নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মানুষের ধ্যান-ধারণা বিশ্বের সাথে মিলছে না।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৩



বাংলাদেশের মেজরিটি মানুষের ধ্যান-ধারণা বিশ্বের সাথে মিলছে না: আওয়ামী লীগ, বিএনপি, জাপা, জামাত, ইত্যাদি রাজনীতির নামে যেই গার্বেজ চালু করেছে, ইহা আধুনিক বিশ্বের কোথয়াও নেই। এবার এমপি পদে যারা প্রার্থী হয়েছে, তারা মিডিয়ায় কথা বলার সময়, কাউয়ার মতো কা কা করছে, এদেরকে পার্লামেন্ট ভবনে বসতে দিলে এরা সেখানে কি করবে?

মেজোরিটি শিক্ষক ছাত্রদের সঠিকভাবে পড়ায় না, প্রশ্নফাঁস থামছে না, ছাত্ররা গড়ে মানুষ হচ্ছে না। আমাদের গ্রামের প্রাইমারীতে বাচ্চা নেই; বাচ্চাদের নুরানী মাদ্রাসায় দিয়ে দিয়েছে মাতাপিতা; সেই মাদ্রাসা সিএনজি'তে করে বাচ্ছাদের নিয়ে যায় ও দুপুরে নাসতা খেতে দেয়; বাচ্ছা সেখানে যেতে চায়। সব এমপি'র সম্পদ বেড়েছে গড়ে কয়েক হাজার গুণ; অথচ, বিশ্বের সবচেয়ে কলংকময় প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনকালে তার সম্পত্তি বাড়েনি।

অনেক ঝামেলার মাঝে টিকে থাকা দেশের ছোট কম্যুনিটি ব্লগের ৮০ ভাগ লেখার মান খুবই নীচু; মনে হয়, ৫ম/৭ম শ্রেনীর বাচ্চাদের লেখা। জাতির মেজোরিটি মানুষ সততা বলতে কোন শব্দই ক্যেনদিন শুনেনি, ব্যক্তিত্ব বলে যে ১টা শব্দ আছে, উহা কেহ যেন জানে না। সামুর এডমিন আমার বিপক্ষে পোষ্ট লিখেছেন, ইহা বেশ আজগুবি ব্যাপার।

আমাদের জাতির শিক্ষিত মেয়েরা বাসায় (১৯৭২ -২০১৫ ) ৯/১০ বছরের কিশোরীদের চাকরাণী রেখে কাজ করায়েছে, নিজে চিৎ হয়ে ঘুমায়েছে দিনের ১২টা অবধি; এই ধরণের ৩ কোটী মেয়ে কাজ করেছে গত ৫২ বছর। ৪০ লাখ গ্রেজুয়েট বেকার, কিন্তু ঢাকায় কাজ করে ভারতীয় গ্রেজুয়েটরা ৩ বিলিয়ন ডলারের মতো আয় করছে।

মুক্তিযুদ্ধ নিয়ে সেদিন ১ ব্লগার একটি পোষ্ট লিখেছিলেন ( ১ নারী যোদ্ধাকে নিয়ে ) সেখানে উনি উল্লেখ করেছিলেন যে, ৩ ঘন্টার ১ যুদ্ধে কয়েকশ মুক্তিযোদ্ধা হাজার হাজার পাকী সৈন্যদের হত্যা করেছিলো; এই ধরণের বেকুবরা কোথা থেকে এলো?

