নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: আজ থেকে শুরু হচ্ছে প্রাইমারী নির্বাচন।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৭



**** আপডেট: এখন নিউইয়র্ক সময় ৮:০০ পি. এম.; ককাস শুরু হচ্ছে; ভয়ংকর শীত, -৩০ ডিগ্রী সেলসিয়াস।
**** আপডেট: সময়: ১১:৪০ পি. এম: ১ম স্হানে ট্রাম্প, ৫১%; ২য় স্হানে ডেসান্তিস, ২১%; নিকি ৩য় স্হানে, ১৯%

আজকে আমেরিকার আইওয়া রাজ্যে ১ম রিপাবলিকান ককাস ( প্রাইমারি ভোট ) হবে। ইহাই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রসেডিওর'এর শুরু; ক্রমেই আমেরিকার ৫০ রাজ্যে প্রাইমারী হবে, শেষ হবে জুন মাসের ২৫ তারিখে। তখন মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রার্থীদের থেকে দলগুলো ফাইন্যাল প্রার্থীদের নাম ঘোষণা দিবে।

** শেখ হাসিনা আওয়ামী লীগে যেই সমস্যার সৃষ্টি করেছেন, উহার সমাধান ছিলো প্রাইমারী নির্বাচন করা।

আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচন হবে এই বছরের নভেম্বর মাসের ৫ তারিখ, মংগলবার। মোট ৭টি দল থেকে ৪/৫ জন প্রাার্থী হওয়ার সম্ভাবনা আছে; তবে, বড় ২ দল, ডেমোক্রেট ও রিপাবলিকানদের পক্ষ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা যথাক্রমে জো বাইডেন ও ট্রাম্প (? ) । মুল ভোটের আগে, প্রার্থী নির্বাচনের জন্য সব রাজ্য দলীয় ভোট হবে; দলীয় ভোটকে বলে "প্রাইমারী"। আমাদের দেশে প্রার্থী দেন দলীয় প্রধান, কিংবা দলীয় কমিটি; আমেরিকায় দলের লোকদের ভোটেই প্রার্থী নির্বাচিত হয়।

প্রাইমারী ভোট হয় সরকারীভাবে এবং ইহা সাধারণ ভোটের মতোই; রিপাবলিকানদের প্রাইমারীতে রিপাবলিকান ভোটারেরা ভোট দিবে, ডেমোক্রেটিক দলের প্রাইমারীতে ডেমোক্রেটরা ভোট দিবে। কোন কোন রাজ্যে নির্দলীয় ভোটারেরাও ভোট দিতে পারে। ছোট ছোট রাজ্যে প্রাইমারী ভোট মৌখিকভাবেও হয়, ইহাকে বলে "দলীয় ককাস"। আজ বিকেলে দেশের ১ম দলীয় ককাস হবে আইওয়া রাজ্যে, ইহা রিপাবলিকানদের দলীয় ককাস।

আজকে রিপাবলিকান দলের ৪ জন প্রার্থী ককাসে ভোট চাইবে: (১) ট্রাম্প, জরীপে শতকরা ৪৮ জনের সাপোর্ট পেয়েছে (২) নিকি হেলি, শতকরা ২০ ভাগ সাপোর্ট (৩) রন ডেসান্তিস, সাপোর্ট শতকরা ১৬ ভাগ (৪) বিবেক, শতকরা ৪ জনের সাপোর্ট।

আজকে আইওয়া রাজ্যে ভয়ংকর শীত পড়ছে, তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াস হবে; এতে ককাসে উপস্হিতি কম হবে। আশা করা হচ্ছে, ট্রাম্প বেশী ভোট পাবে; নিকি হেলি ২য় স্হানে থাকার সভাবনা।


মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: ট্রাম্প কে প্রেসিডেন্ট হিসেবে দেখার জন্যে গ্যালারিতে বসলাম। জবাইদেন সাবের কি অবস্থা? শুনলাম উনার জনপ্রিয়তা নাকি একেবারে তলানিতে নামছে?

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:



ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলকে অন্ধভাবে সাপোর্ট ও বয়স, উহার জন্য ভয়ংকর সমস্যা হয়ে গেছে।

২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

গেঁয়ো ভূত বলেছেন: আমার তো মনে হয় জবাইদেন আমেরিকার সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট, আপনার কি মত?

