নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাইডেন বুঝতে পেরেছে যে, নেতানিয়াহু তাকে সমীহ করে না

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৪



বাইডেন বুঝতে পেরেছে যে, নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধের নামে ফিলিস্তিনীদের উপর হত্যাকান্ড চালায়েছে ও জীবিতদের বেঁচে থাকার ন্যুনতম সুযোগ কেড়ে নিয়েছে: ফিলিস্তিনীদের জন্য রিলিফের খাদ্য, ঔষধ, পানি, সবই কৌশলে বন্ধ করে রেখেছে। বাইডেন বাধ্য হয়েই এই সপ্তাহে গাজায় বিমান থেকে খাবার ফেলছে। মনে হয়, সে নেতানিয়াহুকে সামাল দিতে পারছে না; কিন্তু বুঝতেছে যে, নেতানিয়াহু ইহুদী জাতিকে ভয়ংকর বিপদের মাঝে টেনে নিয়েছে।

আমেরিকা নেতানিয়াহু'র পরিবর্তে ইসরায়েলের "ওয়ার ক্যাবিনেট"এর ১ সদস্য, বেনি গান্টস'কে ডেকে এনেছে ওয়াশিংটনে; তার সাথে কমলা হ্যারিস কথা বলেছে। খোলাখুলিভাবে যুদ্ধবিরতি নিয়ে আলাপ করলেও, আসলে আমেরিকা নেতানিয়াহুকে সরে যাবার জন্য সিগন্যাল দিচ্ছে। বেনি গান্টস'কে আমেরিকা যেতে নিষেধ করেছিলো নেতানিয়াহু। বেনি গান্টস ছোট একটি দল, ন্যাশনাল ইউনিটির নেতা।

বাইডেন নিজের বয়স নিয়ে বেশ সমস্যায় আছে; সে জানে আমেরিকানরা চিন্তিত, বাইডেনের মৃত্যু হলে ক্ষমতা কমলা হ্যারিসের হাতে চলে যাবে; আমেরিকানরা ইহাকে মানসিকভাবে মেনে নিতে পারছে না। মনে হয়, সেইজন্য বাইডেন ভোটের আগে প্যালেষ্টাইন নিয়ে কিছু একটা করতে চাচ্ছে।

আমেরিকা ইসরায়েলকে যেভাবে সাহায্য করে, যেভাবে বন্ধুদেশ ভাবে, নেতানিয়াহু ইহাকে মুল্যায়ন করছে না; বাইডেন এই সমস্যা নিয়েে খোলাখুলিভাবে কথা বলতে পারছে না। আবার, এই ব্যাপারে কিছু না'করলে, বিশ্ব ইহা দেখছে ও আরবরা ভয়ংকর ডিসক্রিমিনেসানের সন্মুখীন হচ্ছে। বাইডেন ইসরায়েলকে বুঝাতে চাচ্ছে যে, নেতানিয়াহু তাদেরকে ভুল পথে নিয়ে গেছে।

হামাসকে থামানোর নামে এই ধরণের হত্যাকান্ড চালায়ে ইসরায়েল বিশ্বকে হতবাক করে দিয়েছে; নেতানিয়াহু অবশ্যই যুদ্ধ অপরাধ করেছে, বাইডেন এখন কোন ব্যবস্হা না'নিলে, দায় বাইডেনকেও নিয়ে হবে। বাইডেন চেষ্টা করছে নেতানিয়াহুকে সরায়ে দিয়ে ইসরায়েলকে চরমপন্হা থেকে সরায়ে আনতে।


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাইডেন বয়স ও চলাফেরার কারণে বেশী ট্রলের শিকার হচ্ছেন...

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:


নির্বাচনী জরীপে সে ৩/৪ সপ্তাহ পেছনে পড়ে আছে। সে ইসরায়েলকে চরমপন্হা থেকে সরানোর প্ল্যান নিচ্ছে; যা করতে হয়, ভোটের আগেই করতে হবে।

২| ০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

Snowflake বলেছেন: আপনাদের ওখানে এই যুদ্ধ নিয়ে জনগন কি বলছে? তারা কি বাইডেনের যুদ্ধনীতি কে সমর্থন করছে্?

