নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গত ৯ বছরে সামুর পোষ্টের মান বেড়েছে, নাকি কমেছে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৮



আমার ধারণা, গত ৮/৯ বছরে সামুর পোষ্টের মান বেড়েছে, অপ্রয়োজনীয় পোষ্টের সংখ্যা কমেছে। সব পোষ্টেই কিছু একটা থাকে; তবে, পোষ্ট ভুল ধারণার বাহক হলে সমুহ বিপদ, ইহা ক্ষতিকর। ভুল ধারণা থেকে লেখা পোষ্টগুলো প্রতিষ্ঠিত সত্যকে আড়াল করে দেয়; ফলে, মানুষের মনে ভ্রান্ত ধারণা বাসা বাঁধে।

যাঁর যেসব বিষয়ে পড়ালেখা করেননি, কিংবা বিষয়ের উপর বাস্তব অভিজ্ঞতা নেই, তাঁরা সেইসব বিষয়ে লিখতে গেলে সমস্যার সৃষ্টি হয়। কেহ যদি স্কুল জীবনে ইতিহাসে পাশ করেছে ৩৩ নম্বর পেয়ে, সে স্বাধীনতাযুদ্ধের ইতিহাস নিয়ে কি লিখবেন? কেহ যদি স্বাধীনতাযুদ্ধের সময় বিদেশে ছিলেন, এখন তিনি যদি স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখেন, উনার লেখা থেকে সঠিক ইতিহাস কি জানা যাবে?

আমাদের সামনে যা ঘটছে, আমরা যা দেখছি, সেটাকে সবাই একইভাবে এনালাইসিস করতে পারার কথা নয়; সঠিকভাবে বুঝা, এনালাইসিস করা ও উহাকে সঠিকভাবে লিখে প্রকাশ করতে বেশ দক্ষতার দরকার হয়। আমি সম্প্রতি ১ জন ব্লগারের লেখায় পড়লাম, কারা নাকি বাংলাদেশকে বার্মার সাথে যুদ্ধ করার জন্য উস্কানী দিচ্ছে! উনার লেখা থেকে আমি ধারণা করেছিলাম, দেশের ডিফেন্স মিনিষ্টার, কিছু জেনারেল, প্রাইম মিনিষ্টার কিংবা প্রেসিডেন্ট ইহাতে যুক্ত! আমি উনাকে প্রশ্ন করলাম, দেশকে যুদ্ধে যেতে কে, বা কাহারা উস্কানী দিচ্ছে? উনার উত্তর ছিলো, "নাদান জনতা"; বাংলাদেশের জনতার মাঝ থেকে কার, কাহাদের উস্কানীতে শেখ হাসিনা যুদ্ধে যাবেন? এসব গার্বেজ ধারণা ব্লগে লেখা কি উচিত?

ব্লগে সায়েন্স, টেকনোলোজী, সাহিত্য, টেকনিক্যাল, অর্থনীতি ও রাজনীতির উপর লেখা কম আসে। বিজ্ঞানের প্রতিষ্ঠিত বিষয়কে নিচু লজিক দিয়ে আক্রমণ করা হয় এখনো। দেশের ব্যবসা-বাণিজ্য, সরকার, জাতীর স্বাস্হ্য সম্পর্কিত পোষ্ট অনেকটা নেই বললেই চলে।

কয়েক কোটী মানুষ বিদেশে থাকার পরও, অন্য দেশের মানুষের উপর লেখা আসে না; যারা দেশ ভ্রমণ নিয়ে লেখেন, তাদের লেখা খুবই দুর্বল থাকে; যেসব দেশ ভ্রমণ করেন, সেই দেশের মানুষ, সংস্কৃতি, অর্থনীতি, জীবনযাত্রা নিয়ে কিছুই থাকে না। কি খেয়েছেন, কি কিনেছেন, কেমন ঘুমায়েছেন, এয়ার পোর্টের সামান্য এটাসেটা নিয়ে লেখেন।

এরপরও, আগের থেকে লেখার বিয়ের মান, প্রকাশ, বিষয়ের উপর দক্ষতা লক্ষ্য করা যাচ্ছে; অপ্রয়োজনীয় লেখা কিছুটা কমেছে।


মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:২৫

নাহল তরকারি বলেছেন: হুম.।। বুঝেছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:



আপনার লেখার উন্নতি হয়েছে; মেয়েদের ও বিয়ের ব্যাপারে লিখবেন না, উহাতে আপনার ধরণা সঠিক নয়।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: অনলাইনে ব্যস্থার অনেক মাধ্যম হয়ে যাওয়ার কারণে আজকাল মানুষ ব্লগে সময় দিচ্ছে কম, তাছাড়া এ ব্লগটিও সময়ের সাথে সাথে নিজেকে আপটেড করতে পারেনি।

ব্যাঙের ছাতা কোন এক ফেসবুক পেজ থেকেও হাবিজাবি কিছু পোস্ট করলে তাতে কয়েক লাখ ভিউস হয় আর এই ব্লগের কোন পোস্ট ১ হাজার বার ভিউ হয়েছে এমন আমি দেখিনি। ঘুরে ফিরে অল্প কয়েকজন মানুষই এই ব্লগের লেখক এবং পাঠক।

আর কিছুদিন পর এই ব্লগটি কবিতা পাঠের আসরে পরিণত হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:




ফেইসবুকের ভিউ দিয়ে কি হবে, ওদের মাঝে কয়জন কতটুকু বুঝেন?

