নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কামাল১৮\'কে নিয়ে ১টি পোষ্ট দিতে চাই।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৯



ব্লগার কামাল১৮ ও রাজিব নুর সামুর সবচেয়ে বড় পাঠক ও মন্তব্যকারী; রাজিব এখন কমেন্টব্যানে আছেন; এই সময় কামাল১৮ ব্যানে গেলে, সামুতে কমেন্টের পরিমাণ দ্রুত কমে যাবে। রাজিব জেনারেল হলে, কিংবা কমেন্টব্যানে গেলে, আমার নিজের মাঝে একধরণের অপরাধ বোধ জাগে; উনি সব সময় জেনারেল হয়ে থাকেন, কিংবা কমেন্টব্যানে পড়েন আমার পক্ষে প্রতিবাদ করতে গিয়ে; এবারও তাই ঘটেছে। আমি উনার পক্ষে প্রতিবাদ করি না; কারণ, আমার এই নিকটাও শেষে পরলোক গমণ করতে পারে; আমি উনার তুলানায় ভীতু মানুষ!

কামাল১৮ বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন; উনার কমেন্ট থেকে বুঝা যায় যে উনি দীর্ঘ সময় গ্রামের কৃষক/কৃষি-শ্রমিকদের 'সংগঠিত' করেছেন; কি আদর্শ ও কি রোডম্যাপ নিয়ে কাজ করেছেন, কি উদ্দেশ্য ছিলো, উহা কতটুকু কাজ করেছে, সেটা জানার জন্য এই পোষ্ট।

উনি পোষ্ট লিখেন না, উনার কমেন্ট থেকে পুরোপুরি চিত্র পাওয়া যায় না; উনার থেকে উনার উদ্দেশ্য, আদর্শ জানার খুবই ইচ্ছা আমার। আমি নিজেই সোস্যালিজমে বিশ্বাসী; আমি এখনো বিশ্বাস করি যে আমাদের মতো সীমিত সম্পদের দেশে সীমিত সোস্যালিষ্ট অর্থনীতি ও ফাইন্যান্স প্রয়োগ করলে, জাতি খুবই স্বল্প সময়ে নিজপায়ে দাঁড়াতে পারবে। আমরা এখন গলাকাটা ক্যাপিটেলিজমের এক ধরণের এনার্খীর মাঝে আছি, খুবই সামান্য পরিমাণ মানুষ পুরো জাতির সাধারণ মানুষের সুযোগ ও সুবিধাকে কেড়ে নিয়ে প্রয়োজনের চেয়ে অনেক বেশী সম্পদকে 'অলস সম্পদে' পরিণত করে ভোগ করছে। সীমিত সোস্যালিজম সবার জন্য সুযোগের সৃষ্টি করবে, মানুষ রাষ্ট্রের সুশাসনকে অনুভব করতে পারবে, সবাই উপকৃত হবেন।


বামপন্হীরা আমাদের জাতিকে সোস্যালিজম সম্পর্কে সঠিক ধারণা দিতে ব্যর্থ হয়েছে; রাশেদ খান মেনন, জাসদের নেতাদের জীবনধারা দেখে মানুষ বিভ্রান্ত হয়েছেন; সিরাজ শিকদার, নক্সাল ও সর্বহারাদের হত্যাকান্ড দেখে মানুষ ভীত হয়েছে; কিন্তু আসল সোস্যালিজম সম্পর্কে মানুষ জানতে পারেননি।

সমবায় সমিতি, সমবায় ফার্মিং'এর উপকারিতা বুঝাটা খুবই সঝজ ব্যাপার; বামপন্হীরা এই সহজ কাজগুলোও চালু করতে পারেনি। ফলে, বাংলাদেশে সোস্যালিষ্ট অর্থনীতি ও ফাইন্যান্সের কোন উদাহরণ সৃষ্টি হয়নি; মানুষ উহাকে অনুভব করতে পারেনি। আমাদের বামপন্হীদের মাঝে লেনিনের মত বুদ্ধিমান নেতাও ছিলো না যে, যার কথায় মানুষ আস্হা রাখতে পারবে।

যাক, কামাল সাহবের কাছে আমার প্রশ্ন হলো, খেত-মুজুরদের সংগঠিত করেছিলেন কি উদ্দেশ্য, উহা কতটুকু কাজ করেছিলো?





মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: ভালো প্রশ্ন । কামাল সাহেব জবাব দেবেন ।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



আপনি তো চীনে ছিলেন, সাধারণ মানুষের জীবন কেমন মনে হয়েছিলো?

২| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:২৫

শাহ আজিজ বলেছেন: ওটা নিয়েই লিখব । দেখি কামাল সাহেব কি তথ্য দেন ।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনার থেকে সাম্প্রতিক কালের চীনবাসীর প্রেকটিক্যাল জীবনের কথা শোনা যাবে।

৩| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগার কামাল ১৮ এর মন্তব্যে অনেক সময় সঠিক কথামালা
উঠে আসে বলে দেখা যায় । তিনি পোষ্ট দিলে উনার
লেখা ও চিন্তা ভাবনা ও কর্মের সাথে আরো বেশী করে
পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যেতো ।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:


আমি চট্টগ্রামে শতশত বামপন্হী লোকদের দেখেছি; অনেকেই এত ভুল করেছেন যে, বিয়েও করেননি সোস্যালিজম প্রতিষ্ঠা করার জন্য; এদের মাঝে একজন ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা আহসান উল্লাহ চৌধুরী, তিনি পোর্ট ও রেলওয়ে শ্রমিকদের নেতা ও ইউনিয়নের সভাপতি ছিলেন (১৯৬৮-১৯৮২ ); আমি কলেজে পড়ার সময় উনার সাথে পরিচিত হয়েছিলাম।

৪| ০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার পোস্টে মন্তব্য থাকে না। দেখে আশ্চর্য লাগে। আমি রাজনীতি নিয়ে আর লিখতে চাই না। মন্তব্যও করতে চাই না। ধর্ম ও রাজনীতি নিয়ে কথা বলতে বিরক্ত লাগে। আপনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সঠিক জানেন না। তাছাড়া রাজনীতি যে একটি সাপ লুডু খেলার নাম এটি আপনার জানা নেই। আপনি মনে করেন রাজনীতি মানুষকে উদ্ধার করবে - এই ধারণাটি ভুল। রাজনীতিতে একটি সংঘবদ্ধ চক্র লাভবান হয়ে থাকে।

আপনার গতকালকের পোস্ট, আমি বলেছিলাম আমেরিকা কি করে দেখতে হবে। সময় বলে দিবে। আপনি ফাইনাল ছিলেন কিছু একটা হয়ে যাবে। আপনি দীর্ঘদিন আমেরিকায় আছেন। আর ধরে নিন আমি আমেরিকার নাম শুনেছি আপনার কাছে মাত্র গতকাল। আমি জানিও না আমেরিকা নামের কোনো দেশ সন্দেশ কিছু আছে কিনা এই জগতে। কিন্তু আমেরিকাকে আমি আপনার চাইতে মনে হয় ভালো চিনি। আমেরিকা ভারত আর পকিস্তান এদের কোনো বুক পিঠ নেই। যে কোনো সময়ে এরা আপনার পিঠে চাকু মেরে দিতে পারে।

পৃথিবীতে ধর্ম ও রাজনীতি যতো মানুষ হত্যা করেছে এতো মানুষ কি কোনো মহামারীতে হত্যা হয়েছে? উত্তরটি জানাবেন।


০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



বিশ্ব চালাচ্ছে রাজনীতিবিদরা, বিজ্ঞানীরা চালালে ভালো হতো; কিন্তু যারা বিজ্ঞান নিয়ে লেগে যায়, তারা আর অন্য কিছু করতে চাহে না। সঠিক রাজনীতি বুঝার দরকার আছে।

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সাধারণ মানুষ সৎ, সৎ উপায়ে উপার্জন করে, এরা ৮ ঘন্টা কাজ করে, ভালো জীবনে অভ্যস্ত, অন্যদের ভালো চায়।

৫| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১:২০

চারাগাছ বলেছেন:
কামাল সাহেবের পোস্টের জন্য আমিও অপেক্ষায়।
কয়েক জায়গাতে বলেছি।

০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৪:২৪

সোনাগাজী বলেছেন:



উনার নিজের লেখা পোষ্টের অপেক্ষা করছেন?

