নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গোয়ালঘরে এত ভীতি ও হতাশার সৃষ্টি কেন করা হচ্ছে?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮



তুমি মা কল্পতরু,
আমরা সবই পোষা গরু,
ভুসি পেলে খুশী হবো মা,
ঘুষি খেলে বাঁচবো না।

ছড়াটি যথাসম্ভব ব্লগার পদাতিক চৌধুরী লিখেছিলেন; আমার ভুলও হতে পারে! তবে, ওপারের কেহ ১ জন লিখেছিলেন। ওপার বলতে আবার ব্লগার মহাজাগরিক চিন্তা সাহেব যেই ওপারের কথা বলেন, তা নয়; কাঁটাতারের ওপার!

নির্বাচনের বছর এসেছে, অনেক কথা হবে, অনেক শো-ডাউন হবে; অনেক ভীতিকর কথাবার্তা হচ্ছে: বিএনি ১ দফা দিয়েছে, আমেরিকা ভিসানীতির কথা বলছে, ড: ইউনুসের বিচারের পেছনে কি লুকিয়ে আছে, এসিটেন্ট এটর্নীর জেনারেলের মতো লোকের চাকুরী যদি চলে যেতে পারে, আমার কি হবে! অনেক ভীতিকর পরিস্হিতি!

কলোনিয়েল সময় রাণী মাতা ছিলো, '৭২ সালে পিতা ছিলো, এখন আছে সবেধন, ১ জন আপা; অনেক ব্লগার আবার আপাদেরকে আপা ডাকেন না, ডাকেন আপুনি; যাক, আমাদের আপা ও আপুনি মিলে আসলেই ১জনই আছেন।

আমাদের আপা আমাদের সাথে কথা বলেন না কখনো, আপাকেও কিছু বলা যায় না; আপা দুনিয়ার ডিজিটেল আইন করে রেখেছেন। বিএনপি'র ১ দফার কি হবে, তিনি BRICS'এর মিটিং'এ কেন গেলেন, ড: ইউনুসের বিচার এখন কেন, কোন ব্যাপরে উনার থেকে কোন ব্যাখ্যা পাওয়া যায় না; উনি ছোট ভাইবোনদের কাছে কিছুই ব্যাখ্যা করেন না।

মানুষ যখন রাষ্ট্রের কিছুই জানে না, উহা তখন গোয়াল ঘরে পরিণত হয়, মানুষ অনিশ্চয়তা ও হতাশার শিকারে পরিণত হয়; তখন কারো উপর আস্হা থাকে না, 'মানুষ চাচা আপন পরাণ বাঁচা' নীতি অনুসরণ করে, মানুষের মাঝে আশা উদ্দীপনা থাকে না, মানুষ মানুষকে সন্দেহ করে; ইহা ভয়ংকর পরিস্হিতি। এই পরিস্হিতির সৃষ্টি হলে, সরকারের লোকেরাও কাজ করে না, সবকিছু অচল অবস্হার মাঝে চলে যায়!




মন্তব্য ৬১ টি রেটিং +১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: সর্বশেষ ঃ ডেপুটি এটর্নি জেনারেল সপরিবারে ঢাকার মার্কিন দুতাবাসে আশ্রয় নিয়েছে । সর্বশেষঃ ডেপুটি এটর্নি জেনারেল সপরিবারে ঢাকার মার্কিন দুতাবাসে আশ্রয় নিয়েছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:




এইটা ১টা দেশ থাকছে? সবকিছু তো খারাপ কিছুর দিকে নির্দেশ করছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:



এই লোক কি কোন ষড়যন্ত্রের অংশ? আমেরিকা তো ওকে নিবে না।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৫

জুন বলেছেন: ছড়া/ কবিতাটি ভারতের বিখ্যাত কবি ইশ্বর চন্দ্র গুপ্তের লেখা বলেই জানি।
আপনার পোস্টের বিষয়ে কিছু বলতে চাই না :-&

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



ভালো, উনি লিখেছেন; আমি মুখস্হ রেখেছি

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বিখ্যাত কবিতাটা লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। রানী ভিক্টোরিয়ার প্রতি বাঙ্গালী কত অনুগত ছিল সেটা বুঝানোর জন্য তিনি কবিতাটা লিখেন।

‘‘বাঙ্গালী তোমার কেনা
একথা জানে কে না?
হয়েছি চিরকেলে দাস।
করি শুভ অভিলাষ।
তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু
শিখিনি শিং বাঁকানো
কেবল খাবো খোল বিচিলি ঘাষ॥
আমরা ভুসি পেলেই খুশি হব
ঘুষি খেলে বাঁচব না।’’

এই কবিতাটাই চালিয়ে দেয়া যায় এই যুগের জন্যও।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:




আমার মুখস্হটা তো প্রশ্নফাঁসের কাছাকাছি হয়েছে মাত্র।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

ডার্ক ম্যান বলেছেন: সিরাজুল আলাম খান নাকি বলতেন,
নেভার ট্রাষ্ট ইনডিয়া , নেভার ট্রাষ্ট আওয়ামী লীগ ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:




