নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

৩য় লিংগের মানুষ প্রকৃতির ব্যতিক্রম মাত্র

২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮



৩য় লিংগের মানুষ মানে একজন 'অসম্পুর্ণ মানুষ'; আল্লাহ কি এতই অদক্ষ যে, তিনি মানুষ বানাতে গিয়ে মাঝে মাঝে অসম্পুর্ণ মানুষ বানান? ইহা স্পষ্টই প্রমান করে যে, তিনি হয়তো অনেক কিছু বানান; কিন্তু মানুষ তিনি বানান না।

কোন পরিবারে যখন ৩য় লিংগের বাচ্চার জন্ম হয়, তখন সবচেয়ে বেশী কষ্ট কে পান? আমাদের ব্লগার বাউন্ডুলে, নাকি শিশুর মাতা? আল্লাহ কোন মাতাকে এতবড় কষ্ট দিতে পারেন? আমাদের ব্লগার মহাজাগতিক চিন্তা, বাউন্ডুলে, মাউন্টঠুলি, প্রমুখ তাঁদের ফাজি লজিক দিয়ে প্রমাণ করতে চেষ্টা করবেন যে, বাচ্চার বাবা, কিংবা কোন নানাজান পাপ করেছিলেন, কিংবা ব্লগার সোনাগাজী বলেছে জ্বীন নেই, সেই কারণে ঐ মায়ের কোলে আল্লাহ ৩য় লিংগের বাচ্চা দিয়েছেন; এগুলো হলো, আল্লাহের বদনাম করা। আসলে, বড় মিয়া আরো বড় বড় কাজ করেন, তিনি ইউনিভার্স তৈরি করেন, আকাশের তারকা দিয়ে তিনি মার্বেল খেলেন; হাতী, মানুষ কিংবা মশা নিয়ে উনার কি কাজ?

ভেবে দেখেন, বড়মিয়া যদি হযরত আদমকে ৩য় লিংগের বানাতেন, মহাজাগতিক কি ব্লগে এসব ফাজি ( ফাজিল ) লজিক ছাড়তে পারতেন? মহাজাগতিক ধর্মীয় পেশা নিয়ে জীবিকা অর্জন করতে চেয়েছিলেন, পোষায়নি; উনি কোরিয়ানদের থেকে জেনারেল কম্প্যুটিং শিখে পরিবার নিয়ে এখন ভালোভাবেই চলছেন; কম্প্যুটার না'শিখলে ভোররাতে মাইকে চীৎকার দিয়ে আপনার কান ফাটিয়ে দিতেন।

আপনারা যারা জ্ঞানী ব্লগার আছেন, তারা কালাবাগান-১'এর ব্যাখ্যা থেকে বুঝেছেন যে, ৩য় লিংগের মানুষ জন্ম নিচ্ছে প্রকৃতির সামান্য ব্যতিক্রমের কারণে। ইহার জন্য আল্লাহকে দোষ দেয়ার বা উনার গুণগান করার কিছু নেই। মানুষ বিবর্তনের ফসল।

৩য় লিংগের সন্তানকে অধিক মমতা দিয়ে মানুষ করার দরকার। আমাদের মত দেশে, যেখানে ডোডোদের সংখ্যা বেশী, সেখানে ৩য় লিংগের বাচ্চা সম্পর্কে বেশী মানুষকে জানতে না দিয়ে, বাচ্চাকে ভালো প্রফেশান দেয়ার চেষ্টা করা পরিবারের দায়িত্ব।

আল্লাহ যদি মানুষ বানাতেন, তিনি আদমকে যেভাবে বানায়েছন, সবাইকে একই পদ্ধতিতে বানাতেন; সেই ম্যানুফেকচারিং পদ্ধতি থেকে সরার কোন লজিক আমি দেখছি না; বাউন্ডুলে কিংবা মহাজাগতিক অবশ্য ফাজি লজিক ছাড়বেন, যা ভাবার জন্যও বুঝার জন্য ডোডো ধরণের মগজই যথষ্ট।


মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৩

আল ইফরান বলেছেন: আপনার জ্ঞাতার্থেঃ
He grants females to whomever He pleases and males to whomever He pleases, or grants them a mix of males and females (42:49-50)

ঐশী গ্রন্থে আপনার বিশ্বাস না থাকতেই পারে, কিন্তু অজ্ঞতা স্বীকার করে নেয়া ভালো।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:


ধর্মীয় বিশ্বাসের বেলায়, আপনার বিশ্বাস, মক্তবের বাচ্চার বিশ্বাস, আমার বিশ্বাস, একই লেভেলের হবে না; কিন্তু আপনি অংক ও বিজ্ঞান বুঝলে, আপনার ও আমার বিশ্বাস একই ধরণের হবে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

বাকপ্রবাস বলেছেন: তৃতীয় লিংগের আসল লজিক কী?
সপ্তর শ্রেণীর পাঠ্য বইয়ে যে তুলকালাম এ সম্পর্কে আপনার মতামত কী?

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



বাচ্ছার সেক্স ক্রোমোজম'এর গঠন স্বাভাবিক হয় না। স্বাভাবিক হলো XY; গঠনে XXY থাকলে অস্বাভাবিক হবে।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: =p~ =p~ এমন রম্য কেবল আপনার পক্ষেই লেখা সম্ভব =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



পড়তে কেমন লেগেছে?

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

.. প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে ।
জ্ঞান চর্চার কোন বিকল্প নাই।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



বইমেলার বই তো সবাই পড়ছে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি নিজের ঢোল নিজেই পিটান। সুতরাং আপনার সাথে তর্ক করা মূর্খতা।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি মসজিদে ইমাম হওয়ার কথা, কম্প্যুটার আপনার পরিবারের জন্য ভালো ধরণের জীবিকার ব্যবস্হা করেছে; সঠিক কিনা? এখন আপনি জ্ঞান নিয়ে খেলছেন; আপনাকে ফাজি লজিকের ফতোয়া নিয়ে কাজ করতে হচ্ছে না।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৫

এম ডি মুসা বলেছেন:
ইসলামীক দৃষ্টিকোণ থেকে মানুষ তৈরি দায়িত্ব যে ফেরেস্তা দিয়েছেন সে দায়ী !
কিন্তু মানুষ একটি প্রক্রিয়া থেকে সৃষ্টি হয়! যেখানে মানুষ ভুল করলে
নিজের সঠিক পরিচর্যা না করলে আল্লাহ বা ঈশ্বরের দোষ দেওয়া ঠিক হবে?
ঈশ্বর/ আল্লাহ একটি প্রক্রিয়া তৈরি করে দিয়েছেন সেটা চলমান, মানুষ জন্ম পরে অনেক
ঘটনা হয় যেটা খারাপ সেটাকে বলে সবকিছু আল্লাহ করছেন, ভালো টাকে ও বলে সবকিছু আল্লাহ করছেন
সবকিছু আল্লাহ দোষ দিলে মানুষ কী করে? , কলা বাগান ১ পোস্ট পড়া হয়নি

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



মানুষ ম্যানুফকচারিং হচ্ছে প্রকৃতিক পদ্ধতিতে; প্রকৃতিতে ব্যতিক্রম ঘটলে, প্রোডাক্টে সমস্যা হবে সময় সময়।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

আহলান বলেছেন: কত সুন্দর গবেষণা !!

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



এখানে মক্তব/ মাদ্রাসা নেই, আছে মানুষ জ্ঞানের কথা। আপনাকে যদি আল্লাহ বানাতো, আপনি ২০ বছর বয়সে, আরেক হওয়াসহ ঢাকার রাস্তায় নেমে আসতেন।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: মমিনরা ব্রাক বয়কট করার ডাক দিসে।
এই পোস্টের কারণে বয়কট সোনাগাজী ডাক দিলে সমস্যা।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



সোনাগাজীকে যারা বয়কট করবেন, তাদের যায়গা হবে ফেইসবুকে।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫০

