নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নেতানিয়াহু ট্রাম্পের জন্য অপেক্ষা করছে?

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০



যেদিন থেকে বাইডেন ২-রাষ্ট্র সমাধানের কথা বলেছে নেতানিয়াহুকে, সেদিন থেকে নেতানিয়াহু বাইডেনকে ভয় পেয়ে গেছে। বাইডেন শুধু বলছে, কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছে না। বিশ্ব আজকেই ফিলিস্তিন রাষ্ট্র চাচ্ছে, এই যুদ্ধের মাঝেই! আসলে, এই যুদ্ধের মাঝেই বাইডেন যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে, একটি সরকার গঠন করে দিয়ে, জাতিসংঘ বাহিনীকে মোতায়েন করে দিতো, সে বিশ্বের সবচেয়ে বড় নেতা হিসেবে সন্মান পেতো। কিন্তু সে এগুচ্ছে না, বা এগুতে পারছে না।

নেতানিয়াহু আমেরিকার ইহুদী লবির উপর নির্ভর করে যুদ্ধকে প্রলম্বিত করছে; সে ও তার যুদ্ধকালীন সরকার আশা করছে যে, ট্রাপ এবার পাশ করবে; ট্রাম্ এসে গেলে, নেতানিয়াহু আগামী ৪ বছর গাজাতে বসে থাকতে পারবে ও সেই সময়ে বিশ্ব ফিলিস্তিনের ব্যাপারে ঠান্ডা হয়ে যাবে, আশা করছে। ট্রাম্প ২-দেশে বিশ্বাসী নয়, সে ফিলিস্তিনীদের দেখতে পারে না।

গতকাল, আইসিজে স্পষ্ট করে বলেছে, ইসরায়েলকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। এত নেতানিয়াহু ভুতের মতো আবোল তাবোল বকছে; কিন্তু সে একটা জিনিষ মিস করছে, এবার বিশ্বের মত বদলে গেছে, ইহুদীদের সম্পর্কে মানুষ আর ভালো ধারণা পোষণ করছে না।

ইসরায়েলের ভেতরে অনেক জেনারেল, পিএইচডি ও প্রফেসারেরা ইসরায়েলের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তারা নেতানিয়াহুকে ভালোভাবে চেনে, এবং বুঝে যে, ইহুদীরা এভাবে হত্যাকান্ড ঘটিয়ে, যুদ্ধ করে, শুধুমাত্র আমেরিকার সমর্থন নিয়ে টিকে থাকতে পারবে না। ইসরায়েলের মানুষ এই সাড়ে ৩ মাসের যুদ্ধেই ক্লান্ত হয়ে গেছে।

ইষরায়েলী বাহিনী ১ জন বন্দীকেও উদ্ধার করতে না'পারাটা যে, যুদ্ধ চালিয়ে যাবার জন্য একটা ষড়যন্ত্র, সেটাও আজকে পরিস্কার। খান ইউনিস হচ্ছে ৩/৪টি গ্রামের সমান যায়গা, সেখানে ইসরায়েলী বাহিনী দেড়মাস কিসের যুদ্ধ করছে? উত্তর সীমান্তে হেজবুল্লাহ আসলে কিছু করছে না; ইসরায়েল সরকার ওখানে যুদ্ধের কথা বলে সময় বাড়াচ্ছে।

বাইডেন দেশের ভেতরে ভীষন চাপে আছে; ট্রাম্পের সাপোর্টারেরা সংখ্যায় কমেনি; বরং বেড়েছে। বাইডেনের বয়স ও ইউক্রেন যুদ্ধ তার বিপক্ষে। শুধু একটা আশা হলো, ডেমোক্রেট ভোটারদের সংখ্যা বেশী।


মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮

কামাল১৮ বলেছেন: গাজা ইসরায়েল এর থাকবে।এটা দুই নেতাই চায়।এখানে খাল কাটার পরিকল্পনা আছে আমেরিকার।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:


কিসের খাল? আপনি আজগুবি কথা বলেন।

গাজার যেই অবস্হা করেছে, উহাকে বসবাসযোগ্য করার দায়িত্ব ইসরায়েলকেই দেয়ার দরকার।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

কামাল১৮ বলেছেন: সুয়েজ খালের প্যারালাল একটা খালের অনেক পুরনো একটা প্লান আছে।খুঁজা খুঁজি করেন পাবেন।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:


ইসরায়েল উহার ডিজাইন করেছিলো ( বেন গুরিয়েন ক্যানেল ); উহা অত বড় ব্যবসা নয়।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাবছি ফিলিস্তিনিদের কপালে আর কতো দু:খ আছে কে জানে?

