নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনকে স্বীকৃতি না\'দিয়ে, গাজার সমস্যা সমাধান করতে পারবে না আমেরিকা

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১২



আমেরিকানরা যোদ্ধা জাতি, অনেক দেশে যুদ্ধ করে; তবে, আগে কখনো আমেরিকানরা গাজার মতো কোন ঘটনার সাথে জড়ায়েছে বলে মনে হয় না: যেখানে ১ জংগী বাহিনী একটি শক্তিশালী দেশ, ইসরায়েলের বিপক্ষে নিয়মিত যুদ্ধ করছে বা ইসরায়েল সেইভাবে অভিনয় করছে; এবং ইসরায়েল গাজায় হামাসকে নিশ্চিহ্ন করার নামে গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যা আমেরিকানদের হতভম্ব করেছে; বাইডেনের সরকার ও আমেরিকার মানুষের মাঝে দুরত্বের সৃষ্টি হয়েছে; আমেরিকার সরকারের টনক নড়ার শুরু করেছে। বাইডেনের সরকার বুঝতে পারছে যে, ফিলিস্তিন সমস্যার সমাধান না করলে, পুরো এলাকা জংগীদের দখলে চলে যাবে, আরো অনেকগুলো লেবাননের সৃষ্টি যাবে।

ইসরায়েল চাচ্ছে যে, হেজবুল্লাহ, হামাস, শিয়া মিলিশিয়া, ইসলামিক জ্বিহাদ, হুতি, মুতিরা সব আরবদেশগুলোকে লেবাননে পরিণত করুক; তখন কোন আরবদেশ শক্ত জাতি হিসেবে টিকে থাকবে না, ওরা বিশৃংখল জন গোষ্টী হিসেবে টিকে থাকবে আফ্রিকার দেশফুলোর মতো, ইসরায়েলীরা পুরো এলাকায় শক্তি বিস্তার করে বসবাস করবে। কিন্তু আমেরিকা ইহাকে অন্যভাবে দেখছে, বিশ্বের একটি পুরো এলাকায় এনার্খি ছড়িয়ে পড়বে, ইসরায়েল ইহা থেকে লাভবান হবে না; ইসরায়েলের মানুষ পালিয়ে আমেরিকা ও অষ্ট্রেলিয়া চলে যাবে।

নেতানিয়াহুর সরকার আমেরিকাকে যুদ্ধে টানার জন্য অনেক কৌশল করছে, আমেরিকার সরকার সেটা নিশ্চয় বুঝতেছে; কিন্তু উহাকে উপেক্ষা করে বর্তমান সমস্যার পাশ কাটিয়ে চুপ মেরে থাকতে পারছে না; তাই হুতিমুতির সাথে অকারনে জড়াতে হচ্ছে। হুতির সাথে আমেরিকা লেগে গেলে, ইয়েমেনের দুর্ভিক্ষ আরো বিশাল আকার ধারণ করবে; ওরা যেভাবে আছে, ওদের সমস্যা ওরা দেখুক।

এটা পরিস্কার যে, নেতানিয়াহুর সরকার ইসরায়েলীদের ভুল পথে নিয়ে গেছে ও গণহত্যা চালিয়ে ইহুদীদের জন্য ভয়ংকর সমস্যার সৃষ্টি করেছে; ইহা হতে বের হওয়ার জন্য, এবং একই সাথে বিশ্বে আমেরিকার প্রভাবে অক্ষুন্ন রাখার জন্য, এই এলাকায় একটি সুস্হ পরিবেশের সৃষ্টি করতে হবে; সেটার জন্য ফিলিস্তিন দেশকে নিজপায়ে দাঁড়াতে সাহায্য করতে হবে, যাতে আরবী তরুণরা হেজবুল্লাহ, হামাস থেকে বেরিয়ে এসে স্বাভাবিক মানুষে পরিণত হতে পারে।


মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা কি প্রকৃতপক্ষে গাজার সমস্যার সমাধান চায়?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

সোনাগাজী বলেছেন:





আমেরিকার মানুষ ও বাইডেন চায়; নেতানিয়াহু ভোটে বাইডেনের বিপক্ষে এআই ব্যবহার করবে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৪

আলামিন১০৪ বলেছেন: *ল বুঝছেন..চেঙ্গিস খানের জীবনী পড়েন..চেঙ্গিস খান যুদ্ধে মহিলা শিশু বৃদ্ধদেরও ছাড় দিত না, সে ছিল একটা ত্রাশ। সে যেখানে যুদ্ধ যাত্রা করত, সেখান থেকে আগেই লোকজন পলায়ন করত...ঈসরাই আজকে চেঙ্গিসের নীতি অবলম্বন করছেছ আর আমেরিকা সহ পশ্চিমা শক্তি এদের সহায়তা করছে,েএদরে শায়েস্তা করতে হলে আপনার ভাষায় যারা “জঙ্গি” তাদেরকেই দরকার