সে নিজেই মধুর ক্যান্টিনের ইডিয়ট ছিলো

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

ডার্ক ম্যান বলেছেন: উনি তো নিজেকে রহস্য মানব হিসেবে ঘোষণা করেছিলেন

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



ফ্রি খেয়ে, রাতভর তাস খেলে, ঢাকা ইউনিভার্সিতে পড়া তো রহস্য ব্যতিত অন্য কিছু নয়।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৫

ঢাবিয়ান বলেছেন: একটি বিবৃৃতিতে সাক্ষর করতে না চাওয়ার কারনে ডেপুটী এটোর্নি জেনারেল এর চাকুরি থেকে বরখাস্ত হওয়া, মেসেঞ্জার, হোয়াটস আপে ক্রমাগত হুমকির মুখে মার্কিন দুতাবাসে আশ্রয় নেয়াটা বুঝিয়ে দেয় যে এই দেশের মানুষ কেমন আছে !!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



আমি তো ১৯৭৫ সাল থেকে জানি যে, মানুষ ভালো নেই।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১

রানার ব্লগ বলেছেন: [img|https://s3.amazonaws.com/somewherein/pictures/surzo_10/surzo_10-1694190028-b8be370_xlarge.jpg

ইহা এক খানা নাটক

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



এসব নাটক হওয়ার মতো অবস্হা বিরাজ করছে দেশে।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১

রানার ব্লগ বলেছেন:

ইহা এক খানা নাটক

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:




সমস্যা হচ্ছে, ইহা দেশের প্রোফাইলের জন্য ভালো নয়; জাতি হতাশ হচ্ছে।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:



সর্বশেষ খবর
গাট্টি বোস্কা নিয়ে আশ্রয় প্রার্থী উকিল মশাই কে এম্বাসি থেকে বের করে দেয়া হয়েছে।

লাথি দিয়ে বের করার মতই।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকা এভাবে কাউকে নেয় না; তবে, এগুলো ঘটার পেছনে কারণ আছে। ঐ লোকের পরিবার এখন হুমকির মুখে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মগের মুল্লুকেও এই ধরণের ঘটনা ঘটতো না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা জাতিকে নিরাশ করেছেন, হতাশ করছেন।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেষ পোস্টটা সরিয়ে ফেলেছেন নাকি?

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:




সরায়ে ফেলেছি; মনে হচ্ছে, এডমিন সাহেব দিশা হারায়ে ফেলেছেন!

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কাল্পনিক ভালোবাসার পোস্টের ৫ম পয়েন্ট পড়ার পরে মনে হচ্ছে ব্লগ টিম এই ব্যাপারে কোন দায়িত্ব নিতে চাচ্ছে না। সেখানে লেখা আছে;

৫। ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ – এর চিকিৎসা সাহায্য পাঠানোর জন্য ঐ পোস্টে যে ব্যাংক একাউন্ট নাম্বার ও বিকাশ নাম্বার ব্যবহার করা হয়েছে সেখানে ব্লগাররা ব্যক্তিগতভাবে চাইলে নিজেদের দায়িত্বে একক বা সম্মিলিতভাবে সাহায্য পাঠাতে পারেন। এটা ব্লগারদের নিজস্ব উদ্যোগেই করতে হবে, এখানে ব্লগ টিম বা অন্য কারো কিছু করনীয় নেই। ব্লগারদের ব্যক্তিগত উদ্যোগে প্রদানকৃত অর্থের ব্যাপারে আমাদের কোন দায়বদ্ধতা নেই।

অথচ শেষে ব্লগ টিম আবার তার জন্য দোয়াও চেয়েছেন। সন্দেহ থাকলে দোয়া করার দরকার কি সেটা আমি বুঝলাম না।

আমার কাছে এই কথাগুলির সঠিক ব্যাখ্যা পরিষ্কার না। যদি সাহায্যের আবেদন ভুয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা বলা উচিত ছিল। আর সঠিক হলে দায়িত্ব নিয়ে পোস্টটা স্টিকি করা উচিত ছিল। এই দুইয়ের মাঝামাঝি থাকার অর্থ আমার কাছে পরিষ্কার না। দুইজন ব্লগার দেখতে গিয়েছিলেন। তাদের রিপোর্ট থেকে ব্লগ টিম কি বুঝলো সেটা জানানা উচিত ছিল।

আমি খুব বিভ্রান্তির মধ্যে আছি এই বিষয় নিয়ে। দায়িত্ব না নিয়ে থাকলে কারণ জানানো উচিত ছিল।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



টিমের ভালোই দিশেহারা।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: টিম যদি দায়িত্ব না নিয়ে থাকে সেই ক্ষেত্রে কারণটা পরিষ্কার করা উচিত। কারণ অনেক ব্লগার এই অসুস্থ ব্লগার নিয়ে চিন্তিত।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



যেহেতু আমি টিমের ব্যাপারে হতাশ, আমি তেমন কিছু বলতে চাচ্ছি না।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ডেপুটি অ্যাটর্নি জেনারেলের অন্য মতলব ছিল মনে হয়। অফিসিয়ালি কোনো ঘোষণা আসার আগেই উনি আগ বাড়িয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন। এখন বাঁশ খেয়ে গেলেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



আস্তে, উনি দলীয় লোক; ব্যাপার একেবারে সোজা কিছু নয়।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

নূর আলম হিরণ বলেছেন: ড. ইউনূস তার ফেইসবুকে এই সংগৃহীত লেখাটি পোস্ট করেছেন আজইউনূসকে তাঁরই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করলো কে?
বাংলাদেশ সরকার।

তাহলে সুদখোর কে?
ইউনূস।

ওহ, বাংলাদেশ সরকার কীভাবে ইউনূসকে সরানোর ক্ষমতা পেল?