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:


অনেকটা, কোভিডের পর যুদ্ধে উস্কানী দিয়ে সে আমেরিকার কপাল ভেংগেছে।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


Donald Trump ফিরে এলে সেটাও হবে পৃথিবী বাসীর জন্য একটা বিরাট দুর্ভাগ্য।
আসলে বরাক ওবামা কিংবা বিল ক্লিনটনের মত নেতাদেরকে ই আমেরিকার প্রেসিডেন্ট হওয়া উচিত।
পুরো বিশ্ববাসীর স্বার্থে এটা হওয়া উচিত।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:




বাইডেন যুদ্ধ জড়ানোতে ( ইুউক্রেন ও ইজরায়েলকে অন্ধভাবে সাপোর্ট করায় ) ট্রাম্প আসার সম্ভাবনা শতকরা ৫১/৫২ হয়ে গেছে। ট্রাম্প এলে যুদ্ধ বন্ধ হবে; ফিলিস্তিনের ও আমেরিকার ক্ষতি হবে; বিশ্বের বেশী ক্ষতি হবে না।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন ভোট দিতে পারিনা,আম্রিকা গিয়ে হলেও একটা ভোট দিতে চাই।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:



জিয়ার মাজারে গিয়ে জিয়ারত করে আসেন। পার্লামেন্ট এলাকা থেকে জিয়ার কবর সরাতে চাই। আপনার মতামত কি?

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: কে বিজয়ী হবে বলে আপনার ধারণা?

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



ইহা রিপাবলিকানদের ভোট ( প্রাইমারী )।
আজকে ট্রাম্প; তবে, নিকি হেলী ২য় স্হানে এলে, ট্রাম্প সামনের দিনগুলোতে চাপে পড়বে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



জো বাইডেন যেটা করতে চেয়েছেন সেটা সম্ভবত তিনি করতে ব্যর্থ। তিনি ভেবেছেন যে আমি যেটা করব মানুষ মেনে নেবে। তিনি আগে পিছনে ভেবে কিছু করেনি।

এছাড়া আমেরিকার উচিত ছিল অর্থনীতিতে জোর দেয়া। তা তারা করেনি। বরং যুদ্ধ যুদ্ধ খেলা খেলেছেন। যতদূর জানি ট্রাম্প পাগল হলেও কোন যুদ্ধ নতুন ভাবে শুরু করেননি।

তবে এবার প্রেসিডেন্ট নির্বাচনে বেশ চমক আসবে বলেই ধারণা করছি।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখনো সঠিভাবে প্রেডিক্ট করা মুশকিল; বাইডেন বড় বড় ভুল করে যুদ্ধে জড়ায়ে। তবে, ট্রাম্প আইনীভাবে আটকা পড়তে পারে।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন ভোট দিতে পারিনা,আম্রিকা গিয়ে হলেও একটা ভোট দিতে চাই।

ভাই, কেউ কি আপনাকে ভোটদানে বাধা প্রদান করেছিল?
আমি আমার ভোটটি ঠিক মতই দিয়ে আসতে পেরেছি।
আমাকে কেউ বাধা প্রদান করেনি।
কেউ উৎসাহিত ও করেনি ।
নিজের পবিত্র নাগরিক দায়িত্ব মনে করে আমার ভোটখানা দিয়ে এসেছি।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



বিএনপি, জাপা, মিলিটারীর সৃষ্টি; মিলিটারী এখন শেখ হাসিনার সাথে আছে; গিয়াস সাহেব ইহা বুঝলে ভোট দেয়ার জন্য আফসোস করতেন না।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



বি এন পি যদি কেয়ারটেকার বাদ দিয়ে প্রাইমারী ভোটের জন্য দাবী করত
তাহলে শেখ হাছিনা তা সানন্দে মেনে নিত ।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:


মিলিটারী যখন বিএনপি ও জাপা গঠন করেছিলো, খারাপ ও বেকুব রাজনীতিবিদরা উহাতে যোগ দিয়েছিলো; যতদিন মিলিটারী ক্ষমতায় ছিলো, ওরা ভোটের রাজাল্ট বদলায়েছে ইচ্ছা মতো; আবুলেরা আনন্দে ছিলো।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সর্বশেষ যে কয়জন প্রেসিডেন্ট দেখলাম এর মাঝে বাইডেন সাহেবরেই যেন কেমন কেমন লাগলো। ঠিক আমেরিকার প্রেসিডেন্টের মতন না। আপাতদৃষ্টিতে ক্লিন্টন, বুশ, ওবামা, এমনকি ট্রামের যে প্রভাব ছিলো, বাইডেনের ক্ষেত্রে তা কিছুটা ম্রিয়মাণ লেগেছে। এখন ভিতরে ভিতরে আন্তর্জাতিক মহলে তার কেমন কী প্রভাব ছিলো, তা তো আর জানি না।

আপনার কী মনে হয়, ডেমোক্রেটরা বাইডেনকে বেছে নিলে, তার ২য় দফায় প্রেসিডেন্ট হবার সম্ভাবনা কতখানি?

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৪

সোনাগাজী বলেছেন:



তার জনপ্রিয়তা একেবারে তলানীতে, এবং সে ১০০ ভাগ অদক্ষ। গতবার তাকে আমেরিকানরা ভোট দিয়েছিলো ট্রাম্প থেকে দেশকে রক্ষা করতে। আমেরিকানরা মনে করছে যে, ট্রাম্প এলে আমেরিকায় রেসিজম ফেরত আসবে ও "রেডন্যাক আমেরিকানরা" দেশে ভয়ংকর বিশৃংখলার সৃষ্টি করবে। ট্রাম্পের স্বভাবটাই ক্রিমিনাল টাইপের। তবে, আমেরিকানরা মনে করে যে, ট্রাম্প এলে ইউক্রেন যুদ্ধ থামবে ও কিম চুপ থাকবে; এমনকি চীন সহসা তাইওয়ান দখল করবে না। তবে, সে ঘোষণা করবে যে, ফিলিস্তিনীরা মারা গেছে নিজের দোষে।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:০৫

কামাল১৮ বলেছেন: আমাদের সাথে আমেরিকার একটা মিল আছে।আমাদের জনগন যেমন দুই ভাগে বিভক্ত, আমেরিকার জনগনও দুই দলে বিভক্ত।আমাদের একদল ভোট বয়কট করে ওদের করে না।

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

সোনাগাজী বলেছেন:


কিছুটা মিল আছে; আমেরিকা বিশ্বের মোড়ল, আমরা কেহ নই।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: ওখানে প্রাইমারি শুরু হলো আপনার লেখার বিষয়ও নতুন পালে হাওয়া লাগল।

জো বাইডেন পাশ করবে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



সম্ভাবনা আছে; ট্রাম্প আইনীভাবে আটকে যেতে পারে; বাইডেন ভোটের জন্য মাথে নামলে, ট্রাম্পের জনপ্রিয়তা কমবে।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: আপনি আমেরিকান ভোট পদ্ধতি সম্পর্কে লিখুন । প্রথম থেকে শেষ পর্যন্ত । বাংলাদেশের আর আমেরিকান ভোট সিস্টেমে তফাত কোথায় ? প্লিজ ।

১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, আমেরিকার পদ্ধতি অনেক দেশের তুলনায় আলাদা; আমি সেটা নিয়ে লিখবো।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

নতুন বলেছেন: ট্রাম্প সম্ভবত আইনী ঝামেলায় শেষ পযন্ত প্রেসিডেন্ট হতে পারবেনা।

কিন্তু ট্রাম্পের মতন মানুষ প্রেসিডেন্ট হওয়া অর্থ আমেরিকার জনগনের কি ঘিলু কমে গেছে? নাকি কর্পরেটের ব্যবসায়ীরা ট্রাম্প এলে সুবিধা বেশি পায়?

১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:



সাদাদের একাংশ মনে করছে যে, অসাদারা ফাঁকিবাজ, সুবিধাভোগী, কাজ কম করে বেশী সুবিধা পাচ্ছে; সেজন্য সাদারা অকারণে খেটে মরছে।

ট্রামও এই মত পোষণ করে; তারপর আছে কর্পোরেট আমেরিকা, ট্রাম্প নিজেই অসৎ ব্যবসায়ী

১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: কে আমেরিকার প্রেসিডেন্ট হলে আমাদের লাভ আছে?

