নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেব শাসনতন্ত্রে \'সমাজতন্ত্র\' কেন যোগ করেছিলেন?

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫



আমাদের শাসনতন্ত্র লেখার (১৯৭২ সাল ) জন্য শেখ সাহেব কয়েকজন শিক্ষিত ব্যক্তিকে ভার দেন, এদের প্রধান ছিলেন ড: কামাল হোসেন। তখন ড: কামাল ছিলেন লন্ডন থেকে পাশ করা তরুণ কর্পোরেট আইনবিদ। শাসনতন্ত্র লেখার জন্য শেখ সাহেব ৪টি মুলমন্ত্র ধরিয়ে দেন: গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।

শেখ সাহেব যেই ৪টি মুলমন্ত্র ধরিয়ে দেন, সেগুলো উনার একার ছিলো না, সেগুলো ছিলো তখনকার মানুষের ( '৭১এর জেনারেশন ) মনোভাবের প্রতিফলন; এই ৪টার মাঝে, এখনকার জেনারেশন কোন ২'টিকে পছন্দ করে না বলে আপনার মনে হয়? আমার ধারণা, এখনকার বাংগালীরা ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র'কে পছন্দ করেন না।

উপরের ৪টি স্তম্ভের মাঝে 'সমাজতন্ত্র" কি কারণে রাখা হয়েছিলো? সমাজতন্ত্র রাখা হয়েছিলো, আমাদের সমাজের মাঝে যেন অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি না'হয়, দুরূহ শ্রেণীর সৃষ্টি না'হয়। এবং সমাজতন্ত্র মানুষের নাগরিক অধিকারকে অর্থনৈতিকভাবে সমুন্নত রাখে। তা'হলে শেখ সাহবের ভাবনা খারাপ ছিলো না!

আপনি নিজে কি সমাজতন্ত্র পছন্দ করেন, নাকি ক্যাপিটেলিজম পছন্দ করেন?

আজকে সমাজতান্ত্রিক দেশেগুলোতে যা কিছু ঘটুক না কেন, তারা সব শিশুকে পড়ালেখা শিখায়েছে, কোন শিশু পারিবারিক কারণে শিক্ষা থেকে বন্চিত হয়নি। আমি আপনাদের একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারবো যে, সমাজতন্ত্রের ভালো সময়ে, যেকোন সমাজতন্ত্রিক দেশের ১২'শ শ্রেণীর ছাত্রের শিক্ষার মান বাংলাদেশের ব্যাচেলর ডিগ্রি পাশ করা ছাত্রের চেয়ে উপরে ছিলো।

জেনারেল জিয়া, বেগম জিয়া, এরশাদ কি সমাজতান্ত্রিক ছিলো? শেখ সাহেব শাসনতন্ত্রে সামাজতন্ত্র যোগ করে গেলেন, উনার মেয়ে কি সমাজতন্ত্রে বিশ্বাস করেন? আপনি কি সমাজতন্ত্রে বিশ্বাস করেন? আওয়ামী লীগ কি সমাজতন্ত্রে বিশ্বাস করে?

আমাদের শিক্ষামন্ত্রী কি শেখ সাহেবের নীতিতে বিশ্বা করেন? আমাদের ব্যুরোক্রেটরা কি শেখ সাহেবের নীতিতে বিশ্বাস করেন? আমাদের পিএম'এর অর্থনৈতিক এডভাইজার ( দরবেশ ) কি শেখ সাহেবের সমাজতন্ত্রে বিশ্বাস করে? ৩য় বিশ্বের সবদেশের ব্যুরোক্রেটরা মানুষকে পড়ালেখার জন্য টাকা দেয়না, কিন্তু ঋণখেলাপিদের টাকা দেয়; সমাজতন্ত্রে ইহার সমাধান ছিলো।



মন্তব্য ৬২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এখনো কি কমেন্ট ব্যান?

