নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সকল ব্লগারদের ধন্যবাদ

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৮



আমার কমেন্টব্যান তুলে নেয়া হয়েছে, এডমিন সাহেব ও সকল ব্লগারকে অনেক অনেক ধন্যবাদ। যাঁরা আমার ব্যানমুক্তি চেয়ে পোষ্ট দিয়েছেন, মন্তব্য করেছেন, জেনারেল হয়েছিলেন, প্রতিবাদ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রলো; আমি আপনাদের সন্মান রক্ষা করে ব্লগিং করবো।

আমি ব্লগিং ভালোবাসি; বর্তমানে প্রবাসে অবস্হান করলেও, দেশের শিক্ষিতদের মাঝে থাকতে ভালোবাসি, ব্লগিং আমাকে সেই প্রিভিলীজ দিয়েছে সব সময়। আমি মোটামুটি মানুষের সাথে মিলেমিশে চলি; ব্লগে সবাই লেখক হওয়াতে ও রিয়েল টাইমে আলাপ আলোচনা, তর্ক, ইত্যাদি হওয়ার কারণে কখনো কখনো কিছু ব্লগারের মন খারাপ হয়েছে; প্লীজ, মন খারাপ করবেন না; আমি সবকিছুই সহজভাবে নিই।

সবার মতো, আমিও চাই আমাদের জাতি ভালো করুক, সুখী হোক, নিজ পায়ে দাঁড়াক, মানুষের অধিকার প্রতিষ্টিত হোক, মানুষ স্বদেশের জন্য কাজ করুক, বিশ্বের অন্য জাতিগুলোর মতো আমরাও যেন বিশ্বের সবার সাথে সন্মান নিয়ে সহঅবস্হান করতে পারি। সবাইকে আবারো ধন্যবাদ।


মন্তব্য ৭১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

বাকপ্রবাস বলেছেন: খবরটা শুনে ভাল লাগাছে। প্রণবন্ত হয়ে উঠুক ব্লগ

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
দেশে ও বিশ্বে অনেক কিছু ঘটছে, ব্লগ প্রাণবন্ত থাকবে।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ কামনা...

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শুভ কামনা রইল ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

জগতারন বলেছেন:
অভিন্দন ও আন্তরীক সুভেচ্ছা আপনার প্রতি আমার।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো থাকুন।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

ডার্ক ম্যান বলেছেন: আপনাকে ব্যান করার ব্যাপারে আমি কোনো প্রতিবাদ করেছি কিনা, মনে করতে পারছি না।
তবে কারো পোস্টানুভূতিতে আঘাত হানার কারণে ব্যানের বিরোধী আমি।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



আপনি আমার ব্লগিং পছন্দ করে আসছেন বলে আমার ধারণা

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

বাউন্ডেলে বলেছেন: লেখার ব্যাপারটাতে ব্যান/ট্যান সৃজনশীল চিন্তা-ভাবনার অন্তরায়। এই সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে না পারলে লজ্জার ব্যাপার হবে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



কিছু ব্লগার অকারণ অভিযোগ করে পরিবেশকে ভারী করে তোলেন, মনে হচ্ছে!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: শুভকামনা থাকবে। আশা করি এখন থেকে আর ব্যান খাবেন না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



আমাদের ব্লগিং জাতির আচরণের সাথে মিল রেখেই চলছে।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: আমি আপনাদের সন্মান রক্ষা করে ব্লগিং করবো।

শুধু এই বাক্যটি মাথায় রাখলেই যথেষ্ট। আপনি অন্যদের কাছ থেকে কি আশা করেন? নিশ্চয় এটা আশা করেন যে সবাই আপনাকে রেস্পেক্ট করুক, অন্যরাও তেমনিভাবে আপনার কাছ থেকে এটিই প্রত্যাশা করেন। সবার জ্ঞানের পরিধি সমান নয়, ঠিক এই কারনে কাউকে ছোট করে দেখাটা সঠিক নয়। সবচাইতে বড় কথা হচ্ছে পরমত সহিষ্ণুতা হচ্ছে মানুষের বড় গুণ।

শুভকামনা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:


আমি আসলে চাই যে, সবাই একটু ভেবেচিন্তে লিখুক।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

কামাল১৮ বলেছেন: আমি শিক্ষিত হলেই তাকে ভালোবাসি না।শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক ভালো মানুষদের ভালোবাসি।আমার দৃষ্টিতে যারা প্রগতির পক্ষে তারাই ভালো মানুষ।
অনেক শিক্ষিত লোক আছে তারা চরম খারাপ আবার অনেক অশিক্ষিত লোক আছে যারা ভালো মানুষ।মানুষের ক্ষতির চিন্তা করে না।দেশের ক্ষতি বেশি করেছে তথাকথিত শিক্ষিত লোকরাই।
আপনাকেও ধন্যবাদ।মনের শুখে ব্লগিং করুন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



