নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশে আওয়ামী-বিরোধীদের সংখ্যা এখন অনেক বেশী

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:৫৭



দেশে আওয়ামী-বিরোধীদের সংখ্যা এখন বেশী; কিন্তু এদের মাঝ কোয়ালিটি মানুষ কম: জামাতীরা যে কোন জাতীর জন্য ক্ষতিকারক, বিএনপি ও জাপার লোকেরা হলো মিলিটারীর লেজুড়, সাধারণ মানুষের স্বার্থ-বিরোধী, হেফাজতীরা হলো সামন্তবাদের বেকুব মানুষ; এই জন্যই এই বিশাল জনসংখ্যা আওয়ামীদের সামনে দাঁড়াতে পারছে না। শেখ হাসিনা বিএনপি ও জামাত নেতৃত্বকে গাধার মতো ব্যবহার করছে ক্ষমতা দখলে রাখার জন্য; তিনি জাপাকে কিনছে চুরিদারী করার লোভ দেখায়ে; হেফাজতকে মাদ্রাসা-মসজিদ-মক্তব করতে দিলেই খুশী।

দেশে কিন্তু এখন প্রফেশানেলের সংখ্যা নিতান্ত কম নয়; যদিও বুয়েট ও মেডিক্যাল কলেজ থেকেও 'ইসলামি স্কলার' বের হচ্ছে বেশ পরিমাণ। হাইস্কুল, কলেজ ও ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকগণ ও শিল্পকারখানায় প্রচুর জ্ঞানী মানুষ আছেন, যাঁরা বুঝতে পারেন যে, গত ৫২ বছরের সরকারগুলো সঠিকভাবে দেশ চালায়নি, আমরা ভয়ংকরভাবে পেছনে পড়ে যাচ্ছি; দেশের ২/৩ লাখ পরিবার সকল সম্পদ ও সুযোগ ব্যবহার করে, ইউরোপ আমেরিকা থেকেও ভালো জীবন যাপন করছে; বাকীরা তাদের জন্য দাসের মতো খেটে খুটে চলছে।

দেশের ৬০/৭০ লাখ পরিবারের মানুষ আরব, মালয়েশিয়া ও ইউরোপে মানবেতর জীবন যাপন করে, তাদের পরিবারগুলোকে স্বচ্চল রাখছে; কিন্তু ইহা স্হায়ী সাধান নয়, মানুষ তার পারিবারিক জীবন থেকে বন্চিত হচ্ছে; আমাদের পাশের দেশের মানুষের জীবনের মান আমাদের থেকে উন্নত; যদিও তারা কঠিন নির্দয় সমাজে বাস করে। সরকারের পাশাপাশি অনেক দেশে, অনেক সিষ্টেম গড়ে তুলেছে অনেক জাতি। আমাদের সরকার দেশের মানুষকে কলোনীর মানুষের মতো ব্যবহার করছে

যারা মিলিটারী শাসনে বিশ্বাস করে না, হযরত ওমরের বেদুইনী অর্থনীতিতে ( খেজুর ও পিঠে আটার বস্তা ) বিশ্বাস করে না; যারা বসুন্ধরা, আলাম ব্রাদার্শ, প্রাইভেট ইউনিভার্সিটি ও প্রাইভেট হাসপাতালে বিশ্বাস করে না, তারা আওয়ামী সরকারের পাশাপাশি, নিজেদের চেষ্টায়, জাতির জন্য, সরকারের প্যারালাল একটি অর্থনীতি ও ফাইন্যানসিয়াল সিষ্টেম গড়তে সক্ষম হতে পারবে কিনা? ।


মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৮

কামাল১৮ বলেছেন: আমাদের জনগন বিভিন্ন দল ও উপদলে বিভক্ত।এতয়েব সঠিক পরিসংখ্যান জানা সম্ভব না।৭৫ এর পর আওয়ামী লীগ কখনো বেশির ভাগ লোকের সমর্থন পায় নাই।আসলে কারো বেশির ভাগ লোকের অর্থাৎ ৫০% সমর্থক নাই।যে কয়টা নির্বাচন হয়েছে তাতে ৪০% ভোট পেয়ে কেউ সরকার গঠন করতে পারে নাই।