জবরদস্তি করে। কারণ, তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% এর মালিক ছিল গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা। এটা ছিল পৃথক আইনে সৃষ্ট বেসরকারি ব্যাংক। এই ব্যাংক পরিচালনা ও এম ডি নিয়োগের ক্ষমতা ন্যস্ত ছিল বোর্ডের উপর । বয়স সীমা নিরধারনের ক্ষমতা
ছিল বোর্ডের। সরকার জবরদস্তি করে ইউনূসকে সরিয়ে দেয়।

গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা এর একক মেজরিটি ওনার।
তাহলে সুদখোর কে? ইউনূস ত বটেই।

গ্রামীণ ব্যাংকের মালিক কে?
যারা গ্রামীণ ব্যাংক থেকে টাকা ঋণ নেন, তারাই গ্রামীণ ব্যাংকের মালিক। অর্থাৎ, যারা সুদ
দেন, তাঁরাই ব্যাংকের ৯৭% লভ্যাংশ পান।

তাহলে সুদখোর কে? ইউনূস।

ইউনূসের হাতে গ্রামীণ ব্যাংকের মালিকানা কত শতাংশ ছিল?
শূন্য শতাংশ।

তাহলে গ্রামীণ ব্যাংক যেসব সুদ পেত, সেই সুদ কার পকেটে যেতো?
নিশ্চয়ই ইউনূসের।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০০৬ সাল অবধি ইউনূসের বেতন কত ছিল?
মাসে ৩০,০০০ টাকা।

তাহলে সুদখোর কে? পরিষ্কার দেখা যায় ইউনূস।

লেখক: নাজমুল আহসান
Source:ফেসবুক থেকে সংগৃহীত

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:




উনার পিএইচডি আছে, তবে উনি বেকুবের মতো কথা বললেন: উনার কথা মতো,
"তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% এর মালিক ছিল গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা"

মালিকানা মানে কি? শেয়ার হোল্ডার তো? উনি থাকতে ওদের কার কত শেয়ার ছিলো? উনি ডিভিডেন্ড দিয়েছিলেন?

উহার কাছে যদি গ্রামীনের আইপিও থেকে শুরু থেকে উনার নিজ নামে শেয়ারে থাকলে, উনার সব সম্পত্তি জব্দ করে সব টাকা সরকারী ত হবিলে নিয়ে নেয়া উচিত।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১০

কামাল১৮ বলেছেন: দেশের অভাবনীয় উন্নতি করেছেন শেখ হাসিনা।এক মাত্র দুর্নীতিতে হাত দিতে পারে নাই।এখানে হাত দিলে ক্ষমতায় টিকে থাকা মুশকিল ছিলো।এই মেয়াদে এটাও করে ফেলবে।সামনের ভোট দুনিয়ার কাছে প্রশংসিত হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৬

সোনাগাজী বলেছেন:




আপনি অর্থনীতি বুঝেন বলে মনে হয় না। আমি জানি না, আপনি নাকি সোস্যালিষ্ট আন্দোলনের জন্য মানুষের মাঝে অনেক সময় ব্যয় করেছিলেন?

আপনি যেসব গ্রামে ছিলেন, কারো বাচ্চা ঠিক মতো পড়ালেখার সুযোগ পেয়েছিলো, এখন পাচ্ছে?

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫২

কাছের-মানুষ বলেছেন: দূতাবাস থেকে আস্বস্থ করা হয়েছে তার কোন ক্ষতি হবে না প্রথম আলোতে এসেছে দেখলাম তারপর বাসায় গেছে, তিনি সত্যিই ভয়ে আছেন। এখন গেপ্তার বা গুম হবার সম্ভবনা কম। তাকে সাইন করতে হবে বাধ্য হয়ে ব্যাপারটা তিনি বুঝতে পেরেছিলেন কারন তার অফিসের সবাইকে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছিল, আমার বিশ্বাস তিনি ব্যাপারটা এড়ানোর জন্যই সামনে এনেছিলেন। এর আগে গায়িকা ন্যান্সিকেও বিএনপিকে সাপোর্ট করার জন্য তার বাসায় ঢিল, ইট পাথর মেরে এবং পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল। পরে সংবাদ সম্মেলন এবং গনমাধম্যে ব্যাপারগুলো উঠে আসার পরে এগুলো বন্ধ হয়েছিল।

