নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

হামাসের ঐতিহাসিক কীর্তি, গাজার টানেল।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬



গাজা শহরের মাটির নীচে সাড়ে ৩০০/৪০০ মাইল টানেল করেছে হামাস; ইহা করতে আনুমানিক ১ বিলিয়ন ডলার খরচ হয়েছে। মনে হয়, ইহার বড় অংশ তৈরি হয়েছে ২০১৪ সালের আক্রমণের পর। এই টানেল স্হানে স্হানে ৩০/৪০ মিটারও গভীর। হামাসে যে বুদ্ধিমান যোদ্ধার অভাব ছিলো, এই টানেলই ইহার সাক্ষী। এই ছোট এলাকায়, প্রতিরক্ষামুলক গেরিলা যুদ্ধের জন্য এই টানেলের তেমন গুরুত্ব নেই; বরং আধুনিক সময়ে, এই ধরণের টানেলে পালানো মানে বিনাযুদ্ধে প্রাণ হারানোর সমুহ সম্ভাবনা আছে। মনে হয়, এবারের যুদ্ধে বিপুল পরিমাণ হামাসের মৃত্যু হয়েছে টানেলে।

১ম ও ২য় বিশ্বযুদ্ধে, সন্মুখ যুদ্ধে বাংকার ও ট্রেন্চ ব্যাপক হারে ব্যবহার করা হয়েছিলো পজিশন দেয়ার জন্য এবং কোন এলাকা দখলে রাখার জন্য, ডিফেন্স লাইন রক্ষা করার জন্য। বাংকারের আরকটি বড় ব্যবহার হলো বিমান আক্রমণ, আর্টিলারী আক্রমণ থেকে রক্ষা ও মেশিগান পজিশনের জন্য।

গাজার টানেল কিসের জন্য? বিমান আক্রমণের সময় পালিয়ে থাকার জন্য মাত্র? তাদের আদিমযুগের রকেট লুকিয়ে রাখার জন্য ও একস্হান থেকে অন্যস্হানে নেয়ার জন্য? তাদের প্রতি ২ রকেটের জন্য গড়ে ১ জন গাজাবাসীকে প্রাণ দিতে হয়েছে। আমার ধারণা, আজকের হামাস কমান্ড থেকে আগের যেকোন বেদুইন যোদ্ধা অধিক বুদ্ধিমান ছিলো।

ইসরায়েলী বাহিনী বলছে যে, তারা ৩০% হামাসকে হত্যা করেছে; তাদের হিসেব সঠিক হলে, ৪০০০০ হামাসের মাঝ থেকে ১২০০০ হামাস নিহত হয়েছে। হামাসের হিসেব অনুযায়ী ২৪০০০ নিহত ফিলিস্তিনীদের মাঝে ১৮০০০ নারী ও শিশু হলে, বাকী থাকছে ৬০০০ হাজার পুরুষ। মৃত ৬০০০ হাজার পুরুষের সবাই হামাস হলে, বাকী মৃত হামাসের ( ৬০০০ ) মৃতদেহ কোথায়, টানেলে?

টানেল তৈরি করে হামাস নিজেদের নির্বুদ্ধুতার প্রমাণ রেখে গেছে। ২০১৪ সাল থেকে তারা অনেকটা বেগার খেটেছে, সাথে সাথে নিজেদের ও সাধারণ ফিলিস্তিনীদের মৃত্যু ঘটানোর জন্য ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।


মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: ছাগল । জলে পয়সা নয় মাটিতে মানে টানেলে বিলিয়ন ডলার খেয়েছে ।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



এরা বেদুইনদের চেয়েও বেকুব ছিলো; নিজেরা মরেছে, ২৪০০০ হাজার ফিলিস্তিনী ও ১টি শহরকে মুছে দিয়েছে।

২| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: এবারের যুদ্ধের দায়দায়িত্ব হামাসের মাথামোটা হানিয়ার ।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



হানিয়া মানিয়া যোদ্ধ নয়, এরা মোসাদের হাতে মার খেয়ে ও জেল খেটে, প্রতিশোধ পরায়ণ হয়ে, সাধারণ ফিলিস্তিনীদের কথা কখনো ভাবেনি।

৩| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

এম ডি মুসা বলেছেন: আধুনিক যুগে এইসব বিশ্বাস নিয়ে জয় লাভ করা সহজ নয়! মুসলিম দেশ গুলো সাহায্য করে না হামাস কে, কিন্তু ইসরাইলকে আমেরিকা ও ইউরোপ সাহায্য করে। এই সব ট্যানেল তৈরি করে কতদিন চলবে এটা কাজ হয় আগের যুগের বুদ্ধি বর্তমান এসব কাজ হয়না,,বর্তমানে প্রতিরক্ষা আর পারমানবিক হামলা আর বিমান হামলা উপর কাজ হয়

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:


ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এই ধরণের অসমযুদ্ধের দরকার ছিলো না; দরকার ছিলো ১৯৯৩ সালের অসলো চুক্তি মেনে চলা; হামাস ১৯৯৩ সালের চুক্তির বিরোধীতা করে এসব হত্যাকান্ডকে ডেকে এনেছে।

৪| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



বেকুবী বুদ্ধির বিশাল কীর্তি

৫| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

বিজন রয় বলেছেন: কয়েকদিন আগে শুনেছিলাম. হামাস নাকি ইসরাইলকে ওইসব টানেলে কবর দিবে?
মানে হামাস ইসরাইলকে পরাজিত করবে।

এখন কি শুনছি, দেখছি।

সময় গেলে সব বোঝা যায়।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



৭ই অক্টোবরের ঘটনার পর, আমি ১ম পোষ্ট লিখেছি ৮ই অক্টোবরে, শিরোনাম ছিলো:

"গাজা বলতে কোন কিছু অবশিষ্ট থাকবে কিনা, বলা মুশকিল! "

৬| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: আপনি বেশি কিছু বিষয় নিয়ে লেখেন, যেমন বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আমেরিকা, কিন্ত রাশিয়া আর ইউক্রেন নিয়ে কিছুই লেখেন না।
রাশিয়া সম্পর্কে আপনার জ্ঞান কম নাকি?

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার আগে ও পরে লিখেছি; সম্প্রতি লিখিনি।
সোভিয়েত ও রশিয়া নিয়ে আমার অনেক উৎসাহ ছিলো, আমি মোটামুটি অনেক বাংগালী থেকে বেশী জানার ও বুঝার চেষ্টা করেছি।

৭| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৩

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: এরা বেদুইনদের চেয়েও বেকুব ছিলো; নিজেরা মরেছে, ২৪০০০ হাজার ফিলিস্তিনী ও ১টি শহরকে মুছে দিয়েছে।

এরা এখনো হাজার বছরের আগের পদ্ধতি মানে গুহা ভিতর থেকে যুদ্ধ করতে চায়।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



এদের নিয়ে অনেক লেখা যায়; কিন্তু এদেরকে ২ শব্দেও বর্ণনা করা সম্ভব, এরা ইডিয়ট

৮| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখার বিষয়বস্তু কি পরিবর্তন হবে? একজন বিষয় প্রতিদিন লিখলে বোরিং।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, আরো অন্য বিষয়ে লিখবো।

৯| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

জাহিদ অনিক বলেছেন:
ওদের এইসব টানেলের যে ছবি আর ভিডিওগুলো দেখেছি তাতে এগুলো ১৭০০ শতকের রাজা বাদশাহদের সময়ে যুদ্ধে হেরা যাওয়ার পর পালানোর গোপন পথ বলেই মনে হয়েছে। ৫০০ কিলো জুড়ে এত বড় টানেল নিশ্চয়ই কোনও সুবুদ্ধিতে তৈরি হয়নি।

২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:



মোসাদ, ইসরায়েলী সেনাবাহিনী ও নেতানিয়াহু ফিলিস্তিনীদের দোযখের মাঝে রেখেছে সব সময়; কিন্তু ইহা থেকে বের হওয়ার পথ দেখায়ে ছিলো ৩ ইসরায়েলী পিএম: রেবিন, শ্যারণ ও এহুড বারাক; কিন্তু হামাসের বাধার কারণে ফিলিস্তিনীরা মুক্তি পায়নি।

১০| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:



ঠিক আছে, আরো অন্য বিষয়ে লিখবো।
আপনার আশেপাশের জীবন, মানে শপিং মল- দোকান, খেলার মাঠে বাচ্চাদের হাউকাউ রেস্টুরেন্টের ঘটনা যেগুলো আগে দিতেন মাঝেমাঝে, দিতে পারেন। ওগুলো মিস করি।

২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, সেগুলো নিয়েও লিখবো।

১১| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০৭

আঁধারের যুবরাজ বলেছেন: দেশে দেশে হতাশার খবর। ইউরোপের অধিকাংশ দেশে চরম ডানপন্থীদের উত্থান হচ্ছে। আরবরা ফিরে যাচ্ছে প্রস্তর যুগে।

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০৯

সোনাগাজী বলেছেন:


কোন দেশে বড় নেতা নেই; জার্মানীর মার্কেলের পর, ইউরোপে কেহ নেই; আমেরিকায় ওবামার পর তেমন কেহ নেই; পুটিন, শি জিনপিং, আয়াতোল্লাহ, মোদী, নেতানিয়াহু, কিমের নাম শুনলে মানুষ হতাশ হয়ে যায়; েরপর, মনে হয় ট্রাম্প আসছে।

১২| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:১২

আমি সাজিদ বলেছেন: এত মৃত্যুর মিছিলে এইসব টানেল নিয়ে গর্ববোধ করার কিছু নেই।

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১০

সোনাগাজী বলেছেন:



আমার মতে ওদের হাতে কাজ ছিলো না, মাথায় বুদ্ধি ছিলো না।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:১৮

শ্রাবণধারা বলেছেন: হামাস সম্পর্কে আপনার বিশ্লেষণ গুলো যথার্থ। তবে ইসরাইল সম্পর্কে নয়। ইসরাইলের বর্বরতা এবং শয়তানী হামাসের নির্বুদ্ধিতা এবং নৃশংসতার চেয়ে বহু গুনে বড়!

