নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতে G20 সামিট: এক পৃথিবী, এক পরিবার, একই ভবিষ্যত

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৫



গতকাল, ভারতে ২দিন ব্যাপী অনুষ্ঠিত G20 সামিট ( গ্রুপ অব ২০; ৯-১০ সেপ্ট: ) শেষ হলো; এবারের শ্লোগান ছিলো: "এক পৃথিবী, এক পরিবার, একই ভবিষ্যত"; শ্লোগানটি সুন্দর, বেশ আশাপ্রদ। বিশ্বের ১৯৫টি দেশোর মাঝে ২০টি জাতির সরকারের লোকেরা দিল্লীর সামিটে একত্রিত হয়ে নিজেদের মাঝে আলাপ আলোচনা করেছে, কিছু সিদ্ধান্ত নিয়েছে যাতে বিশ্বের সবার মংগল হয়।

ছোট ১টি অমংগলের আভাস ছিলো, চীনের ও রাশিয়ার প্রেসিডেন্ট অনুপস্হিত ছিলো; ১৮ দেশের উপস্হিতিটাকে বেশ ম্লান করে দিয়ে দিয়েছে ২ জনের অনুপস্হিতি, সামিটের গুরুত্ব কমায়ে দিয়েছে। শি জিনপিং'এর অনুপস্হিতি ভয়ংকর কিছু নির্দেশ করছে, সে আমেরিকার সাথে ও ভারতের সাথে কোন বিষয়ে আপোষ করবে না। পুটিনও যুদ্ধ নিয়ে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে, বুঝা যাচ্ছে। আসলে, পুটিন তেমন কোন চাপে নেই এখন।

বাংলাদেশের প্রাইমমিনিষ্টার গেষ্ট হিসেবে উপস্হিত ছিলেন; মিটিং'এর অফলাইনে আমাদের প্রাইম মিনিষ্টার আমেরিকান প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন; ছবি থেকে মনে হচ্ছে, সাক্ষাৎকারটি বেশ আন্তরিক ছিলো। আগামী ভোট নিয়ে আমেরিকা সম্পর্কিত গুজবগুলোর কোন ভিত্তি আছে বলে মনে হয়নি। শেখ হাসিনা হয়তো গিয়েছিলেন, এই সুযোগটা নিতে। পুরো সন্মেলনে শেখ হাসিনাই বেশী লাভবান হয়েছেন।

বিশ্বে আন্তর্জাতিক ও আন্তর্সরকার সংস্হাগুলো ব্যাংগের ছাতার মতো গড়ে উঠছে; বর্তমানে উহা ৩০০'এর বেশী হয়ে গেছে; বেশীরভাগই অকেজো ও অপ্রয়োজনীয় মিটিং করে বেড়াচ্ছে।

সামিট শেষে ৮৩ পয়েন্টের ডিক্লারেশান ছেড়েছে; মনে হয়, ২০২২ সালেও একই রকম ঘোষণা ছিলো। এবারের জন্য মুল ঘোষণার দরকার ছিলো যুদ্ধ কি করে বন্ধ হবে ও চীন যেন তাইওয়ান ও ভারতের কোন এলাকা নিয়ে বিশ্বে অশান্তির সৃষ্টি না করে। কিন্তু ২ ক্রিমিনালই অনুপস্হিত, ইহা খারাপ লক্ষন।



মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: উনাকে আমন্ত্রন জানিয়েছে ভারত, সে ক্ষেত্রে সম্মেলনের আগে মোমেন সাহেবের ভারত সফর জরুরী ছিলো। প্রধানমন্ত্রীর যোগদানের বড় একটা উদ্দেশ্য ছিলো বাইডেন প্রশাসনকে স্যাংশন তোলার ব্যাপারে অনুরোধ করা। মাঝে মাঝে ব্যক্তিগত সম্পর্কও এ ধরনের ইস্যুতে কাজে দেয়। স্যাংশন তুলে নিলে তা তার জন্য রাজনৈতিকভাবে অর্জন হিসেবে দেখা হবে। দেখা যাক কি হয়! পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেলফি তুলেছেন কিন্তু কি বিষয়ে কথা হয়েছে সেটা উল্লেখ করেন নি পরিষ্কার ভাবে। বিষয়গুলো দু'য়ে দু'য়ে চার মেলানোর মতোই সহজ তবে সেজন্য চোখ-কান খোলা রাখা জরুরী। ধন্যবাদ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



কোন স্যাংশন কি আদৌ ছিলো?