আমার চাচা বিএনপি করত, তাকে জোর করে পুলিশ এবং লোকাল আওমীলিগ ভয় দেখিয়ে আওমীলিগে নিয়ে এসেছেন, চাচা আমার আওমীলীগে গিয়ে আয়েসে আছে, তবে সরকার পাল্টালে তিনি পল্টি মারবেন বলে আমার বিশ্বাস! যারা আওমীলীগ করে তারাও আমাদের আত্নীয়, আমি বলছিলাম ঢাকাতে আমাদের এলাকায় ৫-৭ হাজার মানুষের বসবাস, সবাই আমরা একই বংশের। আমার মামা এবং খালারা আবার খাস আওমীলীগ করে, আমার আপন খালা আওমীলীগের ছোটখাট পজিশোনেও আছে, আমি মাকে বলেছি ঊহাতে যাতে না জরায়! বাংলাদেশের রাজনিতী কি আমি খুব ভাল করেই জানি, উহা শুধু খাই আর খাই! ব্লগে অনেক কথাই বলা যায় না পাবলিকলী!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



আোয়ামী লীগ ছিলো মানুষের দল, এখন এই দলের ভয়ে মানুষ দিন কাটায়।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১২

জাদিদ বলেছেন: অট আপনার আগের পোস্টটি সরিয়ে নিলেন কেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:




ভাবলাম, আপনি যদি মন খারাপ করেন!

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৪

জাদিদ বলেছেন: হা হা হা। ধন্যবাদ আপনাকে। আপনার রসবোধকে আমি সম্মান করি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমরা একই কক্ষপথে আছি।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: উনার পিএইচডি আছে, তবে উনি বেকুবের মতো কথা বললেন: উনার কথা মতো, "তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% এর মালিক ছিল গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারা"
মালিকানা মানে কি? শেয়ার হোল্ডার তো? উনি থাকতে ওদের কার কত শেয়ার ছিলো? উনি ডিভিডেন্ড দিয়েছিলেন?
উহার কাছে যদি গ্রামীনের আইপিও থেকে শুরু থেকে উনার নিজ নামে শেয়ারে থাকলে, উনার সব সম্পত্তি জব্দ করে সব টাকা সরকারী ত হবিলে নিয়ে নেয়া উচিত।


পরিষ্কার বোঝা যাচ্ছে গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনূস সম্পর্কে আপনার ধারনা শূন্যের কোঠায়। না জেনে বা বুঝে অনেকটাই প্রশ্নপত্র ফাঁস জেনারেশনের মতো মুখস্ত করা বুলি আওড়াচ্ছেন। আপনি বুঝতে পারেন কি না জানি না, আপনার বক্তব্যই আপনাকে অনেক মানুষের দৃষ্টিতে অত্যন্ত ছোঁট করে ফেলে। কে বেকুব আর কে বুদ্ধিমান, আমার ধারনা পৃথিবীর লক্ষ-কোটি লোক সেটা আমার আপনার আগেই যাচাই করা শিখেছে অন্তত ড. ইউনুসের ক্ষেত্রেতো বটেই।

এবার আসছি আপনার প্রশ্নগুলোতে। ড. ইউনূসরে কথামতো গ্রামীণ ব্যাংকের মালিকানা তাদের ঋণগ্রহীতারাই। কথাটি সত্য এবং সেটা আমি উদাহরণ দিয়ে ব্যাখা করার চেষ্টা করবো।

প্রথমত, সবার আগে মনে রাখতে হবে, গ্রামীণ ব্যাংক প্রথাগত বাণিজ্যিক ব্যাংক নয়। বাণিজ্যিক ব্যাংকে ইনভেস্টর থাকতে পারে যারা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন মুনাফার আশায়। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবে ইনভেস্টর বা বিনিয়োগকারী ব্যাংকের ঋণগ্রহীতা বা ক্লায়েন্ট নয়। গ্রামীণ ব্যাংকে এ ধরনের বড় কোন বিনিয়োগকারী নেই বা তারা কোন বাহ্যিক উৎস থেকে টাকা নেয় না। অন্তত এই নীতি নিয়েই গ্রামীণ ব্যাংক সৃষ্টি হয়েছে। পরে সরকারের হস্তক্ষেপে গ্রামীণ বাংকের এই নীতিতে কিছু বদল এনেছে এবং সরকার কিছু লগ্নিও করেছে।

দ্বিতীয়ত, বাণিজ্যিক ব্যাংক কোন ব্যক্তির ক্রেডিট হিস্টোরি দেখে বা চেক করে লোন দেয়। ক্রেডিট হিস্টোরি না থাকলে অনেক ক্ষেত্রে সম্পত্তি বন্ধক রেখেও লোন দেয়া হয়। গ্রামীণ ব্যাংকে হয় উল্টোটা, তারা তাদেরকেই লোন দেয় যারা বাণিজ্যিক ব্যাংকে লোনের জন্য উপযোগী বা যোগ্য নয় বা বন্ধক রাখার মত তেমন কোন সম্পদ নেই।