৬| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৩:০৩

কামাল১৮ বলেছেন: গরীব দুঃখীর মুক্তির পথ হলো রাষ্ট্রিয় ক্ষমতা দখল।যেটা মার্কস,এঙ্গেলস,লেলিন বলে গিয়েছেন।সেই উদ্দেশ্য নিয়ে ৬৭ থেকে কৃষক শ্রমিককে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছি।বয়সের কারনে এখন আর সম্ভব না গ্রামে গ্রামে ঘুরে সংঘটিত করা।তাই সেচ্ছায় অবসরে বিদেশে পড়ে আছি।
আমি আর নতুন করে কি লিখবো।আপনারা লেকেন পড়ে যখন যা মনে আসে মন্তব্য করি।তবে আদর্শ দেকে একচুলও বিচ্যুত হই নাই।

০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৪:২৩

সোনাগাজী বলেছেন:



১৯৬৭ সালে আপনি কি ছাত্র ছিলেন?

মার্কস যখন বিপ্লব করে ক্ষমতা দখলের কথা বলেছিলেন, তখন ইউরোপে ( রাজতন্ত্র ও সামন্ত রাজাদেরসময় ) ইউরোপে বিপ্লবী পরিবেশ ছিলো। '৬০ দশকে কি পাকভারতে সামজতান্ত্রিক বিপ্লবের পরিবেশ ছিলো?

৭| ০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৫:১৭

কামাল১৮ বলেছেন: সঠিক বিপ্লবী দল থাকলে সব সময় বিপ্লবের পরিবেশ থাকে।তার প্রমান চীনের বিপ্লবীদের ক্ষমতা দখল।
মার্কস বলেছে ,পুজিবাদের সর্বশেষ স্তর হলো সমাজতন্ত্র।সামন্তবাদের পরে সমাজতন্ত্র আসবে এমন কথা মার্কস কোথাও বলে নাই।কম পক্ষে দশ বছর মার্কস লেলিনের মাও য়ের বই পড়েছি।চাইলে প্রকাশ কাল পৃষ্ঠা সহ বহু উদৃতি দিতে পারি প্রমানের জন্য।

০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪৮

সোনাগাজী বলেছেন:


মার্কসের " Das Kapital" পড়েছিলেন, নাকি অন্য কিছু পড়েছিলেন?

৮| ০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৫:৩৩

কামাল১৮ বলেছেন: ৬৭ সালে আমি কলেজের ছাত্র ছিলাম।পূর্ব বালার বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলাম।তাদের মূল বক্তব্য ছিল পূর্ব বাংলাকে স্বাধীন করতে হবে।এই ছাত্রদের থেকে বাছে বেছে যারা যুদ্ধ করতে প্রস্তুত তাদের গেরিলা বাহিনীতে যুক্ত করা হয়।

০২ রা অক্টোবর, ২০২৩ ভোর ৬:৫০

সোনাগাজী বলেছেন:




সেই গেরিলারা এখন কোথায়, আপনার নামও ছিলো লিষ্টে?

৯| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:০০

কামাল১৮ বলেছেন: সেই লিষ্ট ছিলো মেনন ভাইয়ের হাতে।সেটা কি আর এখন আছে।

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:


মেনন যে অপদার্থ চোর ও ইডিয়ট, এই ব্যাপারটা আপনার কাছে পরিস্কার? এই লোক সোস্যালিজমের কথা বলা আর বেগম জিয়া সোস্যালিজমের কথার মাঝে কোন পার্তক্য আছে? বেগম জিয়া সোস্যালিজমের কথা বললে, মেনন থেকে বেশী শ্রোতা পেতেন।

১০| ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: কামাল ভাই এর সব কথা আমরাও জানতে চাই। শুধু মন্তব্য আকারে নয়, পূর্ণ পোস্টের আকারে।

