নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার গরীব নানীদের চাকুরী জীবনটা লম্বা হয়ে গেছে।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:০৪



আমেরিকার স্পেনিশ ও আফ্রিকান-আমেরিকান নানীদের বেশীর ভাগকেই আজকাল নাতী/নাতনীদের পালন করতে হচ্ছে; এই কারণে, রিটায়ারমেন্টের পরও অনেককে দীর্ঘদিন কাজ করতে হচ্ছে।

আমার বন্ধুদের মাঝে ১ জনের মোটামুটি বেশ বড় ধরণের ব্যবসা আছে; গত শীতে, তিনি পায়ে বেশ ব্যথা পেয়েছিলেন; তখন মাঝে মাঝে উনার ব্যাংকিং'এর লেনদেনটা আমাকে দেখতে হতো। ফেব্রুয়ারীর শীতের এক বিকেলে একটা বড় ধরণের চেক ব্যাংকে জমা দিতে বললেন; ৫'টায় ব্যাংক বন্ধ হয়ে যায়; আমি বন্ধ হওয়ার ১০ মিনিট আগেই ব্যাংক এলাকায় পৌঁছলাম, কিন্তু পার্কিং নেই; রাস্তায় স্হানে স্হানে বরফের স্তুপ থাকায় পার্কিং এর সংখ্যা কমে গেছে; ৫ মিনিট চারিদিকে ঘুরে কিছু না পেয়ে, ব্যাংক থেকে ১ ব্লক দুরে, ওয়ানওয়ে রাস্তায় ডবল পার্কিং করলাম, টিকিট দিলে ৫০ ডলার জরিমানা হবে। ব্যাংকের দিকে পা বাড়ানোর সময়, বাড়ীর সিড়ির কাছে দাঁড়ানো ১৪/১৫ বছরের এক কিশোরী বললো,
-২/৩ মিনিটের ভেতরেই তুমি টিকিট পাবে।

মেয়েটি এই শীতের ভেতর হালকা একটা জ্যাকেট পরে, ওখানে দাঁড়িয়ে ছিলো; সাদা পুয়ের্তোরিকান মেয়ে; শীতে কান ২টা কিছুটা নীল হয়ে গেছে। আমি বললাম,
-তুমি পুলিশকে বলিও, পরিবারের গাড়ী, লোকজন বাসা থেকে বেরুচ্ছে; আমি ৫ মিনিটে ফিরে আসবো।

আমি চলে যাচ্ছিলাম, সে বললো,
-পরিবারের গাড়ীর চাবি দিয়ে যাও, পুলিশ যদি সরাতে বলে!
-তুমি চালাতে পার, লাইসেন্স আছে?
-চালাতে পারি, লাইসেন্স নেই।

আমি চাবি দিতে দ্বিধা করায়, সে বললো,
-তুমি ভীতু মানুষ, চাবি দিতে ভয় পাচ্ছ! এই হলো পরিবারের গাড়ী!

তাকে চাবি দিয়ে আমি দৌঁঁড় দিলাম, দরজা বন্ধ করার ১ মিনিট পুর্বে ব্যাংকের ভেতরে যেতে সক্ষম হলাম। লাইন বড়, মিনিট দ'শেক লেগে গেলো। বের হয়ে গলির মাথা থেকে দেখি, গাড়ী ডবল পার্কিং'এ যেখানে রেখেছিলাম, সেখানে নেই; মেয়েটি খালি যায়গা পেয়ে পার্কিং করেছে কোথায়ও। হেঁটে ব্লকের মাঝামাঝি যেতেই সে আমাকে দেখে হর্ণ দিলো। সে ড্রাইভিং সীটে বসে আছে; আমাকে বললো,
-ভয়ে তোমার ঘাম বের হচ্ছে?
-না, আমি বুঝতে পেরেছিলাম, তুমি খালি যায়গা পেয়েছ।

সে গাড়ী থেকে নামলো, আমি ধন্যবাদ দিয়ে, জিজ্ঞাসা করলাম,
-এই শীতে হালকা জ্যাকেট পরে বাইরে কি করছিলা?
-আমি গার্বেজ ফেলতে আসার সময় ভুলে চাবি নিয়ে বের হইনি; এখন নানী ফেরা অবধি বাইরে থাকতে হবে।
-নানী কখন ফিরবে?
-নানী কাজ করছে, সাড়ে ৬টা থেকে ৭টার মাঝে ফেরে।
-তুমি কতক্ষণ বাইরে?
-ঘন্টা তিনেক।
-কোন রেষ্টুরেন্টে গিয়ে বসো।
-আমার সাথে টাকা নেই।
-তুমি চাইলে আমার সাথে যেতে পার, আমি ডিপোজিট স্লিপটা অফিসে দিয়ে, আশপাশে কোথায়ও তোমার বসার ব্যবস্হা করবো।