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: পরিষ্কার অর্থেই বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যুদ্ধ মনে হয় পৃথিবী থেকে কখনোই পুরোপুরি দূর হবে না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:


ঢাকার প্রটি রাস্তায় যেমন চাইনীজ রেষ্টুরেন্ট, সেইভাবেই গড়ে উঠছে আন্তর্জাতিক সংস্হাগুলো; মনে হয়, বড় ধরণের আড্ডার যায়গা।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০০

কামাল১৮ বলেছেন: এতো এতো নিষেধাজ্ঞা দিয়ে এক পরিবার হয় না।এটা কথার কথা থাকবে।
সারা বিশ্ব জানে এবং মানে তাইওয়ান চীনের অংশ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



আমরাও তো পাকিস্তানের অংশ ছিলাম।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৪

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আমি রাজনীতি ও আন্তর্জাতিক মেরুকরণ তেমন বুঝিনা। তবে স্বল্প জ্ঞানে বুঝতে পারছি,
বাংলাদেশের সবসময় আগ্রাসী রাষ্ট্র যারা অন্যদেশ দখলের চেষ্টা করে তাদের থেকে দূরে থাকা উচিৎ।
আমাদের দেশের জনগণ ও রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে উল্লাসিত কেনো সেটাই বুঝিনা!
বাংলাদেশের উচিৎ চীন-রাশিয়া হতে দূরে থাকা। আজ ইউক্রেনের দূর্দশা দেখে হাততালি দেওয়ার কিছু নাই।
বাংলাদেশও একটি বৃহৎ রাষ্ট্রের প্রতিবেশী। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-জামাত কোয়ালিশন প্রচন্ড ভারত বিদ্বেষী।
ভারত নিশ্চয়ই জানে শেখ হাসিনার মৃত্যুর পরে অবশ্যই আওয়ামীলীগ অস্তিত্ব সংকটের সম্মুখীন হবে।
ভারত নিশ্চয়ই সেই সময়ের পূর্বপ্রস্তুতি নিয়ে রাখছে। কসাই মোদী দখলদার পুতিনকে সমর্থন দিয়ে আসছে। এটা বিজেপির মনোভাব প্রকাশ করছে।
***বাংলাদেশের ভুল পররাষ্ট্রনীতি এবং বিএনপি-জামাত এর ভবিষ্যৎ এবং সেই সাথে ভারতের বর্তমান অবস্থান
ভবিষ্যৎ বাংলাদেশে ভারতের আগ্রাসনকেই নির্দেশ করছে।
আমি ভুলও হতে পারি- মন্তব্য বড় হওয়ার জন্য দুঃখিত।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



মনে হয়, বিএনপি-জামাত মিলিটারীর সাহায্য ব্যতিত আসতে পারব না। মিলিটারীও ওদেরকে পছন্দ করার কোন কারণ নেই।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৩

কামাল১৮ বলেছেন: চীন বিপ্লবের সময় এরা মূল ভুখন্ড থেকে প্রান বাঁচাতে দ্বীপে পালিয়ে যায়।এদের কৃষ্টি কালচার এক।আমরা পাকিস্তান থেকে পালিয়ে বাংলাদেশে আসিনাই।তুলনা ঠিক হলো না।
আমেরিকাও স্বীকার করে এক রাষ্ট্র।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৮

সোনাগাজী বলেছেন:



ওরা চীনা, ওরা আলাদা থাকতে চায়; ওরা জানে যে শি জিনপিং ওদের মতো সৎ নয়; সেজন্য ওরা আলাদা থাকতে চায়; চীন তাইওয়ানকে চাচ্ছে ওদের মগজের জন্য; টাইওয়ানে তাইওয়ান সেমিকন্ডাক্টর নামে একটি কারখানা আছে, চীনের সেটা দরকার।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩১

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




"এক পৃথিবী, এক পরিবার, একই ভবিষ্যত" এমন সুন্দর সুন্দর কথা সামিটগুলোতে বলতেই হয়। কিন্তু কাজের কাজ কিছু হয় কি ?
হয়না!
এই যেমন, ফরজ নামাজে দাঁড়িয়ে দিনে সতেরবার আমরা বলি --- আমাদেরকে সহজ সরল পথে দেখাও। অথচ নামাজ শেষে আমরা কেউই সহজ সরল পথ দেখতে চাইনা! বাঁকা পথেই চলি...............

