নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২০২৩ সালের সেরা বেকুবী কমেন্ট

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১



কমেন্টটা ছিলো মোটামুটি এই ধরণের, "আমাদের দেশ-প্রেমিক সেনাবাহিনী কেন দেশের ক্ষমতা দখল করে এইসব বিশৃংখলা থামায়ে, জাতিকে সঠিক পথে নিচ্ছে না?" কমেন্টটি ঠিক কোন ব্লগারের, কোন পোষ্টে এসেছিলো, আমি ভুলে গেছি! কমেন্টটি আমার মনে খুবই দাগ কেটেছিলো। সরকার কর্তৃক বিএনপি'র মহা সন্মেলনকে পন্ড করার পর, ১ জন সুপরিচিত ব্লগার এই কমেন্টটি করেছিলেন!

আমার মনে হয়, আমি তখন ৯০ দিনের কমেন্টব্যানে ছিলাম; তাই এই কমেন্টের ব্যাপারে আমার পক্ষ থেকে কমেন্ট করা সম্ভব হয়নি। একই কমেন্টকারী আজকে আমাকে নিয়ে একটি নীচুমানের কমেন্ট করায়, ঘটানটা আজ মনে পড়লো; তিনি বলেছেন যে, আমার শিশুসুলভ কমেন্ট আজকাল অচল হয়ে গেছে।

আমার কমেন্টর সংখ্যা ও ধার অনেকটা কমে গেছে, এটা সত্য। আমি আমার মতো করে কমেন্ট আজকাল করতে পারি না; প্রথমত: শক্ত কমেন্ট করার মতো পোষ্ট কমই আসছে। দ্বিতীয়ত: এডমিন সাহেব বারবার কঠিন থেকে কঠিনতর নোটীশ পাঠাচ্ছেন। আমি এডমিন সাহবেকে নিয়ে একবার ছোটখাট ১টি হিউমার করেছিলাম, "আমি ব্লগে না'থাকলে, সামুতে এডমিনের দরকার হতো না!"

আমি ব্লগে সময় দিই, পোষ্ট পড়ি, পড়লে ১টা মোটামুটি ছোট কমেন্টও করি; আমার কমেন্ট সম্পর্কে আমার ভালো ধারণা আছে সব সময়; আমি আমার কমেন্টকে সব সময় ডিফেন্ড করে থাকি, ভুল হলে স্যরি বলি।

আমার কমেন্ট সব সময়ই মোটামুটি পপুলার ছিলো, আমি বিষয়বস্তুর সমালোচনা করে থাকি। বাংলাদেশে অনেক কিছুর ডেফিনেশন পশ্চিমের মতো নয়; ফলে, অনেক সময় আমার কমেন্টকে সমালোচনা না'বলে, অনেকে ইহাকে ব্যক্তি আক্রমণ বলে আসছেন।

কোন দরকারী বিষয়ের উপর ভালো পোষ্ট এলে, প্রানবন্ত কমেন্ট হওয়ার কথা; কমেন্টের সময় তর্ক, বিতর্ক হয়, আলোচনা হয়; সেটাই ব্লগিং'এর মুল ব্যাপার। ভুল ধারণার উপর লেখায়ও অনেকে কমেন্ট করেন, "অনেক শ্রমসাধ্য পোষ্ট"। পাঠকের ভাবনার লেভেল নীচু হলে, ভুল লিখে ও ভুল কমেন্ট করেও অনেক ধন্যবাদ পাওয়া যায়।

গত বছর নিশ্চয় লাখের বেশী কমেন্ট হয়েছিলো; অনেক বেকুবী কমেন্ট নিশ্চয় ছিলো; কিন্তু রাজনৈতিক পোষ্টের পাঠক হিসেবে আমার কাছে উপরোক্ত কমেন্টিকে সবচেয়ে বেকুবী কমেন্ট বলে মনে হয়েছে।

মন্তব্য ৫৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৮

নয়ন বড়ুয়া বলেছেন: আমি আপনার মন্তব্যের সবসময় ইতিবাচক দিক বের করার চেষ্টা করি...

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করি যাতে, আমার মন্তব্যে ইতিবাচক কিছু সব সময় থাকে।

২| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন: সেটার জন্যই আপনাকে ভালো লাগে...

