নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
কিছুক্ষণ পরপর ব্লগে এসে দেখি, নতুন কোন পোষ্ট এলো কিনা, কিছু পড়া যায় কিনা! বেশীরভাগ পোষ্টে তেমন কিছু নেই, পড়লে মন ভারে না, কমেন্ট করতে ইচ্ছে হয় না; কমেন্ট করলে অবশ্য অনেক লেখকের মন খারাপ হয়ে যাবে। এদিকে অনেক পোষ্ট শুন্য কিংবা ১/২ কমেন্ট নিয়ে ব্লগে শুয়ে আছে, পাঠকেরা পাশ দিয়ে চলে যাচ্ছে।
একটু আগে ১টি পোষ্ট এসেছে, শিরোনাম: Just Quit, কাউকে বলা হচ্ছে কিছু একটা বর্জন করতে: যেমন সিগারেট খাওয়া বর্জন করতে, বা চাকুরী ছেড়ে দিতে, বা এই রকম কিছু একটা। পোষ্ট পড়ে দেখি উনি Quiet লিখতে চেয়েছিলেন। একটা কমেন্ট করলাম, দেখি লেখক আমাকে "কমেন্টব্যান" করে রেখেছেন। এই ধরণের ব্লগারেরা আমাকে কমেন্টব্যানে রাখাই স্বাভাবিক।
এখন গিয়ে পোষ্ট চেক করে দেখলাম, উনি ঠিক করে দিয়েছেন নাকি! এখন দেখি নতুন বিপত্তি, বুয়েটের একজন ইন্জিনিয়ার কমেন্ট করেছেন, উনি লিখেছেন, "জী ঠিক বলেছেন, গভীর রাতের নিস্তব্ধতায় স্রষ্টার সাথে দূরত্ব অনেক কমে যায়। এ সময় একাগ্র চিত্তে তাঁর নিকট আর্জি জানানো যায় যা দিনের কোলাহলে সম্ভব হয না। "
সব প্রশ্নফাঁস শেষে সামুতে এসে উপস্হিত হয়েছেন, মনে হয়; উনাদের লেখা আমাদেরকে পড়্তে হবে! আরেক পুরাতন ব্লগার এখন সব পোষ্ট দিচ্ছেন কমেন্ট অপশন বন্ধ রেখে! এসব লোকজন কিভাবে ব্লগিং করছেন কে জানে।
একজন ব্লগার বেশ কয়েক বছর থেকে বই প্রকাশ করছেন, আজকে উনার পোষ্টও এসেছে; পড়লাম, কমেন্ট করিনি; আমি কমেন্ট করলে, উনার মেজাজ খারাপ হয়ে যায়। আজকাল উনি বই মেলায় যাচ্ছেন, পাঠকদের সাথে কথাবার্তা বলছেন; আমি যদি উনার মেজাজ খারাপ করে দিই, উনি মেলায় কি করবেন বলা মুশকিল; ভেবেচিন্তে কমেন্ট করলাম না। ব্লগিং কিছুটা বোরিং হয়ে যাচ্ছে!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৬
সোনাগাজী বলেছেন:
আমি বন্ধুদের সাথে বেশ সময় ব্যয় করি; কিন্তু ফাঁকে ফাঁকে ব্লগে আসি; ব্লগে এলে ভালো লাগে, শিক্ষিত বাংগালীরা কি ভাবছেন, কি করছেন, জানতে ইচ্ছা হয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫৮
সোনাগাজী বলেছেন:
যিনি ১ম কমেন্টটা করেছেন, উনি আবার বড় স্কুলের ইন্জিনিয়ার।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০০
আলামিন১০৪ বলেছেন: ও ভাই, আমার পিছে লাগছেন ক্যান কন দেখি!
