নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ইসিয়াককে ব্লগে দেখছি না।

০৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩১



ব্লগার ইসিয়াক গত ২৭'শে জানুয়ারী সর্বশেষবার পোষ্ট দিয়েছিলেন, এরপর ব্লগে উনাকে দেখেছি বলে মনে পড়ে না। উনি আমার লেখা পড়েন না; একই সাথে, উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন; ফলে, উনি আছেন, কি নেই বুঝতে সময় লেগেছে! যাক, ফেইসবুকে, কিংবা বইমেলায় কেহ দেখে থাকলে জানাবেন; অসুস্হ না'হলেই হলো!

উনি আমার নজরে এসেছিলেন শিক্ষকতায় জড়িত আছেন বলে; আমি শিক্ষকদের অনুসরণ করে থাকি ব্লগে; এবং বেশীরভাগই ক্ষেত্রেই আমাদের শিক্ষকদের আচরণে অসন্তুষ্ট। আমার আশা ছিলো, আমাদের শিক্ষকরা সবদিক থেকে সমাজের প্রগতিশীল, অভিজ্ঞ ও দক্ষ হবেন; কিন্তু বাস্তবে সামুতে আমি তা দেখিনি। এমন কি ভারতীয় ১ শিক্ষকের আচরণও আমার পছন্দ হয়নি কোন সময়ে; আমি ভাবছি, ব্লগার গেছো দাদাও কি শিক্ষক?

আমার উপর সবচেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষিকা তালুকদার; উনি যথাসম্ভব বাংলার শিক্ষিকা ছিলেন; লেখার বিষয়বস্তু উল্লেখযোগ্য কিছু ছিলো না। এরপর, একই ইউনিভার্সিটির সমাকবিজ্ঞানের শিক্ষকের লেখা নিয়েও সমস্যা ছিলো; আমাদের সমাজে কি হচ্ছে, আর কি হওয়ার দরকার, এসব উনার কোন লেখার মাঝে ছিলো না; নামটা আমার মনে নেই!

আরেকজন শিক্ষকের ( যথাসম্ভব ডেফোডিল ইউনিভার্সিটির ) সাথে কথা কাটাকাটি হয়েছিলো; তিনি কম্প্যুটার সায়েন্সের শিক্ষক ছিলেন, C++ পড়াতেন। আমি জানতে চেয়েছিলাম, C++ Pointer নিয়ে ছাত্রদের অবস্হা কি রকম! উনি বলেছিলেন, ছেলেমেয়েরা উহা বুঝে না, তাই তিনি সেই চ্যাপ্টার সিলেবাসের বাহিরে রেখেছেন।

এখন ব্লগে আছেন ইংরেজী সাহিত্যের শিক্ষক আবীর সাহেব, পুরো নিকটা মনে পড়ছে না; উনিও আমাকে কমেন্টব্যান করে রেখেছেন। মনে হয়, উনার অনেক বই প্রকাশিত হয়েছে; এবার বইমেলার সময়ও উনি বেশ সক্রিয় ছিলেন। হয়তো, লেখায় উনি ভালো; কিন্তু ব্লগে যা লিখতেন, সেগুলো পাঠক পায়নি কখনো।


মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা খেয়াল করিনি। আপনি বলায় তাঁর ব্লগে ঘুরে এলাম।

০৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



উনার জীবনটা বেশ কঠিন, সেজন্য আমি চিন্তিত।

২| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশে সবার জীবনেই কমবেশি কঠিন ।
এখানে টিকে থাকা মুশকিল।

০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেব সঠিকভাবে শুরু করেননি; উনার মেয়ে ইহাকে সুদান বানায়ে যাবেন।

৩| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বেঁচে আগামী বই মেলাতে আমি একটি বই বের করব।
সেটার কাজ শুরু করে দিয়েছি ।
টাকা পয়সা ও যোগাড় করছি।

০৭ ই মার্চ, ২০২৪ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



কোন ধরণের বিষয়? নাকি সিক্রেট?

৪| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৯:০২

কামাল১৮ বলেছেন: আমরা একই জেলার লোক।৭১রে নিহত আওয়ামী লীগের বড় নেতা মশিউর রহমানের আত্মিয় তিনি।দেশি ভাই হিসাবে তার পোষ্টে কমেন্ট করতাম।কবিতা ও গল্প বেশি লেখেন।লেখা খারাপ না।হতে পারে বই নিয়ে ব্যস্ত ছিলেন।

০৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:


সম্ভবত: বই নিয়ে ব্যস্ত

৫| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ৯:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব বেশি সমস্যায় না বা অসুস্থ না থাকলে ব্লগে না আসার তো কথা না। শায়মা আপু আপনার পোস্ট পড়ে খোঁজ নিয়ে আপডেট জানাবেন আশা করি।

০৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৮

সোনাগাজী বলেছেন:



শায়মাও শিক্ষিকা, বেশ বড় সমস্যা

৬| ০৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি: সোনাগাজী আপনাকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন।

ইসিয়াক: দেখেছি। আমি ব্লগে লগ ইন করতে পারছি না।

আমি: কেন?

