নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইহুদীরা বুঝতে শুরু করেছে যে, ফিলিস্তিনীদের ওরা গিলতে পারবে না।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১২



নেতানিয়াহু ২ দেশ সমাধানে কখনো বিশ্বাস করতো না, এখনো করে না; উহার ধারনা ছিলো যে, সে পুরো ফিলিস্তিন দখলে রেখে, ফিলিস্তিনীদের ২য় শ্রেণীর নাগরিক বানায়ে নিজেরা ভালো থাকবে! ইহুদীদের মাঝে এই ধরণের ভাবনার লোকজন শতকরা ৩০/৩৫ ভাগ ছিলো বরাবরই।

ইসরায়েলের প্রাইম মিনিষ্টারদের অনেকেই ছিলো মিলিটারী জেনারেল, যারা বারবার মিশর, সিরিয়া, লেবানন ও জর্ডানের সাথে যুদ্ধ করে অনেক যায়গাও দখল করেছিলো; কিন্তু সব সময়, বুঝতে পেরেছিলো যে, মানুষ আজীবন যুদ্ধে লিপ্ত থাকতে পারে না; এক সময় মানুষ ক্লান্ত হয়ে যায়। সেইজন্যই রেবিন, শ্যারণ, এহুড, সবাই এক সময় ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলো।

নেতানিয়াহু যোদ্ধা নয়, সে সাধারণ ইহুদী, একটু পংগোপাল ধরণের, যে অন্যকে কৌশলে পরাজিত করে, নিজে ভালো থাকতে চায়; উহার সেই জীবন দর্শনই ইহুদীদের আসল চরিত্র বিশ্বের কাছে উন্মোচিত করেছে এইবার। ইসরায়েল কখনো এত ছোট গ্রুপ গেরিলা বাহিনীর সাথে এত দীর্ঘ সময় যুদ্ধ করেনি। ইসরায়েল সব সময় আরব বাহিনীগুলোর সাথে সামনাসামনি ১ সপ্তাহ যুদ্ধ করে বারবার জয়ী হয়েছে। এবার মাত্র ১০৪ বর্গ কিলোমিটার যায়গায় সাড়ে ৩ মাস যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে; এবং জানে না যে, তারা জয়ী হয়েছে কিনা।

তবে, বাইডেন বুঝেছে যে, এভাবে ইসরায়েল চলতে পারবে না; ইহুদীরা ফিলিস্তিনীদের গিলতেও পারবে না, ওদের সাথে থাকতেও পারবে না। মনে হয়, বাইডেন নেতানিয়াহুকে সেটা জানায়েছে সম্প্রতি। এই সপ্তাহে নেতানিয়াহুকে খুবই অস্হির মনে হচ্ছে। আমেরিকা বুঝতে পেরেছে যে, যুদ্ধ শেষ হয়ে গেছে, নেতানিয়াহু ইহাকে টেনেটুনে লম্বা করার চেষ্টা করছে, অনেকটা উদ্দেশ্যহীনভাবে।

বাইডেন আরবদের সাথে চলে, ইউরোপের সাথে চলে; মনে হয়, সবদিক থেকে সে বুঝতে পারছে যে, নেতানিয়াহু হামাস হামাস ও বন্দী বন্দী বলে চীৎকার দিয়ে এইযুদ্ধকে আর লম্বা করতে পারবে না; এবং লম্বা করে লাভ নেই, বরং আরো বেশী লম্বা করলে, ইহুদী জাতি বিপদে পড়বে।

মনে হয়, বাইডেন ক্রমেই নেতানিয়াহুকে বাদ নিয়ে অন্য ইহুদী নেতাদের নিয়ে একটি স্হায়ী সমাধানের কথা বলতে বাধ্য হবে। নেয়ানিয়াহু আগের যুগের ইহুদী বিজনেস খুলে, পুরো ইহুদী জাতিকে বিপদের মাঝে টেনে নিয়েছে, বাইডেন ইহা বুঝতে পেরেছে।


মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

এম ডি মুসা বলেছেন: গাজী সাহেব আমার কাছে মনে হয়! মুসলিম দেশ গুলোর অস্ত্র দিকে পিছিয়ে আছে! আয়রন ডোম, মত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে তার জন্য এগিয়ে যেতে পারে না, অতিশীঘ্রই যদি উন্নত মানের এই যন্ত্র কৌশল কিনে অথবা তৈরি করে নিজেদের সক্ষমতা দেখতে হবে নয়তো... আমেরিকার উন্নত মানের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের রক্ষা করে বন্ধুদের সাহায্য করে; মুসলিম দেশ গুলো এইসব পিছিয়ে থাকলে দিনে দিনে মার খাবে! রাশিয়া আমেরিকা মিল নেই এই সুযোগে রাশিয়ার সাহায্য নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা উচিত

