নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভিসানীতি নিয়ে আওয়ামী লীগ মানুষকে ধারণা দিচ্চে না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬



বিএনপি ও জাপা হচ্ছে চোর-ডাকাতদের দল; জামাত হচ্ছে জল্লাদ ও ধ্বংসের দল; বাকী ছিলো আওয়ামী লীগ; ইহার উপর মানুষের আস্হা খুবই কমে গেছে; এবং আওয়ামী লীগের সময় ভিসানীতি এসেছে, দেশের বর্তমান ও ভবিষ্যতকে কোনভাবেই ভালো ভাবা ঠিক হবে না; জাতির প্রোফাইলের ক্ষতি হচ্ছে।

জিয়া ক্যু করে গণতন্ত্রকে কবর দিয়েছিলো ও মিলিটারী জিয়ার ১ম ভোটের ( ১৯৭৭ সালের হ্যাঁ/না ভোটে) ফলাফল বদলায়ে ভোটকে গার্বেজে পরিণত করেছিলো; এর পরের ভোটগুলোতে মিলিটারী ও ব্যুরোক্রেটরা মিলে ভেজাল ফলাফল করেছিলো। আশাকরা হয়েছিলো, জাতির স্বার্থে শেখ হাসিনা এই সমস্যার সমাধন করবেন; সেটা করা হয়নি।

আমেরিকার ভিসানীতি এই সরকারের আমলে আসায়, বিএনপি উহা থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে ও সাধু সাজার চেষ্টা করছে। কিন্তু জিয়া, এরশাদ ও বেগম জিয়ার সময় ভোটে চরম দুর্নীতি করা হয়েছে। জিয়া আসার পেছনে সিআইএ যুক্ত থাকায়, আমেরিকা সেসব নিয়ে কথা বলেনি। সময়ের সাথে বিশ্ব বদলেছে, আমেরিকা বদলেছে; বাংলাদেশকে বদলানোর দরকার।

ভিসানীতির ঘোষণা করার ফলে মাইক্রোস্কোপের নীচে কে? ইহা শেখ হাসিনা। কেহ ওবায়দুল কাদের, আবদুল মোমেনকে চিনে না, কেহ ব্যুরোক্রেটদের চিনে না। ভিসানীতি কি করবে, সেটা এখনো পরিস্কার নয়; তবে, ইহার পেছনে একটা কারণ আছে; ইহাকে শোধরানোর দরকার।

ইহাকে রাষ্ট্রীয় পর্যায়ে হ্যান্ডলিং করার দায়িত্ব শেখ হাসিনার; ওবায়দুল কাদের, আবদুল মোমেনেরা ইহা নিয়ে যত কথা বলবে, জাতি ততই বিভ্রান্ত হবে; আসলে, আওয়ামী লীগ নিজেই বিভ্রান্ত। ইহার ফলে ব্যুরোক্রেটরা একটু হলেও নিজেদের ভবিষ্যতকে মিলায়ে দেখবে, এদের অনেকেরই পরিবারের লোকজন আমেরিকায় আছে; এরা সব সময় নিজের সুবিধার কথা ভাবছে।

শেখ হাসিনা নিশ্চয় ব্যবস্হা নিচ্ছেন; উনি কি করছেন, মানুষকে জানালে ভালো হতো, মানুষ সরকারের অবস্হান বুঝলে বিভ্রান্ত হবে না; মানুষ বিভ্রান্ত হলে, উনার উপর আগের মতো আস্হা থাকবে না। উনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে, যাতে বিএনপি-জামাত জয়ী হতে না'পারে, একই সাথে সৎ ও বুদ্ধিমান লোকজন পার্লামেন্টে আসতে পারে।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

বাউন্ডেলে বলেছেন: ভিসা নীতি আওয়ামীলীগের জন্য আশির্বাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:




অবশ্যই, শেখ হাসিনা জানেন ইহা কি জিনিষ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:




আপনার ভবিষ্যত ভালো

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: আমি এখনো পরিস্কার নই ব্যাপারটি নিয়ে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