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: *ব্যস্ততার

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

এম ডি মুসা বলেছেন: আমি নয় বছর আগে ব্লগে ছিলাম না থাকলে বুঝতাম। তবে নয় বছর আগেও আমার ফেসবুক ব্যবহার ছিল । তবে সামুতে কেউ আমাকে ইনভাইট করে নাই। ব্লগিং শব্দ নিজে বের করে নিয়েছি। কথা হচ্ছে প্রথম নিবন্ধন করতে পারিনি। আমার আরেকটি আইটি আছে সেটাতে ইমেল আইডি ভুলে গেছি। তার জন্য লগিন করতে পারি না। আরেকটা আপনি বটবৃক্ষ আপনি সেটা ভালো বলতে পারেন। তবে ব্লগিং এর ভালো দিক নিয়ে আলোচনা হচ্ছে হাবিজাবি লেখা কমই আসে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



আমি শক্ত কেহ নই; তবে, যাদের লেখায় সমস্যা ছিলো, তাদের অনেকে আমাকে ধাক্কা দিয়েছে। আমার ধারণা, আগের মতো অপ্রয়োজনীয় লম্বা লম্বা কথা কিছুটা কমেছে।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কমেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



বাংলাদে্শে ভেজাল বেশী, খাঁটি বস্তু কম।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৮

কামাল১৮ বলেছেন: পাঁচটি নিকে চার বছর আছি ব্লগে।এর মধ্যে বেশ কিছু ব্লগার চলে গেছেন।তাদের অনেকে ভালো লিখতেন।বর্তমানে যারা আছে তাদের মাঝে কয়েক জনের লেখা খুবই ভালো।তবে লেখেন কম।তথ্য উপাত্ত জোগার করে ভালো একটা লেখা হাজির করতে আসলেই সময় লাগে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:



প্রয়োজনীয় বিষয়ে লিখতে হলে সময় লাগে; লেখার জন্য অনেকেই লিখতেন, এদের উৎসাহ কমে গেছে।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


আমার ৩ বছরের ব্লগিং বয়সে,মনে হচ্ছে কমেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



মান কমেছে? যারা গত ৩ বছর আছেন, তাদের লেখার কোন উন্নতি দেখছেন না?

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৪

এম ডি মুসা বলেছেন: তবে আপনি আগের মত হাবিজাবি লেখার উপর প্রতিবাদি মন্তব্য করেন না , সেটাও ভালো লাগছে । যেমনি লেখা হোক আমি দেখি আপনি গঠন মূলক মন্তব্য করছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:


আমার মন্তব্যের ব্যাপারে আমার ধারণা, আমি সঠিক মন্তব্য করার চেষ্টা করেছি সব সময়; আমার মন্তব্যের কারণে আমাকে বারবার ব্যান করা হয়েছে।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: অবশ্য ফেসবুকের আম-জনতা যদি এই ব্লগের খোঁজ পায় তাহলে সমস্যা আছে, তখন আবার ব্লগের পরিবেশ দূষিত হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



অনেক ব্লগ-সাইট ছিলো, ৫/৬ লাখ মনাুষ ব্লগিং'এ নাম লেখায়েছিলেন। মানুষ ব্লগিং ছেড়েছেন হাজারে হাজারে।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগারভ জুলভার্ন বলেছিলেন - খোঁজ নিলে দেখা যাবে সোনা অর্থাৎ আপনি রাজাকার পরিবার বিলং করেন। আমি ব্লগে ৩ বছর নিয়মিত। তাই পোস্টের মান বাড়ছে কি কমছে জানিনা। তবে ব্যক্তি আক্রমণ ভয়ংকর রূপে বাড়ছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:



জুলভার্ন মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা বলাতে, নিজেই ব্লগ ছেড়ে পালিয়ে বেঁচেছেন।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

এম ডি মুসা বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: অবশ্য ফেসবুকের আম-জনতা যদি এই ব্লগের খোঁজ পায় তাহলে সমস্যা আছে, তখন আবার ব্লগের পরিবেশ দূষিত হবে। আরে হবে না এটা ভুল কথা। তাদের এত কিছ নিয়ে গবেষণা করে না, বর্তমানে বেশিরভাগ ফেসবুকে নানা ভাগ হয়ে গেছে, কেউ আছে চ্যাটিং নিয়ে কেউ গ্রুপ কেউ আবার পড়াশোনা কেউ আড্ডায় কেউ আছে ভিডিও রিয়েল বানিয়ে ইনকাম করার ব্যস্ত