কখনো ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হতে পারলে বেশিরভাগ লোকের সমর্থন নিয়ে দেশকে লন্ডভন্ড করে দিবে।সম্ভাবনা যে নাই সেটা বলা যায় না।প্রয়োজন হলো যোগ্য নেতৃত্ব।
কঠিন নির্দয় সমাজে বাসকরে বলতে কি বুঝিয়েছেন।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০৭

সোনাগাজী বলেছেন:



ভারতের মানুষ ধর্মীয়ভাবে বিবিধ বর্ণে ( কাষ্ট ) বিভক্ত; এরা বর্ণের বেলায় বেশ নির্দয়।
বাংলাদেশে ১৯৭৩ সালের পর, সব নির্বাচনের ফলাফল বদলানো হয়েছে বিবিধভাবে।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


না

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১১

সোনাগাজী বলেছেন:


সরকারকে বাদ দিয়ে ইসরায়েলের "কিবুটস" একটি সামাজিক-অর্থনৈতিক সমিতি; এবং আমেরিকার "ক্যাথোলিক স্কুল" ব্যবস্হা হচ্ছে বড় আরেকটি উদাহরণ, যেখানে মানুষ সরকারের পাশাপাশি বড় অর্থনৈতিক সমিতি গড়ে তুলেছে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫০

এম ডি মুসা বলেছেন: এটা ভুল কথা, আমি আওয়ামী সাপোর্ট করি এই জন্য! যে বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, আওয়ামী লীগ ১৯৭১ পূর্ব থেকে সংগ্রামী এছাড়া! ১৯৭১ পরবর্তীতে বঙ্গবন্ধু এই দেশের মানুষ অধিকার এবং ভাগ্য উন্নয়নে চেষ্টা করছেন, তাকে মেরে ফেলছে থাকলেও এতদিন আমাদের মত সাধারণ মানুষের স্বস্তি হতো।
কিন্তু যে সব লোক বঙ্গবন্ধু আদর্শ চেতনার যার নেই! সে যদি আওয়ামী লীগ হলেও তাকে আমি পছন্দ করি না।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানী আমলে মিলিটারী সরকার পুর্ব পাকিস্তানের অর্থনীতির জন্য দরকারী কিছু করেনি ও সমস্ত ব্যবসার সুযোগ করে দেয় ২২ পরিবারকে। শেখ ও মওলানা ভাষানীর সংগ্রাম ছিলো বাংলাীদের ভাগ্য পরিবর্তন করার। বাংগালীরা দেশকে স্বাধীন করেছিলো সেই আশায়।
বর্তমানে বসুন্ধরা, আলাম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স, বেক্সিমকো, খুলনা পাওয়ার্স, এই রকম ২০০ ফ্যামেলীকে লালন করছেন শেখ সাহেবর কন্যা।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫২

এম ডি মুসা বলেছেন: ভাই দেশের মানুষ ১৯৭১ সালের যারা পাকিস্তানের সাপোর্ট করছে! তাদের বংশধর কিন্তু কম নয়! সংখ্যা গরিষ্ঠ !
তাদের বেশিরভাগই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানে না, বেশি হতেই পারে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৬

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত, জাপা ও হেফাজত আছে জাতির ক্ষতি করার জন্য; কিন্তু গত ১৫ বছর জাতির জন্য ভালো করছেন না শেখ হাসিনা।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৬

কামাল১৮ বলেছেন: এর থেকে অনেক বেশি নির্যাতিত বাংলাদেশের হিন্দুরা।ওদেরটাও ধর্মীয় আমাদেরটাও ধর্মীয়।ধর্মই যত নষ্টের মূল।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৯

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা ধর্মের ভিত্তিতে দেশ চালাচ্ছেন না, এখন বাংলাদেশের হিন্দুরা মোটামুটি ভালো আছেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

কামাল১৮ বলেছেন: এবারতো ফলাফল বদলানো হয় নাই।এবারো ৫০% জনসর্থন পায় নাই।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



এবার আওয়ামী লীগের অনেক লোকজন ভয়ে ভোট দিতে যায়নি

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮

কামাল১৮ বলেছেন: আওয়ামীদের অত্যাচারে মন্দের ভালো আছে।কোনটারই বিচার হয় না।অত্যাচার কম হয়েছে কিন্তু বন্ধ হয় নাই।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:


মানুষ শেখ হাসিনাকে সাপোর্ট করেছিলো যেই আশা নিয়ে, তিনি সেটা করেননি; তিনি ব্যুরোক্রেট ও ব্যবসায়ীদের নিয়ে জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজম গড়েছেন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২

