নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনী \'গণহত্যার\' শুনানী চলছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাষ্টিস\'এ

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮



হেগে অবস্হিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাষ্টিস'এ ফিলিস্তিন গণহত্যার শুনানী চলছে; অভিযোগটি এনেছে সাউথ আফ্রিকা। আমার মতে, অভিযোগটি সাউথ আফ্রিকা আনাতে ইহার ভিত্তিটা বেশ দুর্বল হয়েছে; কারণ, সাউথ আফ্রিকা অর্থনোতিক ঝামেলায় আছে ও ইউক্রেন যুদ্ধে পুটিনের পক্ষে আছে। এই ধরণের অভিযোগ জাপান, বা কোন ইউরোপিয়ান দেশ, বা কমপক্ষে সুস্হ কোন আরব দেশ থেকে এলে ভালো হতো।

আরেকটি ব্যাপার, ইহাকে গণহত্যা হিসেবে না'এনে "যুদ্ধাপরাধ" হিসেবে আনা হলে, অভিযোগটি প্রমাণ করতে সুবিধা হতো। গণহত্যা ও যুদ্ধাপরাধের যেই ডেফিনেশান আছে, ইসরায়েলীদের আচরণ ও যুদ্ধকালীন সময়ে টার্গেট করে সিভিলিয়ান হত্যার ব্যাপারটা যুদ্ধাপরাধ হিসেবে অনেকটা প্রমাণিত:

৩ মাসে ইসরায়েলী বাহিনী
২৪০০০ হাজার সিভিলিয়ান ( সামান্য হামাসও আছে ) হত্যা করেছে, যার মাজে ১৮০০০ শিশু, নারী ও বয়স্ক লোকজন আছে।
৬০,০০০ মানুষকে আহত করেছে।
সাড়ে ৩ লাখ ঘরবাড়ী সম্পর্ণভাবে ধ্বংস করেছে; এর শতকরা ৯৮ ভাগই বসত বাড়ী।
শতকরা ৯০ ভাগ মানুষকে ঘরবাড়ী থেকে বিতাড়িত করেছে।
হাসপাতাল, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান আক্রমণ করেছে।
আহতদের চিকিৎসায় বাধা দিয়েছে।

শুনানী চলছে, গণহত্যা প্রমাণ করা কঠিন কাজ হতে পারে; কারণ, শুরুতে আক্রমণের জন্য হামাস দায়ী; ইসরায়েল দেখাতে সক্ষম হবে যে, ইসরায়েল নিজকে রক্ষার জন্য প্রতিরক্ষামুলক যুদ্ধ করছে। তবে, সামান্য পরিমান ভুমিতে নির্বিচারে বিমান আক্রমণও একটা অপরাধ হিসেবে গণ্য হবে। যুদ্ধ ৩ জন ইসরায়েলী বন্দী সাদা পতাকা দেখানোর পরও, ইহুদী বাহিনীর হাতে নিহত হওয়া প্রমাণ করছে যে, যুদ্ধে ইসরায়েল হত্যা করে মাত্র, কাউকে আত্মসমর্পনের সুযোগ দেয়নি।








মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

কথামৃত বলেছেন: আরব দেশ গুলা (বিশেষ করে উপসাগরীয়) দেশ গুলা হেগের সদস্য নয়

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:



আফ্রিকান কোন মুসলিম দেশ অভিযোগ করলে হতো।

২| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: কাজ হবে বলে মনে হয়?

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:



মনে হয় না; দ: আফ্রিকাকে বিশ্ব দাম দেয় না্

৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

শ্রাবণধারা বলেছেন: বলা হয়ে থাকে "আইন অন্ধ"। এটার মানে নিশ্চয়ই আপনি জানেন? এটার মানে হল বিচারক বা কোর্ট উপস্থাপিত তথ্যের উপর ভিত্তি করে বিচারের কাজ পরিচালনা করবে এবং সিদ্ধান্ত নেবে। বাদী বা বিবাদী ধনী হোক আর গরীব হোক।

কিন্তু মনে হচ্ছে পাশ্চাত্যের দেশ গুলোর মত আপনিও সাউথ আফ্রিকাকে বিশেষ একটা পাত্তা দিচ্ছেন না?