সে দুরে কোথায়ও যেতে চাইলো না, পাশেই ম্যাকডোনাল্ড; সে খাবার নিলো, আমিও সামান্য খাবার নিয়ে বসলাম; প্রশ্ন করলাম,
-নানীর সাথে কেন, মা-বাবা কোথায়?
-বাবাকে কখনো দেখিনি; মায়ের বিয়ে হয়েছে, আমি সৎ-বাবার সাথে থাকতে চাইনি।
-নানীর তো বয়স হয়েছে, মনে হয়!
-হয়েছে, আমার জন্য তাঁকে কাজ করতে হয়। আগামী বছর থেকে আমি কাজ করতে পারবো; তখন তাঁকে আর কাজ করতে দেবো না; আমি উনার ভার নেবো।
-মনে থাকবে, নাকি নিজের কোলে কেহ এসে যাবে?
-মনে থাকবে, মাকে দেখলাম তো, উহা জীবন নয়।







মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:১৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ওসব দেশে যত সহজে মানুষকে বিশ্বাস করা যায়, আমাদের দেশে এত সহজে পারা যায় না। এখানে মানুষ সুযোগ পেলেই মানুষকে ঠকাবার চেষ্টা করে৷ বাংলাদেশ হলে কি অপরিচিত কাউকে গাড়ির চাবি দিতে পারতেন?

গত পরশু আমি এক টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি, এসময় দেখলাম, এক নিমকিওয়ালা ভ্যানে করে যে নিমকি বেঁচে, সে নামাজ পড়তে যাওয়ার আগে এক পিচ্চি ছেলেকে বলে গেল, আমার দোকানটা একটু দেখে রাখিস৷ আমি নামাজ পড়ে আসি৷

ঐ লোক নামাজ পড়তে যেতে দেরি নাই, ঐ পিচ্চি নিমকিওয়ালার পলিথিন ভর্তি ব্যাগ দিয়ে দৌড়। আমি চিৎকার করে ডাকলামও, থামাতে পারি নাই৷ যা বুঝলাম, ঐ পিচ্চি ঐ পলিথিনে ভরে জুতার আঠা দিয়ে নেশা করবে।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:৩৩

সোনাগাজী বলেছেন:



ঐ পিচ্চিকে লালন পালন করার কথা শেখ হাসিনা ও রাষ্ট্র মিলে; সে একা বড় হচ্ছে নিজ দায়িত্বে, তার পৃথিবী তো বাকীদের মতো হওয়ার কথা নয়।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনার উপন্যাস থেকে পোষ্ট এসেছে দেখলাম, রাতে পড়ব।

২| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:৪০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ব্রাজিল অলিম্পিকের সময়কার কিছু ক্লিপ দেখে তো আমি আঁতকে উঠেছিলাম। বিদেশি পর্যটকদের হাত থেকে একদম বলে কয়ে ব্যাগ, মোবাইল টান দিয়ে নিয়ে যাচ্ছে। পিছন পিছন ঘুরে ঘুরে।

ফুটপাথে যে হারে এসব নেশাখোর পিচ্চি বাচ্চা বাড়ছে, এদের নিয়ন্ত্রণ করা না গেলে কিংবা এদের কোনো ব্যবস্থা না করতে পারলে, খুব শীঘ্রই এরা বলে কয়ে মানুষজনের জিনিসপত্র ছিনিয়ে নিবে।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এদের বড় করার কথা, এরা জাতির অংশ, তিনি জাতির টাকা খরচ করবেন। তিনি সবকিছু করেন বেক্সিমকো ও উনার ছেলের জন্য, রাস্তার ছেলেদের উনি দেখতে পান না।

৩| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৩:১০

আঁধারের যুবরাজ বলেছেন: এই লেখাটা সম্ভবত আপনি চাঁদগাজী নামে পূর্বে লিখেছিলেন, তবে পুনরায় পড়তেও ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৩:২১

সোনাগাজী বলেছেন:




সঠিক।
এই ধরণের কিছু পড়তে কয় মিনিট লাগে?

৪| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৩:২২

কামাল১৮ বলেছেন: শিক্ষনীয় গল্প।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৩:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি বের টের হন?