আম্রিকার দিনে দুপরে ওঁর লিখার মর্ম বুঝবেন না। রিয়েল টাইম বুঝতে হলে দেশত আয়েন। এক লগে বাতচিত করুন যাইব।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০৪
সোনাগাজী বলেছেন:
আপনি বড় মিয়ার সাথে বাতচিত করেন, নিশিথ রাতে বড় মিয়া মাটিতে নেমে আসেন আপনার সাথে কথা বলতে, এতে উনার সাথে দুরত্ব কমে!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:১৩
আলামিন১০৪ বলেছেন: আমি এমনিতেই সাহিত্য কম বুজি! ইন্টারে থাকতে বাংলা সাহিত্যে ৫০ এর ঘরে নম্বর পাওয়ার করণে ৩ নম্বরের লাইগ্যা বোর্ডের ট্যালেন্টপুল বৃত্তি মিস হইছিল। আবার মনে করায়ে দিলেন, ভেউ ভেউ। Quet and Quit এর গ্যারাকলে পড়ে লেখার মর্ম আসলেই বুঝতে ভূল হইছে, ম্যা ভাই। মাফ কইর্যা দেন । হাটে হাড়ি ভাইঙেন না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:২৮
সোনাগাজী বলেছেন:
শব্দটা হওয়ার কথা ছিলো: Quiet
Quit বা Quet নয়।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৪৯
আলামিন১০৪ বলেছেন: আবারো টা্ইপো, ইসসি
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৫২
সোনাগাজী বলেছেন:
অসুবিধা নেই।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭
নিমো বলেছেন: হা-হা! হা-হা! ব্লগটা এখন সার্কাসে পরিণত হয়েছে। আর সার্কাসের রিং মাস্টার নিজেই নাকি বাক স্বাধীনতার অভাবে ভুগছেন। কই যাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৫
সোনাগাজী বলেছেন:
বাংগালীরা যেসব কথা বলেন, তার ৯০ ভাগই অপ্রয়োজনীয় বকবক; ইহার স্বাধীনতা কি, আর স্বাধীনতাহীনতাই বা কি?
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫০
অহরহ বলেছেন: ঝিকরগাছায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান।
কিছু যে পড়বো, কমেন্ট করবো, সেটার উপায় নেই
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪
সোনাগাজী বলেছেন:
ঝিকরগাছা কি খুবই পেছনে পড়ে আছে?
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
বড়ই আফসোস।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৮
সোনাগাজী বলেছেন:
ছাত্রছাত্রীরা পড়ালেখা করছে না, কোন কিছুই সঠিভাবে লিখতে পারে না; তার উপর আবার মিথ্যা কথা বলে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
কামাল১৮ বলেছেন: আমার লিখার আছে অনেক কিছু।কিন্তু বাক্য ঠিক মতো হয় না বলে কিছুই লিখছি না।তাছাড়া কোন বিষয়কে আমি ঠিক মতো বুঝাতে পারি না।আমার লেখা আমিই পড়ে মনে হয় আমি এটা বুঝাতে চাইনি।ঘটনার সঠিক বর্ননা আমি করতে পারি না।সঠিক শব্দ মনে আসে না।তাই লিখা আর হয় না।অন্যের লেখা পড়ি। ছোট ছোট মন্তব্য করি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০
সোনাগাজী বলেছেন:
অসুবিধা নেই
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি ফেসবুকে এলে আরও সময় ভাল কাটবে আপনার...
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১
সোনাগাজী বলেছেন:
দেখি, একটি একাউন্ট করবো।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪১
বাউন্ডেলে বলেছেন: সব কিছু সবার মন মতো হলে দুনিয়াকে আর দুনিয়া মনে হবে না - “বেহেশত মনে হবে”।
কুল ডাউন বিগ ব্রাদার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪
সোনাগাজী বলেছেন:
দুনিয়ার প্রশ্নফাঁসগুলো লেখক হয়ে গেছে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমা পোস্টে নিয়মিত মন্তব্য করার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আমি উৎসাহ পাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪
সোনাগাজী বলেছেন:
আপনি অনেকভাবে অনেককিছু চেষ্টা করছেন।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬
এম ডি মুসা বলেছেন: গুরত্বপূর্ণ ওয়াজ নসিয়ত ।আপনার এই বয়ান শুনে আমি খুশি। তবে আমার কবিতা মানুষ কমেন্ট করে না। কবিতা মানুষ বেশি পড়ে না তাই। আমার মন খারাপ হয়না এই নিয়া আমি ব্লগিং করি কম। তবে আমার কথা হচ্ছে। আমি প্রশ্ন ফাঁসের যুগের হলেও প্রশ্ন ফাঁসের সাধ পাইনি। আমি পাশের খাতা দেখে লিখতে পারি না। জালিয়াতি বিদ্যা না শিখার কারণে বেকার আছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনি কোন বিষয়ে পড়ালেখা করেছেন?
আপনি বেশ সময় নিয়ে কবিতা লিখুন; প্রেম নিয়ে কম লিখে মানুষের জীবন নিয়ে লিখুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
সোনাগাজী বলেছেন:
আপনার পোষ্টে মন্তব্য করার অপশন বন্ধ রেখেছেন, দেখলাম; আপনার পাঠক কমে যাবে।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: ভালো লেখা ব্লগে খুব কম পাবেন।
আপনার মনের মতো লেখা তো পাবেন না। আপনাকে মানিয়ে নিতে হবে।
তবে যারা ভুল লিখবে, তাদের ভুল অবশ্যই ধরিয়ে দিতে হবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯
সোনাগাজী বলেছেন:
১০/১২ বছর ইংরেজী পড়ে ২ শব্দের একটা বাক্য শুদ্ধ করে লিখতে পারে না, এরা সমাজের কাজে লাগবে?
