নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রিপাবলিকে, সংবিধান ও আইনের কথা না\'বলে, ইসলাম, ইসলাম করেন কেন?

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯



মানুষের সমস্যা, পরিবারের সমস্যা, দেশের সমস্যা, মানুষের অধিকার ও দায়িত্ব, সরকারের সমস্যা ও দায়িত্ব নিয়ে যখন কথা উঠে, আপনাদের অনেকে সংবিধান ও আইনের আলোকে কথা না'বলে ইসলাম, ইসলাম ( ধর্মীয় ) করতে থাকেন কেন? গত ২ দিন, ব্লগে ৩য় লিংগ মানুষের জন্ম, সায়েন্টিফিক কারণ, তাদের সামাজিক অবস্হান, তাদের নিয়ে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা নিয়ে কথা বলার সময়, অনেকেই ইসলাম ইসলাম করেছেন! আমাদের রিপাবলিকে, এই সমস্যার মেডিক্যাল ব্যাখ্যা, সামজিক নিয়ম, দেশের আইন, সাংবিধানিক ব্যাখ্যা ই্যাদি না'এনে কেন ধর্মের আলোকে কথা বলতে চেয়েছেন অনেকে?

১ম কারণ হচ্ছে, ৯ম/১০ শ্রেনীর বাইওলোজী অনেকেই ঠিক মতো পড়েননি, কিংবা পড়লেও বুঝেননি; কিংবা এরপরের পড়ালেখা থেকে আপনারা দরকারী পরিমাণ জ্ঞান আহরণ করতে সমর্থ হননি। ফলে, ধর্মের আলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন, কারণ ওখানে যেসব ব্যাখ্যা আছে, সেগুলো আগেরদিনের মানুষ ব্যাখ্যা করেছেন, সেগুলো সহজ; তবে, সঠিক নয়। আপনাদের অনেকের জন্য সেগুলো ভুল ইত্যাদি সমেত কথা বলার জন্য একটি প্লাটফর্ম দিয়েছে।

বর্তামান বিশ্বে যা ঘটছে, যা ঘটার সম্ভাবনা আছে, এগুলোর সায়েন্টিক ব্যাখ্যা আছে, এবং সেগুলো প্রতিষ্ঠিত সত্য; আপনি পড়েন নাই, কিংবা বুঝেন না বলে, উহা অসত্য হয়ে যায়নি। আপনি নিউটনের সুত্র বুঝেননি বলে, আপনার পক্ষে সহজ হচ্ছে বলা যে, এ্যাপোলো-১১ আসলে চাঁদে যায়নি, এগুলো আমেরিকার চালাকি। আমেরিকা এই ধরণের চলাাকি করলে, ততকালীন সোভি্যেতের বিজ্ঞানীরা চুপ করে বসে থাকতো না। এসব ব্যাপারে ভেঁড়ার মতো ভেঁ ভেঁ করার আগে, সায়েন্সে যারা সামনে আছেন, তাদের কথা শুনুন ও বুঝার চেষ্টা করেন।

সময় ছিলো, যখন মানুষ জানতো না যে, কোভিড নামে একটি রোগ আছে; তখন অনেকের পক্ষে এই ধরণের মৃত্যুকে সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, কিংবা ভুলভাবে ডায়াগনোসিস করা হয়েছিলো। আজকে মানুষ উহাকে বুঝেছে, মানুষ ইহার প্রতিরোধে বেশ কিছুটা আগায়েছে; বিজ্ঞানীরা মনপ্রাণ দিয়ে সব ধরণের রোগের ঔষধ ( মহামারীর প্রতিষেধক ) বের করার চেষ্টা করছেন। মেডিসিন সম্পর্কে আপনার সঠিক জ্ঞান নেই বলে, আপনি ইহাকে সৃষ্টিকর্তার শাস্তি মাস্তি বলে মানুষকে বিভ্রান্ত করলে মানুষের ক্ষতি হবে।

আপনি সায়েন্স ও টেকনোলোজী না'জানলে, না'বুঝলে, ভালো হয় আপনি চুপ করে থাকবেন; আপনি যদি ধর্ম মর্মের ভুল ব্যাখ্যা এনে, পোষ্ট লেখে ক্লান্ত হয় যান, এগুলো হবে গার্বেজের সৃষ্টি মাত্র।





মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আর্টস ও কমার্সের ছাত্ররা এমনকি মাদ্রাসার হুজুররা বিজ্ঞান নিয়ে হাউকাউ করে এদেশে। ম্যাওপ্যাও পোস্ট লিখে। হাস্যকর।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



যারা সময় মতো পড়েনি, পড়ে বুঝেনি, আজকেই তারা জাতির জন্য বোঝা হয়ে গেছে।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

মোগল সম্রাট বলেছেন:


আচ্ছা মুরব্বি, যারা এই বিষয়ে বুজমান মানে সায়েন্সের আলোকে ব্যাখ্যা ট্যাখ্যা দিয়া একদম কারিকুলামে এ্যড করে দিয়েছে তাদের আসল ধান্দাটা কি ধরতে পারছেন? এখানে তো ধান্দা ছাড়া কোন মখলুকাত নাই।

এদেশের এতো এতো মহা গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়া বাল ছাল নিয়া কুতর্ক কইরা ল্যাদায়া সব যাগা দেহি ভরায়া ফালাইছে গতো দুই তিন দিন ধইরা।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



বেশীর ভাগ ব্লগরেরা দেশের ও বিশ্বের বড় বড় সমস্যা ও অর্জন সম্পর্কে বুঝতে পারেন না; ফলে, তাদের জানা মতো, ছোটখাট কিছু একটা পেলে লেগে যান।

২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:




৩য় লিংগ ( বিশ্বের বিষাক্ত পরিবেশ ও মানবদেহের পরিবর্তনের ফলে ) মানুষের মনে কষ্টের সৃষ্টি করছে; এর বাহিরে আমি কিছু দেখছি না।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

রিদওয়ান খান বলেছেন: জাতিকে এসমস্ত গার্বেজ লেখা দেওয়া ছাড়া বিজ্ঞানের কী-ই বা দিয়েছেন? কথায় কথায় বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাদের বিজ্ঞান আমরা দেখেছি তো! ঐ নববর্ষের দিন কতগুলা হুতুম প্যাচা আর মাটির হাড়িতে পান্তা-ইলিশ ছাড়া আর কিছু কি দিতে পেরেছেন? বিজ্ঞানকে ইসলামের বিপক্ষে অথবা ইসলামকে বিজ্ঞানের বিপক্ষে দাড় করিয়ে কতগুলা গার্বেজ পোস্ট আপনি নিজে লিখেছেন তার কি হিসেব করেছেন?

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:




আপনি ৯ মাসে ২ টি পোষ্ট লেখে ২টি মন্তব্য পেয়েছেন; ৯ মাসে আপনার পোষ্ট ব্লগারেরা পড়েছেন ১২২ বার। আপনি বিজ্ঞান জানলে, বা বুঝলে আপনার এই অবস্হা হতো না।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৫

কামাল১৮ বলেছেন: এ দেশের ৯০% লোক মুসলমান।তারা ইসলাম ধর্মের আলোকেই কথা বলবে।বেহেস্তে ৭২ হুরের চিন্তায় তারা বিভোর।তাছাড়া ইসলাম ধর্ম বিজ্ঞান শিক্ষাকে নিরুৎসাহিত করা হয়েছে।একমাত্র ইসলামকেই জানতে হবে এবং মানতে।বাকি সব বাদ।আশার কথা হলো, সংখ্যায় কম হলেও কিছু লোক আলোর পথে আসছে।
সরকার যদি ভুলবাল প্রচার বন্ধ করতে পারতো।মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মিথ্যা প্রচার করছে, মানুষকে ভুল পথে পরিচালনা করছে।তাদের কে যদি জবাব দিহিতার আওতায় আনা যেতো তবে সমাজের অনেক উপকার হতো।

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



দেশের ৯০ ভাগ মুসলিম, ৯২ ভাগ কমবুদ্ধিমান; যারা ব্লগে আসেন, তারা দেখে দেখেও ভাবতে শিখতে পারার কথা।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ঢাবির শিক্ষিত গাধা গুলোরও একই অবস্থা।
জীববিজ্ঞানের একটি সমস্যা নিয়ে সারাক্ষণ খালি ধম্ম ধম্ম করে আর বলে জাত গেল জাত গেল।
মানুষ দুয়ার বন্ধ কইরা সমকাম করুক বা বিষম কাম করুক বা হাত মারুক তোদের সমস্যা কি?

