নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পোষ্ট প্রকাশের পর, আপনি কি কিছুক্ষণ সামুতে থাকেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০



আমি পোষ্ট দেয়ার পর, বেশ কিছু সময় সামুতে থাকি; ঘর থেকে বের হওয়ার আগে, আমি প্রায়ই পোষ্ট দিই না সামুতে। অবশ্য আজকাল, আমি আমার নিজের নিয়মও খুব একটা মানছি না। আগে আমি পোষ্ট দিতাম বাংলাদেশ সময় সন্ধ্যার পর, এখন যেকোন সময় দিচ্ছি! অবশ্য, এখনো পোষ্ট দেয়ার সময়, সামুর বাম প্যানেলে লগিন-করা ব্লগারদের লিষ্ট দেখি, ২০/২২ জনের কম হলে, আমি পোষ্ট দিই না; সাথে সাথে দেখি কে কে লগিন-করা আছেন; যাঁরা আমার পোষ্ট পড়েন না, তাঁদের উপস্হিতি বেশী দেখলে আমি পোষ্ট দিই না।

আমি ঘরে থাকলে কিছুক্ষণ পরপরই সামুতে গিয়ে দেখি, নতুন কোন পোষ্ট এলো কিনা! আজকাল, অনেক সময় ৮/৯ ঘন্টায়ও নতুন পোষ্ট আসে না। আমি যাদের পোষ্ট পড়তে পছন্দ করি না, আজকাল তাদের পোষ্টও পড়ে দেখি, কোন পরিবর্তন হলো কিনা; অভাবে যা ঘটে আর কি!

আমার মন্তব্যে প্রশ্ন থাকে; দু:খের বিষয়, যতই নতুন জেনারেশন আসছে, প্রশ্নোত্তর পাওয়া ততই কঠিন হয়ে যাচ্ছে। এই সপ্তাহে ব্লগার বাউন্ডুলেকে ৪ বার প্রশ্ন করেছিলাম, উনার প্রকাশ-করা পোষ্টটি উনার নিজের লেখা কিনা? ৪র্থ বারে উত্তর মিলেছে। আমার মনে হয়, আমাদের নতুন জেনারেশন সহজে প্রশ্ন বুঝে না; প্রশ্ন বুঝার পর, নতুন সমস্যায় পড়ে, উত্তর জানে না।

যেসব পোষ্টে কমেন্ট থাকে না, বা ৮/১০ ঘন্টা পরেও মাত্র ২/১টা কমেন্ট থাকে, আমি সেগুলোও পড়ে দেখি, কি কারণে কমেন্ট থাকে না। এদের মাঝে ২/১ জন আছেন, যারা আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন। আমাকে যারা কমেন্ট ব্যান করে রাখেন, দু:খের বিষয়, এরা এক সময় লিখতে উৎসাহ হারিয়ে ফেলেন।

কিছু ব্লগার ছিলেন, যারা আমাকে অনেক কটু কথা বলতেন, এদের সংখ্যা খুবই কমে গেছে; ইহা অবশ্য ভালো খবর নয়, ব্লগে ব্লগার কমছে! গত সপ্তাহে ২ জন আমাকে কটু কথা বলেছেন, তাদের অবস্হাও ভালো নয়; আমি পরীক্ষা করে দেখেছি, অস্হা নড়বড়ে। কিছু ব্লগার যখন ব্লগিং সমস্যায় ভোগেন, তারা এসে আমাকে কটু কথা বলেন; ফলাফল কিন্তু সব সময় পরিস্কার, এরা অবসন্ন হয়ে যান; উল্টাপাল্টা পোষ্ট দিতে থাকেন; বুঝা যায় যে, ক্লান্ত হয়ে গেছেন।

পোষ্ট দিলে চেষ্টা করবেন কিছু সময় ব্লগে থাকতে।



মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমি থাকি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



পোষ্ট প্রকাশের ১৫/২০ মিনিটের মাঝে ২/১টা মন্তব্য আসার সম্ভাবনা থাকে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



মন্তব্য লিখতে গেলেও বুদ্ধি লাগে ।
আজকাল আমাদের অনেকের মাঝে বিচার বিবেচনা বুদ্ধি লোপ পেয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



আমার যত নিক ব্যান খেয়েছে, সবই মন্তব্যের জন্য; মুল পোষ্ট নিয়ে সমস্যা হয়নি।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি পোস্ট দেবার পর, নিয়মিত কমেন্ট চেক করি ও সবার প্রশ্নের যথাযথ উত্তর দেবার চেষ্টা করি। ভালো মন্দ দুটোরই। পোস্ট দেই ল্যাপটপে, বেশিরভাগ সময় থাকি মোবাইলে। তাই দেখা যায়, অন্য ব্লগারের পোস্টে কমেন্ট করতে পারলেও, নিজের পোস্টের কমেন্টের প্রতি উত্তর দিতে পারি না। সামুর মোবাইল ভার্সনে এই এক সমস্যা, মোবাইল থেকে প্রতি উত্তর করলে তা কমেন্ট হয়ে যায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



