নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশ ধর্মনিরপেক্ষ, কিন্তু ইসলামিষ্টরা মানে না

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৬



আমাদের দেশটা শাসনতান্ত্রিকভাবে ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক দেশ; কিন্তু ইসলামিষ্টরা উহা মানতে রাজী নয়; তারা গণতন্ত্রও মানতে চাহে না, তাদের দরকার ইসলামিক জীবন ব্যবস্হা। দেশ আনার সময়, তারা ছিলো না: তাদের একাংশ জাতির উপর গণহত্যা চালায়েছে, বাকীরা পাকিস্তান চেয়েছে মনেপ্রাণে। পুরো ১ নং সেক্টরে আমি ১ জন মাদ্রাসার ছাত্রকে যুদ্ধ করতে দেখেছি; হয়তো, আরো ২/৪ জন ছিলো, আমি দেখনি। ১ নং সেক্টরের ২০ হাজার মুক্তিযোদ্ধাদের মাঝে ১০/২০ জন মাদ্রাসার মানুষ থাকলে, উহাকে অংশ গ্রহন বলা যায়? বড় বড় মাদ্রাসাগুলো সরাসরি পাকিস্তানী বাহিনীকে সমর্থন করেছে; এখন তারা ইসলামী জীবন ব্যবস্হা চায়। দেশ আনার বেলায় নেই, এখন দেশকে তাদের মতো করে চালাতে হবে। খারাপ হতো না, যদি চালাতে জানতো; কিন্তু কিছুই জানে না, বড় কাজ হচ্ছে বেদুইনদের গল্প করা।

ইসলাম কোথায়ও যাচ্ছে না; দেশের জন সংখ্যার ৮৮ ভাগ মুসলমান, ইসলাম আছে; এই আধুনিক যুগে, দেশকে শাসনতান্ত্রিকভাবে ইসলামিক রিপাবলিক করা যাবে না; দেশে কোন ইসলামিক আইন করা যাবে না। আসলে, অন্য কোন ধর্মের কোন ভালো আইনও এখানে চালু করা যাবে না; দেশ ধর্ম নিরপেক্ষ।

ভারত ধর্ম নিরপেক্ষ দেশ; কংগ্রেস সে'ভাবেই চালিয়েছিলো; এখন মোদী যখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, মোল্লারাও বলে যে, দুষ্টমতি মোদী, "ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মুসলিম হত্যা করছে"। মুসলমানরা যখন বিপদে, তখন মোল্লারা ভারতেও ধর্মনিরপক্ষতার প্রয়োগ চায়; এদের কোন নীতি আছে?

জামাতের প্রতিষ্ঠা হয়েছে ৮৪ বছর আগে; তদের ইতিহাস, তারা ইসলামিক দেশ চায়; তাদের রাজনৈতিক ইতিহাস হলো, তারা পশ্চিম পাকিস্তানে ( লাহোরে, ১৯৫১ সালে ) ও পুর্ব বাংলায় (১৯৭১ সালে ) গণহত্যা চালায়েছে; তাদের পাওনা তারা পেয়েছে: আমীরদের ফাঁসী হয়েছে, জেল হয়েছে; ভবিষ্যতে তারা একই পথে যাবে; সব আমীরের ফাঁসী হবে।

জামাত ব্যতিত বাকী ইসলামিষ্টরাও সুযোগ খুঁজছে; কিন্তু তারা আধুনিক বিশ্বকে বুঝতে পারছে না, সভ্যতার চাকা সামনের দিকে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে না।



মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ন্বর্গে পলিটিক্স আছে?

