নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভেবেছিলাম, ড: আবদুর রাজ্জাক প্রাইম মিনিষ্টার হওয়ার যোগ্য

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৭



আমার মতো আজগুবি ভাবনা কি কখনো আপনাদের মনে এসেছিলো, শেখ হাসিনা যদি কিছু সময়ের জন্য প্রাইম মিনিষ্টার না'থাকেন, দেশের জন্য ভালো হতো! ২০১৮ সালের নির্বাচন নিয়ে বেশ ভালোই বদনাম হয়েছিলো শেখ হাসিনার; উনি সেইবার প্রাইম মিনিষ্টার না'হয়ে যদি অর্থ ও ডিফেন্স মিনিষ্টার হয়ে, আওয়ামী লীগের সবচেয়ে যোগ্য ব্যক্তিকে প্রাইম মিনিষ্টার বানাতেন, দেশে কি কিছু পরিবর্তন আসতো?

শেখ হাসিনার বাহিরে, আওয়ামী লীগের সবচয়ে যোগ্য ব্যক্তি কে? আমার মতে, ড: আবদুর রাজ্জাকই আওয়ামী লীগের সবচেয়ে যোগ্যতম ব্যক্তি! এবার উনি মন্ত্রীত্ব থেকে বাদ পড়েছেন! উনি মন্ত্রীত্ব থেকে বাদ পড়াতে কয়েকজন ব্লগার আমার ভাবনা ইত্যাদি নিয়ে কিছুটা হেসেছেন! কিন্তু আমি এখন আরো কনভিনসড যে, ড: আবদুর রাজ্জাকই আওয়ামী লীগের মাঝে সবচেয়ে যোগ্য ব্যক্তি।

ড: হাসান মাহমুদ, ওবায়ডুল কাদের, নওফেল, দীপুমনি যদি থেকে যান, ড: আবদুর রাজ্জাক কেন বাদ পড়লেন? আমার ধারণা, শেখ হাসিনা, ড: আবদুর রাজ্জাকের যোগ্যতা বুঝতে পেরে, উনাকে ভয় পেয়েছেন! শেখ হাসিনার ভয়, উনার অবর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব হয়তো ড: আবদুর রাজ্জাকের হাতে চলে যেতে পারে।

পুরোদেশ ভাবছেন, শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব কার হাতে যাবে? শেখ হাসিনা ৪৪ বছর আোয়ামী লীগের সভাপতি; ইহা জাতির জন্য খুবই খারাপ উদাহরণের সৃষ্টি করেছে, জাতির প্রোফাইলের জন্য ক্ষতিকর হয়েছে। কিন্তু শেখ হাসিনা দলের হাল ধরার জন্য কাউকে প্রস্তুত করেছেন বলে মনে হয় না। কাউকে উনি সরকারের সর্বোচ্চ পদেও যেতে দেননি, দলের সভাপতি হতে দেননি; কিন্তু দেয়ার দরকার ছিলো; উনার নিজের অভিজ্ঞতার জন্যও ইহা করার দরকার ছিলো।

ওয়াদুল কাদেরকে এই বিশাল দলের সাধারণ সম্পাদক নিয়োগ করার একমাত্র কারণ হলো, ওবায়দুল কাদের দলে বেশ জনপ্রিয়, কিন্তু উহার অনেকগুলো খুঁত আছে; খুঁত থাকার কারণে ওবায়দুল কাদেরকে উনি বড়পদ দিয়েছেন। ড: আবদুর রাজ্জাকের খুঁত কম কিংবা না'থাকাটা শেখ হাসিনার জন্য একটা সমস্যা বলে আমার মনে হচ্ছে।


মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫২

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা নিজ দলের স্বার্থ বিবেচনায় নিচ্ছেন বলে মনে হয়না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



উনার কাছে দল ও দেশ গুরুত্ব পায়নি।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৩

কামাল১৮ বলেছেন: বেফাস কথা বলে আওয়ামী লীগকে ডুবাতে বসেছিলো।তার কথা ও কাদেরের কথা ছিলো স্ববিরোধী।মন্ত্রী না হলেও গুরুত্বপূর্ণ পদে থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৯

সোনাগাজী বলেছেন:


১ টা বেফাঁস কথা বললে আওয়ামী লীগ যদি ডুবে যেতো, শেখ হাসিনার হাজার বেফাঁসের পর উহা কিভাবে টিকে আছে?