ভালো বিশ্লেষণ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



কমেন্টব্যান তুলে নিয়েছেন গতকাল রাতে; এডমিন সাহেবকে ধন্যবাদ। মনে হয়, আপনি ইহার পেছনে কাজ করেছেন; আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



শেখ সাহেব শাসনতন্ত্রে 'সমাজতন্ত্র' যোগ করেছিলেন বলেইতো তাঁকে জীবন দিতে হল ।
ক্যপিটালিজম যোগ করলে হয়তবা সেই তারাই জীবনভর তাঁকে মাথার মনি করে রাখত।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:


আমাদের বর্তমান নেতারা আমাদের জাতীয় নেতার ইচ্ছাকে মুল্য দিচ্ছে না; এদেরকে ঝাটা দিয়ে পিটানোর দরকার। বাবা কেন প্রাণ দিলেন, পিএম কোনদিন বললেন না; উনি কি আসলে বুঝতে পারেননি?

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

কামাল১৮ বলেছেন: স্বাধীনতা যুদ্ধের সময় মনি সিংহ মোজাফররা তার বড় সহযোগী ছিলেন।রাশিয়ার বড় সমর্থন ছিলো যুদ্ধে।
৭০ এর আগে আওয়ামী লীগের কারো কন্ঠে সমাজতন্ত্রের কথা শুনি নাই।আমেনা বেগম যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন থেকে তাদের অনেক সভায় শ্রোতা হিসাবে থেকেছি।কারো কন্ঠে কখনো সমাজতন্ত্রের কথা শুনি নাই।৭ই মার্চের সভায় ইপস্থিত ছিলাম।তাছাড়া ভাষণটি রেকর্ড করা আছে ।সেখানেও সমাজতন্ত্রের কোন কথানাই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:


আপনি শোনেননি, তাই বলে কি শেখ সাহেবের চুপ করে বসে থাকার দরকার ছিলো? দেশ স্বাধীন হওয়ার পর, শেখ সাহেব মানুষের ভালোর জন্য ইহার প্রয়োজনীয়তা অনুভব করেছেন।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: শেখ সাহেব যুক্ত করেছিলেন বলে মনে হয় না।যুক্ত করেছিলেন তাজউদ্দিন গংরা।যাঁদের কিছু লেখাপড়া ছিলো।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



দেশের শাসনতন্ত্রে এমন একটি বড় তত্ব যোগ করা হলো, শেখ সাহেব উহা দেখেননি? আপনি আজব আজব কথা বলেন। তাজউদ্দিন ছিলেন শেখের ঘনিষ্ঠ মানুষ; তাজউদ্দিন যোগ করা মানে শেখের সায় ছিলো।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমার কেন যেন মনে হয়, মিক্স অর্থনীতিি ভালো।

কারণ, একটি দেশে বহু ধরনের মানুষ থাকে। ব্হু মত থাকে। সেজন্যেই আমরা মানুষ।

সবাইকে খুশি করা দরকার। নাহলে, দেশে গোলযোগ লেগে থাকবে।

তবে, আমি আমি আপনার এই চিন্তাকে সম্মান করি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:


এখন স্কেনডেনেবিয়া ও ফ্রান্সের অর্থনীতি মিক্সড, ওরা ভালো করছে।

বর্তমানে সোভিয়েত ও চীনের মতো সোস্যালিজমের দরকার নেই; তখন রাজতন্ত্র ও মিলিটারী সরকার থেকে বের হওয়ার কারণে সোভিয়েতে ও চীনের অনেক কঠোর ও ভুলনীতি প্রয়োগ করা হয়েছিলো।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

নাহল তরকারি বলেছেন: সমাজতন্ত্র হউক বা পুজিবাদ হউক। আমাদের ৫ টি মৌলিক চাহিদা পূরন হওয়া দরকার।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



রাজতন্ত্রের কথা যোগ করতে ভুলে গেলেন?

