নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগের লেখায় ফিডব্যাকের গুরুত্বের উপর গরুর রচনা

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১০:১৫



আমি সব সময় গাধা মাদার ছবি যোগ করি পোষ্টে, আজকে ফিডব্যাকের গুরুত্বের উপর গরুর রচনা লিখতে যাচ্ছি, একটু সুন্দর কিছু দেয়ার দরকার, যেন অপু তানভীর, ভুয়া মফিজ, নীল আকাশের মন্তব্য পাই; উনারা গাধার ছবি দেখলে ভয়েও কাছে আসেন না। ছবিটার উপর ফিডব্যাক দেবেন।

এবার ৩ মাসের উপর কমেন্ট ব্যানে আছি, কারো পোষ্টে কমেন্ট করতে পারছি না; কিন্তু ব্লগারেরা আমার লেখায় ফিডব্যাক দিচ্ছেন নিয়মিত, তাঁদের জন্য ধন্যবাদ রলো। আমি যখন কারো পোষ্ট পড়ি, সব সময় মন্তব্য করতাম; এখন সম্ভব হচ্ছে না, মনটা ভালো নেই; ভারক্রান্ত হৃদয় নিয়ে ব্লগে আসি।

আমি কমেন্ট ব্যানে থাকায় খুব একটা খারাপ হয়নি, ব্লগে শান্তি ফিরে এসেছে: ক্যাচাল লেখকেরা ছুটি পেয়েছেন, উনাদেরকে ব্লগেও দেখছি না; শুধু একজনকে দেখছি, বাকীরা উৎসাহ হারিয়ে ফেলেছেন, মনে হয়। প্রিন্সিপাল ক্যাচাল লেখকের শেষ কয়টা পোষ্টে পাঠক ছিলো না বললেই চলে। ক্যাচাল লেখকদের মুলধন ছিলো আমার বিখ্যাত কমেন্টগুলো, উনারা আমার লেখা পড়তেন না, পড়তেন আমার কমেন্ট; এখন আমার কমেন্ট নেই, উনাদের ব্যবসা বাণিজ্যও শেষ!

আপনারা যারা চলমান বিষয় নিয়ে লেখেন, দেশের অবস্হা নিয়ে লেখেন, বিশ্ব পরিস্হিতি নিয়ে লেখেন, সমাজ নিয়ে লেখেন; আপনাদের পোষ্টে আমার কমেন্ট থাকলে ভালো হতো, আমি ভালো কমেন্ট করি, ইহাতে কোন সন্দেহ ছিলো না কোন কালে।

আজকাল কিছু কিছু পুরাতন ব্লগার ফিরে এসে খুব উৎসাহ নিয়ে পোষ্ট দেন ২/১টা, কিন্তু কমেন্ট খুব একটা পান না; ফলে, উৎসাহ হারিয়ে ফেলেন; আমার খারাপ লাগে, আমার কমেন্ট ক্ষমতা থাকলে, আমি উনাদের পোষ্টে কমেন্ট করে উৎসাহ দিতাম অবশ্যই।

ফিডব্যাকের গুরুত্বের উপর আলোচনা করার দরকার আছে বলে মনে হয় না; আপনারা এতদিনে উহা বুঝে গেছেন; কারো সমস্যা থাকলে, ব্লগার জিকোব্লগের ১০/২০টা পোষ্ট পড়ে নেবেন।



মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৩

কামাল১৮ বলেছেন: ফুলটি খুবই সুন্দর।কিন্তু ফুলটির নাম জানি না।খুঁজা খুঁজি করে যে নামটি পেলাম সেটা উচ্চারণ করা কঠিন।সহজ কোন নাম কি আছে ফুলটির।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:




আপনি উচ্চারণ করতে না'পারলে আমার পারার সম্ভাবনা শুন্য; নামটি কি?

২| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৩

কিরকুট বলেছেন: অপু মফিজ কে তো সহ্য করা যায় এরা পড়াশুনা করে আসছে। কিন্তু ওই যে আকাশ না ফাকআশ বললেন মূর্খ গাধা যেখানে সেখানে নাক উচু করে।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:



এঁরা সবাই ক্যাচালে ভালো

৩| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগ অন্তপ্রান ব্লগারদের উপর মন্তব্য করার নিষেধাজ্ঞা ঐ ব্লগারের ব্লগিং-এ গভীর প্রভাব ফেলে।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



আমি হতভম্ব, কি সব নিয়ম কানুনের কথা বলে ১৬ মাস ব্লগিং'এর মাঝে ৬ মাস কমেন্ট ব্যানে রাখা হয়েছে; কাঁচা মরিচের ব্যবসা থেকে শুরু করে ব্লগ, সবকিছু একই লেভেলে অবস্হান করছে।

৪| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:২৮

কামাল১৮ বলেছেন: মনে হয় ডালিয়ার একটা প্রজাতি।জলদস্যু ভাই ভালো বলতে পারবে।আমাকে মনে হয় বৈজ্ঞানিক নাম দেখাচ্ছিলো।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



না চিনতা পারলে অসুবিধা নেই; সুন্দর ফুল, তাই আমি দিয়েছি

৫| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০৯

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন আপনি। আমেরিকা কি শেখ হাসিনারে ফেলাইতে পারবো?

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকা শেখ হাসিনার বিপক্ষে যাবার কোন কারণ নেই; ব্যুরোক্রেটরা উনাকে ভুল দিকে নিচ্ছে।
ধন্যবাদ, আমি ভালো আছি।

৬| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:২৩

ডার্ক ম্যান বলেছেন: আমারও তাই ধারণা। উনারে ফেলানোর ইচ্ছে থাকলে চুপিচুপি কাজ করতো।
আমার মনে হয়, ভারত যতদিন দশ ট্রাক অস্ত্রের কথা ভুলতে পারবে না ততদিন বিএনপি জামায়াতের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা কম।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



আমেরিকা, ভারত, ইউরোপ বিএনপি-জামাতকে পাকীদের মতো ভাবে। আমাদের দেশের সব মানুষ তো লিলিপুটিয়ান নয়।

৭| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন:



ভালই করেছেন মনোটনাস তথা একগেয়েমিপুর্ণ একই ধরনের ছবি প্রচ্ছদে দিয়ে পোষ্ট না দিয়ে একটি
সুন্দর ছবি দিয়ে পোষ্ট শুরু করার জন্য । পোষ্টের লেখার উপরে ফিড ব্যাক আসবে না পুশ ব্যাক হবে
তা নির্ভর করে পোষ্টের লেখার ধরন ও মান অনুযায়ী ।

যাহোক, ফুলটি সম্ভবত Gomphrena globosa গোত্রূিয় একটি ফুল যা গ্লোভ অমরনাথ হিসাবে সমধিক
পরিচিত । মধ্য আমিরিকা ও পানামা অঞ্চলে জন্মে ভাল । তবে আমাদের ব্লগের ফুল বিষারদ মরুভুমির
জলদস্যু এর ভাল পরিচিতি ও বাংলা নাম জানাতে পারবেন ।

এ ফুলটি নীজেই শুধু হাজার পাপরি বিশিষ্ট নয় এটা ফুটেও হাজারে বিজারে, বৃহত বাগান ভরে যায় ফুলে ফুলে।

প্রজাপতিউ বিচরণ করে তাতে মনের সুখে ।

তাই প্রজাপতির মত এ পোষ্টে পাঠক বিচরণ করে ফিডব্যাক দিবেন যদি তাতে মধু কিছু থাকে । দেখা যাক
ফিড ব্যাক কি এবং কেমন আসে ।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ৩:২৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি নাম জানতাম না, ফুলটি আসলেই সুন্দর। আপনি কেমন আছেন?

