নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশে \'সোস্যাল বিজনেস\'।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৯



'সোস্যাল বিজনেস' হচ্ছে, অন্য যেকোন ব্যবসার মতোই ব্যবসা; কিন্তু ইহা আজকের ফ্রি-ইকোনোমতির ক্যাপিটেলিষ্ট ব্যবসা নয়; ইহা হচ্ছে, সামাজিক সমস্যা সমাধানের জন্য, পেছনে-পড়ে থাকা কম্যুনিটিকে সাহায্য করার জন্য, সেখানে লাভ করাটা মুখ্য নয়, সেই ধরণের নিয়মিত ব্যবসা। তবে, লাভ করতে হবে ইহাকে চালু রাখার জন্য। ইহার ফলে, ক্যাপিটেলিজমের শোষণ কমে আসে ও চাকুরীর সৃষ্টি হয়।

যেখানে লাভ নেই সেখানে বিনিয়োগ কে করবে? বসুন্ধরা, আলম ব্রাদার্শ, বেক্সিমকো, খুলনা পাওয়ার, রিক্সা-ড্রাইভার, চাষী, এরা কি ওখানে বিনিয়োগ করবে? এমন কি শেখ হাসিনাও এই ধরণের ব্যবসায় বিনিয়োগ করবে কিনা সন্দেহ আছে। তা'হলে, ইহার জন্য মুলধন কে দিবে?

আমাদের মতো দেশে কেহ সোস্যাল বিজনেসে বিনিয়োগ করতে যাবেন না; যারা ড: ইউনুসের মতো সুযোগ পেয়েছেন, ব্রাকের মতো অন্যের থেকে টাকা পেয়ে শুরু করেছেন, তারা হয়তো ইহা চালু করতে পারেন। ব্রাক চলছে, গ্রামীন চলছে! তবে, এগুলো আসলে সোস্যাল বিজনেস নয়, এগুলো ব্যক্তির প্রচেষ্টা ছিলো, যা ভালো মনে করেছে, সেটা করেছে; কম্যউনিটির তা প্রয়োজন আছে কিনা, সেটা মুখ্য নয়; এরা কম্যুনিটি থেকে ভালই লাভ করেছে।

আমাদের পরিবেশে সেটা করতে হবে, কম্যুনিটির লোকজদের, যারা সমস্যায় আছেন, যাদের একার পক্ষে সমস্যা থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না। আমাদের ব্লগারদের কয়েকজনের চাকুরী ছিলো না, অনেক কষ্ট করেছেন; কয়েককোটী পরিবার আছে, যারা দরকারী প্রয়োজনগুলো মিটাতে পারেন না, তাদেরকে সোস্যাল বিজনেস চালু করতে হবে।

কম্যুনিটির লোকদের কোন বিনিয়োগ নেই ব্রাকে কিংবা গ্রামীনে; ফলে, তারা কম্যুনিটির সমস্যা নিয়ে মাথা ঘামাবে না; ড: ইউনুসের এখন যেই অবস্হা, উনি সোস্যাল বিজনেসের ডেফিনেশনই ভুলে যাবেন। ব্রাক এখন ঠিক কারা কিভাবে চালচ্ছে, সেটা আমি জানি না।

ক্যুনিটির সমস্যা সমাধানে যদি ব্যবসা করতে হয়, কম্যুনিটিকেই করতে হবে; কিন্তু কম্যুনিটির লোকেরা কি ব্যবসা জানেন? তাঁরা যদি ব্যবসা না'জনেন, এবং তাঁদের কাছে যদি পুঁজিও না'থাকে, তা'হলে সোস্যাল বিজনেস চালু হবে কিভাবে?


মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



পরীক্ষামূলকভাবে সামাজিক ব্যবসা চালু করা যেতে পারে।
ফলাফল ভালো হলে...

