নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১ বছরের মাঝেই ফিলিস্তিন দেশ হবে, কিংবা কাঠামো গঠিত হবে।

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৫



৭৫ বছরে আরবরা যা করতে পারেনি, আগামী ১ বছরের মাঝে ইউরোপ তা করার সম্ভাবনা আছে , ১ বছরের মাঝে ফিলিস্তিন দেশ হয়ে যেতে পারে; মনে হয়, ইউরোপের সরকারগুলো অনুভব করছে যে, তাদের দেশের লোকজন আজকেই ফিলিস্তিনকে দেশ হিসেবে দেখতে চায়। স্পেন ও বেজিয়াম প্রস্তুত; ফ্রান্সও অবিলম্বে এই ব্যাপারে মতামত জানাবে; এরপর, ইংল্যান্ড ও জার্মানী মুখ খুললে পুরো ইইউ একসাথে সিদ্ধান্ত নেবে।

বাইডেন যদি ফিলিস্তিনের স্বাধীনতার কথা না'বলে, ভোটে যাবারও দরকার হবে না, তার আগেই পরাজিত হবে; যদি ফিলিস্তিন গঠন করে, শুধু তখনই গণহত্যার অভিযোগ থেকে রক্ষা পাবে। হামাস যদি কোন মেজর ভুল না'করে, আগামী বছরের মাঝে ফিলিস্তিন গঠিত হবে, বা কমপক্ষে ইহার কাঠামো তৈরি হবে। সমস্যা হলো, আরবেরা সব সময় অস্হির, কি বলতে কি বলে! হামাসের ভাই কামাস কোথা দিয়ে কি করে বসে!

হামাস যেই অপরাধ করেছে, ১৫ হাজার ফিলিস্তিনীর রক্তের স্রোতে উহা ভেসে গেছে; মানুষ জানতেও চাচ্ছে না, হামাস কি করেছিলো, বিশ্ব হতবাক, কি কারণে ইসরায়েল দেড় মাস সময়ে ৬ হাজার শিশু ও ৪ হাজার নারীকে হত্যা করলো ও একটা নগরীকে পুরোপুরি মুছে দিলো! হাসপাতালের আহত রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিলো; কেন পলায়নরত সাধারণ মানুষের উপর গুলি চালালো!

এই গণহত্যা ইসরায়েলকে ১ শতাব্দী পেছনে নিয়ে গেছে, তাদের নিজের পাপ মোচনের একমাত্র উপায় হলো নেতানিয়াহুকে ঝাঁটাপেটা করা ও ফিলিস্তিন গঠন করে, গণহত্যাকে আড়ালে নেয়া; না'হয়, আমেরিকা ও ইসরায়েলের বাহিরে ইহুদীরা বিশ্বের আর কোন দেশে থাকতে পারবেনা ও কোন ধরণের ব্যবসা করতে পারবে না।

আমার মনে হচ্ছে, এখন হামাস যদি ইসরায়েলকে মেনে নিয়ে মুখ বন্ধ করে বসে থাকে, ইউরোপই ১ বছরের মাঝে ফিলিস্তিন গঠন করবে।


মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩

মৃতের সহিত কথোপকথন বলেছেন: কমেন্ট নাই দেখে অবাকই হচ্ছি

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



বিখ্যাত ১ সাহিত্যিক ব্লগ ত্যাগ করেছেন, এতে সবাই মুর্ছা গেছেন; আমাকে আবার মড়ু সাহেব খাঁচায় রেখেছেন, কেহ যাতে খুঁজে না'পান।

২| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

বাউন্ডেলে বলেছেন: আপনার লেখাটাই কমেন্টের মতো হয়েছে । দ্বিমত নাই। তবে সাপ না মরা পর্যন্ত সোজা হয় না।

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:


ওখানে সাপ ২টা।

হামাস জানতো যে, ইসরায়েলীরা হত্যাকান্ড চালাবে। যেহেতু ফিলিস্তিনীরা পিগমীদের চেয়ে অসহায়, ওরা মেনে নেবে যে, মাতৃভুমির জন্য শহীদ হয়েছে।

৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হামাস এর ইসরায়েল আক্রমন একে বারেই
উদ্দেশ্য বিহীন আমার তা মনে হয়না ।

............................................................................
কে কার ইঈিতে চলে বুঝা মুশকিল ।
এখন আবার নতুন ফ্রন্ট খুলতে চাচ্ছে ।
দ.কোরিয়া উত্তর কোরিয়া কে হুমকি দিচ্ছে ,
কার জোরে ???

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:

ইসরায়েলের সিভিলিয়ান আক্রমণের উদ্দেশ্য ছিলো প্রতিশোধ; কেহ জানতো না যে, ইউরোপ এইভাবে রিএ্যাক্ট করবে; আমেরিকাও বেকুব হয়ে গেছে।

বাইডেন নিজে বাঁচলে চাচার নাম।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: ৭৫ বছরে আরবরা যা পারেনি, আগামী ১ বছরের মাঝে ইউরোপ তা করার সম্ভাবনা আছে , ১ বছরের মাঝে ফিলিস্তিন দেশ হয়ে যেতে পারে;

এর কারণ কি বলে মনে করেন? তাহলে তো মনে হচ্ছে হামাসের বর্তমান স্ট্রাটেজি ঠিকিই আছে, আপনার কি মনে হয়?

২৭ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:


ইউরোপিয়ানরা এতদিন মনে করতো যে, একা আরবেরা সন্ত্রাস করে বেড়াচ্ছে ( হামাস, হেজবুল্লাহ, হুতি, ইসলামিক জ্বিহাদ, আইএস, আল কায়েদা, শিয়া মিলিশিয়া ); এখন দেখছে যে, ইসরায়েলের সরকারই বড় সন্ত্রাসী, ওদের হাতে সাধারণ আরবদের জীবন মশামাছির সমান।

২৭ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



হামাসেরা যেভাবে পিএলও'কে হত্যা (৭০০ সদস্য ) করেছে, তাদের ষ্ট্টেটেজী জামাতের মতো।

৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

কামাল১৮ বলেছেন: দেশ তারা অনেক আগেই হতে পারতো।ইসরায়েলকে রেখে তারা হতে চায় না।নবীর কথাকে অমান্য করা হয়।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



হামাস দেশ চাহেনী, ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেলো; রেজাল্ট পেয়েছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: @হামাস যদি কোন মেজর ভুল না'করে এটাইতো সমস্যা !

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২২

সোনাগাজী বলেছেন:




বেদুইনদের মাথায় কখন কি আসে!

৭| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ২:৪৬

শ্রাবণধারা বলেছেন: যদিও ভবিষ্যত সম্পর্কে আশাবাদী ধারনা পোষণ করেছেন, তবুও আপনার কথা বিশ্বাস করতেই ইচ্ছা করছে।

আর আপনি যে দুটি সন্দেহের কথা বলেছেন দুটিই দূরদৃষ্টিসম্পন্ন । ১। হামাস যদি কোন বড় ভুল না করে ২। হামাসের ভাইয়েরা নতুন করে অপকর্ম করে বসে।

হামাসের ভাই বলতে হয়তো আপনি ইসলামিক জিহাদ টাইপের সন্ত্রাসী দলগুলোর কথা বলেছেন। এই নামগুলো শুনলেই ঘৃণা বোধ করি।

২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৪:০০

সোনাগাজী বলেছেন:



এখন হামাস যদি বলে, "আমরা ইসরাইলের সাধারণ জনতাকে সন্মান করি, তাদের বাসস্হান, ইসরায়েলকে প্রতিবশী হিসেবে মেনে নিয়েছি ও তাদের সাথে শান্তিপুর্ণভাবে অবস্হান করবো"; বাকীটুকু ইউরোপ করবে।