৫| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৩:৪৮

শ্রাবণধারা বলেছেন: লেখাটি আগেও পড়েছিলাম এবং খুব সম্ভব মন্তব্যও করেছিলাম।

ফেব্রুয়ারীর শীতের এক বিকেলের অশ্রুজলের মত সুগোল, সুন্দর একটি গল্প (উপমাটা রবীন্দ্রনাথ থেকে মেরে দিলাম)।

০৯ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫০

সোনাগাজী বলেছেন:



স্মৃতিশক্তি ভাকি, আপনি নিশ্ছয় ফেইসবুক গ্রেজুয়েটদের ১ জন নন।

৬| ০৯ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আরে আপনি তো চাঁদগাজীর থেকে মেরে দিয়েছেন!

০৯ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫১

সোনাগাজী বলেছেন:



আপনি কেমন আছেন?
ছেলে বড় হচ্ছে?

৭| ০৯ ই মার্চ, ২০২৪ ভোর ৪:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি ভালো আছি।
আপনি কেমন আছেন? চোখের অবস্থা কেমন?
আমাকে মিস করেননি নিশ্চয়ই। মিস করলে পোষ্ট দিতেন।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:


আপনাকে মিস করেছি।

স্যরি পোষ্ট দেয়া হয়নি। আপনার চাকুরী আছে, চলছেন, এজন্য আপনাকে নিয়ে চিন্তিত হইনি।

৮| ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



আপনি কি ধরণের বিষয়ের উপর বই লিখার কথা ভাবছেন?

৯| ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: আমেরিকাতে ছোটাখাটো ব্যবসা করার মত কি আছে? বেশকিছু আমেরিকানদের সাথে আমার ভালো যোগাযোগ আছে, ওরা কিছু একটা করার চেষ্টা করছে, চাকরি বাকরি ওদের পছন্দ নয়।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:




আছে; আপনি এখন কোথায় আছেন?

১০| ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ৮:১৯

অহরহ বলেছেন: এমদম, জীবন থেকে নেয়া। দেশে কবে বেড়াতে যাবেন @ দাদা?

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৮

সোনাগাজী বলেছেন:


আমি কবে যে, দেশে যাবো বলতে পারছি না, আমার কিছু সমস্যা আছে।

১১| ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার এ ধরনের লেখা মেদহীন কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া। নানিকে বৃদ্ধ বয়সে এসে কাজ করে নাতি/নাতনিকে দেখতে হয়; এটা বেদনার।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:


আমেরিকার দরিদ্র কালো ও স্পেনিশ পরিবারগুলো গড়ে ভালো করছে না।

১২| ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


রিপোস্ট।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:




যখন টাইপ করতে ইচ্ছা হয় না, তখন এই ধরণের কিছু রিপোষ্ট করছি আজকাল।

১৩| ০৯ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১১

কামাল১৮ বলেছেন: খুব কম বের হই।বাসার পাশেই খেলার মাঠ।বিকালে হাটতে বের হই।বৃষ্টি থাকলে মলে যেয়ে হাঁটি।গত কালই জানতে পারলাম,কিডনির অবস্থা বেশ খারাপ।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৪

সোনাগাজী বলেছেন:


কিডনী সমস্যার কথা শুনে দু:খিত হলাম; এই সমস্যা কমাতে ডাক্তার কি কি করতে বললেন?

১৪| ০৯ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোষ্ট মাঝে মঝে বেশ উপভোগ্য হয়।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, নিজের অভিজ্ঞতাকে নিয়ে লিখতে আমারও ভালো লাগে!

১৫| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৫

কামাল১৮ বলেছেন: আপাতত বেশি পানি খেতে বলেছেন আর কিছু পরীক্ষা নিরিক্ষা দিয়েছে।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৩:১৫

সোনাগাজী বলেছেন:


আচ্ছা।

১৬| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: মেয়েটা অন্য আমেরিকান মেয়েদের মতো জটিল নয়। মেয়েটার মধ্যে সরলতা আছে।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৩:১৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় বিশ্বের সব জাতির লোকজন বাস করে,

১৭| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৯

মিরোরডডল বলেছেন:





এই লেখা আগে পড়েছিলাম।
জীবন থেকে নেয়া এই গল্পগুলো ভালো লাগে।
এরকম লেখাতো আরেকটু বেশি লিখতে পারে।

১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:


নতুন করে লিখা সম্ভব হচ্ছে না।

১৮| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৪

মিরোরডডল বলেছেন:




কামাল১৮ বলেছেন: গত কালই জানতে পারলাম,কিডনির অবস্থা বেশ খারাপ।

কি বলে!! এটাতো ভালো সংবাদ না কামাল।
take care yourself.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.