নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
সব ধর্মেই সুপার-হিরো আছেন, এঁরা রূপকথার সুপার-হিরো। হিন্দু ধর্ম পুরোটাই রূপকথা নির্ভরশীল হওয়ায়, ওখানে হাজারের বেশী সুপার-হিরো আছে। হিন্দু সুপার-হিরো ও অবতার, লর্ড কৃষ্ণ কুরুক্ষত্রে যুদ্ধ করেছেন পান্ডবদের পক্ষে; পান্ডবেরা জয়ী হয়েছিলো। সম্প্রতি আমেরিকায় এক হিন্দু পুরহিত বক্তব্যে বলেছেন, প্রভু কৃষ্ণ কুরুক্ষেত্রে এটমবোমা ব্যবহার করেছিলেন।
ইহুদীদের ১ সুপার-হিরো ছিলেন রাজা ডেভিড; তিনি গুনাইল থেকে পাথর ছুঁড়ে ১ ফিলিস্তিনী মহাবীরকে পরাজিত করেছিলেন; পরে তিনি ইহুদীদের রাজা হয়েছিলেন। নবী মুসা (আ: ) নিজেই সুপার-হিরো ছিলেন। আরেকজন আসবে বলে ধারণা করা হচ্ছে। তিনি এলে, আল আকসা মসজিদ ভেংগে সেখানে নতুন ইহুদী টেম্পল করবেন।
যীশুকে সৃষ্টিকর্তা নিয়ে গেছেন, উনি আবার আসবেন। তিনি যোদ্ধা নন, শান্তির বাণী নিয়ে আসবেন; মানুষ ও নেকড়ে বন্ধু হয়ে যাবে, সবাই খৃষ্টের অনুসারী, সব এক, শুধু প্রশান্তি।
ইসলামেও ১ জন আসবেন, ইমাম মাহদি; তিনি পুরোবিশ্বে ইসলাম প্রতিষ্টা করবেন; তিনি রাগী মানুষ, হাতে তলোয়ার থাকবে। ব্লগে, ইমাম মাহদিকে নিয়ে শতশত পোষ্ট আমি পড়েছি; এসব লেখকদের মাঝে সবচেয়ে শক্তিশালী লেখক হচ্ছেন আমাদের ব্লগার 'মহাজাগতিক ছিন্তা'; উনার নিজেরই অনেক পরিচয় আছে: কবি, কম্প্যুটার ইনষ্ট্রাক্টটর, ইসলামিক স্কলার (?) । উনি উনার কোন দক্ষতা দিয়ে জীবিকা অর্জন করেন? উনার বেতন আসে কম্প্যুটার শিখায়ে; কিন্তু উনার লেখায় আজকাল বেশী আসছে ধর্মীয় রূপকথা।
খৃষ্টান, ইহুদী ও হিন্দু সুপার-হিরোদের কেহ কেহ পৃথিবীতে এসেছিলেন ও আবারো আসবেন। মুসলামানদেরটাও আসবেন। এরা এই বিশ্বে একই সাথে আসলে কি ঘটবে বিশ্বে?
ইউরোপ আমেরিকায় নতুন জেনারেশনের সুপার-হিরোরা এসেছেন, এরা রেলগাড়ী, ট্রাক্টের, এরোপ্লেন, মাইক্রস্কোপ, রেডিও, পেনিসিলিন, এন্টিবাইওটিক, টিকা ও কম্প্যুটার বানায়েছেন; এখন ইউরোপ, আমেরিকা তাদের ধর্মীয় সুপার-হিরোদের আশায় বসে নেই; কখন আসবেন, কি করবেন, কারো মাথা ব্যথা নেই!