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওয়েলফেয়ার স্টেট ব্যবস্থার কাছাকাছি কিছু একটা ওনার মাথায় সম্ভবত ছিল। কিন্তু আগাচ্ছিলেন কমিউনিজম বা সমাজতন্ত্রের স্টাইলে। সব কিছু রাষ্ট্রীয় করে নেয়ার লক্ষণ দেখে সেটাই অনুমান করা যায়। ওনার দলের ছাত্ররা লাল সালাম দেয়া শুরু করেছিল। তবে উনি সেটা পছন্দ করেন নি।

বর্তমানে সমাজতন্ত্রের কোন লক্ষণ দেখা যায় না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০২

সোনাগাজী বলেছেন:



শেখ সাহবের আমলে যেগুলো "রাষ্ট্রীয়করন" করা হয়েছিলো, সেগুলো ছিলো পাকিস্তান সরকারের মালিকানার কলকারখানা কিংবা বাইশ পরিবারের পরিত্যক্ত শিল্পকারখানা, ব্যাংক, ব্যবসা ও বাড়ীঘর। উনি বাংগালী মালিকানার কিছু "রাষ্ট্রীয়করন" করেননি। ১ টি ব্যাংক বাংগালী মালিকানায় ছিলো ( মার্কেনটাইল ব্যাংক ) উহা ছেড়ে দেয়া হয়েছিলো। উনি সরকারী মালিকানার জমিগুলো রক্ষারও কোন সুব্যবস্হা নেননি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছেন, "বর্তমানে সমাজতন্ত্রের কোন লক্ষণ দেখা যায় না। "

-চোর, ডাকাত, ঋনখেলাপী ও সিন্ডিকেটরা সমাজতন্ত্রের নাম শুনলে জ্বিহাদ শুরু করবে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাজনৈতিক সকল প্রকার লেখা ও আলোচনা হতে আমি অবসর নিয়েছি। আপনি জীবনস্মৃতি নিয়ে যখন লেখালেখি করবেন তখন আমাকে পাবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:


অর্থনীতি কন্ট্রোল করে সরকার (রাজনীতিবিদরা ); ফলে, অর্থনীতির অবস্হা থেকে অনুমান করা যায়, ক্ষমতায় কাহারা আছে!

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১০

বাকপ্রবাস বলেছেন: শেখ সাহেব একটা স্তম্ভ আমাদের দেশের জন্য, আন্দোল সংগ্রামের জন্য আদর্শিক ব্যাক্তি। কিন্তু তার প্রশাসনিক এবং রাষ্ট্র পরিচালনায় দক্ষ বলবনা। তিনি আবেগ এবং জোর খাটানো দুটোর মিশ্রণে সিদ্ধান্তগুলো নিয়েছেন। আকবরের দ্বীন ই ইলাইহির মতো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম এবং বাকশাল এর মাধ্য রাজতন্ত্র সব এক করে খিচুড়ি করেছেন। তবুও তিনি উচ্চ মার্গের, অনন্য উচ্চতায় আছেন।
উনার কন্যাও সেই উচ্চতায় থাকতে পারতেন, তবে বর্তমানে শেখ সাহেবের ধারে কাছেও নেই, ওনি এখন সংগ্রাম করছেন ভোট না দেবার, দিলেও নিজের মতো করে দেবার এবং দেন দরবার করছেন সেটা সবাইকে মানানোর।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতার পরপরই যেসব পদক্ষেপ নেয়ার দরকার ছিলো ওসম্ভব ছিলো, তখন শেখ সাহেব তা করতে পারেননি সঠিকভাবে; তবে, তিনি ইচ্ছাপুর্বক জাতিকে ভুল পথে নেননি।

উনাকে হত্যা করায় যেই শুন্যতার সৃষ্টি হয়েছিল, সেটাতে অনুপযুক্ত লোকজন প্রবেশ করে দেশকে ভুল পথে নিয়ে গেছে।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৫

শূন্য সারমর্ম বলেছেন:



সময়ের প্রভাবে শেখ সাহেব সমাজতন্ত্র যোগ করেছিলেন,সময়ের প্রভাবেই সমাজতন্ত্র থেকে দূরে যেতে হচ্ছে,কার্যকারিতা নিয়ে উৎসাহী নয় কেউই।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



সমাজতন্ত্র শব্দটা শাসনতন্ত্রে যোগ করা হয়েছিলো, উহা কার্করী করা হয়নি; যাহা কার্করী করা হয়নি, তা থেকে কিভাবে দুরে যাচ্ছে?

