নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

এবারের বইমেলার ছোঁয়া লাগেনি সামুতে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯



এবারের বইমেলা নিয়ে তেমন কোন পোষ্ট আসেনি সামুতে; আগে, মোটামুটি বেশ কিছু পরিমাণ পোষ্ট আসতো, যেখানে ব্লগারদের প্রকাশিত বই'এর লিষ্ট ও বই নিয়ে আলোচনা থাকতো। ব্লগারেরা বই লেখা কি ছেড়ে দিয়েছেন, নাকি ব্লগে বই নিয়ে কথা বলতে চান না? ব্লগার হাসান মাহবুব, কাওসার চৌধুরী, খায়রুল আহসান, গিয়াস উদ্দিন লিটন, রাজিব নুর, সোহানী, নীলসাধু ও আরো অনেক ব্লগার বই প্রকাশ করেছেন। হাসান মাহবুব সেইদিন নিজের বই নিয়ে ১টা ছোট পোষ্ট দিয়েছিলেন, মনে হয়! অবস্হা দেখে মনে হচ্ছে, ব্লগারেরা বই খুব একটা কেনেন বলে মনে হয় না।

বইমেলা প্রতি বছর ক্রমেই বড় হচ্ছে; এখন প্রায় ১০০/১১০ কোটী টাকার বেশী বই বিক্রয় হয়; বইমেলায় কারো বই নাম করেছে কিনা, সেইসব তথ্য ব্লগ অবধি আসেনি কখনো। ব্লগার রেজা ঘটক সম্তবত: বই'এর সম্পদনার সাথে জড়িত আছেন; তিনি সম্প্রতি এসব নিয়ে আলাপ আলোচনা করেন না। ব্লগার নীলসাধুর প্রকাশনা আছে, উনাকে সম্প্রতি ব্লগে একটিভ হতে দেখা গেছে; কিন্তু বইটই নিয়ে তেমন কথা বলেননি।

গত বছর ৫০০০'এর মতো নতুন বই বের হয়েছিলো; সেসব নতুন বই'এর লেখকদের নিয়ে কোথায়ও কোন ধরণের আলোচনা দেখিনি; উনারা এই বছর কি বই বের করছেন? ব্লগের যেই কয়জন বই বের করেছেন, তারা ব্লগে কম আসেন আজকাল; নিজের বই নিয়েও কথা বলতে চান না তেমন।

বইমেলার বই নিয়ে আমি যেসব তথ্য পেয়ে থাকি, সেগুলো খুব একটা ভালো নয়; শতকরা ৮০ ভাগ বইয়ের মান খুবই নীচু বলে অনেকে বলে থাকেন। চোখের সমস্যার কারণে আমি বই তেমন পড়তে পারি না; লেখক সম্পর্কে জানলে ২/১টা বই পড়ি; অজানা লেখকের বই পড়া হয় না।

ব্লগারদের মাঝে যাদের বই এবার প্রকাশ হচ্ছে, তারা পোষ্ট টোষ্ট দেন, আমরা পড়ে দেখি, কে কি নিয়ে লিখছেন!





মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

এম ডি মুসা বলেছেন: এখনো সামুতে বইর তালিকা দিয়ে একটা ব্লগ কেউ দেয়নি,, তবে যারা বই প্রকাশ করছে তাদের বই কিনে উদ্ধা করেন, এক কপি কিনে ৩০০ কপি৩০০ জন কিনলে তার তার অর্থিক ক্ষতি থেকে বাঁচবে,, আমি বই প্রকাশ ইচ্ছা থাকলে করি নাই নিজের অনেক হিসেব কিতাব আছে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের বই ব্লগারেরা কেনেন সব সময়; তদুপরি, ভালো বই হলে বই বিক্রয় হয়ে যায়।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০০

এম ডি মুসা বলেছেন: গাজী সাহেব কি অফিসে ছিলেন নাকি ,, বাসায় কম্বল মুড়ো দিয়ে ঘুমাইছেন সারাদিন সামুতে দেখা যায়নি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