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:


১৯৯০ সালের আগে আরবেরা সঠিক পন্হায় যায়নি; যখন ফিলিস্তিনীরা বুঝতে পেরেছিলো, তখন বাধা হয়ে দাঁড়ায়েছে হামাস

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দুইটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাধানের একমাত্র পথ হতে পারে।
এছাড়া আর কোনো উপায় নেই।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:



১৯৪৮ সালে জাতিসনঘ সেটাই বলেছিলো

৫| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন:এবার বিশ্বের মত বদলে গেছে, ইহুদীদের সম্পর্কে মানুষ আর ভালো ধারণা পোষণ করছে না।

- ফ্রান্সে বিষয়টি টের পাওয়া যাচ্ছে। বিরোধী দলের নানা নেতারা ,সাধারণ মানুষ যুদ্ধের বিপক্ষে কথা বলছে। পথে নেমেছে , সমাবেশ করেছে।

২৮ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:২৮

সোনাগাজী বলেছেন:



পুরো ইউরোপের একই অবস্হা; ইহুদীরা ইউরোপে থাকতে সাহস করবে না।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫১

শূন্য সারমর্ম বলেছেন:



যুদ্ধটা দীর্ঘায়ু লাভ করবে মনে হচ্ছে।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৬

সোনাগাজী বলেছেন:



এটা কোন যুদ্ধ ছিলো না, ইহা পুরোপুরি গণহত্যা; ইডিওটিক ইহুদীরা ভয়ংকর সমস্যার মাঝে প্রবেশ করছে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ট্রাম্প কি দুষ্টলোক?
তার জন্য কি আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে? না বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে?

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



সে দুষ্টলোক, আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে; বিশ্বে বিশৃংখলা দেখা দিবে।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

কথামৃত বলেছেন: ট্রাম্প এর বক্তব্য শুনলাম ওইদিন, তিনি বলছেন, এক রাষ্ট্র থাকলে যদি সবাই হ্যাপি থাকে থাহলে এক রাষ্ট্র, দুই রাষ্ট্র হলে দুই রাষ্ট্রই উনি হ্যাপি। উনি যুদ্ধ চান না।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:


এখন বিশ্বের অবস্হা দেখে ২ দিকে কথা বলছে; তার সময়ে আমেরিকান এম্বেসী নেয়া হয়েছে জেরুসালেমে।

৯| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

বাউন্ডেলে বলেছেন: ইসরাইল-আমেরিকা নিয়ে মাথা ঘামানো পন্ডশ্রম। তারা যে কাজ করেছে- তাতেই তারা নিজেদের ভাগ্য নির্ধারন করেছে । তারা নিজেদের অনিবার্য ধ্বংষ নিশিচত করেছে-২০২৩ এ।।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



ওরা পরিশ্রমী জাতি, সমস্যা এলে সমাধান করে ফেলবে।

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০৯

শ্রাবণধারা বলেছেন: এই লেখাটি আগেই পড়েছিলাম এবং ভালো লেগেছিলো। নতুন কিছু প্রসঙ্গ এসেছে আপনার লেখাটায়।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।

আপনি কি কিছু লিখেছেন সম্প্রতি?

১১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই বার বাইডেন বাবাজির খবর আছে!
ওবামার ধারাবাহিকতা উনি ধরে রাখতে পারেন নাই।
তাই ট্রাম্প সাহেব আসছেন খুব দ্রুতই।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:


ট্রাম্পের সম্ভাবনা আছে।
তবে, ডেমোক্রেটদের ভোটের সংখ্যা বেশী; যদি ডেমোক্রেটরা নিজেদের ভোটারদের ভোটে নিতে পারে, তা'হলে ট্রাম্প আসতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.