নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার অধ্যায়টা শেষ হোক!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০



বেগম জিয়া এখনো জাতির জন্য ফ্যাক্টর, খারাপ ফ্যাক্টর! উনার ৪০ বছরের রাজনীতি জাতিকে অনেক অনেক পেছনে নিয়ে গেছে; দেশ, জাতি, এডমিনিষ্ট্রেশন, বাজেট, জাতীয় আয়, ব্যয়, ঋণ, চাকুরী সৃষ্টি, বেকারত্ব, মানুষের অধিকার, প্রাইম মিনিষ্টারের দায়িত্ব, দল চালোনোর দায়িত্ব, ইত্যাদির মাথামুন্ড উনার বেকুবী মগজে কখনো ঢুকেনি; দেশ চালাতো মিলিটারীর কিছু ফালতু জেনারেল, ব্যুরোক্রেটরা ও ফালু মালুরা।

উনি যেই রোগে ভুগছেন, সেইরকম রোগে দেশে ৪/৫ লাখ রোগী ভুগছে এখন; এদের মাঝে হয়তো ৪/৫ হাজার মানুষ কিছুটা চিকিৎসা পাচ্ছে, বাকী ১জনও দরকারী চিকিৎসা পাচ্ছে না। যদি বেগম জিয়াকে বিদেশে চলে যাবার জন্য অনুমতি দেয়, উনি দেশ ত্যাগের সময় কি বলবেন, "দেশে যারা আমার মত রোগে ভুগছে, প্লীজ ওদেরকে চিকিৎসা দেন"! উনার ২ পয়সার পঁচা মগজে তা আসবে?

দেশে কোটীর উপর কিডনী রোগী আছে, ক্যানসার রোগী আছে; বিএনপি ওদের চিকিৎসার কথা বলে? বেগম জিয়ার জন্য ৮/১০ জন চিকিৎসক দিন রাত্রি ব্যস্ত; কোটী লোকজন ১ বার ডাক্তারের কাছে যাবার আগে ফি যোগাতে কাঁপতে থাকে; এই দোযখ সৃষ্টি করতে বেগম জিয়ার অবদান আছে।

জেনারাল জিয়া বড় চাকুরী করতো, মৃত্যুর সময় ২টি পেনশন ও কিছু সম্পদ রেখে গিয়েছিলো। এরশাদ পরোক্ষভাবে জিয়া হত্যার পেছনে থাকায়, নিজের থেকে জাতীর সম্পদ দান করেছিলো বেগম জিয়াকে: ২টি বাড়ী, গাড়ী, ফিক্সড ডিপোজিট, চাকর-চাকরাণী, ছেলেদের শিক্ষার সব খরচ। এসব পেয়ে বেগম জিয়া লোভী হয়ে উঠেছিলো; মিলিটারীর বাটপাড় জেনারেলরা ও বিএনপি'র চোর-ডাকাতেরা উনাকে বিএনপি'র সভাপতি বানায়ে ক্ষমতায় আনার জন্য সামনে নিয়ে আসে। তখন জিয়ার নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট সাত্তার বলেছিলো, "ঐ ইডিয়ট মহিলাকে ঘরে থাকতে দাও, ওকে দলে আনলে, সে সবকিছু নষ্ট করবে।"

এটাই সেই বেগম জিয়া, যে নিজে ডাকাতী করেছে, তার সাথে মিলে মিলিটারী, ফালু, মালুরা ডাকাতী করেছে, উনার ছেলেরা ডাকাতী করেছে, বৃদ্ধ মাতাপিতার নামেও টাকা সরায়েছে, এতিমখানার টাকা সরায়েছে, সরকারের টাকা নিয়ে গেছে বিদেশে। এখন বিদেশে গিয়ে চিকিৎসা নিবে।



মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫২

বাকপ্রবাস বলেছেন: ধ্যুর ওনি মরে যাক, হাসিনাকে বলে নির্বাচনটা সুষ্ঠুভাবে দিতে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার বাবা জানতেন কিভাবে সঠিক নির্বাচন করা যায়; শেখ হাসিনা সঠিক নির্বাচন কিভাবে করবেন, সেটা উনি ব্যতিত কেহ জানেন না; উনি কারো কথা শুনেন বলে মনে হয় না।

নির্বাচন করবেন কি দিয়ে, পুরো দেশে উনি ও ড: আবদুর রাজ্জাক ব্যতিত, এমপি হওয়ার মতো কোন যোগ্য প্রার্থী নেই; বাকীগুলো চোর-ডাকাত।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

ধুলো মেঘ বলেছেন: খালেদা জিয়া এখন আর রাজনীতি করেনা - কোন রকমে বেঁচে থাকাটাই এখন তার সংগ্রাম। তার কাছ থেকে অন্য কিছু আশা করা এখন ঠিক হবেনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



বিএনপি আশা করছিলো যে, উনি ইলেকশানের আগে দেহত্যাগ করে, ওদেরকে কিছুটা শক্তি দিয়ে যাবেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


বিদেশ যেতে দেয়া উচিত বলে মনে করেন আপনি?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক আগে চলে যেতে দেয়ার দরকার ছিলো; শেখ হাসিনা উনাকে আটকায়ে রেখে ১টা ইস্যু তৈরি করেছেন; শেখ হাসিনা সঠিকভাবে কোন কিছুই করেন না।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

ডার্ক ম্যান বলেছেন: বিএনপি-জামায়াতের অধ্যায় কবে শেষ হতে পারে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা উহাদের শেষ হতে দিবেন না; ওদের রাজনীতি শেষ হলে, দেশে একটি শক্তিশালী রাজনৈতিক দলের জন্ম হতে পারে; সেই ভয়ে আওয়ামী লীগ নিজেই বিএনপি ও জামাতকে বাঁচিয়ে রাখবে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: সত্যি কথা বড্ড তেঁতো হয় স্বাদে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:


উনি তো কোন কিছুই জানতেন না; উনি বই পড়ে ১০ম শ্রেণী পাশ করতে পারেননি; কোন সাহসে তিনি এই জাতির ভার নিলেন? উনার মনে ভয় ছিলো না যে, এই গরীব জাতির কি হবে!

উনি কি জানতেন না যে, ব্যুরোক্রেটরা ডাকাতী করছে, মিলিটারী বিএনপি চালাচ্ছে, উনার ছেলে ডাকাতদের নিয়ে হাওয়াভবন চালাচ্ছে?

এখন কি উনি ৮/১০ কোটী টাকা দিয়ে জিয়ার নামে ২০ জন এতিম শিশুর জন্য "শিশু সদন" করতে পারেন না? কোনদিন এই ভাবনাটা এসেছে উনার মাথায়?

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৫

শাহ আজিজ বলেছেন: উনি তো কোন কিছুই জানতেন না; উনি বই পড়ে ১০ম শ্রেণী পাশ করতে পারেননি; কোন সাহসে তিনি এই জাতির ভার নিলেন? উনার মনে ভয় ছিলো না যে, এই গরীব জাতির কি হবে!


ফরসা সুন্দরি মহিলাদের নিয়ে এই একটা সমস্যা । না পারলেও ঝাণ্ডা হাতে সবার আগে । আর বিবর্ণ কাঙ্গাল বাঙ্গালরা ফরসাতেই গলে যায় ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:



জাতির অর্ধেক মানুষ উনাকে সাপোর্ট করে আসছিলো; উনি কয়েকবার ৫ সাংসদীর এলাকায় ভোট পেয়েছেন; জাতির মানুষ অর্ধেক নিশ্চিত ইডিয়ট।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

স্প্যানকড বলেছেন: মরে গেলে আরও তাজা হয় এ দেশে ! লাশ নিয়া রাজনীতি এরাই শুরু করছে। এখন টের পাচ্ছে। ভালো থাকবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:




সেজন্য এখন উনাকে চার্টার-করা জেটে করে সৌদী কিংবা লন্ডনে নিয়ে যাওয়ার দরকার।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৮

ঢাবিয়ান বলেছেন: মুল সমস্যা হচ্ছে দুই পরিবারের খপ্পর থেকে বের হতে পারছে না আমাদের প্রধান দুই রাজনৈ্তিক দল। আপনি যতই গাল দেন জিয়া বেঁচে থাকলে তার স্ত্রী বা সন্তানেরা কোনদিনই রাজনিতির ধারে কাছ ঘেষতে পারত না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

সোনাগাজী বলেছেন:


জিয়ার কারণে জাতি যাবাবরে পরিণত হয়েছে, জিয়ার কারণে চোর এরশাদ, বেকুব বেগম জিয়া ও আধা জেনারেল শেখ হাসিনা এই দেশকে চালনার সুযোগ পেয়েছে, চোর রওশন দেশ চালাচ্ছে, রাজাকারেরা দেশ চালায়েছে।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৭

কোডার বলেছেন: আপাতত ভিসা নীতি, স্যাংশান দরকার হলে আরো কিছু এসে হাসুবু কে জয়বাংলা করুক , খালেদা কে পরে জয়বাংলা করা যাবে । এরপরে আপনি ক্ষমতায় আইসেন । ব্লগের সবাই আপনাকে মাঝরাতে ভোট দিবে, প্যারা নাই

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:




আপনার প্রোপিকে পাকিস্তানী পতাকা; ১ম জেনারেশনের, নাকি ২য় জেনারেশনের রাজাকার?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭

কোডার বলেছেন: ভাই, দেশের নাস্তিক পাবলিক, পাকিদের কে দেশে নিয়ে এসে ক্রিকেট খেলে, পাকিদের কাছে খেলায় হারে ... ইভেন পাকিদের ক্রিকেট ম্যাচ জাস্ট গ্যালারির পাকিস্তানি মেয়েদের দেখার জন্য , দেখে । সেখানে আপনি পতাকা নিয়ে প্যারা খাচ্ছেন ! হাস্যকর । হাড়িভাঙ্গা আম পাঠানোর সময় আসলে আপনাদের চেতনার হুশ থাকে না ... ইভেন হাসিনার বেয়াই ও একজন রাজাকার ... আপনারা তাদের ই ল্যাস্পেন্সার !

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:


বাংগালীরা পাকিস্তানী পতাকা বহন করা ও রাজাকারদের সহ্য করার কথা নয়।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২১

কোডার বলেছেন: আপনি কষ্ট করে বিসিবির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, কমেন্ট অফ করে রাখছে ... খেলায় হেরে পাবলিকের দুইটা কথা শুনতে পারে না ... আর পাকি দের ক্রিকেটের অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখবেন ... ওদের কমেন্ট অন করা ... আপনি ও কমেন্ট করতে পারবেন ... ওরা কিছু দিন আগে যে এশিয়া কাপ এ হারলো ... তারপর তাদের জনগনের কমেন্ট গুলা পড়ে দেইখেন কি পরিমান সাপোরটিভ ... আর আপনারা চেতনাধারীরা কমেন্ট ই অফ করে রাখছেন ... আপনাদের কাছ থেকেই তো সবাইকে বাক সাধীনতার সবক শুনতে হবে ,শিখতে হবে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



প্রোপকে পাকিস্তানী পতাকা রাখা বাকস্বানীতার অংশ নয়, ইহা জাতিকে অপমান করা।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২২

কোডার বলেছেন: আপনি ক্ষমতায় আসেন , দশ বছর কাঠাল রানির মত থাকেন , আপনাকেও জয় বাংলা করা হবে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:


দল ব্যতিত মানুষ ক্ষমতায় যেতে পারে না; আমি কোন দলের সাথে নেই।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩০