আমি খুব ভোরে উঠি, অফিস নেই, রিটায়ার্ড; একটু বাইরে যেতে হয়েছিলো!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১

নয়ন বড়ুয়া বলেছেন: এইবারের বইমেলায় যাওয়ার ইচ্ছা আছে। নীল দার স্টলেও যাওয়ার ইচ্ছে আছে। তাঁরা সম্ভবত ফেসবুককে বেশি প্রাধান্য দিয়ে, হয়তো সেখানেই প্রচার প্রচারণা চালাচ্ছে। হয়তো সামুতে অনেকে তাঁদের লেখা পড়েও মন্তব্য করে না, সেজন্য এখানে তেমন আগ্রহ কম, এমনটাও হতে পারে। কে জানে!
সম্পূর্ন নিজের মতামত শেয়ার করলাম। আমার ধারণা ভুলও হতে পারে...

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

সোনাগাজী বলেছেন:



আপনার চাকুরীর কিছু এগুচ্ছে? ১টা চাকুরী ঠিক না'করে, হাতের চাকুরী ছাড়া ঠিক নয়।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২০

নয়ন বড়ুয়া বলেছেন: অনেক জায়গায় সিভি জমা দিলাম। সাথে কয়েকটা পরিচিত প্রতিষ্ঠানেও বলে রাখলাম। এখন কলের অপেক্ষায় আছি। দোয়ায় রাখবেন দাদা...

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:




শুভকামনা রলো। তবে, পরিচিতদের মাধ্যমে খুঁজুন

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৩

এম ডি মুসা বলেছেন: পরীক্ষা ছাড়া কোন সুপারিশ দিয়ে কি চাকরি হয়? এখনো?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় সুপারিশে চাকুরী বেশী হয়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেম কাহিনীর বাইরে খুব কম লেখক লিখতে পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



প্রেমকে অনুধাবন করা এতো সহজ হয়ে গেছে?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

কামাল১৮ বলেছেন: এক সময় বই কেনা এবং পড়া আমার বাতিল ছিলো।বিশ্বের নামি দামি পত্রিকা গুলি এ বছরের সেরা দশটি বইয়ের তালিকা দিতো। তাছাড়া পেঙ্গুইন বুকস সহ অনেক প্রকাশনা সংস্থা তাদের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকা প্রকাশ করতো।সে সব বই কিনতে চেষ্টা করতাম।এসব করেছি সত্তুরের দশকে।পরে মাওয়ের একটা আর্টিকেল পরে বুঝতে পারলাম পড়তে হবে উদ্দেশ্যে সামনে রেখে।আশির দশক থেকে পড়া কমিয়ে দিলাম।এখন আর পড়াই হয় না।তবু আমাজন থেকে কিছু বই কিনি।ঐ কিনা পর্যন্তই।পড়া আর হয় না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



জীবনের একটা সময়ে সব ধরণের বই আর পড়া হয়ে উঠে না; তবে, সাহিত্য সব সময়ের জন্য দরকার।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বেশী অনুধাবন করার দরকার পড়ে না। কারণ পাঠকের মান লেখকদের মতই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৮

সোনাগাজী বলেছেন:



এটা সত্য, যেমন পাঠক, তেমন লেখক

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১০

রানার ব্লগ বলেছেন: লেখকদের অবস্থা দেখে নিজের লেখা প্রকাশে অসত্বি অনুভব করছি । ব্যপার টা এমন যে খারাপ কে আরো খারাপ করতে সাহসের অভাব ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:২৮

সোনাগাজী বলেছেন:



আগে আপনার পরিচিত সাথে কথা বলেন, উনারা আপনার ভাবনাচিন্তা নিয়ে কাব্য পড়তে চান কিনা।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আসলেই বইমেলা বইমেলা ভাব ব্লগে পাচ্ছি না। হয়ত যেসব লেখকের বই বেরিয়েছে তারা হয়ত এখন আর ব্লগে নিয়মিত না৷

