নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২৯ জন লগিন-করা ব্লগার ও ১টি মন্তব্য-শুন্য পোষ্ট

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০



ভোর ৩টা ৪৫ মিনিটে ঘুম ভেংগেছে, ৩টা ৫৫ মিনিটে সামুতে এলাম; ১ম পাতায় চোখ বুলিয়ে নিলাম; ১ম পোষ্ট ছড়াকার ব্লগার বাকপ্রয়াস'এর: উনার ২য় মেয়ের জন্মদিন নিয়ে লেখা ছোট পোষ্ট; পড়লাম, ১টি লাইক দিলাম; খুবই ইচ্ছা ছিলো ১টা কমেন্ট করার! জন্মদিন পালনের জন্য মেয়েটা বাবাকে লিখিত ফর্দ দিয়েছে; সাথে বাবাকে অনুরোধ করছে বাংলাদেশে যেতে ( মনে হয় মেয়ে বাংলাদেশে, বাবা প্রবাসে ), মেয়ে বাবার সাথে ঘুববে; খুবই ছোট চাওয়া-পাওয়া, কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো।

ব্লগের বাম প্যানেলে দেখলাম ২৯ জন ব্লগার লগিন-করা আছেন; এই পোষ্টটি ১৮ বার দেখা হয়েছে; কিন্তু কেহ কমেন্ট করেননি; যারা পোষ্টে এলেন ও চলে গেলেন, নিজেদের কোন চিহ্ন রেখে গেলেন না, তারা কি আশা নিয়ে পোষ্টে এসেছিলেন, তাদের আশা কি পুরণ হয়নি? তারা কি কবি নজরুল ইসলাম, কিংবা খলীফা ওমরের ( আ: ) জন্মদিনের লেখা আশা করেছিলেন?

পাঠকেরা তখনি মন্তব্য করেন, যখন পোষ্ট পছন্দ হয়; ১টি ছোটমেয়ের জন্মদিনে আর কি কি থাকার দরকার ছিলো? ব্লগার পরিবারের ১টি ছোট মেয়ের ছবি আছে, মেয়ের লেখা জন্মদিনের ফর্দ আছে; বাবাকে লেখা আবদার আছে, বাবা থেকে দুরে থাকার বেদনা আছে, বাবার আসার জন্য অপেক্ষা ও উৎকন্ঠা আছে; আরো কি কি থাকার দরকার ছিলো?

আমি নিজে পোষ্ট দেয়ার সময় সামুর বাম প্যানেলে লগিনকরা ব্লগারদের লিষ্ট দেখি; অনেক সময়, ২০ জনের কম ব্লগার থাকলে পোষ্ট করি না; কিন্তু লিষ্ট দেখে যদি মনে হয় যে, এরা ১ জনও আমার পোষ্টে মন্তব্য করার সম্ভাবনা নেই( জটিল ভাই, সোনালী কাবিন, রূপালী যাবিন, অপু তানভীর, শেরজা, মির্যা, জিকোব্লগ, করুণাধারা, আনন্দধারা, সোনাবীজ, ইসিয়াক, অর্ক, ... প্রমুখ ), তখন আমি পোষ্ট প্রকাশ করি না; যদি দেখি যে, লিষ্টের মাঝে কমপক্ষে ১ জন আছেন, যিনি আমার পোষ্টে মন্তব্য করার সম্ভাবনা আছে, তখন আমি পোষ্ট প্রকাশ করি।


মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪

খাঁজা বাবা বলেছেন: লেখায় সব সময় কমেন্ট পাওয়াই লাগবে কেন?
মাঝে মাঝে নিজের জন্য ও লিখতে হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি আপনার ব্যাপার জানি না, আমি কোন লেখা পড়লে, উহাতে মন্তব্য করি সাধারণত; সহজে লাইক দিই না; এখন লাইক দিই।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

রানার ব্লগ বলেছেন: খাঁজা বাবা বলেছেন: লেখায় সব সময় কমেন্ট পাওয়াই লাগবে কেন?
মাঝে মাঝে নিজের জন্য ও লিখতে হয়।


যখন আপনি পাব্লিক ব্লগে লিখবেন তখন মন্তব্য আশা করা অন্যায় না । নিজের জন্য লিখলে গুগল ব্লগ স্পট করেই রেখেছে ওখানে একটা নিজেস্ব ব্লগ তৈরী করে লিখে ফেলুন ।


আজকাল মানুষ হিট পোস্ট খোঁজে । এরা বেছে বেছে সেই সব হিট পোস্টে মন্তব্য করে । এর বাহিরে আমি ও না । মানবিকতা ব্যাপার গুলে ধীরে ধীরে কমে যাচ্ছে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



