নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজায় যুদ্ধ নেই, সন্দেহজনক ফিলিস্তিনীদের হত্যা করছে ইসরায়েলী বাহিনী।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬



ইসরায়েলের মিডিয়া থেকে আজকের চলমান যুদ্ধ হচ্ছে: আমেরিকা ও বৃটেন ইয়েমেন আক্রমণ করেছে, ইরান পাকিস্তানের বেলুচিস্তান আক্রমণ করেছে, পাকিস্তান পাল্টা আক্রমণ করেছে; গাজাযুদ্ধ এখন পেছনে চলে গেছে; গত ২/৩ সপ্তাহ ইসরায়েল ইহার জন্য অপেক্ষা করছিলো, আমেরিকার যুদ্ধকে সামনে এনে, তারা লো-প্রোফাইলে চলে যেতে চেষ্টা করছিলো; সেটা ঘটেছে।

গাজা যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিলো হামাসের একটিভ যোদ্ধা ৪০ হাজারের মতো; এখন বলছে, উত্তর গাজা হামাসমুক্ত, দক্ষিণ গাজায় ৯ হাজারের মতো হামাস লুকিয়ে আছে; তা'হলে, হামাসের ৩১ হাজার সৈন্য নিহত হয়েছে; কিন্তু গাজার মৃতের সংখ্যা ২৪ হাজার ( হামাসের গণনানুসারে ); এদের মাঝে নারীশিশু ১৮/১৯ হাজার; ৫ হাজার পুরুষের সবগুলো হামাস হলে, হামাস নিহত হচ্ছে ৫ হাজার!

আজকে সকালেও দক্ষিণ ইসরায়েলে হামাসের রকেট আসার এলার্ম বাজিয়েছে। ইহা ২ ভাবে কাজ করছে, বিশ্বকে বুঝাচ্ছে যে, হামাস এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে; কিন্তু ইহা ইসরায়েলীদের ঘুম হারাম করে দিচ্ছে! তবে, এগুলোর পেছনে তাদের নিজস্ব প্ল্যান প্রোগ্রাম আছে।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর ভিডিও দেখলে বুঝা যাচ্ছে উত্তর গাজায় হামাস নেই; দক্ষিণ গাজায় কিছু হামাস এখনো গেরিলাযুদ্ধ করছে; তবে, ইহা অনেকটা স্তিমিত। নেতানিয়াহু গাজায় আরো বেশ কিছু সময় থাকতে চায়; তারা সন্দেহজনক ফিলিস্তিনীদের হত্যা করছে; একই সাথে লেবানন আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

গাজা নিয়ে আরব ও আমেরিকার মাঝে কি কথা হচ্ছে বলা মুশকিল; তবে, আরবরা হামাস থেকে বাঁচতে হলে, ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে, এটা আরব সরকারগুলো বুঝতেছে; না'হয় মিশর, জর্ডান, সিরিয়া ও লেবানন হামাসে ভরে যাবে। এদিকে নেয়ানিয়াহু যুদ্ধ শেষের ঘোষণা দিতে পারছে না; তার ধারণা, যুদ্ধ শেষ ঘোষণা দিলে, তার চাকুরী থাকবে না।


মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

জ্যাক স্মিথ বলেছেন: লাদেনের মত হামাস প্রধাণকে পাকড়াও না করা পর্যন্ত হামাস নির্মূল হয়েছে এ কথা বলা যায় না। আর কোন জঙ্গী গোষ্ঠিই পুরোপুরি নির্মূল হয় না কারণ এরা সাধারণের মাঝে মিশে থাকে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:



হামাস থামাতে হলে ফিলিস্তিন সৃষ্টি করতে হবে; অন্য কিছু কাজ করবে না।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেবানন এই মুহূর্তে ব্যর্থ রাষ্ট্র ,সকল দিক দিয়ে দুর্বল। এই সময় ইসরাইল লেবাননের কিছু ভূমি দখলে নিলে অবাক হব না।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল দ: লেবানন দখল না'কলে, উত্তর ইসরায়েলে সৈন্যরা ব্যতিত কেহ থাকতে চাইবে না।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২১