৮| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:২৫

আমি নই বলেছেন: ভবিষ্যৎ মেরুকরন কিভাবে হবে সেটা কয়েকদিনের মাঝেই অনেকটা আইডিয়া করা যাবে তবে ইসরাইলের সকল অহংকার হামাস গুরিয়ে দিয়েছে। যেই উত্তর গাজায় আইডিএফের নিয়ত্রনের কথা শোনা যাচ্ছিল সেই উত্তর গাজাতেই দিনের বেলা জিম্মি হস্তান্তর করে মুলত আইডিএফ গালে জোরে একটা চর বসায়া দিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:


১ ২০ বর্গ কি: মি: যায়গায়, ১৫ হাজার মানুষ মরে ও শহরকে মুছে দিয়েও ১ জনকে উ্দঃার করতে পারেনি, ইসরায়েলীরা ভয়ংকর আস্হানীনতায় ভুগছে।

৯| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হামাস আর বাগারম্বড় না করে চুপ থাকলেই মঙ্গল হবে।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:


হামাস ইউরোপের কথা শুনলে, বাকীটুকু ইউরোপ করে দেবে।

১০| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্ব সমর্থন এখন গাজার পক্ষেই মনে হচ্ছে। হামাস আর ভুল করার কথা না, যদি এদের মগজ বলে কিছু থাকে। ইসরায়েল যে নতুন করে বড় সঙ্কটে পড়বে; তার আলামত ইতোমধ্যে দেখা যাচ্ছে। বরাবরের মতো পার পেয়ে যাবে না। ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে আশা করা যায়।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:


এবার মহা ধরা খেয়েছে, বিশ্ব সব দেখেছে।

১১| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভূমির ব্যপারে ইসরায়েলকে ছাড় না দিলে হামাস বা ফিলিস্তিনিদের স্বাধীন দেশ পাওয়া কঠিন হবে...

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল শুরুতে নিজের অংশ নিয়ে খুশী ছিলো।

১২| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: স্বাধীন ফিলিস্তিন হবে তারপর চার থেকে পাচ দল হয়ে আবার আত্মঘাতী যুদ্ধ । বেদুইন আরব মানেই ঝামেলা ।

বাকি ৪০ প্লাস ইসরায়েলী পনবন্দি কারা নিল বা কাদের হাতে ? হামাস বলছে গ্যাং । হামাস নিজেই তো এক গ্যাং ।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



লেবাননের মতো ফেইলড ষ্টেইট হয়ে যাবার সম্ভাবনা আছে।

১৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

২টা স্বাধীন দেশ খুবই দরকার।
১। প্যালেস্টাইন।
২। ইসায়েল

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:



এবার হবে।

১৪| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আপনার বিশ্লেষন সঠিক।
তবে হামাস যদি হঠাত বাড়াবাড়ি করে ফেলে। তাহলে সব পন্ড হয়ে যাবে।

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:



হামাস যদি উগ্রতা দেখায়, বিশ্বের সহানুভুতি বাস্পীভুত হয়ে যাবে।

১৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




১ বছর নয়। আগামী ১০ বছরের মধ্য যদি ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হয়, স্বাধীন রাষ্ট্র হয়, ইসরায়েল মুক্ত রাষ্ট্র হয় - আমাকে জানাবেন। আমি ছিলাম, আমি আছি। JFK - ANY AIRPORT AROUND THE WORLD আপনি ইকনোমি ক্লাসের রিটার্ন টিকেট পাবেন। আর যদি না হয় আপনি আমাকে DAC - ANY AIRPORT AROUND THE WORLD ইকনোমি ক্লাসের রিটার্ন টিকেট দিবেন। কি মনে হয়?


২৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



আমি ইউরোপের উৎসাহ দেখে অনুমান করছি; ইসরায়েল ১ম বার ইউরোপ ও আমেরিকার মানুষের সাপোর্ট হারায়েছে। তবে, হামাসই এমাত্র বাধা হয়ে যেতে পারে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.