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩১

বিষন্ন পথিক বলেছেন: মন্ত্রী হিসাবে রাজ্জাক, শিখর সাহেবরা ভালো করলেও হয়ত "ইয়েস স্যার" কম জপেছেন, উনি কাদের সাহেবের জন্য বড় থ্রেট

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, শেখ হাসিনা নিজেই ভয়ে আছেন যে, দলের উঁচুপদের লোকজন ড: রাজ্জাককে বেশী সমীহের চোখে দেখে।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০১

বিষন্ন পথিক বলেছেন: বাংলাদেশের রাজনীতিতে প্রাইমারী অসম্ভব, ভেবেছিলাম হাসিনা কিছুটা হলেও এবার চালু করবে, সংসদ নেতা নির্বাচনে এম্পিদের গোপন ভোটের বাবস্থা করতে পারতেন, মুখে ভোট হলে ওনার সামনে থাকলে সবাই সর্বসম্মতি, কার ঘাড়ে কয়টা মাথা

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৯

সোনাগাজী বলেছেন:



উনি এমন সব লোকদের নমিনেশন দিয়েছেন, যারা বিবিধ অপরাধের কারণে উনার কাছে আটকানো আছে।

উনি সুযোগ না'দিলে এরা ১ জনও নিজগুণে জয়ী হবে না।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন: ওনাকে বাদ দেয়া হয় নি।
উনি সাক্সেস্ফুলি মেয়াদ পুর্ন করেছেন। ওনাকে এবার নেয়া না হলেও নেক্সটে অনেক ভাল সুযোগ আছে।

আপনি বরং বার্মিজ আরাকান আর্মি নিয়ে পোষ্ট দেন।
একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি । গুরুত্বপুর্ন বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



শুনলাম, মন্ত্রীসভা আপনি গঠন করে দিয়েছেন?

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নির্বাচনের কিছু দিন পূর্বে উনি যে বক্তব্য দিয়েছিলেন তাতে মনে হয় উনার রাজনীতির ক্যারিয়ার আপাতত শেষ। প্রধানমন্ত্রীত্ব তো হনুজ দিল্লী দূর অস্ত !
দিল্লী অনেক দূর।

সামনের কাউন্সিলে মনে হয় উপদেষ্টাপরিষদ উনাকে ডাকতে পারে খালি চেয়ার নিয়ে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:




নির্বাচনের কিছু দিন পূর্বে উনি কি বলেছিলেন?

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭

বাউন্ডেলে বলেছেন: আপনার চিন্তা-ভাবনা আর ঘানি টানা গাধার মেমোরি বিন্যাসের মধ্যে তেমন কোন পার্থক্য্ নাই।বামন সেন্সের মানুষ আপনি-নেগেটিভ চিন্তার জ্বালায় লেখালেখি করেন। অহেতুক এনার্জি নষ্ট করে স্রেফ আয়ু কমানো ছাড়া তেমন কোন উপযোগীতা নেই আপনার প্রসব বস্তুর। আঃ রাজ্জাক নট বেটার দ্যান ইউ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



রাজ্জাক অবশ্যই আমার থেকে বেটার নন; তবে, উনি আপনার মত মশামাছি নন।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: রাজ্জাক সাহেব বাদ পড়ার কারন হচ্ছে উনি কথায় কথায় শেখ মুজিব আর শেখ হাসিনা করেন না। চাটুকারিতা দালালি তার মধ্যে নেই। অথচ শেখ হাসিনা চাটুকারিতা আর দালালি ভীষন পছন্দ করেন।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে, রাজ্জাক সাহেব শেখ হাসিনার তুগলকগিরি বুঝেন; উনাকে কাছে রাখাটা সমস্যা।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: এক ভিডিও তে দেখলাম, রাজ্জাক সাহেব বিএনপির সুনাম করে দুটা কথা বলেছেন। সেই কথাই উনার কাল হয়েছে। অবশ্য উনি সাংবাদিকদের বলেছিলেন, কথাটা রেকর্ড না করতে।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:


মানুষের ২/১টা ভুল হয়, শেখ হাসিনার ভুল কথা ও ভুল কাজের কারণে পুরো জাতি বিশৃংখল অবস্হায় বাস করছে।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে প্রধানমন্ত্রী হবার মতো যোগ্য ব্যক্তি এক জনই আছেন।
তিনি হচ্ছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে তাঁর উপর দিয়ে নেতৃত্বের পরীক্ষায় কেউই সমক্ষ হবেন না।

