানিং ইউনিট, ট্যাংক, এম১৬ রাইফেল, কনষ্ট্রাকশান ষ্টিল, বিদ্যুতের তামার তার, ড্রোন রপ্তানী করেন

১৬| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ৮:২৩

কিরকুট বলেছেন: তারেক নামের উল্লুক যতোদিন বি এন পির ঘাড়ে বসে ডুগডুগি বাজাবে ততোদিন বিএনপি কে এমনি ঈদের পরে দেখে নেব মুডে থাকতে হবে। ছোট বেলায় যেমন ভাবতাম আজ থাক আগামীকাল থেকে পড়ে উল্টায় ফেলবো কিন্তু আগামীকাল কখনোই আসে না।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:১৫

সোনাগাজী বলেছেন:



জিয়া ছিলো আইয়ুবের রাজনৈতিক পুত্র, তারেক আইয়ুবের রাজনৈতিক নাতী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.