নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমি মৃত্যু নিয়ে কোন আলাপ শুনতে চাই না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৩



আমি ব্রুকলীনের বাংগালী পাড়ার মুল এলাকার রাস্তার মোড়ে ( চার্চ-ম্যাকডোনাল্ডের কোণায় ) গ্রীনলাইটের অপেক্ষা করছি; অন্য পাশ থেকে মসজিদের সভাপতি হাশেম সাহেব আমার নাম ধরে ডাক দিলেন; আমি উনার পাশ্বেই যাচ্ছিলাম। গ্রীনলাইটে সেপারে যাবার হওয়ার পর, হাশেম সাহেব ৪/৫ জন মানুষের ( বাংগালী ) সাথে পরিচয় করায়ে দিলেন। সবাই ইন্জিনিয়ার, ১জন ব্যবসায়ী, উনারা আটলান্টা থেকে এসেছেন, মসজিদে থাকবেন কয়েকদিন। এদের মাঝে ১ জন, বয়স ৩০ বছরের নীচে, দেখতে বেশ স্বাস্হ্যবান, ভালো কাপড়চোপড় পরা, ORACLE কর্পরেশনের ডেভেলপার; নিজের সম্পর্কে ২/৪ লাইন বলার পর, আমার হাত ধরে বললেন,
-ভাই, আমাদের সবাইকে তো একদিন মরতে হবে; এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে!

আমি উনাকে থামিয়ে দিয়ে বললাম,
-আপনার স্বাস্হ্যগত কোন সমস্যা হচ্ছে?
না, আমি আল্লাহের রহমতে ভালো আছি!
-তা'হলে মৃত্যুর জন্য প্রস্তুতি কেন?

লোকটি থতমত খেয়ে গেলেন। আমি বললাম,
-আমার কাজ আছে, আমি যাই।
-কিছু কথা বলতে চেয়েছিলাম, লোকটি বললেন।
-আমার মৃত্যু কাছে আসুক, তখন কথা হবে।

আমি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন লেকচারার'এর ব্যবসায়িক অফিসে যাচ্ছিলাম, সেদিক চলে গেলাম। আমি জানি হাশেম সাহেব একটু অপ্রস্তুত হয়েছেন; তবে, উনি আমাকে অনেকদিন থেকেই চেনেন।

ব্লগে যখন কবিতা মবিতায় মৃত্যু নিয়ে কথা থাকে আমি ওসব ম্যাঁওপ্যাঁও পড়ি না; পড়লে ভয়ানক বিরক্ত হই। আমি কখনো মৃত্যু নিয়ে চিন্তুিত নই; মানুষের মৃত্যু হয়, এটা আমার জানা আছে; কিন্তু ইহা নিয়ে আলাপের কোন কারণ দেখি না। মৃত্যু নিয়ে রবি ঠাকুরের একাধিক কবিতা আছে মনে হয়, অনেকে সেগুলো থেকে ২/১ লাইন বলে, মৃত্যুকে গুরুত্বপুর্ণ বিয়য়ে পরিণত করতে চায়; আমি ইহাতে বিরক্ত হই মাত্র।

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:০৭

অহরহ বলেছেন: চমৎকার লিখেছেন দাদা, আমি মৃত্যু নিয়ে কোন আলাপ শুনতে চাই না।

আলাপ হবে বেঁচে থাকার অদম্য স্বপ্ন নিয়, আলাপ হবে নতুনের প্রত্যাশা, আলাপ হবে অনাগত শিশুর সুন্দর ভবিষ্যৎ নিয়ে, আলাপ হবে ভবিষৎ পৃথিবীকে আরো বাসযোগ্য করার সংগ্রাম নিয়ে। জন্ম হবে, মৃত্যু হবে। তাই বলে মরার আগেই মরার অপেক্ষায় দিন গননা?? Give me a break........

