নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আপনি নিজের সম্পর্কে কতটুকু তথ্য দিতে পারেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩



আমি রিটারার্ড ইন্জিনিয়ার, বর্তমানে প্রবাসে আছি; কর্মজীবনে আমি প্রবাসে বেসকারী কন্ত্রাক্ট চাকুরী করেছি বেশীরভাগ সময়; ফাঁকে ফাঁকে বাংলাদেশে বাস করেছি। মাঝে মাঝে ইউরোপেও কাজ করেছি। আমার বয়স ৭৩ বছর; এখন কিছু শারীরিক সমস্যার কারণে বাংলাদেশে থাকা হচ্ছে না, একটু চিকিৎসা করাতে হচ্ছে; সেগুলো ভালোর দিকে গেলে, বাংলাদেশে বাস করবো।

ব্লগে নিজের সম্পর্কে সবচেয়ে বেশী তথ্য জানায়েছেন ব্লগার রাজিব নুর। আমরা উনার পরিবার সম্পর্কে অনেক কিছু জানি; উনার পরিবারের লোকদের নাম জানি, ছবি দেখেছি। এরপর, বেশ কিছুটা জানি ব্লগার মোহাম্মদ গোফরান ও রূপক বিধৌত সাধু সম্পর্কে। ব্লগার মহাজাতকও নিজের পরিবার ও নিজের সম্পর্কে অনেক কিছু জানায়েছেন।

কিছু ব্লগারকে হত্যা করার পর, ব্লগে নিজের সম্পর্কে তথ্য দেয়া খুবই রিস্কি ছিলো। কিন্তু যারা এসব হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো, তারা দরকারী তথ্য নিজেদের চেষ্টায় বের করে নিয়েছিল। এখন সেই রিস্ক কমেছে, তবে উহা বিলীন হয়নি।

আমি অন্য ব্লগে থাকার সময়, ১ জন ব্লগার ( ব্লগের মালিকের ঘনিষ্ট মানুষ ) আমার লেখা ও মন্তব্যের উপর ভয়ংকর ক্ষিপ্ত হয়ে, আমার সাথে মারামারি করার ইচ্ছা প্রকাশ করেন; সেই সময় আমি দেশে ছিলাম, আমার জন্যও ১টা সুযোগ ছিলো তাঁকে পরীক্ষা করে দেখার। আমি গ্রামে ছিলাম, বেশ টাকা করচ করে ঢাকার বেশ ভালো ১টা হোটেলে উঠে ২ দিন তাঁর জন্য নির্ধারিত যায়গায় অপেক্ষা করেছিলাম, তিনি আসেনি। পরে দেখি, উনি আমার আসল নাম, দেশের বাড়ীর পুরো ঠিকানা, সবই যোগাড় করেছিলো; আমাকে দেখায়েছে।

আমি ব্লগারদের অনেক তথ্য ( যেগুলো পাবলিক ডোমেইনে থাকে ) জানতে চাই মন্তব্যে; কিন্তু বেশিরভাগ ব্লগার সেগুলো জানাতে চান না। কতটুকু তথ্য আপনি জানাতে চান? কি কি জানালে কোন ধরণের অসুবিধা হওয়ার কথা নয়; কিন্তু আপনাকে ও আপনার লেখাকে বুঝতে সহজ হবে!


মন্তব্য ১০১ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনার পুরো নাম কী? জন্ম কোথায়? বৈবাহিক অবস্থা কী? ছেলেপুলে কজন? কোথা থেকে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হয়েছেন? আপনার উচ্চতা এবং ওজন কত?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



জন্ম উত্তর চটগ্রামে, বিবাহিত, ছেলে ৩ জন। আমেরিকায় পড়ে ইন্জিনিয়ার হয়েছি; উচ্ছতা ৫ ফুট ১০ ইন্চি, ওজন ১৭৮ পাউন্ড।

আপনি কোন বিষয়ে পড়েছেন; শুরুতে চাকুরী পেয়েছিলেন, নাকি কিছু সময় বেকার ছিলেন?

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

কামাল১৮ বলেছেন: বয়সে আপনার থেকে কয়েক বছর বড়।এর বেশি কিছু না।বিভিন্ন সময় মন্তব্যে অনেক কিছু বলেছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:




আপনার মন্তব্যসমহ থেকে আপনার সম্পর্কে কিছুটা অনুমান করেছি।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমি ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি কুয়েট থেকে। তবে ইঞ্জিনিয়ারিং জব করছি না। দুই বছর বেকার ছিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

কামাল১৮ বলেছেন: ৪/৫ দিন আগে একজন মুক্ত চিন্তক আক্রান্ত হয়েছে বিদেশে।প্রানে বেঁচে গেছেন তবে আহত।আক্রমন শেষ হয় নাই বলতে পারেন সুযোক পায় না।হুরীর লোভ সবার আছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



কোন দেশে, বাংগালী নাকি?

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

নয়ন বড়ুয়া বলেছেন: আমাকে কেউ কোনকিছু জিজ্ঞেস করলেই, বলে দিই। গোপন রাখি না। হয়তো কেউ ব্লগে গোপন থাকতে পছন্দ করেন। ব্লগ আর বাস্তব জীবন আলাদা রাখতে চান, তাই হয়তো ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে যান। আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো। যদিও আপনাকে এই প্রশ্নগুলো করতে চেয়েছিলাম, পরে আপনি বিষয়টা কিভাবে নেবেন সেটা ভেবেই আর করা হয়নি...
কারণ কাউকে ব্যক্তিগত প্রশ্ন করলে, যদি অভদ্র ভাবে, মূলত এইটা ভেবেই প্রশ্ন করা হয় না...

