নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মোদী ও শেখ হাসিনার পাশাপাশি ১০ বছর দেশচালনা

১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩



বর্তমান বিশ্বের খল-নেতাদের লিষ্টে আমি মোদীর নাম রাখি সব সময় ( পুটিন, শি জিনপিং, ট্রাম্প, নেতানিয়াহু, আয়াতোল্লাহ, কিম, এরদেগান ); শেখ হাসিনার বেলায়, ২০১৮ সালের আগ অবধি, উনাকে আমার কাছে কিছুটা হাসিখুশী মানুষ বলে মনে হতো। এবারের নির্বাচন নিয়ে উনি কথা বলতে গিয়ে উনি যখন বললেন, এই নির্বাচন ইতিহাসে "স্বর্ণাক্ষরে" লেখা থাকবে, তখন মনটা খুব খরাপ হয়েছে; আগামী ৫ বছর উনি কি করবেন দেশটাকে?

উনি নির্বাচনী ইশতিহারে কি লিখেছেন, সেটা আমি পড়ে দেখিনি, উহার শিরোনামে "স্মার্ট বাংলাদেশ" শব্দটা ব্যবহার করাতে উনাকে আমার মনে হয়েছে, একজন ঠগি মহিলা।

উনি ও মোদী একই সময়ে, পাশাপাশি ২টি দেশ চালাচ্ছেন ১০ বছর; উনি উনার কেবিনেটে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, ইমপ্লিমেন্টেশান মিনিষ্টার ( বাংলাটা মনে পড়ছে না ) নিয়োগ দিয়েছেন এমন লোকদের, যাদেরকে বিশ্বব্যাংক বিশ্বাস করে না:



আমাদের সরকারের লোকেরা দেশের প্রবৃদ্ধির হার দেখায়েছে শতকরা ১০ ভাগ, ৭ ভাগ, ইত্যাদি; কিন্তু বিশ্ব ব্যাংক আমাদের সরকারের ডাটাকে E গ্রেইড দিয়েছে; E গ্রেইড মানে সঠিক বা বিশ্বাসযোগ্য নয়:



এবার দেখেন ভারতীয়দের প্রবৃদ্ধির হারের ডাটা:



ডা টানুসারে, ভারতীয়দের প্রবৃদ্ধি আমাদের চেয়ে কম। কিন্তু তাদের ডা টা অধিক গ্রহনযোগ্য; নীচে তাদের ডা টার গ্রেইড:



ভারতীয়দের ডাটার গ্রেইড হচ্ছে, C

আগামী ৫ বছর দেশের জন্য উনি ও উনার কেবিনেট কি করবে, বলা মুশকিল; দেশের আয় কম ও ডলারের দাম বেশী। বিশ্বব্যাপী খারাপ সময় যাচ্ছে। ইসরায়েল আমেরিকা ও বৃটেনকে যুদ্ধে টেনে এনেছে; আমেরিকা হুতিদের দোষ দিয়ে ইয়েমেনের ভেতরে বিমান আক্রমণ করেছে; এর আগে নিজের পক্ষে কোয়ালিশন গঠন করেছে, মোদী উহাতে আছে।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরোধিতাকারীরা নির্বাচনে কেন এলোনা এটা একটা রহস্য ।
তাদের উচিত ছিল নির্বাচনে আসা।

তারা দলীয় পরিচয়ে আসতে লজ্জা পেলেও তাদের উচিত ছিল স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা।
এটা যদি তারা করতেন তাহলে আমার কাছে মনে হয়েছে তারা কমপক্ষে ৮০-৯০ টি আসনে জয়লাভ করতে পারতেন।

আমি নিজে একজন ভোটার হিসাবে আমার ভোটটা অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে প্রদান করতে পেরেছি।
সেখানে কোন অনিয়ম কিংবা খারাপ কিছু আমার চোখে পড়েনি ।

তাই এই নির্বাচন নিয়ে আমার অভিমতঃ নির্বাচনটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ।
যারা ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি নানান গুজব আজব শুনে তারা আজেবাজে মন্তব্য করেছে। সেটা আসলে কোন কাজের কথা নয়।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