মুসলমানেরা বসে আছেন, কখন সুপার-হিরো আসবেন, তখন বিশ্বার সবাই মুসলমান হয়ে যাবেন, সব সমস্যার অবসান; ঢাকা শহরকে পুরস্কৃত করবেন মসজিদের শহর হিসেবে; আর, চিটাগংকে পুরস্কৃত করবেন ১২ জন আওয়ালিয়াকে ধারণ করার জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩
সোনাগাজী বলেছেন:
কেহ গদা, কেহ তলোয়ার, কেহ পাথরের টুকরা নিয়ে এসে গোলমাল বাঁধিয়ে দিতে পারেন।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৫
ধুলো মেঘ বলেছেন: এখনকার যুগে কোন সুপার হিরো আপনার চোখে পড়েনা? শেখ হাসিনা তো আমার ধারণা কেবল সুপার হিরো বললে ভুল হবে - তিনি হলেন হাইপার হিরো। ভয়ংকর ভয়ংকর সব সমস্যা তুড়ি মেরে সমাধান করে ফেলেন। এজন্য অনেকে উনাকে পীর মানে।
পাশের দেশের মোদী আরেক সুপার হিরো। বড় বড় অন্যায় কাজ পুণ্য অর্জন করার মত করে করে ফেলে।
পুতিন আরেক সুপার হিরো, নেতানিয়াহু - বিশ্বের সব নীতি নৈতিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৯
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনা জাতিকে পংগু করে দিয়েছেন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার বাস্তব কথার লোকেরা সেকাল থেকেই রূপকথার লোকদের লেঙ্গুড় ধরে টানছে। তথাপি তারা তাদেরকে রূপকথা থেকে বের করতে পারছে না। তাহলে আর রূপকথার লোকদেরকে হিরো না মেনে উপায় কি? আপনারা আসলেই বড় অবলা। আপনাদের কাজ হলো প্রযুক্তি ও বিজ্ঞান দিয়ে রূপকথার লোকদের সেবা করা। যেন তারা আপনাদের প্রযুক্তি দিয়ে রূপকথার আরো বেশী প্রচার ও প্রশার করতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২
সোনাগাজী বলেছেন:
মাদ্রাসার গ্রেজুয়েটরা ধর্মের নামে দেশের মানুষকে ভুল সংস্কৃতির দিকে টেনে নিয়েছে। এই মিশ্র সংস্কৃতি জাতিকে বিভ্রান্ত করে চলছে।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০০
এম ডি মুসা বলেছেন: ধর্মীয় গায়বি খবর আমার কাছে জানা নেই। আপনি ইমাম মাহাদী কথা এবং অন্য ধর্মের কথাও বলেছেন। কথা এইভাবে চলূক মানুষ স্বপ্ন দেখুক মানুষ । তাতে সমস্যা নেই। কিন্তু যে কোনো ধর্মের হোক। তবে জোর জলুম আর অবিচার না হলে ,ভালো হতো।
মিলে মিশে বসবাস করতে পারলে ভালো হতো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪
সোনাগাজী বলেছেন:
কোন ধর্ম অন্য ধর্মকে সঠিক বলে স্বীকৃতি দেয় না; বরং বলে, অন্যেরা পাপী; ফলে, মিলমিশ কখনো হবে না।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২০
জ্যাক স্মিথ বলেছেন: আমি এমন একজন সুপার হিরোর নাম জানি যিনি মাত্র কয়েক সেকেন্ডে কোটি আলোক বর্ষ পথ পড়ি দিয়ে মহাকাশে গমন করেছিলেন। কিন্তু ওই সুপার হিরোর নাম উচ্চারণ করা যাবে না, তাহলে চাকরি থাকবে না।
আফসোস.. আমাদের যুগে আমরা কোন সুপার হিরো পেলাম না!!
আমি অবশ্য ব্লগার বউন্ডুলের কাছ থেকে সুপার হিরু হওয়ার জ্ঞান রপ্ত করতেছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬
সোনাগাজী বলেছেন:
আমাদের কোন এক সুপার-হিরো স্বপ্নে কোভিডের টিকা পেয়েছিলেন!
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৮
জ্যাক স্মিথ বলেছেন: ব্লগার 'মহাজাগতিক চিন্তা' একজন প্রতিষ্ঠানিক ইসলমী বিশেষজ্ঞ তাই আমি চাই উনি ইসলাম নিয়েই পোস্ট করতে থাকুক, অন্য কোন বিষয়ে পোস্ট করলে উনি গুলিয়ে ফেলবেন।
আমাদের দেশের কম্পুটার ট্রেনিং সেন্টারগুলোতে কম্পিউটার অন এবং অফ করা, মাউস ধরা, এবং কি-বোর্ডের মাধ্যমে A B C D লেখা শিখানো হয়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৯
সোনাগাজী বলেছেন:
যা হোক, ব্লগার মহাজাগতিক কম্প্যুটার শিখে, সেটা পড়াচ্ছেন; ইহা একটি দরকারী প্রফেশান।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১০
কামাল১৮ বলেছেন: যে চাঁদ দুই খন্ড করতে পারে তাকে কেউ গোনায় আনছে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০
সোনাগাজী বলেছেন:
ইহা কে বা কাহারা যোগ করেছে, উহা বের করা সম্ভব হবে না। তবে, ইহা মহাজাগতিক করেননি।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
বড়ই আফসোস!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১
সোনাগাজী বলেছেন:
এই ভয়ানক সংস্কৃতি মানুষকে সঠিকভাবে ভাবতে দিচ্ছে না।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীতে ছোটবড় ৪১৭৭ টি ধর্ম আছে, বিজ্ঞানমনষ্ক বা নাস্তিকরা তার কোনটিও বিশ্বাস করে না।
মুসলমানরাও নাস্তিক কারন তারাও ৪১৭৭ টি ধর্মের ভেতর ৪১৭৬টি ধর্মকেই বিশ্বাস করে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২
সোনাগাজী বলেছেন:
যারা ধর্মে বিশ্বাস করে না, তদের কি বলা হয়?