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:



৩০০ বেশী সংস্হা আছে, গরীদেরকে কোনটাতে ডাকে না।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কোন স্যাংশন কি আদৌ ছিলো?

স্যাংশন বলতে যা বোঝায় এক্সোপোর্ট বা ইম্পোর্ট বন্ধ করা, বা উচ্চমাত্রায় শুল্ক আরোপ করা।
সেরকম কিছু নেই। বরং এক্সপোর্ট বাড়ছে। স্টুডেন্ট স্কলারশিপ সংখাও বাড়ছে, স্টুডেন্ট ভিসাও অনেক সহজ ও কম সময়ে হয়ে যাচ্ছে। চীনের স্টুডেন্ট কমে যাওয়াতে বাংলাদেশ থেকে অনেক বেশী স্টুডেন্ট ঢুকতে দিচ্ছে।

আর যে কজন কে ব্যক্তি স্যাংশন দিয়েছিল এরা বেশিরভাগ রিটায়ার্ড বাতিল মাল। সুধু একজন বেনজির ছিল একটিভ।
আর স্যাংশন নামে যা ছিল নামমাত্র, খুব একটা কড়াকড়ি ছিল না। কারন তার কিছুদিন পরেই আবেদন করে বেনজির নিউইয়র্ক ভ্রমন করেছিল অফিসিয়াল জাতিসংঘ ভিজিট।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২১

সোনাগাজী বলেছেন:





আমেরিকান স্কুলগুলো জানে, বাংলাদেশ ও ল্যাটিন আমেরিকা চোর-ডাকাতে ভর্তি, কিন্তু ওরা ভালো স্কুল করে না ওরা, ওদের ছেলেমেয়েরা আসবে।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৫

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্টটা পড়ে G20 সামিট সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল।

আমার ধারণা এই যে গ্লোবাল মিডিয়া যাদের ওয়ার্ল্ড লিডার বলে তারা আসলে আসলে বিশ্বের নেতা নয়, তারা শুধু তাদের দেশেরই নেতা। একটা উদাহরন হলো, বাইডেন বা ট্রুডো যদি না বিশ্বের নেতা হতো তাহলে বাংলাদেশের গরীব মানুষের রক্ত পানি করা টাকা বড় বড় ডাকাতেরা কানাডা এবং আমেরিকার মত দেশে পাঁচার করতে পারতো না। তাদের কে পাকড়াও করা হতো।

তবে বানিয়ে বানিয়ে বলা ভালো কথা সম্বলিত স্লোগানাটা ভালো হয়েছে। এমন স্লোগান যদি জাপানে অনুষ্ঠিত G20 সামিটে শোনা যেত তবে তা অনেকটা বিশ্বাসযোগ্য হতো।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৫

সোনাগাজী বলেছেন:



ভারত, বাংলাদেশ, আফ্রিকা শ্লগান বানাতে ওস্তাদ।

আমেরিকা ও কানাডাকে যদি অফিসিয়েল চিঠি দেয় বাংলাদেশ সরকার, ওরা পাচার করা টাকার ১টা বিহিত করতো বলে আমার ধারণা; কারণ, ২ দেশই এখন চীনা চোরা টাকার উপর ভাসছে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৪

কামাল১৮ বলেছেন: এতে তাদের ক্ষতি কি।এক রাষ্ট্র হয়ে গেলে সবার সার্থ এক হবে।পৃথিবীর কোন দেশেরই সব অংশ সমান উন্নত না।তাই বলে কি তারা আলাদা হয়ে যাবে।
চাটগাইয়ারা বেশি অসৎ।যশোর খুলনার লোক সৎ।তাই বলে কি তারা আলাদা হয়ে যাবে।তারা কি এটা বলবে যে ঐ টাউটদের সাথে আমরা থাকবো না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



তাইোয়ানের লোকজন তো আপনার মতো ভাবছে না; ওরা বিশ্বকে বলছে যে, ওরা স্বাধীনভাবে থাকতে চায়।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২২