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:১১

সোনাগাজী বলেছেন:


সুন্দর মনোভাব আপনার!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫৪

কামাল১৮ বলেছেন: আসলে উনি মৃত্যু নিয়ে নয়,কথা বলতে চেয়েছিলেন মৃত্যুর পরে যে হুর পাওয়া যাবে সে সম্পর্কে।এই গুলি বলেই মানুষকে লোভ দেখায়।আগুনের কথা বলে ভয় দেখায়।যার কোন প্রমানও তাদের কাছে নাই।কিন্তু এমন ভাবে বলবে যেনো সে দেখে আসছে।
আপনারা যে আমাদের উপর ভিসা নীতি চাপিয়ে দিলেন সে সম্পর্কে কিছু বলুন।যদি আপত্তি না থাকে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:


ভিসার ব্যাপারটা ভুয়া, ইহা বিএনপি'র লবিং ফলে, ২/১ জন সিনেটর ও কংগ্রেসম্যান সংসদীয় কমিটির মাধ্যমে এসব কথা বলাচ্ছে। ভেতরের ব্যাপার শেখ হাসিনা জানেন, তবে, শেখ হাসিনা যেসব নীচুমানের কথা বলছেন, এগুলো পিএম'এর কথা হতে পারে না; উনি '৮০ সালের মতো আবার বকবক শুরু করেছেন। উনার কথা ও ওবাদুল কাদেরের কথা সত্যি অর্থহীন ও জাতিকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ঠ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

তানভির জুমার বলেছেন: নাস্তিকরা মৃত্যু নিয়ে আলাপ শুনতে চাইবে না ইহাই স্বভাবিক। আবার যুদ্ধের ময়দান আর উত্তাল সমুদ্রের মাঝে কেউ নাস্তিকও থাকে না। মৃত্যুই একমাত্র সত্য যাহা কেউ অস্বীকার করতে পারে না। পৃথিবীর অনেক মানুষ তাদের সবকিছু দিয়ে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছে কিন্ত সবাই ব্যর্থ হয়ছে।

তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। -[সূরা আন নিসা, আয়াত: ৭৮]

‘ওরা কি মনে করে যে, ওদের যে (যোগ্যতা, মেধা, কর্মক্ষমতা) সম্পদ ও সন্তানসন্ততি দান করেছি, তা শুধু বৈষয়িক সাফল্য লাভে প্রতিযোগিতা করার জন্যে? এটাই সৎকর্ম? না, তা নয়! ওরা আসলে বুঝতে পারছে না (এটাই ওদের একটা পরীক্ষা)!’ [সূরা মুমিনুন]

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

সোনাগাজী বলেছেন:



আপনার কমেন্ট আমি কোনদিন পুরোটা পড়ি না; আপনার কমেন্ট, লেখা ও না'হল তরকারীর কথা শুনলে ভয় লাগে, জাতিতে এই ধরণের লোকের পরিমাণ কতভাগ!

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনার ধারণা, আমাদের জাতিতেও কাবুলীওয়ালা আছে?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


কিছুদিন আগে রাস্তায় দুই মুরুব্বি ইসলামের দাওয়াত দিলো ৫/৭ মিনিট; আমি মাথা নিচু করে সব শুনলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


মুরুব্বিদের ধারণা, ইসলামের অভাবে বাংলদেশ নিজ পায়ে দাঁড়াতে পারছে না; এসব মুরুব্বিরা পড়ালেখা করে বেদুইনদের লেভেলে চলে গেছেন।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

ধুলো মেঘ বলেছেন: কামাল১৮ এর চোখে খালি হুর পরী ভাসে। ইসলামী বিধান অনুযায়ী দুনিয়াতে হুর পরী লাগানোর সুযোগ নেই বিধায় ইসলাম জিনিসটাই ওনার কাছে নিশিন্দা পাতার মত লাগে। আমি তো তাবলীগের কাউকে কখনও হুর পরী রিলেটেড কোন ওয়াজ করতে দেখিনাই - ওনারা এত হুর পরী পান কোথায়?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



উনি বামপন্হািদের সাথে ছিলেন; কি করেছিলেন, কোনদিন বলেননি।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

শ্রাবণধারা বলেছেন: বেশি মৃত্যু চিন্তা আমাদের মানসিক ভাবে দুর্বল করে ফেলে। এটা কোন উপকারী জিনিস নয়।