বেশীর ব্লগার মন দিয়ে পড়েন না, অনেকই পড়ার পর, পোষ্ট বুঝেন না; কিছু ব্লগারের কোন মতামত নেই।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত ভাবে কমেন্ট করা ব্লগাররা সামুতে কম।
আপনার এই পোস্ট যারা পড়বে তাঁরা অবশ্যই মেয়েটাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে।
চোখে আঙ্গুল দিয়ে কতিপয় ব্লগারদের ভুল দেখিয়ে দিলেন। এজন্য আপনাকে ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



অনেক ব্লগার পোষ্টে গেলেও পোষ্ট পুরোপুরি পড়েন বলে মনে হয় না

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

অক্পটে বলেছেন: সত্য কথা বলেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



কিছু আছেন সামুতে লগিন ককরেই ধন্য হয়ে বসে থাকেন।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

বাকপ্রবাস বলেছেন: আসসালামুআলাইকুম। কন্যাকে নিয়ে কিছু লিখতে হলে আমি পুরো একটা ছড়া দিই, এবং সেটা তাৎক্ষনিক। এই চারলান লেখা এটাও তাৎক্ষনিক। বড় করতে পারিনি কারন আামি একটু বিজি থাকি অপিষে।
আপনার পোষ্ট এর জন্য আন্তরিক ধন্যবাদ। আমার পরিবার দীর্ঘ ৯মাস আমার সাথে থেকে গেছে দেশে রিসেন্টলি। কিছু কর্য হল এখন সেটা শোধ এর পালা। আগামী কোরবানীর ঈদ দেশে করব সেটা তাদের বলে রেখেছি।
প্রবাসীদের বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের কথা আপনি ছোট কলে লিখলেও পুরোটা লিখে দিয়েছেন। প্রবাসী আবেগ অনুভূতি ধরতে পেরেছেন, আপনিও প্রথম শ্রেণীর প্রবাসী হওয়াতে আপনি আরো ভাল বুঝেন ব্যাপারগুলো।

ভালবাসা জানবেন

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



আমি প্রবাসী, প্রবাস আনন্দের কিছু নয়।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

কামাল১৮ বলেছেন: অনেক পোষ্টে কমেন্ট করার কিছু থাকে না।অনেকে আবার বাঁকা প্রতিমন্তব্য করে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:




পোষ্ট পড়লে, পোষ্টের ব্যাপারে একটা মন্তব্য মনের মাঝে চলে আসে।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: পুরা পোষ্ট না পড়ার দলে আমি।আমি দুই তিনটা লাইভ দেখি।প্রতিটা লাইভ দুই খেকে চার ঘন্টা চলে।মাঝে মাঝে অংশ গ্রহন করি।তাই সময় কম পাই ব্লগ পড়ার জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



কিসের লাইভ?

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চিন্তাশীল ও মনোযোগী পাঠক। ছোটখাটো বিষয়ও আপনার এন্টেনায় ধরা পড়ে।
জন্মদিন, বিবাহ বার্ষিকীর পোস্টে আমি বেশি কিছু না হলেও একটা শুভকামনা হলেও জানিয়ে যাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:


মানুষ যখন পরিবারের কোন অনুষ্ঠান, বাচ্চাদের জন্মদিন, কোন সুখবর দেন, উহাতে অংশ নেয়া অবশ্যই সৌজন্যে বোধ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্ট পড়ার পরে আমি সহ অনেকেই ঐ পোস্টে মন্তব্য করেছে । আপনার মন্তব্যের ক্ষমতা থাকলে সবার আগে আপনি করতেন। নিয়মিত ব্লগিংয়ের জন্য আপনাকে প্রথম পুরস্কার, রাজিব নুরকে দ্বিতীয় পুরস্কার, কামাল ১৮ কে তৃতীয় পুরস্কার দেয়া উচিত। আমাকে সান্ত্বনা পুরস্কার দেয়া উচিত। কারন শুধু সামুর জন্য আমি একটা রবি সিম কিনেছি। কিন্তু এখন দেখছি দরকার ছিল না। কারণ গ্রামীণ ডেটা আর ভি পি এন মিশিয়ে ভালোই মন্তব্য করতে পারছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



আমার পুরস্কার পেয়েছি, বাকী আছে রাজিব, কামাল ও আপনার পুরস্কার।

দেশের অনেককেই ব্লগিং'এর জন্য আলাদাভাবে পে করতে হয়; এজন্য অনেকেরই ইচ্ছা থাকলেও ব্লগিং করতে পারেন না; জাতি টেকনোলোজী না জানাতে জাতিকে এসব অপ্রয়োজনীয় গচ্চা দিতে হচ্ছে।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫২