আন্তর্জাতিকভাবে ও ভারতের কাছে আমরা খারাপ জাতি হিসেবে পরিগণিত হয়েছি; এগুলো আগে আফ্রিকায় দেয়া হয়েছে

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৪

কামাল১৮ বলেছেন: একশ জন ভিসা চাইলে পাঁচ জনকে দিতো।৯৫ জনকে কি নীতি হীন ভাবে বাদ দিতো।ভিসা নীতির মাজেজাটা কি।
ফেস বুকে দেখলাম নুরু ভিসা পায় নাই।তাকে কোন নীতিতে বাদ দিলো।আগের নীতিতে না নতুন নীতিতে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি আছেন ভিসা নিয়ে, জাতির প্রোফাইল ও মানসন্মানের কথা আপনার মাথায় আসে না?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



নুরুকে শয়তানও বিশ্বাস করবে না; সে শিবির, শিবিরই থাকবে।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১২

ঢাবিয়ান বলেছেন: আপনার সাথে একমত যে ভিসানীতির মাইক্রোস্কোপের নীচে শেখ হাসিনা ।

মার্কিন যুক্তরাস্ট্র যে লিস্ট পাঠিয়েছে তাতে মনে হচ্ছে শেখ হাসিনার নাম নেই। এখন হয়ত চুনোপুটিদের নাম এসেছে। আসল নামগুলো হয়ত পর্যায়ক্রমে আসবে। তবে উনার চারপাশের চামচার দল উনাকে সঠিক পরিস্থিতি বুঝতে দিচ্ছে না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনার নাম কখনো থাকবে না; কিন্তু সরকার উনার।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আপনার মতে বংলাদেশে সহীহ দল কোনটা?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

সোনাগাজী বলেছেন:



আপনার দল, বাংলাভাইয়ের দল।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

বাকপ্রবাস বলেছেন: বিএনপি জামাত জাপা সম্পর্কে আপনার মন্তব্য মেনে নিলাম। লীগ কিসের দল সেটা খোলসা করলেননা। তার গুম, খুন, ধর্ষণ, লুট এসব বিষয়গুলো কোন ক্যাটাগরিতে পরবে বলে আপনার মনে হয়।

ভীসা নীতি সেটা আমেরিকার স্বার্থে, বিএনপি আপাতত লাভবান হবে বলে মেন হলেও, শেষ পর্যন্ত কী হবে সেটা কেউ জানেনা, কার কোন প্ল্যান আমরা জানিনা।

এমনকী শেষ মুহুর্তেও যদি লীগ আমেরিকা ঠিক হয়ে যায়, ভোট মেনে নেয় তাহলে বিএনপি জামাত কিছুই করতে পারবেনা, আমেরিকা যদি শেষ মুহুর্তেও বলে যে, ভোট নিয়ে তাদের কোন মতামত নেই, সুষ্ঠু হোক সেটাই কাম্য। এটা বললেও চলবে। ভোট হয়ে যাবে, কেউ বাঁধা দোবর সাহস করবেনা।

লীগ একটা ভয় ও আতংকের দেশ গড়েছে, যেখানে চলতে ফিরতে বলতে মানুষ ভয়ে আছে ও থাকে। এসব আপনার মতো অনেকের চোখে দেখেনা, কিন্তু বাস্তবতা ঠিক এমনই। গণতন্ত্রের ধারেকাছেও নেই দেশ।

বিএনপি খুশিতে আছে, কিন্তু দেশ চালানোর কোন নীতি পরিকল্পনা সামর্থ ইচ্ছা তাদের নেই, তাকলে হোমওয়ার্ক থাকতো এবং চলমান মানুষের কষ্টদায়ক ইস্যুতে গঠণমুলক সমালোচনা করতো, কিন্তু তারা জাষ্ট ক্ষমত চাচ্ছে, আর কিছুনা। তবে তাদের টিকে থাকতে হলে ক্ষমতায় যাওয়া ছাড়া উপাই নেই।