ফোন নিয়ে আমার সমস্যা আছে, আমি ফোনে কোন কিছুই তেমন করি না।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সারাক্ষণ লেপটপ নিয়ে বসে থাকা যায়না। তাই ফোন থেকে সামু বেশি ব্রাউজ করি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



সেটা ভালো; অনেকের পোষ্ট প্রকাশের ২/১ মিনিটের মাঝে মন্তব্য করার পর, বুঝা যায় যে, তিনি ব্লগে অনুপস্হিত।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

অনামিকাসুলতানা বলেছেন: আমি থাকার চেষ্টা করি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:



এতে পাঠক বাড়ে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: বাসায় থাকলে আমি লগইন করে থাকি। কাজে গেলে , সময় পেলে মোবাইল দিয়ে পড়ি লগইন ছাড়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

সোনাগাজী বলেছেন:


আমি সময় পেলেই ব্লগে আসি; তবে, অনেকের লেখার বিষয়গুলো নিয়ে খুব একটা উৎসাহী নই

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১০

এম ডি মুসা বলেছেন: আমি নতুনদের ভিতরে ২০২৪ সালে নিয়মিত এর আগে ৮ বছর ধরে নিয়মিত নয়। আমি ব্লগিং করি না। এটা করতে করতে ভালো উপস্থাপন করা যায় , যা আমার ভিতর নেই। কিন্তু আমি কবিতা পোস্ট করি। আমি জানি আপনি কবিতা টবিতা পছন্দ করেন না। তবুও আপনি একজন বাস্তববাদী মানুষ। আর একটা কথা আপনার চাঁদগাজী আইডি টা ফিরে দিলে আমার কাছে ভালো লাগতো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:


আসলে আমি কবিতা খুব বেশী পছন্দ করি।

আমি এক বিখ্যাত কবির অনেক লাইন কবিতা মুখস্হ বলতে পারি; আমি একা হাঁটার সময় মুখস্হ পড়ি।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

এম ডি মুসা বলেছেন: আপনি ব্লগে বেশি থাকেন, আর রাজীব নুর। আমি দীর্ঘ আট বছরের বেশি সময় আপনাকে দেখে আসছি। এর ভিতরে আমার পোস্ট শায়মা উল্টো পাল্টা মন্তব্য করেছেন বিধায় তার কোন মন্তব্য আমি করি না। আরো কিছু আছে। যাদের থেকে আমি মন্তব্য করা এবং তাদের থেকে মন্তব্য আশা করা বাদ দিয়ে দিছে। কথা হচ্ছে আমি ব্লগিং চেয়ে মন্তব্য করতে বেশি পছন্দ করি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:



ব্লগিং করেন; তবে, আপনি কোন একটা প্রফেশান শিখুন, যা আপনাকে জীবিকা অর্জন করতে সাহায্য করবে।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২১

এম ডি মুসা বলেছেন: মান সম্মত কবিতার অভাব হয়তো এই ব্লগে কবিতা গুলো আপনাকে সাড়া দেয় না... একটা কথা আছে যে পাহাড়ের চূড়ায় উঠে দেখেছে সে নীচে বসে মানুষ মুখে পাহাড়ের আজগুবি গল্প বানোয়াট কথা, ভালো লাগবে না। কারণ সে পাহাড়ের চূড়ায় সাধ জানে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:




আমি অনেক আগের থেকেই আপনার কবিতা পড়ে আসছি। আমি সবার কবিতাই পড়ি; ভালো না'লাগলে তেমন কিছু বলি না। মহাজাগতিকের কবিতাও আমি সব সময় পড়ি।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

এম ডি মুসা বলেছেন: আমি ইদানীং একটু মানসিক ভালো নেই। একটা মানুষ আমাকে ভিষণ ভাবে কষ্ট দিচ্ছে। ৪৬ বিসিএস জন্য আবেদন করছি। পড়াশোনা বেহাল দশা। চেষ্টা করতেছি। সামনে আরো কিছু পরীক্ষা আছে, এই দেশের অনিয়ম মাঝে চাকরি টাকরি পেলে আমার আপনাকে জানবো অবশ্যই। ৮ মার্চ অফিস জেনারেল পরীক্ষা বাংলাদেশ সমন্বিত ব্যাংক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

সোনাগাজী বলেছেন:



আপনার জন্য শুভকামনা রলো; ভোরে, দিনে ও সন্ধ্যায় পড়বেন; রাতে ৭/৮ ঘন্টা ঘুমাবেন। মাষ্টার্সে আপনার মুল বিষয় কোনটা ছিলো?