অশিক্ষিত রোগী তো নিজের প্রাথমিক চিকিৎসাও করতে জানে না; সেজন্য ডাক্তারের দরকার হয়।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১

নীলসাধু বলেছেন: সমাজতন্ত্রে সমাধান থাকার পরেও তারা কেন সেদিকে গেলেন না। আপনার কী মনে হয়?

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:


দেশ স্বাধীন যারা করেছিলেন তারা দেশ পরিচালনার ভার পাননি; লোভী লোকজন দেশ চালনার ভার দখল করে, নতুন দেশে লুটতরাজ চালায়েছে; জিয়া, এরশাদ, বেগম জিয়া, রওশন, এরা লুটেরা ছিলো।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

নীলসাধু বলেছেন: হুম।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



ভুলটা শেখই করেছিলেন; তিনি পাকী আমলের ব্যুরোক্রেট, মিলিটারি, আগের পরিচিত অসৎ সরকারী অফিসারদের রেখে দেন; কিন্তু যারা দেশ আনার জন্য যুদ্ধ করেছিলেন, তাদেরকে দেশ চালনায় নেননি।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: আমার সুইস বন্ধুরা যারা বাংলাদেশে কাজ করত ৭৮/৭৯ সালে আমাকে বলেছিল আমাদের কোন সমাজতন্ত্র নেই কিন্তু তুমি আমাদের দেশ , নরওয়ে এবং স্কান্দিনেভিয়ান দেশ গুলোতে গেলে বৈষম্য পাবেনা । আমাদের সমাজতন্ত্র দরকার নেই , আমরা ভাল আছি ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



ঐ দেশগুলোতে আসলে দরকারী পরিমাণ ক্যাপিটেলিজম ও সমাজতন্ত্রের উপস্হিতি আছে। সমাজতন্ত্রের সামান্য অংশ আমেরিকায়ও আছে ( সোস্যাল ওয়েলফেয়ার, বেকার ভাতা, ১২ ক্লাশ অবধি ফ্রি এডুকেশন )।

প্রয়োজন ও অবস্হা ভেদে ইহার প্রয়োগ বিবিধ লেভেলের করা সম্ভব।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩

গেঁয়ো ভূত বলেছেন: তিনি মেহনতি মানুষকে ভালবেসে শাসনতন্ত্রে 'সমাজতন্ত্র' যোগ করেছিলেন। তখনকার সময়ের জন্য উহা সঠিক ছিল।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:




এখনকার সময়ের জন্য ঠিক নেই? এখন মেহনতি মানুষ আর নেই?

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৯

গেঁয়ো ভূত বলেছেন: এখনকার সময়ের জন্য ঠিক নেই? এখন মেহনতি মানুষ আর নেই?

মেহনতি মানুষ যদি নায্য মজুরি পায়, তার পূর্ণ অধিকার পায়, তাহলে একজন শ্রমিকও কোনদিন সমাজতন্ত্র চাইবেনা। উন্নত দেশে যেখানে সুশাসন আছে সেখানে এর রিফ্লেকশন দেখতে পাবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:


আমেরিকায় ও জাপানে অনেক বেতন দেয়া হয়; জাপানীরা এমন অশ্চিয়তায় ভুগছে যে, পুরুষেরা বিয়ে করা ছেড়ে দিয়েছে। আমেরিকার লোকজনের ১টি ভয়, কোনদিন চাকুরী চলে যাবে?

উন্নত ও সুশাসনের দেশের রিফ্লেকশন আমি দেখছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা?

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে অনেক গুলো প্রশ্ন করেছেন। প্রশ্ন গুলো গুরুত্বপূর্ন।
শেখ মুজিবের সময়ে পড়ে থাকলে এখন হবে না। এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শেখ মুহিব কি করছেন, কি করেন নি অথবা কি করা উচিৎ ছিলো- সেসব অতীত ন্যে পড়ে থাকলে এখন হবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:




আমরা এখন শেখ মুজিবের সময়ের থেকে পেছনে চলে গেছি; আমরা এখন কলোনিয়েল সিষ্টেমে আছি; আমাদেরকে চেষ্টা করতে হবে কমপক্ষে শেখ সাহেবের আমলে ফিরে আসতে, তারপর নতুন করে যাত্রা শুরু করার।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:



৮০ লাখ বাংগালী ভয়ংকর প্রবাসে থাকেন, পরিবারের দেখা পান না; আপনিও ভালো দেশে সামান্য সময় ছিলেন। আমাদের দেশের ১ কোটী লোকজন যেদিন ইচ্ছা বউ পরিবার নিয়ে যেকোন দেশে বেড়াতে যেতে পারে, বর বড় হোটেলে থাকে!