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:




আমি অনেকের পোষ্ট পড়ি, তাদের লেখার বিষয়বস্তু বুঝার জন্য আমি কিছু কিছু তথ্য জানতে চাই।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

মেঘবৃষ্টির গল্প বলেছেন: আমার সম্পর্কে কি জানাতে হবে?
ব্লগারদের নিজস্ব তথ্য জানাবার প্রয়োজনীয়তা কি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:



আমি আপাতত আপনার সম্পর্কে কিছু জানতে চাই না; কারণ, আপনার কোন পোষ্ট পড়েছি বলে মনে হয় না।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

নয়ন বড়ুয়া বলেছেন: আমেরিকার কোন স্টেটে থাকেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



নিউইয়র্কে

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

কামাল১৮ বলেছেন: আহত হয়ে সে নিজেই লাইভ করেছে।কোন দেশে আছে নিরাপত্তার সার্থে সে নিজেই বলতে চায় নাই।তার ইংরেজি লাইভের কারনে আব্বাসী তার অংল্যান্ড সফর শেষ না করে দেশে যেতে বাধ্য হন।আরো অনেক মাওলানার ইউরোপ আমেরিকা সফর বাতিল হয়।তারা মানবতার বিরুদ্ধে ওয়াজে যা কিছু বলেছে সে ইংরেজিতে লাইভ করে তা বিস্তারিত তুলে ধরেছে।এবং আহ্বান জানিয়েছে তাদের ভিসা না দিতে।এই কারনেই তার উপর আক্রমন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



বুঝছি, ধর্ম নিয়ে সংঘর্ষ

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

বাউন্ডেলে বলেছেন: জন্ম উত্তর চটগ্রামে, বিবাহিত, ছেলে ৩ জন। উচ্ছতা ৫ ফুট ১০ ইন্চি, ওজন ১৭৮ পাউন্ড, বয়স ৭৩ বছর।আমেরিকায় পড়ে ইন্জিনিয়ার , জন্ম উত্তর চটগ্রামে, বিবাহিত, ছেলে ৩ জন। উচ্ছতা ৫ ফুট ১০ ইন্চি, ওজন ১৭৮ পাউন্ড, বয়স ৭৩ বছর।আমেরিকায় পড়ে ইন্জিনিয়ার ,

অত্যান্ত উন্নত প্রোফাইল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:



আমি প্রশ্নফাঁস জেনারেশনের মানুষ নই; আপনি কিন্তু প্রশ্নফাঁস জেনারেশনের লোক।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

রাজীব নুর বলেছেন: আমি মনে করি মানুষ হবে একটা খোলা বইয়ের মতো।
জটিলতা কুটিলতা আমার পছন্দ নয়। যারা অতি সামান্য বিষয়ও লুকোছাপা করে তাদের মধ্যে ঘাপলা আছে।
আমার সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করলে, জানতে চাইলে- আমার ভালো লাগে। খুশি খুশি লাগে। ধরুন আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। সেটা বললে সমস্যা কোথায়? ঢাকা খিলগা থাকি। আমাদের এলাকার কাউন্সিলর কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:




অনেক মানুষ নিজকে লুকায়ে রাখে, ইহার পেছনে কারণ আছে।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

শাহ আজিজ বলেছেন: দয়া করে ঢাকায় ফেরার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



ভাবছিলাম, গ্রামের বাচ্চাগুলোকে বলতে, তারা যেন পড়ালেখা থেকে ঝরে না'পড়ে।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: এ পর্যন্ত ৫জন ব্লগার আমার বাসায় এসেছেন।
এদের মধ্যে দুইজন প্রবাসী ব্লগার। একজনের নাম 'কবিতা কথ্য'। কবিতা কথ্যকে তো আপনি ভালো করেই চিনেন।
অন্যদিকে কমপক্ষে ২০ জন ব্লগার আমার সাথে দেখা করতে চেয়েছে, গল্প করতে চেয়েছে। ব্যস্ততার কারনে তাদের সাথে দেখা করতে পারি নাই।

একসময় আমি 'আমার ব্লগ' এর মডারেটরদের সাথে আমার বেশ সুসম্পর্ক ছিলো। তারা একটা প্রকাশনী করেছিলো- 'আমার প্রকাশনী' নামে। সেই প্রকাশনীর অনেক কাজও আমি করে দিয়েছি। ব্লগের মডারেটরের গ্রামের বাড়িও গিয়েছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:




আপনাকে সবাই চেনেন, আপনি সবচেয়ে সুপরিচিত ব্লগার।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সম্পের্কে কিছু তথ্য জানা হলো। অনেকে আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে শুনতে চায় । আপনার কি দেশে আসার ইচ্ছে হয় না? আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:


আমি ব্লগে কখনো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাইনি; আমার কাছে পরিবেশটা সঠিক মনে হয়নি; তদুপরি, আমার সাধারণ ব্লগিং নিয়ে অনেক ঝড় হয়।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

এম ডি মুসা বলেছেন: আমি তো তেমন পোস্ট করি না নিয়মিত না আপনি আমার থেকে সাড়ের তিন গুণ বয়সের বড়, তবে আমি আপনাকে চাঁদ গাজী থেকে দেখেছি ,, আপনি কে বা জানতাম না, তবে নামটা ছিল পরিচিত আমি , সিরিয়াস পোস্ট করি না, ভয় তো আছেই,, তারপর আরকি ব্লগ লেখে কি করবো তবে আমি এখনো বেকার আমার বাসা তো আপনি জানেনই আমার পরিচয় দিয়ে ফেলছি, তবে আমি ভালো কোন ব্লগার না তবে মাঝে মধ্যে হাবি জাবি কবিতা লিখে আপনাদের সাথে আছি আরকি,,

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:




আপনি বসে না থেকে ছোটখাট কিছু একটা করেন; ক্রমেই সুযোগ আসবে।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: ১৫ সালের দিকে প্রথম হত্যার হুমকি পেয়েছিলাম। হুমকিদাতা ফেসবুক থেকে আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। আমার পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছিলেন। অনুরোধ করেছিলেন আমার মোবাইল নাম্বার দিতে, বাড়ির ঠিকানা জানতে। আমি ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনা সবাইকে জানানোয় ঘটনা বেশিদূর আগায়নি।