আমাদের জীবনধারনের ভিতরেই মৃত্যুকে ভুলে থাকার প্রেরণা আছে। অহেতুক মৃত্যুচিন্তা মানে জীবনবিমুখী হয়ে পড়া। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে মৃত্যুকে ভুলে থাকাটাই সুস্থ মানুষের লক্ষণ।

মৃত্যুকে ভুলে জীবনের জন্য, পৃথিবীর জন্য, মানুষের জন্য কাজ করাই আসলে জীবনের ধর্ম।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



মানুষের ইনষ্টিক্ট হলো বেঁচে থাকার, মানুষ সবর্শেষ চেষ্টা করেন বেঁচে থাকার জন্য। কোন সৈনিক ভাবে না যে, যুদ্ধে তার মৃত্যু হবে।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২২

শূন্য সারমর্ম বলেছেন:



মৃত্যুর সময় কষ্ট নিয়ে যে যে কথা প্রচলিত আছে,তা কতটুকু সঠিক বলে মনে করেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

সোনাগাজী বলেছেন:



দুর্ঘটনায় মৃত্যু হলে, মানুষ টের পায় না; রোগ ও বয়সের কারণে মৃত্যুর আগে নিওরোলোজিক্যাল সিষ্টেম থেমে যায়; ফলে, মানুষ বুঝতে পারে না, কি ঘটছে।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ডেথ দ্যা লেভেলার নামে একটা কবিতা পড়ে ছিলাম। মৃত্যু সবাইকে লাশ বানিয়ে দেয়। লাশ হিসাবে সব মানুষ সমান। সুতরাং মৃত্যূতেও শিক্ষা আছে। আপনার এ সংক্রান্ত আলোচনা ভালোলাগে না সেটা ভিন্ন বিষয়। যাদের এ সংক্রান্ত আলোচনা ভালো লাগে তারা সেটা করবে। তাদের রুচির প্রতি অসম্মান দেখানো আপনার সঠিক কাজ নয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩২

সোনাগাজী বলেছেন:



কবিরা অনেক রকমের ভাবনা ভাবেন, উনাদের কে কিভাবে উহা বর্ণনা করেছেন, সেটা জানা কষ্টকর; তবে, বেশীরভাগ কবি সাহসীদের মৃত্যুকে বীরোচিত বলেছেন।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮

বাকপ্রবাস বলেছেন: ওভাবে রাস্তায় দাঁড়িয়ে আমি স্কুলের শিক্ষা নিতে চাইনা, আমারও ওসব বিরক্ত লাগে, গায়ে পড়ে সবক দেয়াটা, কারো ইচ্ছে হলে রাস্তায় নিজের ধর্ম বা দর্শণ প্রচার করুক, যার ইচ্ছে হবে শুনবে, কিন্তু দাঁড় করিয়ে নসিহত দেয়াটা আমার খুব বিরক্ত লাগে

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



ধর্মের কথা আমি অনেকের মুখে শুনেছি; শুধু পাকভারতের লোকদের শুরুটা হয় মৃত্যুকে নিয়ে; এরা মানুষকে ভালো ও উন্নত জীবনের রোডম্যাপ দেখানোর মতো অভিজ্ঞ ও জ্ঞানী নন।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯

শেরজা তপন বলেছেন: মসজিদের ইমাম একজন অতিশয় ভদ্র সজ্জন বেকুব টাইপের মানুষ কেননা তিনি ইনাকে চেনার পরেও ওই লোকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। ওখানে যে দুজন ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী ছিল সে দুজন ভয়াবহ বলদ মানুষ আর ওরাকালে যে লোকটি চাকরি করেন তিনি তো একজন গাছ বলদ। কেননা ওরাকল বেছে বেছে এমন গাছ বলদদের চাকরি দেয়।
আর এই লেখক হচ্ছে পৃথিবীর একমাত্র সেইরকম স্মার্ট মানুষ যিনি ইচ্ছামৃত্যু গ্রহণ করবেন। এটা মোটেও গার্বেজ পোস্ট নয় :)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:




ইহা বাংলাদেশের বাজারে ইলিশের দাম ২০০০/কেজি; এক্সপোর্টারেরা কলকাতায় এক্সপোর্ট করছে ১১০০/কেজি সমস্যার মতো সমস্যা !