অবশ্য ঢাকার প্রেসক্লাবের সামনে আমি ইদানিং যে সব সমাবেশ নিজ চোখে দেখার দুর্লভ সুযোগ পেয়েছি তাতে আমার মনে হতো খুবই তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হতে চলেছেন এক ব্যক্তি। তার নাম জননেতা জুনায়েদ সাকী। বিরাট এক নেতা।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



উনার সময়ে আওয়ামী লীগে কোন সন্মানী নেতার আবির্ভাব হয়নি

১১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




যে কারণে তিনি আবেগ ধরে রাখতে পারলেন না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:




ওবায়দুল কাদেরদের পুরো পরিবার মাফিয়া।

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট সম্পর্কে আপনার ধারনা কি ?

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



রাখাল ছেলে।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

রানার ব্লগ বলেছেন: বাউন্ডেলে বলেছেন: আপনার চিন্তা-ভাবনা আর ঘানি টানা গাধার মেমোরি বিন্যাসের মধ্যে তেমন কোন পার্থক্য্ নাই।বামন সেন্সের মানুষ আপনি-নেগেটিভ চিন্তার জ্বালায় লেখালেখি করেন। অহেতুক এনার্জি নষ্ট করে স্রেফ আয়ু কমানো ছাড়া তেমন কোন উপযোগীতা নেই আপনার প্রসব বস্তুর। আঃ রাজ্জাক নট বেটার দ্যান ইউ।

বাউন্ডেলে @ অহেতুক কেনো গাজী ভাইয়ের মুখে শব্দ তুলে দিচ্ছেন । পড়ে আপনারাই হইচই করবেন গাজী ভাই এর মুখ ভালো না ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:




আপনি সামুতে রেজিষ্ট্রেশন করার সময় নিজের পছন্দ মতো একটি "নিক" নিয়েছেন, আমি আমার পছন্দ মতো নিক নিয়েছি; "বাউন্ডেলে" নিকটা নেয়ার মানসিকতাটুকু বুঝুন; ইহা ইডিয়টের কাজ।

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি রাণী। তেনার ইচ্ছেমত অনেককে সুযোগ দিচ্ছেন। অনেকে গত টার্মে মন্ত্রীত্ব পায়নি, এবার পেয়েছে। সবাই খুশী। কোন আওয়াজ নেই...

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:


উনি এখন থেকে গড়িয়ে মড়িয়ে সময় কাটাবেন; কিছু করার মতো, জানার মতো এনার্জি উনার নেই; উনার লোকেরা লুটেপুটে খাবে।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশের কোন রাজনীতিবীদকে নিয়ে আলোচনা করতে গেলে আমার গা গুলিয়ে আসে, তাই কে কতটা যোগ্য এই প্রশ্ন আমার কাছে অবান্তর। বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে কিছুদিন গান গেয়েছি কিন্তু তাই বলে তাদের কোন নেতা, মন্ত্রী, এমপি এদের দিয়ে গবেষণা করার মত সময় আমার নেই।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



আগামী ৫ বছরে জাতি আরো ২০ বছর পেছনে পড়বে; বিশ্বের অবস্হা ভালো নয়।

১৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: সবাইকে তো খুশি করতে হবে!!

আপনি যেভাবে দেশের জন্য চিন্তা করেন, শেখ হাসিনা আপনাকে কাছে পেলে একটি মন্ত্রীত্ব হয়তো দিতেন।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



মনে আছে, বেগম জিয়া কি ভয়ে ডা: বদরুদোজাকে সরায়ে দিয়েছিলো?

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

শূন্য সারমর্ম বলেছেন:


রাজ্জাক সাহেবের সাথে কি আপনার ব্যাক্তিগত কোনো সম্পর্ক আছে?