ঐ ৮০ লাখের এই অবস্হা কেন? আপনি আপনার পরিবার ছেড়ে সৌদীতে কাজ করতে যাবেন?

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

বিশ্বব্যাপী কার্যকারিতার কথা বুঝেছিলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



বিশ্বে ঘা আছে, ইউরোপে ইহা আছে; চীন বা সোভি্যেতে ষ্টাইলে নেই।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

ডার্ক ম্যান বলেছেন: পরাশক্তিগুলোর সাথে ব্যালেন্স করার জন্য এই কাজটি করেছিলেন বলে মনে হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:


১৯৭২ সালে আমাদের অবস্হা খুবই খারাপ ছিলো, উহা থেকে বের হওয়ার জন্য সম্পদের বড় অংশের ভাগ সাধারণ মানুষের হাতে যাওয়ার দরকার ছিলো। সম্পদ যদি শুধু কয়েকজনের ( আলাম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স, বসুন্দ্ধরা, বেক্সিমকো খুলা পাওয়ার, সামিট ) কাছে চলে যায়, বড় অংশের জন্য কিছুই থাকে না।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪০

জ্যাক স্মিথ বলেছেন: আপনি ব্যন মুক্ত হলেন অথচ বিষয়টা কাউকে জানালেনই না!! কত মানুষ আপনার জন্য আন্দোলন করলো। তাড়াতাড়ি রাজীব নূরকে একটা পার্টি পোস্ট দিতে বলেন। B-)

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



সবাইকে ধন্যবাদ দিয়ে ১টি পোষ্ট দেবো; আমি অন্য শহরে ছিলাম; অন্যের কম্প্যুটারে; আমি জানতাম না, ওখানে কতক্ষণ থাকবো, তাই সেখান থেকে চেষ্টা করিনি।

এই পোষ্টটা লিখা ছিলো, ওখানে ওদের সাথে কথা বলতে বলতে ইহাকে পোষ্ট করেছিলাম।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

রানার ব্লগ বলেছেন: শুভেচ্ছা!!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:




শুভেচ্ছা।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:২৯

জগতারন বলেছেন:
পোষ্ট এবং সবার মন্তব্য, প্রতি মন্তব্য পড়ে গেলাম।
মন্তব্য করতে আরও একটু ধীর-স্থীরতা দরকার।
এখন ব্যাস্ত, দেশে আসছি সবকিছু গোছেতে হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২৪

সোনাগাজী বলেছেন:



দেশ বেশ বিপদজনক হয়ে গেছে।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৭২ সাল ছিল বৈপ্লবিক পরিবর্তন করার সময়। কারণ মানুষ তখন চরম কঠিন বাস্তবতা দেখছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হোল তখন আমাদের দেশের রাজনীতিবিদরা দলাদলি, খুনাখুনিতে লিপ্ত ছিল। মুক্তিযোদ্ধারা চরমভাবে অবহেলিত হয়েছে সেই সময়ে, শুধু মাত্র আওয়ামীলীগ যারা করে তারা ছাড়া। রক্ষীবাহিনী তৈরি করাটা একটা বিরাট বড় ভুল বলে আমি মনে করি। এরা মুক্তিযোদ্ধাদেরকেও ছাড়ে নি। আর এই বাহিনীর কারণে সামরিক বাহিনীর সাথে বঙ্গবন্ধুর দূরত্ব তৈরি হয়েছে।