ওই সময়ে ধর্ম-রাজনীতি নিয়ে লেখায় অনেকের চক্ষুশূল হয়েছিলাম। এরপর সাহিত্যের দিকে মনোযোগ দিই। এরপর একবার ফেসবুকে লিখে, আরেকবার স্কুলে ঘটিত এক কারণে (ধর্ম সংশ্লিষ্ট) হত্যার হুমকি পেয়েছিলাম। এখন অবশ্য অত ঝামেলায় যাই না। সহজ বিষয়ে থাকি। ফেসবুকে-ব্লগে ছবি, নিজের সম্পর্কে বেশি তথ্য দেওয়া অবশ্যই ঝুঁকিপূর্ণ যদি সিরিয়াস বিষয়ে লেখালেখি করেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি অনেক প্রতিকুল অবস্হার মাঝে টিক গেছেন; এখন অভিজ্ঞতা হয়েছে, বুঝে চলুন। স্ত্রীসহ ২ জনে ছুটির দিনে এক্সট্রা কিছু করার চেষ্টা করেন।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

জ্যাক স্মিথ বলেছেন: আপনি মাঝে মাঝে দুই্/তিন মাসের জন্য বাংলাদেশে বেড়াতে আসতে পারেন, কিন্তু স্থায়ীভাবে বসবাস করা আপনার ভালো লাগবে না।

কেউ একজন আমার কাছে আমার জীবন বৃত্তান্ত জানতে চেয়েছিলো, আমি তাকে আমার নিচের এই বায়োডাটাটা ধরিয়ে দিয়েছি। :-P



অনলাইনে পরিচয় প্রকাশ করলে অনেক সময় ব্যক্তিগত আক্রমনের শিকার হতে হয়। এই যেমন- আপনি এখন রাজনীতি নিয়ে পোস্ট করলে আপনার বিরোধী পক্ষ ব্যক্তিগত আক্রমন করে বলবে- আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আপনি রাজনীতির কিছু বুঝেন না। ইকোনোমি নিয়ে পোস্ট করলে বলবে, আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ হয়ে ইকোনোমির কি বুঝেন?

আপনার পরিচয় প্রকাশের কারণে এখন থেকে আপনি কোন না কোন ভাবে হেনেস্তার শিকার হবেন।



০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



যারা প্রয়োজনীয় বিষয়ে লেখেন, তাদের সম্পর্কে জানতে হয়। আমরা জানি কলাবাগান-১ বাইও ব্যাকগ্রাউনডের মানুষ, সেজন্য উনাকে বুঝতে সহজ হয়।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

ঢাবিয়ান বলেছেন: মারামারি করার জন্য ঢাকায় হোটেল ভাড়া নিয়েছিলেন ????? B:-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



সঠিক, সেই ব্লগার মারামরি করার চ্যালেন্জ দিয়েছিলো; আমিও উনাকে দেখতে দেয়েছিলাম।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



রিটায়ার্ড বিসিএস ‍অফিসার
বর্তমান ও পারিবারিক ব্যবসা: কৃষি, জ্বালানি তৈল ও টেক্সটাইল
ছেলে: ০১ জন বিসিএস চিকিৎসা (বিবাহিত)
মেয়ে: ০২ জন বিসিএস প্রশাসন (বিবাহিত)
শখ: রান্না, ঘুড়ি উড়ানো
অপ্রয়োজনীয় শখ: লেখালেখি করা (সময় অপচয় ও উক্ত লেখায় কেউ কেউ যখন আক্রমণ করে বিকৃত আনন্দ লাভ করে তখন কষ্ট লাগে)

ছেলে মেয়ে ও তিন নাতী নাতনী নিয়ে মোটামোটি বড় পরিবার।

নিজের সম্পর্কে বিশেষ বলার মতো: ৭১ এর মুক্তিযুদ্ধে এক-এক বার ৫ থেকে ৭ দিন চাপকলের পানি, নদীর পানি, চিড়া, মুড়ি, জাও ভাত খেয়ে থেকেছি। ৭৪ এ আমরা সবজি খিচুড়ি রান্না করেছি দিনে মাত্র এক বেলা। গ্রামের মানুষ সহ চলন্ত পথের পথিক ও উদ্বাস্তু মানুষজন সেই খাবার মাটির মালসা আর কলাপাতায় খেয়েছি।

কর্মজীবনে একবার অসুস্থতার কারণে দিনের পর দিন জাউভাত আর হলুদ ভাজী খেয়েছি টানা ১৭ দিন। তারপর ৭ দিন ১০ দিন এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। আবারও ৩৫ দিন ও ৪২ দিন শুকনো রুটি ও প্যাকেটজাত খাবার খেয়ে থেকেছি। - (এইখানে প্রক্রিয়াজাত মাছ, পনির, ও ফল ছিলো) রান্না করা খাবার তথা ডাল ভাত মাছ মাংস অর্থাৎ রেশন ছিলো না। এছাড়াও জীবনে অনেক অনেক বার নানান ধরণের দুর্যোগ গিয়েছে।

চীন কোরিয়া জাপানে এখন মুসলিমদের জন্য খাবারযোগ্য খাবারের অভাব নেই। আমি যখন গিয়েছি তখন সেইখানে হালাল খাবারের হোটেল খোঁজে পাওয়া যেতো না। সরকারি ভাবে যখন গিয়েছি খাবার নিয়ে সমস্যা হয়নি, তবে নিজ কাজে যখন গিয়েছি তখন সাদা ভাত আর আলু সিদ্ধ খেতে হয়েছে, ডিম খেতেও ভয় হতো। এই ডিম মুরগির নাকি কচ্ছপের তা জানা সম্ভব না। - এই বিষয়ে শাহ আজীজ সাহেবের ভয়ংকর অভিজ্ঞতা থাকার কথা।