এই সপ্তাহের পেঁয়াজ সমস্যা নিয়ে সবাই লিলিপুটিয়ানের মতো কথা বলেছে; শুধু ১ জন ব্লগার (ঋণাত্মক শুন্য ) এই ধরণের ১টি সমস্যার আরবী সমাধান দেখেছেন ও সেটা নিয়ে কথা বলেছেন। বাকী ব্লগারেরা আবোল তাবোল লিখেছেন। আমার ধরণা, দেশের মানুষ কোন কিছুই সঠিকভাবে করছেন না।

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:০৯

কামাল১৮ বলেছেন: যা আছে এই নিয়েই চলতে হবে।বিদেশ থেকে লোক এনে তো এমপি বানানো যাবে না।সেটা বেআইনি।দিনশেষে এরাই দেশ চালাচ্ছে।
ধর্মের কারণে আমরা একটু পিছিয়ে আছি।বুদ্ধিমত্তায় বাঙালী মধ্যম সারিতে।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:



মধ্যম সারিতে আছে পুর্ব ইউরোপ, পুর্ব এশিয়া ও দ: আমেরিকার ২/১টি দেশ; আমরা, পাকিস্তান ও আরবরা একই লেভেলে।

যেই মানুষ কথা বলতে জানে না, তাকে কি করে প্রার্থী হতে দেয়? দেশে এসব শিয়াল/কাউয়ার চেয়ে কিছুটা ভালো লোকজন আছেন, শেখ হাসিনা তাদেরকে দুরে রাখেন।

সামুর এডমিন আমাকে শাস্তি দিয়েছেন, সেটা চলে; কিন্তু উনি আমাকে নিয়ে পোষ্ট লেখাটা সত্যই অসুন্দর।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশের রাজনীতি আর চামচামী দিয়ে সকল বিচার করা চলেনা ।
........................................................................................
ভালোভাবে লক্ষ্য করুন, কোন দলই শতকরা ৪০% এর উপর ভোট পায়না ।
দুষ্ট/কট্টর পন্থীরা বলে এই সমর্থনও খুঁজে পাবেন না যদি ভয়ভীতি মুক্ত ও
দূর্ণীতি বন্ধ হয় ।
অর্থাৎ ৬০% লোকের বুদ্ধি যথেষ্ট সচেতন বিধায় , বিশ্বের বিভিন্ন ইভেন্টে
মধ্যম লেভেলে যোগ্যতার স্বাক্ষর রাখছে ।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৪

সোনাগাজী বলেছেন:



বিশ্বের কোন ইভেন্টে আমি বাংলাদেশের কাউকে কিছু করতে দেখিনি; ২/১ জন প্রবাসী বাংগালী হয়তো ভালো করেছেন।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:২৮

সোনাগাজী বলেছেন:



১৯৭৫ সালের পর, কোন দল কত ভোট পেয়েছে, সেটা স্বয়ং আল্লাহ জানেন বলে মনে হয় না।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনুগ্রহ পূর্বক দেখুন : সুত্র সিআরআই
Foreign Direct Investment :In 1971, Bangladesh started receiving foreign direct investment (FDI). In 1972 Bangladesh received $90,000 FDI, and in2019 Bangladesh received a record $3.61 billion FDI.