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১২

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল সম্পর্কে বিশ্বের ও আমার ধারণা ভয়ংকর খারাপ; ওরা মানসিক রোগীতে পরিণত হয়েছে; তবে, ওদের একাংশ অবস্হা টের পেয়েছে।

১৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৪

হাসান রাজু বলেছেন: সাল ৭১, যুবক গাজী সাহেব। টগবগে রক্ত। যুক্তি, তর্ক, জ্ঞান বুদ্ধির ধারধারি না, অধিকার আদায়ে লড়ে যাওয়ার দৃঢ়তা।
ফলাফলঃ অসম শক্তির বিরুদ্ধে যুদ্ধ। এবং স্বাধীনতা।

সাল ২৩, বুড়ো মানুষ গাজী সাহেব। শীতল রক্ত । নতজানু মানসিকতা, শক্তির বিপক্ষে ভয়। জ্ঞান! বুদ্ধিতে! মেরুদন্ডহীনতার স্পষ্ট চিহ্ন।
ফলাফলঃ গোলামীর শেকলকে বাহবা। অন্যায়কে নির্লজ্জ প্রশ্রয়।

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১৬

সোনাগাজী বলেছেন:




আমি চাইলেও একা ইসরায়েলের পক্ষে থাকতে পারবো না; ওরা নিজের পায়ে কুড়াল মেরেছে; রাতেগ্ ওরা ঘুমাতেও পারবে না।

হামাস তো যুদ্ধ করেনি, ফিলিস্তিনীদের বলী দিয়েছে। যেখানে ১৯৯৩ সালের চুক্তি ছিলো, সেটাকে অগ্রাহ্য করে, এভাবে নারী ও শিশুদের অসহায় করা কি যুদ্ধ হলো?

১৫| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৫

কামাল১৮ বলেছেন: এটা তারা শিখেছে তাদের গুরু আইএস এর কাছ থেকে।আইএস ইরাকে এমন অনেক শুড়ঙ্গ তৈরি করেছিলো।সেই শুড়ঙ্গই হয়েছিলো তাদের মরন ফাঁদ।এই শিক্ষাটা নেয় নাই।

২২ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:২১

সোনাগাজী বলেছেন:


বড় বড় ৬/৭ টা যুদ্ধ, ইয়াসির আরাফাত ও জর্জ হাবাসের আজীবন যুদ্ধের পর, ১টি দেশের আশায় ফিলিস্তিনীরা ১৯৯৩ সালের চুক্তিতে গেলো; সেটাকে দাম না'দিয়ে এভাবে নিজেদের মানুষকে হারানো কি যুদ্ধ হয়?

পৃথিবী ওদেরকে বাহবা দিবে না; তবে, ওদের নাম ব্যবহার করে, ইসরায়েল যে হত্যাকান্ড চালায়েছে, তাতে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেতে পারে।

১৬| ২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

রানার ব্লগ বলেছেন: অনেক দিন পর হাশির সুজুগ করে দিলেন, ধন্যবাদ । B-)

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:


এদের মগজের তারিফ করতে হয়।

১৭| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: টার্নেল করেও তো ওদের শেষ রক্ষা হবে না।
সাদ্দাম বাচতে পারেনি। লাদেন বাচতে পারেনি।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:


টানেলে সামান্য কার্বন ডাই অক্সাইড কিংবা পানি দিলে সব শেষ

১৮| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

প্রামানিক বলেছেন: দুশ্চিন্তার কথা

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:


মনে হয়, আোনেক হামাসের মৃত্যু হয়েছে টানেলে।

১৯| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২

আলামিন১০৪ বলেছেন: আসছে, যুদ্ধ বিশেষজ্ঞ! ভিয়েতনামের টানেলের খবর নেন আগে।

২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



ভিয়েতনামে আমেরিকা আগুনে বোমা ( নাপাম ) ফেলতো, উহা থেকে পালিয়ে যাবার জন্য ও আমেরিকানরা যেন হেলিকপ্টার থেকে গুলো করতে না পারে; সেটা দেশের বিবিধ এলাকায় করা হয়েছিলো; এখনে ছোট একটা এলাকায় ৩০/৪০ মিটার নীচে করার কি দরকার ছিলো?

২০| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

রাজীব নুর বলেছেন: অতীতে আমাদের দেশের রাজা বাদশারা এরকম টার্নেল বানিয়েছিলেন। ঢাকার লাল্বাগের কেল্লায় এরকম একটা টার্নেল আছে। যেটা বুড়িগঙ্গা নদী দিয়ে বের হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:


পরাজিত হলে পালিয়ে যাবার জন্য।

গাজারগুলো কেন করেছে, বুঝা মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.