কাছের-মানুষ বলেছেন: চীন সম্প্রসারন পরায়ণ দেশ, আমার এক ভিয়েতনাম বন্ধু বলেছিল ১৯৮০ সালে তাদের দেশের সাথে চীনের যেই সীমানা ছিল, বর্তমানের সাথে তুলনা করলে চীন একটু একটূ করে অনেকখানি ভিয়েতনামের জায়গা দখল করেছে! ভারতের ভূমিও চীন অনেক খানি দখল করেছে পত্রিকায় দেখছিলাম, এটা এখনও চলমান! তাইওয়ানকেতো নিজের বলেই দাবি করে! তাইওয়ানীরাও চীনকে পছন্দ করেনা! এই ধরনের ইস্যূ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানিনা! এই ধরনের সম্মেলনে চা পান খাওয়া ছাড়া আর সাথে সেলফি তোলা ছাড়া আরো কোন দৃশ্যমান কিছু চোখে পরছে না!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৩৬

সোনাগাজী বলেছেন:


শি জিনপিং এক ভয়ানক ক্রিমিনাল; সে সন্মেলনে থাকলে আলাপ আলোচনায় অংশ নিতে হতো; সে এগুলো থেকে বাহিরে থাতে চাচ্ছে। সে ও পুটিন ক্রমাগতভাবে সমস্যা সৃষ্টি করতে থাকবে।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


চীন ও রাশিয়া মানবজাতির হুমকি বলে মনে করেন?

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৭

সোনাগাজী বলেছেন:




রাশিয়া হয়তো ঠিক হয়ে যাবে; কিন্তু চীনকে ভয়নাক মানসিকতার দিকে নিয়ে যাচ্ছে শি জিনপিং।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লিতে এলেন, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলেন। কিন্ত বাইডেনের সফরকালে ভারত সরকারের পক্ষ থেকে সফররত মার্কিন সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়, দ্বিপক্ষীয় বৈঠকের পর কোনো সওয়াল-জওয়াব পর্ব থাকবে না। তবে ভিয়েতনামে গিয়ে ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার হাল নিয়ে মুখ খুলেছেন তিনি। বললেন, দেশকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তুলতে গেলে ভারতকে এ বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে। সুত্র ঃ কালের কন্ঠ

বাইডেনের সাথে আমাদের পিএম এর হাস্যজ্বল ছবি এটা নির্দেশ করে না যে, বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমেরিকার কঠোর অবস্থান একটি গুজব।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

সোনাগাজী বলেছেন:



নির্বাচন নিয়ে আমেরিকা কি কঠোর অবস্হান নিয়েছে? যারা নির্বাচনে কোন প্রকার বাধা দিবে, ভোট দিতে দিবে না, তাদেরকে ভিসা দেবে না, এই তো? যারা এসব করে, তারা কি আমেরিকা যায়?

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


কিম তো বুলেটপ্রুফ ট্রেনে করে রাশিয়া গিয়েছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১১

সোনাগাজী বলেছেন:



ঐ ইডিয়টকে পুটিন ওয়াগনার গ্রুপের কমান্ডার বানাবে, মনে হয়!

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

বাকপ্রবাস বলেছেন: ভালই বলেছেন, দুই ক্রিমিনাল অনুপস্থিত। বাংলাদেশ এখন টিকটকে নিয়ে আছে, ছবি তুলে ছড়াচ্ছে গর্ব ভরে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:




ছবির ব্যাপারটা স্বাভাবিক, উনি ওখানে গেষ্ট ও অবজার্ভার ছিলেন। বাইডেনের সাথে কেন, আরো অনেকের সাথে উনার ছবি আছে।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: G20 সামিট এ একটা বিষয় পরিস্কার-
আমেরিকা আওয়ামীলীগের উপর রেগে নেই। এবং মোদি আমাদের বন্ধু। আমাদের ভালো চায়।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকা বিএনপি-জামাতকে আফগানিস্তান মনে করে।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৫

জুন বলেছেন: বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক দেশ ভারতের বদনাম করার জন্য ভিয়েতনাম যেতে হলো বাইডেনকে। এই হলো এক পৃথিবী, এক পরিবারের নমুনা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:



কি বদনাম করেছে? বুড়ো মানুষ, যা দেখেছে, যা বুঝেছে, তাই বলেছে, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.