তাছাড়া যা লেখালেখি করি সবই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ও জীবন থেকে নেওয়া, দেখা, জানা, শোনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, অনেক কিছু জানলাম। লেখালেখি জীবন থেকে হলেই ভালো, মানুষ জীবনের কথা জানতে চায়।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তথ্য দেই।আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা।আমি জামাত শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করি নিজের পরিচয় দিয়ে। আমি চাই ওরা আমাকে মেরে ফেলুক। একবার মেরে ফেলতে চাইছে। হায়াত ছিল বেঁচে গেছি। আমি চাই আমার কবর হোক দেশের জন্য প্রাণ দেয়া বীর শহীদ দের সাথে। এবং মৃত্যু হোক স্বাধীনতা ও বাংলাদেশ বিরোধী জামাত শিবিরের হাতে। জিকো যেভাবে এট্যাক করেছে বিএনপি জামাত ক্ষমতায় আসলে আমাকে মেরে ফেলতেও হাত কাঁপবেনা ওদের।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



জিকো ব্লগ নিকটি একটি সাক্ষ্য হয়ে আছে; ব্লগে কত নিকৃষ্ট লোকজন আছে, সেটার সাক্ষ্য দিচ্ছে নিকটি।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

এম ডি মুসা বলেছেন: আমি বর্তামনে ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে অনেক ক্ষেপে যায় সেটা ফেসবুকে, সেটা আমাকে মেসেজ বক্স নানা কথা হুমকি দিয়েছে। গতকাল েএকটা মেয়ে ও আমাকে জ্ঞান দিতে গিয়ে নিজে চুপ হয়ে গেছে, েএই গুলো স্বাভাবিক ব্যাপার কিন্তুও কথা হচ্ছে , এই দেশের মানুষ সত্যিকারে যারা মুসলিম তারা তো অনেক ভদ্র এবং নবীর আদর্শ মত কোমল। বাকি উগ্রগুলা কি আসলে? আমি বর্তামনে ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে অনেক ক্ষেপে যায় সেটা ফেসবুকে, সেটা আমাকে মেসেজ বক্স নানা কথা হুমকি দিয়েছে। গতকাল েএকটা মেয়ে ও আমাকে জ্ঞান দিতে গিয়ে নিজে চুপ হয়ে গেছে, েএই গুলো স্বাভাবিক ব্যাপার কিন্তুও কথা হচ্ছে , এই দেশের মানুষ সত্যিকারে যারা মুসলিম তারা তো অনেক ভদ্র এবং নবীর আদর্শ মত কোমল। বাকি উগ্রগুলা কি আসলে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



অনলাইনে ধর্ম নিয়ে আলাপ না'করলে আপনার জন্য ভালো হবে। সভ্যতার এই সময়ের জন্য, আমাদের মানুষের চিন্তাশক্তি অনেক পেছনে পড়ে আছে।

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মনে হয় আমি আমার বেশিরভাগ ব্যক্তিগত তথ্য বিভিন্ন পোস্টে দিয়ে ফেলেছি এবং আজকাল ও দিয়েছি।
এগুলি গোপন রাখার তেমন কিছু নেই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



বেশী তথ্য দিলে, পোষ্ট বুঝতে সুবিধা হয়।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:
আমি প্রশ্নফাঁস জেনারেশনের মানুষ নই; আপনি কিন্তু প্রশ্নফাঁস জেনারেশনের লোক।

ভুল। আপনি সংগ্রামী জেনারেশনের মানুষ: আমি নকলবাজ জেনারেশনের লোক, কিন্তু নকলবাজ নই। পরিচয় দেয়ার মতো তেমন কিছু নেই আমার। আমি ডিসকো-হিরোইন জেনারেশন অতিক্রম করেছি- কোন আসক্তি ছাড়াই। থানা পর্যায়ে রাজনীতিতে যুক্ত স্কুল জীবন থেকেই । রগ কাটতে পারেনি প্রতিক্রিয়াশীলরা। রাজনীতিতে প্রত্যক্ষ জড়িত থাকার কারনে পড়াশুনার একাডেমিক ক্যারিয়ার “বাজার দর”। কম্পিউটার মেকানিক হিসেবে “কম্পিউটার ভিলেজে (ঢাকা)” এবং টাইম কিপারের চাকুরি করেছি “হামিম ডেনিমে” কিছুদিন । একঘেয়েমি ভালো না লাগায় বাড়ী ফিরে কখোনো ব্যবসায়ী, কখনো খামারী হিসেবে দিন-গুজরান করছি। বয়স-৫৪,দুই মেয়ে, এক ছেলে। থাকি সৈয়দপুরে। “গরীবের ঘোড়া” রোগ- ভালো লাগে লিখতে ও পড়তে । সেই সুবাদে আপনাদের মতো গুনী মানুষদের সাথে ভার্চুয়াল সখ্যতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:




আপনার ভালো অভিজ্ঞতা আছে; লেখায় সেটা এখনো বুঝা যায় না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



কিসের খামার?