২৬ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২৩

সোনাগাজী বলেছেন:



ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসার ছাত্র ঢুকতে দিয়ে, ওগুলোতে মাদ্রাসার সংস্কৃতি নিয়ে আসছে।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি সঠিক বলেছেন।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



দেশ হলো রিপাবলিক, এরা সামন্তবাদের সময়ের সমাজের প্রথা নিয়ে কি সব ম্যাঁওপ্যাঁ করে।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

নয়ন বড়ুয়া বলেছেন: এই কোভিড নিয়েও কত ভুলভ্রান্তি তথ্য যে দেখলাম। এমনও শুনতে দেখেছি যে, যে বেশী পাপী তাদের কোভিড হয়...
চমৎকার লিখেছেন দাদা...

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



শিক্ষাদীক্ষায় এরা সান্তবাদী

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

এম ডি মুসা বলেছেন: আমি বিজ্ঞান এর ছাত্র ছিলাম! এইচএসসি প্রর্যন্ত! আপনার প্রথম কথা হলো সবখানে ধর্ম টেনে আনা ঠিক না,
তারপর হলো মানুষ তাহলে আসলেই চাঁদে যায়নি?
শেষ হলো ধর্মের লোকদের আবিষ্কৃত কথাবার্তা আমি বলি নাই! এই দেশের বাঙালি সংস্কৃতির বুঝা উচিত!

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



ইউনিভার্সিটিতে পড়ার পরও অনেকের জ্ঞানের লেভেল মাদ্রাসার লেভেলে আছে।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৩

নতুন বলেছেন: দেশে যত মানুষ ধর্ম ধর্ম করে তারা যদি সত্যিই ধর্মের কথা অনুসরন করে দূনিতি না করতো তবে সোনার বাংলাই হয়ে যেতো।

যত মানুষ ধর্ম গেলো বলে চিক্কুর পারে। তারা নিজেরাই তো সময় মতন নিজের সুবিধা মতন দূনিতি করে...

যারা আজ ট্রান্সজেন্ডার নিয়ে এতো কথা বলছে তারা নিজেরা কি ধর্মের ১০০% অনুসরন করে?

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



আমাদের মানুষজনের পড়ালেখা ও ভাবনার লেভেল সামন্তবাদী আমলের সমান।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬

বাউন্ডেলে বলেছেন: ধর্ম = বস্তুগঠিত মস্তিস্ক নামক যন্ত্র থেকে জন্মান মনের খোরাক
বিজ্ঞান = বস্তুগঠিত মস্তিস্ক নামক যন্ত্র থেকে জন্মান মনের খোরাক
দুটোরই চরিত্র এক। গার্বেজ মগজে এ দুটোর কম্বিনেশন অসম্ভব। ডোডো পাখি চ্যাঁও-ম্যাঁও করিতেই থাকিবে বিজ্ঞানকে ধর্ম ল্যাং মারিতেই থাকিবে না পারিলে গিলে খাবে। বেকুব ধর্ম জানেই না- তাকেও বিজ্ঞান জন্ম দিয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি "ফেইসবুক গ্রেজুয়েট"।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

নাহল তরকারি বলেছেন: ধর্ম মানা যদি আগের গার্বেজ হয় তাহলে ইহুদী জাতি এগিয়ে গেলো কিভাবে? ওরা তো ধর্ম মানে আর বিজ্ঞানীও মানে।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:




ওরা আধুনিক জ্ঞানে জ্ঞানী, ওদের ধর্মে আধুনিকতা আছে, ইসলামে নেই

১২| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: আজহারী দেশে ফিরবেন। মাহফিল করবেন। এবং সেই মাহফিলে ৮ লাখ লোক হবে।

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



দেশে বেকুব আছে ১৮ কোটীর মতো।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


Islam is a complete code of Life.

