নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের জাতির সম্পদের পরিমাণ কতটুকু?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১



তৃতীয় বিশ্বের অর্থনীতি যেভাবে কাজ করে, ইহাকে স্হিতিশীল রাখার জন্য সরকারের নিজস্ব সম্পদ থাকতে হয়; না'থাকলে, সরকারের আয়ের স্হিতিশীলতা থাকার কথা নয়। আমি বাংলাদেশ সরকারের স্হায়ী সম্পত্তি ও সম্পদের পরিমান জানি না; ব্লগের সরকারী কর্মচারীরা যতটুকু জানেন, জানাবেন।

আমার জানা মতে, ১৯৭২ সালে সরকারের হাতে ১২ লক্ষ একর জমি ছিলো, বেশ পরিমাণ পরিত্যক্ত সম্পত্তিও ছিলো; এখন কি পরিমাণ জমি আছে?

সরকারের নিম্নলিখিত ব্যবসা ( সম্পদ ) ও সম্পত্তি আছে: চট্টগ্রাম ও খুলনা পোর্ট, কয়েকটি জাহাজ, জ্বালানী তেলের ব্যবসা, কয়েকটি সার কারখান, বিদ্যুত উৎপাদন কেন্দ্র ও ব্যবসা, গ্যাস ফিল্ড ও ব্যবসা, বাংলাদেশে বিমান ও এয়ারপোর্টগুলো, রেলওয়ে ও রেললাইন, হাইওয়ে ও ব্রীজগুলো, অনেক নদী, বংগোপসাগর, শহর ও গ্রামের রাস্তা, পার্লেমন্ট ও সরকারী অফিসগুলো, ৪/৫টি ব্যাংক, কয়েকটি হাসপাতাল, ৪৪টি ইউনিভার্সিট, অনেকগুলো স্কুল ও কিছু কলেজ, কেন্টনমেন্টগুলো, পিলখানা।

এগুলোর মাঝে কোন কোন সম্পত্তি ও ব্যবসা লাভজনক, কোনগুলো অলাভজনক? সরকার বাজেটের আয়ের কত অংশ নিজস্ব ব্যবসা ও সম্পত্তি থেকে আসে?

১৮/১৯ কোটী মানুষের ছোট দেশের সরকারের কাছে কি প্রয়োজনীয় পরিমাণ সম্পদ, ব্যবসা ও সম্পত্তি আছে? আমাদের মতো অর্থনীতিতে সরকারী সম্পদের পরিমাণ বাড়ানোর দরকার আছে, নাকি কিছু পরিমাণ ব্যবসাবাণিজ্য, সম্পত্তির প্রাইভেটাইজেশান দরকার?


মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

কামাল১৮ বলেছেন: পরিত্যক্ত সম্পত্তি কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



পরিত্যক্ত সম্পত্তি হচ্ছে, হিন্দু জমিদারদের কিছু বাড়ী ও জমি, যা কারো নামে ছিলো না, মালিকও অনুপস্হিত; স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানী প্রাইভেট কোম্পনীদের ব্যবসা ও বাড়ীঘর।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

বাকপ্রবাস বলেছেন: সরকার সম্পত্তি করার চাইতে লোন পেতে আগ্রহি, তাদের মাথায় শুধু লুট আর লুট। লোন করে বড় বড় প্রজেক্ট করবে আর সেখান থেকে ভাগ বসাবে

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:


প্রতিটি ব্যবসায়ী লোন নেয় লাভের আশায়; লোন নিতে হলে বিজনেস প্ল্যান থাকতে হয়। কোন কোন সরকারী লোনের লুটপুট হয়েছে, আপনি সঠিকভাবে জানেন, নাকি দেশের অবস্হা দেখে ধারণা করছেন মাত্র?