বিএনপি ও জাপা মিলিটারীর সৃষ্টিকরা দল, জামাত পাকিস্তানের সাথে মিলিত হয়ে দেশে গণহত্যা চালিয়েছে; এই ৩টি দলকে নিষিদ্ধ করলে, দেশে ভালো রাজনৈতিক দল গড়ে উঠবে।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

ঢাবিয়ান বলেছেন: ব্লগার সারে চুয়াত্তর E গ্রেডের বিশ্বাসযোগ্য নয় ডাটা দেখিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেছিলেন!!! সেখানে আপনার কমেন্ট দেখতে পাইনি। আপনি যে হাতে নাতে চোর ধরার মত তথ্য প্রমান নিয়ে হাজির হবেন , তা বুঝতে পারিনি :)

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:



সাড়ে চুয়াত্তর ( জ্বীন মিন নিয়ে কিসব লেখেন ), ভুয়া, শেরজা, করুণাধারা, নীলাকাশ, সোনালী কাবিন, প্রমুখদের লেখাগুলোতে আনেক আবর্জনা থাকে, তেমন পড়া হয় না, সময় নষ্ট হয়।

আমি দেখছি, জাতি আটকা পড়েছে, ভালো করার পথ বন্ধ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

ঢাবিয়ান বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন , আপনি পুরাতন ব্লগার। আগে মালয়েশিয়া থেকে লিখতেন। সে সময় আপনার লেখা ছিল একেবারেই অন্যরকম। মালয়েশিয়া নিয়ে আপনি লেখালেখি করতেন। মনে হচ্ছে আপনি দেশে চলে এসেছেন। এরপর আপনার লেখা হয়ে গেছে মারাত্মক রকমের খাপছাড়া । কি লিখছেন , বলছেন তা নিজেই মনে হয় বুঝতে পারেন না।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার সাচু ভাই এর পোস্টে আপনার মন্তব্য না দেখে অবাক। উনি কি আপনাকে ব্লক করেছেন?

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



না, উনি আমাকে কমেন্টব্যান করেননি; উনার লেখায় ধারণাগত ভুল থাকে।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: এই প্রথম আপনি সম্ভবত পোস্টে স্কিনশট ইউজ করেছেন। দেখে ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

সোনাগাজী বলেছেন:



এগুলো ব্লগারের দেখার দরকার আছে; পাশে ভারতে কি হচ্ছে, আর শেখ হাসিনা কাদেরকে বড় কাজের দায়িত্ব দিচ্ছেন? উনার সরাকরের লোকদের দেয়া ডাটাকে বিশ্বের সংস্হাগুলো বানোয়াট হিসেবে নেয়।

unction at() {
[native code]
}

unction at() {
[native code]
}

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

কামাল১৮ বলেছেন: বিশ্ব ব্যাংক বিশ্বাস করে ইউনুস কে।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:



বিশ্নব্যাংক ক্যাপিটেলিজমের একটি বড় ভি্ত্তি, ড: ইউনুস সাহবে ক্যাপিটেলিষ্ট ভাবনার বাহক। তবে, তিনি বাংলাদেশের নামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





এটা আমার জানা ছিল না।
আমার মনে হচ্ছে অনেকের ব্লগেই আমি ব্লকড।
আফসোস।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



আপনিও ও কি কিছু লোকের কমেন্টব্যানে পড়েছেন?

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: আমরা হয়তো সময়িক সুখ পাওয়ার জন্য বাংলাদেশকে ভারত, পাকিস্তানের সাথে তুলনা করে এগিয়ে রাখি ভারতের সাথে বাংলাদশের তুলনা করার তো প্রশ্নই আসে না এমনকি পাকিস্থানে যতই রাজনৈতিক অস্থিরতা থাকুক না কেন পাকিস্তানও আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে।

বার্তমান সময়ে পৃথিবীতে যতগুলো জাতি / দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশ নিন্মস্তরের জাতি হিসেবেই বিবেচিত, আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের দুই একটি গরীব দেশ থেকে আমরা হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারি। কাজেই এমন নিচুর সারির একটি জাতিকে কোন কিছুতেই আন্তর্জাতিক মানদন্ডে বিচার করা ঠিক হবে।