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ সোস্যাল বিজনেসের জন্য সঠিক যায়গা; ইহা ব্যতিত, এই জাতির সমস্যা কোন নবীও সমাধান করতে পারবেন না।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:









ব্লগে মন্তব্য এডিট করার অপশন থাকা দরকার।
অনেক সময় দেখা যায় টুকটাক ভুল হয়ে যায় ।
বানান ভুল হয় ।
এটা সংশোধনের উপায় থাকলে সংশোধন করে দেওয়া যেত।
এটা যেন অনেকটা তীরের মত মেরে দিলাম তো আর ফিরানোর উপায় নাই ।
তাই কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন থাকবে মন্তব্যের ঘরে সম্পাদনা একটা অপশন দিয়ে দেন যাতে আমরা সম্পাদনা করতে পারি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:



এই প্রস্তাব অনেকবার এসেছিলো; কি কি কারণে যেন, ইহা দেয়া হয় না।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৪৮

ঢাবিয়ান বলেছেন: আমাদের ছোটবেলায় পারায় পারায় সমবায় সমিতি ছিল। সমবেতভাবে অনেক ভাল কাজ একত্রে করার চেষ্টা হত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



আসলে, সমবায়কে বড় কর্পোরেশনে পরিণত করলে, উহাকে সোস্যাল বিজনেস হিসেবে চালানো সম্ভব।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: ভালো আইডিয়া, কিন্তু এটা কিভাবে শুরু করা যেতে পারে? প্রাথমিক একটা রূপরেখা দিলে ভালো হতো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:


ইহাকে লাভজনক কর্পোরেশন/সমবায় হিসেবে করতে হবে; সদস্যদের আয় বাড়লে, ক্যাপিটেলের একাংশকে "সোস্যাল বিজনেসে" নিলে, নতুনরা যোগ দিবে স হজেই। ব্যাংক থেকে ফাইন্যান্সিং সম্ভব।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৯

আরেফিন৩৩৬ বলেছেন: একজন একটি চিন্তার এবং মেধাস্বত্বের ধারা তৈরি করলেন,তারপর নিউ মাতৃভান্ডার, আদি মাতৃভান্ডার, মেসার্স মাতৃভান্ডার; এগুলো বাংলাদেশেই সম্ভব এবং সহজ। আপনি চিন্তাশীল ইউনূসকে নাকচ করে দিয়ে সামাজিক ব্যবসা শুরুর দারুণ চিন্তা করেছেন।
সামাজিক ব্যবসা করতে হয় করুন, আরো সুসংগঠিত ভাবে করুন। কিন্তু এ চিন্তার বা তত্বের যে তিনি জনক এটা মেনে নিয়ে করুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



ইউনুস সাহবে ইহার জনক নন, ইহা আমেরিকায় আরো ১৫০ বছর আগের থেকে চলছে। আপনি বুয়েটে কি জালমাল করে ভর্তি হয়েছিলেন?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

কামাল১৮ বলেছেন: লাভের একটা অংশ শ্রমিকদের দিতে হবে।ইউনুস সেটাই দিচ্ছে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২৫

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুসের সোস্যাল বিজনেসে কে কিভাবে উপকৃত হচ্ছেন, সেটা আমি জানি না।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ড. ইউনূস স্যার ২০১১/১২ এর দিকে একবার নিউ ইয়র্কে এসেছিলেন তার "বিল্ডিং সোশ্যাল বিজনেস" বইটির মোড়ক উন্মোচন এর জন্য। স্যারের নিউ ইয়র্ক আসার বিষয়টি আমার জানা ছিলো না। আমার প্রফেসর একদিন ক্লাস শেষে ডেকে আমাকে স্যারের আসার ব্যাপারটি জানালেন। আমি আর আমার প্রফেসর সিদ্ধান্ত নিলাম মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে যাবো। আমি অনুষ্ঠানে যাওয়ার আগেই স্যারের বইটি ক্রয় করি। অনুষ্ঠান শেষে স্যারের সাথে ব্যক্তিগত কিছু কথা বলে অটোগ্রাফ নিয়ে আর ছবি তুলে বাসায় চলে আসি। বাসায় এসে এক রকম গোগ্রাসে তার তিনটে বই পড়ে শেষ করি এক সপ্তাহের মধ্যে।