২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



রাজা, বাদশাহ ও খলীফাদের সময়ের জন্য সব ধর্মই পুর্ণাংগ জীবনের কোড ছিলো; এখন জীবনের কোড হচ্ছে বিজ্ঞানসন্মত সাবজেক্টগুলো।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ এই জাতীয় প্রতিষ্ঠানগুলি অনেক আগেই মাদ্রাসায় পরিণত হয়েছে।
সেখানে এখন চলছে তাদের চর্চা।
গবেষণা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা এখন আর এই দেশে আর হয় না বললেই চলে।
আফসোস!

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



সবাই "ফেইসবুক গ্রেজুয়েট " হয়ে বের হচ্ছে।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

ঢাবিয়ান বলেছেন: আপনি যেমন সারাক্ষন ধর্মকে বাশ দিয়ে পোস্ট দেন , যারা ধর্মে বিশ্বাষী তারা ধর্মের আলোকেই পোস্ট দিবে বা কমেন্ট করবে। এটাই স্বাভাবিক।

@ মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ এই জাতীয় প্রতিষ্ঠানগুলি অনেক আগেই মাদ্রাসায় পরিণত হয়েছে।

আপনি দেশে কোথায় পড়াশোনা করেছেন ? এই কারনে জানতে চাচ্ছি কারন কোন প্রতিষ্ঠান সম্বন্ধে মন্তব্য করতে হলে জানা প্রয়োজন আদৌ সেই বিষয়ে মন্তব্য করার যোগ্যতা আপনার আছে কিনা। তাছাড়া বাক স্বাধীনতা ও হেইট স্পীচের মধ্যে যে পার্থক্য আছে সেটাও আপনার জানা নাই বলে মনে হচ্ছে।

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:



আমি গ্রামের স্কুলে এইচএসসি, চিটাগং কলেজ ঠেকে এইচএসসি।
আমি ধর্মকে বাঁশ দিই না; আপনি চলেন জামাতীতের মতো, দেশে যে শাসনতন্ত্র আছে, উহা আপনার ক্যাপিটেল অবধি যায় না।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩

আলামিন১০৪ বলেছেন: কি আর কমু, ভাই আপনি বিজ্ঞানী মানুষ...আমরা মুখ্যু সুখ্যু...

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:




আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ১৩টি
মন্তব্য করেছি: ৯৯টি
মন্তব্য পেয়েছি: ১৭টি
ব্লগ লিখেছি: ৮ বছর ৯ মাস

২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা আপনারদের জন্য সৌদী আরবের অপশান রেখেছেন।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

Meghna বলেছেন: রিপাবলিকে, সংবিধান ও আইনের কথা না'বলে, ইসলাম, ইসলাম করেন কেন।
---- কারন ১ বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম।
২ অন্য ধর্মের লোকদের বাঁশ দেওয়া বাংলাদেশি মুসলমান দের কাম।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০১

সোনাগাজী বলেছেন:



দেশকে কলোনীতে পরিণত করেছে গত ৫২ বছরের সরকারগুলো; ব্যুরোক্রেট ও দলের লোকদের পরিবার ভালো আছে, তারা দেশের শাসন নিজেদের হাতে রাখছে। ওরাই সামান্য খুঁদকুটা দিয়ে সামন্তবাদের হেফাজতিদের লালন পালন করছে।

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

আমি সাজিদ বলেছেন: মেডিসিন, ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথমেটিক্স, ইকোনোমিকস - এ বাংলাদেশী/ বাঙ্গালীর পাইওনিয়ার হওয়ার সম্ভাবনা কতোটুক দেখেন?

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা ও দলের লোকেরা তাদের ছেলেমেয়েদের বিদেশের ইউনিভার্সিটিতে পড়ায়ে আনছে; ওরাই পড়ালেখার স্হলে ছাত্র রাজনীতি চালু রেখে গরীবের ছেলেদের লাঠিয়াল বানা্চ্ছে। মেডিসিন, ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথমেটিক্স, ইকোনোমিকস থেকে ফেইসবুক সহজ, বাংগালীর মাথায় কঠিন পড়ালেখা প্রবেশ করে না।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

বিজন রয় বলেছেন: ইসলাম, ইসলাম করেন কেন.......... দেশে ইসলামিক, তাই করে।

সোজা কথা বোঝেন না মশাই।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



দেশ ইসলামিক নয়, দেশ একটি প্রজাতন্ত্র, বেকুবেরা প্রজাতন্ত্র বুঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.