তৃতীয়ত, প্রথম দিকে গ্রামীণ ব্যাংকের তেমন কোন মুনাফা ছিলো না এবং বড় অঙ্কের বিনিয়োগকারী না থাকায় ডিভিডেন্ট বিতরণ জনিত ইস্যু ছিলো না। যা-ও মুনাফা হতো তা পুনরায় ব্যাংকে লগ্নি করা হতো। গ্রামীণের মূল লক্ষ্যই ছিলো বেশী বেশী নারী উদ্যোক্তাদের লোন বিতরণ করা এবং ঋণগ্রহীতার জীবনমান উন্নয়নমূলক প্রচেষ্টায় সহায়তা করা। প্রাথমিকভাবে সফল নারী উদ্যোক্ত দ্বিতীয় বা তৃতীয় ধাপে ব্যবসা ছাড়াও সন্তানদের উচ্চতর পড়াশোনার জন্যেও লোন নিতে পারতেন। তারো আরো কিছু প্রোডাক্টস ও সার্ভিস রয়েছে এ সংক্রান্ত।

সম্ভবত ২০০৬ সাল থেকে ব্যাংকটি তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ট দেয়া শুরু করে। ২০০৮ থেকে গ্রামীণ শেয়ার হোল্ডার তথা ঋণগ্রহীতাদের ৩০ শতাংশ করে মুনাফা বিতরণ করছে। সে সময়ে তাদের ঋণগ্রহীতা তথা বিনিয়োগকারীর সংখ্যা ছিলো ৬২ লাখ। কেবল ২০১৭ সালে সরকার ২৫ শতাংশ শেয়ার বিনিয়োগের প্রেক্ষিতে ঐ অর্থ-বছরে ৬.১৭ কোটি টাকা ডিভিডেন্ট আয় করে। ২০১৬ সাল পর্যন্ত সরকারের বিনিয়োগের পরিমাণ ছিলো ২০.৫৮ কোটি টাকা। এই অর্থের বিপরীতে সরকার ২০১৬ পর্যন্ত সর্বমোট ২৫.২৩ কোটি টাকা মুনাফা আয় করেছে গ্রামীণ ব্যাংক থেকে।

গ্রামীণ ব্যাংকের লোন বিতরণ প্রক্রিয়াও অত্যন্ত ইউনিক। যা পড়ে জানার দায়িত্ব আপনার উপরেই থাকছে। আমার এই মন্তব্যের উত্তরে অপ্রাসঙ্গিক ও অযাচিত মন্তব্য না করার অনুরোধ থাকছে। ধন্যবাদ।

তথ্যসূত্রঃ ব্যাংকার টু দ্যা পোর (ড. ইউনুস) ও ডেইলি স্টার

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০৭

সোনাগাজী বলেছেন:



লম্বা মন্তব্য করেছেন, ধন্যবাদ। গ্রামীন কর্পোরেশন ও উহার সাবসিডিয়ারীগুলো সম্পর্কে জেনে আমার কথাগুলোর ব্যাখ্যা আপনাকে জানাবো।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৯

জাদিদ বলেছেন: @সাড়ে চুয়াত্তরঃ

আমার মনে হয় আপনি ব্লগ টিমের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। ব্লগার কি করি আজ ভেবে না পাই - তিনি অসুস্থ। এই বিষয়ে কোন দ্বিমত নেই। একজন অসুস্থ ব্লগারের সুস্থতার জন্য কি আমরা প্রার্থনা করতে পারব না?

চিকিৎসা সাহায্য সংক্রান্ত যে কোন পোস্ট স্টিকি করার ক্ষেত্রে আমরা কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরন করি। যে সকল পোস্টে যথাযথ তথ্যের ঘাটতি থাকে, সেই সকল পোস্ট আমরা স্টিকি করি না এবং এই সংক্রান্ত কোন দায়িত্ব গ্রহণ করি না। যথাযথ তথ্য পেলেই কেবল আমরা পোস্ট স্টিকি করি। এটা কোন ব্যক্তিগত বিষয় নয় এটা প্রাতিষ্ঠানিক নীতিমালা।

আমরা বুঝতে পারছি ব্লগার কি করি আমি ভেবে না পাই এর পরিবার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট এই মুহুর্তে প্রদান করতে পারছেন না বা যে কোন কারনেই হোক আমরা তা হাতে পাই নি। আমরা দুইজন স্থানীয় ব্লগারকে পাঠিয়েছিলাম এই সংক্রান্ত ব্যাপারে তার পরিবারকে সাহায্য করতে। কিন্তু যে কোন কারনেই হোক কোথাও কোন সমস্যা বা ভুল বুঝাবুঝির কারনেই হোক উক্ত ব্লগারের পরিবার বিষয়টি ভালোভাবে দেখেন নি। আমরা তো আর কাউকে এই বিষয়ের জন্য জোর করতে পারি না। বা এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে না।

