নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের কম-পড়ালেখার দেশে, বিশ্বের সেরা বইমেলা; ব্যাপারটা কি?

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১২



গত বইমেলায়, একা শেখ সাহবের উপর ২৭টা বই বের হয়েছিলো; শেখ সাহেব অনেক বড় মানুষ ২৭টা বই কিছুই না, আরো বেশী বের হলেও পাঠক পাওয়া যাবে। কিন্তু আমি ভাবি, শেখ সাহেবকে নিয়ে লেখার মতো ২৭ জন লেখক কোথা থেকে এলো? বাংলাদেশে ২৭ জন মানুষ আছেন, যারা শেখকে নিয়ে লেখের মতো জানেন, বুঝেন! আমার বিশ্বাস হচ্ছে না।

শেখকে নিয়ে লেখা ১টি বই আমার কাছে পাঠায়েছিলেন এক ক্রেতা; উনি কম বয়সী, পড়ালেখা করেছিলেন আমেরিকায়; উনার ধারণা, আমি পড়লে বুঝতে পারবো, বইয়ের শেখ ও আসল শেখের মাঝে মিল আছে কিনা? আমি বাধ্য হয়ে পড়েছি।

লেখিকার বয়স ৪১ বছর, আওয়ামী লীগের উপরের স্তরের নারী নেত্রী; ব্যবসায়ী পরিবারের নারী; নিজেদের ব্যবসায় ভালো করছেন। সাড়ে ৩ শত পৃষ্টার বই। এত বড় বই পড়বো কি করে? যাক, বাঁচা গেলো, অনেকে পৃষ্টা জুড়ে আছে ছবি; শেখের ছবি, সবাই দেখতে চায়।

আমি বই'এর ক্রেতাকে বড় ২টি ভুলের কথা জানালাম: (১) বাকশাল শব্দটা বইতে আছে, তবে লেখিকা জানেন না যে, উহা কেন বিখ্যাত ছিলো শেখের জন্য ও দরিদ্র জনতার জন্য; (২) অন্য ভুলটি ছিলো, লেখিকার ধারণা হচ্ছে, ৬ দফা পুরণের দা্যিত্ব ছিলো আইয়ুব খানের, আই্য়ুব সেই মহান কাজটি করেনি। ক্রেতা আমাকে বই দেয়ার ২ মাসের মাঝে আমাকে খেতে দাওয়াত করলো; মুল উদ্দেশ্য বই সম্পর্কে আমার মতামত জানাতে। আমি জানালাম যে, বইটা একটা গার্বেজ।

আমিও ১টি বই লিখে, আমার নিজের মনের কথাগুলো, ভাবনাগুলো অন্যদের জানাতে চাই; সমাজের কিছু অসংতি নিয়ে আলাপ করতে চাই, আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই, মানুষের পাঠক মনকে উল্লসিত করতে চাই, আমার নিজের আদর্শকে তুলে ধরতে চাই, সামজের মানুষের জীবনের উপর আলোকপাত করতে চাই, আমেরিকায় কি দেখলাম, ফিলিস্তিনে কি হচ্ছে, শেখ হাসিনা কেন দ্রব্যমুল্য কমাতে পারেবন না, ভারতের লোকেরা কি করে বাংলাদেশে চাকুরী করে, এসব হাবিজাবি বলতে চাই!

বেশীরভাগ শিক্ষিত বাংগালী এই ধরণের কিছু, কিংবা এর থেকেও বেশী কিছু ভাবেন; সেই জন্য, আমাদের বইমেলা সবচেয়ে বড়। ২১শে ফেব্রুয়ারী থেকেও একুশের বইমেলা এখন অনেক বড়; এক বছর সরকারীভাবে ২১শে ফেব্রুয়ারী পালন না'করলে কেহ কিছু বলবে না ; তবে, ১ বছর বইমেলা বন্ধ রাখতে চাইলে ঢাকায় আগুন লাগবে।

৭৫০'টির বেশী বুকষ্টল, ৫০০০ নতুন বই, ১১০ কোটী টাকার বিক্রয়, ১ মাস ধরে মানুষের মিলনমেলা, খাওয়াদাওয়া, লেখকদের সাথে দেখা হওয়া, সবই বিশাল বিশাল ব্যাপার।


মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেব্রুয়ারী আমার খুবই প্রিয় একটা মাস। ভ্যালেন্টাইন্স উইক, ১লা ফাল্গুন, বই মেলা, একুশে ফেব্রুয়ারি, বসন্ত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



ভালো সময়, প্রকৃতি জেগে উঠে এই সময়।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

নয়ন বড়ুয়া বলেছেন: আপনি লেখা শুরু করে দেন...
আপনার চোখে বিশ্ব, বাংলাদেশ কেমন জানি...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:



লিখবো লিখবো করে সময়ে চলে যাচ্ছে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২২

নিবারণ বলেছেন: বই ল্যাখতে তো ম্যালা কিছু লাগে না, প্রকাশক অমন অনেক আছে খালি জিগাইব, বই কেনার লোক আছে কি-না। শ্যাষ। তখন গু ধরাইয়া দিলেও ছাপব।

তয় ফেব্রুয়ারি আমার ভালা লাগে, বইমেলায় মানুষ ভালা লাগে, বসন্ত, ফাল্গুন, ভালোবাসা দিবস, গোলাপ দিবস, সবই ভালা লাগে। বইমেলা দেশে দরকার আছে। আমাগো দ্যাশে, উৎসবের উৎস আস্তে আস্তে কতগুলা বেশি বোঝা মানুষের লাইগা বন্ধ হইয়া যাইতেছে। এইডা থাকা দরকার আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



ঢাকার মানুষ ঘর থেকে বের হওয়ার সুযোগ পান না, যায়গা নেই! ফলে, বইমেলা একটি বড় সুযোগ। কিন্তু ৮০ ভাগ বই হচ্ছে খারাপ বই।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫

নিবারণ বলেছেন: খারাপ বইয়ের মইধ্যে তাই ভালা বই খুইজা পাওয়া ম্যালা হ্যাপার কাজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:


আগে থাকতে না'জানলে, এ্ত বইয়ের মাঝে ভালো বই বের করা মোটামুটি অসম্ভব।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৮

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: লিখবো লিখবো করে সময়ে চলে যাচ্ছে।

- শুরু করে দিন ,দেখবেন শেষও হয়ে যাবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



যুদ্ধ করে মানুষ কি ধরণের ১টি দেশ আশা করেছিলেন; আর কি পেয়েছেন; যা পেয়েছেন, সেটার থেকে কি করে ভালো করা যায়, ইহা নিয়ে কিছু লেখার দরকার।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি লিখুন। আপনার লেখা বই যদি ভালো মানের হয় তাহলে খুব ভালো প্রকাশণী হতে আমি দায়িত্ব নিয়ে প্রিন্ট করে দিবো। আপনার কোনো খরচ করতে হবে না বরং প্রকাশণী আপনাকে রয়্যালটি দিবেন।

আর ভালো মানের লেখা যদি না হয়, তাহলে আপনার নিজ খরচে প্রকাশ করতে হবে। আর সেই বই পড়ে থাকবে পল্টন আর নীল ক্ষেতের ফুটপাতে। অথবা পলাশীর কাগজের রদ্দি দোকানে। এই বইয়ের কাগজ দিয়ে ঠোঙ্গা বানিয়ে চিড়া মুড়ি বিক্রি হবে। সহজ হিসাব।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৬

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করে দেখি; আমি যা বুঝি, সেটা শেয়ার করার চেষ্টা করবো।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

সামরিন হক বলেছেন: একজন নিরপেক্ষ মানুষ সঠিক তথ্য সরবরাহ করতে পারে । বাকিরা নিজেদের পক্ষেই লিখবে যা অনেকের কাছে গার্বেজ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১২

সোনাগাজী বলেছেন:



যেকোন কিছুকে সঠিকভাবে বুঝা ও সেটাকে অন্যের জন্য সঠিকভাবে লেখাটা, বেশ শক্ত কাজ

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪০

আরইউ বলেছেন:




আপনার পক্ষে মানসম্পন্ন বই লেখা সম্ভব কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। পাড়ার চায়ের দোকানের আড্ডায় হাতি-ঘোড়া মারা এক জিনিস আর বই লেখা অন্য জিনিস। এর জন্য যে জ্ঞান ও শিক্ষা এবং ধীশক্তির দরকার তা আপনার মাঝে সম্ভবত নেই। অবশ্য আমি আপনাকে অনুৎসাহিত করবোনা। আপনি আপনার ৫ম শ্রেনীর ভাষাজ্ঞান নিয়ে চাইলে বই লিখতেই পারেন—বাসে হকারেরা হয়ত বেচতে পারবে।

যাহোক, আগে একবার বলেছিলাম, আবার বলছিঃ শব্দটা “বেশি”, “বেশী” নয়! বেশি মানে আধিক্য আর বেশী মানে বেশধারী!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৫

সোনাগাজী বলেছেন:



আমি এমনভাবে লিখবো, যাতে পিএইচডি থেকে ৫ম শ্রেণীর বাচ্ছা অবধি পড়তে পারে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৫

সোনাগাজী বলেছেন:



আপনার পড়ালেখা কিসে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২৬

সোনাগাজী বলেছেন:




আমি বই লিখলে, আমার বই আমি বিক্রয় করবো।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৩৯

শ্রাবণধারা বলেছেন: মুক্তিযুদ্ধের মত এত বড় একটা বিষয়ের উপরে আমাদের ভালো প্রামাণ্য গ্রন্থের অনেক অভাব আছে। আপনার এটা নিয়ে বিশদ প্রস্তুতি নিয়ে লেখা উচিত।

ফিজিসিস্ট রিচার্ড ফ্যাইনম্যান এক সময় পদার্থবিদ্যার গবেষণায় মনোযোগ হারিয়ে ফেলেছিলেন। মনোযোগ ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি চাইনিজ ভাষা শিখতে শুরু করেন। মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য গ্রন্থ লেখার মত বৃহৎ কাজের জন্য আপনি প্রাক প্রস্তুতি হিসেবে ফ্যাইনম্যানের মত একটা কিছু শুরু করতে পারেন।

ব্লগে অযথা খোঁচাখুঁচি করা আপনার মত মানুষের জন্য নেহায়েত সময়ের অপচয় বলে মনে করি।

আর হ্যা, যে বিষয়ে জানেন না সে বিষয়ে না লেখাই ভালো। এই যেমন বইমেলা সম্পর্কে আপনার ধারণা নেই। ধারণা থাকার কথা নয়, যেহেতু আপনার আন্ডারগ্রাড বিদেশে। তার উপর আপনি তেমন লেখাপড়াও করেন নি। আপনার পক্ষে এখন এই বয়সে এসে যেহেতু হুমায়ুন কবির বা বুদ্ধদেব বসুকে চেনা সম্ভব নয় (এই দুজনার একটা মিল আছে) তাই এই বিষয়গুলোকে আপনি বাদ দিতে পারেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০৭

সোনাগাজী বলেছেন:



মুক্তিযুদ্ধের উপর যে আমি অনেক কিছু লিখতে পারবো তা'নয়; আমি শুধু সাধারণ মানুষের বিশাল আশা ও তাঁদের অংশ গ্রহনটা নিয়ে লেখার চেষ্টা করবো।

বইমেলার ব্যাপারটা একটি গার্বেজ দিয়ে ইমারত তৈরির কাজ চলছে; আমি সেইদিকের কথা বলার চেষ্টা করেছি।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৪৩

কামাল১৮ বলেছেন: একশজন শেখ মুজিবকে নিয়ে লিখলে একশ রকম হবে।প্রত্যেকেই লিখবে তার মতো করে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:১০

সোনাগাজী বলেছেন:



যেভাবে লিখুক, যা ইচ্ছে তাই লিখুক; তবে, ৬ দফা ও ইহার ভুমিকা না'বুঝলে; এবং শেখ কেন বাকশাল করেছিলেন, সেটা না'বুঝলে শেখ নিয়ে কি লিখবে?