৮| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৫

ধুলো মেঘ বলেছেন: ভাই, গাধা মাদার ছবি দেখলে বুঝা যায় যে পোস্টটা আপনি করেছেন। তাই পড়ার জন্য অন্য এক ধরণের আগ্রহ তৈরি হয়। ফুলের ছবি হচ্ছে মুরুভূমির জলদস্যুর আইকনিক প্রফাইল। তাই গাধা বা প্যাঁচার ছবি আপনার জন্য ফিক্সড। ফুলের ছবি দিতে চাইলে গাঁদা ফুলের ছবি দিতে পারেন।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:


সঠিক, এই কারণেই মনে হয়, এই পোষ্ট'এ পাঠক আসেনি।

৯| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার, সালাম জানবেন। গাধার ছবিটা আমার ভালই লাগতো। গাধা পিঠে বানর জাতীয় কিছু একটা বসে থাকতো বোধহয়। আর জানবেন, আমরা আম-ব্লগাররা আপনাকে অনেক শ্রদ্ধা করি।
ভাল আর সুস্থ থাকবেন।

০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ, আমি আপনার গতিশীল ভাষার ও একাডেমিক ট্রিপের পাঠক; এখন মন্তব্য করতে পারছি না; তবে, আপনার লেখার প্রতি টান অনুভব করি।

১০| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৯

ঢাবিয়ান বলেছেন: কমেন্ট করার সুযোগ না থাকা সত্ত্বেও পোস্ট দিয়ে ব্লগারদের নাম ধরে ক্যচাল বাধাতে চাইছেন , আর কমেন্ট সুবিধা দিলে কি হবে তাতো আর বলার অপেক্ষা রাখে না।

০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের নাম নেয়া কি পাপ? আমি সব ব্লগারদের নাম নিই, আপনার নামও নিয়েছি; আপনি ব্লগে মোড়লগিরি করতে চাচ্ছেন?

১১| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আপনি ক্যান যে দুষিত ব্লগারদের নাম মুখে নেন বুঝি না।
ওদের দেন ল্যাদাল্যাদি করতে। ওরা ওটাই ভালো পারে।

০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:




আমি কমেন্ট ব্যানে থাকায়, লোকজন ক্যাচাল ব্লগারদের নামও ভুলে গেছেন!

১২| ০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: আমি দীর্ঘদিন ফটোগ্রাফি করেছি।
কমপক্ষে ৫ লাখ ছবি তুলেছি। অবশ্য এখন আমার কাছে ছবি গুলো নেই। আগে যে অফিসে কাজ করতাম, সেই অফিসের কম্পিটারে রেখেই চলে আসছি।
যাইহোক, এখানে আমার তোলা কয়েকটা ছবি আছে। সময় পেলে একবার চোখ বুলাবেন।

০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:



অবশ্য দেখবো, আপনি ইউটিউবে দেয়ার চেষ্টা করেন।

১৩| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১১

চারাগাছ বলেছেন:
দুই দিন পর পর এই টাইপের পোষ্ট দেন।
আপনিও কম যান না।

০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



আপনাকে ২ মাস কমেন্ট ব্যান করে রাখুক, আপনি নিজের নিকও ভুলে যাবে; আমার ১৬ মাসের মাঝে ৬+ মাস ব্যানে আছি।

১৪| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

চারাগাছ বলেছেন:
আপনি আরেকটা নিক খুলুন।
আপনার কমেন্ট পাই না। লাইক দেয়া দেখে বুঝি পোষ্টটা পড়েছেন।
ওই নিক থেকে মন্তব্য করবেন শুধু।

০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:





আমি কখনো একসাথে একাধিক নিকে ব্লগিং করিনি।

০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:



অপু তানভীরের লেখা "গাধা চেনার ৫ উপায়" পড়েছেন; ৫ উপায় লাগে গর্দরভদের, গাধা চেনার জন্য ১ উপায়ই যথেষ্ট

১৫| ০৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন:


আমি ভেবেছিলাম ফুলটা ক্রিসেনথিমাম। কিন্তু আলী ভাইয়া অন্য ফুলের কথা বলেছে। কাজেই সেটাই হবে হয়ত।

০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।
আমি ফুলটার ছবি দেখেছি, আসল ফুল দেখিনি।

১৬| ০৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন:
বাংলাদেশে এই ফুলকে ডালিয়া বলা হয়।

০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



তাই? আমি ফুলের চেয়ে ফুলকপি বেশী রোপন করেছিলাম জীবনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.