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:



স্বর্গ নেই; কিন্তু স্বর্গ নিয়ে পলিটিক্স আছে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
লাকুম দিনুকুম ওয়িয়াদিন।
মক্কা বিজয়ের পর হজরত মুহম্মদ (স) ধর্ম নিরোপেক্ষ ছিলেন।
কাউকে পুর্বধর্ম পরিবর্তন করতে বলা হয় নি। কাবাঘর সবার জন্যই উম্মুক্ত ছিল।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



কাবাঘর দিয়ে আজকের বিশ্ব চলছে না; যাদের পার্লামেন্ট ঘর শক্ত, তাদের সব আছে।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:২১

শ্রাবণধারা বলেছেন: ভালো লিখেছেন।

বাংলাদেশে অধিকাংশ মুসলমান ইসলামী শাসনব্যবস্থাকে ধর্মীয় বিশ্বাসের অংশ বলে মনে করে। তারা মনে করে সৌদি আরবের মতো কল্লা কেটে ফেলার আইনই আল্লার আইন। সভ্য দেশগুলোর আইন হলো মানুষের বানানো আইন।

এরাই আবার বিদেশে গেলে লিবারেল দলের সমর্থন করে। তবে যখন লিবারেল দলগুলো এল,জি,বি,টি গ্রুপকে সমর্থন দেয়, তখন এরা উগ্র ডানপন্থী দলগুলোর সাথে জোট পাকায়।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:২৮

সোনাগাজী বলেছেন:



এরা ডান, বাম নয়, এরা নিম্নমুখী; এরা কথা বলার শুরুতে বলে, "ভাই, আমাদেরকে তো একদিন মরতে হবে"; দুনিয়ার ম্যাঁওপ্যাঁও! মরতে হয় মরগে!

এরা কিছু পড়ে না, কিছু বুঝে না, কিছু করতে চাহে না, পুরোপুরি লিলিপুট! আফ্রিকানদের মত, মত অন্যের দিকে চেয়ে বসে থাকে; এরা লন্ডনে ইংরেজদের বোঝা, আমেরিকায় আমেরিকান সরকারের জন্য বোঝা।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:২৫

কামাল১৮ বলেছেন: আমাদের সংবিধান পুরোপুরি ধর্মনিরপেক্ষ না। রাষ্ট্রধর্ম ইসলাম আছে,বিসমিল্লাহ আছে।এসব রেখে ধর্মনিরপেক্ষ হয় কিভাবে।ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ,সরকার ধর্মনিরপেক্ষ না।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৩

সোনাগাজী বলেছেন:



সংবিধানের ৪ মুলনীতির ১টি হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা; ইহাই যথেষ্ঠ

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

ধুলো মেঘ বলেছেন: দেশে ইসলামিস্ট কয়জন? তাদের ক্ষমতা কতখানি? কিন্তু এই দেশের ৬২% মানুষ ধূমপায়ী। এরা কোনভাবে চাইবে যে শরীয়া আইন দেশে প্রতিষ্ঠিত হোক? জীবনেও হবেনা। আপনার চিন্তার কোন কারণ নেই।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



ওরা ক্ষমতা নিতে পারছে না, কিন্তু অকারণে জাতিকে বিভক্ত করে রেখেছে; তাদের কারণে লাখ লাখ বাচ্চা মাদ্রাসায় পড়ে আধুনিক জীবন থেকে বন্ছিত হচ্ছে।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০১

কামাল১৮ বলেছেন: গনতান্ত্রিক হলে আর ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নাই।পৃথিবীর কোথাও ধর্মীয় গনতন্ত্র নাই।গনতান্ত্রিক মানেই অসাম্প্রদায়িক।এই সংবিধানের কিছু পরিবর্তন দরকার।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

সোনাগাজী বলেছেন:



ইসলামিষ্টরা সামন্তবাদী মানুষ, ওদের নেতারা পীর, হুজুর, অশিক্ষিত, বেদুইন সংস্কৃতির লোকজন।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

বাউন্ডেলে বলেছেন: এতো কম বুদ্ধি নিয়ে লোকগুলো দেশ স্বাধীন করলো কি করে ? অবাক হয়ে গেলাম !!
আপনার জীবন-যাপন যে পদ্ধতিতে চলে - সেটা কোন পদ্ধতি ?
কোরানে বর্ণিত “জীবন-যাপন পদ্ধতির” সাথে আপনার “জীবন-যাপন” পদ্ধতির দুরত্ব কয় কিলোমিটার ?