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

কামাল১৮ বলেছেন: ভারতে কি এই নিয়ম চালু আছে।
আমিও অনুপস্থিত।আমার সম্পত্তি কি পরিত্যক্ত হয়ে যাবে? উত্তরাধিকারীরা কি আমার সম্পত্তি পাবে।একজন মুসলমানের সম্পত্তি কি পরিত্যক্ত হয়েছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



ভারত থেকে ধনী মুসলমানেরা শুরুতে পালায়নি; ধনীরা ( বোম্বাই ও আহমেদাবাদের ) তাদের ব্যবসাবানিজ্য বিক্রয় করে পাকিস্তান গিয়েছিলো; পুর্ব পাকিস্তানের জমিদারেরা সমস্যায় ছিলো জমিদারী প্রথার বিলুপ্তির কারণে।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকারের সম্পদ ও উন্নয়নের চেয়ে জনগণের বেশী ভাবনা দ্রব্যমূল্য নিয়ে। কারণ দ্রব্যমূল্যে তাদের পকেট কাটা যায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



বাংগলাদেশ সরকার দ্রব্যমুল্য কন্ট্রোল করতে না'পারার বড় ১টি কারণ, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি/সম্পদ ও ব্যবসা নেই

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

বাকপ্রবাস বলেছেন: আমরা চাকুরীজীবি মানুষ। পরিসংখ্যান কিংবা সাংবাদিক এর মতো তথ্য উপাস্থাপন সম্ভব নয়, আমরা প্রতিদিন এর পত্রিকা নিউজ থেকে প্রাপ্ত তথ্য থেকে অনুমান করে নিই হাল অবস্থা, বেগম পাড়া, দেশ থেকে লুট করে চলে যাওয়া, ছাত্র নেতার অঢেল সম্পত্তি ইত্যাদির খবরতো প্রায়ই ঘুরপাক খায়, একটা বেডসিত আর বালিশ এর ক্রয় মূল্য কতো এগুলোতো সবাই জানে। আরো ডিটেল্ট পেতে হলে আমি সার্চ করেই দিচ্ছি , আর সরকারী প্রজেক্ট এর লুটগুলোর খবর সাধারণত সরাসরি বের হয়, বড় নেত্রীরা এসবের মামলায় লড়ে যান।
==
সাম্প্রতিক সময়ে ‘বালিশ-কাণ্ড’ নিয়ে ব্যাপক আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
https://www.prothomalo.com/bangladesh/crime/‘বালিশ-কাণ্ডে’-রূপপুর-প্রকল্পের-নির্বাহী

পর্দা কান্ড
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অপ্রয়োজনীয় এবং অবৈধভাবে প্রাক্কলন ব্যতীত উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে সরকারের ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকালে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:




১০/২০ কোটী লুটপাটের খবর বের হয়; এগুলোতে জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়; কিন্তু জাতি মুলত: ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারী জমি বেহাত হওয়ায়, বড় আয়ের উৎস, যেমন বিমান, রেলওয়ে থেকে ডাকাতী, ট্যাক্স আদায়ের বদলে ঘুষ খাওয়া,, সরকারী ফি আদায় ও ব্যাংকে বারবার রি-ফাইন্যান্স করা, ঋন নিয়ে কাজে না'লাগানোতে ও সরকারী চাকুরেদের ফেন্টম প্রজেক্টের খরচের কারণ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৯

ঢাকার লোক বলেছেন: সরকারের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমান বেশি বা কম হলে কি আমরা ধরে নিতে পারি একটা দেশ ধনী বা গরিব? এতে দেশের জনগণের জীবনমান কি রিফ্লেক্ট করে? করলে কতটা রিফ্লেক্ট করে ?

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:





সরকারের কাছে সম্পদ/সম্পত্তি থাকলে, সরকার কর্ম সৃষ্টি করতে পারে সহজে ও বাজারদর কন্ট্রোল করতে পারে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

কামাল১৮ বলেছেন: লিয়াকত আলী জিন্না সহ অনেক নেতা ভারতের ছিলো।তাদের সম্পত্তি এখনো আছে।এটি একটি সাম্প্রদায়ীক আইন।যা পৃথিবীর অন্য কোন দেশে নাই।সংখ্যালঘুদের সম্পত্তি রাষ্ট্রিয় ভাবে দখল করার ফল্দি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৯

সোনাগাজী বলেছেন:


সমস্যা হচ্ছে গরীব দেশে পরিত্যক্ত সম্পত্তি মাসল-ম্যানরা ও সরকারী কর্মচারীরা নিজেদের দখলে নিয়ে যায়।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:


আসলে এই বিষয়টা কখন কেউ সামনে নিয়ে আসেনি বা জানতে চায়ওনি। আমার মনে হয় সরকার এটা জনগণের কাছ থেকে সব সময় লুকিয়ে রেখেছে। তাদের আয়ের সকল উৎস জানা প্রায় অসম্ভব।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা সরকারের সম্পদ, আয়ের উৎস, ঋণের পরিমাণ, বাজেট কার্যকরীর পরিমাণ, বড় বড় ব্যবসায় লসের পরিমাণ, সবই লুকিয়ে রাখে ও ম্যানিপুলেট করে; ফলে, জাতির অর্থনীতি রুগ্ন হয়ে আছে ও জাতি অন্ধকারে।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২২