কোডার বলেছেন: আপনারা এক পক্ষ সো কল্ড " হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি " বলে তামাশা করেন ! আরেক পক্ষ মূর্তি বানিয়ে তার কাছে কল্যান চান ... এই আপনারাই নাকি বিজ্ঞান মনস্ক ! "বাংগালি" কথাটার মর্যাদার বারোটা বাজাইছেন ই আপনারা আপনারা এক পক্ষ সো কল্ড " হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি " বলে তামাশা করেন ! আরেক পক্ষ মূর্তি বানিয়ে তার কাছে কল্যান চান ... এই আপনারাই নাকি বিজ্ঞান মনস্ক ! "বাংগালি" কথাটার মর্যাদার বারোটা বাজাইছেন ই আপনারা

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



এত বকবক না'করে আমার ব্লগিং ও আপনার ব্লগিং নিয়ে কথা বলেন; বেগম জিয়াকে নিয়ে কইছু বলার থাকলে বলেন; নিজের প্রপিকটা বদলায়ে নেন।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩১

কোডার বলেছেন: লেগে থাকেন ! পারবেন ...

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

কোডার বলেছেন: একটা পতাকার ছবি নিয়ে এতো ট্রিগারড হওয়ার কিছু নাই ভাই । দেখেন যদি বিরিয়ানি আর মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল করে তারাতারি খালেদাকে জয় বাংলা করা যায় কিনা । শুভকামনা রইলো

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



যেই বাংগালী জাতিকে ও নিজকে সন্মান করেন, তিনি কখনো পাকিস্তানী পতাকা বহন করবেন বলে আমার মনে হয় না।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫২

ডার্ক ম্যান বলেছেন: আপনার অধ্যায় শেষ হলে আমরা কিভাবে জানবো

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:


আমি তার আগে জানাবো।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



আমি বেগম জিয়ার "অধ্যায়" বলতে উনার ভুমিকাকে বুঝানোর চেষ্টা করেছি; উনি দেশ ত্যাগ করলে উহার শেষ হবে।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি আগে থেকেই মৃত্যুর তারিখ ঠিক করে রাখবেন

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



না, আমার মনে হয়, মানুষের সময় শেষ হয়ে এলে মানুষ বুঝতে পারেন।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১২

ডার্ক ম্যান বলেছেন: তবে আমার তা মনে হয় না। গত বছর বেশ কয়েকবার এবং এই মাসের প্রথমদিকে মনে হয়েছে আমার সময় শেষ হয়ে আসছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০২

সোনাগাজী বলেছেন:



আপনি অনেক সমস্যার মাঝে ছিলেন; ফলে, সবকিছু উল্টাপাল্টা মনে হয়েছে

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪০

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্টে একটু কঠোর মন্তব্য করতে চাচ্ছিলাম, কেননা রাজনীতির ময়দানে এখন খালেদা জিয়া কোন গুরুত্বপূর্ন অংশ নয়।

কিন্তু পোস্টে কোডার নামক পাকিস্তানী পতাকাবাহী বিষ্ঠার ছবি দেখে এমনই চমকে উঠেছি যে আপনার পোস্টে কি মন্তব্য করবো তাই ভুলে গেলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৪

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া, রওশন, বিএনপি, জাপা ও জামাত হচ্ছে অশুভ পরিবেশের প্রতীক।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার অধ্যায় কেয়ামত পর্যন্ত চলতে থাকে।
বেগম জিয়া বিনা চিকিৎসায় মারা গেছেন। ভবিষ্যতে এমন প্রপাগাণ্ডা চালু থাকবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৫

সোনাগাজী বলেছেন:




উনি যদি সাধারণ জীবন যাপন করতেন, উনি শারিরিকভাবে ভালো থাকতেন।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৯

কামাল১৮ বলেছেন: খালেদার পরে আসবে তারেক অধ্যায়।সেটা শুরু হয়ে গেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৭

