নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবাজ সৌরভ, মালিক থেকে ১টা ফ্যাক্টরী আপনারা সবাই মিলে কিনুন। (সাময়িক )

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৪



ব্লগার স্বপ্নবাজ সৌরভ যেই গার্মেন্টস কোম্পানীতে চাকুরী করেন, সেই কোম্পানীর মালিক ৬টি ফ্যাক্টবীর মাঝে ৩টি বিক্রয় করে দিয়েছেন; আমার ধারণা, এই কোম্পানীর কর্মচারীরা চাইলে, ভালো শর্তে ১টি ফ্যাক্টরী কোম্পানী থেকে কিনতে পারে।

সৌরভ, আপনারা সব কর্মচারী মিলে মালিক থেকে ১টা ফ্যাক্টরী কেনার চেষ্টা করে দেখুন; মালিক আপনাদেরকে হয়তো অনেক ভালো শর্তে ১টি ফ্যাক্টরী দিতে পারেন। কর্মচারীদের মাঝে যারা বিবিধ কারণে বেশ পরিচিত, তাদের সাথে আলোচনা করে দেখেন; ব্যবসা যদি লাভজনক হয় ও ম্যানেজমেন্টের লোকজন যদি চাহে, এবং বাকী কর্মচারীরা কিনতে ঐক্যবব্ধ হলে, মালিক আপনাদেরকে ভালো শর্তে ফ্যাক্টরী দি্তে চাওয়ার কথা।

আপনি আপনার পরিচিত কর্মচারীদের সাথে ইহা নিয়ে আলাপ করে দেখেন, তারা যদি ইহাতে উৎসাহ দেখায়, আপনি শ্রমিকদের সাথে ইহা নিয়ে আলাপ করে দেখতে পারেন। ম্যানেজমেন্টের লোকজন জানেন কি করে ব্যাংক লোন নিতে হবে। ফ্যাক্টরী যেহেতু চালু আছে, ব্যাংক লোন পাওয়া ও উৎপাদন চালু রাখা সম্ভব হবে।

কারখানা বিক্রয় হয়ে গেলে কিছু মানুষ চাকুরী হারায়; আপনাদের কারখানার অনেকেই এখন চিন্তিত; কিন্তু সব কর্মচারীরা মিলে কিনতে পারলে, আপনাদের সবার অবস্হা ভালোর দিকে যাবে ও ভয়টা আজীবনের জন্য চলে যাবে। কর্মচারী হিসেবে এটি আপনাদের জন্য একটি বড় ধরণের সুযোগ, মনে হয়।

মালিক নিশ্চয় বাহিরের ক্রেতাদের চেয়ে নিজের কর্মচারীদের কাছে বিক্রয়ে বেশী আগ্রহী হবেন।


মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৭

নূর আলম হিরণ বলেছেন: ভালো প্রস্তাব, কিন্তু উহা ম্যানেজ করতে বেশ দক্ষতার পরিচয় দিতে হবে। তাছাড়া বাঙালি আগুন পোড়া ঘরে আলু পুড়ে খেতে সব সময় সচেষ্ট থাকে, সেটাকে ওভার কাম করতে হবে।

০৯ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



যেহেতু মালিক ধনী মানুষ, তিনি নিজ কর্মচারীদের ভালো শর্তে দিতে পারেন।

২| ০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

রাজীব নুর বলেছেন: আপনি যে কথা বলেছেন, সেটা সুন্দর। এবং সাহস করে কিনে ফেলতে পারলে- সফতা আসবেই।
আসলে এটা একটা সুযোগ। সুযোগ সব সময় আসে না।

০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, ইহা অনেক বড় সুযোগ।

৩| ০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় ভালো লাভের মধ্যে থাকলে মালিক সচরাচর কোম্পানি বিক্রির চিন্তা করে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে এই সেক্টরের খুটিনাটি বিষয়গুলো জানি। কোম্পানি কেনা বেচা কোটি টাকার বিষয়।৷