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকা যদি কিছু করতে না'পারে, সমাধানের ভার বাংলাদেশের উপর বর্তাবে, আপনাকেও উপস্হিত থাকতে হবে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

শাহ আজিজ বলেছেন: হুতিদের পিছু নিয়ে মার্কিনীরা আরবের এক কোনে জায়গা পেল । একই জায়গায় বসে ইরানিদের ডাণ্ডা মারা যাবে । ওদিকে গাজায় ব্রাদার ইসরায়েল তো আছেই । সউদিদের পিছু লেগে থাকার একটা পার্মানেন্ট ব্যাবস্থা হয়ে গেলো ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



ইয়েমেনের ৬০ ভাগ মানুষ দিনের ২য় ভাগে মাতাল থাকে, এরা "খট" নামক ১টা পাতা খেয়ে নেশা করে; আমেরিকা ওখানে কিছু করতে পারবে না।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমেরিকা ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইহুদী রাষ্ট্র গুলোর সাথে সম্পর্ক নষ্ট হবে।


উপরের মন্তব্য মুছে দিন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল যেই হত্যাকান্ড চালায়েছে, বাইডেনের জন্য ২য় পথ খোলা নেই।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

বাউন্ডেলে বলেছেন: আর কত গারবেজ লেখবেন ? ক্ষা্ন্ত দেন। দেশে এসে ভালো-মন্দ দুটো খেয়ে ইসরাইল নয়, আজরাইলের দ্বারস্থ হন। ইসরাইলতো দুরের কথা আামেরিকাও আগামী দু-চার বছরে “মানুষের” বসবাসের অযোগ্য হয়ে যাবে । গুটি কয়েক মার্কিন-ইউরোপ-ইসরাইলের ভরো মানুষের কান্না-কাটিতে মার্কিন-ইউরোপ-ইসরাইলের শাষক গোষ্ঠির বোধদয় হবে না। সাপ মরার পরে সোজা হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:




আমেরিকা থেকে পালিয়ে লোকজন ইউক্রেনে চলে যাচ্ছে

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: এখন সময় হয়েছে আমেরিকার একশনে যাবার। মুখের কথায় আর কাজ হবে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:



বাইডেন অকারণে সময় নষ্ট করছে; শেষ ইহুদী লবি তার পথে কাঁটা বসাবে।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০

আঁধারের যুবরাজ বলেছেন: নেতানিয়াহু এক রাষ্ট্রের দিকে যাচ্ছে , তারই প্রস্তুতি শেষ করছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



ইহুদীরা কাজও করতে পারবে না, ঘুমাতেও পারবে না, সারাক্ষণ যুদ্ধ করতে হবে; অবশেষে ক্রমেই আমেরিকা চলে যাবে।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: ফিলিস্তিন দের জয় হবে ইন শা আল্লাহ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



তারা নিজেরা জয়ী হতে পারবে না, কেহ না কেহ তাদের সাহায্য করতে হবে।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৫

কামাল১৮ বলেছেন: যুদ্ধ বিরতিতে দুই পক্ষই রাজি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:


যুদ্ধ শেষ হয়েছে অনেক আগে; ইসরায়েল অপেক্ষা করছে কখন বাইডেন নির্বাচন নিয়ে ব্যস্ত হবে, সে গাজা দখলে রাখতে চায়।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


আরবরা ঠিক কবে নাগাদ আফ্রিকার ন্যায় ভঙ্গুর হয়ে বাস করবে?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



এবার ফিলিস্তিন দেশ না'হলে, আগামী কয়েকবছরের মাঝে জর্ডান ও মিশর ভরে যাবে জংগীতে; সৌদীতেও জংগী হামলা সুরু হবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



আরব দেশগুলোর অবস্হা যত খারাপ হবে, সাথে সাথে ইসরায়েলের জনসংখ্যা কমতে থাকবে।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



প্যালেষ্টিনিয়ানদের উচিত আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করা।
নিশ্চয়ই তিনি একটি ভালো সমাধান বের করে দিবেন।
তাদের আল্লাহতে আস্থা রাখা দরকার ।
আল্লাহই কি তাদের জন্য যথেষ্ট নয়!?
আফসোস!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৬

সোনাগাজী বলেছেন:



ওদের বড় অংশ প্রাণ হারায়েছে বিমান আক্রমণে; আল্লাহের কাছে এসব বিমান ধ্বংস করার মতো অস্ত্র নেই।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬

কালো যাদুকর বলেছেন: শুনলাম স্বীকৃতি দেবে। পরশু মিছিলে যাব, প্যালেস্টাইনের পক্ষে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



মিছিলে গেলে ভালো হবে।

স্বীকৃতি দিয়ে, জাতিসংঘের বাহিনী পাঠিয়ে দিয়ে, ১টা সরকার গঠন করে দিলে, সমস্যা ক্রমেই কমে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.