আমাদের রাজনীতি বিদদের চাল চলন কথা বার্তা কাজ কারবার এসব আমার কাছে বমিদায়ক। আমার খুব কষ্ট হয় যখন তাদের কথা বার্তায় কোন যুক্তি থাকেনা এবং এতই নিচু মানের যে আমার বমি আসে। বিরক্ত লাগে, দেশটা নিয়ে আপসুস হয়, সামান্য ইচ্ছে থাকলেই দেশটা অনেক উন্নত এবং স্বাবলম্বি হতো।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



লীগ ছিলো স্বাধীনতার পক্ষের দল; শেখকে হত্যা করায়, লীগ হারায়ে গিয়েছিলো। শেখ হাসিনা যেই লীগকে এক করেছে, ইহা সেই আগের লীগ নয়।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গনতন্ত্রের দিক থেকে পিছিয়ে থাকা কিছু আফ্রিকার দেশের কাতারে বাংলাদেশ চলে গেছে এটাই যুক্তরাষ্ট্র আমাদের আঙ্গুল দিয়ে দেখাতে চাচ্ছে। কিন্তু আমাদের লজ্জা শরম নাই। অ্যামেরিকা হাল্কা ডোজ দিয়ে আমাদের দেশের রাজনীতিবিদদের সংশোধন করতে চাচ্ছে। বড় ডোজ দেয়ার ইচ্ছা অ্যামেরিকার মনে হয় নাই। নির্বাচনের পরে অ্যামেরিকা আওয়ামীলীগকে আগের মতই মেনে নেবে। তবে একটু গাল মন্দ করবে, এই যা।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



ইহা সিম্বোলিক, তবে দেশের মানসম্মানের ( প্রোফ্রাইল ) ক্ষতি হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:



ইহা শেখ হাসিনা আদৌ ফিক্স করতে পারবে কিনা কে জানে!

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:

আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে এই দুই বছর যা যা করেছে,
সব পদক্ষেপে নিয়েছে সবকিছুই ঘুষের বিনিময়ে।

বিএনপি জামাত যে লবিং ফার্মের মাধ্যমে ঘুষ দিত সেই একই ফার্মের মাধ্যমে মিশর থেকে ঘুষ খেয়ে ধরা পড়ে যায় সিনেটর বব মেন্ডেস।
বাংলাদেশের বিরুদ্ধে সব তৎপরতার মূলেও ছিল এই সিনেটর। সাতজন রেব সদস্যের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা তৈরি করার চিঠি উনার দপ্তরে লেখা ওনার স্বাক্ষরিত। অনলাইনে এখনো আছে। ইউনুসর পক্ষে বিবৃতিও ইনিসিয়েটেড বাই হিম।
এই চিহ্নিত সিনেটর আগেও ঘুষ খেয়ে বিশ বছরের জেল হয়েছিল। সাত বছর জেল খেটে ট্রাম্প আমলে এক বিচারকের মাধ্যমে ছাড়া পেয়ে যায় (সেটাও কিছু দুর্নীতির মাধ্যমেই)

হাতেনাতে ঘুষ ধরা পড়ার পরও তাকে কিছুই করা হচ্ছে না। এখানেও রাজনীতি, তাকে বরখাস্ত করা হলে বা পদত্যাগের অনুরোধ করা হলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ডেমোক্রেটরা।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:


ভিসানীতি এসেছে ফরেন ডেস্ক থেকে। ইহা লবিং'এর জন্য হয়ে থাকলে, লবিং কাজ করেছে; ইহা এখন সমস্যা।

সিনেটর বব মেনেনডেস সম্পর্কে আমি জানি।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২২

জাদিদ বলেছেন: আমার মনে হয়, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইতিহাসের পাতায় টিকিয়ে রাখার জন্য হলেও শেখ হাসিনা সরকারের পতন দরকার। দেশের বিভিন্ন আনাচে কানাচে আমি যাই, কথা বলি মানুষদের সাথে - মানুষের ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভ ভালো নয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



২০১৪ সালের ভোটের পর থেকে উনার পিএম হওয়া ঠিক হয়নি; ব্যুরোক্রেটরা উনাকে ওদের উপর নির্ভরশীল করে, ওদের মতো দেশ চালাচ্ছে। উনি দলের প্রধান হলে, মানুষের জন্য সময় বের করতে পারতেন, মানুষের সমস্যা বুঝতে পারতেন, দেশের সার্বিক অবস্হা বুঝার সুযোগ পেতেন; ব্যুরোক্রেটরা উনাকে ভুল পথে নেয়ার সুযোগ পেতো না।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