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:


আপনি রাজাকারদের ২য় জেনারেশনের মানুষ বলে মনে হচ্ছে।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৫

নূর আলম হিরণ বলেছেন: আমাদের দেশের মানুষরা যেভাবে ইসলাম ধর্ম চায়, আল্লাহ কোরআনে সেভাবে ইসলাম ধর্ম সেভাবে পাঠাইনি।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪

সোনাগাজী বলেছেন:



আল্লাহ মানুষের জন্য কিছুই পাঠায়নি; ধর্ম হচ্ছে, আদিম যুগের মানুষের সামাজিক জীবনের রূপরেখা।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

রানার ব্লগ বলেছেন: নবী মুহাম্মাদ চেষ্টা চরিত্র করে করে আরব সম্রাজ্যে একটা পরিবর্তন এনেছিলেন । তিনি শান্তি আনার চেষ্টা করেছিলেন এবং সাময়িক সামাজিক শানিত্ব এনেছিলেন কিন্তু তার মৃত্যুর পর ইসলাম শান্তির ধর্ম কে আশান্তি ও ভীতির ধর্মে পরিনিত করলেন আবু বকর । নবী মুহাম্মাদের মৃত্যুর পরে যারা নব মুসলমান ছিলেন তাদের অনেক বড় একটা অংশ তাদের পুরানা ধর্মে ফেরত গেলেন এই খবর শুনে আবু বকর অসংখ্য মানুষ হত্যা করলেন ধর্ম ত্যাগের দায়ে । আর এটাই এখনকার ছাগল গুলা অনুসরন করছে । এদের মস্তিষ্কে উগ্র আরবীয় বিজ ঢুকে গেছে । যে হত্যাই এক মাত্র শেষ সমাধান । যেখানে নবী বলেন নাই হত্যা করতে সেইখানে আরবীয় হিংস্রতার কে পুজী করে আবু বকরের কাজ কে অনুসরন করছে । আর এমন ব্যাক্তি কে অনুসরন করছে যার সাথে মুহাম্মাদ পুত্রী ফাতেমা মৃত্যু পর্যন্ত কথা বলা তো দূর মুখ দর্শন করতে অনাগ্রহী ছিলেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



নবী (স: ) ততকালীন ইহুদী, রোমান ও পারসিকদের ভালো জীবন দেখে, বেদুইনদের জন্য একটি রাজ্য গঠনের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নতুন ধর্মের অবতারণা করেছিলেন; তিনি ইহুদী ধর্মকে অনুসরণ করে ইসলাম চালু করেছিলেন।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আধুনিক বিশ্বে যারা ধর্ম থেকে দূরে আছে, তারাই ভালো আছে।
মধ্যপ্রাচ্যের দেশ দুবাই বেশ উন্নত কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ গুলো তত উন্নত নয়। কারণ তাঁরা ধর্ম আকড়ে আছে। অবশ্যস ধীরে ধীরে মুসলিম দেশ গুলো ধর্ম থেকে সরে যাচ্ছে। এখন সৌদিতে বার আছে, মেয়েরা গাড়ি চালাচ্ছে। এভাবে ধীরে ধীরে মানুষ নিজেদের প্রয়োজনে ধর্ম কে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:




ধর্ম হলো আদিম যুগের মানুষের আবিস্কার, আজকে যারা বিশ্ব চালাচ্ছেন, এরা জ্ঞানী মানুষ।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

বাউন্ডেলে বলেছেন: আপনি রাজাকারদের ২য় জেনারেশনের মানুষ বলে মনে হচ্ছে।
“উচিৎ কথায় বামন ব্যাজার” । জন্ম থেকেই আপনি শরীয়তি জীবন চর্চা করে আসছেন, আর কিছু যোগ করে মুমিনস হলে সমস্যা কি। ইসলামী ভন্ড এবং নাস্তিক ভন্ডের মধ্যে তেমন কোন পার্থক্য আছে কি ?