আশার কথা হচ্ছে- গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমন নিম্নস্তরের একটি জাতিকে লীড দেওয়া মোটেও সহজ কম্ম নয়। ইচ্ছে করলে শেখ হাসিনার প্রতিটি পদক্ষপেই ভুল ধরা যায় কিন্তু উহাতে কাজের কাজ কিছুই হবে না। দূর্ণীতি হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় সমস্যা, আমি মোটেও মনে করি না যে শুধু রাজনীতিবিদেরাই দূর্নীতি পরায়ণ হয়, এই দেশের প্রতিটি ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতির মানসিকতা নিয়ে বড় হয় এবং দূর্ণীতি করার সুযোগ খোঁজে। আপনাকে কানে কানে একটা কথা বলে দিয়ে যাই- এই দেশে দূর্নীতিকে একটা যোগ্যতা হিসেবে দেখায় হয়। ;) সুযোগ পেয়েও দূর্ণীতি করবে না এমন মানুষের সংখ্যা হয়তো ০.০১% হতে পারে।

এমন ভয়াবহ দূর্ণীতি পরায়ণ একটি সমাজ ব্যবস্থা থেকে আমাদের রাজনীতিবিদেরা উঠে এসে দূর্ণীতি করবে না এমনটা ভাবা একদম বোকামি। তবে দেখতে হবে কে কত কম দূর্ণীতি করে এবং দেশের জন্য কাজ করে আমাদের তার পক্ষেই থাকতে হবে।
সবকিছু রাতরাতি পরিবর্তন হবে না, সময় লাগবে। শেখ হাসিনা যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার যদি তাকে পিছন থেকে টানাটনি করেন তাহলে তার দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে না।

ধন্যবাদ।




১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ, ব্যুরোক্রেটদের ও সরকারী কর্মচারীদের দুর্নীতিবাজ ও অসৎ হওয়ার পেছেন শেখ হাসিনার সায় আছে।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: আপনি বাংলাদেশের যে ডাটার স্ক্রীনশটটি দিয়েছেন, ঠিক এই ডাটা'টাই বিএনপির আমলের সাথে তুলনা করেন, ভারতের সাথে নয়। তাহলে সবকিছু পানির মত পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে।

আওয়ামী লীগ কে যাচাই করতে হবে বিএনপির সাথে, মোদীর সাথে নয়। বৈশিক মানদন্ডে কোন কিছু বিচার করার মত সময় আমাদের এখনো আসে নি।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



আমার মতে বিএনপ'র সময়টা ছিলো বাংলাদেশের জন্য "কালো সময়, মিলিটারীর সময়"; শেখ হাসিনাকে মানুষ বড় আশা নিয়ে, সাহসের সাথে সাপোর্ট দিয়েদিলেন ভালো কিছুর আশায়; উনি সেই আশায় লাথি মেরেছেন

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

জ্যাক স্মিথ বলেছেন: আর আপনি যদি দেশে থাকতেন তাহলে হয়তো বুঝতে পারতেন আওয়ামী বিরোধী শক্তি কতটা নিন্মমানের, কতটা নিচু মানসিকতার, তাহলে আপনি তখন আওয়ামী লীগের হাজারটা দূর্ণিতি নির্দিধায় মানিয়া লইতেন।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি মিলিটারীকে আপনার অনেক আগের থেকে বুঝি; ১৯৫৮ সাল থেকে বুঝে এসেছি; ওদের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমার বুঝার দরকার ছিলো শেখ সাহবের সাময়টা ও শেখ হাসিনার সময়টা।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০

জ্যাক স্মিথ বলেছেন: আপনি বিএনপি-জামাতের কবলে কোনদিন পরেন নাই তাই এদের যন্ত্রণা কি তা আপনি বুঝবেন না, এমনি এমনি তেই আমি এত বড় পোস্ট লিখিনি। আপনি দেশে এসে ৬ মাস বেরিয়ে যান তাহলে অনেকিছু অনুধাবন করতে পারবেন।

ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



আপনি বিএনপি-জামাতের কবলে একা পড়েছিলেন?