Agriculture and food security:Due to internal displacement during the War of Liberation in 1971, Bangladesh’s agricultural sector severely suffered and food production and supply chain faced complete breakdown. In 1972, Bangladesh prioritized agriculture sector and rural economy to ensure food security for its people. In 2021, the country achieved self-sufficiency in food. The agricultural sector recorded gigantic growth in terms of food-grain, fish, poultry, and meat production. In 1972, total food-grain production was 9.9 million metric ton and in 2020 total food-grain production reached 45.4 million metric ton. Bangladesh is the fourth largest rice and third largest freshwater fish producing country in the world.
Industry : During 1972–1980, Bangladesh pursued an import-substituting industrialization strategy aiming to safeguard the country’s infant industries. Over recent years, the share of the manufacturing sector in GDP increased from 4% in 1972 to 18% in 2019, and the share of the non-manufacturing industry increased from 2% to 11% during the same period of time. The industrial sector reform in 80s and 90s helped Bangladesh achieve the current level of progress in manufacturing sector. To accelerate the industrial boom, Bangladesh government took an initiative to set up 100 Economic Zones.
Service: The Bangladesh economy is dominated by the services sectors. Over the years, share of the service sectors increased to 56%. During last 50 years, Bangladesh economy experienced a significant decline in agriculture sector employment and rapid increase in industry and service sectors employment growth. Between 1980 and 2010, the service sector recorded steady growth of 3.6% to 6.7%.
Infrastructure: In 1971, the Pakistani forces crippled Bangladesh’s infrastructure by strategically destroying its all communication, socially-valuable and industrial infrastructures. According to an estimate of World Bank, 4.3 million houses were destroyed only in the rural areas. Over the fifty years, Bangladesh has consistently invested in infrastructure development from housing to communication infrastructure to industrial infrastructure to water supply, solid waste management, electricity. Bangladesh’s high growth trajectory is the result of heavy public spending on mega infrastructure development project such as Padma Multipurpose Bridge, Bangabandhu Tunnel, and Rooppur Nuclear Power Plant are notable.
Access to electricity: Bangladesh has witnessed a strong headway in terms of access to electricity in fifty years. In 1991, the access to electricity was 14% and in 2021 it reached 99%.
Education:Bangladesh has made spectacular progress in human development front over the last five decades. The country has been implementing well-devised plans and channeling resources to enhance access of education. One major success has been the achievement of the goal of universal enrolment at the primary level. A significant decrease in school dropout rate of 18% currently is another milestone. Gender parity was achieved at primary and secondary education ahead of the Millennium Development Goal (MDG) Targets. The country’s literacy rate has risen to 74.7% in 2019 from 26.8% in 1974.
Health: Bangladesh health sector has witnessed a silent revolution in the last five decades. Substantiated with policy interventions, Bangladesh has successfully halved infant mortality and cut maternal mortality rate by 75%. Moreover, the total fertility rate has brought down to 2.04 in 2020 from about 7 in the 1970s. Bangladesh has been applauded as an example of ‘good health at low cost’ in 2011. Vibrant presence of both public and private healthcare interventions, along with NGO interventions, catalyzed the transformation.
Life expectancy: In the founding year of Bangladesh, the life expectancy was 46.6 years. In 2020, the life expectancy is 72.6 years.
Maternal and child mortality ratio: Maternal mortality ratio (MMR) in Bangladesh has declined by 75% over the five decades. The maternal mortality ratio was 600 per 100,000 live births in 1975 and 574 in 1990. In 2017, the MMR for Bangladesh was 173 per 100,000 live births. Bangladesh has been successful in terms of bringing down infant mortality ratio drastically. In 1973, the infant mortality ratio was 167 per 1000 live birth and in 2020, the ratio brought down to 21 per thousand live birth.
Immunization: Immunization is a very significant health sector indicator for any country in the world and Bangladesh is a global success story and leader in this indicator. Bangladesh has officially initiated Expanded Program on Immunization (EPI), a global immunization effort in 1979. In the year 1985, the vaccination coverage was 2%. As of September 2019, Bangladesh has immunized 38 million children since 2003. Bangladesh is a polio free country since 2006 and has eliminated the neonatal tetanus threat.
Gender parity: Gender parity in Bangladesh has improved across all sectors due to greater participation of women in socio-economic and political activities. Bangladesh has secured the fi­rst position in gender equality among South Asian countries for the second consecutive year at the Gender Gap Index. Bangladesh has closed 73% of its overall gender gap, according to the Global Gender Gap Index 2020. During the period of 1996-2017, the national rate of female labor force increased from 15.8 to 36.3%, which is higher than the South Asian average of 35%.
Disaster resilience: Bangladesh has the world’s largest river delta system which is vulnerable to climate change. Bangladesh has experienced six major floods and five cyclones since 1970. In the past fifty years, Bangladesh has demonstrated a high level of adaptability in adopting existing technologies to reach out to people. Bangladesh utilized satellite imagery to learn the severity of the storm in 2007. The country has also developed new types of unique cyclone shelters where people can take shelter.
Digitization: Bangladesh has made immense strides in technology in a number of sectors such as telecommunication, internet connectivity and speed, digitization, and media. The government’s promise of Digital Bangladesh, since 2009, has translated into huge ICT progress.
Satellite launching : On May 12, 2018, Bangladesh entered the space era with the successful launching of its first satellite ‘Bangabandhu-1’. With this technological feat, Bangladesh became the 57th nation to have its own satellite in outer space.
Milestone recognitions :
LDC graduation:Bangladesh received the recommendation on graduation from the least developed country (LDC) status by the UN’s Committee for Development. In February 2021, Bangladesh fulfilled all three criteria to graduate from a LDC to a developing country, for the second time since 2018. The UN would recommend Bangladesh’s graduation by 2026. Bangladesh has been on the list of LDC countries since 1975 when the country’s economy was still recovering from the devastating Liberation War of 1971.
Middle-income bracket:In 2015, Bangladesh became a lower-middle income (LMC) country from being a low-income country, according to the World Bank’s classification of countries. Rising per capita income pushed the country out of the LMC bracket for the first time since its independence in 1971. Bangladesh is aiming for the higher middle-income status by the year 2021.
MDG achievement: Bangladesh has been recognized as one of the role-model for emulation for other developing nations in implementing the Millennium Development Goals (MDGs). Bangladesh’s achievements were remarkable in the area of poverty alleviation, food security, primary education, mortality ratio, immunization coverage, and tackling communicable diseases.
SDG headway: Bangladesh was an active participant in formulating the 2030 Global Development Agenda (SDGs). Since the declaration of SDGs, Bangladesh has embraced the SDGs through inclusion of the 17 Global Goals into its National Development Plan. The SDGs have been included in the national plans – such as the 8th Five Year Plan (8FYP), the Delta Plan 2100 and the Perspective Plan 2041.
Concluding remarks : Fifty-years into its independence, Bangladesh has many milestones to celebrate. The country is now well placed to strive for a poverty free and advanced economy by 2041. The challenges are steep but not insurmountable. Bangladesh already has a strong track record that shows how strong leadership, sound policymaking and determined efforts can take the country forward. The ethos of equity and justice, the underlying principles of the Liberation War, ought to be the guiding principles for crossing the milestones of its upcoming journey.

