নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
বাংলাদেশ এখন শিক্ষাদীক্ষা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিকভাবে যেই লেভেলে আছে, ইহাকে স্বাভাবিক অবস্হায় আনতে আরো ৫৩ বছর লাগবে; ফলে, স্মার্ট বাংলাদেশ শব্দটা ভোটের জন্য আওয়ামী লীগের প্রতারণামুলক প্রচারণা ছাড়া অন্য কিছু নয়। শেখ হাসিনা ইতিপুর্বে ৪ বার দেশ চালায়েছেন; তখন যতটুকু করেছেন, তা প্রয়োজন ও সম্ভাবনার কাছে কিনারেও ছিলো না; এবারেরটা হবে, সেগুলোর থেকে অনেক অনেক খারাপ।
স্মার্ট বাংলাদেশের গঠনে জড়িত ফ্যাক্টরগুলো হচ্ছে, উন্নত মানের শিক্ষা, চাকুরী সৃষ্টি, শিল্পায়ন, উন্নত ফাইন্যান্সিয়াল সিষ্টেম, প্ল্যান ও দক্ষ প্রশাসন। এসবগুলোর মাঝে, আপনার চোখে কোন ফ্যাক্টরটিতে বাংলাদেশ ভালো করছে, এবং কোনটাকে টিউনআপ করতে হবে?
যারা সুযোগ পেয়ে দেশের সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে, তাদের অনেকই দেশকে এশিয়ার নতুন বাঘ বলে প্রচারণা চালাচ্ছে; আসলে বাঘও পালিয়ে বাংলাদেশ থেকে ভারত চলে গেছে। এই মহুর্তে সবার উপরে সালমান রহমানের গলা বেশী শোনা যাচ্ছে; সুযোগ পেলে তাপস মাপস, বসুব্ধরা, ড: হাছান মাহমুদ ও আলাম ব্রাদার্শের লোকজনও মুখ খুলবে। আবার কিছুই না'বুঝেও অনেক গলা ছেড়ে বড় বড় গল্প জুড়ে দেয়।
বাংলাদেশে চাকুরী সৃষ্টি করার জন্য দরকারী প্ল্যান, রোডম্যাপ, ক্যাপিটেল, কাঁচালমাল, জ্বালানী, দক্ষ শ্রমিক, কোনটাই নেই। ক্যাপিটেল যোগাড়ের বড় পথ হচ্ছে, আয়ের থেকে সন্চয়, ব্যাংক ও ষ্টক-মার্কেট। এর ৩টির মাঝে কোনটার স্বাস্হ্য ভালো? সরকার জ্বালানী তেলের দাম সময় মতো পেরিশোধ করতে পারছে না, ডলারের অভাব।
ষ্টক-মার্কেটকে মাফিয়াদের জুয়ার আড্ডায় পরিণত করেছে মুহিত ও কামাল সাহেব। ইহাকে সুস্হ করার জন্য শেখ হাসিনা কোন ব্যবস্হা নিচ্ছে না; এই নিয়ে দেশের শিক্ষিতরা কোথায়ও কিছু বলছে না।
মুহিত ও কামাল যেভাবে চাইনীজ রেষ্টুরেন্ট খোলার মত করে, ব্যাংক খোলার লাইসেন্স দিয়ে গেছে, ইহাকে কন্ট্রোল করবে কে? এবার যেই কুটনীতিবিদকে শেখ হাসিনা ফাইন্যান্স মিনিষ্টার বানায়েছেন, তিনি এসব ব্যাংকের ক্যাপিটেল যোগাতে গিয়ে সরকারী বাজেটে হাত দেবেন, মনে হয়।
যাক, আমি স্মার্ট বাংলাদেশের সামান্য সমস্যার কথা বলেছি; আপনারা পারলে, এগুলোর সমাধন নিয়ে আলাপ করেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪
সোনাগাজী বলেছেন:
এই টাকা তাদের দেয়া ঠিক হয়নি, ইসলামী ব্যাংকের কার্যক্রমকে ছোট করার দরকার।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫
সোনাগাজী বলেছেন:
অর্থনীতির আকার ও মাথাপিছু আয়কে হিসেবে নিলে, এতগুলো ব্যাংক সৃষ্টি করা বড় ধরণের অপরাধ ছিলো।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০
এম ডি মুসা বলেছেন: আমি কিছু কমু না আমি ভুক্তভোগী ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
সোনাগাজী বলেছেন:
এখন দেশে ৩০ লাখের মতো বেকার/অর্ধ-বেকার আছে; শেখ হাসিনা এদের জন্য আলাদাভাবে কোন কিছুই বলছেন না, কোন প্রোগ্রাম নেই।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
নয়ন বড়ুয়া বলেছেন: আপনার অবসর কাটে কিভাবে?