আপনি যে বুদ্ধি দিয়েছেন তা বেশ ভালো প্রস্তাব। কিন্তু দেখা যায় বড় ফ্যাক্টরি হলে, মেইনটেইনেন্স খরচ অনেক বেশি৷ ছোটো ফ্যাক্টরি হলে কিনতে পারে, সে ক্ষেত্রে নানা রকম সার্টিফিকেশন মেইনটেইন করা লাগে, এ ছাড়া ভালো বায়ার পাওয়া যায় না। সাব কন্ট্রাক্টে সেক্ষেত্রে ফ্যাক্টরি চালাতে হবে। সাব কন্ট্রাক্টে ফ্যাক্টরি চালিয়ে টিকে থাকা আবার ঝামেলা।

০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

সোনাগাজী বলেছেন:



এগুলো চালু ফ্যাক্টরী; মালিকের নাকি বয়স হয়েছে, আর চালাতে চাচ্ছে না। ৩টা বিক্রয় হয়েছে; সেগুলো নিশ্চয় এই সেক্টরের লোকজনই কিনেছে।

৪| ০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

জ্যাক স্মিথ বলেছেন: করতে পারলে ভালো হবে, কিন্তু অনেক টাকার প্রয়োজন।

০৯ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



চালু ফ্যাক্টরীর জন্য ঋন পাওয়া কষ্টকর হওয়ার কথা নয়; ম্যানেজমেন্ট জানার কথা ইহার মুল্য কত ও ইহা লাভজনক কিনা!

৫| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


খুবই ভালো প্রস্তাব ।
এটা বিবেচনা করা উচিত সবারই।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



এই পদক্ষেপ কর্মচারীদের পক্ষে যাবার সম্ভাবনা।

৬| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:২২

কামাল১৮ বলেছেন: যৌথ মালিকানার কালচার আমাদের দেশে গড়ে উঠেনি।সেই সাথ যৌথ নেতৃত্বে তেয়ার মতো লোক আমাদের দেশে খুবই অভাব।রাজনৈতিক দলগুলির অবস্থা দেখলেই বুঝা যায়।কেউ সফল হলে সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



আমাদের শ্রমজীবি মানুষকে কেহ ঐক্যবদ্ধ করার চেষ্টা করেনি।

৭| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- স্বপ্নলোকে সব কিছুই সম্ভব।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:



মানুষের স্বপ্ন থেকেই ষ্টক মার্কেট গড়ে উথেছে।

৮| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো প্রস্তাব। কিন্তু বাংলাদেশে এমন প্রাকটিস নেই বললেই চলে।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



১০/১২ জন শক্ত ও সৎ মানুষ থাকলে এই ধরণের কাজ সম্ভব।

৯| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৯

জ্যাক স্মিথ বলেছেন: যাদের ওই ব্যবসা সম্পর্কে ভালো ধারণা আছে তারা ঠিকই টাকা ম্যানেজ করে ফ্যাক্টরী কিনে ফেলবে এবং সফল হবে, কিন্তু যারা ফ্যান্টাসির উপর নির্ভর করে ফ্যাক্টরী কিনে নিবে তারা বিপদে পরবে।

ইপিজেডে গার্মেন্টস ব্যবসা করতে গিয়ে আমি একটি অভিজাত পরিবারকে অল্প কয়েক বছরে সম্পূর্ণ রুপে মাটির সাথে মিশে যেতে দেখেছি, আমার লাইফে দেখা সবচেয়ে বড় ট্র্যাজেটি হচ্ছে এটা, সে ফ্যামিলির লোকজন এখন অন্যের দান খয়রাতে চলে, খুবই করুণ পরিস্থিতি যা বলে বুঝানো যাবে না। ঘটনাটি নিয়ে অনায়াসে একটা মুভি তৈরী করা যেতে পারে, তাতে মানুষে অনেক কিছু শিখতে পারবে। আমার কাছে টাকা থাকলে আমি এই ঘটনাটি নিয়ে মুভি তৈরী করতাম।