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



কোন ব্যুরোক্রেটের লেখা?

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১৩

সোনাগাজী বলেছেন:



চাল ও সবজির উৎপাদন বেড়েছে; মাছ ও মুরগীর উৎপাদন আশাতীতভাবে বেড়েছে; কিন্তু মাছ ও মুরগীর মাংস বিষাক্ত পদার্থ আছে। কিন্তু দেশের ১৯ কোটীর মাঝে ৮/৯ কোটী কৃষির সাথে যুক্ত, তাদের জীবন দেখুন, আর ঢাকা শহরের কয়েক লাখ বুয়ার জীবন দেখুন।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৯৯১ সালে র একটা চিত্র দিলাম, যেখানে আওয়ামী লীগ ও বিএনপির মাঝে তুমুল
প্রতি দ্ধন্ধি তা হয়ে ছি ল ।

The 1991 general election was held on 13 January 1991.
There were 30 seats reserved for women.[10]
.................................................................................................
Party Votes % Seats +/–
Bangladesh Nationalist Party 10,507,549 30.81 140 New
Awami League 10,259,866 30.08 88 New
Bangladesh Jamaat-e-Islami 4,136,661 12.13 18 New
Jatiya Party 4,063,537 11.92 35 –216

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৫

সোনাগাজী বলেছেন:



আমি নিশ্চিত যে, ১৯৯১ সালে মিলিটারী ভোটের রেজাল্ট বদলায়েছে; বেগম জিয়ার ( বিএনপি ) জেতার মতো ভোট ছিলো না।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সোনাগাজী বলেছেন: চাল ও সবজির উৎপাদন বেড়েছে;
কিন্তু দেশের ১৯ কোটীর মাঝে ৮/৯ কোটী কৃষির সাথে যুক্ত, তাদের জীবন দেখুন,
আর ঢাকা শহরের কয়েক লাখ বুয়ার জীবন দেখুন।