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:০৯

কামাল১৮ বলেছেন: @শ্রাবণধারা,হুমায়ুন কবির কি কখনো পূর্ব পাকিস্তানে এসেছিলো।যেমন এসেছিলো,কাজী আব্দুল ওদুদ ও সৈয়দ মুজতবা আলী।তারা কিছু দিন থেকে আবার চলে যান ভারতে।হুমায়ুন কবিরের সম্পাদনায় চতুরঙ্গের পাঠক ছিলাম আমি এখনো আমার কাছে কয়েকটি সংখ্যা আছে।তিনি নেহেরুর শিক্ষা মন্ত্রী ছিলেন।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩৩

শ্রাবণধারা বলেছেন: কামাল ভাই, আপনার সবগুলো তথ্যই সঠিক। হুমায়ুন কবির ভারতেই থিতু হয়েছিলেন এবং শিক্ষামন্ত্রী হয়েছিলেন।

"কামাল১৮ বলেছেন: হুমায়ুন কবিরের সম্পাদনায় চতুরঙ্গের পাঠক ছিলাম আমি এখনো আমার কাছে কয়েকটি সংখ্যা আছে।"

এটা পড়ে খুবই আনন্দিত হলাম। আপনি হয়তো জেনে থাকবেন যে বুদ্ধদেব বসুও প্রথমদিকে হুমায়ুন কবিরের সঙ্গে চতুরঙ্গ সম্পাদনা করেছিলেন। আবার উভয়েই জীবনানন্দ দাশের সাথে বন্ধুত্বের সম্পর্কে সম্পর্কিত। প্রথম মন্তব্যে "এই দুজনার একটা মিল আছে" বলতে ছাত্র হিসবে উভয়েই যে কিংবদন্তিতুল্য ছিলেন সেটা ইঙ্গিত করেছিলাম।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি অভয় দিলে আর ৫০ কপি কেনার নিশ্চয়তা দিলে সামনের বার একটা বই করতে পারি। কোন বিষয়ে পারব বলে মনে হয় আপনার?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:


আমি ৫০ কপি কিনতে পারবো।

আপনার নিজের জীবন সংগ্রামকে নিয়ে লিখতে পারেন। পরিবার কষ্ট করে লেখাপড়ার খরচ দেয়ার পর, পাশ করে চাকুরী পাননি; সমাজ ও সরকার কেন আপনাকে সঝায্য করলো না; কিভাবে আপনি টিকে থাকার সংগ্রাম করেছেন। সময় নিয়ে, ভেবেচিন্তে যদি ইহাকে তুলে ধরেন, মানুষ ইহা পড়বে বলে আমার ধারণা।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮

বাউন্ডেলে বলেছেন: গাজী ভাই, কোন কিছুকেই এখন আর গার্বেজ বলার সুযোগ নেই। আপনি “রিসাইকেল র, ম্যাটারিয়ালস” বলতে পারেন । শুধু ব্যাবসার দিকে তাকালেই হবে না, পানের দোকানীর প্রয়োজনীয়তাও উপলব্ধিতে আনতে হবে। আপনি কষ্ট করে হলেও অন্যান্য হাজারো গার্বেজ উৎপাদনকারির মতো দু-চার কেজি গার্বেজ তৈরী করে আমাকে পাঠান । আমি সম্পাদনা করে প্রকাশ করবো, লাভ-লস আমার । দেশে এসে রয়্যালিটি বাবদ দুটো লবন-ভাত গরীবের বাসায় খেয়ে যাবেন। হালকায় নিবেন না আমার ওজন ৯০ কেজী।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



আপনার উচ্চতা কতটুকু।

নতুন স্বাস্হ্যমন্ত্রী পানের বিপক্ষে এখনো কেন অবস্হান নেয়নি, উহা কি কোয়াক ডাক্তার?