যদি এই ধরনের কোন তথ্য আমরা উক্ত পোস্টে দেখি, তাহলে সাথে সাথে পোস্টটি স্টিকি হবে। এর আগে ব্লগারা নিজ নিজ দায়িত্বে সাহায্য কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এটাই বলা হয়েছে। ব্লগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখানে যুক্ত হতে পারবে না।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ জাদিদ - আপনার পোস্টে আপনি বলতে চেয়েছেন যে কাগজ পত্র ঐ ব্লগারের পরিবার চাইলে দিতে পারেন তাদের পোস্টে কিন্তু ব্লগ কর্তৃপক্ষের ঐ কাগজের কোন চাহিদা নেই। পরের পয়েন্টে বলেছেন যে এটা ( এটা বলতে সহযোগিতা বুঝিয়েছেন) ব্লগারদের নিজস্ব উদ্যোগেই করতে হবে, এখানে ব্লগ টিম বা অন্য কারো কিছু করনীয় নেই। ব্লগারদের ব্যক্তিগত উদ্যোগে প্রদানকৃত অর্থের ব্যাপারে আমাদের কোন দায়বদ্ধতা নেই।

আপনাদের যদি দায়বদ্ধতা না-ই থাকে এবং কাগজপত্রেরও প্রয়োজন না থাকে তাহলে পোস্ট স্টিকি করতে কি সমস্যা এটা আমি বুঝতে পাড়ছি না। কেউ চাইলে নিজ দায়িত্বে সহযোগিতা করবে এটা আপনারা বলে দিলেই চলে। আপনারা পোস্টে যদি বলতেন যে ওনারা কাগজপত্র ওনাদের পোস্টে দিলে আমরা পোস্টটা স্টিকি করবো তাহলে ব্যাপারটা সবার কাছে পরিষ্কার হয়ে যেত এবং আপনারা অর্থনৈতিক লেনদেনের দায়িত্ব না নিলেও ব্লগারের পাশে আছেন এটা সবার কাছে পরিষ্কার হত।

আপনার পোস্টের কথা থেকে বোঝা যায় না যে আপনারা পোস্ট পরবর্তীতে স্টিকি করবেন। কনফিউশন আছে বা ব্যাপারটা স্পষ্ট করেন নাই। কারণ আপনাদের কাগজ পত্রের কোন চাহিদাই নেই। কাগজগুলি পোস্ট স্টিকি করার একটা শর্ত এটা আপনার পোস্টে বলা থাকলে ভালো হত।

আপনারা দায় দায়িত্ব নিবেন না শুধু এই কেসের জন্য নাকি এটা আপনাদের পলিসি যেটা ভবিষ্যতে সবার জন্য প্রযোজ্য হবে?

উনি অসুস্থ এবং ওনারা সহযোগিতা চাচ্ছেন এটা যখন নিশ্চিত তখন উচিত হবে পোস্টটা এখনই স্টিকি করা যেন মানুষ সেটা দেখতে পায়। আর শর্ত জুড়ে দেয়া যে লেনদেন নিজ দায়িত্বে করতে হবে। এটা আমার পরামর্শ মাত্র। আপনারা পোস্ট স্টিকি করলে সেটার গুরুত্ব বাড়ে। তা না করলে মানুষ এই ব্যাপারে আস্থা পাবে না। লেনদেনের দায় দায়িত্ব না হয় না-ই নিলেন।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৮

কামাল১৮ বলেছেন: আমি লেখাপড়ার জন্য কোন আন্দোলন করি নাই।আমি করেছি গরিবের অর্থনৈতিক মুক্তির আন্দোলন।কোন বিপ্লবীই বলে নাই আগে লেখাপড়া শিখ তার পর বিপ্লব। আপনি যেটা বলছেন সেটা হলো সমাজ সংস্কারের আন্দোলন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



আপনারা কি পরিমাণ মানুষ এতে যুক্ত ছিলেন? কোন ফলাফল?

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২১

কামাল১৮ বলেছেন: কতো লোক যুক্ত ছিল আমি ঠিক বলতে পারবো না।আমি ছিলাম বরিশাল,খুলনা,যশোর ও কুষ্টিয়ার কো অর্ডিনেটর।নেতৃস্থানিয়দের চিনতাম কর্মিদের চিনতাম না।এই পর্যায়ে এসেছিলাম চার বছর কঠোর পরিশ্রম করার পর।
চিন্তা চেতনায় নিজে সমৃদ্ধ হয়েছি অন্য অনেক কে সমৃদ্ধ করেছি।এর বেশি কিছু না।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

সোনাগাজী বলেছেন:



আপনি নিজে সমৃষ্ষহ হয়েছেন, ভালো! আপনি কি সোস্যালিজমে বিশ্বাস করেন?

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৬

কলাবাগান১ বলেছেন: আমেরিকার শক্তিশালী থিন্কট্যান্ক উইলছন সেন্টার এর সাউথ এশিয়া সেকশান এর ডিরেক্টর
ড: কুগেলম্যান বাংলাদেশ নিয়ে নানান ভাবে এ্যানালাইসিস করেথাকেন। বাংলাদেশ কিভাবে গ্লোবাল পলিটিক্স এ ইমপোর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাড়াচ্ছে তা নিয়ে নীচের কমেন্ট করেন
Khugelman of Wilson Center

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১১

সোনাগাজী বলেছেন:



যদি চীন তাইওয়ান নিয়ে যায়, বাংলাদেশ কোন পক্ষে থাকবে?