আল ইফরান বলেছেন: @ লেখক, আমি গণিত ও বিজ্ঞানের সাথে মহান সৃষ্টিকর্তার ইচ্ছেতেও বিশ্বাসী।

@ গোফরান, গাজী সাহেব এমন কিছু লিখেন নাই যাতে উনাকে নতুন করে বয়কট করার ডাক দিতে হবে। উনি এমনিতেই কনস্ট্যান্ট বয়কটের উপরে থাকেন :P B-))

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



কারণ আপনি গণিতে ও বিজ্ঞানে ৩৩ করে পেয়েছিলেন! আর যদি বলেন যে, আপনি ক্লাশে ১ম স্হানে অধিকারী ছিলেন; তা'হলে আপনার ক্লাশে ছাত্র ছিলো ১ জন।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: জিন আর ফেরেশতাকে আল্লাহ বানিয়েছে। এটা আমি নিশ্চিত। এই কারণে এদের দেখা যায় না।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



কারণ, ওদের মা ও বাবা রাতে একসাথে থাকতেন না।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

নতুন বলেছেন: সৃস্টিকতায় বিশ্বাস করতে তো কোন সমস্যা নাই।

যদি মৃতুর পরে সৃস্টিকর্তা না থাকে তবে সমস্যা নাই। যদি থাকে তবে বিপদ।

তাই আস্তিকতা নিরাপদ... B-)) সুবিধাবাদীরা আস্তিক হওয়া নিরাপদ মনে করে।

নাস্তিক হলের এবং যদি পরজনমে সৃস্টিকতা সত্যি বলে প্রমানত হয় তবে নাস্তিকরা ১০০% দোজখে যাবে। তাই কেন রিক্স নিতে যাবেন? ;)

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:


আমি তো নাস্তিক নই; আমি বলছি যে, জ্ঞানী মানুষেরা বের করেছেন যে, মানুষ তৈরি হচ্ছেন মানুষের দ্বারা।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মসজিদের ইমাম হতে চেয়েছি। আমার পরিবার সেটা হতে দেয়নি। সুতরাং আমি ট্রান্স প্রফেশনে আছি।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:




পরিবার দেবে কেন? পরিবার আপনার ও পরিবারের জন্য সুন্দর ও মানানসই কিছুই চাওয়াই লজিক্যাল।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু এক ছাত্রীকে আমার সাথে হাটতে দেখে আমার স্ত্রী আমাকে বাঘের মত আক্রমণ করেছে। সে এটা বুঝতে চায় না যে আমি ইমাম না। সুতরাং ছাত্রী আমার সাথে হাটতেই পারে। কয়েক দিন আমার বেশ ঝামেলায় কেটেছে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



কি করবেন, আমাদের স্ত্রীরা স্বামীদের উপর পুরোপুরি নির্ভরশীল; এবং সমাজে কিছু পঁচা আলুও আছে, সেজন্য বেশীরভাগ নারী ভয়ে থাকেন। আপনি কবি মানুষ, নারীরা সুন্দর কথা শুনতে চাহেন, কল্পনার জগত পছন্দ করেন; ফলে, যারা আপনাকে জানে, তারা তো আপনার কথা শুনতে চাইবেন।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

নয়ন বড়ুয়া বলেছেন: সবকিছুই প্রকৃতির নিয়মে চলছে। প্রকৃতি কারণ ছাড়াই সুন্দর। সবকিছুর ঘোলাটে করার বাঙ্গালীর অভ্যাস। বাঙ্গালীকে মাদুর বিছিয়ে ভাত দিলে, খাওযা শেষে, কয়েক মিনিট পানি আনতে দেরি হলে সেই মাদুরেই হাত মুছবে...