তখন কোন বৈপ্লবিক পরিবর্তন হয় নি। পাকিস্তান আমলের সুবিধাবাদী আমলারাই দেশ চালিয়েছে। দেশের আইনগুলিতে শুধু পাকিস্তানের জায়গায় বাংলাদেশ বসেছে। তখন যে বৈপ্লবিক পরিবর্তনগুলি করা যেত;
১। সবার জন্য দশম শ্রেণী পর্যন্ত ফ্রি শিক্ষা।
২। ফ্রি চিকিৎসা
৩। সমবায় আন্দোলন
৪। ক্ষতিগ্রস্ত পরিবার এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের সহায়তার ব্যবস্থা করা
৫। ভারতের মত আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় পণ্যের উপর বেশী নির্ভর করা। ফলে দেশীয় কল কারখানা, প্রযুক্তি উন্নত হত।
৬। বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর পরিমান বাজেট দেয়া
৭। ছাত্র রাজনীতি বন্ধ করা
৮। ট্রেড ইউনিয়নগুলিকে নিয়ন্ত্রণ করা। ট্রেড ইউনিয়ন ভিত্তিক রাজনীতি বন্ধ করা।

সময় থাকলে আরও কিছু লিখতাম।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫০

সোনাগাজী বলেছেন:



দেশ স্বাধীন হওয়ার পর, শেখ সাহেব দরকারী ১টি পদক্ষেপও নেননি; উনার সরকার স্বাধীনতা বলতে বুঝেছে, সরকারে পাকিস্তানী নাগরিক নেই, সেখানে সব বাংগালী আছে; সরকারের কাজ ছিলো সরকার চালানো।

উনি নিজের ভুল বুঝতে সাড়ে ৩ বছর লেগেছে; এরপরও তিনি নিজের পরিকল্পনাকে শক্তহাতে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেননি; উনাকে যে হত্যা করতে পারে, সেটা উনি বুঝতে পারেননি।

এখন শেখ হাসিনা যেই ধরণের তালগোল পাকায়েছেন ও জাতির ওজন যেই পরিমাণ বেড়েছে, ইহাকে উনি কোনভাবেই কিছু করতে পারবেন না।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১০

আল ইফরান বলেছেন: সমাজতন্ত্র কি এবং উহা কিভাবে কাজ করে সেই সম্পর্কে শেখ সাহেবের পরিষ্কার ধারণা ছিলো না। উনি মধুর ক্যান্টিন নেতা সেরাজুল আলমের উপর আস্থা রেখেছিলেন সমাজতন্ত্র বিষয়ে টিউটরিয়াল দেয়ার বিষয়ে, কিন্তু সেই তথাকথিত রহস্যমানব (আসলে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়া) বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামের এক অকার্যকর তত্ত্বের মাধ্যমে আমার পিতার মত অসংখ্য যুদ্ধফেরত তরুণদের জীবনে চরম দূর্ভাগ্য ডেকে নিয়ে এসেছিলেন।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



সিরাজুল আলম ভাই'এর ভয়ংকর ভুলের জন্য কয়েক হাজার ছাত্র প্রাণ হারায়েছে।

তৃতীয় বিশ্বে সরকারের হাতে ভালো পরিমাণ সম্পদ রেখে, সেটা দিয়ে মুল দরকারী বিষয়গুলোকে ( শিক্ষা, চাকুরী, খাদ্য ও চিকিৎসার ) পরিকল্পনানুসারে গড়ে তোলা সম্ভব।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: ঐ ৮০ লাখের এই অবস্হা কেন? আপনি আপনার পরিবার ছেড়ে সৌদীতে কাজ করতে যাবেন?

আমি বউ বাচ্চা রেখে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই যাবো না।
মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনেক কষ্ট প্রবাসীদের জন্য। পরিবার রেখে বিদেশ যাওয়া ঠিক না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:




সেটাই আমাদেরজাতির সমস্যা, সরকার চাকুরী সৃষ্টি না; করাতে গরীবেরা আরবদের লাথি খাচ্ছে,আর চোরডাকাতেরা বউ নিয়ে মালয়েশিয়াতে ঈদ করছে।

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

মিরোরডডল বলেছেন:




ফ্রি বার্ড, কেমন লাগছে এখন?
মুক্ত বিহঙ্গ :)

Good luck & enjoy your time here!