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনি স্বাধীনতার যুগের জেনারেশনকে ছোট করতে চেয়েছেন; আপনার সমস্যা আছে।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

বাউন্ডেলে বলেছেন: আল্লাহ মানুষের জন্য কিছুই পাঠায়নি; ধর্ম হচ্ছে, আদিম যুগের মানুষের সামাজিক জীবনের রূপরেখা।আজকে যারা বিশ্ব চালাচ্ছেন, এরা জ্ঞানী মানুষ।নবী (স: ) ততকালীন ইহুদী, রোমান ও পারসিকদের ভালো জীবন দেখে, বেদুইনদের জন্য একটি রাজ্য গঠনের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নতুন ধর্মের অবতারণা করেছিলেন; তিনি ইহুদী ধর্মকে অনুসরণ করে ইসলাম চালু করেছিলেন।
ভন্ড ইসলামিষ্টদের মতোই আপনি কল্পকথা তৈরীতে সিদ্ধহস্ত ভন্ড নাস্তিক। অবিলম্বে জঙ্গলে গিয়ে পাশবিক জীবন চর্চা করে শরীর ও মন থেকে শরীয়তি গন্ধ মুছে ফেলুন।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



আপনি হয়তো প্রশ্নফাঁসদের ১ হবেন, আপনি মানব ইতিহাস বুঝতে পারার কথা নয়।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



আপনার ১৪ বছরের ব্লগিং:

পোস্ট করেছি: ৩০টি
মন্তব্য করেছি: ২৯০টি
মন্তব্য পেয়েছি: ৩৪৪টি
ব্লগ লিখেছি: ১৪ বছর ৩ সপ্তাহ

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

বাউন্ডেলে বলেছেন: ইতিহাস লেখেন । আমার রম্য পড়তে ভালো লাগে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



১৪ বছরে আপনি কি গার্বেজ লিখেছেন যে, আপনার ব্লগ এলাকা খালি?

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

বাউন্ডেলে বলেছেন: রাজীব নুর বলেছেন: আধুনিক বিশ্বে যারা ধর্ম থেকে দূরে আছে, তারাই ভালো আছে।
নিখাদ সত্যক্তি। ধর্মের নামে লুটতরাজ করে, ধর্মের কাধে ভর দিয়ে, ধর্মের গাছের ফল খেতে বড়ই সুখ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:



রাজিব ঢাকায় থাকে; ঢাকা হলো সব ধরণের বাংগালীর কর্মস্হান; উনি সবকিছু দেখছেন।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

আরোগ্য বলেছেন: গণতন্ত্র মোতাবেক যদি ব্লগের অধিকাংশ সদস্য বলেন সামুর মহাপণ্ডিতকে অর্ধচন্দ্র দিয়া ব্লগ হইতে বিতাড়িত করা হউক তখন আপনার মতামত কি হবে? B-)

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:


আপনি কি ব্লগার?

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

রানার ব্লগ বলেছেন: বাউন্ডেলে বলেছেন: এতো কম বুদ্ধি নিয়ে লোকগুলো দেশ স্বাধীন করলো কি করে ? অবাক হয়ে গেলাম !!
আপনার জীবন-যাপন যে পদ্ধতিতে চলে - সেটা কোন পদ্ধতি ?
কোরানে বর্ণিত “জীবন-যাপন পদ্ধতির” সাথে আপনার “জীবন-যাপন” পদ্ধতির দুরত্ব কয় কিলোমিটার ?