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৫
সোনাগাজী বলেছেন:
আমি সামান্য এটাসেটা পড়ি, ১ জন বন্ধুকে সপ্তেহে ১ দিন কাজে সাহায্য করি; কিছু লোকজন আছেন, সময় মতো ওদের সাথে গল্পগুজব করি, ব্লগিং করি।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২০
নয়ন বড়ুয়া বলেছেন: নাতি-নাতনী নেই? নাকি বড় হয়ে গেছে?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৯
সোনাগাজী বলেছেন:
বড় ছেলের ছেলে আছে ২ জন।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২২
কামাল১৮ বলেছেন: রাষ্ট্র কাঠামো এমন রেখে দুর্নীতি ও সুশাসনে উন্নতি করা ছাড়া আর বড়কিছু করার সম্ভাবনা খুব কম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩০
সোনাগাজী বলেছেন:
উনি এখন যা করবেন, এতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। এখন মানুষ যদি চেষ্টা করেন, ভালো কিছু করা সম্ভব।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৪
অনামিকাসুলতানা বলেছেন: সব কিছুকে সি স্টেমের মধ্যে নিয়ে গেলে হয় তো বা দুর্নীতি কিছুটা দমন করা যেত।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
যেভাবে এখন দেশ চলছে, পাকিস্তান আমলে একইভাবে চলতো।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩০
নূর আলম হিরণ বলেছেন: উনি এতগুলি ব্যাংকের লাইসেন্স দিয়েছে কারণ উনি প্রতিযোগিতা সৃষ্টি করতে চেয়েছেন। কিন্তু উনি জানেন না বানরকে রুটি ভাগ করতে দিলে রুটি ভাগ হয় না। উনি নিজের হাতে, দক্ষতার সাথে ভাগ করে দিলে সমস্যা কম হতো।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫
সোনাগাজী বলেছেন:
অর্থনীতির আকার, জাতীয় আয়ের পরিমাণ, সন্চয়ের হার, ব্যবসায়িক লেনদেন দেখে সেন্ত্রাল ব্যাং ব্যাংকের অনুমতি দেয়ার কথা। কিন্তু সাইফুর রহমানন, মুহিত ও কামালের সময়, রাজনীতিবিদদের ব্যাংকের লাইসেন্স দিয়েছে।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে অনেকগুলো ইসলামিক ব্যাংক আছে। কয়েকটার নাম-
১। ইসলামী ব্যাংক বাংলাদেশ।
২। আল আরাফা ব্যাংক
৩। ফার্স্ট সিকুরিটি ইসলামী ব্যাংক।
৪। যমুনা ব্যাংক।
৫। শাহজালাল ইসলামী ব্যাংক
৬। গ্লোবাল ইসলামী ব্যাংক
৭। সোসাল ইসলামি ব্যাংক
বাংলাদেশের মমিন মুসলমানরা বেশরিয়তী কাম পছন্দ করে না। তারা টাকা পয়সার ব্যাপারে ইসলামের বাইরে যাবে না। তারা সুদকে ঘৃণা করে। তাদের কেউ কেউ আবার ব্যাংকে চাকরি করাকেও পাপ মনে করে।
এরা আসলেই জান্নাতী। আল্লাহ সোবাহানা তায়ালা ইনাদেরকে নেক হায়াত দান করুক।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৬
সোনাগাজী বলেছেন:
ঐ আগাছাগুলোকে কেড়ে নিয়ে সমবায় ব্যাংকে পরিণত করার দরকার।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫
হযবরল ৭৩ বলেছেন: সম্ভবত ডিজিটাল বাংলাদেশ ছিল ব্যবসায়িক প্রক্রিয়া অটোমেশন (তৃতীয় প্রজন্ম) এবং এটি ইতিমধ্যে অনেক সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ হতে পারে AI ভিত্তিক (চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লব)।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮
সোনাগাজী বলেছেন:
চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে আরবের উট চরানো ও মালয়েশিয়ায় কামলা খাটা
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮
আলামিন১০৪ বলেছেন: দুর্নীতি সব সমস্যার মূল, দূর্নীতি কমালে টাকা অলস পড়ে থাকবে না, মানুষ বিনিয়োগ করবে, কাজের সুযোগ সৃস্টি হবে, অর্থনীতি বেগবান হবে, টাকা বাহিরে পাচার হবে না আরো অনেক কিছু। ক্নিাতু দুর্নিীতির লাগাম টেনি ধরবেন কিভাবে? সরিষাতেই তো ভূত। সরিষার ভূত তাড়াবার উপায় কি জানা আছে সোনা ব্রো’র?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০
সোনাগাজী বলেছেন:
দুর্নীতির জন্মস্হান হচ্ছে ব্যুরক্রেসী ও সরকারের উপরের লেভেল; সেটা হয় সরকার প্রধান কমাবেন, কিংবা সরকার প্রধানকে কমাতে হবে জনতা।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১
আলামিন১০৪ বলেছেন: সাজ্জাদ ব্রো টিটিকিরি বন্ধ করে সমাধান দিন। ইসলামী ব্যাংকিং নিয়ে চুলকানী থাকলে আপনি না হয় একটা পোস্ট প্রসব করুন, আলোচনা করা যাবে
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২
সোনাগাজী বলেছেন:
ইসলামী, সনাতনী, ইহুদী ও খৃষ্টান ব্যানকের দরকার নেই, এরা ভুয়া; দরকার সমবায় ব্যাংক।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার পর্যবেক্ষণ ঠিক নেই। কারণ ডিজিটাল বাংলাদেশ যখন স্লোগান দেওয়া হল তখন কিছু মানুষ এটা নিয়ে হাসাহাসি করেছে। অথচ দেশে এখন সব সেক্টর ডিজিটাল হয়ে গেছে তেমনি স্মার্ট বাংলাদেশও হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭
সোনাগাজী বলেছেন:
বর্তমানে যেই অবস্হা বিরাজ করছে, এই অবস্হা থেকে ভালো দিকে নেয়ার জন্য কোন প্রোগ্রাম দরকার, নাকি উহা আপনাআপনিই ঘটবে?
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: স্মাটের নামে পুরো জাতিকে ল্যাংটা করে ফেলা হয়েছে । এখনই লাগাম টেনে ধরতে না পারলে মেধা শূন্য জাতিতে পরিণত হতে বেশি সময় লাগবে না । সোশাল মিডিয়ার করণে লোভী মধ্যস্বত্ব ভোগী শ্রেণীর জন্ম হয়েছে এরা ঘুণ পোকার মতো সবকিছু কেটে ফেলছে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯
সোনাগাজী বলেছেন:
লাগাম টানার কথা সরকারের পক্ষ থেকে, কিন্তু সরকারী লোকেরাই জাতির সুযোগগুলো নষ্ট করছে।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভারতে কি হিন্দুয়ানী ব্যাংক আছে?
ভারতের উন্নয়নের জন্য মোদীজী কি ধরনের কোন ব্যাংকের কথা বিবেচনা করবেন?
ধর্মের দিক দিয়ে বিবেচনা করলে তারাও তো কয়েক কাঠি এগিয়ে আছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০
সোনাগাজী বলেছেন:
মোদী ধর্মীয় সমস্যা সৃষ্টি করায় এখনো উহার ফলাফল তেমন খারাপ নয়, ষময় নিয়ে ইহা খারাপ হবে।
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪
এম ডি মুসা বলেছেন: স্মার্ট মোবাইল দিয়ে এখন! পরীক্ষা হলে জালিয়াতি করে পাশ করে!
এটা ইউটিউব সার্চ দিলে পাওয়া যায় খবর। স্মার্ট হলে চলবে পেটে না থাকলে ভাত!
