নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আজ গ্রহানু \'বেন্নু\' থেকে সেম্পল আসছে পৃথিবীতে

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০



***** আপডেট: প্যারাসুট দেখা যাচ্ছ.
***** আপডেট: প্যারাসুট ভুমিতে নেমেছে। মনে হয়, কিছু সময় আগেই ইহা নেমেছে।

নাসার স্পেসক্রাফট, OSIRIS-REx আজ নিউইয়র্ক সময় ১১:৫৫ মিনিটের সময়, গ্রহানু 'বেন্নু'র পৃষ্ঠ থেকে সংগৃহিত ধুলা-মাটি-পাথরের সেম্পল নিয়ে অবতরণ করবে ইউটাহ রাজ্যের মরুভুমিতে। সেম্পল নিয়ে ১টি ক্যাপসুল পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করলে উহাকে আকাশে একটি রবোটিক-টাইপের যানের সাহায্য ধরবে ও প্যারাসুট ব্যবহার করে, উহা গতিবেগ কন্ট্রোলে এনে নিদ্দিষ্ট এলকায় ভুমিতে আনবে।

গ্রহানু 'বেন্নু' একটি অতি ক্ষুদ্র গ্রহ, যা আমাদের পৃথিবীর মতোই আপন কক্ষে থেকে সুর্যের চারিদিকে ঘুরছে। ইহার কক্ষপথ আমাদের গ্রহ ও শুক্র গ্রহের মাঝখানে। প্রতি বছর সেপ্টম্বর মাসের ৩য় সপ্তাহে ইহা ও পৃথিবী পরস্পরের কাছাকাছি আসে; বিজ্ঞানীরা ভাবছেন, আগামী ২০০ বছরের কোন (২১৮২ সালে ঘটার সম্ভাবনা ) এক সেপ্টেম্বর মাসে পৃথিবী ইহাকে টেনে নিজের দিকে নিয়ে আসতে পারে। সেইজন্য বিজ্ঞানীরা ইহাকে বুঝার চেষ্টা করছে।

বেন্নুর ফিজিক্যাল তথ্য:

ব্যাস: ৫০০ মিটার
ওজন: ৭৮ বিলিয়ন কিলো
বেন্নুর ১ বছর : ৪৩৭ দিন
সংগৃহিত সেম্পলের পরিমাণ: ১৫০ থেকে ২৫০ গ্রাম হওয়ার সম্ভাবনা।

বেন্নু আবিস্কৃত হয়েছে ১৯৯৯ সালে। বর্তমান মিশনে ১.১ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ২০১৬ সালে OSIRIS-REx'কে আকাশে প ঠানো হয়েছিলো; স্পেসক্রাফটটি ২০০ মিলিয়ন মাইল দুরে গিয়ে সেম্পল সংগ্রহ করেছে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১

ইসলামী জ্ঞান বলেছেন: ধন্যবাদ

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৯

সোনাগাজী বলেছেন:



ভালো থাকুন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি ধরনের পদার্থে বেন্নু গঠিত ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



ওরা পানি ছিলো কিনা সেটাও বুঝতে চাইবে! ৪.৫ বিলিয়ন বছর পরে পানি ছিলো কিনা কি করে বের করবে কে জানে!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৬

বিষাদ সময় বলেছেন: এই ধুলো, মাটি পড়া দিলে কি রোগ সারবে?

অফ টপিকঃ অনেক দিন রাজীব নূর কে ব্লগে দেখছি না। কিছু জানেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:




যদি উহাকে ধ্বংস করতে হয়, উহার ষ্ট্রাকচার জানতে হবে।

রাজিব নুর গতকালও আমার পোষ্টে মন্তব্য করেছিলেন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: বিজ্ঞান আমাদের অনেক দুর নিয়ে যাবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:


আমেরিকা, ইউরোপ, জাপান, ইসরায়েল, চীন ও ভারত অনেক কিছু করছে, যা আমাদের মানুষকে বুঝতেও ৫০ বছর লাগবে।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