...........................................................................................................
স্বাস্হ্য খাতে গ্রাম অঞ্চলে ভারতের থেকেও আমাদের উন্নতি অনেক বেশী
যে কারনে সহজ ভাবে অর্মত্য সেন স্বীকার করেছিলো ।
তখন ভারতে তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে ।
আমি নিজে দেখেছি ভারতের স্বাস্হ্য খাতের করুন চিত্র ।
বৎসরে ৪/৫ বার ভারতে যাই ।
...........................................................................................................
ঢাকার বুয়ার জীবন : আগে তারা সহজ সরল ছিলো । যেখানে কাজ করত মনযোগ দিয়ে
কাজ করত । এখন টাকা রোজগারের ধান্ধায় কোন বাড়ীতে একক ভাবে কাজ করেনা ।
কমপক্ষে ৪/৫ টা বাড়ীতে কাজ করবে ঘন্টা ধরে ।
আমাদের কাজের বুয়ার বাড়ীতে এখন দালান কোঠা, এখন আর ডাকলে আসতে চায় না ।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১৮

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের সময় মেয়েদেরকে চাকরাণী ও বুয়া বানানো কি উচিত ছিলো? ভারতের সাথে তুলনা করলে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আচরণ ভালো; কিন্তু দরকারী ইনডেক্সগুলোতে ভারতে কাছে বাংলাদেশ ১০০ বছরেও পৌঁছটে পারবে না।

যেমন "রিজার্ভ" নিয়ে ভারতকে কোনদিনও চিন্তিত হতে হবে না।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
Main article: 2001 Bangladeshi general election
BNP won two-thirds majority in the parliament and won the 2001 general election.


Party Votes % Seats
Bangladesh Nationalist Party 22,833,978 40.97 193
Awami League 22,365,516 40.13 62
Islami Jatiya Oikya Front 4,038,453 7.25 14
Bangladesh Jamaat-e-Islami 2,385,361 4.28 17
Bangladesh Jatiya Party 621,772 1.12 4

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩২

সোনাগাজী বলেছেন:


সেই ভোটেও মিলিটারী ভোটের রেজাল্ট বদলায়েছিলো।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "রিজার্ভ" নিয়ে ভারতকে কোনদিনও চিন্তিত হতে হবে না।
.........................................................................................
এই বিষয়টি সর্ম্পকে আমি আপনার সাথে একমত ।
ভারতের প্রায় ডজন খানেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে আমার সর্ম্পক আছে ।
এর মধ্যে, রেড-কাউ, হলদিরাম, এসএসপি, স্বর্ণ , পরিবহন , হোটেল, আমদানীও রফতানী ব্যবসায়ী উল্লেখযোগ্য ।
তাদের প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ ও ভোক্তা শ্রেণী আমাদের থেকে অনেক অনেক বেশী ।
উনাদের হিসাব ,যে কোন প্রোডাক্ট ভোক্তা পর্যায়ে ০.৫০ লাভ হলেও তাদের ব্যবসা রমরমা হয় ।
ভারত তাদের উৎপাদনের পণ্য দেশের বাহিরে চারিদিকে এক্সপোর্ট করে ।
যে সুযোগ আমাদের নাই ।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

সোনাগাজী বলেছেন:



দেশে সরকার ও উদ্যোক্তা মিলে ( সরকারী সমবায় ) ছোট শিল্পের বিকাশের দরকার দরকার ছিলো; শেখ হাসিনা তা করেননি।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 2008 Bangladeshi general election : Bangladesh Awami League won two-thirds majority in the parliament and won the 2008 general election.
এই নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ : মিলিটারী ভোটের রেজাল্ট বদলায়েছিলো।