০৪ ঠা মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:


না, আমেরিকানরা যুদ্ধের পক্ষে নয়; ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ক্যাপিটেলিজমের যুদ্ধ একা পুটিনের বিপক্ষে

৩| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: গাজা এখন আমাদের দৃশ্যপট থেকে মুছে যাচ্ছে । নেতানিয়াহু আর হামাস এর জন্য দায়ী । আমেরিকার উচিত ফিলিস্তিনে সাহায্য বাড়ানো ।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



বাইডেন চেষ্টা করছে; কিন্তু, আমেরিকাকে ইহুদী লবিং গ্রুপ অক্টপাসের মতো জড়িয়ে রেখেছে।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:১২

কামাল১৮ বলেছেন: আমেরিকা অস্ত্রের চালান বন্ধ করুক কালকেই যুদ্ধ থেমে যাবে।সমর্থনের জন্য আছে যুদ্ধ জাহাজ। মুখে বলছে যুদ্ধ বন্ধ করো।এটা নেতানিয়াহু ভালো করেই বুঝে।কোনটা আমেরিকার না আর কোনটা হা।মধ্যপ্রাচ্যের কুটনৈতিক সমর্থনের জন্য যুদ্ধ বন্ধের কথা বলছে বাইডেন।
ইউক্রেনে ইউরোপ সৈন্য পাঠানোর কথা ভাবছিলো।পুতিনের এক ধমকে সব ঠান্ডা।যখন বললো,প্রয়োজনে রাশিয়া আমেরিকাকে আক্রমন করবে।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:




পুটিন কিয়েভ যেতে পারেনি, আমেরিকা আসছে?

৫| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: আমেরিকার ক্ষমতায় যেই আসুক , কিছুই যায় আসে না। আমেরিকায় এখন সকল সকল ক্ষমতার উৎস ইহুদিরা।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:




ইহুদী লবিং শক্তিশালী; তবে, বাইডেন চেষ্টা করছে।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৮:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার তো মনে হয় বাইডেন আগে থেকেই জানতেন।

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:




এই রকম হত্যাকান্ড চালাবে বলে কেহ ধারণা করতে পারেনি।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:৪৯

স্প্যানকড বলেছেন: আমরাই করি না ! আর নেতাখ্যাতা...

০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



বাংগালীদের ধারণা, আমেরিকা ওদের পাতের ভাত খেয়ে বেঁচে আছে।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১১:৩৭

Snowflake বলেছেন: নেতানিয়াহু আর বাইডেনের মাঝে যে রাজনৈতিক কুটনীতি আছে তা আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। Henry Ford এর লেখা 'The secrets of Zionism' বইটি পড়লে বুঝবেন ইহুদিবাদ কতটা জঘন্য কুটনীতি নিয়ে চলে।বাইডেন তো এদের হাতের পুতুল।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



বাইডেন বুঝতেছে যে, জিওনিষ্টরা বেশী করে ফেলেছে; সামনের দিনগুলো কঠিন হবে; সবাইকে বন্দুক পাশ নিয়ে ঘুমাতে হবে।

৯| ০৫ ই মার্চ, ২০২৪ রাত ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বা্ইডেন ভুল পদক্ষেপ দিয়েছে
এতদিনে মনে হয় কানে পানি গিয়েছে

.....................................................................
আর পেছন ফেরার সময় নেই ।
ইহুদীরা তাকে বাচাঁতে আসবে না ।
তার ভুলের কারনে ট্রান্পের জনপ্রিয়তা দিন দিন বাড়ঁছে ।

০৫ ই মার্চ, ২০২৪ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প হলে বিশ্বের জন্য সমস্যা হবে, আমেরিকার জন্য ভালো হবে; ফিলিস্তিনীরা ডুবে যাবে।

১০| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২১

এম ডি মুসা বলেছেন: একদিন বাইডেন নতুন কোন চাল দিয়ে নিজের উৎসাহ অস্বীকার করে। মানুষের সাথে মিশতে চাইবে কারণ বাইডেন চায় আবার ও ক্ষমতা।

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:




বাইডেন বিভিন্ন পদে মিলে পুরো জীবন ক্ষমতায় আছে। সে চাচ্ছে এই সমস্যার সমাধান করতে।

১১| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২২

শূন্য সারমর্ম বলেছেন:

বাইডেনের ইগো বড়, নাকি শেখ হাসিনার?

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার ইগো গাধার ইগোর সমান।

১২| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: শুনেছি নেতানিয়াহু্র সাথে বাইডেন প্রায়ই মোবাইলে কথা বলেন। কেন বলেন?

০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



বাইডেন সব সময় চেয়েছে, যাতে সাধারণ মানুষের প্রাণ যা যায়।

১৩| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২২

যবড়জং বলেছেন: বাইডেন কি ভোটের চিন্তা করে ?

০৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



বাইডেন নিজে জিতার চেয়ে, ট্রাম্পকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য চেষ্টা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.