নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাইডেন নেতানিয়াহুকে গালি দিয়েছে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৪৪



অনেক শিক্ষিত আমেরিকান অনেক বড় পোষ্টে থেকেও, দরকার হলে ২/১টা কঠিন গালি কিন্তু দেয়। গতকাল নেতানিয়াহুকে নিয়ে কথা বলার সময় বাইডেন বিশ্রী ১টি গালি দিয়েছে, উহা প্রকাশ হয়ে গেছে; আমেরিকানরা এগুলো নিয়ে বেশী কথা বলে না; কিন্তু ইহাতে মানুষের মনোভাব বুঝতে পারে। জানাজানি হওয়ায় ভালোই হয়েছে।

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে; মনে হয়, ইহুদীরাও বুঝতেছে; কিন্তু কেহ তাকে থামাতে পারছে না; বাইডেন বিরক্ত। সিনেট ইসরায়েল ও ইউক্রেনের জন্য ৯৫ বিলিয়ন ডলারের বিল পাশ করেছে, শুনতেই ভয় লাগে; আমেরিকার বয়স্ক লোকজন কুত্তা বিড়ালের সমমানের খাবার খেয়ে দিনপাত করছে।

৭ই অক্টোবরের ঘটনার পর, ইসরায়েল যখন গাজার ২ পাশে ৩ লাখ সৈন্য সমাবেশ করেছিলো, তখন বাইডেন বেশ কয়েকদিন গ্রাউন্ড অপারেশন বন্ধ করায়ে রেখেছিলো। মনে হয়, আমেরিকা কোনভাবে হামাসের পক্ষ থেকে আপোষের জন্য পজিটিভ কিছু পায়নি, শেষে উহা চলতে দেয়া হয়েছে। হামাস টানেল থেকে বেরিয়ে আতসবাজী করছিলো; গাজাবাসী বুঝতে পারেনি সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে!

ফিলিস্তিনী ও আরব নেতারাও কোন কারণে নেতানিয়াহুকে সঠিকভাবে কোনদিনই চিনেনি; নেতানিয়াহু হিটলার থেকে বড় ধরণের হত্যাকারী ছিলো সব সময়। এখন আবারো বাইডেন নেতানিয়াহুকে থামাতে চেষ্টা করছে; এদিকে নেতানিয়াহু রাফা অভিযান শুরু করেছে, বোম্বিং চলছে।

রাফা নিয়ে আমেরিকা ভয়ংকর অবস্হানে, ওখানে ২০/২৫ হাজার হামাস ফিলিস্তিনী সাধারণ মানুষের সাথে অবস্হান করছে; নেতানিয়াহু এদের হ্ত্যা করার জন্য সবকিছু করবে; আমেরিকা বাধা দিলে এগুলো বিজয় ঘোষণা করবে ও আবার গাজার ক্ষমতা দখল করবে; গাজার মানুষ এখনো হামাসের বিপক্ষে ১টি শব্দও বলেনি। এদেরকে আক্রমণ করলে, ওখানে মৃতের সংখ্যা ২০ হাজার পেরিয়ে যাবে; কারণ ১৫/১৬ বর্গ কিলোমিটারের মাঝে ১৪ লাখ মানুষ বাস করছে। এখন বাইডেন বেশ সমস্যায়।


মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৮

মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: বিন ইয়ামিন নেতান ইয়াহূর সময় ঘনিয়ে আসছে। তার শেষ পরিনতি হবে খুবই কষ্টের।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি ব্যবস্হা নিচ্ছেন?

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৩

মিরোরডডল বলেছেন:




নেতানিয়াহু এই গালিটা ডিজার্ভ করে।
আরো আগেই দেয়া উচিত ছিলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৮

সোনাগাজী বলেছেন:


ষে ইহুদী জাতিকে ভয়ংকর অবস্হার মাঝে টেনে এনেছে; ইউরোপে ইহুদী থাকতে ভয় করবে, উত্তর দিকে ও পুর্ব দিকের বর্ডারে লোকজন বাস করতে চাইবে না।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গালি দিয়ে কি বাইডেন
৩১০০০.০০ ফিলিস্তিন হত্যার দায় এড়াতে পারবে ???

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৯

সোনাগাজী বলেছেন:


দা্যী কি বাইডেন, নাকি হামাস?

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৩৯

কামাল১৮ বলেছেন: এই যুদ্ধ আমেরিকা বৃটেন ও ইসরায়েলের পরিকল্পিত যু্দ্ধ।কথা বার্তা যা বলছে এই গুলি অভিনয়।ছলের কলের অভাব নাই।আমেরিকা কিছুটা কোনঠাসা হয়ে পড়েছে।সামনে আরো পড়বে।এতো চেষ্টা করেও দুই ইঞ্চি যায়গা উদ্ধার করতে পারেনাই ইউক্রেনে।ডনবস,খেরাসন,জাপোরোজিয়ে ও লুগানস্ক এখন রাশিয়ার অংশ। এই এলাকাগুলো ন্যাটোর খুব প্রয়োজন ছিলো।এখানে তারা কিছু অবৈধ পরীক্ষা নিরীক্ষা করতো যেটা উন্নত বিশ্বে করা নিষেধ আছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৩১

সোনাগাজী বলেছেন:


ডনবস, খেরাসন, জাপোরোজিয়ে ও লুগানস্ক, ইত্যাদি ন্যাটোর কি কাজে লাগার সম্ভাবনা?