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

বাউন্ডেলে বলেছেন: পশুদের মৃত্যুচিন্তা নাই। অনুধাবনও নাই। দোজখও নাই । এক মুরব্বির কাছে শুনেছিলাম মানুষ ব্যাতিত অন্যরা নাকি বেহেশতের মাটি/কার্পেট,লাল গালিচা হবে। ভালো , খুব ভালো, মৃত্যুচিন্তাহীন প্রানী টাইপের মানুষগুলো যদি বেহেশতের মাটি হয় - অতি উত্তম।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



আপনি পশুদের সাথেই থাকুন। আমি মৃত্যু সম্পর্কে জানি, আমিইহা নিয়ে আলাপ শুনতে চাই না।

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

বিষাদ সময় বলেছেন: যে ভীতু, অমায়িক তাকে মৃত্যুর কথা স্মরণ করানোর দরকার নেই কিন্তু যে দাম্ভিক, নিষ্ঠুর, অত্যাচারী তাকে এটা স্মরণ করানো দরকার আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:


যুদ্ধ চলাকালীন সময়ে, মৃত্যূ নিয়ে ভাবলে, কোন সৈনিক যুদ্ধে যেতো না; মানুষ জন্মে, ভালোভাবে থাকতে চেষ্টা করে; অতপর, এক সময় মৃত্যুবরণ করে, স্বাভাবিক জীবন চক্র।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন: নিজের মৃত্যু নিয়ে আমিও ভাবি না, হয়ত অনেকেই না। কিন্তু প্রিয়জন কাছের মানুষের মৃত্যু নিয়ে অনেক কিছুই ভাবার, করার ও বলার থাকে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৮

সোনাগাজী বলেছেন:



মানুষের প্রিয়জনের মৃত্যু মানুষকে ব্যথিত করে, ইহা মানুষের ভালোবাসা ও স্নেহের অনুভুতি।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

শিশির খান ১৪ বলেছেন: ভালো

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:




মানুষকে ভালো থাকার চেষ্টা করেন, জীবনকে অনুধাবন করেন।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

দি এমপেরর বলেছেন: আপনার দৃষ্টিতে বাংলাদেশের বুদ্ধিমান মানুষ কারা?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



যারা বর্তমান বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সায়েন্স, টেকনোলোজী ও সংস্কৃতি বুঝেন, তারা জ্ঞানী ও দক্ষ মানুষ।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: মৃত্যু নিয়ে ভাবা সঠিক কাজ না।
আমার এক বন্ধু। আমার মতোই বয়স। সৌদিতে কাজ করতো। পরিশ্রমী ও হাসি খুশি ছেলে। স্বাস্থ্য ভালো। একদিন সে স্ট্রোক নিয়ে পড়লো। সে রাতেই বন্ধু স্ট্রোক করে মারা গেলো। যদি সে মৃত্যু ও স্ট্রোক নিয়ে না চিন্তিত হত তাহলে তার মৃত্যু হতো না।

বন্ধুর পরিবার এখন গজব অবস্থা। যে জমি কিনেছিলো। বাড়ি করে ছিলো। তার কিছুই এখন আর নেই। সবচেয়ে দুঃখজনক কথা হলো। সে দেশে এসে বিয়ে করলো। তারপর আবার বিদেশ চলে গেলো। তার বাচ্চা হলো< বাচ্চাকে দেখতে দেশে আসবে। তার আগেই সে দুনিয়া থেকে চলে গেলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:


আরবে যারা চাকুরী করেন ও পরিবার দেশে থাকে, এরা বেশ স্বাস্হ্য ঝুঁকিতে থাকেন।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ইসলাম ধর্ম বলেছে, সব সময় মৃত্যুর কথা ভাবতে।
মৃত্যুর কথা ভাবলে নাকি মানুষ পাপ কম করে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