Results by alliance (left) and party (right)
Party or alliance ...............................................Votes....... % ......Seats ...........+/–
Grand Alliance Awami League 33,634,629 48.04 230 ...........+168
..............................Jatiya Party (Ershad) 4,926,360 7.04 ..........27 ................+13
............................Jatiya Samajtantrik Dal 506,605 .........0.72....... ....3............... +3
. Workers Party of Bangladesh..... 262,093......... 0.37 ............2........... +2
...........................Liberal Democratic Party......191,679..... 0.27.............1 ....New
Total ....................................................39,521,366......... 56.45............... 263 +186
Four Party Alliance : ...
Bangladesh Nationalist Party..... 22,757,101.......32.50............30 .........–163
Bangladesh Jamaat-e-Islami ..........................3,289,967........4.70 ........2 ...........–15
Bangladesh Jatiya Party .....................................173,292........0.25...............1 .............–3
Islami Oikya Jote .............................................108,415........0.15 ........0 .............–2
Total ........................................................26,328,775........37.61............ 33 ..........–183

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯

সোনাগাজী বলেছেন:




২০০৮ সালে শেখ হাসিনা এমনিতেই জিততেন; তবে, মিলিটারী ভোট হ্যান্ডল করায়, সেই ভোটে সন্দেহ ঢুকে গেছে।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২২

কিরকুট বলেছেন: মাহিয়া মাহি নামে একজন অভিনেত্রী নির্বাচন করছেন। তিনি কি কোন ভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারি? তার রাজনীতির কি অভিজ্ঞতা আছে? একজন এম পি হতে হলে তাকে তার যোগ্যতা প্রমান করতে হয়। বাংলাদেশের বর্তমানে ৮০ ভাগ এমপি প্রার্থীর কোন যোগ্যতাই নাই একটা পার্লামেন্ট কে প্রতিনিধিত্ব করার। শুধুমাত্র একজন সস্তা মাপের অভিনেত্রী হলেই কি তিনি কোন ভাবে যোগ্য রাস্ট্র বা জনগনের প্রতিনিধী হবার?

আমি ব্যাক্তিগত ভাবে সকল অযোগ্য প্রতিনিধীদের নির্বাচনে অংশগ্রহনের প্রতিবাদ জানাচ্ছি। ফেরদোউস, মাহি সাকিব, মাশিরাফি এরা কোন ভাবেই রাজনিতীর মঞ্চের জন্য উপযুক্ত নয়।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



আমি ৩০০ জনের মাঝে ২ ( ড: আবদুর রাজ্জাক ও শেখ হাসিনা ) অপেক্ষাকৃতভাবে উপযুক্ত প্রার্থী দেখছি; বাকীগুলো লিলিপুটিয়ান।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

সামরিন হক বলেছেন: আমার ধারণা,দেশের মানুষ কোন কিছুই সঠিকভাবে করছেন না।--
আপনার এই ধারণাটি সঠিক।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

সোনাগাজী বলেছেন:



প্রাইম মিনষ্টার থেকে ব্যবসায়ী ( পেঁয়াজ বিক্রেটা, বসুন্ধরা ), এমপি, ব্যুরোক্রেট, সবাই সমস্যার সৃষ্টি করছে।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের বেশীরভাগ মানুষ অসহিষ্ণু প্রজাতির। এদের বেশীর ভাগই স্যাডিস্ট মানসিকতার। আর পটেনশিয়ালি দুর্নীতিবাজ এক একজন। এদের বেশীরভাগ বিসিএস, পুলিশ, তিতাস, কাস্টমসে ঢোকার পরদিন থেকেই ক্যালকুলেটর মারতে শুরু করে...