মিরোরডডল বলেছেন:




থ্যাংকস খেলাঘর। এই পোষ্ট না পড়লে, সেই পোষ্টেও যাওয়া হতো না।

আসলে সব পোষ্ট পড়া হয়না, সম্ভবও না।
পড়লেও সব পোষ্টে কমেন্ট করা হয়না।

কিন্তু এটা মেয়ের জন্য বাবার আবেগ থেকে লেখা।
লেখাটা কমেন্ট ডিজার্ভ করে।

থ্যাঙ্ক ইউ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



পোষ্টে না'গেলে মনে কোন ধরণের দাগ পড়ে না; পোষ্টে গেলে, পড়লে, মনের উপর দাগ কাটার সম্ভাবনা থাকে।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১১

মিরোরডডল বলেছেন:




নেই নেই করেও অনেক পোষ্ট আসে প্রতিদিন। সবগুলো পড়ার সময় হয়না।
কিছু পোষ্ট পড়তে শুরু করি, কয়েক লাইন পড়ে আর বাকিটা পড়ার আগ্রহ হয়না।
কিছু পোষ্ট সম্পূর্ণ পড়ি কিন্তু সেখানে কিছু বলার নেই, নাথিং গুড অর ব্যাড, অর এনিথিং টু ডিসকাস।

তবে কখনও কোন পোষ্ট সম্পূর্ণ না পড়ে কমেন্ট করিনা।
আবার কখনও অফলাইন থেকে হয়তোবা পড়েছি, পরে এসে কমেন্ট করবো. কিন্তু যখন আসি তখন সেটা ভুলে যাই :(

মনে দাগ রাখার মতো লেখা প্রতিদিন আসে না, Once in a blue moon.


০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



ব্লগের ৪০/৫০ ভাগ লেখাতে নতুনত্ব নেই, পাঠক টানার ক্ষমতা নেই। অনেক লেখার মান খুবই কম, পুরোটা পড়তে গেলে কুইনাইন খাওয়া হয়ে যায়; ইহাই আমাদের অবস্হা।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

মিরোরডডল বলেছেন:




হা হা হা হা
you made me laugh =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করি; আমি নিজে হাসিখুশী মানুষ

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

জগতারন বলেছেন:

জ্বনাব গাজী সাহেব;
আপনার জ্ঞাতার্থেঃ

এখন যে পোষ্টটি উল্লেখ করে আপনি এই পোষ্টটী করলেন।
সে ব্লগার বাকপ্রবাস'এর শুভ জন্মদিন পোষ্টে'এ
৩য় মন্তব্যটি আমি করেছিলেম এবং প্রথম লাইক'টি দিয়েছিলেম।

আশা করি ভালো থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, মেয়ের বাবা খুশী হবেন; মেয়ে যদি ব্লগ দেখে থাকে, সেও আনন্দিত হবে।
আপনিও ভালো থাকুন।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ, চাঁদগাজী ভাই।

বাংলাদেশে এখন প্রায় রাত ১টা বাজতে চললো। ব্লগে ঢুকেই আপনার পোস্ট চেক করলাম। এরপরে উনার পোস্টে কমেন্ট করে এখানে এসেছি।

আপনার পোস্ট পড়ে বাধ্য হলাম লগ ইন করতে।
শুভেচ্ছা নিরন্তর।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১১

সোনাগাজী বলেছেন:



ছোট মেয়াটা আনন্দিত হবে যে, তার বাবার কিছু বুদ্ধিমান বন্ধু আছেন, যাঁরা তাকেও চিনে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:



আমি অনুচব করি, আপনি আমাকে ভালো জানেন; পোষ্ট না'দিলে ভালো হয়; কিছু লোকজন আপনার উপর ক্ষেপবে।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি মনে কষ্ট না নিলে পোস্টটি রাখতে চাই।

আমি চাঁদগাজী নিকের ব্যান মুক্তি চাই, এখনো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ। নিকটিকে ব্যান করার কোন দরকার ছিলো বলে আমার মনে হয় না।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪৪

কামাল১৮ বলেছেন: স্বঘোষিত নান্তিকদের নাইভ।অনেকে কল্লাহারানোর ভয়ে দেশ ছেড়েছে।একজন আবার ঘাড়ে কোপ খেয়ে বেচে গেজেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:


আচ্ছা

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ইনশাআল্লাহ আপনি মন্তব্য করার পুনরায় সুযোগ পেলে সব পোস্টে মন্তব্য দিবেন। প্লিজ কাউকে মন্তব্যের মাধ্যমে হার্ট করবেন না। সুলেমানি ব্যান হলে সমস্যা।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনি বেশ কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন; আপনার কন্যার জন্য ও পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৪৬

রাবেয়া রাহীম বলেছেন: বেশীরভাগ সময় আমি লগইন ছাড়াই ব্লগ পড়ি তাই আর কমেনট করা হয় না ।
সব লেখাতে কমেনট করতে ইচ্ছাও হয় না

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



আমি তো ভেবেছিলাম, আপনি কোভিডের ভয়ে নাসার কোন রকেট ধরে মংগলে চলে গেছেন; ভালো থাকুন।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: আপনি আর আপনার হিউমার দুটোই অসাধারন =p~

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫১

সোনাগাজী বলেছেন:



ভালো থাকুন, আমাদের সবার ঠিকান, সামু; মংগলে সামু নেই!

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫২

ডার্ক ম্যান বলেছেন: গাজী ভাই, যদিও আমি খুব কম লিখি। তারপরও প্রথম প্রথম আপনার কমেন্ট আমি নিতে পারতাম না। কিন্তু কিছু দিনের মধ্যে সেটা সয়ে গেছিলো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



আমি সব সময় চেয়ে আসছি যে, আমাদের শিক্ষিতরা ভালো কিছু লিখুক।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছোট্ট একটা মেয়ের চাওয়া নিয়ে আপনার লেখাটি আমার মুনছুঁয়ে গেলো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



আমার মতে, পোষ্টটি ব্লগিং পরিবারের একটা মেয়ের জন্মদিনের বিশাল আবেগের পোষ্ট, উহা এভাবে খালি পড়ে থাকা সঠিক নয়; ব্লগারেরা সঠিক পোষ্টে নিজেদের স্বাক্ষর রাখতে যেন ভুল না করেন।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো ভাবনা।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:



আমি পড়ার পর, ১ জন বাবার পোষ্ট হিসেবে উহা আমার কাছে ভালো লেগেছিলো।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময় তো পাই না রে ভাইয়া । :(

লগিন হয়ে উধাও হয়ে যাই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



রিটায়ার করার আগে সময় পাওয়া কঠিন।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৯

জুন বলেছেন: পিতার কাছে কন্যার অত্যন্ত আন্তরিক চাওয়া নিজের জন্মদিন উপলক্ষে। অনেক অনেক শুভকামনা রইলো উমায়রার জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:



আমি অলস ব্লগারগুলোকে একটু ধাক্কা দিয়ে দেখলাম।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রবাস পিতার কাছে কন্যার আকুতি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



কোটী পরিবারের সন্তানেরা বাবাকে কাছে পাচ্ছে না।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পোস্ট পড়ার পর উনার পোস্ট পড়ে কমেন্ট করেছিলাম। আপনার এখানে আর মন্তব্য করা হয়নি। কা_ভা'র সর্বশেষ পোস্টটা পড়েছেন? মতামত কী?

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

সোনাগাজী বলেছেন:




কা_ভা সঠিক আছেন; আরেকটু কাজ করার দরকার: অসুস্হ ব্লগার কতটুকু অসুস্হ সেটা বুঝার দরকার; এবং বের করার দরকার যে, স্ত্রী চিকিৎসা করাচ্ছে কিনা! নাকি জেসন চিকিৎসা পাচ্ছে না।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা ঠিক বলেছেন। আজ অনেক ভেবেছি একটা পোস্ট দেব অথচ ছুটির টাইম এসে গেছে

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এর জন্য অনেকটুকু সময় লাগে।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

ডঃ এম এ আলী বলেছেন:


সুন্দর পর্যবেক্ষন মুলক একটি পোষ্ট ।
এ পোষ্টের কল্যানে সে পোষ্টটি দেখার
সুযোগ হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



পোষ্টটা আমার খুবই ভালো লেগেছিলো, যারা আমার আগে পড়েছেন, তারা কেন যে কমেন্ট করেননি, উহা বুঝা যাচ্ছিলো না।

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

জাহিদ অনিক বলেছেন: সুদিন আসবে কোনদিন হঠাত করে। যখন আশা ছেড়ে দেব সেদিনই আসবে

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:




প্ল্যান করেই শুধু সুদিন আনা সম্ভব; এখনকার কমপ্লেক্স বিশ্বে বিনা কারণে ভালো কিছু ঘটার সম্ভাবনা আর নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.