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি সামু ব্লগে খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল প্লে করেন। খুবই জনপ্রিয়। আপনি ছাড়া ব্লগ প্রাণহীন। আপনি ছাড়া যে ব্লগ চলবেনা তা নয়। তবে অনেকে দীর্ঘদিন আপনাকে মিস করবে। যার কথা বলছেন তিনি নিজেও আপনি ব্লগে না থাকলে আপনাকে মিস করবেন বলে আমার ধারণা। তাই আপনি ব্লগে যে সম্মানজনক অবস্থান সৃষ্টি করেছেন, সে অবস্থানের কথা বিবেচনায় এসব পাত্তা না দেয়াই শ্রেয়।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



ঐ বিশ্ববিখ্যাত কমেন্টার কথা ভুলেই গিয়েছিলাম; আজকে মনে পড়লো। এই কমেন্টের পেছনে যেই রাজনৈতিক ধারণা কাজ করছে, উহাই বাংলাদেশকে কক্ষচ্যুত করেছিলো ১৯৭৫ সালে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫০

কলাবাগান১ বলেছেন: উনার মতই এখন মহাজাগতিক সাহেব ঐশ্বরিক পাওয়ার এর দিকে তাকিয়ে আছেন (স্যংশান স্যাংশান এর ধুয়া তুলার পর) আবার ১৯৭৫/গ্রেনেড হামলার দিকে

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:


মহাজাগতিক সাহেব ঐশ্বরিক শক্তিতে আস্হা রাখার বড় কারণ হচ্ছে, কম্প্যুটিং উনার জীবনকে অনেক ভালোর দিকে নিয়ে গেছে; উনি ভালো একটি প্রফেশান পেয়েছেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কেউ যখন নিজেকে মডারেট মুসলিম বলে দাবি করে অথচ সেই দাবির পিছনে কুরআনের কোন আয়াত কিংবা কোন হাদিস দেখাতে পারেনা তখন ধরে নেওয়া যায় যে তিনি কোরআনকে নিজের সুবিধা মতো করে ব্যবহার করছেন ।
এটাকে আমি বলেছিলাম কোরআনকে কাস্টমাইজড অথবা পার্সোনালাইজড করে ব্যবহার করা। বেশিরভাগ মোমেন মুসলমানকে

আমি দেখেছি, অনেকেই মন্তব্যর উত্তর দেন জাকির নায়েকের মত এক পেলে করে ।
জাকির নায়েকের মত সব প্রশ্নের উত্তর নিজের মত করে দিলে হবে না ।
প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট দিতে হবে ।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

সোনাগাজী বলেছেন:



আজকের সামাজিক ও রাজনৈতিক জীবনে ধর্মের কোন ভুমিকা নেই; ধর্ম মানুষ ব্যক্তিগতভাবে মেনে চললেই সঠিক।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কেউ যখন নিজেকে মডারেট মুসলিম বলে দাবি করে অথচ সেই দাবির পিছনে কুরআনের কোন আয়াত কিংবা কোন হাদিস দেখাতে পারেনা তখন ধরে নেওয়া যায় যে তিনি কোরআনকে নিজের সুবিধা মতো করে ব্যবহার করছেন ।
এটাকে আমি বলেছিলাম কোরআনকে কাস্টমাইজড অথবা পার্সোনালাইজড করে ব্যবহার করে।
বেশিরভাগ মোমিন মুসলমানকেআমি দেখেছি, অনেকেই মন্তব্যর উত্তর দেন জাকির নায়েকের মত এক পেশে করে ।
জাকির নায়েকের মত সব প্রশ্নের উত্তর নিজের মত করে দিলে হবে না ।

লজিক থাকতে হবে। লজিক ছাড়া কথা বললে হবে না। এবার ভুলভাল্ লজিক দিয়ে আত্ম তৃপ্তি লাভ করবেন সেটাও চলবে না। সঠিক লজিক দিতে হবে সঠিক প্রশ্নে‌
প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট দিতে হবে ।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

সোনাগাজী বলেছেন:



উপরে যেই কমেন্টের কথা বলেছি, এবং সেই কমেন্টে যে রাজনৈতিক ধারণা আছে, উহাই জাতিকে ডুবায়ে দিয়েছে।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার মন্তব্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করার কারণে শাপে বর হয়েছে। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ছাড়া পাওয়ার পরে এতো দিন পর্যন্ত আপনি আনব্যান থাকতে পারবেন এটা আমার বিশ্বাসই হচ্ছে না। ধন্যবাদ আপনাকে দিবো নাকি মডারেটর সাহেবকে দিব বুঝতে পাড়ছি না।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ এডমিন সাহেবকে দেন, নোটীশগুলো তো উনি লেখেন; উনি লম্বা ভেকেশানে গেলে আমাকে জানাবেন।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২১