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



আমার ফেইসবুক নেই, একটা করার দরকার; ওখানকার বাংগালীদের জানা দরকার।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫

আলামিন১০৪ বলেছেন: আপনি আম্রিকা নিয়ে লিখা শুরু করেন, ছাই পাস বাদ দিয়ে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:


আমেরিকা নিয়ে লেখা কঠিন হওয়ার কথা।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তবে লেখক ও পাঠক কমেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



লেখা আগের থেকে ক্রমেই কঠিন হচ্ছে।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭

লাইসিয়াম বলেছেন: আমার মনে হয় এখানে লেখার মান বেড়েছে। পাঠক বেড়েছে। জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:




অপ্রয়োজনীয় লেখা কমেছে।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯

ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশের ভোদাই জনতা কোনদিনও মায়ানমারের সাথে যুদ্ধে উস্কানি দেবেনা। তারা ফেসবুক রীল আর ইউটুব শর্টসে এতটাই বুদ হয়ে আছে যে মায়ানমারের সেনবাহিনী যদি কোন কারণে চট্টগ্রামে আক্রমণ চালায়, তারা রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে ঢাকায় চলে আসবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশ ও বার্মার মাঝে কোন ধরণের লেনদেন নেই; ওরা নিজদের সমস্যা নিয়ে ক্লান্ত। ওরা রোহিংগাদের নিতে চাহে না; কারণ, রোহিংগারা সাংস্কৃতিকভাবে ক্রিমিনাল টাইপের।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি মাঝে ব্লগে বহুদিন ছিলাম না। আমার মতে আগের তুলনায় এখন লেখক পাঠক দুটোই অনেক কমেছে। অল্প লেখা যা আসে, তা মানসম্মতই লাগে যদিও৷ তবে আগের মতন গল্প আসে না, ভালো ফিচার বেশি বেশি পাই না। পোস্টের সংখ্যা অনেক কম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



আগে কিসের উপর ফিচার ইত্যাদি ছিলো? কারা ফিচার লিখতো, ২/১ জনের নাম মনে আছে?

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: মানহীন লেখাও আমি মেনে নেই কিন্তু চাটুকারিতা, দালালি মানতে পারি না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:


আপনাকে ২/১ অকারণে আক্রমণ করে; ওরা আপনার ভাবনাচিন্তা পছন্দ করে না।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৯

নয়ন বড়ুয়া বলেছেন: আপনার ধারণা ভালোই...

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



আমি ঢাকার শিক্ষিতদের চিন্তাভাবনাগুলো অন্য দেশের সমকক্ষদের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছি।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩

ফিনিক্স পাখির জীবন বলেছেন: সামুতে আসা হয় আমার ২০০৯ থেকে। মূলত পাঠক আমি। পড়ি। "আত্মমগ্ন আমি" নিকে লিখেছিলাম কিছুদিন। জীবনের দৌড় আর কাজের চাপে অনেকদিন লেখা হয়নি। একসময় নিকটাও হারিয়ে ফেললাম।

আস্তিক-নাস্তিক বিতর্ক, ব্লগার হবার কারনে হুমকি, এমনকি আশেপাশের মানুষেরাও কিরকম যেন আচরন করত! শাহবাগের উত্তাল সময়ে ব্লগ অনেক কিছু দিয়েছে। তবে এগুলো সুন্দর সামুকে একসময় কেমন যেন করে ফেলল!

তবে স্বাধীন ব্লগের সুবিধা নিয়ে ক্ষমতায় এসে ক্ষমতাসীন লোকেরা এখন কথা বলার অধিকারই সীমিত করে দিয়েছে।

সমাজ, সময় আর পারিপার্শ্বিকতার ছাপ পড়ছে মানুষের জীবনে; ব্লগাররাও তার বাইরে নয়। তাই ব্লগও সেভাবে বদলেছে।

তবু কথা বলার একটা জায়গা তো আছে!
আমাদের কথা শোনার কেউ তো আছে!
রাকঢাক করে যে যাই বলি, সবাই মিলে পড়ছি তো!

এটাই বা কম কিসে?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



কথা বলার ও শোনার মানুষজন সংখ্যায় একেবারেই কমে গেছে।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো চিন্তাভাবনা করার মতো লোক জন এখন খুব বেশী নেই।
মানুষ এখন ওয়াজ শুনে আর গিলে।
কারো নিজস্ব কোন ভাবনা নেই।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



যারা ওয়াক করে, ওদের মাঝে ৯৫% বেকুব; তারা জানে যে, সমাজে ওদের থেকেও বেকুব আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.