ধুলো মেঘ বলেছেন: "তিনি জাপাকে কিনেছেন চুরিদারি করার লোভ দেখিয়ে"

এইটা হল কোটেশন অব দ্যা ডে। চোরা জাতীয় পার্টিে এত সুন্দর মূল্যায়ন আর কেউ কোনদিন করেছে বলে আমার মনে পড়েনা। লাঙ্গলের পক্ষে ভোট কেনার জন্য আওয়ামী লীগ থেকে তাদেরকে অনেক টাকা দেয়া হয়েছিল। কিন্তু সব টাকা সভাপতি আর সেক্রেটারি মিলে খেয়ে ফেলেছে। এই দ্বন্দে আবার পার্টিতে শুরু হয়েছে কোন্দল।

এরশাদকে হুদাই বিশ্ববেহায়া বলা হত। তার দলের নেতারা তো বেহায়াপনার সমস্ত নির্লজ্জতার সীমা ছাড়িয়ে ফেলেছে।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



২০০৭ সালে, মিলিটারী ক্ষমতা কেড়ে নেয়ার আগে, একদিন, তারেক বিএনপি'র কিছু নবীন ডাকাতকে সাথে নিয়ে, মিডিয়ার সামনে ১ স্যুটকেশ টাকা দিয়ে এসেছিলো এরশাদকে।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: গাজী ভাই বঙ্গবন্ধুর " আদর্শ চেতনা " কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন" কি গত ১৫ টি বছর যাবৎ হয়েছে ? যারা ভাবে যে হয়েছে তারা কি জানে মুক্তিযুদ্ধ বিশেষ কি কারণে শুরু হয়েছিল এবং সেটা কি অবস্থায় রয়েছে ?

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



মুক্তিদ্ধের মুল কারণ ছিলো, "বাংগালী জাতীয়তাবাদ"; বাংগালী জাতীয়তাবাদের কারণ ছিলো পশ্চিম পাকিস্তানে লোকজন আমাদেরকে ২ নম্বর নাগরিক হিসেবে দেখতো; ঠিক ট্রাম্প কালোদের যেভাবে দেখে।

এই জাতীয়তাবাদকে ক্যাপিটেল করেছিলো শেখ সাহেব ও আওয়ামী লীগ; মানুষ শেখের ৬ দফার মাঝে জাতীয়তাবাদের ঐক্য দেখেছিলো।

শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য পান্তাভাতের ব্যবস্হা করেছে; কিন্ত তাতে ভাগ বসাচ্ছে "২ লাখ ভুয়া" যার ১ লাখের বেশী সৃষ্টি করেছে আওয়ামী লীগ, বাকীটুকু বিএনপি। এখন রাস্তাঘাটে যারা ঘাঁড় বাঁকায়ে "মুক্তিযোদ্ধা" বলে দাবী করে, এরা মুলত ভুয়া।

মানুষ ও শেখ সংগ্রাম করেছেন ২২ পরিবারের বিপক্ষে; শেখ হাসিনা সেই ২২ পরিবারের চেয়ে বড় বড় ২০০ দানব ( বসুন্ধরা, আলাম ব্রাডার্স, খুলনা পাওয়ার, বেক্সিমকো ...) সৃষ্টি করেছেন; দেশের ক্যাপিটেল ওদের হাতে চলে গেছে।

১০| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনার মৃত্যুর আগে কোন পরিবর্তন হবে না। উনি দীর্ঘজীবী হলে দেশের ভালো হওয়ার সম্ভবনা আছে। আর তা না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। সেটা হবে আরও খারাপ। তাই মন্দের ভালো হিসাবে শেখ হাসিনাই ঠিক আছেন। এই টার্মে ওনার উচিত হবে দেশের অর্থনীতি নিয়ে কিছু করার চেষ্টা করা। চাকরী বাকরি সৃষ্টির চেষ্টা করা। বড় ব্যবসায়ীরা ব্যবসার চেয়ে ধান্ধা পছন্দ করে। শেখ হাসিনার উচিত হবে ব্যবসায়ীদের দিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:


উনি আপনার মতো জ্বীনে বিশ্বাস করেন; উনার অর্থনীতি গ্বহযুদ্ধের সৃষ্টি করবে একদিন।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস!