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: কোনো দেশের প্রধানমন্ত্রী কি সাধারন মানুষদের সাথে কথা বলেন?
আমেরিকার ব্রাইডেন কি রাস্তায় নেমে সাধারন মানুষদের সাথে কথা বলেন?
নিরাপত্তা ছাড়া প্রধানমন্ত্রী এক পা এগোবেন না।

শেখ মুজিবের ঘরে যে কেউ ঢুকে যেতে পারতো। গ্রাম থেকে লোক কই মাছ নিয়ে এসে সরাসরি মুজিব ভাইয়ের ঘরে ঢুকে যেতো। এজন্যই শেখ মুজিবকে এভাবে মরতে হয়েছিলো। তাছাড়া শেখ হাসিনা কি করবেন তা তো দেশবাসী জানে। গত নির্বাচনের সময়ই তো আওয়ামীলীগ ইশতেহার দিয়েছিলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

সোনাগাজী বলেছেন:



প্রতি সপ্তাহে বাইডেনের মিটিং থাকে বড় বড় সংস্হার লোকদের সাথে; যেমন, গাড়ীর ট্রেইড ইউনিয়ন, সিভিল রাইট মুভমেন্ট, কৃষি খামার, ভেটেরান ও সোনিকদের সাথে, নাসার লোকদের সাথে, দেশের ব্যবসার সিইওদের সাথে; এছাড়া কংগ্রেস ই সিনেটরেরা নিজ এলকার লোকদের সাথে কথা বলার জন্য দেখা করে, টাইনহল মিটিং'এ যায়।

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: আমি কি চিটাগাং গিয়ে ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ গিয়ে দেখে আসবো? সব খোজ খবর নিয়ে আসবো?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

সোনাগাজী বলেছেন:



শায়মার থেকে ফোন নিয়ে উনার স্ত্রীর সাথে কথা বলে দেখেন, যেতে বলেন কিনা!

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

রানার ব্লগ বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি কি চিটাগাং গিয়ে ব্লগার ‘কি করি আজ ভেবে না পাই’ গিয়ে দেখে আসবো? সব খোজ খবর নিয়ে আসবো?

আমার মনে হয় না এতে কোন সুফল হবে । হিতে বিপরীত হবার সম্ভাবনা প্রচুর । গোঁফ ভাই ও শূন্য ভাই জাওয়াতে মনে হয় না তারা খুশি হয়েছে । কি করি আজ ভেবে না পাই ভাই এর স্ত্রীর শেষ বক্তব্য এমন কথাই বলে । তার থেকে ব্লগ কর্তৃপক্ষ যে সিধান্ত নিয়েছে ওতেই খুশি থাকা উচিৎ । কারো সাহায্য করার ইচ্ছা থাকলে তাদের দেয়া একাউন্টে টাকা পাঠিয়ে দিলেই হবে । যতটুকু বুঝতে পারছি (ভুল হতেও পারে) কি করি আজ ভেবে না পাই এর পরিবার তার চিকিৎসার জন্য অর্থ সাহায্য কামনা করছে এর বিপরীতে কোনরূপ প্রমানপত্র প্রকাশে আগ্রহী নন । এটাকে ওনারা আত্মসম্মান জনিত কর্মকান্ডে ফেলছেন । প্রত্যেকের নিজেস্ব মতামত থাকে তো আসুন তাদের মতামত কে সম্মান জানিয়ে যার যেমন সামর্থ যদি ইচ্ছা থাকে তার সেই সামর্থ কে কাজে লাগাই । নতুন কোন জটিলতা না তৈরী করি ।

ডঃ ইউনুস জনিত সমস্যা টি ঠিক ইলেকশানের আগে কেনো এতো জোরদার হলো ?
এই সময় কেন এতো গুলা নোবেল প্রাপ্ত মানুষ তার পক্ষে সাফাই গাইতে লাগলো ? তাদের কি অন্য কোন কাজ নাই ? নাকি তারা ডঃ ইউনুস এর মতই বেকার ?
ডঃ ইউনুস যদি মহৎ হন তবে দেশের ট্যাক্স ১১শত কোটি টাকা পরিশোধ তারপর তার বিরুদ্ধে আনিত অন্যান্য অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করতেন । আমরা আম জনতাও তার পক্ষে রাস্তায় নেমে যেতাম । নিজের শতেক দোষ ঢেকে অন্যের দোষ ধরতে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ ?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৩

সোনাগাজী বলেছেন:




ড: ইউনুস বেকুবের মতো আচরণ করছেন; অন্যান্য নোবেল বিজয়ীদের দ্বারে দ্বারে না ঘুরে, দেশের মানুষের মতামতের জন্য অপেক্ষা করার দরকার ছিলো; উনাকে তো বিকেল বেলাা জেলে নিচ্ছে না।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