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:১৩

সোনাগাজী বলেছেন:



নেতানিয়াহু ১৬ বছরের বেশী প্রাইম মিনিষ্টার ও খুবই শক্তিশালী নেতা; কিন্তু সে আরবদের ধ্বংস করে ইহুদীদের ভালো করেছে, যাহা ভয়ংকে সমস্যার সৃষ্টি করেছে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৫৯

কামাল১৮ বলেছেন: ন্যাটভুক্তো অনেক বেশ ওখানে কিছু নিষিদ্ধ পরীক্ষা নিরীক্ষা করে।মন্তব্যে উল্লেখ করেছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:১৫

সোনাগাজী বলেছেন:


পুটিন গলাকাটা ক্যাপিটেলিজমে বিশ্বাসী, ন্যাটোও তাই, সমস্যা কোথায়?

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩২

কথামৃত বলেছেন: নেদারল্যান্ডের আদালত ইসরাইলকে যুদ্ধ বিমানের যন্ত্রপাতি দিতে নিষেধাজ্ঞা দিয়েছে। ইইউর পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে অস্র না দিতে ও যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৫২

সোনাগাজী বলেছেন:


যত বোমা ফেলা হয়েছে ফিলিস্তিনে সবই আমেরিকা ফ্রি দিয়েছে; এখন হয়তো কমপক্ষে ৪০ বিলিয়ন দিবে। ইহুদী লবি আমেরকাকে গিলে ফেলেছে।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০২

নূর আলম হিরণ বলেছেন: শিক্ষিত ও পলিসি মেকার মানুষেরদের কাছে ইহুদিদের যে ইমেজ ছিল সেটাও নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ তো অনেক আগেই ইহুদিদের সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে আসছে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



এই যুদ্ধ ইহুদীদের সম্পর্কে বিশ্বের মানুষের আগের বিশ্বাস ভেংগে গেছে; একই সাথে আরবদেশগুলোতে যেই পরিমাণ জংগীদের সৃষ্টি হচ্ছে, উহা থেকে বাকী আরবেরা কিভাবে রক্ষা পাবে কে জানে!

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৬

রানার ব্লগ বলেছেন: এইগুলা নাটক, সিআইএ সবিধা মতো এই সব নাটকের ক্লিপ্স ব্যবহার করে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



আমার কাছে নাটক মনে হচ্ছে না, পশ্চিমের মানুষের নাটক করা কি এতই সহজ?

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

জুন বলেছেন: আমি খুশি হইছি। এতদিনে বুইড়া বোকাটার যদি কিছু বোধহয় হয়। নিজের দেশকে কতখানি রসাতলে নেয়া যায় তাই তিনি দেখিয়ে ছাড়ছেন সারা বিশ্বে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় ইহুদী লবি ভয়ংকর শক্তিশালী

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: নেতানিয়াহু একজন খারাপ লোক। সে ভয়াবহ দূর্নীতিবাজ।
নেতানিয়াহু চাই বিজয়। সে পুরোপুরি বিজয় চায়। নইলে সে থামবে না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



তারা হামাস থেকে মুক্ত হতে গিয়ে পুরো ফিলিস্তিনকে হামাসে রূপান্তরিত করেছে।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩

আলামিন১০৪ বলেছেন: কি গালি দিল মিয়া ভাই? এফ ওয়ার্ড নাকি? একটা কথা মাথায় রাখবেন, ইসরাইল জারজ হইল ইউ কে আর আমেরিকার অবৈধ গর্ভ জাত সন্তান। ইসরাইল ওর বাপের অনুমতি ছাড়া এক পা’ও আগায় না।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:


Asshole.

ঢাকা থেকে ওয়াশিংটন বেশ দুরে; বাংলাদেশের বাবা কে?

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২৭

শ্রাবণধারা বলেছেন: নেতানিয়াহুকে গালি দিয়ে বাইডেন খুব ছোট হলেও ভালো কাজ করেছে। তবে গাজায় নারী-শিশুদের উপরে যে বোমাগুলো পরেছে সেগুলো বাইডেন প্রশাসনেরই ইসরাইলকে উপহার দেওয়া বোমা। একদিন মানুষ এই গণহত্যার বিচার করবে এমনটা আশা করি। সেদিন বাইডেনেরও বিচার হবে।

পাশ্চাত্য সভ্যতার মূল শক্তি যে গণ-বিধ্বংসী মারণাস্ত্র আর অর্থ-ক্ষমতার উপরে প্রতিষ্ঠিত গাজায় ইসরাইলী গণহত্যা বিষয়টি আমার সামনে পরিষ্কার করেছে। গাজায় শান্তি প্রতিষ্ঠার মত কোন প্রকার নৈতিক আদর্শ আমেরিকার নেই। যারা বোমা সাপ্লাই দেয় এবং একই সাথে আবার শান্তি প্রতিষ্ঠার কথা বলে, তাদের সবার আগে শাস্তি হওয়া উচিত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



সমস্যা হলো, আমেরিকা কিছু না'করলে একমাত্র ভরসা ইউরোপ; ইউরোপের ভাবনাচিন্তা আমেরিকার চেয়ে অনেক ভালো; কিন্তু তারা এককভাবে কোন ব্যবস্হা নেবে বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.