নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলের জল্লাদ বাহিনীর রাফা আক্রমণের শুরু

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮



খান ইউনিসে গণহত্যা চলমান রেখে, ইহুদী বাহিনী গাজার সর্বশেষ দক্ষিণ এলাকার ৫ * ৪ বর্গ কিলোমিটারের ( ২০ বর্গ কি: ) ১৪ লাখ মানুষকে টার্গেট করেছে। এখানকার ১৪ লাখের মাঝে সাড়ে ১৩ লাখ হচ্ছে যুদ্ধ থেকে পলায়ণরত মানুষ। এদের মাঝে ২০ হাজারের কাছাকাছি হামাস লুকিয়ে আছে সম্ভবত:। মনে হচ্ছে, ইসরাহচ্ছে য়েলী জল্লাদ বাহিনী কয়েকজন ইহুদী বন্দীকে উদ্ধার করেছে খান ইউনিসে; তারা ইসরায়েলীদের খুশী করার জন্য জানিয়েছে যে, তারা ২ জন বন্দীকে রাফা এলাকা থেকে উদ্ধার করেছে; ইহা দ্বারা বুঝাতে চাচ্ছে যে, বাকী বন্দীরা রাফায় আছে, ওখানে যুদ্ধ করতেই হবে।

আজকের হিসেব মতে, এখন গাজায় মৃতের সংখ্যা ৩১ হাজারের কাছাকাছি। রাফায় তারা আরো ১০/১২ হাজারকে হত্যা করতে প্রস্তুত। রাফা আক্রমণ করার আগে নেতানিয়াহুকে ভাবতে বলেছ আমেরিকা; কিন্তু "না" করেনি। নেতানিয়াহু ইহুদীদের উদ্দেশ্যে বলেছে, রাফা আক্রমণ না করলে, হামাস বিজয়ী হয়ে যাচ্ছে; ইসরায়েল কোন অবস্হায় হামাসকে এই সুযোগ দেবে না। অবশ্য এটা ঠিক যে, জীবিত হামাসদের বড় অংশ এখন রাফাতে; তারা তাদের টানেলে ডিম পাড়ছে।

বন্দীদের সম্পর্কে ইসরায়েলী মিডিয়া বিশ্বকে যা বলছে, এর বাহিরে নেতানিয়াহু ও পুরো ইসরায়েল এমন কিছু জানে, যা বিশ্ব কোনদিন জানবে না। নেতানিয়াহু এখন কোন রকমের যুদ্ধ-বিরতিতে যেতে চাচ্ছে না; মনে হয়, নেতানিয়াহু বন্দীদের পরিবারের সাথে কোন ধরণের সমঝোতায় পৌঁচেছে, যাতে তারা দেশের স্বার্থে সব ধরণের পরিস্হিতির জন্য প্রস্তুত থাকে।

আজ রাতে রাফায় বিপুল পরিমাণ বোমা ফেলা হয়েছে; তারা লোক দেখানোর জন্য ২/১ দিন অপেক্ষা করে, গ্রাউন্ড অপরোশন শুরু করবে।




মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: মিশরিয় বাহিনী রাফার কাছেই মিশর প্রান্তে ঘাটি গেড়েছে । কি জানি যুদ্ধ লেগে যায় কিনা ?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



মিশরের সেনাবাহিনী বেতনের টাকা ইসরায়েলের সাহায্য থেকে দেয়া হয়।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

জ্যাক স্মিথ বলেছেন: কি হচ্ছে এসব!! রাফাতে আবার কি সমস্যা?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:


রাফার ১৪ লাখের মাঝে সাড়ে ১৩ লাখ খান ইউনিস ও উত্তরের লোকজন, এখানে পালিয়েছে; এখন সেখানে গণহতয়া শুরু হচ্ছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২২

অহরহ বলেছেন: গতকাল রাফায় অভিযান চালিয়ে হামাসের হাতে বন্ধি দুই ইসরাইলি জিম্মিকে মুক্ত করেছে IDF । তো, খেলার বল এখন হামাসের হাতে, হামাস ইচ্ছা করলে অবশিষ্ট ইসরাইলি জিম্মদের মুম্তি দিয়ে রাফায় যুদ্ধ থামাতে পারে। এটাই তো সাফ কথা....... @ গাজী দাদা?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহু মুখে বন্দী মুক্তি মুক্তি বললেও, সে আসলে রাফাকে মাটির সাথে মিশাতে চাচ্ছে; বন্দীদের সে খরচের খাতায় ধরে নিয়েছে, যদি ফেরত পায় ভালো, না'হয় কিছু তারা ইসরায়েলের জন্য প্রাণ দিয়েছে ধরে নেয়া হবে। হামাস যেকোন মুল্যে টিকার চেষ্টা করছে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

অহরহ বলেছেন: শাহ আজিজ বলেছেন: মিশরিয় বাহিনী রাফার কাছেই মিশর প্রান্তে ঘাটি গেড়েছে । কি জানি যুদ্ধ লেগে যায় কিনা ?