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: এই কমেন্টের পেছনে যেই রাজনৈতিক ধারণা কাজ করছে, উহাই বাংলাদেশকে কক্ষচ্যুত করেছিলো ১৯৭৫ সালে।

- সেই ঘটনার পুনরাবৃত্তি হলে ,দেশ অন্ধকারে ডুবে যাবে।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:




১৯৭৫ সালের রাজনৈতিক ভিশন অনুসারে দেশ এখনো চলছে; জিয়া, এরশাদ, বেগম জিয়া নেই; কিন্তু শেখ হাসিনা আসলে দেশ চালাচ্ছেন জে: জিয়ার জিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক পন্হাকে অনুসরণ করে। জিয়া ছিলো গলাকাটা ক্যাপিটেলিজমের পুরোধা।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: হাইডোজের মন্তব্যগুলির জন্য বেনামে একটা নিক খুলে নেন। কারণ এডমিন সাহেব ছুটিতে না থাকলে ব্লগের সব দুষ্ট ব্লগারদের নজরদারি করতে থাকেন। আর ছুটিতে যখন যান তখন শুধু আপনার প্রতি নজর রাখেন।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



আমি কোন সময় এক সাথে একাধিক নিক ব্যবহার করিনি; আগামীতে এমনিতেই আমার ব্লগিং কিছুটা কমে আসবে।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:আগামীতে এমনিতেই আমার ব্লগিং কিছুটা কমে আসবে।

- আপনার চোখের সমস্যাটা কি ঠিক হয়েছে ,বা শরীর ঠিক আছেতো ? আমার বন্ধুদের অনেকেই একের পর এক চলে যাচ্ছে। মাত্র হাসপাতাল থেকে ফিরে আসলাম একজনকে দেখে। কোমা থেকে ফিরে এসেছে।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



ভালো খবর, কোমা থেকে ফিরেছে!
আমার চোখের সমস্যা একটু কন্ট্রোলের বাহিরে চলে গেছে।

১১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

আঁধারের যুবরাজ বলেছেন: আমি বর্তমানে চশমা ছাড়া কিছু পড়তে পারি না। আপনি ব্লগ অন্তপ্রাণ ,তবু আমার মনে হয় একটু কমালে চোখের জন্য ভালো হবে। ডাক্তারের কথা মেনে চলবেন।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

সোনাগাজী বলেছেন:




সঠিক, আমার পড়ার সময়টাকে কিছুটা ছোট করতে হবে।

১২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪২

কামাল১৮ বলেছেন: আমাদের প্রধান সমস্যা হলো নিজেদের কোন কিছু করার ক্ষমতা নাই প্রচেষ্টাও নাই।তাই আমরা চাই আমাদের হয়ে অন্যে কিছু করে দিক।সেটা ভালো হোক আর মন্দ হোক।ভালো মন্দ বোঝার ক্ষমতাও আমাদের নাই।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৭

সোনাগাজী বলেছেন:


বাংগালী জাতিকে মুক্তিযুদ্ধের দিকে দ্রুত নিয়ে গেছে মিলিটারী: জেনারেল আইয়ুব ও জেনারেল ইয়াহিয়া।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২৫

নূর আলম হিরণ বলেছেন: কমেন্টটি আমিও দেখেছি। দেখি বিরক্ত ও ব্যাথিত হয়েছিলাম।

২৯ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:২৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি উহা ভুলেননি; এরাই বিএনপি-জামাত-জাপা; দেশের এক বিশাল অংশ।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেনা বাহিনী, বিজিবি ও বিএসএফ এর অনেক কাজের কারণ জনগণের বোধগম্য নয়। তবে জনগণের মধ্যে তাদের ভক্তও কেউ কেউ আছে। তারা হয়ত চায় সেনাবাহিনী বর্তমান সরকারের পতন ঘটিয়ে দিক। সেনা বাহিনীর ইতিহাসে অনেক কিছুই লেখা আছে। সেজন্যই লোকেরা এমন কথা বলার সাহস পায়। েএটাকে আপনি বেকুবী মনে করলেও তারা হয়ত এটা মানতে চাইবে না।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২০

সোনাগাজী বলেছেন:



আইয়ুব ও ইয়াহিয়া বাংগালীদের কি করেছিলো জানতেন নাকি? সেখান থেকে বাংগালীদের সংগ্রামের শুরু ছিলো। বার্মায় থেকে ঘুরে আসেব, তখন বুঝতে পারবেন মিলিটারী কি জিনিষ।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৫

কলাবাগান১ বলেছেন: চোখের সমস্যায় ওমেগা ৬ কন্টেইনিং ফুড /প্রসেসড ফুড/ভেজিটেবল ওয়েল খাওয়া বন্ধ করা উচিত..ইনফ্লেমেশন কমানোতে সাহায্য করবে (প্রদাহ)

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
কোন সাপ্লিমেন্ট সাহায্য করতে পারে?