কাছের-মানুষ বলেছেন: আওমীলীগ বিরোধী দলে গেলে ভাল কিছু নেতা তৈরি হবে আওমীলীগে! দেশের বারটা বাজিয়ে দিয়েছে, লুটপাট, গুম খুন, শিক্ষায় সব কিছুতেই অবনতি! স্বরনকালে সবচেয়ে অ-জনপ্রিয় আওমিলীগ বর্তমানে, এটা ফ্যাক্ট! সংসদে একজনও যোগ্য লোক আছে বলে মনে হয় না, বরং ২০০৮ কিছু ভাল নেতা ছিল, যারা এখন দলে নেই বা অবসরে আছে! এখন সব ব্যবসায়ী, চোর ডাকাতে ভরপুর, দেশের নিতীনির্ধারন করা হয় ব্যুরোক্র্যাটদের ধারা!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৪

সোনাগাজী বলেছেন:



মনে হয়, ব্যুরোক্রেটরা এদেরকে পোষ মানাতে দেশ চালাচ্ছে; দেশ ব্যুরোক্রেটরাই চালাচ্ছে।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২৬

তানভির জুমার বলেছেন: ১৫ বছর ধরে চলা একটা ডিকটেটর কে এখনও সমর্থন দিয়ে যাচ্ছেন? আপনার পিএমকে আমলারা ভুল পথে নিচ্ছে, আপনার পিএম কি দুধের শিশু? গত ১৫ বছরে দেশের প্রতিটা সেক্টরে যে পরিমান ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ১% বিচার হলেই হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



উনি তারেক কিংবা বেগম জিয়াকে দেশের ভার দিলে কেমন হবে?

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:৪৮

দক্ষিণ মেরু বলেছেন: জিয়ার ক্যু করার আগে গনতন্ত্র ছিলো? ৭৫ এ বাকশাল ঘোষনার পর থেকে গনতন্ত্র ছিলো?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৮

সোনাগাজী বলেছেন:


বাকশালে কি ভোট বন্ধ করা হয়েছিলো, নাকি গণতান্ত্রিক সরকারকে বাদ দিয়ে দলের লোকদের পার্লামেন্টের এমপি করেছিলো? আপনি কোন ক্লাশে সর্বশেষবার গণতন্ত্রের উপর ২/৪ লাইন পড়েছিলেন?

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




বাংলা ভাইয়ের কি কোন দল ছিল?
আপনে খেই হারিয়ে ফেলছেন, একটু কম করে খাবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৭

সোনাগাজী বলেছেন:



আবদুর রহমান ও বাংলাভাইয়ের ১টি দল ছিলো, আমি নাম ভুলে গেছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১০

সোনাগাজী বলেছেন:



দলের নাম ছিলো, "জাগ্রত মুসলিম জনতা ( জেএমবি ) "।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪২

স্প্যানকড বলেছেন: আমেরিকা কি আমাগো মা বাপ? দুনিয়া ভাগ হয়ে যাচ্ছে খুব ধীরে ধীরে। এ বলয় সে বলয় তৈরী হচ্ছে যা খুব ভালো কিছু নয়। আমেরিকার গত নির্বাচন নিয়া অনেক কথা শুনি। আমেরিকা আমেরিকার স্বার্থে লড়ে। না হাসিনা প্রিয় না খালেদা যা চরম সত্য। ভালো থাকবেন খুব।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের কোন কিছু কোন কারণে আমেরিকার দরকার নেই।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:০৪

দক্ষিণ মেরু বলেছেন: আপনার পিএম'কে কি আমলারা শিশু মনে করে? আপনি কি উনাকে শিশু মনে করেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১১

সোনাগাজী বলেছেন:


আমি উনাকে পিএম মনে করি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:১৪

সোনাগাজী বলেছেন:



উনি রাজনীতিতে তেমন ছিলেন না; উনাকে দরকারী কিছু রাজনীতির হাতে খড়ি দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.