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



উনি পোষ্ট লিখার সম্ভাবনা আমি দেখছি না।

১১| ০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৫

হযবরল ৭৩ বলেছেন: কামাল১৮ কখনো মেজাজ হারান না। এটা উনার একটি বিশাল গুণ।

০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



ভালো গুণ

১২| ০২ রা অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় সমিতি, সমবায় ফার্মিং'এর উপকারিতা বুঝাটা খুবই সহজ ব্যাপার;
.........................................................................................................
বুঝতে তো আমি ও পেরেছিলাম,
কিন্ত বাস্তবায়ন কতটুকু করতে পেরেছি ।
এক সময়ে "আর্ন্তজাতিক সমবায় সমিতি '" ICA
এর প্রেরনায় দেশ বিদেশ ঘুরেছি কিন্ত
অভিজ্ঞতা বলে, যে কোন ত্বত্ত প্রয়োগে
অবস্হান কাল পাত্র যদি উপযুক্ত না হয়
তাহলে ব্যর্থতার মুখ দেখতে হবে ।

০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



সমবায় যেকোন তত্ব ও যেকোন অর্থনীতিতে আছে; ইহা করলে ৩য় বিশ্বের লোকজন সুখের মুখ দেখতো

১৩| ০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৫

মিরোরডডল বলেছেন:




কামালের অনেক মন্তব্য আছে, যেগুলো ভালো লাগে।
বেশ কিছু বিষয়ে ওনার ভাবনার সাথে মিল পাই।


০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



আমেরিকা ও বাংলাদেশ সম্পর্কে উনার ধারণাটা পরিস্কার নয়।

১৪| ০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

কামাল১৮ বলেছেন: আমার মন্তব্য থেকেই আমার সম্পর্কে মোটামুটি জানা যায়।আমি সব বিষয়েই মতামত দেই।
আমেরিকা একটি নিপীড়ক নয়া মসাম্রাজ্যবাদী রাষ্ট্র।
বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি গরিব রাষ্ট্র।জন্মের থেকেই দুই ভাগে বিভক্ত।১৫ এবং ২১শে আগস্ট যেটাকে আরো স্পষ্ট করেছে।লুটেরা অর্থনীতি।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



কি কি কারণে আপনি আমেরিকাকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বলছেন?

১৫| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:১৯

কামাল১৮ বলেছেন: অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে।যেটা জাতিসংঘ বা জেনেভা কনভেনশন অনুযায়ী ঠিক না।বিদেশে তার অনেক সামরিক ঘাঁটি আছে।

০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



সামরিক ঘাঁটি টি চায়; যেমন জাপান ও দ: কোরিয়া; ইউক্রেন ও পোল্যান্ড

১৬| ০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১:৫৫

আমি সাজিদ বলেছেন: কামাল১৮ কে মোটেও দ্বায়িত্বশীল মনে হয় না। ওর বিষয়ভিত্তিক বৈচিত্র নাই। কুমীরের খাঁজকাটা গল্প।

০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৭:৪০

সোনাগাজী বলেছেন:



রাশেদ খান মেনন ও উনার সাথীরা কি করতে চেয়েছিলো বুঝা মুশকিল।

১৭| ০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৩

কামাল১৮ বলেছেন: জার্মানে,ইরাক ও সিরিয়া সহ আরো অনেক দেশে আছে।

০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



জার্মানীতে ওদের ইউরোপীয় উপস্হিতি। ইরাকে থাকার ফলে ইরাক ৩ টুকরা হয়নি।

১৮| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

কামাল১৮ বলেছেন: কি যুক্তি দেন আপনি নিজেই জানেন না।ইরাক নিত টুকরা হোন নয়তো দশ টুকরা হোক তাতে আমেরিকার কি।কে তাকে ইরাক কে একটুকরা রাখার দায়িত্ব দিয়েছে।সিরিয়ায় কি করছে।দুই টুকরা হওয়া ঠেকাচ্ছে, নাকি আইএস কে জীবিত রাখছে।সয়তানির একটা শেষ আছে।

০৩ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



সিরিয়ায় বাশারের বাবা কত বছর ছিলো, সে কত বছর আছে?

১৯| ১০ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনার মন্তব্যগুলো যথেষ্ট বুদ্ধিদ্বীপ্ত।
উনি খুবই জ্ঞানী এক জন মানুষ ।
উনার মন্তব্য পড়লেই মনে হয়।

১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



উনার মন্তব্য ঠিক আছে। উনি বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সেটা নিয়ে কোন কিছু লিখেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.