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



না, নেই।
এবার যারা এমপি ভোটে জয়ী হয়েছে, ওদের মাঝে উনি সবার চেয়ে উপযুক্ত; শেখ হাসিনা ৩ নম্বরে; বাকীগুলো ক্রিমিনাল।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

কামাল১৮ বলেছেন: আপনি নিজেই বলছেন,বিশ্বের অবস্থা ভালো নয়।বাংলাদেশের অবস্থা ভালো হবে কি ভাবে? বাংলাদেশ বিশ্বের বাইরে না।আপনার অনেক বক্তব্যই স্ববিরোধী হয়ে যায়।
বি,চৌধুরী কোন ভালো লোক না।সে বিএনপির প্রতিষ্ঠাদের একজন।সে ভালো ডাক্তার কিন্তু ভালো রাজনীতিবিদ না।তার ছেলেও তার মতো।বি,চৌধুরির বাবা ছিলো আওয়ামী লীগের বড় নেতা।সে চাচ্ছিলো তার বাবার মতো তাকে সম্মান করা হোক।কিন্তু শেখ হাসিনা সেই শিক্ষা পায় নাই।সে গুনীকে সম্মান করে,গুনীর পুত্রকে নয়।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:


বেগম জিয়া ভয়ে বের করে দিয়েছিলেন ডা: বদরুদোজ্জাকে; ব্বগম জিয়া ভেবেছিলেন যে, দলের লোকজন ডা: বদরুদোজ্জাকে বেশী গুরুত্ব দেয়।

বিশ্বের অবস্হা খারাপ, সবাই জানে! সেটা মাথয় রেখে যারা চলছে, তারা ভালো করছে।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশের রাজনীতির ধারা এমনই চলছে ।
..........................................................................
ছেলে,মেয়ে বা স্ত্রীকে শাসন দন্ড ভার তুলে দেয়া
এর বিকল্প চিন্তা করা যায়না ।
তাই বড় দলগুলো গনতন্ত্রকে শক্তিশালী করার আগ্রহ দেখায় না ।
সে কারনে প্রধানমন্ত্রীর আশে পাশে দেখতে পাবেন তাদের
যাদের মনে চরম খাঁয়েশ পরবর্তী শাসন দন্ড তিনি নেবেন ।
সেখানে রাজ্জাক সাহেবের মতো যোগ্য লোকের প্রয়োজন কি ???

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা দলের মাসেলম্যান ও বকবকদের দিয়ে দেশ চালানোতে দেশ ভালো করেনি; উনি দলকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছেন; উনার রাজনৈতিক কৌশলের জন্য লাঠিয়াল বাহিনী দরকার।

২০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

কামাল১৮ বলেছেন: সমস্যাটা হয়ে ছিলো কবর জিয়ারত নিয়ে।জিয়ার কবর জিয়ারত করতে যায় নাই বি চৌধুরী।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:


ডা: বদরুদোজ্জা এক সময় বুঝতে পেরেছিলেন, মিলিটারী পিগমী বেগম জিয়াকে সামনে রেখে দেশে ডাকাতী করছে।

২১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আবদুর রাজ্জাক সাহেবের তেল তেলে তৈলাক্ত হাসিটি আমার পছন্দ না।


১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:


ওয়ায়দুল কাদেরও উনাকে পছন্দ করে না।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৬

সোনাগাজী বলেছেন:



লীগের বাকীদের তুলনায় উনার দক্ষতা কি রকম?

২২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



লীগের বাকীদের তুলনায় উনার দক্ষতা কি রকম? - আপনি জেনে হতাশ হবেন অথবা আশ্চর্য অথবা দুঃখও পেতে পারেন। বিএনপি ও লীগের সকল এমপি মন্ত্রী একই ক্ষেতের মুলা। মুলা চাষে আমার কোনো আগ্রহ নেই।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

সোনাগাজী বলেছেন:



সে এমন কিছু জানে, যাতে দেশের মানুষের ক্ষতি না'হয়।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: রাজ্জাক সাহেবকে কি আপনি ব্যাক্তিগতভাবে চিনেন?

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



না, আমি উনাকে ২ বার দেখছি; কখনো পরিচয় হয়নি।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৯

আরেফিন৩৩৬ বলেছেন: আপনার অসাধারণ মেধা রয়েছে আপনার ব্যাক্তিগত পর্যবেক্ষণ থেকে বোঝা গেল। কিন্তু তবুও আপনি আমার লিখায় যা মন্তব্য করেছেন হতাশাজনক।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



কবিতার বক্তব্য হতে হবে সুন্দর ভাষায়; কর্কশ ভাষা সৌন্দয্যের বাহক কিভাবে হবে! আপনাকে মানুষের মনে স্হান করে নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.