কামাল১৮ বলেছেন: বৃটেন এখনো চামচার মতো আমেরিকার পিছনে লেগে আছে।ইউরোপ কিন্তু নাই।দুই বিরপুরুষ গেছে দুর্বল একটি দেশ ইয়েমেন আক্রমন করতে।হেডাম থাকলে ইউক্রেনে যাক যুদ্ধ করতে।
আপনি আবার সেটা প্রচার করছেন ব্লগে।পৃথীবির বৃহত শক্তি চামচা নিয়ে দেছে দুর্বল একটা দেশে আকর্মন করতে।একা যেতে ভয় পায়।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনি এখনো মাও'এর শিষ্য; কিন্তু শি জিনপিং সোস্যালিষ্ট নয়।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: হঠাত ইজরায়েল এত উগ্র হয়ে গেলো কেন?
ট্রাম্প যতই খারাপ হোক, নির্বোধ হোক। উনি ক্ষমতায় থাকলে ইজরায়েল এক ধমক দিয়ে থামিয়ে দিতেন।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প যউদ্ধ বিরোধী; তবে, সে ফিলিস্তিন নামের কোন কিছু শুনতে চাহে না।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশে বি,এন,পি - জামায়াত ক্ষমতায় আসতে পারলে এরকম গণহত্যা চালাতো।

বাংলাদেশের অনেক বড় একটি খারাপ অবস্থা থেকে বেঁচে গিয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



বিএনপি, জাপা ও জামাতকে শেখ হাসিনা দল হিসেবে থাকতে দেয়ার কারণ কি?

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

ঊণকৌটী বলেছেন: যাই হোক রেফারি কিন্তু আমেরিকা, হোক ইসরাইল হামাস হোক ইরান আর ভিখারি পাকিস্তান কিন্তু পাকিস্তান এবার আগুন নিয়ে খেলছে ইরান আর আফগান এক নয় আমেরিকার ডলার খেয়ে আফগান দের সাথে যা করেছে সেইটা ইরান এর সাথে করলে বালুচিস্থান টুকরো টুকরো হয়ে যাবে

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



বেলুচরা শিক্ষিত নন, তারা আলাদা হয়ে কি করবে বুঝা মুশকিল।

ইহা নিয়ে ইরানের সাথে কি ব্যবসা, এখনো বুঝতে পারছি না। ইরানেও কি কিছু বালুচ আছে?

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

পৃথিবীতে সব ধরনের যুদ্ধ কাণ্ড বন্ধ করা হোক।
অস্ত্রের উৎপাদন কমিয়ে দেওয়া হোক ।
সেই টাকা বিনিয়োগ করা হোক শিক্ষা স্বাস্থ্য ও খাদ্য উৎপাদন ক্ষেত্রে ।
আমাদের এগুলি দরকার নাই ।
মারামারি হানাহানির কোন দরকার দেখি না।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



বিশ্বের অনেক দেশের লোকজন লোভী হয়ে গেছে, তারা অন্যদের সম্পদ দখলের চেষ্টা করছে।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: ইরানেও কি কিছু বালুচ আছে?

- ইরানেও বেলুচ জাতি রয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

সোনাগাজী বলেছেন:



মনে হয়, ওরা ২ দেশেই সমস্যার সৃষ্টি করছে; ওরা স্বাধীন হয়ে বালু খেতে চাচ্ছে নাকি?