এবার আপনার বক্তব্যের উত্তরে বলছি, সামাজিক ব্যবসার জন্য মূলত কিছু স্বঃপ্রণোদিত বা স্বাভাবিক বিনিয়োগকারী থাকেন যাদের মূল লক্ষ্যই থাকে ব্যবসায়টিকে শুরু করে ধীরে ধীরে লাভজনক ব্যবসায় পরিণত করা। আর লাভজনক হওয়ার সাথে সাথে তারা তাদের বিনিয়োগের টাকা (কিছু মুনাফাও থাকতে পারে) ধীরে ধীরে তুলে নেবেন। সম্পূর্ণ বিনিয়োগের টাকা তুলে নেয়ার পর ঐ বিনিয়োগকারীরা আর কোন টাকা ব্যবসায় থেকে নিতে পারবেন না এবং তাদের মালিকানা কোম্পানীর নামে চলে যাবে। তারপর সামাজিক ব্যবসায়টি নিজেই নিজের মুনাফা থেকে পুনঃবিনিয়োগ করবে নিজ ব্যবসায়ে বা নতুন ব্যবসায়ে। এমনই একটি সামাজিক ব্যবসায় হলো গ্রামীন ড্যানোন ফুডস লিঃ। বিষয়গুলো আরো বিস্তারিত আকারে জানার বা বোঝার জন্য তার লিখা উপরোক্ত বইটি পড়ার অনুরোধ থাকছে। ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৫

সোনাগাজী বলেছেন:


কনসেপ্ট ঠিক আছে; আমি ড: ইউনুস সাহবের শুরুর দিকে ডেফিনেশন ও প্রসেডিউর পড়েছি, বই পড়িনি; সামনের দিন গুলোতে পড়ে নেবো।

উনার সোস্যাল বিজনেসের বিনিয়োগকারী করা আমি জানি না; তবে, বিদেশীরা আছেবলে মনে হয়; বাংলার সাধারণ মানুষ নেই।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫০

নিবারণ বলেছেন: সোশ্যাল বিজনেস জিনিসটা আসলে ক্যামন? কোনো এক্সামপল আছে কি? বিদ্যানন্দের মতন ফাউন্ডেশন গুলা নাকি অন্যরকম কিছু

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:


ভাবতে পারেন, বড় কর্পোরেশন ধরণের সমবায়, যেখানে অনেক বিনিয়োগকারী লভ্যাংস পুর্ণবিনিয়োগের জন্য দিতে পারেন, যাতে কর্মচারীরা বেশী উপকৃত হতে পারে।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৪৪

নূর আলম হিরণ বলেছেন: আরেফিন৩৩৬ বলেছেন: একজন একটি চিন্তার এবং মেধাস্বত্বের ধারা তৈরি করলেন,তারপর নিউ মাতৃভান্ডার, আদি মাতৃভান্ডার, মেসার্স মাতৃভান্ডার; এগুলো বাংলাদেশেই সম্ভব এবং সহজ। আপনি চিন্তাশীল ইউনূসকে নাকচ করে দিয়ে সামাজিক ব্যবসা শুরুর দারুণ চিন্তা করেছেন।
সামাজিক ব্যবসা করতে হয় করুন, আরো সুসংগঠিত ভাবে করুন। কিন্তু এ চিন্তার বা তত্বের যে তিনি জনক এটা মেনে নিয়ে করুন।

একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই তো সহজে পাওয়া যায় এসব তথ্য। ডক্টর ইউনুসের অনেকে আগেই অনেকে এ ধরনের আইডিয়া নিয়ে কাজ করেছে, হয়তো সফল হতে পারেনি বিধায় আমাদের মত দেশে সেভাবে নজরে আসেনি। Socialist অনেক দেশেই এটা সফল হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:১৬

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস সাহেব অর্থনীতিবিদ হিসেবে এসব কিছুর সাথে পরিচিত ছিলেন, এগুলো নিয়ে কাজ করেছেন এবং উনার নিজেরও একটা ডেফিনেশন আছে।
তবে, উনার জগতে সাধারণ মানুষের স্হান নেই।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২৬

ডঃ এম এ আলী বলেছেন:


একটি উত্তম প্রস্তাবনা । তবে এখনকার পরিস্থিতিতে
বাংলাদেশে আগামী কয়েক যুগ ধরে হাছিনা মডেল ছাড়া
আর কোন মডেল কাজ করবেনা , ব্ল্যাক হোল থেকে বেড়
হয়ে আসা খুবই কঠিন হবে । বেস্মিমকো, আলম ব্রাদার্স
আর বসুন্ধরার মত আরো ডজনখানেক পুজিবাদি ব্যবসা
এখন রোল মডেল হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্টা পেয়েছে !!!!
ড,ইউনুস মার্কা দারিদ্র কেনা বেচার ব্যবসা মডেল বলতে
গেলে এখন যাদুঘরে যাওয়ার পথ ধরেছে , শুধু তাই নয়
তাদের দারিদ্র কেনা বেচা ব্যবসা মডেলের মাধ্যমে নীজেরা
আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়ে সামাজিক ব্যবসা
কনসেপ্টকটিকেও প্রকারান্তরে প্রশ্নবিদ্য করে তুলেছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আসলে আইয়ুবের মডেলে ২২ পরিবারের যায়গায় ২২০ পরিবার গঠন করেছেন; তিনি ন মুহিত ও কামালকে ক্ষমতা দিয়ে জাতিকে যাযাবরে পরিণত করেছেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭

এম ডি মুসা বলেছেন: আমি চেষ্টা করছি কাজ হয়না... ফ্রিল্যান্সিং এ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

সোনাগাজী বলেছেন:



আপনার পড়ালেখা কোন বিষয়ে? আপনি কি কলেজে ছিলেন, নাকি ইউনিভার্সিটিতে?

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

রোকসানা লেইস বলেছেন: সোশ্যাল বিজনেস শব্দটা কেমন সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকের মতন লাগছে।
সবাই আলাদা আলাদা আবার সবাই মিলে একটা যোগাযোগ মাধ্যমে আছে।
বিজনেসের ক্ষেত্রেও এমন আলাদা আলাদা যে যার নিজের মতন কিছু করছে কেউ সফল হলে তার নাম শোনা যায় পরিচিত হয়ে যায়। সবাই চেষ্টা করেও পারে না, সফল হতে।
বিজনেসে অনেক মানুষ এক সাথে কাজ করা মুশকিল কারণ কেউ সমান ভাবে দ্বায়িত্ব নিবে না বিশেষ করে অর্থের বেলায়। লস হলে বিনিয়োগ পার্টির লস আর কেউ সাথে থাকবে না দায়িত্ব নিয়ে।
তারপরও কিছু ছোটখাট বিজনেস কিছু ঘনিষ্ট বন্ধু বা আত্মিয় মিলে করছে এবং এগুচ্ছে ধীরে ধীরে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭

সোনাগাজী বলেছেন:




আমাদের সোস্যাল বিজনেস দরকার খাদ্য ( চাল, ডাল, মাছ, তেল, দুধ, শিশু খাদ্য ), যাতায়াত ও শিক্ষায় । হতে হবে বড় কর্পোরেশনের মতো।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অধিক সংখ্যক কর্মসংস্থান না থাকাতে চাকুরির বাইরে থাকা বিশাল জনগোষ্ঠী সামাজিক ব্যবসাতেও সুবিধা করতে পারে না। যেমন - সমবায় সমিতিগুলোও সামাজিক ভাবে সুদ ছাড়া তেমন কর্মকান্ড নেই, কিছু আবার কিছুদিন পর পরই পালিয়ে যায়। শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডগুলোতেও তেমন লাভ দেয়া হয় না। অথচ এদের ব্যবসা করে ভাল লাভ দেয়ার কথা। আর শেয়ার বাজারে তো জুয়াড়ি ঢুকে সাধারণ বিনিয়োগকারীদের বঞ্চিত করে দেয়...

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

সোনাগাজী বলেছেন:




ষ্টিক-মার্কেট, হাইজিং ও ব্যাংকগুলো ডাকাতেদের হাতে আছে এঝন

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

রানার ব্লগ বলেছেন: সোশ্যাল বিজনেস ব্যাপারটাই গোলমেলে ! ব্র্যাক কোন ভাবেই সোশ্যাল বিজনেস করে না । এরা সরাসরি ব্যবসা করে ।

বাংলাদেশে সোশ্যাল বিজনেস করে কারা? গ্রামীন ব্যাংক কি করে ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

সোনাগাজী বলেছেন:


গ্রামীনের দই খেয়েছেন কখনো? মনে হয়, ইহা ড: ইউনুসের ১টি সোস্যাল ব্যবসা।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন আসলে বেকার থাকার সুযোগ নেই। একটু স্মার্ট ও জ্ঞানী হলে অনলাইনে বিনা পুজিতে আয় করা যায়। এলজন ফেসবুকে মাসে ১০/১২ টা বিজনেস করে। তার দৈনিক ইনকাম সর্বনিম্ন ৩০০০ টাকা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:




ফেইসবুকে কি ব্যবসা করেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.