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৬

সোনাগাজী বলেছেন:



মুসলমানরা মগজের দিক থেকে পেছনে আছে। মগজ থাকলে অস্ত্র বানানো যায়, মানুষকে ভালো জীবনও দেয়া সম্ভব।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

নূর আলম হিরণ বলেছেন: মনে হয়, বাইডেন ক্রমেই নেতানিয়াহুকে বাদ নিয়ে অন্য ইহুদী নেতাদের নিয়ে একটি স্হায়ী সমাধানের কথা বলতে বাধ্য হবে। নেতানিয়াহুকে এড়িয়ে চলতে পারে, তবে স্থায়ী সমাধান আদৌ সম্ভব না। ইউরোপ আমেরিকা যেভাবে স্থায়ী সমাধান চায়
ফিলিস্তিনের অধিকাংশ মানুষ সেভাবে চায় না। যার জন্য নিকট ভবিষ্যতে সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিনীদের মাথায় বানরের মগজ, ওরা ইয়েমেনীদের মতো কোনভাবে দিন কাটাবে হয়তো।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

জ্যাক স্মিথ বলেছেন: মধ্যপ্রাচ্যে আদৌ কোনদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এক হামাস ধ্বংস হবে আরও হাজারো হামাসের জন্ম হবে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

সোনাগাজী বলেছেন:



হেজবুল্লাহ লেবাননের মতো দেশকে হ জম করে ফেলেছে; হুতিরা ইয়েমেনকে পায়খানায় পরিণত করেছে, এখন চেষ্টা করছে সৌদীকে ধ্বংস করতে। হামাস সিলিস্তিনকে মানকিল্যান্ডে পরিণত করবে; এবং সবাইকে অস্ত্র যোগাবে ইরান। তবে, এবার বাইডেন যদি নেয়ানিয়াহুকে থামাতে না'পারে, নেতানিয়াহু এবার ইরানে বিমান আক্রমণ চালাবে

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

জ্যাক স্মিথ বলেছেন: ইরান খুবই বিপদজনক খেলা খেলাছে যা পুরো মধ্যপ্রাচ্যকেই অশ্বান্ত করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের সরকারকে মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে, কিন্তু ইরান নিজেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠিকে মদদ দিয়ে যাচ্ছে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



আসলে, শিয়ারা হচ্ছে ইসলামিক ইহুদী। শিয়ারা আরবদের আবারো বেদুইন জীবনে ফেরত নিতে চায়।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

কামাল১৮ বলেছেন: পৃথীবিতে ইসলাম আর ইহুদিদের ধর্মীয় আইন আছে।এবং তারা ধর্মীয় আইন মেনে চলে।ইসলাম ধর্মে ইহুদিদের কোন দেশ থাকবে না।প্রতিটা মুসলিন এটা বিশ্বাস করে।অন্য দিকে ইহুদিরা বিশ্বাস করে ইসলাম কোন ধর্ম না।এই দ্বন্দ্বের সমাধান না হওয়া পর্যন্ত এই দুই ধর্মের লোক শান্তিপূর্ণ সহবস্থান করতে পারে না।
এই দুই ধর্মের লোকদের ধর্মের বেড়াজাল থেকে বের হয়ে আসতে হবে।সেটা অনেক দিন লাগবে।এবং যুদ্ধ অনেকদিন চলবে।একবার মুসলমান আর খৃষ্টানরা দুইশ বছর যুদ্ধ করেছিলো।এটা তেমনি একটা যুদ্ধ।সাময়িক বন্ধহবে আবার চালু হবে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



আজকের এইযুগে, দীর্ঘদিন যুদ্ধ চলার সময় ও বিত্ত কারো কাছে নেই। সাড়ে ৩ মাসে ইসরায়েল ক্লান্ত। ইহুদীদের মাঝে ৫০ ভাগ মানসিকভাবে ধর্মনিরপেক্ষ, শতকরা ৪০ ভাগ ধর্মে বিশ্বাস করে না।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০২

জ্যাক স্মিথ বলেছেন: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর কোনো সমর্থন থাকবে না। এ কথা তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বেনিয়ামিন নেতানিয়াহু এসব কথা বলেন। একই সঙ্গে তিনি গাজায় ‘পূর্ণাঙ্গ বিজয় অর্জন’ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