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



আমি আফসোসের কথা বলছি না; আপনি ছিলেন মওলানা, আজকে কিন্তু প্রফেশানেল চাকুরী করছেন; শেখ হাসিনার কলোনিয়েল সরকারের পাশাপাশি দেশের প্রফেশানেরা একটি ও ফাইন্যানসিয়াল ও অর্থনৈতিক সিষ্টেম গড়তে পারবে কিনা, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

বাউন্ডেলে বলেছেন: পোস্ট করেছি: ৬৫৫টি
মন্তব্য করেছি: ১৯৫১৭টি
মন্তব্য পেয়েছি: ২৩৬২৪টি
ব্লগ লিখেছি: ১ বছর ১১ মাস
অনুসরণ করছি: ৩ জন
অনুসরণ করছে: ৬০ জন
৭০% গার্বেজ পোষ্ট নিয়ে- আপনার এই ব্লগ সংসার।
আওয়ামীলীগের সমালোচনা ছাড়া আপনার লেখার অন্য বিশেষত্ব যেটা আছে সেটা হলো পশিচমা পিরিতি। অকারনে মিডিলইষ্ট ভীতি। আওয়ামীলীগ সরকারই প্রথম প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে জাতীয়করন করেছে ৭২ এ।
সম্ভবত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মোহাবিষ্ট ছিলেন ৭০ এর দশকে।
আপনার ২য় “ব্লগজন্মের” শুরুতেই গার্বেজ মহাযাত্রার ভিত্তি দিয়েছিলেন নিম্নোক্ত পোষ্ট দিয়ে -
পোস্ট করেছি: ৬৫৫টি
মন্তব্য করেছি: ১৯৫১৭টি
মন্তব্য পেয়েছি: ২৩৬২৪টি
ব্লগ লিখেছি: ১ বছর ১১ মাস
অনুসরণ করছি: ৩ জন
অনুসরণ করছে: ৬০ জন
৭০% গার্বেজ পোষ্ট নিয়ে- আপনার এই ব্লগ সংসার।
আওয়ামীলীগের সমালোচনা ছাড়া আপনার লেখার অন্য বিশেষত্ব যেটা আছে সেটা হলো পশিচমা পিরিতি। অকারনে মিডিলইষ্ট ভীতি। আওয়ামীলীগ সরকারই প্রথম প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে জাতীয়করন করেছে ৭২ এ।
সম্ভবত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মোহাবিষ্ট ছিলেন ৭০ এর দশকে।
আপনার ২য় “ব্লগজন্মের” শুরুতেই গার্বেজ মহাযাত্রার ভিত্তি দিয়েছিলেন নিম্নোক্ত পোষ্ট দিয়ে -

ইহা একটি বেদুইন গবেষনা।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



জ্ঞানীরা আমার পোষ্ট পড়েন।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: এই দেশ শেখ মুজিবের।
সবাই আমরা শেখ মুজিবের দেশে থাকি। এখন তার কন্যা শেখ হাসিনা আমাদের খাওয়ায় পড়াইয়া বাঁচিয়ে রেখেছেন। আওয়ামীলীগের বিরুদ্ধে যে কথা বলবে সে আওয়ামীলীগের শত্রু। দেশের শত্রু।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ পরিবার টাকা না'দিলে পদ্মা ও মেট্রোরেল হতো না।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: এক মন্ত্রী বলেছেন, শেখ হাসিনা আল্লাহর ওলি। আরেক মন্ত্রী বলেছেন, শেখ হাসিনা বেহেশতে যাবেন।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:



এই কারণে ওরা মন্ত্রী হয়েছে; বাকীদেরও বলা উচিত।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১০

আঁধারের যুবরাজ বলেছেন: @ অনেকেই বলে যে , " যে বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন " ইনারা বঙ্গবন্ধুর কোন আদর্শের কথা বলে এবং মুক্তিযুদ্ধের ঠিক কোন চেতনার বাস্তবায়নের কথা বলে ?

