নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
মনে হয়, আমেরিকা চাপ দিচ্ছে প্যালেষ্টাইনিয়ান অথরিটির নতুন ক্যাবিনেট গঠন করতে। আমেরিকা কি করার চেষ্টা করছে, তা পরিস্কার নয়; পুরো ফিলিস্তিনে কেহ এখন আর প্যালেষ্টাইনিয়ান অথরিটিকে বিশ্বাস করে না। ফিলিস্তিনের দরকার আমেরিকা ও ইুউরোপের স্বীকৃতি। নতুন প্যালেষ্টাইনিয়ান অথারিটি গঠন করে এখন আর লাভ নেই।
প্যালেষ্টাইনিয়ান অথরিটি ছিলো অধিকৃত ফিলিস্তিন দেশের স্বীকৃত সরকার; তাদের কাজ ছিলো ১৯৯৩ সালের চুক্তি অনুসারে ফিলিস্তিনের জন্য আমেরিকা ও ইসরায়েলের স্বীকৃতি পাওয়া। তারা সেটা পারেনি, মুল বাধা ছিলো হামাস। এখন সব ফিলিস্তিনীই হামাস, কিংবা হামাস সাপোর্টার! কি হবে, প্যালেষ্টাইনিয়ান অথরিটির ক্যাবিনেট রেখে, কি হবে মাহমুদ আব্বাসকে রেখে?
বাইডেন এখন বেশ সমস্যায় আছে; ফিলিস্তিনকে স্বীকৃতি না'দিয়ে যতকিছুই করুক না কেন, ফিলিস্তিন সমস্যার কোন সমাধান হবে না। ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত না'হওয়া অবধি ইসরায়েলও আর স্হিতিশীল হতে পারবে না। সমস্যার সমাধান করতে হবে আমেরিকাকেই, অন্য কারো পক্ষে এই সমস্যা সমাধান করার ক্ষমতা নেই।
এখন যেই হত্যাকান্ড চলছে, আমেরিকা কোনভাবে ইউরোপের সাধারণ মানুষকে ইসরায়েলের পক্ষে আনতে পারবে না আর; ইউরোপের সরকারগুলোও ইসরায়েল অন্ধভাবে আর সাপোর্ট দিয়ে যেতে পারবে না।
নেতানিয়াহু আজকেও বলছে যে, আগামী ২/৪ সপ্তাহের মাঝে সে রাফা দখল করে, গাজাকে হামাসমুক্ত করবে। কিন্তু ইডিয়ট বুঝেছে না যে, ৬ মিলিয়ন ফিলিস্তিনীদের সবাই এখন হামাস। আসলে, উত্তর গাজায় এখন হামাস নতুন করে গঠিত হচ্ছে। যুদ্ধবিরতি শুরু হলে, উহা পরিস্কার হয়ে যাবে।
প্যালেষ্টাইনিয়ান অথরিটির সাথে মাহমুদ আব্বাসকেও সরায়ে দেয়ার দরকার ছিলো; আব্বাস ও তার পরিবার দুর্নীতি করছে দীর্ঘদিন ধরে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২১
সোনাগাজী বলেছেন:
বাইডেন কমপক্ষে এখন যুদ্ধ বন্ধের অর্ডার দিয়ে, হামাস থেকে অস্ত্র নিয়ে, ফিলিস্তিনে টেকনোক্রেট ধরণের সরকার গঠন করলে, সমস্যা কমে আসতো।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন সরকার গঠন করার জন্য এখন কি পার্লামেন্ট নির্বাচন করতে হবে?