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অনেক খারাপের এই দেশে বই মেলা অসাধারণ একটি ব্যাপার।
গরীব একটি দেশের নাগরিক হিসাবে আমরা গর্ব করতে পারি যে, আমাদের দেশে খুবই সুন্দর একটি মেলা হয়। সেটা বই মেলা ।
আজে বাজে হাবি জাবি সবই লিখুন। প্রকাশও করুক।
মহাকাল হচ্ছে বিশাল একটি বৃক্ষ। সে মাঝে মাঝে ঝাকি দিয়ে সব পচা শুকনা পাতা ঝেড়ে ফেলে দিবে।
কত বছর আগে যে বই মেলায় গিয়েছিলাম মনে নেই।
তবে এই বছর আবার যাবো।
এখানে যেখানে যাই মনে হয় এই জায়গাটা আর হয়তো কোন দিনই দেখতে পাবো না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



বইমেলার সব নতুন বই কোন একটা কমিটির মাধ্যমে যাওয়ার দরকার, যেন বটগাছে পরগাছা না জন্মে।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

নিবারণ বলেছেন: গতকাল সামুতে আসা পোস্টের মধ্যে আপনার এই লেখা সর্বাধিক কমেন্টপ্রাপ্ত।

এ নিয়ে আমার পোস্ট

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার পোষ্ট দেখেছি।

যেসব বিষয়ে আপনার পরিস্কার ধারণা আছে, সেগুলোর উপর লেখার চেষ্টা করেন।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বঙ্গবন্ধুকে নিয়ে এই দেশে আজীবন লেখা হবে।
লেখার কোন শেষ হবে না।
তবে আফসোস একটাই এই দেশের মানুষ ১৫ আগস্টের বাজে ঘটনাটা ঠেকাতে পারেনি।
এটা আমার খুবই কষ্ট লাগে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের ২য় বৃহত্তম দলের লোকদের রাজনৈতিক ভাবনা হলো, ১৯৭৫ সালের হত্যাকান্ড জাতিকে রক্ষা করেছে।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: যারা কাপড়ের ব্যবসা করেন, ইদ এবং পূজা হচ্ছে তাদের ব্যবসার সময়।
প্রকাশকদের ব্যবসা হচ্ছে- ফ্রেরুয়ারী মাসে। কেউ মেলায় গেলে এবং তার বই পড়ার অভ্যাস না থাকলেও- একটা বই হলেও কিনে।

তবে একটা মহা সত্য কথা বলি-
আমাদের বইমেলাতে যদি কলকাতার বই পাওয়া যেতো। তাহলে পাঠকেরা কেউ আমাদের কবি সাহিত্যিকদের বই কিনতো না।
আমাদের দেশে বইমেলাতে যত কবিতার বই বের হয় তার মধ্যে ৯৯% গার্বেজ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



কবিতা হলো সাহিত্যের সুন্দতম ও কঠিনতম শাখা।

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৯

শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন: আমি শুধু সাধারণ মানুষের বিশাল আশা ও তাঁদের অংশ গ্রহনটা নিয়ে লেখার চেষ্টা করবো।"

আপনি যেটা বলেছেন শুধু যদি এই কাজটাই আপনি ভালো ভাবে করতে পারেন এটা যে কত বড় একটা কাজ হবে আপনি চিন্তাও করতে পারবেন না।

আপনাকে একটা মজার কথা বলি। বেশ কয়েক বছর আগে মাইকেল মধুসূদন দত্তের জীবন সম্পর্কে জানার জন্য নেটে ঘাটাঘাটি শুরু করলাম। নেটে সার্চ করতে গিয়ে দেখি মধুসূদন দত্ত সম্পর্কে নতুন কোন তথ্যই নেই, বরং হিন্দু কলেজে (পরে যেটা প্রেসিডেন্সি) মাইকেলের এক অখ্যাত শিক্ষক ছিলেন "David Lester Richardson" তার সম্পর্কে দুনিয়ার খবর দিয়ে নেট ভর্তি। Richardson তার জীবদ্দশায় মোটামুটি সুপরিচিত কবি ছিলেন। সেই তার সম্পর্কে সব তথ্য, তার চিঠি পত্র ইত্যাদি যত্ন করে ব্রিটিশেরা সংগ্রহ করে রেখেছেন অথচ মধুসূদন দত্তের মত এত বড়, এত গুরুত্বপূর্ন কবির লেখা গ্রন্থগুলো ছাড়া কিছুই আমরা সংগ্রহ করে রাখিনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



কবি মধুসূদন দত্তের উদাহরণটাই আমাদের জাতির অবস্হাকে পুরোপুরিভাবে তুলে ধরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.