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

সোনাগাজী বলেছেন:




সরকারী চাকুরী হচ্ছে মানুষকে অসৎ বানানোর মেশিন।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার এই লেখাটি আমার খুবই ভালো লেগেছে।
সুন্দর ভাবনা।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪১

সোনাগাজী বলেছেন:



আমি যা দেখি, যা বুঝি, সেটা নিয়ে আলাপের চেষ্টা করি।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের প্রধানমন্ত্রী অযোগ্যদের পদ দিতে পছন্দ করেন।
নায়ক ফেরদৌস এমপি হয়ে কি করবে? ক্রিকেটার শাকিব এমপি হয়ে কি করবে?
মমতাজ এমপি হয়ে কি কি করেছে? সূর্বনা মোস্তফা এমপি হয়ে কি কি করেছে? কিছুই করে নাই।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩

সোনাগাজী বলেছেন:



প্রাইম মিনিষ্টার এমপি'দের কলাগাছ হিসেবে ব্যব হার করেন; উহাকে প্রাইম মিনিষ্টার বানানোই এমপিদের কাজ; এরপর ছুটি।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

প্রামানিক বলেছেন: অনেক মূল্যবান মতামত। ধন্যবাদ আপনাকে

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩

সোনাগাজী বলেছেন:



অনেকেই আমার মতো ভাবেন।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

আমি সাজিদ বলেছেন: জাতিগত ভাবে বুদ্ধি, জ্ঞানে আর শক্তিমত্তায় বাংলাদেশীরা এখন যে খুব একটা এগিয়ে যাচ্ছে তা বলা যায় না।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

সোনাগাজী বলেছেন:



শিক্ষার হার কম থাকলেও ১৯৬৪ সাল থেকে ১৯৭১ সাল অবধি বাংগালীদের মরাল ছিলো; শেখ সাহেব উহাকে ধরে রাখতে পারেননি।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের অধিকাংশ মানুষ হাউকাউ ও ম্যাওপ্যাও টাইপ। ব

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬

সোনাগাজী বলেছেন:



মেজরিটি মানুষের ব্যক্তিত্ব ও সততা নেই বললেই চলে।

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৫

রিদওয়ান খান বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: দেশের অধিকাংশ মানুষ হাউকাউ ও ম্যাওপ্যাও টাইপ। অথচ আপনি নিজেই একজন অভিনেত্রীর এমপি হওয়া নিয়ে পোস্ট করেছেন। আপনি নেগিটিভ মন্তব্য কারীদের ব্যাপারে বলতে পারতেন কিন্তু তা না। আপনি একধরনের প্রশ্নই তুলেছেন কেনো ঐ ভদ্রমহিলা নির্বাচন করতে পারবেনা!! আর এখন এসে বলতেছেন দেশের অধিকাংশ মানুষ
হাউকাউ করে!
এদিকে সোনাগাজী সাহেব সহব্লগারদের লেখা নিয়ে সারাক্ষণই চিন্তিত থাকেন এবং 'গার্বেজ' লেখা বলে নাম ধরে ধরে বিভিন্ন মন্তব্য করেন কিন্তু আমি কখনো রাজীব নুর,গোফরান সাহেবসহ আরও কিছু নিকের ব্যাপারে এমন মন্তব্য করতে দেখিনি। অথচ সোনাগাজী সাহেবের পর্যবেক্ষণ অনুযায়ী যেসব লেখা গার্বেজ এমন সব লেখা উনারা হরহামেশাই পোস্ট করে থাকেন।
সোনাগাজী সাহেব অন্যদের ভুলের ব্যাপারে মন্তব্য করেন ঠিকই কিন্তু উনার ব্যাপারে কোন প্রশ্ন তুললে তখন তেড়ে আসেন। এই যে উনার ব্যাপারে বলেছি এখন উনি আমার ব্লগ সামারি নিয়ে উপস্থিত হবেন। =p~

১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

সোনাগাজী বলেছেন:




আমার ব্যাপারে কথা বললে, আমি ভেবে দেখি।

রাজিবের ব্যাপরে, উনি এখন অনেক লেখেন; ইহার ফলে, অনেক ভুলও করেন। আমি উনাকে এই ব্যাপারে বলি প্রায়ই। আমি এই ব্লগাে আসার আগের থেকেই উনাকে জানি; উনার ব্যাপারে আমি কিছুটা সহজ। গোফরান মিডিয়ার মানুষ, উনি এমন একটি বিষয়ে লেখেন, যা আমার কাছে অনেকটা ধাঁধাঁর মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.