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

কামাল১৮ বলেছেন: আমি কারো শিষ্য না।আমি চলি আমার নিজের জ্ঞানে।তবে মার্কসবাদ বস্তুবাদ ফলো করি।
কোথায় সমাজতন্ত্র থাকলো কোথায় থাকলো না সেটা বুঝবে সেই দেশের জনগন।জনগন যেটা যায় সেটাই হবে।জোর করে চাপিয়ে দিতে গেলে হিতে বিপরিত হবে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:




সমাজতন্ত্র বুঝানোর জন্য লেনিনের মতো মানুষের দরকার হয়, ইহাই সমস্যা। মেনন ইতয়াদি ছিলো সমাজতন্ত্রের জন্য এক ধরণের ইডিয়ট।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

ঊণকৌটী বলেছেন: প্রচুর সম্পদের মালিক বেলুচ জমি তাই তো চীন 40 বিলিয়ন invest করেছে গোড়াদার বন্দরে সোনা কপার অনেক ধাতুর প্রচুর খানি আছে তাই অনেকের নজর এই ভূমিতে পাশাপাশি ভারত invest করেছে ইরান এর চা বাহার বন্দরে আসলে অর্থনৈতিক যুদ্ধ চলছে চীন ভারত আমেরিকার

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:




চীনের কথায় কেউ টাকা ইনভেস্ট করা সঠিক বলে মনে হয় না। ইরানের কাছে তেল আছে, ভারত ঠিক কাজ করেছে।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

ঊণকৌটী বলেছেন: প্রচুর সম্পদের মালিক বেলুচ জমি তাই তো চীন 40 বিলিয়ন invest করেছে গোড়াদার বন্দরে সোনা কপার অনেক ধাতুর প্রচুর খানি আছে তাই অনেকের নজর এই ভূমিতে পাশাপাশি ভারত invest করেছে ইরান এর চা বাহার বন্দরে আসলে অর্থনৈতিক যুদ্ধ চলছে চীন ভারত আমেরিকার

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯

সোনাগাজী বলেছেন:



বালুছদের মাথাই ঠিক নেই, ওরা কেমনে কি করবে?

১২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

কামাল১৮ বলেছেন: হঠাৎ মেননকে টেনে আনলেন কেনো।আমি মেননের সাথে ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম।সমাজতান্ত্রিক আন্দোলনে না।তারা সমাজতান্তিক আন্দোলন করতে এসে তার ক্ষতি করেছে।সমাজতান্ত্রিক আন্দোলন করার জন্য শ্রেনী চরিত্রের পরিবর্তন দরকার ছিলো।যেটা তাদের ছিলো না।তবে তাদের আন্তরিকতার অভাব ছিলো না।অভাব ছিলো বাস্তবতার।এখন তারা যা করছে এটার সাথে তাদের শ্রেনি চরিত্রের মিল আছে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:



মেননরা সামাজতন্ত্রকে ভুভাবে ব্যাখ্যা করার অশিক্ষিত বাংগালীরা উহাকে ভয় পেয়েছে। মেননের আন্তরিকতায় চুরি ছিলো, অন্য কিছু ছিলো না।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার মনে হয় গরিব দেশগুলিতে সেনাবাহিনী নামক কোন জিনিসই থাকা উচিত নয় ।
এরা জাতীয় বাজেটের একটা বিরাট অংশ খেয়ে ফেলে ।
এই টাকাগুলো দিয়ে সাধারণ মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব ।

এবং ধরে নেওয়া যায় সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর অনেক সদস্য তাদের পরিবার পরিজনও রয়েছে।
অযথা টাকা খরচ করার কোন মানে হয় না।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতির বিপদ আপদের জন্য ২০/২৫ হাজার সোন্য দরকার। আমাদের ছেলেরা জন্মের পর আগাছার মতো বড় হচ্ছে, এদেরকে বছরে ২/১ মাস করে ট্রেনিং দিয়ে রিজার্ভে পরিণত করার দরকার; এগুলো তখন মানুষে পরিণত হবে।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার মনে হয় গরিব দেশগুলিতে সেনাবাহিনী নামক কোন জিনিসই থাকা উচিত নয় ।
এরা জাতীয় বাজেটের একটা বিরাট অংশ খেয়ে ফেলে ।
এই টাকাগুলো দিয়ে সাধারণ মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব ।