মন্ত্রী ছেলে,মেয়ে বিদেশে পড়ে, আমার কেবল ভাতের সাধ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা ভোট নিয়ে যেসব খেলা খেলেছে, উহা জাতির চরিত্রের উপর প্রভাব বিস্তার করেছে।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ঢাকায় অনেক মানুষের ঘরে ক্যাশ টাকা পড়ে আছে ৫০ লাখ থেকে ২/৩ কোটি।
এরা এই টাকা ব্যবসার কাজে লাগাচ্ছে না। আবার ব্যাংকেও রাখছে না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৩
সোনাগাজী বলেছেন:
অনেক মানুষ ব্যাংকের কর্মচারীদের বিশ্বাস করে না।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি একটি কোম্পানিতে চাকরি করতাম।
আমার এক সহকর্মী ছিলেন যিনি ব্যাংকে চাকরি করাটাকে পাপের দৃষ্টিতে দেখেন ।
তাকে আমি বললাম, আপনি ব্যাংকে চাকরি করেন নাই ঠিক আছে ।
কিন্তু যারা লাখ লাখ ব্যাংক কর্মচারী আছে তারা ব্যাংকে চাকরি না করলে কোথায় চাকরি করতো?
কোথায় চাকরি পেতো?
তিনি আমাকে বললেন, কেন আমি কি ব্যাংকে চাকরি করেছি?
আমি একটা চাকরি কি পাইনি?
চেষ্টা থাকলে সুদের ব্যবসায়ী ব্যাংকে চাকরি না করেও অন্যত্র চাকরি করে সংসার চালানো সম্ভব।
ব্যাংকে চাকরি করতে হবে কেন?!
আফসোস।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৩
সোনাগাজী বলেছেন:
বয়াংকের চাকুরী হচ্ছে বেশ প্রফেশানেল চাকুরী, ইহার জন্য ভালো দক্ষতা থাকতে হয়।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের অনেক মমিন মুসলমান আছেন যারা সুদ খান না কিন্তু লাভের অংশ খান। প্রচলিত সাধারণ ধারার ব্যাংকগুলো সুদ নিয়ে কারবার করে। পক্ষান্তরে ইসলামী ব্যাংকগুলি সুদের কোন কারবার নেই। তারা লাভের অংশ নিয়ে কারবার করে। কতইনা মহত্তাদের এসব কার্যাবলী।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৪
সোনাগাজী বলেছেন:
ইসলাম ও অন্য যেকোন ধর্মের লোকদের কোন ব্যাখ্যাই সঠিক ব্যাখ্যা নয়।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫
আলামিন১০৪ বলেছেন: সাজ্জাদ ভাই, একট যদি খোলাসা করেন আপনার চুলকানির হেতু, তাহলে হয়তঃ মলমের সন্ধান দিতে পারতাম
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২১
সোনাগাজী বলেছেন:
আপনি পড়ে দেখেন, আপনার ভাষা বুয়েটের সমমানের ভাষা কিনা?
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮
আলামিন১০৪ বলেছেন: সাজ্জাদ ভাই, এক লোক আগে কোন এক ইসলামী ব্যাংকে টাকা রাখত যেখানে সুদের মতো মুনাফা আগে থেকে স্থির খাকত না। বছর শেষে হিসাব হতো। তো সেই লোক ইসলামী ব্যাংকের দূরবস্থা দেখে Conventional ব্যাংকে টাকা রাখছে। বছর শেষে সুদের পরিমাণ থেকে inflation হিসাব করে বাকি টাকা বিলিয়ে দেয়। আপনার মতে এটা কি সুদ?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২০
সোনাগাজী বলেছেন:
ব্যাংক ইসলামী ব্যবস্হাপনা নয়, ইসলামী ব্যবস্হাপনা হচ্ছে মসজিদ।
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এ নিয়ে কাজ চলছে। ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬
সোনাগাজী বলেছেন:
এই প্রোগ্রামে কি কি আছে?
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৭
কথামৃত বলেছেন: আমার একটা চাকুরি খুব দরকার
১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
সোনাগাজী বলেছেন:
দেখলাম, আপনি পোষ্ট লেখা শুরু করেননি; এই নিয়ে একটি পোষ্ট দেন ও সব ব্লগারের পোষ্ট মন্তব্য করে জানান যে, আপনি চাকুরী খুঁঝছেন।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক থেকে চড়া সুদে ১০০০ কোটি টাকা লোন নিয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।