নাসা কি আদৌও বাইরের এট্যাক থেকে পৃথিবী রক্ষা করতে পারবে? ডাইনোসর এট্যাকের ঠিক কত বছর পর এমন এট্যাক হতে পারে,নাসা তখন থাকবে?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



মানুষ কমপক্ষে আরো ৩/৪ লাখ বছর থাকবে; তবে, বিশ্বের জনসংখ্যা এক সময় ভয়ংকরভাবে কমে যাবে। মনে হয় না, ৫০/১০লাখ বছরের মাঝে পৃথিবীর সাথে বড় ধরণের কোন কিছুর ধাক্কা লাগবে; গ্যালাক্সিতে নতুন কিছু ঘটেনি ২০/৩০ মিলিয়ন বছর।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩০

কামাল১৮ বলেছেন: ৫০ বা একশ বছর খুব বড় একটা সময় না।হয়তো আমরা থাকবো না।আমদের প্রজন্ম থাকবে।উন্নতির সুফলগুলো আমরা পাচ্ছি।এটাই বা কম কি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৪

সোনাগাজী বলেছেন:


আফ্রিকা কোনভাবে কিছুতেই বিশ্বের সাথে চলতে পারছে না; আমাদের অবস্হাও খারাপের দিকে যাবার সম্ভাবনা আছে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

কলাবাগান১ বলেছেন: The date is Sept 24, 2182

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, পড়েছি।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার তথ্য।
"সংগৃহীত স্যাম্পলের পরিমাণঃ ১৫০ থেকে ২৫০ হবার সম্ভাবনা" - এ হিসেবটার একক কী? টনে নাকি সংখ্যায় নাকি অন্যকিছুতে, সেটা উল্লেখ করলে ভালো হতো।
২৪ সেপ্টেম্বর ১৯৮২ তে আমরা তো থাকবোই না, হয়তো আমায়দের পরের প্রজন্মও থাকবে না। তবে তার পরের প্রজন্মের কেউ কেউ থাকলেও থাকতে পারে।
বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এ নিয়ে একটা পোস্ট অন্যত্রও পড়লাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



ঠিক করে দিয়েছি, ধন্যবাদ। এককটা হচ্ছে, গ্রাম।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: সাত বছরের তথ্যানুসন্ধান মিশন শেষ করে Osiris-Rex এর সফলভাবে পৃথিবীতে (আমেরিকার ইউটাহ অঙ্গরাজ্যে) প্রত্যাবর্তন নাসা'র মহাকাশ বিজ্ঞানীদের এক অভূতপূর্ব সাফল্যের স্বাক্ষর হয়ে থাকবে। বিজ্ঞানীগণ হিসেব কষে বের করেছেন যে ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর তারিখে প্রতি সেকেন্ডে সাত মাইল গতিবেগে ধাবিত গ্রহাণু বেন্নু পৃথিবীতে এসে ধাক্কা লাগতে পারে, যার ইম্প্যাক্টের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আণবিক বোমার ধ্বংসক্ষমতা নগণ্য বলে মনে হতে পারে। তবে আশার কথা, এটা ঘটার সম্ভাবনা ১ঃ২৭০০। এটাকে সত্যে পরিণত করতে হলে বেন্নুকে ২১৩৫ সালে একটা সরু gravitational keyhole কে কৌশলে নেভিগেট করতে হবে। বেন্নুকে পৃথিবীর অক্ষরেখার সাথে সাংঘর্সিক হতে হলে এই celestial maneuver একটি অতি গুরুত্বপুর্ণ ফ্যাক্টর। ৯৯.৯৬% সম্ভাবনা যে বেন্নু পৃথিবীকে পাশ কাটিয়ে চলে যাবে।

তথ্যসূত্রঃ ৭ নং মন্তব্যে দেয়া লিঙ্ক।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

সোনাগাজী বলেছেন:


আপনার মন্তব্যে লিখেছেন, "বেন্নুকে পৃথিবীর অক্ষরেখার সাথে সাংঘর্সিক হতে হলে "।

-এখানে ভুল আছে, ইহা অক্ষ নয়, কক্ষপথ হওয়ার কথা

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যে লিখেছেন, "বেন্নুকে পৃথিবীর অক্ষরেখার সাথে সাংঘর্সিক হতে হলে " - জ্বী, জ্বী। বেখেয়ালে ভুলটা ঘটে গেছে। আশাকরি, পাঠকেরা আপনার সংশোধনীর সাথে মিলিয়েই আমার মন্তব্যটা গ্রহণ করবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

সোনাগাজী বলেছেন:


অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: বিজ্ঞান যত এগিয়ে যাবে, ধর্মের তো বারোটা বাজবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

সোনাগাজী বলেছেন:




ধর্ম এখন আমেরিকা ও ইউরোপের মানুষকে সাহায্য করছে। আমেরিকায় "ক্যাথলিক স্কুল ব্যবস্হা", গরীবের ছেলেমেয়েদের জন্য ( যাদের ছেলেমেয়ে প্রাইভেটে পড়ানোর মতো সামর্থ নেই ) ভালো পড়ালেখার ব্যবস্হা করেছে। ধর্ম আফ্রিকা, আরব, পাকিস্তান ও আফগানিস্তানকে ধ্বংস করছে।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

ধুলো মেঘ বলেছেন: সূর্য আমাদের থেকে ১৫০ মিলিয়ন কিমি দূরে। আর আমাদের কাছাকাছি আসা গ্রহানু, যার অবস্থান আমাদের আর শুক্র গ্রহের মাঝখানে, সেখান থেকে স্যাম্পল আনতে ২০০ কিমি দূরে যেতে হল কেন? দুর্নীতি দেখি নাসাতেও আছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



উহা ২০০ কিমি নয়, ২০০ মিলিয়ন কি মি

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১২

জাহিদ অনিক বলেছেন: একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে। সোস্যালিষ্ট হওয়া তো এখন অনেকতা ওল্ডফ্যাশন।

সেদিন খবরে দেখলাম

বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণী মতে, ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবীতে এটি আঘাত করতে পারে। সৌভাগ্যক্রমে, বেন্নুর পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম। ২০২১ সালের একটি গবেষণা অনুসারে, পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ না হবার সম্ভাবনা ৯৯.৯৬ শতাংশ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



সোস্যালিজম হচ্ছে বিশ্বের সর্বাধুনিক অর্থনৈতিক ভাবনা ও রাজনৈতিক তত্ব।

সংঘর্ষ হবে না, তবে সেই বছর পৃথিবীর মানুষ ঐ দিনটার +- ১ মাস অবধি চিন্তিত থাকবেন।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:



বিশাল ব্যয় বহুল সেম্পল ।
পৃথিবী যেন রক্ষা পায় এই বিপজ্জনক গ্রহানু হতে ।
নাসার বিজ্ঞানী ও এর পৃষ্টপোষকদের প্রতি
রইল ধন্যবাদ ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:



সেম্পল যখন নিতে সক্ষম হয়েছে এখন, আগামী ১৬০ বছরের মাঝে একটা সঠিক সিদ্ধান্ত ও সমাধান বের করতে সমর্থ হবে মানুষ।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ০.০৪% সম্ভাবনা নিয়ে আমরা ভীষন শন্কিত ।
..................................................................................
এ নিয়ে আপনার আলোচনা এবং জুন আপুর উপস্হাপনা মনোযোগ
দিয়ে পড়লাম । আগামীকাল কি হবে বিজ্ঞান আমাদে র সর্তক করল ।
সকলকে আন্তরিক ধন্যবাদ ।
এরচেয়ে আমি বেশী চিন্তিত ও দু:খিত ,
সেদিন মোহাম্মদপুরে রাস্তায় সপরিবারে যাতায়তের সময়
অত্যন্ত ধীর গতির ( গ্রহানুর তুলনায় ) প্রাইভেটকার আঘাত করে ,
পরিবারটি কে ধংশ করে দিলো ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



ঢাকায় গাড়ীর সংখ্যা সীমিত করার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.