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।
অন্যদের পোষ্টে ফিডব্যাক দিতে পারছি।

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

ঢাবিয়ান বলেছেন: আপনি কমেন্ট ব্যান থেকে মুক্তি পাওয়ায় অভিনন্দন। হ্যাপী ব্লগিং

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ।

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

মিরোরডডল বলেছেন:




স্বাধীনতার স্বাদ একেবারেই আলাদা।
জীবনে যা কিছুর স্বাদ নিয়েছি তার মাঝে সবচেয়ে মধুর আর উপভোগ্য হচ্ছে স্বাধীনতা :)

মে মাসের সেই দুদিন বুঝতে পেরেছিলাম ইচ্ছে থাকলেও কমেন্ট করতে না পারা কত কষ্ট!
I can guess how you're feeling now.

অনেক ভালো থাকবে খেলাঘর।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:


আপনি প্রবাসে থাকাতে একটা বিষয় বুঝতে পারছেন যে, আমাদের দেশের বহুমুখী সমস্যার কারণে, আমাদের তরুণরা আধুনিক বিশ্ব থেকে পেছনে পড়ে গেছে, এদের ধারণায় অনেক ভুল আছে! এদের এই ভুল ধারণা থেকে এদের বের হওয়ার কোন প্রচেষ্টা নেই।

আমি ভালো অনুভব করছি, ধন্যবাদ।

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

বাউন্ডেলে বলেছেন: ৭০-৭১ এর আওয়ামীলীগে এবং মুক্তি সংগ্রামে সব মত-পথের লোক জড়িত হয়ে গিয়েছিলো। সকলের মন যোগাতে এই খিচুরি পাকানো। স্বাধীনতা পরবর্তীতে ভাংগা ব্রিজ, ভাংগা মন,পোড়া বাড়ী, দালালদের আইনের আওতায় আনা, অস্ত্র জমার ব্যবস্থা করা, গ্রুপ গুলোকে ভেঙ্গে এক কমান্ডের অধীনে আনা, পড়াশুনা/বই ছাপার ব্যবস্থা করা, অস্ত্রধারী গেষ্টদের স্বসম্মানে বিদায়ের ব্যাপার, অস্ত্র সমর্পনকারী অতিথীদের সমুদ্রে ভাসানো ৭ কোটী মানুষের খাবার, কাপড়,সান্তনা দেয়া,সংবিধান তৈরী, এতো কাজ একটা লোক । কেমনে কি ?

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

সোনাগাজী বলেছেন:


আপনি যেগুলোর কথা বলেছেন, এগুলোর জন্য উনার কোন প্ল্যান ছিলো না, এই কাজগুলো আপনার জন্য কঠিন ছিলো; কিন্তু ততকালী নতুন স্বাধীন দেশের জন্য সমস্যা হতো না: ৪/৫কোটী ভলনটিয়ার উনি পেতেন।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৬

বাউন্ডেলে বলেছেন: আপনি যেগুলোর কথা বলেছেন, এগুলোর জন্য উনার কোন প্ল্যান ছিলো না, এই কাজগুলো আপনার জন্য কঠিন ছিলো; কিন্তু ততকালী নতুন স্বাধীন দেশের জন্য সমস্যা হতো না: ৪/৫কোটী ভলনটিয়ার উনি পেতেন।

কাজগুলো যে ভাবেই হোক সম্পন্ন হয়েছে ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:



উহার ফলাফল জাতি পাচ্ছে।

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৪

মিরোরডডল বলেছেন:




কিছু নিক থেকে অকারণ উত্যক্ত করার চেষ্টা করবে, অলরেডি শুরু করেছে।
এদের কমেন্টের কোন রেস্পন্স বা কাউন্টার দেয়ার দরকার নেই।
এক কথা দুই কথা থেকে আবার আর্গুমেন্ট হবে।

যেহেতু তারা অন পারপাস এগুলো করে মজা পায়, ওদের মজা নিতে হেল্প করে নিজের ক্ষতি করারতো কোন প্রয়োজন নেই।
So, please completely ignore them.
ওসব কমেন্ট স্কিপ করে যাবে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.