১৬| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫০

এম ডি মুসা বলেছেন: ২৩ এ কি আপনি কমেন্ট ব্যান ছিলেন?

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৩

সোনাগাজী বলেছেন:



এই নিকে ৩ বারে মিলে ১০ মাসের মতো কমেন্ট ব্যানে ছিলাম; ২০২৩ সালে ৬/৭ মাস।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৫২

এম ডি মুসা বলেছেন: মাঝেমধ্যে এমন হয় সবার মগজ এক নয়

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৪

সোনাগাজী বলেছেন:



আমার ব্লগিং এই রকমই ছিলো।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৮

কলাবাগান১ বলেছেন: আমি চোখের জন্য zeaxanthin 4mg and Lutein 10mg (একটাই পিল) supplement নেই. আর Pattaday eyedrop use করি

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



আমি ২/৩ বছর আগে Lutein কিনেছিলাম; কি কারণে যেন উহা ছেড়ে দিয়েছিলাম। আবার শুরু করবো, ধন্যবাদ

১৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

ঢাবিয়ান বলেছেন: পোস্টতো মনে হচ্ছে আমার উদ্দেশ্যেই করা হয়েছে। যাই হোক এই কমেন্ট আমি করেছি কিনা মনে পড়ছে না। তবে আপনি দেশব্যপী সার্ভে করলে দেখবেন ৯৮% মানুষই এমনটা চায়। কেন চায় তার কারনটা বুঝতে হলে আপনাকে ভোটারবীহিন ইলেকশনের দিকে নজর দিতে হবে। মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আর্মি ক্ষমতায় আসা মানেই সেটাকে ১৯৭৫ মনে করেন কেন? ২০০৮ এর ১/ ১১ এর কথা কেন মনে করেন না ? সেই সময় আর্মির ব্যকআপে তত্বাবধায়ক সরকার যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করত তবে কি আওয়ামিলীগ ক্ষমতায় আসতে পারত? বিএনপিতো এখনকার লীগ সরকারের মতই ক্ষমতায় থাকার সকল বন্দোবস্তই করে ফেলেছিল।

আপনারা যারা রাজনৈ্তিক দলের হয়ে রাজনীতি করেন , তাদের বিষয়টা হচ্ছে কোন সিস্টেম যদি নিজেদের ফেভারে থাকে তবে ঠিক আছে কিন্ত যদি ফেভারে না থাকে তবে সেটা খুব খারাপ।

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেব ভোটারবিহীন ভোট করেছিলেন ১৯৭৩ সালে? ছোট ছোট মগজ ছোট ছোট কাজে ব্যবহার করবেন!

২০| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

বাকপ্রবাস বলেছেন: ঝাঝালো কমেন্ট চলতে থাকুক।

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:



সামুর সাথে তাল মিলাতে হচ্ছে!

২১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

ঢাবিয়ান বলেছেন: বারবার এইসব ১৯৭৫ , জামাতী রাজাকার খেল বন্ধ করেন। আপনারা সেই প্রজন্মের লোক। আমরা নই। আমাদের জন্মই হয়েছে আরো পরে। আর এখনারকার তরুন প্রজন্মতো ভোট কি জিনিষ তা জানার সুযোগই পায়নি। তাদের ভোটাধিকার কিভাবে ফেরত পাওয়া যায় সে বিষয়ে লিখুন।

চোখকে বিশ্রাম দিন। ভাল থাকুন।

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



আমরা '৭১'এর জেনারেশের মানুষ; আপনার ভাবনাচিন্তা অপ-প্রজন্মের ভাবনাচিন্তা

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:




আমরা '৭১'এর জেনারেশের মানুষ; আপনি কোন প্রজন্মে পড়েন বলে মনে হয় না

২২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪২

এম ডি মুসা বলেছেন: চাঁদ গাজী আইডি টা ফেরত দিলো না আপনাকে আর কতৃপক্ষ!

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



সেই নিকটা ব্যান খাওয়াতে ব্লগিং'এর আনন্দ কমেছে কিছুটা

২৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮

বিজন রয় বলেছেন: হা হা হা ওই কমেন্ট আমি দেখেছিলাম।

আপনি আবার সেটি খুঁচিয়ে দিলেন!!