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা পেছনে আছেন; তারা পৃথিবীকে সামনে দেখতে চান না।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


১২. ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: মসজিদের ইমাম হতে চেয়েছি। আমার পরিবার সেটা হতে দেয়নি। সুতরাং আমি ট্রান্স প্রফেশনে আছি।


জনাব,
মসজিদের ইমামতি এটা কোন পেশা নয় ।
এটাকে বলতে পারেন মানুষের দয়ার ওপরে চলা ।
পেশা সেটাই যেটার অর্থনৈতিক গুরুত্ব থাকে।
অর্থনৈতিকভাবে একটি দেশের জনগণ ও দেশ লাভবান হয় ।
সেটার সাথে যারা জড়িত থেকে সেটাকে পেশা বলা হয়।

ইমামতি কোনভাবেই পেশা নয়।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



যেই অন্চলের অর্থনীতি ভালো কিছু করছে না, সেখানে মানুষ লতাপাতা বিক্রয় করেও সওদাগর।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এক মহীলাকে নিয়ে একটা কবিতা লিখে ছিলাম। যে এখন অনেক বড় সরকারী কর্মকর্তা। সেই কবিতার লাইন পড়ে ভেংচি কেটে অনেক সময় আমার স্ত্রী আমাকে নর নির্যাতন করে। এসব আমি অকাতরে সহ্য করি। কি আর করব! সহ্য না করে আমার কোন উপায় নাই।

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



কবিদের অনেক দু:খ থাকে, নিজের দু:খ, অপরের দু:খে দু:খী; গাছ বেশী বড় হলে ঝড়ের বাতাস বেশী লাগে।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯

কামাল১৮ বলেছেন: মহা বিশ্বে বড় মিয়ার কোন কাজ নাই।মহা বিশ্ব পদার্থ বিজ্ঞানের নিখুঁত সুত্র মতো চলছে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



বড় মিয়া নিউটন, আইষ্টাইন, ষ্টিফেন হকিংদের হাতে আমাদের গ্রহকে দেড়ে দিয়ে আরামে আছেন।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তিনি যখন কোন কিছু সৃষ্টি করতে চান কেবল বলেন,- কূন!
অমনি তা তৈরি হয়ে যায়।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



কুনটাও মানুষের আবিস্কার।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাউ ফানি ! আপনার বিশ্বাস আপনার কাছে কিন্তু আপনি প্রকাশ্যে ব্লগে এ ধরণের মত প্রকাশ করতে পারেনা, আপনি সুনির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসে আঘাত করছেন, এই পোস্টটি সরিয়ে নেয়ার জন্য মডুর দৃষ্টি আকর্ষণ করছি।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬

সোনাগাজী বলেছেন:



এই পোষ্ট পড়ার পর, আপনাকে কি ইমারজেন্সীতে যেতে হয়েছে?

২০| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব বিষয়ে সব খানে আলগা রস যোগ করার চেষ্টা করবেন না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

সোনাগাজী বলেছেন:



এখানে রসের কিছু নেই; আল্লাহ মানুষ বানালে কেহ কেহ অসম্পুর্ণ কেন, ইহা নিয়ে কোন বক্তব্য?

২১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩০

বাউন্ডেলে বলেছেন: হায়রে ডোডো। আল্লাহ বসে বসে একটার পর একটা পিঠা ভাজার মতো মানুষ তৈরী করে ? এ তথ্য কোথায় পেলেন ? আল্লাহ সিস্টেম তৈরী করেছেন- পিগমী ব্রাদার। =p~ । আপনি লিলিপুটিয়ান মগজে এসব গার্বেজ লিখে বিভ্রান্তি ছড়াবেন এটাও তেনার প্রোগ্রামে সন্নিবেশিত আছে। উনি নিজেও এই সিস্টেমের ভিতরে থেকে মজা নিচ্ছেন এবং দেখে তৃপ্তি নিচ্ছেন। =p~ প্রোডাকশন ফল্ট একটি স্বাভাবিক প্রক্রিয়া-তেনার কাছে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



উনার সিষ্টেম ছিলো: মাটি থেকে "পুর্ণাংগ যুবক/যুবতী মানুষ" বানায়ে পৃথিবীতে পাঠানো; ঐ সিষ্টেম কি সমস্যা দেখা দিয়েছে?