নাকি মাহমুদ আব্বাস একটি ক্যাবিনেট নিয়োগ দিতে পারবেন?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫
সোনাগাজী বলেছেন:
ভোট আর করতে পারবে না সহসা; নতুন করে কিছু করবে; কিন্তু মানুষ এখন হামাসের পক্ষে।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাশিয়ার ইউক্রেন আক্রমনের জবাব দিতেই আমেরিকা ইসরায়েলকে দিয়ে পুরো ফিলিস্তিন দখল করাচ্ছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৮
সোনাগাজী বলেছেন:
ফিলিস্তিন দখল করে ইসরায়েল কি করবে উহা দিয়ে? সাড়ে ৫ মিলিয়ন ফিলিস্তিনীর জ্বালায় ১ রাত শান্তিতে বউয়ের সাথেও ঘুমাতে পারবে না কেহ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে রয়েছে খুবই ক্ষমতাধর একটি লবি। সেখানে জনমতও ইসরায়েলের পক্ষে।
এর ফলে কোন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলেও ওপর থেকে সমর্থন তুলে নেয়া কঠিন। প্যলেষ্টাইন
সমস্যা যে তিমিরে আছে সেখানেই থাকবে । যুক্তরাণ্ট্র হিসাব কষে তার লাভ ক্ষতি বিশ্লেষন করে দেখুক
ফিলিস্তিনে তারা স্থায়ী সমাধান চায় কিনা । আর চাইলেও ক্ষমতাধর ইহুদী লবি তারা অতিক্রম করতে
পারবে কিনা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১১
সোনাগাজী বলেছেন:
ইহুদী লবি ভয়ংকর শক্তিশালী; কিন্তু এবারের গণহত্যার পর, কারো ক্ষমতা নেই চোখ বন্ধ করে ইহুদীদের সমর্থন করার; ইউরোপ ইহা মানবে না। তদুপরি, ইসরায়েলের লোকজন জনই চাপ দেবে ফিলিস্তিন করার জন্য।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন:
ফিলিস্তিন দখল করে ইসরায়েল কি করবে উহা দিয়ে? সাড়ে ৫ মিলিয়ন ফিলিস্তিনীর জ্বালায় ১ রাত শান্তিতে বউয়ের সাথেও ঘুমাতে পারবে না কেহ।
=============================
সেই জন্যেই তো পুরো ফিলিস্তিন দখল করতে চাচ্ছে যাতে শান্তিতে ঘুমাতে পারে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১৩
সোনাগাজী বলেছেন:
ফিলিস্তিনীরা সবাই এখন হামাস; সবকিছু বদলে গেছে।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:০৯
সোনাগাজী বলেছেন:
অনেক আগেই হয়ে যেতো, হামাস সবকিছু ধ্বংস করে দিয়েছে।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১
জ্যাক স্মিথ বলেছেন: দেখা যাক সামনে কি হয়, আসলে এ বিষয়ে আমার তেমন কিছু বলার নেই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১০
সোনাগাজী বলেছেন:
বিশ্ব ১টি ভয়ংকর গণহত্যা দেখলো
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো নিয়ে চিন্তা করতে ইচ্ছা করেনা। পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১১
সোনাগাজী বলেছেন:
ইসরায়েল সব আরবকে আবার বেদুইনে পরিণত করছে।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১৮
কামাল১৮ বলেছেন: প্যালেষ্টাইন সমস্যার সমাধান আমেরিকা ইউরোপের উপর নির্ভর করে না।ঐ অঞ্চলের সকল গ্রুপকে পুতিন ডেকেছে।তাদের সাথে পরামর্শ করে নতুন কর্মপন্থা ঠিক করবে।মুসলিম দেশগুলিকেঐক্যবদ্ধ করে আমেরিকার মোকাবেলা করবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১২
সোনাগাজী বলেছেন:
আপনি মনে হয় সেই পুরানো দিনের বিশ্বস্ত কমরেড।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:১৫
কামাল১৮ বলেছেন: আমি পুরনো দিনের না,আমি অতি আধুনিক।আমি সুধু বর্তমানকেই দেখিনা ভবিষ্যতও দেখি।এটা গত দুই দিন আগের খবর।আপনিতো আবার এই সব খবর দেখেন না।দশদিন পর্যন্ত আলোচনা হবে।তার পর হবে সিধান্ত।
লোহিত সাগরে পশ্চিমাদের গতিবিধি ৪০% কমে গেছে।বিনানবাহী রনতরিও নিরাপদ না। হোতিদের এক পয়সার ক্ষতি করতে গেলে একশ টাকা লাগে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:২১
সোনাগাজী বলেছেন:
প্রথমে ছিলো মুসলমান; এরপর হয়েছে: সুন্নী, শিয়া, ওহাবি ও আহমেদিয়া; নতুন হয়েছে: শিয়া মিলিশিয়া, হেজবুল্লাহ, ইসলামিক জ্বিহাদ, হামাস, আইএস, আলকায়েদা, তালেবান।