২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



এই ভাবনার লোকেরাই ১৯৭৫ সালের হত্যাকান্ডকে অভিনন্দন জানায়েছিলো; ওরাই জিয়ার সমর্থক, ওরাই এরশাদ, বেগম জিয়াকে অভিন্দন জানায়েছে; জিয়া ও ওদের কারণেই জাতি কক্ষচ্যুত হয়েছে।

২৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০০

শ্রাবণধারা বলেছেন: কমেন্টটি অসঙ্গত ছিলো বা আপত্তিকর ছিলো এভাবে বললে বোধহয় ভালো শোনাতো। "সেরা বেকুবী কমেন্ট" কথাটা কটু কথা যে কারনে আপনি বারে বারে ব্যান হন।

আমরা প্রত্যেকেই কোন না কোন বিষয়ে বেকুব।

এই যেমন আপনি যখন বাংলা সাহিত্যের একেবারে প্রাথমিক দু একটা বই "রাত ভ'রে বৃষ্টি", "চতুষ্কোণ" বা "খেলারাম খেলে যা" না পড়েই স্প্যানকডের কবিতাকে অশ্লীল বলেন, তখন তো আপনাকে আমার "সেরকমই" কিছু একটা মনে হয়।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:১৫

সোনাগাজী বলেছেন:



ঐ বইগুলো পড়লে, যদি মনে হতো যে, ওখানে আমাদের সংস্কৃতিকে প্রকাশের মতো সাহিত্য নেই, আমি ওদের সবাইকে বকে দিতাম।

আসলে, ঐ কমেন্টের পেছেন যে বিশ্বাসটি কাজ করছে, ঐ ধরণের বিশ্বাসীদের কাছে আমরা পরাজিত হয়েছি; ন্যায়ের পক্ষে থেকে পরাজিত হলে, মানুষ ভয়ানকভাবে ক্ষেপতে পারেন।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২৪

সোনাগাজী বলেছেন:



আসলে, ব্যাপারটা আমি অনেকটা ভুলেই গিয়েছিলাম; উনি আজকে আমাকে অপ্রয়োজনীয় কিছু কথা বলাতে, উনার এই বিখ্যাত কমেন্টের কথা মনে পড়ে গেলো।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৮

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন:
বাংগালী জাতিকে মুক্তিযুদ্ধের দিকে দ্রুত নিয়ে গেছে মিলিটারী: জেনারেল আইয়ুব ও জেনারেল ইয়াহিয়া

মিলিটারী বেকুবী না করলে মুক্তিযুদ্ধ হতো তাহলে...

কিন্তু আমার মনে হয়, পাক মিলিটারী আর ভূট্রো বেকুবী না করলেও অন্য কোন পাকভারত যুদ্ধে ....... বাকিটা সেনসর আরোপ করা হলো

আল্লাহ পাকি-আর ভারতের কোপাকুপি থেকে বাচাইছে আমাগো.

৩০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০৮

সোনাগাজী বলেছেন:



শেখ যদি ক্ষমতায় যেতেন, অবস্হা একটু ভালোর দিকে যেতো; তবে, উনাকে পাকী মিলটারী সরায়ে দিতো; তখন যুদ্ধ লাগতো

২৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কে যে কখন বেকুব হয়ে যায় বলা মুশকিল।
বর্তমান সময়টাই খারাপ।
বেকুবী সময়।
অপেক্ষায় আছি ভালো সময় আসবে।
আমরা বেকুব থেকে খালাশ পাবো।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



দেশের মানুষের সামনে খারাপ উদাহরণ, দুষ্টদের নিয়ে সরকার।

২৭| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: সামুতে যারা কবিতা লিখে এবং যারা কবিতার পোষ্টে মন্তব্য করে তাদের শাস্তি হওয়া উচিৎ। এক নির্বোধ দিনের পর দিন আবোল তাবোল লিখছে। অনেকে আবার সেগুলোতে মন্তব্য করছে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



এরা আমাদের ব্লগার বন্ধু; এরা লিখতে জানেন না বলেই কবিতা লেখেন।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

জাহিদ অনিক বলেছেন: পাকিস্তানের কথা মনে এসে গেলো ---
অন্যান্য সব দেশের নিজেদের সেনাবাহিনী থাকে; পাকিস্তানই একমাত্র স্থান- যেখানে সেনাবাহিনীর গোটা একটা দেশ আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:




পাকিস্তান, বার্মা ও মিশরের আর্মিরা দেশর মালিক।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



আমাদেরটাও দেশের মালিক ছিলো ২৭ বছর, আগামীতে আবার আসার সম্ভবনা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.