শিক্ষা-বন্চিত ভালোরা তো ব্লগে আসতে পারেন না।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: শুভ কামনা রইলো ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

নজসু বলেছেন:



কেউ কেউ আপনাকে যতো মন্দই বলুক, আমি শুধু একটা জিনিস বুঝি; আপনি ব্লগটাকে দারুণ ভালোবাসেন।
নতুন করে স্বাগতম জানাই আপনাকে । নতুনভাবে পথচলা নিরবিচ্ছিন্ন হোক। সদ্ভাব, সম্প্রীতি বেড়ে উঠুক।
শুভ ব্লগিং।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ; আমি অনুভব করি, আপনি সব সময় আমার ভাবনাগুলোর কাছাকাছি আছেন।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

জ্যাক স্মিথ বলেছেন: আসলে সবসময় আপনি পুরোপুরি লজিক্যাল আচরণ করতে পারবেন না, অধিকাংশ সময় আমাদের মুখোশ পড়ে থাকতে হয়। সবসময় সত্য কথা বলা এবং লজিক্যাল আচারণ করাটাও একটা বোকামি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:


স্যরি, এই মন্তব্যটার উত্তর দেয়া হয়নি যথাসময়ে।

একই লেখা অন্য সময়ে পড়লে, কিছুটা অন্য রকম মনে হতে পারে; ফলে, মন্তব্যে একটু আলাদা ধারণা থাকতেও পারে।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২

জ্যাকেল বলেছেন: কেউ কেউ আপনাকে যতো মন্দই বলুক, আমি শুধু একটা জিনিস বুঝি; আপনি ব্লগটার অবসেসনে পড়ে গেছেন। সময় কাটাবার আর কোন রাস্তা আপনে বের করতে পারছেন না, তাই বলি নিসংগ সময়টাকে রিপলেস করুন বউ, নাতি-নাতনিদের সময় দিয়ে।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



আমি সবকিছু মোটামুটি প্রায় সঠিকভাবে করার চেষ্টা করছি।

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৮

সেতু আমিন বলেছেন: শুভকামনা রইল।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



কোনো পরামর্শ দেওয়া যাবে? যদিও বিনামূল্যে পরামর্শের কোনো মূল্য থাকে না।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:




সব পরামর্শই মুল্যবান, বলুন।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৮

কেমিক্যাল বাবু বলেছেন: অভিনন্দন।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ

১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

ঊণকৌটী বলেছেন: আপনি মুক্ত খুব ভালো লাগলো

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ

১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৩

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগ কতৃপক্ষের সুবিবেচনার প্রতি শ্রদ্ধা রইল ।
সকলের সহযোগীতায় ও স্বাভাবিক ব্লগীয় আচরণে
ব্লগ প্রাণবন্ত হয়ে উঠোক এ কামনাই করি ।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



গত ২ দিন ব্লগের অবস্হা সামান্য হলেও ভালো।

১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: আশা করছি আপনি ব্লগে লিখা ও মন্তব্যে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখবেন। পাশাপাশি নিন্মোক্ত বানানগুলোর প্রতি আরো কিছুটা যত্নবান হওয়ার অনুরোধ জানাই। ধন্যবাদ।

সন্মান < সম্মান (ম দুটো যুক্তাক্ষর হিসেবে)
প্রতিষ্টিত < প্রতিষ্ঠিত (ষ ও ঠ যুক্তাক্ষর হিসেবে)
সহঅবস্থান < সহাবস্থান অথবা সহ-অবস্থান লিখতে হবে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
বেশী বেশী বানান ভুল হচ্ছে!

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:
আমার পর্যবেক্ষনেও গত ২ দিন ব্লগের
অবস্হা কিছুটা হলেও ভালো মনে হচ্ছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ব্লগারেরা যাতে উৎসাহিত সেদিকে খেয়াল রাখবো।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৮

নূর আলম হিরণ বলেছেন: আপনাকে ব্যান মুক্ত দেখে বেশ ভালো লাগছিল কাল।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ।

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই পোস্টে আপনি দারুণ লিখেছেন; লেখাটি আমার মন ছুঁয়ে গেল। আপনার জন্য শুভকামনা সবসময় সর্বক্ষণ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৪

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।

আমি খুবই সহজ বাংগালী।

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:

থাকুন, লিখুন, শুভকামনা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, চেষ্টা করবো

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

হযবরল ৭৩ বলেছেন: শিক্ষাই গরীবের একমাত্র সম্পদ। আপনার এই কথায় আমি উপকৃত হয়েছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



প্লীজ, আপনি ইহা নিয়ে ১টা পোষ্ট দেন!