ইসিয়াক: কম্পিউটার নষ্ট হয়ে যাবার পর থেকে আমি মোবাইলে ব্লগিং করতাম। কিন্তু গত তিন-চার মাস যাবৎ বেশিরভাগ সময় আমার মোবাইলে সামহোয়্যারইন ব্লগের full version আসছে না, তাই ব্লগে লগ ইন করা হয় না। তবে আমি ব্লগ পড়ি। আর গাজীসাহেবসহ অনেকের ব্লগই পড়ি। উনার কিছু দোষ ত্রুটি থাকলেও উনি একজন চমৎকার ব্লগার।

অন্যদিকে, কবিতা আবৃত্তির কোর্স আর মঞ্চ নাটক নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে। এই তো কয়েকদিন আগে ঢাকা শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে আমার অভিনীত মঞ্চ নাটক প্রদর্শিত হলো। দারুণ অভিজ্ঞতা ছিল। এই সব নিয়ে পোস্ট দিতেও চেয়েছিলাম কিন্তু ব্লগকে ভালোবেসেও ব্লগে ঢুকতে পারছি না; এটা সত্যি খুব কষ্টের। কী আর করা। আমি ভালো আছি। গাজীসাহেবসহ সকল সহব্লগারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা রইল।

০৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।

৭| ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৫৭

চারাগাছ বলেছেন:
ইসিয়াককে ব্যাপারে যানা গেল।
যাদের অনেকদিন দেখা যায় না তাদের সবাইকে কি খোঁজেন? পোস্ট দেন?

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৫

সোনাগাজী বলেছেন:


সবার জন্য পোষ্ট দিই না; তবে, অভাব অনুভব করি।

৮| ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:১০

এম ডি মুসা বলেছেন: এই ব্যান করা অপশন আমার জানা নেই

০৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



এমনিতে কেমন্ট নেই, কমেন্টব্যান করলে নিজেই পস্তাবেন।

৯| ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৪

শেরজা তপন বলেছেন: নিতান্ত অনিচ্ছা স্বত্বেও ব্লগার ইসিয়াকের অনুরোধে আপনার পোস্টে মন্তব্য করতে হল। তিনি আপনার উদ্দেশ্যে একটা ম্যাসেজ পাঠিয়েছেন;
কম্পিউটার নষ্ট হয়ে যাবার পর থেকে আমি মোবাইলে ব্লগিং করতাম। কিন্তু গত তিন চার মাস যাবৎ বেশিরভাগ সময় আমার মোবাইলে সামহোয়্যারইন ব্লগের full version আসছে না তাই ব্লগে লগ ইন করা হয় না। তবে আমি ব্লগ পড়ি।আর গাজীসাহেব সহ অনেকের বল্গ ই পড়ি।উনার কিছু দোষ ত্রুটি থাকলেও উনি একজন চমৎকার ব্লগার।
অন্যদিকে কবিতা আবৃত্তির কোর্স আর মঞ্চ নাটক নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে।এই তো কয়েকদিন আগে ঢাকা শিল্প কলার এক্সপেরিমেন্টাল হলে আমার অভিনীত মঞ্চ নাটক প্রদর্শিত হলো।দারুণ অভিজ্ঞতা ছিল। এই সব নিয়ে পোস্ট দিতে ও চেয়েছিলাম কিন্তু ব্লগকে ভালোবেসেও ব্লগে ঢুকতে পারছি না এটা সত্যি খুব কষ্টের। কি আর করা। আমি ভালো আছি।গাজীসাহেব সহ সকল সহব্লগারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।
প্রিয় ব্লগার আপনি আমার হয়ে উনার পোস্টে একটু জানিয়ে দিন প্লিজ। যে ভালো আছি। আমি ব্লগে ঢুকতে পারছি না সেজন্য করতে পারছি না।

০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।
উনাকে বলবেন, ব্লগার সত্যপথিক শায়্যায়ন কয়েকটি ল্যাপটপ দিতে চাচ্ছন; উনাকে ০১৮৬৪৬২৪৬৪৪ ( উনার শেষ পোষ্ট ) ফোন করতে।

১০| ০৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৩৯

শেরজা তপন বলেছেন: স্যরি সাধুকে দেখি একই ম্যাসেজ দিয়েছে- আমার দেরি দেখে হয়তো তাঁকে দিয়েছে। তাহলে আমারটা মুছে দিবেন।

০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৪

সোনাগাজী বলেছেন:



ভালো কমেন্ট পাওয়া মুশকিলের ব্যাপার, উহা থাকুক।

১১| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

এম ডি মুসা বলেছেন: আমি কমেন্ট চাই না। তবু ভারসাম্য হীন পাগলা মহিষ দিয়ে হাল চাষ করতে চাই না। অখাদ্য কুখ্যাত লোকের কমেন্ট আমার দরকার নেই। দুই একজন জ্ঞানী গুণী লোক মন্তব্য করলেই হয়। আমার ফেসবুক বয়স ১০ বছর। আমার ফ্রেন্ড লিস্ট সংখ্যা ১৬ আমি সবাইকে রাখি না। তাই আমি কারো লাইক কমেন্ট আশা করি না করলে করবে না করলে নাই। জ্ঞানী লোক মন্তব্য আর অখাদ্য লোকজনের তান্ডবে অনেক পার্থক্য রয়েছে।

০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন: জন



আপনাকে সামান্য চাপে রেখেছেন মাত্র ১ জন ব্লগার; ইহা আপনার জন্য ভয়ংকর কিছু নয়; চাপের মাঝে টিকে থাকার দক্ষতা অর্জন করুন।

১২| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪০

চারাগাছ বলেছেন:
এই মুহুর্তে কার কার অভাব অনুভব করছেন। কার কার কথা মনে পড়ছে?

০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



২০১৬ থেকে সামুতে আছি, কয়েক'শকে নীরব হয়ে যেতে দেখেছি। লন্ডনের মোহাম্মাদ আব্দুলহাক , সাসুম, স্বামী বিশুদ্ধানন্দ , কাওসার চৌধুরী, প্রমুখকে মিস করছি।

১৩| ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ইসিয়াক আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে।
সামুতেও আমাকে নিয়ে হাসাহাসি করেছে। অথচ তার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ছিলো।
যাইহোক, আমাদের শাইয়ান ভাইয়ের কাছে একটা এক্সাটা ল্যাপটপ আছে। ইসিয়াক চাইলে শাইয়ান ভাইয়ের কাছ থেকে ল্যাপটপ নিতে পারে।

০৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:


উনার জীবনটা কঠিন।

১৪| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১:১৫

শ্রাবণধারা বলেছেন: শেরজা তপন ভাই, আপনার মন্তব্যটি দেখে মন ভরে গেল এবং শ্রদ্ধা বহুগুনে বেড়ে গেল। আপনার এই আচরনটি ব্লগের পাতায় সুন্দর একটি উদাহরণ হয়ে থাকলো।

পোস্ট-দাতা ভাই,

আপনার কী উচিত নয় এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহন করা এবং পাশাপাশি সম্ভব হলে এই উইকএন্ডে ধম্মপদ গ্রন্থটি পড়ে এই বইয়ের শিক্ষা সহব্লগারদের বিষয়ে কাজে লাগানো? :)

০৯ ই মার্চ, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
সহব্লগারদের সাথে আমার সম্পর্কের কোন সমস্যা আপনার চোখে পড়েছে?

১৫| ০৯ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ইসিয়াক এই ব্লগে 'ভোরের পাখি' ছিলেন। রাজীব নুর আর ইসিয়াকের আড্ডা চলতো। আমি মাঝে মাঝে ঢোকার চেষ্টা করতাম ।উনি ভালো থাকুক।

আচ্ছা ল্যাপটপ কোথায়া পাওয়া যাচ্ছে?

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার সত্যপথিক শাইয়্যান কয়েকটি ল্যাপটপ দেয়ার কথা বলেছে; উনার শেষ পোষ্টে (এখন ব্লগার ৩ নং পাতায় ) উনার টেলিফোন নাম্বার আছে।

টেল নাম্বার ০১৮৬৪৬২৪৬৪৪

১৬| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৪

ইসিয়াক বলেছেন: আমি কখনোই ভাবি নি আপনি আমার খোঁজ নিতে ব্লগে পোস্ট দিতে পারেন।আপনি সহ সহব্লগারবৃন্দের ভালোবাসায় আমি ভীষণ আপ্লূত। আমি নিতান্ত সাধারণ একজন। অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।


ব্লগার সত্যপথিক শাইয়্যান ভাইয়ার সাথে আমার ফোনে একবার কথা হয়েছে।ভাইয়ার আন্তরিকতায় আমি মুগ্ধ । বর্তমানে প্রায় সব স্কুলে মাসিক পরীক্ষা চলছে তাই টিউশনির কারণে সময় করে উঠতে পারছি না। ব্যস্ততা কমলে আমি খুব তাড়াতাড়িই উনার সাথে যোগাযোগ করবো আশা করছি।

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



আপনি ভালো থাকুন; দেখেন উনার কাছে বাড়তি ল্যাপটপ আছে বলে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.