এবং ধরে নেওয়া যায় সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর অনেক সদস্য তাদের পরিবার পরিজনও রয়েছে।
অযথা টাকা খরচ করার কোন মানে হয় না।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



আফ্রিকা ও এশিয়ার গরীব জাতিগুলোর সম্পদ মিলিটারীরা পংগোপাের মতো বসে বসে খায়।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০১

কথামৃত বলেছেন: ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মতির বিনিময়ে ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রস্তাব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন দিয়েছিলেন, তা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

গত সপ্তাহে ইসরাইল সফরের সময় ব্লিনকেনকে নেতানিয়াহু বলেছিলেন যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এমন কোনো চুক্তি করতে তিনি প্রস্তুত নন। পরিচয় প্রকাশ না করে তিন সিনিয়র মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বুধবার এনবিসি এই খবর প্রকাশ করে।


এক মার্কিন কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেন, এর জবাবে ব্লিনকেন বলেছিলেন যে সামরিক উপায়ে হামাসকে দূর করা যাবে না। ইসরাইলি নেতারা যদি তা স্বীকার করতে ব্যর্থ হন, তবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।

ব্লিনকেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অপর চার আরব নেতার কাছ থেকে প্রস্তাব পেয়ে নেতানিয়াহুকে তা জানিয়েছিলেন। ওইসব নেতা আরো বলেছিলেন, তারা গাজা পুনর্গঠনে তহবিল এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তনে সহায়তা করতে প্রস্তুত।

ব্লিনকেনকে প্রিন্স বিন সামলান বলেছিলেন, ইসরাইল-হামাস যুদ্ধের পর গাজা উপত্যকা পুনর্গঠনের অংশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তিনি প্রস্তুত। প্রিন্স বিন সালমান একে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি হিসেবেই বিবেচনা করেছিলেন।

এনবিসি জানিয়েছে, নেতানিয়াহু একমাত্র যে অনুরোধে রাজি হয়েছেন তা হলো লেবাননে হিজবুল্লাহর ওপর বড় ধরনের হামলা শুরু না করা।

মার্কিন কর্মকর্তারা আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরেকটি অনুরোধেও রাজি হয়েছে ইসরাইল। তা হলো উত্তর গাজায় বাড়িঘরে ফিলিস্তিনিদের ফেরার পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘের তদারকি করা।

অবশ্য, ব্লিনকেন ইসরাইলের আরো কয়েকজন শীর্ষ নেতার সাথে আলোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গাঞ্জ এবং বিরোধী নেতা ইয়ার লাপিদ। উল্লেখ্য, যুদ্ধের পর বেনিয়ামিনের স্থলাভিষিক্ত হতে পারেন গাঞ্জ। তিনি তাদের সাথেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের অভিমত কী ছিল, তা জানা যায়নি।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৮

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহু হলো পংগোপালের মতো ইহুদী; সে পুরো ফিলিস্তিনীদের উৎখাত করতে পারবে বলে মনে করেই এবার হত্যাকান্ড চালিয়েছিলো; কিন্তু সে বুঝতে পারেনি যে, সবকিছু তার কন্ট্রোলের বাইরে চলে গেছে; সে বাদ পড়বে, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করার জন্য ফিলিস্তিন রাাষ্ট্র করতে বাধ্য হবে।

১৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

বিজন রয় বলেছেন: ফিলিস্তিন জনগণ, হামাস, ইসরায়েল কোনো পক্ষই কখনো নিশ্চিহ্ন হবে না।

বাই দা ওয়ে ট্রাম্পের আপডেট কি?

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প ১ম প্রাইমারীতে বড় ব্যবধানে জয়ী হয়েছে; আগামী মংগলবার নিউহ্যামসায়ার রাজ্যে প্রাইমারী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.