১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ কোনভাবে উপকৃত হওয়ার কথা নয়; আবার, কোনভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আমেরিকা বুঝে যে, বাংলাদেশের ব্যুরোক্রেটরা চীনামুখী হয়েছে চুরি করার জন্য।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

কামাল১৮ বলেছেন: আমেরিকা বিশ্বের মোড়ল,এই কথাটা এখন সম্পুর্ণ সত্য নয়।সোভিয়েতের পতনের পর কয়েক বছরের জন্য ছিলো।রাশিয়া ক্রিমিয়া দখলের পর (২০১৪ ) এখন আর আমেরিকা সুপার পাওয়ার নাই।ন্যাটো এবং বাকি বিশ্ব এখন বহু ভাগে বিভক্ত।ইউক্রেন যুদ্ধের পর বিষয়টা আরো স্পষ্ট হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:


আপনার মতে, বিশ্বের জাতিগুলোর সমস্যা হলে, সেখানে কে ১ম এগিয়ে যায়?

১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

জ্যাক স্মিথ বলেছেন: গতবার তো বাইডের পক্ষে বাজি ধরছিলাম, এবার যে কি হয় বলা মুশকিল, বাইডের সবচেয়ে বড় বাধা তার বয়স। আর বাইডেন যদি দ্বিতীয়বার ক্ষমতায় থাকে তাহলে আমেরিকা বড় কোন যুদ্ধে জড়িয়ে যাবে, হুতি বিদ্রোহিদের উপর হামলার পর তার বিবৃতি থেকে সেরকমই কিছু ইঙ্গিত পেয়েছি।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:



বাইডেন আবার এলে, ইসরায়েল তাকে ইরানের সাথে যুদ্ধে নিয়ে যাবে।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩০

কামাল১৮ বলেছেন: আমেরিকা যায় সমস্যাকে আরো ঝটিল করতে।বাকি বিশ্ব যায় সমাধান করতে।এমন একটা বিশ্ব সমস্যা দেখান যেটা আমেরিকা সমাধান করেছে।তার কিছু চামচা আছে তারা ছাড়া বাকি বিশ্ব তাকে মানে না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



সাদ্দাম যখন কুয়েত দখল করেছিলো, তখন কে গেছে? জাপান ও দ: কোরিয়া কার সাহায্য চায়?

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৩

কামাল১৮ বলেছেন: জাপান ও দক্ষিন কোরিয়ায় আমেরিকান সৈন্য আছে আন্তর্জাতিক আইন অমান্য করে।তারা না পারছে গিলতে না পারছে উগলাতে।একবার আক্রমন শুরু হলে চোখে অন্ধকার দেখবে আমেরিকা।আনবিক শক্তিতে ও আকাশ প্রতিরক্ষায় রাশিয়া চীন ও ইরান আমেরিকার থেকে অনেক এগিয়ে।এখন আর কেউ ছেড়ে কথা বলছে না।
গাজায় শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১২

সোনাগাজী বলেছেন:



চীন, রাশিয়া ও আমেরিকার মাঝে কোনদিন সরাসরি যুদ্ধ হবে?

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৫

সোনাগাজী বলেছেন:



পুটিনের প্ল্যান ছিলো কিয়েভ দখল করে সরকার বদলিয়ে দেয়ার; সেটা পারেনি পুটিন, এটা আপনার জানা আছে?

১৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৯

কামাল১৮ বলেছেন: ইউক্রেনে রাশিয়া সফল।সবকিছু রাশিয়ার পরিকল্পনা মতো চলছে।ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ।।আপনি পশ্চিমা খবর দেখেন।আমি পূর্ব পশ্চিম সকল খবর দেখি।
রাশিয়া আমেরিকার মাঝে যে অনাক্রমন চুক্তি ছিলো সেটা নবায়ন হয় নাই।দুনিয়ার সকল খবর এখন জানা কোন বিষয় না।কোন দৃষ্টিকোন থেকে ব্যাখ্যা করছেন সেটা হলো আসল।একেক জনের ব্যাখ্যা একেক রকম।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি খবর রাখছেন, এটা আমি বিশ্বাস করি।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫১

সোনাগাজী বলেছেন:



যারা আপনার থেকে কম বুঝেন, তাদের থেকে জেনে নিয়েন, ইউক্রেনে পুটিনের সফলতা কেমন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.