ইসলাম এসেছিলো আরবের মানুষের জন্য; ঐ অন্চলের লোকজন ঐতিহাসিকভাবে অপরাধী টাইপের ছিলো।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: আপনি পশুদের সাথেই থাকুন। আমি মৃত্যু সম্পর্কে জানি, আমিইহা নিয়ে আলাপ শুনতে চাই না।
মানুষ সবচেয়ে বেশী আলাপ করে মৃত্যু নিয়ে। পশুরা মৃত্যু নিয়ে আলোচনা দুরের কথা, ব্যাপারটাই জানেনা।
মৃত্যু সম্পর্কিত আলোচনা থেকে মুক্ত থাকার ১০ টি উপায় ফ্রিতে আপনাকে দিলামঃ
১। সকালে পত্রিকা দেখবেন না।মৃত্যুর আলোচনার সুত্রপাত হতে পারে।
২। টিভিতে খবর দেখবেন না। মৃত্যুর আলোচনার সুত্রপাত হতে পারে।
৩। বাড়ীর লোক বাইরে যাওয়ার সময় কখনই বলবেন না “রাস্তা-ঘাট দেখে-শুনে পার হবেন”
৪। নিজে বাড়ী থেকে বের হওয়ার সময় চোখ বেঁধে বেরুবেন কারন হটাৎ কোন প্রানীর মৃত্যুর ঘটনা দেখলে - আলোচনা করতে হতে পারে।
৫। মোবাইল ফোন থেকে ১০০ হাত দুরে থাকবেন । মৃত্যুর আলোচনার সুত্রপাত হতে পারে।
৬। ব্লগে কেউ মৃত্যু সম্পর্কে পোষ্টাইলে সেটাকে সদর্পে এড়িয়ে যাবেন।
৭। জীবন সম্পর্কে কোন আলোচনা করবেন না । জীবন সমাপ্তির ব্যাপারটা আলোচনায় আসতে পারে।
৮। প্রিয়জন,বন্ধু-বান্ধবের খবর নিতে গিয়ে-মৃত্যুর আলোচনার সুত্রপাত হতে পারে।
৯। বাবা-মার কথা ঘুনাক্ষরেও উচ্চারন করবেন না-মৃত্যুর আলোচনার সুত্রপাত হতে পারে।
১০। কোন ক্রমেই ইতিহাস আলোচনায় আনবেন-মৃত্যুর আলোচনার সুত্রপাত হতে পারে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:


মানুষ নড়লে ছোট মাশা, মাছি কেন উড়ে দুরে চলে যায়?

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

দি এমপেরর বলেছেন: লেখক বলেছেন:



যারা বর্তমান বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সায়েন্স, টেকনোলোজী ও সংস্কৃতি বুঝেন, তারা জ্ঞানী ও দক্ষ মানুষ।


এই দক্ষ মানুষগুলো দেশের কোন্ কোন‌্ ডিপার্টমেন্টে যোগ দিয়ে নিজেদের অবস্থান থেকে দেশের উন্নয়ন করছেন বলে আপনি মনে করেন? না কি তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতার সঠিক প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছেন? যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে এর দায়ভার কার?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



এদরর বেশীরভাগই প্রাইভেট সেক্টরে ও ইউনিভার্সিটিগুলোতে আছেন। সরকারে এদের উপস্হিতি নেই, সেজন্য সরকার দায়ী

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
মানুষ নড়লে ছোট মাশা, মাছি কেন উড়ে দুরে চলে যায়?

সহজাত প্রবনতা।
প্রতিটি প্রানীর দেহকোষে আত্মরক্ষার কোড লিপিবদ্ধ আছে । এটার মাত্রা যে প্রানীর যতো বেশী- তার টিকে থাকার সম্ভাবনা ও সময় কাল তত বেশী। মানুষের বাচ্চারা এসেই চিৎকার জুড়ে দেয় এবং এটা দিয়ে বহুবিধ সারভাইভ সুবিধা আদায় করে নেয়, খাদ্য,নিরাপত্তা, হৃৎপিন্ডকে প্রস্তুত করন, স্বরযন্ত্রকে উন্নত করন,মস্তিস্কে রক্ত সন্চালন ইত্যাদি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



এখন আপনি বুঝা উচিত যে, মৃত্যুর কথা মনে করিয়ে দিয়ে কিছু বলার দরকার নেই, মৃত্যুর কোড ( ইনষ্টিংট ) মানুষের মাঝে আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