আপনার লেখার বিষয়বস্তু যদি এমন হতো যে সাউথ আফ্রিকা ছাড়া কেন অন্য দেশগুলো ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলো না, তাহলে বিষয়টা মনে হয় সঠিক হতো।

আপনার জানার কথা যে প্যালেস্টাইনের উপর ইসরাইলী আধিপত্য, জাতিগত নির্মূলের সাথে সাউথ আফ্রিকার ইতিহাসের অনেক মিল আছে। সাউথ আফ্রিকার পার্লামেন্টে এমন অনেক মানুষ আছে আমেরিকার কংগ্রেসের সদস্যদের চেয়ে বহুগুনে শিক্ষিত এবং মনুষ্যত্ত্বের গুনে আলোকিত।


১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:




আন্তর্জাতিক ব্যাপার সমুহ ভয়ংকর কঠিন, শত শত বলয় ও সংস্হা আছে। সেইজন্য, যে যেখানে থাকুক, দেশের প্রোফাইল ১টি বিশাল ব্যাপার।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আরবে সুস্থ দেশ কোনটি?

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



এখন আলজিরিয়া, তিউনিশিয়া ও মরক্কো।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২১

বিজন রয় বলেছেন: ফিলিস্তিনী 'গণহত্যার' শুনানী চলছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাষ্টিস'এ............. এটাতে ইসরায়েলের কি যায় আসে?

১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



এই মহুর্তে ইসরায়েলকে এজন্য জবাব দিতে হবে; দোষী প্রমাণ হলে, অনেকের জেল হবে, অনেক অনেক ক্ষতিপুরণ দিতে হবে।

ইহুদীরা জার্মানদের থেকে ট্রিলিয়ন ডলারের বেশী ক্ষতিপুরণ পেয়েছে ২য় বিশ্বযুদ্ধে গণহহ্যার জন্য।

৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:২২

শূন্য সারমর্ম বলেছেন:


এসব কি মেলায় গিয়ে বায়োস্কোপ দেখার মত বিচারকার্য নয়?

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

সোনাগাজী বলেছেন:



ওখানে ২য় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার ও পরেও অনেকের বিচাার হয়েছে ঠিকমতো।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১০

ডঃ এম এ আলী বলেছেন:



দেশে দেখা যায় অনেক সময় দেখা যায় গনবিরোধী কোন সরকারী আদেশ, প্রত্যাদেশ,
নিয়ম ও আইন জারী হলে বেশ কিছু অখ্যাত আইনজীবী আদালতে রিট দাখিল করে,
যার বেশীর ভাগই কোর্ট কতৃক আখেরে খুবই তরিত গতিতে খারিজ হয়ে গিয়ে সেই
সকল গণবিরোধি বিষয়গুলিকে আইনের দৃষ্টিতে উল্টা বৈধতা দিয়ে দেয় , লাভের লাভ
নামজারী হয় সেই সকল রিট দাখিল কারী অখ্যাত আইনজীবির । যারা বুঝার তারা ঠিকই
ঐ সকল রিটের শানে নযুল বুঝে যায় ।
ঠিক তেমনি ফিলিস্তিনী 'গণহত্যার' বিষয়ে দক্ষিন আফ্রিকার তরফ হতে ইন্টারন্যাশনাল কোর্ট
অব জাষ্টিস এ বিচার প্রার্থনা করাটাও সেই রকম কিছু একটা না হয়ে গেলে হয়!!!

১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৩

সোনাগাজী বলেছেন:



এবার ইসরায়েলী বাহিনী আসলে গণহত্যা চালিয়েছে ও যুদ্ধাপরাধ করেছে; দ: আফ্রিকা যদি যুদ্ধাপরাধের অভিযোগ করতো, সেটা বেশী কার্যকরী হতো; কারণ, ইসরায়েল দেখাতে চাইবে যে, তারা প্ল্যান করে হত্যাকান্ড চালায়নি, হামাসের আক্রমণের কারণে তারা প্রতিরোধ ও আবার যাতে না'ঘটে সেটার ব্যবস্হা নিচ্ছে! কিন্তু তারা "বসত ঘরে বোমা ফেলেছে, হাসপাতাল, স্কুল ও মসজিদ আক্রমণ করে সিভিলয়ান মানুষ হত্যা করেছে, যা যুদ্ধাপরাধ।"

৮| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১০

ডঃ এম এ আলী বলেছেন:

তবে দক্ষিন আফ্রিকা সে পথে হাটলনা কেন ? তাদের আইনবিদ কৌশরীরা সে সেকথা জানতনা
না ইচ্ছে করে এড়িয়ে গেছে !!! তাদের বিষয়ে আমি বেশ সন্দিহান । দক্ষিন আফ্রিকার নাটের গুরু
এখনো বৃটিশরাই , তারা সেখানে তাদের খুটি বেশ শক্ত করেই পুতে রেখে এসেছে । সেখানকার
অর্থনীতির চালিকা শক্তি তারাই । তাদের মার্কেটিলিমের শীকর যেমনি শক্ত তেমনি এর ডালাপালা
দুনিয়া জোড়া এমনকি , আমিরিকা, কানাডা আর অসট্রেলিয়ায় এখনো বেশ ভাল ভাবে বিস্তৃত ।

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

সোনাগাজী বলেছেন:


আমিরিকা, কানাডা আর অসট্রেলিয়া তো ভালো আছে; কিন্তু এএনসি তো ওখানে ডাকাতি করছে।

৯| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০১

পদাতিক চৌধুরি বলেছেন: চূড়ান্ত হাস্যকর ঘটনা। যেখানে বকলমে আমেরিকা জাতিসংঘের ঠিকা নিয়েছেন।সেই উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বিশ্বকে সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে নিজেই চূড়ান্ত সন্ত্রাসের রসদ মজুদ করে বিশ্বকে শাসিয়ে চলেছেন সেই আমেরিকা আজকেও তার মানসকন্যা ইসরায়েলকে পাশে থেকে রসদ যুগিয়ে প্যালেস্টাইনের স্বাধীনতা বা স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নির্লজ্জ সহযোগিতা করে যাচ্ছে সেই আমেরিকার কন্যা ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকা দোসর ব্রিটেনের ছায়া দক্ষিণ আফ্রিকার এহেন অভিযোগ কী সত্যিই বিশ্ব মোড়লদের ভয় ধরাবে? এক্ষেত্রে বরং ড. আলী ভাইয়ের যুক্তিটা খুবই বিবেচ্য মনে হচ্ছে।এই নরহত্যাকে যৌক্তিক করতে এটা কোনো ফন্দিফিকির নয়তো?

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২২

সোনাগাজী বলেছেন:



বিচারে কি হয়, সেটা বিশ্ব দেখবে; অভিযোগ তো করা হয়েছে। ১ম বিশ্বযুদ্ধ ও ২য় বিশ্বযুদ্ধের ফলে উপনিবেশগুলো থেকে স্বাধীন দেশের জন্ম হয়েছে; সেটার ধারাবাহিকতা থেকে ইসরায়েলের জন্ম; বিশ্বের বেশীরভাগ দেশ তখন ইসরায়েল চেয়েছিলো, আজকেও সেইসব দেশ তাদের সিদ্ধান্ত থেকে সরেনি।

১০| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুর্বলরা বিচার পেয়েছে
শয়তানের বিরুদ্ধে এমন কোন ঘটনা আছে ???

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৩

সোনাগাজী বলেছেন:



হেগে অনেক অনেক বিচার হয়েছে, উহা তো ঢাকা নয়।

১১| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩০

জ্যাক স্মিথ বলেছেন: এই বিচারের রায় কি হতে পারে বলে আপনার ধারণা?
রায় পেতে কতদিন সময় লাগতে পারে?
রায় কি কার্যকর করা সম্ভব হবে?

পুতিনের বিরুদ্ধেও তো গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে তাকে কি গ্রেফতার করে সম্ভব হবে?

সৌদি আরব ইয়েমেন বছরের বছর ধরে যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তার কি কোন বিচার হবে?

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

সোনাগাজী বলেছেন:


সৌদীর বিরুদ্ধে ইয়েমেন হেগে যায়নি, মনে হয়।

পুটিনের চলাফেরা সীমিত হয়ে গেছে। আইসিজে'এর মেম্বার দেশগুলোর উপর গ্রেফতার'এর ভার অর্পিত।

১২| ১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৪

কথামৃত বলেছেন: ইসরায়েল আইসিজের আদালতকে বোঝানোর চেষ্টা করবে, ইসরায়েল গাজায় অধিক পরিমাণে মানবিক সহায়তা পাঠানোর এবং বেসামরিক মানুষ হতাহতের ঘটনা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে, তার মুখে ইসরায়েলের যুক্তি উবে গেছে।