০৯ ই মার্চ, ২০২৪ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



ইহা চলমান ব্যবস্যা, ম্যানেজমেন্ট সব জানার কথা; বাকী কর্মচারীরাও অনেকদিন থেকে ইহার ব্যবসায়িক ডাটা জানেন।

১০| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ব্যাংক নিয়ে গড়পড়তা বাংলাদেশিদের ধারণা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে।
বাংলাদেশের মানুষ মনে করে ব্যাংক এটি হারাম প্রতিষ্ঠান এবং এখানে সুদের কারবার হয়।

সুতরাং ব্যাংক থেকে যে কোনো ভাবেই হোক একশ হাত দূরে থাকা উচিৎ।
সকল পাপের উৎস হচ্ছে ব্যাংক । কেননা ব্যাংক থেকে মানুষ সুদ খায়। যেটা কোনভাবেই উচিত না ।আমার পরিচিত একজন আছে। সে খুবই উচ্ছ্বাস প্রকাশ করে বলল যে তার ভাগ্য ভালো যে তার ব্যাংকে চাকরি হয় নাই।

সে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে । আমি তাকে বললাম আপনি হয়তো জানেন না যে বাংলাদেশে প্রায় এক লাখের উপরে মানুষ আছে যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করে । তাহলে তারা কোথায় চাকরি করতো।

ওই ভদ্রলোকৃ তখন আমাকে বলল- কেন আমাকে দেখেন না? আমি কি ব্যাংকে চাকরি করি?
আমি যেহেতু ব্যাংকে চাকরি করি নাই তারা ও চেষ্টা করলে ব্যাংকে এড়িয়ে অন্য কোথাও চাকরি খুঁজে নিতে পারতো।

ব্যাংকগুলোকে বাংলাদেশ থেকে ঝেটিয়ে বিদায় করে দেওয়া দরকার । এরা সুদের কারবার করে । মানুষদেরকে পাপের ভাগীদার
করে তুলছে।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



বেদুইন সমাজে যারা অর্থ ঋণ দিতো, তারা কঠোর ছিলো, মনে হয়; সেই সংস্কৃতি আমাদের সমাজে এসে গেছে।

১১| ১০ ই মার্চ, ২০২৪ রাত ১:৫৮

ছবের আলী মাতব্বর বলেছেন: প্রিয় সোনাগাজী, আপনার এই মতামত সত্যিই দারুন ছিলো । বাংলাদেশে খুব কম মানুষ আছে যে এইভাবে ভেবে দেখবে । কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখলাম প্রায় সকলের মন্তব্যের জবাবে আপনি যা বলছেন : এইটি চলমান প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট ভালো জানে । ম্যানেজমেন্ট এর যারা লিডার আছে তাদের মাথায় কেন এই বুদ্ধি আসলো না তা সত্যিই আমাকে ভাবায় । আবার আরেকটা বিষয় হলো যে কোনো কোম্পানি চলমান মানেই যে লাভজনক তা কিন্তু নয় । আর যে এত বড় কোম্পানির মালিক সে এট লিস্ট বেঁচে থাকতে লাভজনক ব্যবসা ছেড়ে দিবে সেটি ভাবা কোনো বুদ্ধিবৃত্তিক প্রাণীর ক্ষেত্রে বিশ্বাসযোগ্য নয় ।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:




যেই ব্লগার সেখানে চাকুরী করছেন তিনি বলছেন যে, মালিকের বয়স হয়ে গেছে, সেজন্য আর ব্যবসা করতে চান না; ক্ষতির কথা তিনি বলেননি।

১২| ১০ ই মার্চ, ২০২৪ রাত ২:২৭

মিরোরডডল বলেছেন:





কল্পনাতে এটা সম্ভব কিন্তু বাস্তবে না।
ভারত, চীন বা নেপাল হলেও সম্ভব ছিলো কারণ ওদের নিজেদের মাঝে ঐক্যবোধ আছে, যেটা আমাদের মাঝে নেই।

আমরা লেগপুল জাতি, একে অন্যের পা ধরে টেনে নামাই। মিলেমিশে একসাথে কাজ করার ইতিহাস আমাদের সেইভাবে নেই।

এরকম একটা প্রপোজাল দেয়া বা ইনিশিয়েটিভ নেয়ার জন্য এমন একজন দরকার যার মাঝে লিডারশীপ কোয়ালিটি আছে।
একটা প্রপার প্ল্যানিং করে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা যে কে হবে এই নিয়েই নিজেদের মাঝে মারামারি করে শুরুতেই সব শেষ হবে। This is not gonna work.

I would say ইভান, if you feel insecure about your job, don't waste your time and start looking for better job now.

অনেক বছরের অভিজ্ঞতা আছে, be confident, maybe this is your time to switch and get the best one.


১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



এই ফ্যাক্টরী নিশ্চয় বিক্রয় হবে, এবং যাদের এই ব্যবসায় অভিজ্ঞতা আছে, তাদের থেকে কেহ কিনবে।

১৩| ১০ ই মার্চ, ২০২৪ ভোর ৬:২৪

শ্রাবণধারা বলেছেন: সবাই মিলে ফ্যাক্টরী কেনা বিষয়টি বাংলাদেশে কঠিন বললে কম বলা হবে, আমার ধারণা এটা একটা অসম্ভব কাজ। তারপরে এই ফ্যাক্টরী সফল ভাবে পরিচালনা অরো অসম্ভব কাজ। অবশ্যই অসম্ভবকে সম্ভব করার মত লোকও আছে কিন্তু তারা দুর্লভ।

নিজে চাকরবৃত্তি করে জীবন পার করছি বলে হয়ত চাকরবৃত্তির পক্ষপাতী হয়ে থাকতে পারি। কিন্তু বাংলাদেশে ব্যবসা করা দুরূহ কাজ। যাদের ব্যবসায় অভিজ্ঞতা নেই তাদের জন্য আরো দুরূহ। অতএব নির্ঝঞ্ঝাট বেঁচে থাকার জন্য চাকরি খুঁজে নেওয়াটাই সহজ পথ।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



যেই ম্যানেজমেন্ট উহা চালাচ্ছে, তারা যদি শেয়ার হোল্দার হয়ে কিনে, ইহা থেকে সবাই লাভবান হওয়ার কথা। কারখানার সব হিসেবে ম্যানেজমেন্টের হাতে আছে নিশ্চয়ই।

১৪| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৭

শূন্য সারমর্ম বলেছেন:



utopian পোস্ট।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



উনি যেখানে চাকুরী করেন, সেখানে আপনি গিয়েছিলেন?

১৫| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০১

ধুলো মেঘ বলেছেন: সব কর্মচারী কেন, তাদের বাপ দাদা চৌদ্দপুরুষ মিলেও এরকম একটা ফ্যাক্টরিও কিনতে পারবেনা। একটা গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারীরা গড়ে বেতন পায় ৪০ হাজার টাকা। দশ বছর জমালেও কারো ব্যাংক একাউন্টেই ৫ লাখের বেশি টাকা পাওয়া যাবেনা।
মাঝারি মানের এক একটা ফ্যাক্টরির ব্যাংক লোনের পরিমাণই হয় ১০০ কোটির আশেপাশে। মালিক যদি কেবলমাত্র ব্যাংক লোন পরিশোধের শর্তেই ফ্যাক্টরি হ্যান্ডওভার করতে চায়, তাহলে এরকম অন্তত ২০০০ কর্মচারির সমস্ত সম্পদ এখানে বিনিয়োগ করতে হবে। এটা কিভাবে সম্ভব?