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা যদি জাতিকে ভালোর দিকে নিতেন, কেহ তারেক শব্দটা উচ্চারণ করলে মানুষই উহার দাঁত ফেলে দিতো।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, যে কারোর/যে কোন কিছুরই শুরু যেমন আছে ঠিক তেমনি তার শেষও আছে। তা সে মানুষের জীব ন হোক কিংবা ক্ষমতার মসনদ। আর তাইতো একসময়ের কখনো সূর্য না ডোবা (ইংরেজ) শাসকরা আজ ছোট একটা দেশেও ৪ খন্ডে বিভক্ত।

এ দেশে শুধু খালেদা জিয়া পরিবার ভোগীর সুবিধা ভোগ করে নাই এবং জিয়া পরিবারই সবচেয়ে বেশী সুবিধা ভোগ করেছে এমনটাও নয়। যদি আপনি পরিবারতন্ত্রের বিপক্ষে হন তাহলে সব পরিবারের বিরুদ্ধেই আপনার বলা উচিত।যদি সবাইকে নিয়ে না বলে ব্যক্তি বিশেষকে উপলক্ষ করে বলেন তবে তা পক্ষপাত দোষে দুষ্ঠ হয়ে যায়। যা কোন ভাবেই হওয়া উচিত নয়।

অন্যদিকে, খালেদা জিয়াকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে-বলছে তবে বাকী আরও অনেক কে নিয়েই অনেকে অনেক কিছু বলছে । একটু বলার জন্য সুযোগ দিয়ে দেখেন-শুনতে চেষ্টা করুন বাকীদের কথা । তাহলে অনেক কিছুই জানতে পারবেন , যা হয়তো খালেদা জিয়া কিংবা জিয়া পরিবার থেকে ভাল কিছু হবেনা।

আর, যে যাই করুক না কেন আমাদের কখনো কারো অমংগল কিংবা মরন কামনা করা উচিত নয় এবং চিকিৎসা যে কোনজ মানুষের মৌলিক অধিকারের পর্যায়েই পরে। এখন সেই মৌলিক অধিকার পূরণ যার যার অথনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে।আর তাইতো, ১ বছর আগেও যাদের নাম দেশজুড়ে কেউ শুনেছে :(( কিনা সন্দেহ, তারাই এখন চিকিৎসার জন্য দুনিয়া চষে বেড়ায় ।

ভাই এটাই ক্ষমতা--------------------

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি ৬ষ্ট শ্রেণীতে যেই গরুর রচনা পড়েছেন, উহাই আপনার মাথায় রয়ে গেছে; আপনি এই যুগের কিছু বুঝেন বলে আমার মনে হয় না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



জিয়া ক্ষমতা দখল করার কারণে শেখ হাসিনা এসেছে।

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

আখেনাটেন বলেছেন: শেষ হওয়ায় ভালো...তখন হয়ত দ্যা ইকোনোমিস্ট 'দ্যা ব্যাটলিং বেগমস' এর পরিবর্তে হিডিং দিবে 'হারাধণের দুইটি কন্যা, একটি গেলে বাকি থাকে এক' (বাংলায় তর্জমা)।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আওয়ামী লীগকে পংগু লীগে পরিণত করেছেন।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: আমাদের স্বাধীন দেশে 'কোডার' নামে ব্লগার কোন সাহসে প্রোফাইলে পাকিস্তানী পতাকা ব্যবহার করছে!!!
ইহা অন্যায়। এডমিন এটা মেনে নিলো কি করে? তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



এই ধরণের লোকজন ছিলো বলেই '৭১ সালে এত বড় রাজাকার বাহিনী গঠন করেছিলো পাকী বাহিনী।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচন এলে অনেক কথা বার্তা চলে ।
..............................................................
বাকী দিন গুলো লুটপাটে ব্যস্ত থাকেন ।
কোন দলেই ভালো নেতৃত্ব গড়ে উঠে নাই ।
এদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি পথ
অন্ধকারের দিকে ধাবিত ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



বিএনপি, জাপা হলো চোর ডাকাতের দল; জামাত হলো ধ্বগসের দল; এখন আওয়ামী লীগও ক্ষতিকর দল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.