বরাবরের মতো নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য হামাসকে ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে নিয়ে আসা। এসব লক্ষ্য অর্জনে গাজায় ‘আরও অনেক মাস’ অভিযান চলতে পারে বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

বিস্তারিত

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



সেইজন্য তার চাকুরী চলে যাবে। ইহুদীরা সমাধান খুঁজতেছে; ইসরায়েলে নেতানিয়াহু একটা বড় পিলার; তবে, মানুষ তার উপর আস্হা হারায়েছে।

৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

কথামৃত বলেছেন: ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:


নেতানিয়াহু ট্রাম্পের আশায় বসে থাকতে চাচ্ছে।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ফিলিস্তনীরা গোয়ার্তুমি করছে।
আসল কথা হলো- হাতে ক্ষমতা না থাকলে রাগ দেখানো বোকামী।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:


ওরা নিজের দেশ গঠনে মনোযোগী না'হয়ে, ইসরায়েল ধ্বংসের চেষ্টা করে আসছে সব সময়।

৯| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৫

কথামৃত বলেছেন:

১০| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

কথামৃত বলেছেন:

১১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭

কথামৃত বলেছেন: BREAKING: The EU just passed a CEASEFIRE RESOLUTION for Gaza.

VOTED AGAINST:
Austria
Czech Republic

ABSTAIN:
Germany
Hungary
Italy
Lithuania
Netherlands
Romania
Slovakia
Sweden

FOR:
Belgium
Bulgaria
Croatia
Cyprus
Denmark
Estonia
Finland
France
Greece
Ireland
Latvia
Luxembourg
Malta
Poland
Portugal
Slovenia
Spain

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ।
আমি রাতে ( ভোটের আগে ) কিছুক্ষণ ওদের বক্তব্য দেখছিলাম; বক্তব্য চলাকালেই, ইসরায়েলী মিডিয়া ইহা নিয়ে জান্নাকটি করছিলো।

১২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

রানার ব্লগ বলেছেন: ইহুদীদের এই উতপটাং লম্ফ জম্পো এর জন্য একমাত্র দায়ী আমেরিকা।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



আমেরিকা চেয়েছিলো বিনা যুদ্ধে হামাস সমস্যা সমাধান করতে।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৯

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: যে অন্যকে কৌশলে পরাজিত করে, নিজে ভালো থাকতে চায়; উহার সেই জীবন দর্শনই ইহুদীদের আসল চরিত্র বিশ্বের কাছে উন্মোচিত করেছে এইবার।

- বাংলাদেশের কার সাথে যেন মিল খুঁজে পাচ্ছি ! নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা পুনরায় ব্যক্ত করেছে। আমেরিকার প্রস্তাবও (ফিলিস্তিন রাষ্ট্রের ) প্রত্যাখ্যান করেছে।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সরকারে ( সিআইএ, সিনেট ও কংগ্রেসে, কর্পরেশন, ইত্যাদিতে ) নেতানিয়াহুর অনেক সাপোর্টার; সে চাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসুক। বাইডেন যদি এখনই কিছু না'করে, ইহা ঝুলে যাবে।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


ইহুদীরা যুদ্ধ শেষে এসেছে তা বুঝতে পেরেছে মানে,বুদ্ধিমান ইহুদী দিকটা মিথের দিকে যাচ্ছে।

২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



তারা এবার বিশ্বের নজরে পড়েছে।

১৫| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

হাসান রাজু বলেছেন: ইরান কি মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বকে অস্থির করে তুলছে? নাকি ইরান থাকায় মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্ব এখনো ঠিকে আছে?

২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



লেবানন কি টিকে আছে? ইয়েমেনের এই অবস্হা কেন? সিরিয়া ও ইরাকের এই অবস্হা কেন? মুসলমানেরা টিকে নেই, এইভাবে টিকে থাকা মুশকিল হবে। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের থাকা না থাকার মাঝে পার্থক্য কি?

১৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

ডঃ এম এ আলী বলেছেন:




রবি ঠাকুর অনেক আগেই একটি ইউনিভার্সেল কবিতা লিখে গেছেন
.........................
........................
উদয়ের পথে শুনি কার বাণী,
‘ ভয় নাই, ওরে ভয় নাই —
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই। '
........................
.....................।
তিমিরান্তক শিবশঙ্কর
কী অট্টহাস হেসেছে! ( এখানে নেতিনিয়াহু )
তার চিত্ত আজিকে
ভীম আনন্দে ভেসেছে।

কবিগুরুর ইউনিভার্সেল কবিতার কথা মালাতেই বলা যায় গাজাবাসীরাও
জীবন সঁপিয়া, জীবনেশ্বর,
পেতে হবে তাদের পরিচয় ;
তাদেরকে ডঙ্কা যে বাজাতে হবে
সকল শঙ্কা করি জয়।
ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে
প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে,
সুসময় আসবে ফিরে
মেঘের সিংহবাহনে —
মিলনযজ্ঞে জ্বালাবে অগ্নি
জালিমের বুকে
হাজার হাজার গাজাবাসীর বলিদান
যাবেনা বিফলে
স্বাধিনতা তারা পাবেই পাবে ।

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৩

সোনাগাজী বলেছেন:



আমার মতে গাজাবাসী এবার স্বাধীনতার জন্য প্রাণ দেয়নি। হামাস গিয়েছিলো প্রতিশোধ নিতে; তাদের মারতে এসে "গাজায় গণহত্যা চালিয়েছে নেতানুয়াহু; সেই গণহত্যার কারণে, বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা চাচ্ছে"।

১৭| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১

হাসান রাজু বলেছেন: অর্থ কি দাঁড়াল ? ঠিকে থাকার চেষ্টা করা উচিত না? শক্তিহীনদের স্বেচ্ছায় মুছে যাওয়া উচিত। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের থাকা না থাকার মাঝে পার্থক্য নাই । তাই আমাদের ও ......

২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

সোনাগাজী বলেছেন:



আমাদেরকে বিশ্বের অণ্যদের মতো শিক্ষত হতে হবে; ভাবনাচিন্তাকে সায়েন্স ও টেকনোলোজীর সাথে মিলিয়ে দেখতে হবে, দক্ষ হতে হবে।

আমাদের অর্ধেক লোকজনের কাজ নেই, শিক্ষা নেই; এরা অণয়ের উপর নির্ভর করে চলছে।

১৮| ২০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৯

হাসান রাজু বলেছেন: ফিলিস্তিনিরা শিক্ষা, সায়েন্স ও টেকনোলোজী জ্ঞান পাবে কোথায়? ইসরাইল ব্যাবস্থা করে দিবে?

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:



১৯৪৮ সাল থেকে ওদেরকে আরবের ধনী দেশগুলো ও রেডক্রস সাহায্য করছে; ওরা সেগুলোকে কাজে লাগায়নি।

১৯| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৯

হাসান রাজু বলেছেন: কোথা থেকে যে পান এই সব তথ্য? ৯৮.২% শিক্ষার হার । এটা আপনার বক্তব্যের সাথে মিলে?

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



সেটা হলো ( ৯৮ ভাগ ) নাম লেখা অবধি; কোন পেশার জন্য উপযুক্ত নয়।

২০| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: ফিলিস্তিন সংকট কখনো শেষ হবে না।
কারণ তারা শান্তির পথ জানেনা।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:


ওরা নিজেরা পারবে না; সেটা বিশ্ব করতে চাচ্ছে; তবে, ইসরায়েল উহাকে টেনেটুনে থামায়ে দিতে পারে।

২১| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসরাইলের ইহুদীরা নিজেদের ইমেজ নষ্ট করছে। যেটা না করেও তারা জিততে পারতো।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:


নেতানিয়াহু হামাসের বিপক্ষে ব্যবস্হা না নিয়ে গাজায় হত্যাকান্ড চালয়ে ও গাজাকে ধ্বংস করতে গিয়ে ইহুদি জাতিকে ভয়ংকর সমস্যার মাঝে নিয়ে গেছে।

যুদ্ধ শুরু করার আগে, গাজার মানুষকে ওয়েষ্ট বয়াংকে নেয়ার দরকার ছিলো।

২২| ২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

জাহিদ অনিক বলেছেন: যুদ্ধ তবু মানুষকে কাছাকাছি আনে। ভালোবাসা কেবল দূরেই সরিয়ে দেয়

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ হয় জাতিতে জাতিতে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের; ভালোবাসা হয় ১ জনের সাথে অন্য ১ জনের

২৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সমসাময়িক ও রাজনৈতিক বিষয়ে আপনার জ্ঞান ঈর্ষনীয় পর্যায়ের। খবরে যা জানি, আপনার পোস্টে তার চেয়ে আরও বেশি আর স্পষ্ট ধারণা পাই।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি রাজনীতি ও অর্থনীতিকে বুঝার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.