মৃত্যু নিয়ে বেশী আলাপ হয় সৈনিকদের ট্রেনিং'এর সময়; যুদ্ধের বড় অংশ হলো জিবিত থাকার প্রচেষ্টা।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
মৃত্যু নিয়ে বেশী আলাপ হয় সৈনিকদের ট্রেনিং'এর সময়; যুদ্ধের বড় অংশ হলো জিবিত থাকার প্রচেষ্টা।

ঘুরে-ফিরে সঠিক যায়গায় আবার ফিরে এসেছেন। ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



আমি ঘুরেফিরে যেখানে যাই, সেখানে আপনি নেই।

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩

ঢাকার লোক বলেছেন: এক সময় মুসলমানদের জন্য কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, পরবর্তীতে এর অনুমোদন দেয়া হয়, অন্যতম কারণ হিসেবে রাসুল (স) বলেন কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।
মৃত্যু, বিশেষত মৃত্যু পরবর্তী জীবন সম্বন্ধে চিন্তা মানুষের‌ মাঝেই আছে, গরু ছাগলের নেই! কশাই এর দোকানে দেখবেন গরু কেটে যেখানে মাংস বিক্রি করছে তার‌ই পাশে আরেকটা গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছে, আধ ঘন্টা পর যে তাকেও এমনি পরিণতির শিকার হতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ নির্বিকার!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:০০

সোনাগাজী বলেছেন:



পোষা গরু মানুষকে ভয় পায় না; প্রকৃতিতে বড় হওয়া গরু অন্য প্রাণী দেখলে ভয় পায়। মৃত্যু সম্পর্কে ধর্মীয়দের চিন্তা ( রুপকাহিনী ) লজিকবিহীন।

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি একটা কথা প্রায়শই বলি :-
"লাইফ ইজ মিরাকল , সও ইনজয় এভরি সেকেন্ড "

..........................................................................
বাস্তবতা মানুষের জীবনে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে ।
তাই তো একই সময়ে , এই বিশ্বের বিভিন্ন স্হানে চলমান কার্যক্রম ও
ঘটনা সমূহ বিষ্ময়কর ।
কেউ হাসছে, কেউ হাসপাতাল দৌড়াচ্ছে , কেউবা স্বজন হারায়ে কান্না করছে ।
তাই আমার ভাবনা " জীবন যার ; দ্বায় ভারও তার "
সুতরাং যার যার কাজ তাকেই করতে দাও ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



আজকের মানুষ বিশ্বের সাথে পরিচিত; সবার জীবন আছে, সবাই জীবনকে সুন্দর করতে ব্যস্ত; এসব ম্যাঁওপ্যাঁওদের ভাবনা মৃতয়র পরের জীবনের জন্য।

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০১

মিরোরডডল বলেছেন:




মানুষ সুন্দর, প্রকৃতি সুন্দর
গান, স্বপ্ন সবকিছুই সুন্দর!

আরও সুন্দর প্রেম ভালোবাসা
সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা!



২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



মানুষের ইনষ্টিংক্ট'এর মাঝে আছে বেঁচে থাকার চেষ্টা; ইহাই প্রমাণ করেছে জীবিত মানুষই সব কিছুর মুলে।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৭

মিরোরডডল বলেছেন:




আজ ব্লগার নুর মোহাম্মদ নুরুর চলে যাওয়ার এক বছর পূর্তি।
গত বছর এই দিনেই উনি শেষ পৃথিবীর আলো দেখেছিলেন।

বন্ধুকে মিস করা হয়?
তার স্মরণে খেলাঘর তাকে মনে করে পোষ্ট দিলো নাহ!!



২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:


সামনের মাসে দেবো।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

মিরোরডডল বলেছেন:




স্যরি আজ না, উনি চলে গেছেন ২৯ অক্টোবর।
তারমানে এ সময়ও উনি আমাদের মাঝে ছিলেন।
time flies. nearly one year.

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:


মনে হচ্ছে, এই তো সেদিন নুরু সাহেব ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.