২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৭

রানার ব্লগ বলেছেন: আপনাকে শুভেচ্ছা !! আশা করি ব্যান নামক যন্ত্রনা থেকে দুরে থাকবেন ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



অবশ্যই ছেষ্টা করে যাবো; আপনাকে ধন্যবাদ

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি দিয়ে আপনি বড় মানবিকতার পরিচয় দিয়েছেন।
কিন্তু সকলে ধন্যবাদ দেওয়ার দরকার নাই। যারা আপনাকে বিষাক্ত ছোবল দিয়েছে, দিচ্ছে তাদের আবার কিসের ধন্যবাদ দিবেন? পাকিস্তান সুযোগ পেলে এখনও আমাদের ক্ষতি করবে। কাজেই মন্দ লোকেরা কখনও ভালো হয় না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

সোনাগাজী বলেছেন:



যারা আমার কমেন্ট বন্ধের চেষ্টা করেন, এক সময় এরা ক্লান্ত হয়ে যান; ইহার ফলে পাঠক কমে যাচ্ছে।

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: নিষেধাজ্ঞা মুক্তি (অন্য ব্লগারের লেখায় মন্তব্য নিষিদ্ধ) উপলক্ষে অনেক অনেক ভাললাগা রইলো সোনাগাজী ভাই আপনার প্রতি এবং নতুন করে শুরুর জন্য রইলো শুভেচছাও।

আশা করবো, সোনাগাজী ভাই আপনি রাজিব ভাইয়ের নিঃস্বার্থ ভালবাসা ও বাকী সব ব্লগারদের সমর্থনের প্রতিদান দিতে সচেষ্ঠ থাকবেন ব্লগের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্লগিংয়ের মাধ্যমে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করি; আমাদের মনে হয়, আমাদের কিছু নীতি কিছুটা অস্বাভাবিক; এরপরও চেষ্টা করে যাবো।

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

ডার্ক ম্যান বলেছেন: আমি কারো ব্লগিং স্টাইল অপছন্দ করি না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:


আমি অনেকের ষ্টাইল পছন্দ করি না, অনেকের ব্লগিং অপ্রয়োজনীয় ধারণাকে সম্প্রসারিত করে।

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:




ব্লগার ঢাকার লোক'এর মন্তব্যের উত্তর:

ধন্যবাদ, আমি ভালো আছি আপনার নম্বর লিখে রেখেছি, আপনাকে মেসেজ পাঠাবো।

৩০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৭

ঢাকার লোক বলেছেন: অসংখ্য ধন্যবাদ,
আপনার সুযোগ মতো যে কোনো সময় কল বা টেক্সট করলে খুশি হবো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ঠিক আছে।

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

চারাগাছ বলেছেন: ব্যক্তিগত ভাবে খুশি হয়েছি।অভিনন্দন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

ফেনা বলেছেন: সংবাদটা জেনে অনেক ভাল লাগল।
ভাল থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রলো।

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১২

হযবরল ৭৩ বলেছেন: আমি লিখেছি এবং আপনার মতামতের জন্য অপেক্ষা করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



আচ্ছা, আমি পড়বো।

৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

মিরোরডডল বলেছেন:




you've committed not to do this anymore.

look at you, what are you doing right now.

সোনাগাজী বলেছেন:

@ইসিয়াক,

আপনার বাবা সম্পর্কে আপনি অনেক অনেক খারাপ কথা লিখেছেন অনেক পোষ্টে! আপার বাবা ভালো মানুষ ছিলেন, উনি আপনাকে মানুষ করার চেষ্টা করেছিলেন; মনে হয়, সফল হননি।


সোনাগাজী বলেছেন:

@মোহামমদ কামরুজজামান ,

সোভিয়েত ভাংগার সময়, রাশিয়া ও ইউক্রেনে ভয়ংকর এনার্খী ঘটেছিলো; এই সুযোগকে কাজে লাগিয়ে বাংগালী আদম বেপারীরা সেইসব দেশে হাজার হাজার বাংগালী তরুণকে নিয়ে যায়; ওরা ওসব দেশের অপরাধীদের সাথে মিলে, সেখানে মেয়ে, মদ ও চোরাকারবারী করে তান্ডবের সৃষ্টি করে টাকা আয় করেছিলো।

Are you out of your mind?????
please stop it now.


২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

সোনাগাজী বলেছেন:



স্যরি,
শেরজা সত মানুষ নন।

৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

মিরোরডডল বলেছেন:




who are you to judge if he is honest or not?

who does want his character certificate from you!!!!

this is none of your business, man!

that's not why you are here.

৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

মিরোরডডল বলেছেন:




Less than two weeks you are free from comment ban and unfortunately you already just crossed limit.

Rather giving advice to anyone, you must control yourself.

৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫

মিরোরডডল বলেছেন:




no sensible person will make comment on parents.
but what did you do, how could you do this to Isiaq!

ইসিয়াকের কমেন্ট থেকে খেলাঘর জেনে গেলো যে তার বাবা সন্তান মানুষ করতে সফল হয়নি?
Don't you think you're too judgmental?

এগুলো ঠিক না খেলাঘর।
You shouldn't go to someone's post, where you lose your control.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.