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কামিল হাদিস পাস। কলেজ থেকে বিএ পাস করে সরকারী চাকুরী করি। পেশায় কম্পিউটার প্রশিক্ষক। বয়সে পঞ্চাশ পার করেছি। তিন কন্যার সবার বিয়ে হয়েছে। আমি এবং আমার স্ত্রী কর্মস্থলে থাকি। ফেসবুকে ইসলামী বিষয়ে লেখি। হত্যার হুমকি পেয়েছি। ব্লগে যা খুশী লেখি। তবে আপনার লেখা পড়ার আগ্রহ বেশী। যদিও সব সময় মন্তব্য করি না। আপনার বিরোধীদের সাথেও বিবাদে জড়াই না। রাজনীতিতে যুক্ত নই। তবে অবসর জীবনে বেঁচে থাকলে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। তবে কোন শাসক দলে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:




আপনার তথ্য আপনাআপনিই ব্লগে চলে এসেছিলো। আমি খুশী যে, আপনি আধুনিক ১টি প্রফেশানে আছেন।

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২২

আরইউ বলেছেন:



যিনি যতটুকু তথ্য দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ততটুকু তথ্য দেন। প্রথম মন্তব্যে আপনি হাসানের প্রায় সব প্রশ্নের জবাব দিয়েছেন—নিজের নাম বলেননি। আপনি নিজের নাম বলাতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি বলে।

এই সভ্য সমাজের যেকোন সভ্য মানুষ একবার প্রশ্ন করার পর জবাব না দিলে আর প্রশ্ন করবেন, যেমনটি হাসান করেছেন। কিন্তু, সমাজে কিছু অসভ্য মানুষও আছে যারা অযাচিতভাবে ব্যক্তিগত প্রশ্ন করবে; উত্তর না দিলে জানতে চাইবে কেন উত্তর দিলেন না; তারপর, ব্লগে একটা পোস্ট প্রসব করবে!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



আমি জানি, আপনি ব্লগে মাঝে মাঝে আসেন।

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

আরইউ বলেছেন:



রাজীব নুর বলেছেন: আমি মনে করি মানুষ হবে একটা খোলা বইয়ের মতো।

তাতো রাজীব নুর ওরফে সামিয়া ইসলাম চাইবেই। সবাই হোক খোলা বইয়ের মত আর রাজীব নুর ওরফে সামিয়া ইসলাম সেই বই থেকে টুকলিবাজী করে চোরাই মাল ব্লগে প্রকাশ করুক! কোন চোর চায় গৃহস্থ ঘরে তালা দিক!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:




রাজিব একজন ভালো ব্লগার, আপনি ব্লগের ১টি ভালো মাছি।

২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিজের বলার মতো কোন গল্প নেই, তাই পরিচয় দিতে হীনমনতা কাজ করে বেশি। আপনাদের সাথে আছি বেশ অনেক বছর। তার মধ্যে হয়তো সময় অসময়ে কেউ কারোর বিপক্ষে যেতে পারি। কিন্তু ব্লগের কারোর প্রতি দন্ধ নেই। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্লগে এলাকার জণ্যে ট্রল সহ্য করেছি। প্রবাসে থকি। বয়সটা ৪০ কোটা ছাড়িয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



ব্লগে সবাই চেনেন আপনাকে।

২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪০

আরইউ বলেছেন:




সংশোধনঃ এই সভ্য সমাজের যেকোন সভ্য মানুষ একবার প্রশ্ন করার পর জবাব না দিলে আর প্রশ্ন করবেন না, যেমনটি হাসান আপনাকে আর নাম নিয়ে প্রশ্ন করেননি

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



আমাদের মাঝে অতটুকু বুঝাপড়া আছে।

২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫

কাছের-মানুষ বলেছেন: যারা সেনসিটিভ বিষয় নিয়ে লিখে নিরাপত্তার স্বার্থে যতটুকু নিজের পরিচয় না দিলেই নয় তাদের ততটুকু দিলেই ভাল! পাবলিক ডোমেইনে আমার তথ্য বিভিন্ন কারণে দিতে হয়, যেমন এমাজন অর্থর পেইজে আমার তথ্য আছে - প্রয়োজনেই দিতে হয়েছে। এমাজন লিংকে আমার তথ্য

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৯

সোনাগাজী বলেছেন:




পাবলিক ডোমেইনে যেসব তথ্য থাকে, ব্লগারদের পরস্পরকে বুঝার জন্য অতটুকুই যথেষ্ট।

২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

আরইউ বলেছেন:




লেখক বলেছেন: রাজিব একজন ভালো ব্লগার, আপনি ব্লগের ১টি ভালো মাছি।

একেই বলে শুঁড়ির সাক্ষী মাতাল। আমার কথা বাদ দিন। রাজীব নুর ওরফে সামিয়া ইসলাম যে ভালো ব্লগার তাতে কারো সন্দেহ নেই। রাজীব ওরফে সামিয়ার সব ভালো শুধু সুযোগ পেলেই টুকলিবাজী করে, অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়। সে এতই ভালো ব্লগার যে বেচারাকে কমেন্টও চুরি করে করতে হয়!

প্রমান চাইলে বলতে লজ্জা করবেননা দয়া করে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:




আমি প্রমাণ দিয়ে কি করবো? আমি উনার বিচার করতে যাচ্ছেি না; ভালো লিখলে পড়ি; ভালো না লিখলে পড়ি না।

৩০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮

কাছের-মানুষ বলেছেন: আপনার পড়ালেখা কোন বিষয়ে?
আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এ পড়াশুনা করেছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:




স্যরি, আপনি এআইতে পিএইচডি করছিলেন যখন, তখন এই ব্যাপারে কথা হয়েছিলো।

৩১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫২

চারাগাছ বলেছেন:
নিক চারাগাছ। প্রকৃত নামে ব্লগিং করি না। মিথ্যা নামেও না।
আমি ৯০ দশকের শেষভাগে মেট্রিক পাশ করেছি।
মানসিক জটিলতা বিষয়ক সমস্যায় বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়েছিল। সমস্যা পুরোপুরি কাটেনি।

বিয়ে করেছি। ছেলে আছে। স্কুলে পড়ে।
গান, বই, সিনেমা, খেলা পছন্দ করি।
ব্লগে স্মৃতিচারণ পড়তে ভালো লাগে।
চাঁদগাজী, রাজীব নুর, স্বপ্নবাজ সৌরভ, গোফরানদের বেশি পড়া হয়। কামাল১৮ কে শ্রদ্ধার চোখে দেখি।

ঢাকাতে বসবাস করি। বাংলাদেশের একটা পোশাক ব্যান্ডশপের প্রোডাক্ট ডেবোলাপার হিসেবে কাজ করি।