মুসলামনদের ১ করার জন্য নবীকে (স: ) ফেরত আসতে হবে।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৪৫
মিরোরডডল বলেছেন:
খেলাঘর, শিরোনামে পদত্যাগ বানান ঠিক করে নিবে।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫২
মিরোরডডল বলেছেন:
অথারিটির না, অথরিটি।
শিরোনামে ভুল বেশি চোখে পড়ে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:০৩
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, ঠিক করার চেষ্টা করেছি।
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:০৬
কামাল১৮ বলেছেন: মুসলমানদের এক করার জন্য নবী লাগবেনা আমেরিকাই যথেষ্ট।অত্যাচারির বিরোদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪
সোনাগাজী বলেছেন:
ইরান, সিরিয়া ও ইয়েমেন ব্যতিত সকল মুসলমান দেশ আমেরিকার সাথে আছে
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৯
জ্যাক স্মিথ বলেছেন: কামাল১৮ - রাশিয়ার জন্য ভাঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে সামনে, অন্য কোন দেশকে সাপোর্ট করার মতো অবস্থা তাদের নেই, বরং আমেরিকা বিরোধী দেশগুলোকে সাথে নিয়ে রাশিয়া তাদের কাছ থেকে উল্টো ফায়দা লুটার চেষ্টা করছে। রাশিয়ার নিজেরই এখন সহয়তা দরকার তাই মধ্যপ্রচ্চ্যের দেশগুলোর দ্বারস্ত হচ্ছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭
সোনাগাজী বলেছেন:
রাশিয়ার সব মিলিটারী অফিসার ছিলো পুটিনের মত ব্যবসায়ী; যুদ্ধের শুরুতে ৭/৮ জন জেনারেল মারা গিয়েছিলো স্নাইপারের হাতে।
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
কামাল১৮ বলেছেন: হামাস,হুতি,হিজবুল্লা বাদ দিলেন কেন।এশিয়াতে ইসরাইল ছাড়া আমেরিকার কোন বন্ধু নাই।বলেন বাংলাদেশও আমেরিকার বন্ধু।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯
সোনাগাজী বলেছেন:
বাংগালীদের যদি ভিসা দেয় রাশিয়া, চীন, আমেরিকা ও বৃটেন, বাংগালীরা কোন দেশে যাবে বাস করতে?
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
সামনে বাইডেনের হস্তক্ষেপে যুদ্ধবিরতি আসছে মনে হয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০
সোনাগাজী বলেছেন:
যুদ্ধে আমেরিকা থাকলে, এই ধরণের গণহত্যা ঘটতো না; বাইডেন ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছে না, ইহুদী লবি জড়িত।
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: ব্রাইডেনকে কি কেউ পরিচালনা করে?
নাকি উনি নিজের ইচ্ছায় সব করেন, বলেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২১
সোনাগাজী বলেছেন:
নিজ ইচ্ছা মতো সবকিছু করতে পারে না; তবে, সবকিছুই তাদের নিয়মের ভেতর হয়।
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ফিলিস্তানিরা সবাই হামাস হবার কারণ কী? হামাস তো বরাবর নিজেদের স্বার্থই দেখে আসতেছে। ফিলিস্তানিকে রক্ষার ব্যাপারে তেমন কার্যকর কিছুই করে নাই৷ মারা তো গেছে সব সাধারণ ফিলিস্তানিরা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
সোনাগাজী বলেছেন:
সব আরবরা "প্রতিশোধ পরায়ন জাতি"; ওরা ১০০ মরে ১ জন শত্রুকে মারবে; হামাস তাই করেছে।
১৯| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৬
টবগমৃুাপৃসত বলেছেন: The pressing necessity for an all-encompassing and inclusive strategy to resolve the protracted conflict is highlighted by the current circumstances in the Palestinian territory. https://buildnowgg.co/
০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
সোনাগাজী বলেছেন:
অনেকেই উহা বুঝতেছে, কিন্তু বাইডেন ব্যতিত কেহ কইছু করবে না।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৭
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো পড়ে , জানলাম বেশ কিছু যা জানতাম না ।