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১
আলাপচারী প্রহর বলেছেন: ব্লগ স্বাধীন না হলে লিখার কোনো যৌক্তিকতা নাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০২
সোনাগাজী বলেছেন:
১ লাইন শুদ্ধ করে লিখতে পারে না, নিশিথে বিধাতার সাথে নাকি কথা বলে, যতসব লিলিপুটিয়ান।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
আরইউ বলেছেন:
রাজীব নুর ওরফে সামিয়া ইসলাম বলেছেনঃ “... ... তবে যারা ভুল লিখবে, তাদের ভুল অবশ্যই ধরিয়ে দিতে হবে।”
রাজীব ওরফে সামিয়া চমৎকার বলেছেন। আমাদের সবার উচিৎ যারা ভুল লিখবে তাদের ভুল ধরিয়ে দেয়া। তা নাহলে আমরা শিখবো কী করে! এই যে অনেকে চরিত্রের দোষে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়; অন্যের গল্পের কথোপকথন নিজের মৃত পিতার সাথে কথোপকথন বলে ব্লগে প্রকাশ করে এদেরও আমাদের ধরিয়ে দেয়া উচিৎ। যেকোন ধরণের চুরি অন্যায়। তাই আশা করবো ব্লগ থেকে লেখাচোরদের ধরিয়ে দিতে রাজীব ওরফে সামিয়াকে পাশে পাওয়া যাবে।
@সোনাগাজী, আপনিও নিশ্চই পাশে থাকবেন ব্লগের এসব লেখাচোর কীটদের উৎখাতে। ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
সোনাগাজী বলেছেন:
রাজিব চেষ্টা করছেন, উনার পাঠক আছেন; আপনার পাঠক নেই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:১১
সোনাগাজী বলেছেন:
আপনার ব্লগিং ইতিহাস দেখলে, আপনার নিজকে কি ব্লগার বলে মনে হয়?
আপনার ব্লগিং ইতিহাস:
পোস্ট করেছি: ১৯টি
মন্তব্য করেছি: ১৯৮৬টি
মন্তব্য পেয়েছি: ১১১০টি
ব্লগ লিখেছি: ৮ বছর ৬ মাস
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৯
আলামিন১০৪ বলেছেন: জি ভাই, আমি ক্ষেত ভালু পাই, আমি আন্নের মত শুদ্ধ মাত মাতবার ন পারি। -লিলিপুটিয়ান
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২০
সোনাগাজী বলেছেন:
লিলিপুটিয়ানরা খারাপ ছিলো না।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি আছেন? নাকি আবারও বাংলাদেশের জেনারেল হয়েছেন!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২২
সোনাগাজী বলেছেন:
আমি আছি, সামুর প্রতিষ্ঠাতার শরীর খারাপ শুনে বিচলিত।
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিষয়টি আমারও খুব মন খারাপ লেগেছে। লেখালেখি করার মতো আর কোনো আগ্রহ পাচ্ছি না।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ১০/১২ বছর ইংরেজী পড়ে ২ শব্দের একটা বাক্য শুদ্ধ করে লিখতে পারে না, এরা সমাজের কাজে লাগবে?
সত্যিকথা বলতে আমাদের দেশের সরকারি স্কুলের লেখাপড়ার মান খুব বাজে। প্রাইমারী স্কুল গুলোতে যেসব শিক্ষক ক্লাস নেন, তারা মান হীন। ক্লাসে বসেই কাঁথা সেলাই করেন। মোবাইল টিপেন।
শুধু মাত্র আমাদের দেশে ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর শিক্ষার মান অনেক ভালো। কিন্তু ধনী না হলে এসব স্কুলে পড়া সম্ভব না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সোনাগাজী বলেছেন:
বেগম জিয়া শিক্ষিত ছিলেন না; শেখ হাসিনা ২ কলম পড়ে বড় চাকুরী করছেন; ফলে শিক্ষার প্রয়োজনীয়তা বুঝেননি।
২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১
আঁধারের যুবরাজ বলেছেন: মাঝে মাঝে ক্লান্তি বোধ করি শরীর মনে, পড়তে বা মন্তব্য করতে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
ব্লগ প্রতিষ্টাতার শরীর ভালো নয়, সংবাদটা মন খারাপ করেছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫১
বিষন্ন পথিক বলেছেন: আপনি কি একটু ঘরকুনো টাইপ? ব্লগ ছাড়াও নিউ ইয়র্ক এ অনেক কিছু করতে পারেন, অবশ্য ডিভি পাওয়া আর সিলেটি ইমিগ্র্যান্ট দের সহ্য করা একটু কষ্টকর