এবারের মেলায় বের হওয়া কোনো বই সংগ্রহের ইচ্ছা আছে আপনার?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩০

সোনাগাজী বলেছেন:



আমি এখন দুরে, আমার ভাইয়ের মেয়ে দেখেশুনে আমার জন্য কয়েকটা বই কেনার কথা আছে।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


একটি ভালো বই হতে পারে ভালো একটি বিনোদনের মাধ্যম ।
ভালো একটি জ্ঞান অর্জনের মাধ্যম।
বই হোক নিত্য সঙ্গী।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯

সোনাগাজী বলেছেন:


বই মেলায় পয়সা দিয়ে ভালো বইয়ের বদলে নীচু মানের বই পাবার সম্ভাবনাই বেশী।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো- বাংলা একাডেমিতে যোগ্য ও দক্ষ লোক নেই। বর্তমানে যারা আছে তারা দালাল এবং চাটুকার। এরা চাকরি পেয়েছে দালালি করে। তাই বাংলা একাডেমিতে ভালো, জ্ঞানী এবং দক্ষ লোক নেই।

বই মেলার দায়িত্ব বাংলা একাডেমির হাতে। অথচ বইমেলার দায়িত্ব থাকা উচিৎ ছিলো লেখক প্রকাশকদের হাতে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:



এভাবে দেশ চলছে; একাডেমি ইত্যাদিতে এসে যাচ্ছে শেখ হাসিনার ও ব্যুরোক্রেটদের পরিচিত অদক্ষ লোকজন

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আগে ১৫ থেকে ১৮ হাজার টাকা হলে একটা ৭০/৮০ পৃষ্ঠার বই বের করা যেতো। এখন খরচ বেড়েছে। কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাগে। প্রকাশক তথাকথিত লেখকদের বই ছাপাতে রাজী হন না। কারন প্রকাশক জানেন ৫০ কপিও বিক্রি হবে না।

এদিকে আমাদের দেশে বর্তমানে ভালো লেখক নেই। এছাড়া আমাদের দেশের মানুষ বই পড়া কমিয়ে দিয়েছেন। তারা অবসর সময়ে বই পড়েন না। ফেসবুক, টিকটক আর ইউটিউব নিয়ে ব্যস্ত। ঢাকাতে মানুষের বাসায় লাইব্রেরী খুজে পাওয়া যায় না। হাতে গোনা কয়েক বাসায় গেলে বই চোখে পড়ে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছেলেমেয়ারাও বই পড়ে না।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: নীলসাধুর বই ব্যবসার অবস্থা মনে হয় ভালো না। তবে উনি যদি বিদেশে থাকা নারীদের কবিতার বই প্রকাশ করতে পারেন তাহলে তার ভালো ইনকাম হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



উনাকে সমালোচনা করা যাবে না, একটু মাফিয়া মেজাজের মানুষ।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩১

রানার ব্লগ বলেছেন: আশা হারাবেন না, লিখতে লিখতে একদিন এদের মধ্য থেকেই ভালো লেখক বেড়িয়ে আসবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৩

সোনাগাজী বলেছেন:



আশা করতেই হচ্ছে; আপাতত: কিছু দেখা যাচ্ছে না।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ব্লগারদের মাঝে যাদের বই এবার প্রকাশ হচ্ছে, তারা পোষ্ট টোষ্ট দেন, আমরা পড়ে দেখি, কে কি নিয়ে লিখছেন!

সহমত।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪১

সোনাগাজী বলেছেন:



মনে হয়, হাসা মাহবুব ব্যতিত আর কেহ বই বের কারছেন না

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৭

রানার ব্লগ বলেছেন: আমি চেষ্টায় আছি , রাজীবনুর ভাই বই প্রকাশ করেছেন কিন্তু তিনি তা স্বিকার করছেন না ;)

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:



রাজীব নুর কি এবার করছে?
আগে যেটা করেছিলো, সেটা সম্পর্কে আমি শুনেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.