১২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:


নির্বাচন ভুয়া E গ্রেডের ভুয়া পরিসংখান এই সব কথা দশ বছর ধরেই শুনতেছি।
বাস্তবতা হচ্ছে অর্থনীতির গতি ও ঋন গ্রহিতা হিসেবে দক্ষিন এশিয়ার মাঝে সবচেয়ে ভাল অবস্থা বাংলাদেশে।
এই কথা বিশ্বব্যাঙ্কের ম্যানেজিং ডাইরেক্টর ঢাকায় এসে নিজে সেদিন প্রকাশ্যে বলে গেছেন।
ক্রেডিট স্কোর খারাপ থাকলে ১ পশাও ঋন দিত না। শৃলংকা ও পাকিস্তানকে ৩ বছর ঋন দেয় নি।


রিজার্ভ যখন বৃদ্ধি পেয়ে ৪৮ বিলিয়নে পৌছেছিল তখন আমাদের অনেকেই টিটকিরি বলছিল রিজার্ভ ধুয়ে পানি খাব?
এরপর করোনা ও যুদ্ধে রিজার্ভ যখন বেশ কমে গেলে সেই বক্তব্য ঘুরে গিয়ে হায় হায় বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে।

মাথা পিছু আয় বৃদ্ধি পেলে যেই ব্যাক্তিকে বলতে শুনেছি - সব ভুয়া পরিসংখান, আমার টাকা গেল কই? সব বোগাস। মানুষ আরো গরিব হচ্ছে।
সেই একই ব্যাক্তি মাথা পিছু ঋন বৃদ্ধি হলে বলে হায় হায় কি হবে দেশের, এত টাকা কিভাবে দিব আমি? দেশ দেউলিয়া হয়ে গেল।
তুই তো বলছিলি টাকাই নাই সব ভুয়া, এখন লাফাস ক্যান?

যেই ব্যাক্তিকে বলতে শুনেছি বাংলাদেশে কোন টাকা নেই সব টাকা বিদেশে পাচার হইছে। যেই টাকা আছে সব কাগজ, সরকার কাগজে টাকা ছাপাইয়া কোনমতে চলতেছে।

সেই ব্যাক্তিকে পরে বলতে শুনেছি সেতুর ব্যয় ৩ গুন ব্যয়। ৩৩ হাজার কোটি টাকা। দেশের কি হবে!
সেই ব্যক্তিদের বলি - হ ভাই সব পরিসংখান ভুয়া, সব সেতু বিদ্যুৎ টারবাইন সব কাগজ দিয়ে তৈরি, পদ্মা সেতুও কাগজ দিয়াই বানাইছে! দেশের শতভাগ গ্রামে বিদ্যুৎ পৌছানো হইছে সেইটা কাগজের স্থির বিদ্যুৎ।


১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:




আপনি দরকারে যেকোন ধরণের কথা বলেন; আপনার কথার কোন মান নেই।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০

শূন্য সারমর্ম বলেছেন:


E ও C গ্রেডের মধ্যে কত পার্থক্য, আহা! দেশ জনগণকে কতকিছু দেখিয়ে স্মার্ট শব্দটা লাগিয়ে সরকার গঠন করে ফেললো।

১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



C গ্রেডের ডাটা গ্রহনযোগ্য; ডাটাতে ভুল থাকতে পারে। E হলো ম্যানিপুলেইটেড ডাটা

১৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আদুভাইয়ের গল্পটি লিখতে হবে। যে কিনা ২০ বছর ধরে একই শ্রেণীতে পড়ছিলো।


১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪২

সোনাগাজী বলেছেন:



আদু ভাইয়ের গল্পের উপর প্রশ্ন আসলে, অনেকে ১০'এর মাঝে ২/১ পাবে।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৩২

ডঃ এম এ আলী বলেছেন:






চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে যারা দৌড়ান তাদের খেলায়
আপনিও সামিল হলেন দেখে কিছুটা বিস্মিত হলাম ।

বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের ধারনা কেমন তা তাদের অফিসিয়াল
ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন । বিশ্ব ব্যাংকের ছবিটি বড় ছোট দুভাবেই দেখালাম ।


বিশ্ব ব্যাংক তাদের ওয়েব সাইটে নীজেদের পরিচয় কি ভাবে তুলে ধরেছে তা এই ছবিতে দেখুন



অন্যদিকে World Economics তাদের ওয়েবসাইটে নীজেদের কোন পরিচয় না দিয়ে প্রথমেই বলেছে
তারা কি করে , নীচের তাদের ওয়েবসাইটের একটি ছবির এ অংশ দেখানো হলো ।