দক্ষিণ আফ্রিকা যে ৮৪ পৃষ্ঠার অভিযোগ জমা দিয়েছে, তার নয়টি পৃষ্ঠাজুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলের শীর্ষ নেতাদের ঘোষণা উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের সমরমন্ত্রী বেনি গানৎসের উপদেষ্টা গিওরা ইলান্দের বক্তব্য সেখানে উল্লেখ করা হয়েছে। গিওরা বলেছিলেন, ইসরায়েলের লক্ষ্য হলো ‘গাজাকে মানুষের বসবাসের অনুপযোগী করা।’

ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছিলেন, ‘গাজায় সর্বোচ্চ ধ্বংস নিশ্চিত করাই’ তাঁদের লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা যত তথ্য প্রমাণ পেশ করেছে, তাতে গাজার গণহত্যাকে আইসিজের পক্ষে খারিজ করে দেওয়া সহজ হবে না।

১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

সোনাগাজী বলেছেন:




বিশ্ব চায়, নেতানিয়াহুর শাস্তি হোক, ফিলিস্তিন কালকে স্বাধীন হোক, আজকে যুদ্ধ বন্ধ হোক! তবে, ১টি বড় পয়েন্ট হচ্ছে, আক্রমণটা এসেছিলো হামাস থেকে ও ছিলো মোটামুটি সিভিলিয়ানদের উপর।

১৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: বিচার হওয়া উচিত।

১২ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

সোনাগাজী বলেছেন:



বিচার যখন শুরু হয়েছে, ইহার শেষ হবে; এখন দরকার যুদ্ধ-বিরতি।

১৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে আবার ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে। তাহলে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা আমাদের মতো (বাংলাদেশি) সুবিধাবাদী মানবতাবাদী।

১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:


প্রত্যেক দেশে নিজস্ব কুটনৈতিক অবস্হান আছে! ওরা পুটিনের পক্ষে হওয়াতে বেশীর মেম্বার ইহা পছন্দ করার কথা নয়; ফলে, তাদের অভিযোগের প্রতি সহানুভুতি কম থাকবে।

১৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫২

বাউন্ডেলে বলেছেন: বিচার যাই হোক শাস্তি কার্যকর করবে কেডা ? গাজী ভাই নি ? =p~

১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



আপনি কি ব্লগের মশামাছিতে পরিণত হলেন?

হেগে যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের সবার শাস্তি হয়েছে যথারীতি।

১৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

বাউন্ডেলে বলেছেন: আপনি কি ব্লগের মশামাছি পরিণত হলেন?
হেগে যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের সবার শাস্তি হয়েছে যথারীতি।

আপনার ধারনা সঠিক নয়। আমেরিকা ধ্বংষ না হওয়া পর্যন্ত নেতানেয়াহুকে শাস্তি দেয়া অসম্ভব।

১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



সবেমাত্র শুনানী শুরু হয়েছে; দেখা যাক, কোনদিকে যায়

১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৭

আঁধারের যুবরাজ বলেছেন: একদিন পূর্বে ফ্রান্সের ইসরাইল বিরোধী এক সভায় এই দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ( সোসালিস্ট ) জঁ-লুক মেলোঁশোঁ (JEAN-LUC MÉLENCHON ) এসেছিলেন। হেগে যে বিচার হচ্ছে সেটার পক্ষে বলেছেন।

ধীরে হলেও পশ্চিমের মানুষরা সচেতন হচ্ছেন।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:



এই যুদ্ধে ইসরায়েলের হত্যাকান্ড দেখে ইউরোপের মানুষজন ও আমেরিকানরা বিস্মিত; ইসরায়েল সম্পর্কে ওদের মতামত বদলে গেছে।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৫

আঁধারের যুবরাজ বলেছেন: "স্মার্ট বাংলাদেশ" টিম গঠিত হয়েছে, কাজ শুরু করছে " এই পোস্ট কি ডিলিট করে ফেলেছেন ?

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



না, উহা আছে। আমি একটু বাহিরে; মন্তব্য এলে উত্তর দেয়া সম্ভব হচ্ছে না সময় মতো; তাই সামনের পাতা থেকে সরায়ে ফেলেছি।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ইসরায়েল কি আদৌও এসব মাথা ব্যথা হিসাবে নিচ্ছে? আগের তুলনায় এসব আন্তর্জাতিক চাপ যদিও অনেক বেশি তবু ইসরায়েলকে বেশ নির্বিকারই লাগছে।

১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

সোনাগাজী বলেছেন:



ইসরায়েলের মিডিয়া শুনুন, ওদের মাঝে ভয়ংকর অস্হিরতার শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.