অন্যের “জীবন-যাপন” পদ্ধতি খারাপ এমন চিন্তা থেকে নিজে আগে বের হয়ে আসুন তারপর বিচার করতে বসুন ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



এগুলো জাতির জন্য অকারণ বোঝা।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

শাহ আজিজ বলেছেন: জমে উঠেছে গাজী সাহেব , চালিয়ে যান ------------------------

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



১৪ বছরে তেমন কিছু লিখেননি, এখন এসেছেন ধর্ম নিয়ে ক্রুসেড করতে; দুনিয়ার অপ্রয়োজনীয় লোকজন ঝামেলা করে ব্লগে এসে।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

বাউন্ডেলে বলেছেন: রানার ব্লগ বলেছেনঃ অন্যের “জীবন-যাপন” পদ্ধতি খারাপ এমন চিন্তা থেকে নিজে আগে বের হয়ে আসুন তারপর বিচার করতে বসুন ।
নাউজুবিল্লাহ্ ! অন্যের “জীবন-যাপন” পদ্ধতি খারাপ । এটা কখনো আমি চিন্তা করিনা এবং বলিও নাই । আমি শুধু “দুরত্বটা” জানতে চেয়েছি । যাতে নাস্তিকদের সাথে মুমিনসদের জীবন-যাপন সিস্টেমের পার্থক্যটা ধারনা করতে পারি। আর আমাদের জীবনতো পুরাই আউল-বাউল। কারো অনুরোধ ফেলতে পারিনা =p~

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের সংবিধানে জনগণের অধিকার নিয়ে যা বলা আছে তার ৫% ও বাস্তবায়ন হয়েছে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। দেশের বড় কোন রাজনৈতিক দল এগুলি নিয়ে কোন কাজ করে নি এবং করার প্রয়োজন বোধ করে নি। বাংলাদেশের ক্ষেত্রে সংবিধান একটা থাকা দরকার তাই আছে। ১৬ বার পরিবর্তন করা হয়েছে কিন্তু তাতে জনগণের কোন উপকার হয় নি।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:




কামাল হোসেন ও উনার গ্রুপের লোকেরা ছিলো সমাজের উঁচু শ্রেনীর লোকজন; উনারা কলোনিয়েল সিষ্টেম চালু রাখার সংবিধান লিখেছেন; সংবিধানে জাতির জন্য কিছু নেই।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২১

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
১৪ বছরে তেমন কিছু লিখেননি, এখন এসেছেন ধর্ম নিয়ে ক্রুসেড করতে; দুনিয়ার অপ্রয়োজনীয় লোকজন ঝামেলা করে ব্লগে এসে।

ছিঃ ছিঃ এসব কি বলছেন ? এই দুনিয়ায় একটা সময়ে প্রতিটি মানুষ অপ্রয়োজনীয় হয়ে যায়। আমার প্রয়োজনীয়তা এখনো কিছু মানুষের কাছে আছে। আর এসব ঝামেলা মনে করছেন কেন ? আপনি একজন অতি জ্ঞানী মানুষ। আপনার লেখা পড়ে বিজ্ঞান,যুক্তি ও তথ্য কিছু জানতে পারলে - কিছুটা হলেও উপকার হবে তো ? লিখতে থাকেন “মনে যাহা লয়”। ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



আপনার লেভেলের লেখকও আছেন, সেগুলো পড়েন, উপকৃত হবেন।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

নিমো বলেছেন: দেশের ইসলামিষ্টরা সমস্যা না, কারণ তাদের দৌড় মসজিদ পর্যন্ত‌। বিপদজনক হচ্ছে প্রবাসের ইসলামিষ্টরা, কারণ তারা অর্থ, বুদ্ধি-কৌশল দিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেশের বুদ্ধিহীন ইসলামিষ্টদের ব্যবহার করেন। ব্লগেও সিঙ্গাপুর, লন্ডন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ নানান ধরণের ইহজাগতিক স্বর্গে থেকে অনেক ইসলামিষ্ট ধর্মনিরপেক্ষ দেশকে নরক বানাতে উৎসাহী। যদিও এই দেশে উনি থাকেন না, ফিরে আসার সম্ভাবনাও নাই। এরা ইহজগতেও স্বর্গে আছেন, আবার ইসলামিষ্ট হয়ে পরজগতেও স্বর্গে থাকতে চান। খারাপ না, বুদ্ধিটা বেশ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৯

সোনাগাজী বলেছেন:



আমি জানি নিউইয়র্ক থেকে টাকা যায়; কিন্তু কাহাদের কাছে পাঠায়? দেশে ওদের লোকজন অকাজ করে বেড়াচ্ছে।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: কেমন মানবে, কোন ব্যবস্থা আছে?