ভাইয়া, মিশর কষ্চিন কালেও ইসরাইলের সাথে যুদ্ধে জড়াবে না। শুধু মিশর না, তুরস্ক, সৌদি আর, জর্ডান.... এরাও না। মধ্যপ্রচ্যের কোন দেশই ফিলিস্তিনি আপদ নিজের ঘাড়ে তুলে নিবে না।

মিশর, তুরস্ক, সৌদি আরব, জর্ডান একট্টা হয়ে ইসরাইলকে ধ্বংস করে দিবে.......... এসব আজগুবি স্বপ্ন বাংলাদেশের মুসলমানরা দেখতে পছন্দ করে........... কী বলেন, গাজী দাদা??

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



মিশর, জর্ডান, সৌদীরা অপেক্ষা করছে, ইসরায়েল কখন হামাসকে পরিস্কার করবে। মিসর যেই ভয় পেয়েছে ইসরায়েলকে, জীবনে কখনো ওদের নামও নেবে না।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৩

এম ডি মুসা বলেছেন: গাজায় মৃতের সংখ্যা ৩১ হাজারের কাছাকাছি। রাফায় তারা আরো ১০/১২ হাজারকে হত্যা করতে প্রস্তুত। রাফা আক্রমণ করার আগে নেতানিয়াহুকে ভাবতে বলেছ আমেরিকা; কিন্তু "না" করেনি। নেতানিয়াহু ইহুদীদের উদ্দেশ্যে বলেছে, রাফা আক্রমণ না করলে, হামাস বিজয়ী হয়ে যাচ্ছে; ইসরায়েল । মুসলিম দেশ গুলো কি করবে? ্ওদের ও আ ইসি করি করে? পৃথিবীর বুকে মুসিলিম দের দিন দিন খারাপ দিকে যাচ্ছে , েইহুদি জাতির নেতা পৃথিবীর মানবতা বিশ্বাস করে ??

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:




আমি আমাদর দেশকে এনালাইসিস করে দেখেন; আমাদের দেশে কোথায় যাচ্ছে!

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ব্যাপক আকার ধারণ করবে যদি আগামী এপ্রিলে ইরান, চীন এবং রাশিয়া লোহিত সাগরে যৌথ নৌ মহড়া চালায়। ওখন থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সুচনা হতে পারে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:



অনেক কিছু ঘটবে; তবে ৩য় বিশ্বযু্দ্ধ হবে না; চীনারা সবেমাত্র ক্যাপিটেলিজমের স্বাদ পেয়েছে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৭

এম ডি মুসা বলেছেন: এইভাবে ওই মুসলিম জাতি খেয়ে যাবে শুধু মার,
মিথ্যে সকল ওই মানবতা জেগেছে অত্যাচার।
লাম্বা লাম্বা ওয়াজ করিয়ে ইনকাম করে চলে,
বিপদের দিনে মুসলিম জাতি মার খেয়ে যায় দলে।
আছে কে ইমান আল্লার দ্বার নাকি অভিনয় ভরা,
কেন হবে আজ জুলুমের কাছে হৃদয়ে আত্ন হারা।

এত ক্ষমতা ইমানে দেমাক জান্নাতি জনবল,
একটু খোদায় বলছো না কেন অসহায়ে মুখে দল।
খোদার দুয়ারে কেন হয় নাই তোদের কবুল দোয়া
মনে হয় তুই পাসনি এখনো খোদার দিদার ছোঁয়া।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



মুসলিম সংস্কৃতি মানুষকে বিভক্ত, হিংসুক, অজ্ঞ ও ঠগে পরিণত করছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



ব্লগে দেখেন, ব্লগার মহাজাগতিক চিন্তা "শুধু মুমিনদের জন্য" পোষ্ট দিচ্ছেন; আমরা আছি ৩০ জন; এদের মাঝে কে কে মুমিন, কে কে মুমিন নন? এই বিভক্তি হচ্ছে মুসলিম সংস্কৃতির একটি বড় দিক।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

এম ডি মুসা বলেছেন: মাহাজাগতিক সাথে আমার নানা বির্তক মুখে চলে আসছে তবে , তিনি বার বার একট ঘেঁয়েমি কথা বলছেন। তিন বুঝাতে চান যে আলেম দল বড় তারা যা বলে তা সত্য আল্লাহ কোরআনে কথা যদি হয় সেটাও বাদ , কথার উত্তরে এমন ভাব চিন্তা বলে। কিন্তু আলেম যারা সঠিক তাদের অবশ্য আল্লাহ ভালো জানে মানুষ ও ভালো জানে তারা সকলের দ্বারা শ্রদ্ধা পান উদারহণ আমাদের বাসার কাছে মালেক হুজুর। যারা ভন্ড আলেম তারা যদি দল বড় করে ভন্ডামি করে তাদের কথা কে মানবে? তাই অনেক কথা হয়েছে। েএখানে ব্লগি করে তাই বলে তিনি কাকে মুমিন আর কাকে নাস্তিক ভাবছে? এখানে তো সবাই সত্য কথা বলে।
সত্য বাক্য উচ্চারণ করে। কারো ভুল ত্রুটি সমাধানে আলোচনা হয়। সে কাকে বলল েএই পোস্ট, মুমিন কে ?