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



যারা কিনবে, তারা সবাই মিলে নতুন কোম্পানী গঠন করে কিনবে। নতুন কোম্পানীকে ফাইন্যান্স কিভাবে করা সম্ভব, সেটা বাংলাদেশের প্রচলিত নিয়মে দেখতে হবে। যদি এই কারখানর ইকুইটি থাকে, তারা নতুন করে ঋণ পাবার কথা।

১৬| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটা কোনভাবেই সম্ভব না, তবে প্রস্তাবটা ভাল।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



আচ্ছা।

১৭| ১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো নির্দেশনা।

শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে একজন লিডার প্রয়োজন।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



ব্লগার যদি কর্মচারীদের সাথে আলাপ করে, ম্যানেজমেন্টের কেহ যদি উদ্যোগ নেয়, এবং ফিজিবিলিটি তুলে ধরে, ইহা সম্ভব।

১৮| ১০ ই মার্চ, ২০২৪ দুপুর ২:০৪

নয়ন বিন বাহার বলেছেন: উত্তম প্রস্তাব। তবে কর্মচারীদের মধ্যে এই রকম উদ্যম থাকার কথা না। তাছাড়া ভেজাল লাগবে ব্যাংক এ্যাকাউন্ট খোলা নিয়ে। সবাই এমডি হতে চাইবে।
এই কালচার আমাদের সমাজে গড়ে উঠেইনি তদুপরি ধ্বংস হয়ে যাচ্ছে! মানুষ দিনকে দিন অসহনীয় হয়ে উঠছে।

১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



ডিরেক্টররা ও কর্মচারীরা মিলে যাকে উপযুক্ত করে, তাকে এমডি করা সম্ভব।

১৯| ১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫২

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের কোন মালিক যদি শোনে যে তার শ্রমিকেরা তার ফ্যাক্টরি কিনে নিতে চায় । নিশ্চিত থাকুন সেই মালিক প্রয়োজন হলে নিজের নাক কেটে সেই সকল শ্রমিকদের যাত্রা ভংগ করবে করবে করবেই !!! এটা বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাব্জাবিক । এখানকার এক শ্রেনীর মানুষ পছন্দ করে যেন মানুষ জন তার কাছে হাত পাতে । সেই হাত পাতা লোক কখনো স্বাবলম্বী হবে এটা এরা মেনে নিতে পারে না ।

১০ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



প্রত্যেক জাতির নিজস্ব চরিত্র ও প্রোফাইল আছে।

২০| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কোটিপতি মুমিনরা তাদের যাকাতের টাকা দিয়ে এটা কিনে দরিদ্র শ্রমিকদেরকে লিখে দিক।
অন্তত একটি ভালো কাজ তো করুক।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৩:১২

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষকে 'সমবায়ে' বিশ্বাস করতে হবে।

২১| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আপনি কোথায়?

১২ ই মার্চ, ২০২৪ রাত ৩:১০

সোনাগাজী বলেছেন:



দঃন্যবাদ, কিছুটা শারীরিক সমস্যার মাঝ দিয়ে যাচ্ৈ।

২২| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভাইয়া, আপনার দেখছি না যে!!!

১২ ই মার্চ, ২০২৪ রাত ৩:০৯

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, শরীর ভালো নয়।

২৩| ১২ ই মার্চ, ২০২৪ ভোর ৫:১০

মিরোরডডল বলেছেন:




কি হয়েছে খেলাঘর? শরীর বেশি খারাপ?
পোষ্ট মন্তব্যে একটিভ না হলেও মাঝে মাঝে লগইন করবে।
একদম অফ থাকলে চিন্তা হয়।
take good care.

১২ ই মার্চ, ২০২৪ সকাল ৭:১৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
শরীর ভালো যাচ্ছে না; ব্লগে আসবো সময় করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.