অপনার দেয়া ছবিতে world Economics এর ওয়েব লিংকে দেখা যায় লেখা আছে
www.worldeconomics.com
অপরদিকে বিশ্ব ব্যাংকের ওয়েব সাইটে লেখা আছে http://www.worldbank.org

তার মানে World Economics নামের কথিত প্রতিষ্ঠানটি একটি বেসরকারী বানিজ্যিক প্রতিষ্ঠান
ইন্টার নেটে ঘাটাঘাটি করে দেখা গেল এটা লন্ডন ভিত্তিক একটি বানিজ্যিকা প্রতিষ্ঠান । তাই তাদের
কথা বিশ্বব্যাংকের কথা বলে চালিয়ে দেয়া যায় না ।

যাহোক তাদেরকে যারা যে উদ্ধেশ্যেই গঠন ও ব্যবহার করুক না কেন , যেহেতু তারা তাদের নিজেদের
সম্পর্কে তাদের ওয়েব সাইটে কোন পরিচয়ই তুলে ধরেনি, সেহেতু তাদের সম্পর্কেই রেটিং এর
E মার্কটা বেশী করেই প্রযোয্য, তাদের দেয়া তথ্য উপাত্ততেই বেশী সন্দেহের উদ্রক করে ।

অন্যদিকে বাংলাদেশ বলেনি যে প্রবৃদ্বি হবে ১০ ভাগ , তবে তারা ৭ ভাগ হবে বলে ফোরকাস্ট করেছে ।
বিশ্ব ব্যাংক বলেছে এটা ৫.৯ তথা ৬ ভাগের মত হতে পারে । তবে সবকিছু ঠিকঠাক মত চললে
ও দেশে কোন আনাহুত বিসৃংখলা বা অস্তিতিশীলতার পরিবেশ সৃস্টি না হলে প্রবৃদ্ধির পরিমান
৭ শতাংশ হবে বলে আশা করাই যায় যেহেতু বিশ্বব্যাংক তাদের ওয়েব সাইটেই দেখিয়েছে
২০২০ সালে দেশের প্রবৃদ্ধি ছিল ৭ ভাগের উপরে ।

যাহোক হাত পা মুখ সকলেরই খোলা আছে, যার যেমন খুশী বলতে পারেন তবে সচেতন পাঠকের
উচিত হবে তথ্যে সততার ভিত্তিমুল একটুখানি যাচাই করে দেখে মুল্যায়ন করা ।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

ডঃ এম এ আলী বলেছেন:


চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে যারা দৌড়ান তাদের সাথে
আপনিও সামিল হলেন দেখে কিছুটা বিস্মিত হলাম ।

বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের ধারনা কেমন তা তাদের অফিসিয়াল
ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন । বিশ্ব ব্যাংকের ছবিটি বড় ছোট দুভাবেই দেখালাম ।


বিশ্ব ব্যাংক তাদের ওয়েব সাইটে নীজেদের পরিচয় কি ভাবে তুলে ধরেছে তা এই ছবিতে দেখুন



অন্যদিকে World Economics তাদের ওয়েবসাইটে নীজেদের কোন পরিচয় না দিয়ে প্রথমেই বলেছে
তারা কি করে , নীচের তাদে ওয়েবসাইটের একটি ছবির এ অংশ দেখানো হলো ।


অপনার দেয়া ছবিতে world Economics এর ওয়েব লিংকে দেখা যায় লেখা আছে
www.worldeconomics.com
অপরদিকে বিশ্ব ব্যাংকের ওয়েব সাইটে লেখা আছে http://www.worldbank.org

তার মানে World Economics নামের কথিত প্রতিষ্ঠঅনটি একটি বেসরকারী বানিজ্যিক প্রতিষ্ঠান
ইন্টার নেটে ঘাটাঘাটি করে দেখা গেল এটা লন্ডন ভিত্তিক একটি বানিজ্যিকা প্রতিষ্ঠান ।

তাদেরকে যারা যে উদ্ধেশ্যেই গঠন ও ব্যবহার করুক না কেন , যেহেতু তারা তাদের নিজেদের
সম্পর্কে তাদের ওয়েব সাইটে কোন পরিচয় তুলে ধরেনি সেহেতু তাদের সম্পর্কেই রেটিং এর
E বেশী করে প্রযোয্য তথা তাদের দেয়া তথ্য উপাত্ততেই বেশী সন্দেহের উদ্রক করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.