বাউন্ডেলে বলেছেন: কুত্তার পেটে ঘি সয় না । এসি রুমের আরাম আয়েশ । মাস গেলেই কড় কড়ে টাকার বান্ডিল। ঢাকার মতো শহরে বাচ্চাদের পড়াশোনার সুযোগ । দেশেই এতো কিছু পাওয়ার পরও বিদেশী প্রভুদের সাথে দহরম-মহরম । জনতার আস্থার জায়গা তাহলে কোথায় ?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



আপনি তো আপনার মতো বুঝেছেন; ভিতরে কি হচ্ছে, উহা বুঝতে সময় লাগবে।

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

জাদিদ বলেছেন: @সাড়ে চুয়াত্তর:
প্রথমত একজন সহব্লগারকে সাহায্য করার জন্য আপনার যে আন্তরিকতা আমি সেটাকে ধন্যবাদ জানাই। তবে আপনি আবারও ব্লগ টিমের বক্তব্যটি বুঝতে কিছুটা ভুল করছেন।

আপনি লক্ষ্য করুন - ব্লগ টিম থেকে দেয়া পোস্টের শুরুতেই কিন্তু আপনার প্রশ্নের ব্যাপারে বলা হয়েছে। সেখানে ২ নাম্বার পয়েন্টে বিস্তারিত বলা হয়েছে -

২। অতীতে বিভিন্ন সময়ে ব্লগে এই ধরনের চিকিৎসা সংক্রান্ত সহযোগিতাকে কেন্দ্র করে নানা ধরনের সমস্যার মুখোমুখি আমরা হয়েছি। নানা ধরনের মিথ্যাচার এবং তথ্য গোপন করা হয়েছে। সামহোয়্যারইন ব্লগ ব্লগারদের অর্থনৈতিক লেনদেনের দায়বদ্ধতা গ্রহণ করবে না কিন্তু ব্লগারদের স্বার্থ রক্ষা করার জন্য তারা সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চায়। আমরা প্রত্যাশা করি, চিকিৎসা সাহায্য সংক্রান্ত ব্যাপারে যারা সাহায্য চাইবেন বা যার পক্ষ থেকে সাহায্য চাইবেন – তারা নিজ উদ্যোগেই উক্ত বিষয়ে সকল ডকুমেন্ট যথাযথভাবে ব্লগে উপস্থাপন করবেন।

আমরা এই সকল বিষয়ে সংশ্লিষ্ট পরিবারকে জানিয়েছি এবং উক্ত পোস্টে যে মন্তব্য ছিলো সেখানেও বলা হয়েছে। তারা আমাদেরকে পাঠিয়েছে একটা ডায়লাইসিস স্লিপ এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে কত টাকা লাগবে সেটার একটি চিঠি যেখানে কোন অফিসিয়াল সিগনেচার বা সিল নেই।

আমরা চেয়েছিলাম স্থানীয় ব্লগাররা সেখানে গিয়ে ডকুমেন্টগুলোর ছবি তুলে আমাদেরকে পাঠাবে, আমরা তা দেখে এবং প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলে তার চিকিৎসার জন্য এই মুহুর্তে কি ধরনের টাকা প্রয়োজন সেই এমাউন্টটি নির্ধারন করতে এবং উনার অসুস্থতা কোন পর্যায়ে আছে সেই ব্যাপারে সঠিক চিত্র পাবার জন্য।

আপনি লক্ষ্য করে থাকবেন, ব্লগার "কি করি আজ ভেবে না পাই" এর পরিবার থেকে কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেসির কথা বলা হয়েছিলো যেমন বিশেষ করে অনুমুতি ছাড়া উক্ত ব্লগারের ছবি কেন প্রকাশ করা হলো সহ ইত্যাদি বিষয়ে। তারা এই ধরনের কর্মকান্ডকে পছন্দ করছেন না, তারা বিষয়গুলো নিয়ে আপত্তি জানিয়েছেন বলেই প্রতীয়মান। এছাড়া এই পোস্টটি প্রকাশিত হবার পর বিভিন্ন ব্লগারদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি যা এই মুহুর্তে আমরা প্রকাশ করতে চাইছি না।

ব্লগার কি করি আজ ভেবে না পাই নিঃসন্দেহে অসুস্থ - কিন্তু তিনি কতখানি অসুস্থ তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। এখানে যেহেতু তার পরিবার প্রাইভেসির ইস্যু এনেছেন, তাই আমরা আর কোন ডকুমেন্ট চাইতে পারি না। যতদিন পর্যন্ত না আমরা সঠিক কোন ডকুমেন্ট পাবো, ততদিন আমরা পোস্ট স্টিকি করব না।

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৫

কামাল১৮ বলেছেন: সোস্যালিজম কোন ধর্ম না যে বিশ্বাস করতে হবে।তথ্য ও যুক্তি দিয়ে প্রমানিত একটা বিষয়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪০

সোনাগাজী বলেছেন:




এখানে বিশ্বাস শব্দটা আস্হা'এর সিনোনিম হিসেবে ছিলো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪১

সোনাগাজী বলেছেন:



সোস্যালিজমে আপনার আস্হা আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.