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

এম ডি মুসা বলেছেন: ব্যবস্থাপনা সাবজেক্ট ছিল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

সোনাগাজী বলেছেন:


আপনি যেটার প্রস্তি নিচ্ছেন, সেটা নেন; সুযোগ পেলে, কম্প্যুটারের "নেটওয়ার্কে চাকুরীরত" কারো থেকে কম্প্যুটার নেটওয়ার্ক ও এডমিনের কাজটা হাতেনাতে শিখিয়েন।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

এম ডি মুসা বলেছেন: আমার কম্পিউটারে টাইপিস্ট সহ ব্লগি নিজস্ব লেপটপ আছে কম্পিউটার কাজ আমার জন্য বেশিক কাজ সহজ। আপনি যে কাজটি কথা বলছেন। আপনার কথা মাথায় রাখবো। কপালে কি আছে দেখি

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:


চেষ্টা করতে থাকুন; মাষ্টার্স'এর পরীক্ষা দেয়ার সময় যেভাবে পড়েছেন, সেইভাবেই পড়তে থাকুন; ভালো কিছু একটা ঘটবে অবশ্যই।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

নূর আলম হিরণ বলেছেন: আমি থাকি দীর্ঘক্ষন। এরপরেও লগইন ছাড়া মাঝে মাঝে দেখি পোস্টে কোন মন্তব্য আছে কিনা। মন্তব্য থাকলে লগইন করে উত্তর দিই। আমার কোনো পোস্টে কেউ মন্তব্য করলে সেটার প্রতিউত্তর না দেওয়া পর্যন্ত স্থির থাকতে পারিনা। তাই মন্তব্য দেখার সাথে সাথেই প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করি। খুবই অল্প সময় এর ব্যতিক্রম হয়, যখন ব্যস্ততা বেশি থাকে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:




আপনার পোষ্টে মন্তব্য করলে আপনাকে পাওয়া যায়।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: অনেকে থাকে না।মন্তব্যের উত্তর দেয়া থেকে বোঝা যায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



অনেকেই পোষ্ট দিয়ে সাথে সাথে চলে যান; তবে, কিছু ব্লগারের পোষ্ট আজকাল আর পড়া লাগে না।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: দিনের বেশীরভাগ সময়ই আমি অনলাইনে থাকি। আমি মোবাইলে বাংলা লিখতে পারি না। আমার শতভাগ লিখাই পিসি থেকে লিখা আর ব্যতিক্রম কিছু না ঘটলে আমিও লিখার পরেও দীর্ঘক্ষণ সামুতে অবস্থান করি। যেহেতু অনলাইনেই থাকা হয় বেশীরভাগ সময় তাই এটা আমার জন্য সমস্যার বিষয় নয়। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৭

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, আপনার পোষ্ট মন্তব্য করলে, আপনি দেখেন ও উত্তর দেয়ার চেষ্টা করেন।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আমি পোষ্ট দিয়ে সামুতে থাকি না প্রায়ই। কিন্তু আমি পরে এসে মন্তব্যের উত্তর দেই।
মূলত এখন আমি ব্যস্ত। আসলেই ব্যস্ত। তাও প্রতিদিন সামুতে আসতে চেষ্টা করি।

সামুতে শুক্রবার এবং শনিবার পোষ্ট এবং মন্তব্য কম আসে। কারন শুক্র ও শনি বেশির ভাগ লোকদের অফিস বন্ধ থাকে। আমাদের দেশের লোকজন অফিসের ফাকে ফাকে ব্লগিং করেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

সোনাগাজী বলেছেন:


আপনি ব্যস্ত থাকুন, কাজ করুন; সময় পেলে ব্লগে আসবেন।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৬

জাহিদ অনিক বলেছেন: আমি থাকি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:



ভালো; বেশ কিছু পরিমাণ কচ্ছপ ব্লগার আছেন, কচ্ছপ ব্লগারদের পোষ্ট পড়ে আনন্দ পাওয়া যায় না।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২

নতুন বলেছেন: আমি অফিসে কাজের ফাকে ব্লগে ঢু মারি।

অফিসে কাজের ফাকে ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যাবহারের অনুমুতি আছে...

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:




ভালো।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

ইএম সেলিম আহমেদ বলেছেন: আপনার কারনে সামুতে ব্লগ পোস্টের সংখ্যা কমে গেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



আমার কারণে পোষ্ট বেড়েছে, গার্বেজ কমেছে।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আমার ধারণা, আপনার পোষ্ট মন্তব্য করলে, আপনি দেখেন ও উত্তর দেয়ার চেষ্টা করেন।

জ্বী, আপনার ধারনা সঠিক। একান্তই অযাচিত মন্তব্য না হলে আমি বরাবরই চেষ্টা করি পাঠকের মন্তব্যের প্রতিউত্তর দিতে। ধন্যবাদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



প্রবাসে বসবাসরত বাংগালীরা নিয়ম মেনে চলার চেষ্টা করেন।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: থাকা উচিৎ, দুই একটি পোস্ট ব্যতিত আমার প্রায় সবগুলো পোস্ট প্রকাশ করার পর আমি ব্লগে ছিলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:




সাথে সাথে উত্তর না'দিলে, অনেক পাঠক ফিরে আসেন না।

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩২

জ্যাক স্মিথ বলেছেন: বাই দ্যা ওয়ে, আমি প্রায় প্রতিদিনই তওবা করি আমি আর ব্লগে আসবো না, আসলেও ১ মাস পর পর আসবো কিন্তু ঘুরেফিরে প্রায় প্রতিদিনই আমি নিজেকে এই ব্লগে আবিষ্কার করছি। ব্লগটা ইদানিং আমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এ নেশা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.