নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কোন কোন সরকার বৈধ ছিলো?

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৩৯



কিছু কিছু ব্লগার শেখ হাসিনার সরকারকে অবৈধ সরকার বলে থাকেন; ইহার পেছনে নিশ্চয় উনাদের লজিক্যাল ব্যাখ্যা আছে, কিছু কিছু কারণে কোন কোন সরকারকে বৈধ বলা হয়, এবং কোন কোন সরকারকে অবৈধ বলা হয়।

শেখ হাসিনার সরকার কি কোন বৈধ সরকারের পর, অবৈধভাবে সরকার গঠন করা হয়েছে, নাকি কোন অবৈধ সরকারের ধারাবাহিকতায় অবৈধ সরকার গঠন করা হয়েছে?

১) বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়েছিলো ১৯৭১ সালের ১০ই এপ্রিল ও শপথ নেয় ১৭ই এপ্রিল, মুজিব নগরে; পরে যুদ্ধের কারণে সরকারটি প্রবাসী সরকারে পরিণত হয়, ইহার কার্যালয় ছিলো কলকাতায়। ইহাকে তাজুদ্দিন সাহেবের সরকার ( ক্যাবিনেট ) বলা যেতে পার; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?

২) ১২ই জানুয়ারী ১৯৭২ সালে, শেখ সাহেব প্রাইম মিনিষ্টার হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
৩) ১৯৭৩ সালের ভোটের পর, শেখ সাহেব প্রাইম মিনিষ্টার হয়ে আবারো সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
৪) ১৯৭৫ সালের জানুয়ারীতে শেখ সাহেব প্রেসিডেন্ট হয়ে আবার ক্যাবিনেট গঠন করে; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
৫) ১৯৭৫ সালের আগষ্ট মাসে মিলিটারী ক্যু করে শেখ সাহেবকে হত্যা করে সামরিক আইন জারি করে, জিয়া মার্শাল'ল এডনিনিষ্ট্রেটর ( মোস্তাকের নামও ছিলো ); ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?

৬) ১৯৭৫ সালের নভেম্বরের শুরুতে আরেকটি ক্যু হয়, জিয়া ক্ষমতা হারায়; নভেম্বরের ৩ তারিখে অন্য আরেক ক্যুতে জিয়া ফিরে আসে;, জিয়া মার্শাল'ল এডনিনিষ্ট্রেটর ( বিচারপতি সায়েমের নাও ছিলো ); ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?

৭) ১৮৭৭ সালের মে মাসে "হ্যঁ/না" ভোট করে জেনারেল জিয়া প্রেসিডেন্ট হয়ে যায়; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
৮) জিয়া ক্যান্টনমেন্টে বসে দল গঠন কর ১৯৭৮ সালে ভোট দিয়ে জয়ী হয়ে সরকার গঠন করে; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
৯) ১৯৮১ সালের মে মাসে এক ক্যু'তে জেনারেল জিয়া নিহত হয়; বিচারপতি সাত্তার ভাইস থেকে প্রেসিডেন্ট হয়ে সরকার পরিচালনা করতে থাকে; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
১০) ১৯৮২ সালে জেনারেল এরশাদ ক্যু করে সাত্তারকে সরায়ে দিয়ে নিজে মার্শাল'ল এডনিনিষ্ট্রেটর হয়; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
১১) এরশাদ ক্যান্টনমেন্টে বসে দল গঠন কর ১৯৮৬/১৯৮৮ সালে ভোট দিয়ে জয়ী হয়ে সরকার গঠন করে; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?

১২) ১৯৯০ সালে, গণ আন্দোলনে জে: এরশাদের পতন হয়; ১৯৯১ সালে সাধারণ ভোটে বেগম জিয়া জয়ী হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
১৩) ১৯৯৬ সালে সাধারণ ভোটে শেখ হাসিনা জয়ী হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
১৪) ২০০১ সাল, সাধারণ ভোটে বেগম জিয়া জয়ী হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
১৫) ২০০৮ সাল, সাধারণ ভোটে শেখ হাসিনা জয়ী হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?

১৬) ২০১৪ সাল, সাধারণ ভোটে শেখ হাসিনা জয়ী হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?
১৭) ২০১৮ সাল, সাধারণ ভোটে শেখ হাসিনা জয়ী হয়ে সরকার গঠন করেন; ইহা বৈধ, নাকি অবৈধ ছিলো?

৫২ বছরে অনেক ভোট হয়েছে, অনেক সরকার হয়েছে; আপনার কাছে কোন কোন সরকারকে বৈধ মনে হয়?


মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:১৫

ডার্ক ম্যান বলেছেন: সরকার তো সরকার। বৈধ অবৈধ আবার কি।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



মিলিটারী ক্যু' করে দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করে, দেশে সামরিক আইন জারী করে সরকার চালনাকে আপনার কাছে সরকার তো সরকারই মনে হচ্ছে?

২| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:২২

কামাল১৮ বলেছেন: কোর্টের রায়ে জিয়ার শাসনের কিছু কার্যক্রম অবৈধ ছিলো।কিছু সরকার ছিলো অগনতান্ত্রীক।সামরিক সরকারগুলো এর অন্তর্গত।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



জিয়ার কিছু কার্যক্রম অবৈধ ছিলো, বাকী কার্যক্রমগুলো অবৈধ ছিলো না? ঝাটা মারেন ওসব লিলিপুটিয়ান জাজদের।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৭১ সালের সরকার পাকিস্তানের কাছে অবৈধ ছিল বাঙালিদের কাছে বৈধ ছিল।

১৯৭৩ সালে আবার ভোট করতে হোল কেন? ১৯৭২ সালের প্রেসিডেন্ট আর মন্ত্রিসভাকে জায়েজ করার জন্য কি?

১৯৭৫ সালে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হন জনগণের সরাসরি ভোট ছাড়া। এটা কি বৈধ ছিল?

জিয়ার শুরুটাই অবৈধ ছিল তাই পরেরগুলিও অবৈধ হওয়ার কথা।

এরশাদ জোর করে ক্ষমতায় গেছে। এটা অবৈধ ছিল। ১৯৮৫ সালে এরশাদের হ্যা/ না ভোট হয়েছিল। এটাও অবৈধ।

১৯৯০, ১৯৯৬ এবং ২০০১ এর ভোট বৈধ ছিল।

২০০৮ এর ভোট বৈধ হলেও এটা আর্মি প্রভাবিত ছিল এবং আওয়ামীলীগের সাথে একটা বোঝাপড়া আর্মির লোকদের ছিল।

২০১৪ এবং ২০১৮ এর ভোটকে বৈধ বলা হলেও সবাই জানে এখানে চরম পর্যায়ের কারচুপি হয়েছিল। আগামী ভোট এমনভাবে করা হবে যেন আওয়ামীলীগ ক্ষমতায় আসে।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:

১৯৭১ সালের ও ১৯৭২ সালের সরকার ছিলো সাময়িক সরকার ও অনির্বাচিত।

প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে গণভোটে, কিংবা এমপিদের ভোটে ( ১৯৭৫ সাল )।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪১

এইযেদুনিয়া বলেছেন: আমার ক্ষুদ্র জ্ঞানে ১২ থেকে ১৫ বৈধ মনে হচ্ছে। =p~

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



মোটামুটি অনেকটা সঠিক।

৫| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪১

ডার্ক ম্যান বলেছেন: সামনেও মিলিটারি ক্যু হবে।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



ইহাতে সময় লাগবে, আপনার হাতে সময় আছে; আপনি জেনে নিন, ক্যু'করে দেশ চালনা কি বৈধ, নাকি অবৈধ!

৬| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ২:১০

শূন্য সারমর্ম বলেছেন:


পোস্ট লিখতে নাম,সাল,ঘটনাক্রম মগজ থেকে বের হয়েছে, নাকি অন্য উপায় ছিলো।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ২:১৭

সোনাগাজী বলেছেন:



এগুলো মনে আছে স্বাভাবিক ভাবেই; সবকিছু অনলাইনেও আছে। আমাকে অনলাইনে যেতে হয়নি।

৭| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৮

গেঁয়ো ভূত বলেছেন: আপনার পোস্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ পরে গিয়েছে।

১৩) নম্বর পয়েন্ট হবে ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি তারিখে এক নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিল (যেটা মাত্র তিন মাস স্থায়ী হয়েছিল) সেটা কি বৈধ ছিল নাকি অবৈধ ছিল?

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



সেটাকে গণনায় আনিনি।

৮| ০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: পরিসংখনের যে চেহারা দেখা যাচ্ছে তাতে বৈধ সরকার শব্দটাই দেখি এই দেশে নাই ।

০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:


১৯৭৩ সালে নির্বাচন ছিলো বৈধ, বাকীগুলোতে সমস্যা ছিলো; জিয়া, বিএনপি, এরশাদ ও জাপার নির্বাচন গুলো অবৈধ; শেখ হাসিনার ২০১৮ সালের নির্বাচন ছিলো অগ্রহনযোগ্য।

৯| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: বড় কঠিন বিষয় নিয়ে লিখেছেন।
অনেক জ্ঞান না থাকলে এরকম পোষ্টে মন্তব্য করতে ভয় পাই।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



আপনি একটু পরের জেনারেশন হওয়াতে, বিষয়গুলো ঐতিহাসিক মনে হচ্ছে; আমি এগুলো দেখেছি ও আশাকরি সঠিভাবে বুঝেছি।

০৮ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৩

সোনাগাজী বলেছেন:



রাজনীতিবিদদের আলোচনা শুনবেন, বিবিসি দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.