০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০০

সোনাগাজী বলেছেন:



পরিবার নিয়ে ভালো আছেন, এটাই বড় বিষয়।

৩২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৪

আঁধারের যুবরাজ বলেছেন: ২৬ বছর যাবৎ ফ্রান্সে বাস করছি। ব্লগে বহু বছর থেকে নিয়মিত আসি। নানা জনের লেখা পড়ি। কখনো লেখা হয়নি ,মন্তব্য করিনি। কয়েক মাস পূর্বে আপনারই কোনো পোস্টে মন্তব্য করার জন্য নাম রেজিস্ট্রি করেছিলাম। ২ ছেলে ২ মেয়ে। বড় ছেলে ফিন্যান্সে মাস্টার্স শেষ করে আপনাদের ( KPMG ) এর ফ্রান্স শাখাতে জব শুরু করেছে ২ মাস হলো। আমি আমেরিকার একটি কোম্পানির ফ্রান্স শাখায় কাজ করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫৭

সোনাগাজী বলেছেন:



খুবই ভালো; ফরাসী রপ্ত করতে কেমন সময় লেগেছিলো?

৩৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০৩

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: খুবই ভালো; ফরাসী রপ্ত করতে কেমন সময় লেগেছিলো?

- আমার একটু সময় লেগেছিলো। তবে সহকর্মীদের সাথে কথা বলতে বলতে ভালো করে শেখা হয়েছে। ভাষাটি সুন্দর ,তবে কঠিন একটু।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৭

সোনাগাজী বলেছেন:



উচ্চারণই বড় সমস্যা; তবে, কেহ বলার সময় শুনতে ইচ্ছে হয়।

৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৩

বিষন্ন পথিক বলেছেন: ইলেকট্রনিক্স ডিসাইনার, থেকেছি আর কাজ করেছি লন্ডন, এখন অস্ট্রেলিয়াতে মার্কিন কোম্পানির লিড ইঞ্জিনিয়ার, আগেও বলেছি একবার, আমার মায়ের কবর ওয়াশিংটন মেমোরিয়ালে (নিউ ইয়র্ক ), ওখানে গাড়ী চালাতে ভয় করে, রাইট হ্যান্ড ড্রাইভিং, অভ্যেস লেফট হ্যান্ড এ, মনের ভুলে অনেক বার লেফট সাইডে চলে গিয়েছি লং আইল্যান্ড এর দিকে, নিউ ইয়র্ক আসলে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, আসলে জ্যামাইকা থাকি, ব্লগ লগইন না করে প্রতিটা পোস্ট পড়ি, মাঝে মাঝে মন্তব্য করি

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৯

সোনাগাজী বলেছেন:




জেনে খুশী হলাম; অবশ্যই দেখা হবে। ওয়াশিংটন মেমোরিয়ালে যাওয়া হয় মাঝে মাঝে।

৩৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৯

জাহিদ হাসান বলেছেন: আমি আমার নিজের নাম ছাড়া আর কিছুই প্রকাশ করবো না। কোন দেশে অবস্থান করছি তাও বলবো না। যদিও বললে কিছুই যায় আসে না।
যাহোক, আমি কিন্তু সেই জাহিদ হাসান। বহু বছর আগে আমি ব্লগ ছাড়ায় আপনি আপনার একটা পোস্টে আমার নামসহ লিখে বলেছিলেন, ব্লগ ছেড়ে না যেতে। এখন আবার আমি ফিরে এসেছি। কারণ মনে হচ্ছে এই প্ল্যাটফর্মটা আমি না ছাড়লেই ভালো করতাম। মাঝে মাঝে এসে নিজের মনের কথা লেখা যেতো। আপনাদের মত বড় মনের মানুষের লেখাগুলি পড়া যেতো। আশা করি খুশি হয়েছেন একজন পুরনো ব্লগার ফেরাতে।

ব্লগারদের মধ্যে আপনি ও রাজীব নুর দু'জনকেই এখন ভালো চিনি। আর কারো কথা মনে নেই। ব্লগে ফিরেই আপনার পোস্ট পড়তে চলে আসলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০৮

সোনাগাজী বলেছেন:



ফিরে এসেছেন, ভালো হলো; ব্লগারের সংখ্যা খুবই কম। নিজের অভিজ্ঞতা থেকে লিখুন। আপনার কথা মনে আছে।

৩৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৮

আলামিন১০৪ বলেছেন: ব্লগে গালাগালি দেখে নিজেও গালিবাজ হয়ে যাচ্ছি...সোনাগাজী ভাই, আপনি আমার অনেক ‍সিনিয়র, অনেক সময় কটু কথা বলেছি-এপলজি
আামি আপনার পেশাতেই আছি,.আপনার ভাষায় ”মৌলবাদী”, Graduation, BUET, থেকে, শুরুতে ডিএমসিতে ভর্তি হয়েছিলাম
মুখস্থ ভালো লাগেনা আমার। আশা করি এর পর আমার পোস্ট/ মন্তব্য বুঝতে সুবিধা হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪০

সোনাগাজী বলেছেন:



জেনে খুশী হলাম।
আপনি তো ধর্ম নিয়ে ব্যস্ত আছেন, মনে হয়!

৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩

নূর আলম হিরণ বলেছেন: নিজের ইমেইল আইডি ছাড়া ব্লগে আর কিছু শেয়ার না করাই ভালো। তারপরও অনেক সময় হয়ে যায়। এবার বর্তমান যুগে কেউ কারো পরিচয় অসৎ উদ্দেশ্যে বের করতে চাইলে কিংবা ভালো উদ্দেশ্যেও বের করতে চাইলেও সেটা সম্ভব।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



লেখা থেকে অনেক কিছু অনুমান করা সম্ভব।

৩৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজীব নুর বলেছেন: এ পর্যন্ত ৫জন ব্লগার আমার বাসায় এসেছেন।
এদের মধ্যে দুইজন প্রবাসী ব্লগার। একজনের নাম 'কবিতা কথ্য'। কবিতা কথ্যকে তো আপনি ভালো করেই চিনেন।
অন্যদিকে কমপক্ষে ২০ জন ব্লগার আমার সাথে দেখা করতে চেয়েছে, গল্প করতে চেয়েছে। ব্যস্ততার কারনে তাদের সাথে দেখা করতে পারি নাই।

একসময় আমি 'আমার ব্লগ' এর মডারেটরদের সাথে আমার বেশ সুসম্পর্ক ছিলো। তারা একটা প্রকাশনী করেছিলো- 'আমার প্রকাশনী' নামে। সেই প্রকাশনীর অনেক কাজও আমি করে দিয়েছি। ব্লগের মডারেটরের গ্রামের বাড়িও গিয়েছি।



আমি ২ বছর ধরে ঢাকা পচে/শুকিয়ে মরছি। আামাকে একবার বললেই তো আপনার বাড়িতে গিয়ে পোলাও-কোরমা খেয়ে আসতে পারি!
বলেই দেখেন না একবার ....

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনার বর্ধিত পরিবারের অন্যন্য লোকজন ঢাকায় থাকেন?

৩৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

কেমিক্যাল বাবু বলেছেন: জন্ম গাইবান্ধায়,বিবাহিত জীবন ৩ মাস ২৪ দিন।
জাতীয় বিশ্ববিদ্যালয় হতে কেমিস্ট্রিতে মাস্টার্স শেষ করে একটা প্রাইভেট কম্পানির ল্যাবে কর্মরত আছি। ৫ ফিট ৬ ইন্চি উচ্চতা নিয়ে ৫৬ কেজিতে দাড়িয়ে আছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



আপনি চাকুরী করছেন, খুবই ভালো সংবাদ; নিকটা অর্থপুর্ণ

৪০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: কিসের খামার?
মুরগীর খামারে লস করার পর বর্তমান কম্পিউটার,ফটোককি, লেমিনেটিং এর দোকান। নিজে কাজ করি। মোটামুটি চলছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



ভালোই, আয়ের পথ আছে। সাথে চাষ করার সুযোগ আছে আপনাদের এলাকায়?

৪১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার প্রায় সকল তথ্য, ফেসবুক আইডি ব্লগে দেয়া। আমি ফেসবুকে একটা সময় কিছু বিষয়ে লেখার জন্য, অনেকের সাথেই ঝামেলায় পড়েছিলাম। ঝামেলা বিষয়টা ভালো লাগে না বিধায়, এখন গল্প আর ছোটো ছোটো ইতিহাস সম্পর্কিত লেখা ব্যতীত আর কিছুই লিখি না।

অনেকেই হয়ত নিজস্ব নিরাপত্তা জন্য হোক বা নিজের ব্যাপারে না জানানোর জন্য অনেক রকম কারণ থাকে। যেমন আপনার আসল নাম আমি জানি না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:




আমার আসল নামও দেয়া যেতো; বাংলাদেশে একই নিক কয়েক লাখের আছে। আমার কাছে নিক ব্যবহার করতে ভালো লাগে

৪২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৩

নিচু তলাৱ উকিল বলেছেন: আপনার লেখা পড়ে যেমনটা ভেবেছিলাম তার ৯০% মিলে গ্যাছে। শুভকামনা অবিরাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



আমারও একই ভাবনা, লেখা থেকে অনেক কিছু অনুমান করা সম্ভব।

৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার নিজ জেলা ঢাকা।

পরিবারের অনেকেই থাকে ঢাকাতে ।
তবে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



আপনার স্বাস্হ্যের অবস্হা কি রকম?
আপনি পেয়ারা গাছে কচি পাতাকে সিদ্ধ করে চা হিসেবে দিনে ২ বেলা ২ সপ্তাহ খেয়ে দেখেন। ২ সপ্তাহের বেশী খাবেন না।
খাবারের বেলায়, আপনি কম কম করে খাবেন, দিনে ৪/৫ বেলাও খেতে পারবেন।

৪৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

আরোগ্য বলেছেন: পেটের ব্যামো, চুলকানি আর চোক্ষে আন্ধার দেহন ছাড়া আপনের আর কি কি অসুখ আছে???? :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:



আরোগ্য লাভ করুন

৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিশেষ দ্রষ্টব্য: গাজী সাহেব, আপনি মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিন্ন পোস্টে টেনে নিয়ে উস্কানী দিয়ে মন্তব্য করাবে এবং আপনি যথাযথ ভাবে ব্যান হবেন। ব্লগে কাল্পনিক ভালোবাসা অনুপস্থিত থাকায় তার পক্ষ থেকে আমি আপনাকে সাবধান করছি।

এইগুলো খুবই ছোট ও খুবই নিম্নমানের টেকনিক। কাউকে টেনে ধরে নিয়ে বিপদে ফেলে দেওয়া। এইগুলো এমন বিশেষ কোনো হাইটেক না। আপনি অযথা পঁচা শামুকে পা কাটবেন।

কপি: কাল্পনিক ভালোবাসা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, কিছু লোকজনের কাজ হলো আমাকে ব্যান খাওয়ানো

৪৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি আর একটি মন্তব্যও করবেন না। আপনাকে দিয়ে ভিন্ন ভিন্ন নিকের নামে মন্তব্য করাবে যাতে করে আপনি কমপক্ষে ১০-২০ টি মন্তব্য করেন এবং আপনি একজন দায়ী ব্যক্তি হিসেবে পরিণত হোন। এটি খুবই নিম্ন শ্রেনীর টেকনিক। নিম্ন শ্রেনীর মানুষজন এই টেকনিকে চলে। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার টেকনিক।