নাস্তিক হলো, সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫০
রানার ব্লগ বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: সব সুপারহিরো একসাথে আসলে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার হবে !!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০
সোনাগাজী বলেছেন:
যীশু আসবেন, খৃষ্টান হয়ে ভালো জীবন যাপন করবে; ইহুদী নবী এলে, সবাই ইহুদী হবে; ইমাম মাহদি এলে সবাই মুসলমান হবে; মোদী সব হিন্দুকে হনুমান বানাচ্ছে।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১
অনামিকাসুলতানা বলেছেন: যারা ধর্মে বিশ্বাস করে না, তদের কি বলা হয়? আমি ও জানতে চায়।
নাস্তিক হলো, সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না।
কিন্তু
মুসল মানদের কাছে যারা ইসলাম এর অসঙ্গ তি গুলি ধরিয়ে দিতে চায় তারাই নাস্তিক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
সোনাগাজী বলেছেন:
যারা রূপকথার রাজ্যে বাস করে, তারা বিশ্বকে সামনে যেতে বাধা দেয়; আদিম যুগে মানুষের যতটুকু জ্ঞান ছিলো, সেটা দ্বারা তারা সৃষ্টিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, উহাই ধর্ম।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯
নজসু বলেছেন:
শ্রদ্ধেয় কারও বিশ্বাসে আঘাত হানা কি ন্যায় সম্মত? এই যেমন........
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
সোনাগাজী বলেছেন:
ভুল বিশ্বাস মানুষের জীবনকে ভুল পথে নিয়ে গেছে; মানুষ যাকে দেখেনি, তাকেও ঘৃণা করছে।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: ১। আমাদের দেশের বেশির ভাগ মানুষ গরীব। তাই তারা কোনো রকমে খেয়েপরে বেচে থাকতে চায়।
সরকার অসহায় ও দরিদ্র শ্রেনীর মানুষের কথা ভাবে না।
২। ধর্মগুরুরা নিজের ধর্মকে বড় দেখাতে গিয়ে, সুপার হিরো তৈরি করেছে। যেমন একজন বলল- অমুক জাতি মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলে। আমরা পুড়িয়ে ফেলব না। আমরা কবর দিবো।
একজন বলল, অমুক জাতি মাসে তিন দিন রোজা রাখে। আমরা রোজা রাখবো এক মাস।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০
সোনাগাজী বলেছেন:
রূপকথার যুগে ধর্মগুলো সামাজিক নিয়ম হিসেবে চালু হয়েছিলো।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০
Sumiya Barkatullah বলেছেন: মাঝে পড়ে দাজ্জাল এসে যে কিছু বেড়াছেড়া বাঁধাবে সেই মুসলমানদের আঁকড়ে ধরে রাখা আকাঙ্ক্ষায়, সেটার জন্যে বড় চিন্তা হচ্ছে!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১
সোনাগাজী বলেছেন:
ঢাকায় লাখ লাখ দজ্জাল বাস করছে, জাতি মেনে নিয়েছে, চলে যাচ্ছে।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৪
কামাল১৮ বলেছেন: নাস্তিকের সাথে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন জড়িত না।যে প্রমানের অভাবে সৃষ্টিকর্তাকে মানে না সেই নাস্তিক।নাস্তিক বহু রকমের আছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩১
সোনাগাজী বলেছেন:
ঠিক আছে।
কোন নাস্তিক কিভাবে প্রমাণ খুঁজেছে?
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭
কামাল১৮ বলেছেন: যা নাই তার প্রমান খুঁজা পশুশ্রম।যারা দাবি করছে সৃষ্টিকর্তা আছে তারা প্রমান দিক।তবে প্রথিবীর সবাই মেনে নেবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৮
সোনাগাজী বলেছেন:
যেহেতু কোন জ্ঞানী/বিজ্ঞানী সৃষ্টিকর্তাকে নিয়ে গবেষনা করেননি; ইহা অমিমাংসীত রয়ে গেছে।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৮
কামাল১৮ বলেছেন: গভেষণা করতে তথ্য উপাত্ত লাগে।সৃষ্টিকর্তার কি তথ্যউপাত্ত আছে যে তাকে নিয়ে গভেষণা করবে।কেবল একটা দাবি আছে।হাওয়ার উপর ভর করেতো গভেষণা করা যায় না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২৮
সোনাগাজী বলেছেন:
হয়তো সেজন্য বিজ্ঞানীরা চেষ্টা করছেন না।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদিন যখন সব চিন্তার অবসান হবে সে দিন কোন লজিক কাজে আসবে না! কম্পুটার অতি ক্ষুদ্র কিছু যে কিনা প্রশ্ন করতেই জানে শুধু। তাকে মানুষই চালায়। স্রষ্টা নয়। আর স্রষ্টা যাকে প্রতিভা দিয়েছে সেই কেবল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৪
সোনাগাজী বলেছেন:
স্রষ্টা আপনাকে কি কি দিয়েছেন?
১৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্রষ্টা আপনাকে কি কি দিয়েছেন?
আমাকে যা যা দিয়েছে তাতে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। স্রষ্টা আমাকে জীবন দিয়েছে, রিঝিক দিচ্ছে, চিন্তা করার ক্ষমতা দিয়েছে। এই যে দুই হাত দিয়েছে কম্পুটারে লিখতে পারছি।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩০
সোনাগাজী বলেছেন:
স্রষ্টা আমাকে কিছু দেয়নি, প্রকৃতি আমাকে সৃষ্টি করেছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২১
নূর আলম হিরণ বলেছেন: সব সুপারহিরো একসাথে আসলে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার হবে