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:


শেখ সাহেবকে সরকার গঠন করতে না'দেয়াতে, বাংগালীরা "অসহযোগ আন্দোলন" শুরু করে; ইহাতে পুর্ব পাকিস্তান অনেকটা পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়; ইহার রাজনৈতিক সমাধান ছিলো, শেখ সাহেবকে সরকার গঠন করতে দেয়া; শেখ সাহবে আশা করেছিলেন যে, মিলিটারী বাধ্য হবে; সেই আশায় উনি আন্দোলন চালায়ে যাচ্ছিলেন; উনি আশা করেননি যে, ওরা আক্রমণ চালায়ে যুদ্ধের জন্ম দেবে। এখানে আমি উনাকে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত করতে পারছি না। যুদ্ধ শুরু করেছিলো মিলিটারী, বাংলার গরীব শ্রেণীর সাধারণ মানুষ যুদ্ধ করে পাকীদের পরাজি্ত করেছিলো।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

Amar BD বলেছেন: বর্তমানে আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগ ও রয়েছে। সমস্যা হচ্ছে এতো বিরোধিতা থাকার পরেও কার্যত কোন ফল না পাওয়ার আসল কারণ হচ্ছে কেউ হতে পারে না। আওয়ামী লীগ সব সেক্টর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বিএনপি আন্দোলন করলে জামাত যোগ দেয় না। জামাতে দিলে বিএনপি দেয় না। হেফাজত তো অরাজনৈতিক। কিন্তু তারা কোন আন্দোলন করলে তখন বিএনপি সেকুলার সাঁজে বসে থাকে। মানুষের মধ্যে এমন একটা আশা আসছিল এই বার বিএনপি জামাত মিলে কিছু একটা করবে। কিন্তু সেটাও হয় নি। জামাত-বিএনপি নিজেদের মধ্যের বিবাদ এখন প্রকাশ্যে যার সুবিধা আওয়ামী লীগ নিচ্ছে। লীগের সাথে দাদারা রয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১৫

সোনাগাজী বলেছেন:




বিএনপি-জামাত ক্ষমতায় থাকলে এটা ইয়েমেন হয়ে যেতো।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১৬

সোনাগাজী বলেছেন:



কিছু করতে হলে, শিক্ষিতদের করতে হবে।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: গাজী ভাই আপনি আমাকে যা বলেছেন এইসব তো স্বাধীনতার পূর্বের কথা। আমি জানতে চাচ্ছিলাম যারা এই ২০২৩/২৪ সালে এই সব বলে তাদের কথা।

২৮ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৯

সোনাগাজী বলেছেন:


এখন যারা এসব বলে, তারা শেখ সাহেবের নাম ধরে নিজকে আওয়ামী লীগের প্রতি নিবেদিত প্রমাণ করতে চায়; এরা নিজেও এসবের অর্থ বুঝে না। শেখ সাহবের আদর্শ হোক বা কর্মসুচী হোক, ছিলো ২টি: (১) ৬ দফা, ইহা পাকিস্তানী সময়ের জন্য (২) বাকশাল, ইহা বাংলাদেশকে গঠন করার জন্য; ইহার শুরুতে উনাকে হত্যা করা হয়; আওয়ামী লীগ ইহাকে বর্ঝন করেছে।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




অবশ্যই ভাবনার বিষয়। নির্বাচন বর্জন করা সঠিক কাজ ছিল না।
সময় গেলে সাধন হবে না।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:২৭

আরেফিন৩৩৬ বলেছেন: আপনি রীতিমতো আওয়ামী লীগ বলেই মজলুমের ব্যর্থতা খোঁজে পান, আর চিন্তক হলে এত এত যে প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক রূপ হারাচ্ছে তার জন্যে হাহাকার করতেন। একটা ফ্যাসিস্টের সামনে জনশক্তি এত সহজে দাঁড়িয়ে থাকতে পারে না। আপনার মতো লোকের কথায় দেশে বার্মার মতো সিভিল ওয়ার কাম্য। যদিও সেটির একটি সম্ভাবনা তৈরি হয়ে যাবে দ্রুতই। তখন আওয়ামী লেজুড়দের হে**ডা ভাই**ঙ্গা দিলে আওয়ামী ঘেউঘেউ কমে আসবে। যে আওয়ামী লীগ ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে তারা এখন আখের খোঁজে পাইছে। জাসদের অভিজ্ঞতা হাতে নিয়ে বিএনপি ধ্বংসের পাঁয়তারা করে। আর আপনারা তার লেঠো সমর্থক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৮

সোনাগাজী বলেছেন:


আমি মিলিটারী শাসনের বিপক্ষে যুদ্ধ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.