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



বানর কলা ভাগ করে নিজের জন্য; বানরদের দেশের ক্ষমতায় আসার পথ তৈরি করে দিয়ে গেছে জেনারেল জিয়া।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

যবড়জং বলেছেন: :) এই যে বাঙালী মুসলমানের মন ...... তবে যারা ইহলোকের স্বর্গে আছেন তাদের কথা ভিন্ন !

০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৪

সোনাগাজী বলেছেন:



স্বর্গ ইহলোকেই আছে, মরে গেলে কিছুই থাকে না।

২৫| ০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৬

মুদ্‌দাকির বলেছেন: ভাইরে "ধর্ম নিরপেক্ষতা" বলতে পৃথিবীতে আসলে কিছু নাই। যা আছে আর সবই ভুয়ামি। আর ইউরোপে চার্চ ধর্মের নামে মানুষকে যে পরিমান অত্যাচার করেছে, তাতে তাদের ধর্মের প্রতি কিছুটা রাগ থাকতেই পারে, তবে এই রাগ অনুরাগে পরিণত হতে কতক্ষন? এবং হচ্ছেও। আমাদের দেশের যারা ধর্ম নিরপেক্ষ হতে চান, বাস্তবে উনারা হয় নিজেদের দুশ্চরিত্রের ভ্যালিডিসন চান অথবা তাদের মধ্যে এন্টি ইসলামিক সেন্টিমেন্ট কাজ করছে অথবা কারো বেতন ভোগী এজেন্ট!!! হাঁ পরধর্ম সহিষ্ণুতা সম্ভব এবং সর্বচ্চ ভাবে সম্ভব, কিন্তু তার জন্য চাই প্রোপার ইসলামিক সমাজ, আধা খেঁচড়া না, মানে এমন না যেখানে ইমাম সাধারণত শেকেলে এবং অন্যদের চেয়ে মূর্খ, বা ধরেন যেখানে তথাকথিত আলেম বৌ কি বৌ না টাইপ মহিলা নিয়ে হোটেলে ধরা খান।

সূরা নিসার ১৩৫ নং আয়াতঃ
" O believers! Stand firm for justice as witnesses for Allah even if it is against yourselves, your parents, or close relatives. Be they rich or poor, Allah is best to ensure their interests. So do not let your desires cause you to deviate ˹from justice˺. If you distort the testimony or refuse to give it, then ˹know that˺ Allah is certainly All-Aware of what you do. "

এই আয়াত মেনে বিচার হতে হবে, বিচারকও এটা মানবেন, বিচার যারা চাবেন তারাও এটা মানবেন। তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা এগুলো বুঝি না, যারা বুঝেন তারাতো ভাই তাদের বিদ্যাপীঠ গুলোর দেয়ালে দেয়ালে তা লিখে রাখেন!! আর ভাই বিসমিল্লাহর দরকার নাই আমাদের সংবিধানের, বরং আমাদের সংবিধানের বরকতের জন্য বিসমিল্লাহের দরকার ছিল এবং আছে। যারা আল্লাহের রহমত আর বরকতের স্বাধ পেয়েছেন তারা কি আর এর থেকে মুখ ফেরাতে পারেন??

০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৩

সোনাগাজী বলেছেন:



এই সুরার বক্তব্য মুসার আমলেরও আগের লোকজনের মাঝে বেষ্ট প্রেকটিস হিসেবে ছিলো, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.