২২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪২

রানার ব্লগ বলেছেন: আলোচনা জেনো আলোচনার মধ্যে থাকে উহা জেনো মারামারির পর্যায় না যায় ।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:



আল্লাহ সম্পর্কে মানুষ লিখাতে, লেখায় অনেক ভুল আছে। আল্লাহ যদি লিখতেন, কোন ভুল থাকতো না।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১

বাউন্ডেলে বলেছেন: উনার সিষ্টেম ছিলো: মাটি থেকে "পুর্ণাংগ যুবক/যুবতী মানুষ" বানায়ে পৃথিবীতে পাঠানো; ঐ সিষ্টেম কি সমস্যা দেখা দিয়েছে?
আপনি যা দেখছেন ৮০ বছরে- উনি দেখছেন সেটা - এক পলকে। তিনি পুর্নাঙ্গ মানুষ যুবক-যুবতী বানিয়েছেন- এ তথ্য কই পেলেন ? অর্ধ মুর্খ ওয়াজিরা ভীর জমাতে এসব ভেল্কি ওয়াজ করে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার মতো লোকজন উনার সম্পর্কে লেখাতে লেখায় অনেক ভুল আছে; নিউটন বা হকিং আল্লাহকে নিয়ে লিখলে ভুল কম হতো।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

নতুন বলেছেন: যারা সৃস্টিকর্তায় বিশ্বাসী তারা বলবে সৃস্টিকর্তা এই সব বানিয়েছে পরিক্ষা হিসেবে।

তাদের বিশ্বাস হইলো সৃস্টিকর্তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

সোনাগাজী বলেছেন:



যারা আদিকালে আল্লাহ সম্পর্কে লিখেছেন, তাদের জ্ঞান কম থাকায় গল্প অনেক ভুল যোগ হয়েছে।

২৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
আপনার মতো লোকজন উনার সম্পর্কে লেখাতে লেখায় অনেক ভুল আছে; নিউটন বা হকিং আল্লাহকে নিয়ে লিখলে ভুল কম হতো।

ঠিক বলেছেন। সব কিছুর মুলে “সময়”
আমি সময় সন্কটে।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

সোনাগাজী বলেছেন:


আপনার সময় সংকট, আপনি পেছনে আছেন, বেদুইনদের যুগে।

২৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১

নতুন বলেছেন: যারা আদিকালে আল্লাহ সম্পর্কে লিখেছেন, তাদের জ্ঞান কম থাকায় গল্প অনেক ভুল যোগ হয়েছে।


ধর্মের সবচেয়ে বড় প্রয়োগ হলো মানুষকে নিয়ন্ত্রনে রাখা। তাই সৃস্টিকর্তার নামে অনেক কথা প্রচার করে।

নারীর স্বালীন পোষাকের কথা কোরানে ৩টা আয়াত আছে। কিন্তু বর্তমানে ৩ কোটির বেশি লাইন আছে নারীর পোষাকের উপরে... সকল মোল্যারাই নারীর পোষাকের উপরে কিছু না কিছু মতামত দিয়ে যায়।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



কোন মোল্লার কোন বিষয়ে জ্ঞান নেই

২৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: নতুন নতুন সমস্যা সামনে আসছে। আর মানুষ ঈশ্বরের ক্ষমতার উপর নিরাশ হচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



আগের লোকজন ঈশ্বরকে সৃষ্টি করেছিলো; আজকে, নতুন জ্ঞানের আলোকে ঈশ্বরকে সৃষ্টি করার দরকার।

২৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: দিন দিন মানুষের আল্লাহ, ভগবানের উপর আস্থা কমে যাচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



ইউরোপ, আমেরিকায়ও ধর্ম আছে; তবে, সেখানে আল্লাহের কাজকর্ম কমে গেছে, মানুষ নিজের কাজ নিজে করছে।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩১

বিজন রয় বলেছেন: মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশে কি এসব লিংগের মানুষ আছে?

বাংলাদেশের মতো ইসলামিক দেশে এসব জন্ম না হলেই ভালো হতো।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আমাদের প্রাকৃতিক দুষণ মিডল ইষ্ট থেকে হাজারগুণ বেশী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.