আমি তার পোস্ট বলছি যে ইবলিশ ও অনেক ইবাদাত করেছে, সে আদম ছিল কোন ইবাদাত হীন। মাটির মানুষ
তাই ইবলিশ নিজে অহংকার করেছে নিজেকে বড় ভাবে , মুমিন ভাবছে। আল্লাহ আদমকে ভালোবেসে অহংকারীকে
আল্লাহ থেকে সরিয়ে দিছে। তাহলে আল্লাহ কাকে ভালো বাসে কাকে অপছন্দ করে সেটা আল্লাহ জানে।
নিজে কোরআন কিতাব মুখস্ত করলেই কি বড় হয়ে যায়..... তাহলে ইবলিশ ও অনেক ইবদাতি ছিল,, তাকে কেন আল্লাহ
অপছন্দ করছেনএ .......তিনি আমর কথার যথাযথ উত্তর দিতে পারেন নাই

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



এইভাবে মুসলমানের শিয়া, সুন্নী, আহমেদিয়া ও ওয়াহাবী, ইত্যাদি দলে বিভক্ত হয়ে, মিডল ইষ্টে যুদ্ধ চলছে; ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন, শেষ। পাকিস্তানেও গোলমাল লেগে আছে। আমাদের আছে জামাত ও হেফাজত।

মহাজাতকের আছে মুমিন ও অমুমিন।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১

কামাল১৮ বলেছেন: হটাত ইসরায়েলের উপর ক্ষেপলেন কেনা।আগেতো ইসরায়েলের পক্ষ নিয়েই লিখতেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:





ইসরায়েল যে এইভাবে গণহত্যা চালাবে, সেটা আমার ভাবনায় ছিলো না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



সব যুদ্ধ আরবরাই শুরু করেছিলো।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৯

অহরহ বলেছেন: লেখক বলেছেন : নেতানিয়াহু মুখে বন্দী মুক্তি মুক্তি বললেও, সে আসলে রাফাকে মাটির সাথে মিশাতে চাচ্ছে; বন্দীদের সে খরচের খাতায় ধরে নিয়েছে, যদি ফেরত পায় ভালো, না'হয় কিছু তারা ইসরায়েলের জন্য প্রাণ দিয়েছে ধরে নেয়া হবে। হামাস যেকোন মুল্যে টিকার চেষ্টা করছে।

আপমার কথা ফেলে দেয়া যায় না............... @ দাদা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



অবস্হা দেখে আমার তাই মনে হচ্ছে।

হামাসও বলতো, জেলে আটকনো ফিলিস্তিনীদের মুক্তি চায়; কিন্তু ইসরায়েল ১৮০ জনকে মুক্ত করে ৮০০ জনকে ( পশ্চিম তীরে ) হত্যা করেছে ও ৪০০০ ফিলিস্তিনীকে (পশ্চিম তারে ) আটক করেছেে; এগুলো কি বন্দী বিনিময়?

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি অপেক্ষায় আছি আবার আবাবিল পাখি আসবে।
নুড়ি পাথর নিক্ষেপ করবে ইহুদী নাসারাদের উপর।
তার ধ্বংষ হয়ে যাবে।
আবার জেগে উঠবে ইসলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২

সোনাগাজী বলেছেন:


ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের আরবদের জীবনকে সংঘাতময় করে দিয়েছে ইসরায়েল ও ইরানের তৈরি জংগীরা। আরবরা শীঘ্রই আবার বেদুইনে পরিণত হবে; তখন ফিলিস্তিনের আকাশে আবাবিল উড়বে।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: এই সমস্যার কবে যে সমাধান হবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



বাইডেন চেষ্টা করছে; তবে, ইহুদী লবি বড়ই ভয়ংকর।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আরবদের আসল ক্ষতি করেছে তাদের ধর্ম। ধর্মের কারনেই আজ মধ্যপ্রাচ্যের এই অবস্থা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



মুসলিম সংস্কৃতি মানুষকে আধুনিক জ্ঞান থেকে দুরে রাখে।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যাচার অবিচার না হলে,
মানব জাতি, ঈমান ও বেঈমানের পার্থক্য বুঝবে কি করে ।?

....................................................................................
বিশাল কষ্টের পরই শান্তির বার্তা আসে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



ধর্মকে অবিচারের জন্য বেশী ব্যবহার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.