নাহল তরকারি বলেছেন: ইসরায়েল এর সরকার তাদের দেশের উদ্যেক্তাদের ব্যাবসা করার জন্য টাকা অনুদান দেয়। আমাদের দেশে এনজিও ওরা সুদের বোঝা বাড়িয়ে দেয়।

সরকারের উচিৎ বেকারদের অনুদান দেয়া সাহায্য করা। গাইড লাইন দেয়া।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



আপনি বিসিএস দিয়ে দেন, বয়স এখনো আছে?

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলাদেশ সরকারের হাতে থাকা সম্পদের সঠিক ও কনসলিডেটেড পরিসংখ্যান
একসাথে পাওয়া খুবই কঠিন । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত স্টাটিসটিক্যাল
ইয়ারবুক ঘেটে কিছু তথ্য হয়তবা বের করা যেতে পারে । তাছাড়া বালাদেশ ব্যাংক নিয়মিতই
দেশের আর্থিক খাতের এসেট ও লায়াবিলিটির পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংক বুলেটিনে
প্রকাশ করে । এছাড়া আই এম এফ ও বিশ্ব ব্যাংক বিক্ষিপ্তভাবে বাংলাদেশ সরকারের
এসেট ও লায়াবিলিটিজ সম্পর্কে বেশ কিছু পরিসংখ্যান রাখে, তবে সে সব তথ্যগুলি কেবল
বাংলাদেশকে ঋণ দানকারী দেশসমুহ ও আন্তর্জাতিক সংন্থাগুলিই ভাল ভাবে বুঝতে পারে ।
যাহোক,বেশ কয়েক বছরের পুরানো হলেও নিন্মের লিংক ফলো করে বাংলাদেশ সরকারের
সম্পদ, দায় ও প্রবৃদ্ধি ডায়াগনসিস সম্পর্কে কিছু গুরুত্বপুর্ণ তথ্য জানা যেতে পারে -
https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/364930/Bangladesh_Inclusive_Growth_Diagnostic_-_Final_Report.pdf
যাহোক যে যাই বলুক বাংলাদেশের প্রকৃত সম্ভাবনাময় সম্পদ হলো এরাই , মুল্যবান এই সম্পদের
যথোপযুক্ত পরিচর্যা , বিকাশ ও প্রবৃদ্ধিই এনে দিতে পারে দেশের জন্য সত্যিকারের সমৃদ্ধি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:





স্কুলের সোস্যাল ষ্টাডি ও কলেজের অংকের বইগুলোতে একটা চ্যাপটার দেয়ার দরকার এসব ইনফরমেশন দিয়ে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:




ছবি:

ব্যুরোক্রেটরা এদেরকে আরবের জন্য সস্তা শ্রমিক ও গার্মেন্টেস জন্য প্রস্তুত করছে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



উপরে দেয়া বেশ কয়েক বছরের পুরানো হলেও বাংলাদেশ সরকারের সম্পদ, দায় ও প্রবৃদ্ধির
ডায়াগনসিস সম্পর্কিত লিংকটি আসম্পুর্ণ এসেছে বিধায় পুনরায় নীচে দেয়া হলো ।
https://assets.publishing.service.gov.uk/government/uploads/system/uploads/
attachment_data/file/364930/Bangladesh_Inclusive_Growth_Diagnostic_-_Final_Report.pdf

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৭

সোনাগাজী বলেছেন:




আমি দেখবো, আপনাকে ধন্যবাদ।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:

সবচেয়ে বেশি সম্পত্তির বেহাত হয়েছে রেলওয়ের জমি।
আইন করে একটি টাস্ক গঠন ও সি এস দাগ অনুসরণ করে ইচ্ছা করলে এই জমিগুলা উদ্ধার করা সম্ভব।
যেহেতু নতুন আইন একটি পাস হয়েছে এখনই উদ্ধার অভিযান করা সম্ভব

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৫

সোনাগাজী বলেছেন:



আইন যেটা তৈরি হয়েছে, সেটা কিভাবে কাজ করবে কে জানে? ভুমি দস্যুরা সাবরেজিষ্টারদের ক্রয় করে ১০/২০ লেভেলের দলিল তৈরি করেছে। ওদের কাছে পার্লামেন্ট ভবন ক্রয়ের দলিলও থাকতে পারে।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


সরকারী জমি দখলমুক্ত কি সহজে করা যায়?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



অবশ্যই করা যায়, শেখ হাসিনার উচিত সেগুলো বুঝে নেয়া; তা'হলে, বসুন্ধরা ১ দিনে অনেক ছোট হয়ে যাবে।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: দেশের সমস্ত পরিত্যক্ত সম্পত্তি ক্ষমতাবানরা দখল করে নিয়েছে অনেক আগেই। এসব দখল করেছে মন্ত্রী ও এমপিরা। এখন আর কিছু অবশিষ্ঠ নেই।
ঢাকায় আগারগাও'য়ে পুরান এয়ারপোর্ট বহু বছর ধরে খালি পড়ে আছে। সেটা এখন দখলে। পুলিশ বাহিনী, র‍্যাব বাহীনী, আনসার, সেনা বাহিনী, নৌ বাহিনী- সব বাহীনী প্রচুর সম্পত্তি দখল করে রেখেছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:


পুলিশ বাহিনী, র‍্যাব বাহীনী, আনসার, সেনা বাহিনী, নৌ বাহিনী- সব বাহীনী, সবাই নিজেদের জন্য কাজ করে; এমপি ও মন্ত্রীদের মাঝে বুদ্ধিমান মানুষ নেই, সবাই বদনাম কুড়ায়েছে।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আমাদের এলাকায় একটা বাজার আছে। অনেক পুতারন বাজার।
সেই বাজার রেলের জায়গার উপরে। এই রেলের জমি দখল করে নিয়েছে সিটি কর্পোরেশন। এখন সেখানে ২২ তলা ভবন নির্মান হবে।

একসময় মির্জা আব্বাস আমাদের এলাকায় অনেক রেলের জমি দখলে নিয়েছিলো। আমরা ছোটবেলা থেকে জানতাম এই জমি মির্জা আব্বাসের। আওয়ামীলীগ ক্ষমতা আসার পর সেই সব জমি আবার রেল দখল করে নেয়। কিন্তু তার আগেই আব্বাস সাহেব সীমাহীন টাকা কামিয়ে নেয়। এতই টাকা কামায় যে টাকা রাখার জায়গা নাই। তখন তিনি একটা ব্যাংক ওপেন করেন। ঢাকা ব্যাংক।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



মির্জা আববাস, ফালুরা জাতির আয়ের পথগুলো বন্ধ করে দিয়েছিলো; ওরা যতটুকু উপকৃত হয়েছে, উহার কারণে আজকে ১৯ কোটীর বড় দরিদ্র।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে জাতীয় সম্পদ সরকারী দল, আমলা আর ব্যবসায়ীরা লুটপাট করে খেয়ে ফেলে। তাই বেশী জাতীয় সম্পদ থাকলেও কোন লাভ নেই বাংলাদেশের জন্য। রেল বিভাগের অনেক জমি মাস্তান আর ছাত্র সংগঠনগুলির নিয়ন্ত্রণে। পাহাড়, বন, জঙ্গল কেটে সাফ করছে ক্ষমতাশালীরা। তবে সরকার ইপিজেড বা ইকোনমিক জোন তৈরি করে দিচ্ছে ব্যবসায়ীদের জন্য। এই উদ্যোগ ভালো। তবে এগুলির মধ্যেও সমস্যা ঢুকে গেছে। অনেকে জমি পেয়েও শিল্প কারখানা তৈরি করছে না। আমি একটা প্রতিষ্ঠানকে জানি যারা ৬০ বছর ধরে একটা পাহাড় সহ বহু বড় একটা এলাকা সরকারের কাছে থেকে ইজারা নিয়েছে একটা প্রকল্পের জন্য। কিন্ত এখনও তারা কিছুই করেনি। এই দেশের মানুষকে সুযোগ দিলে তাদের মাথায় খারাপ বুদ্ধি আসে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:


দেশের বৃহত্তম ইপিযেড তৈরি হয়েছে উত্তর চট্টগ্রামে, ২০হাজার একর; বসুন্ধরা একাই কৌশলে কিনে নিয়ে বিশাল এলাকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.