@সোনাগাজী, @কাল্পনিক ভালোবাসা, পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছেন মমতা ব্যানার্জি। পশ্চিম বঙ্গের মানুষ আমার মনে হয় না সামহোয়্যারইন ব্লগের কেউ আমার চেয়ে বেশী দেখেছেন। মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রতি যেই ধারণা পোষণ করেন। পশ্চিম বঙ্গের মানুষ একই ধারণা পোষণ করেন। ১৯-২০ পার্থক্য থাকতে পারে তবে ১৫-২০ পার্থক্য নেই। এটি পরিক্ষিত সত্য

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, মন্তব্য করা বন্ধ করলাম।

৪৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

আঁধারের যুবরাজ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: বিশেষ দ্রষ্টব্য: গাজী সাহেব, আপনি মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিন্ন পোস্টে টেনে নিয়ে উস্কানী দিয়ে মন্তব্য করাবে এবং আপনি যথাযথ ভাবে ব্যান হবেন।

- ঠাকুরমাহমুদ ভাইয়ের সাথে একমত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:




সঠিক, মন্তব্য করা থেকে বিরত হলাম।

৪৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আঁধারের যুবরাজ বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: বিশেষ দ্রষ্টব্য: গাজী সাহেব, আপনি মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভিন্ন পোস্টে টেনে নিয়ে উস্কানী দিয়ে মন্তব্য করাবে এবং আপনি যথাযথ ভাবে ব্যান হবেন।

- ঠাকুরমাহমুদ ভাইয়ের সাথে একমত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



ঢাবিয়ানের ব্লগিং লেজমাথা কিছুই নেই।

৪৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৪১

ডঃ এম এ আলী বলেছেন:




বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় , এখানে সকল ব্লগারকেই হতে হবে বৃক্ষের মতই ।
বৃক্ষ যেমন অন্ধ ভূমিগর্ভ হতেই শুনে সূর্যের আহ্বান ,প্রাণের প্রথম জাগরণে বৃক্ষ পায় তার আদি প্রাণ।
তেমনি সামুতে আসা সকল ব্লগারই এ ব্লগে এসে পেয়েছেন আলোর সন্ধান, পেয়েছেন লেখালেখির প্রাণ ।
বৃক্ষ যেমন ঊর্ধ্বশীর্ষে উঠে প্রথমেই করে আলোকের বন্দনা, তার পর দুটি কুড়ি হতে মেলে ধরে ডালা পালা
পত্র পল্লবে ফুলে ফলে বিকাশে আর নীজের পরিচয় তুলে ধরে । তেমনি করেই একজন ব্লগারকে চেনা যায়
তার চলার পথে কেমন করে প্রকাশ করে তাকে আলোদানকারী সামু বন্ধনা ,তারপর ডাল পালা মেলে
পত্র পল্লব আর ফুল ও ফলে তুলে ধরে তার নীজ পরিচয় ।

বৃক্ষ মুখ ফোটে বলে না তার পরিচয়, তবে তাকে সবাই চিনে তার ফুলে ফলে , তা দেখেই সকল মানুষ চলে যায়
যার যার পছন্দের আর সুবিধার বৃক্ষতলে , নীড় বাধে আর পাখা যাপটায় নীজ ভাল লাগার লতাপাতা আর তরু
পল্লবে ।

তাই ব্লগারের পরিচয় মুখ ফোটে বলার বিশেষ প্রয়োজন নেই বলেই মনে করি । তারপরেও কেহ যদি দিতে চান
নীজ পরিচয় তা তেমন কোন দুষের নয়। তবে আমি মনে করি বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় , সেটাই বেশী
ভাল হয় ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৪৮

সোনাগাজী বলেছেন:



লেখা থেকেই বুঝা যায়।
তবে, যারা দরকারী বিষয় নিয়ে লেখেন উনাদের সম্পর্কে কিছুটা জানা থাকলে ভালো লাগে।

৫০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৫

কালো যাদুকর বলেছেন: ব্লগে পরিচয় দেয়া কি আবশ্যক? ধরেন , বিভূতীবুষনের একটি উপন্যাস পড়ার জন্য কি বিভূতীবাবুর বিত্তান্ত্য জানা দরকার আছে, আমার মনে হয় দরকার নেই।
এই প্রথম জানাচ্ছি কেন আমি নিজের সম্পর্কে কিছু বলিনি, আমার প্রফাইলে। মূলত দুইটি কারনে। রাজাকারদের ফাঁসি আন্দোলনের সময়, দেখেছি ব্লগারদের একটি কালো তালিকা করা হয়। আমি ঐ সময় ব্লগে সবে যোগ দিয়েছি। নাম ধাম , ছবি কিছু দেয়ার ইচ্ছেটা তখনই মরে গেছে। একই কারনে ধর্ম নিয়ে লেখালিখি করিও না। বলতে পারেন সেল্ফ সেনসরস।
দ্বিতীয় কারন , আমি বেনামে শুধু কবিতা লিখতে চেয়েছি।

আমি পেশায় ইন্জিনিয়ার, একটিভিস্ট। পছন্দ করি এডভেন্চার, ভ্রমন, কবিতা ও বেচেঁ থাকা। কিছু গবেষনা ও পাবলিকেশন আছে। সময় পেলে সামুতে ঘোড়াঘুড়ি করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



সামুর ১ জন ব্লগার ডেভেলোপমেন্ট অর্থনীতি ও শিল্পবিপ্বব নিয়ে বেশ কিছু পোষ্ট লিখেছিলেন; পোষ্টগুলোতে অর্থনীতির কথা বলা হলেও, উহা কখনো পরিস্কার ছিলো না; আমার ধারণা ছিলো যে, উনি অর্থনীতির মানুষ নন; পরে, বুঝলাম যে, উনি ইন্জিনিয়ার। আমি শুরুতে জানলে, উনাকে শ্তবার প্রশ্ন করার দরকার হতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.