নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজা বলতে কোন কিছু অবশিষ্ট থাকবে কিনা, বলা মুশকিল! ( রিপোষ্ট )

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৭



৭ই অক্টোবর, ২০২৩ সালে হামাস ইসরায়েলী গ্রাম আক্রমণ করে কিছু সাধারণ মানুষকে হত্যা করে ও কিছু সাধারণ মানুষকে ধরে নিয়ে যায় গাজায়; ৮ই অক্টোবর, ২০২২ সালে আমি এই পোষ্টটি লিখেছিলাম।

গাজা আয়তনে বাংলাদেশের ১টি বড় উপজেলার সমান; লম্বা ২৪/২৫ মাইল, প্রস্হ ৫ মাইলের মতো; এখানে ২৪ লক্ষ মানুষ বাস করে; এদের মাঝে হামাসের লোক সংখ্যা হবে ৪০ হাজারের মতো; সম্ভবত: ২০ হাজারের কাছে অস্ত্র আছে। আজ শনিবার হামাস যা করেছে, পিএলও উহাকে সমর্থন করার কথা নয়। হামাস পুরো মুসলিম বিশ্ব ও আরবদের সমর্থন চেয়েছে ও যোদ্ধা চেয়েছে। যোদ্ধা ওরা পাবে না, সামান্য পরিমাণ লেবাননী হেজবুল্লাহ ও ইসরায়েলী ফিলিস্তানী হয়তো ছোটখাট আত্মাঘাতী আক্রমণ চালাবে; এর বাইরে কিছু ঘটবে না।

হামাসের আক্রমণে ২৫০ জন ইসরায়েলী প্রাণ হারায়েছে; প্রাথমিকভাবে ইসরায়েলী বিমান হামলায় ২৩২ জন ফিলিস্তিনী প্রাণ হারায়েছে; হামাসের রকেটে ১৫০০'এর বেশী ইসরায়েলী নাগরিক আহত হয়েছে; সমস্যা হলো নিহত ২৩২ জন ফিলিস্তিনীদের মাঝে সবাই হামাসের সদস্য নয়, এরা সাধারণ ফিলিস্তিনী। আসল ইসরায়েলী আক্রমণ শুরু হবে শীঘ্রই; সাধারণ মানুষের পালাবার কোন যায়গা নেই: বেশীরভাগই মারা যাবে শিশু ও নারী।

হামাস কিছু ইসরায়েলী সিভিলিয়ানকে ধরে নিয়েছে গাজাতে; তারা এদের দোহাই দিয়ে কিছুটা বোম্বিং থামাবে ২/১ সপ্তাহ; কিন্তু ইহা ভুল প্ল্যান; ইহার জন্য বহু ফিলিস্তিনীর প্রাণ যাবে।

ইসরায়েল হয়তো পুরো গাজা দখল করে নেবে, কিংবা ইহাকে পুরোপুরিভাবে অবরুদ্ধ করে দেবে। কি ঘটবে বলা মুশকিল; তবে, গাজা বদলে যাবে; কোন ঘরবাড়ী অবশিষ্ট থাকবে না।

পুরো আক্রমণের পেছনে হয়তো ইরান কাজ করছে; কিন্তু যখন ইসরায়েল গাজা আক্রমণ করবে, ইরান কোনভাবে সাহায্য করতে পারবে না। জাতিসংঘ কোনভাবে গাজার মানুষকে সাহায্য করতে পারবে কিনা বলা মুশকিল; কারণ, আমেরিকা পুরোপুরিভাবে ইসরায়েলী আক্রমণকে সাপোর্ট করবে। রেডক্রস যদি এখন থেকে নারী ও শিশুদের ( ১৫ লাখের বেশী ) মিশর কিংবা ওয়েষ্ট ব্যাংকের দিকে নিয়ে যেতে পারে, তা'হলে কিছুটা রক্ষা হবে; তবে, হামাস সেটা করতে দেবে না; মানুষ বেরিয়ে গেলে হামাস শেষ হয়ে যাবে খুবই অল্প সময়ের মাঝে।

আজ থেকে বিশ্ব অপেক্ষা করবে, কখন ভয়ংকর ইসরায়েলী আক্রমণ শুরু হবে। অবস্হা দেখে মনে হচ্ছে, হামাস আত্মহত্যা করেছে।



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: গাজা তো এখন পাওয়া যায়না। গাজা রখন এম্পল হয়ে গেসে।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:




নেতানিয়াহুর জল্লাদ বাহিনী বুলডজার দিয়ে পুরোদেশটাকে কয়লার খনির মতো গর্ত করে ফেলেছে, এটমবোমাও এত ধ্বংস করার কথা নয়।

২| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৪

এম ডি মুসা বলেছেন: আমি এই গাজা উপত্যকায় কথা ভাবছিলাম না। এই মুসলিম জাতির বিপদের দিনে, মুসলিম বিরোধী সকল দেশ তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে। কিন্তু ইহুদি জাতি ভিন্ন এখানে কেন হিন্দু মুসলিম বৌদ্ধ সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন গোত্র। তবুও মুসলিম বিরোধী হয়‌

১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



বিশ্বের মানুষ এই মহুর্তে ফিলিসতিনীদের পক্ষে, কিন্তু মুসলিমদের পক্ষে নয়; কারণ, মুসলমানেরা কমশিক্ষিত হওয়ায়, তাদের মাঝে হামাস, হেজবুল্লাহ, হুতি, আলকায়েদা, বোকাহারাম, শিয়ামিলিশিয়ার মত বাহিনী বিশ্বে ভীতির সৃষ্টি করছে ও মুসলিম দেশগুলোকে ধ্বংসে পরিণত করছে।

৩| ১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৫

এম ডি মুসা বলেছেন: ওইসব সংগঠন তাদের সাথে মুসলিম বিশ্বের সবাই একমত নয়‌। মুসলিম জাতি বিশ্বাস করে শান্তি। তাই মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে মানবাধিকার লঙ্ঘন করে বলে আমি মনে করি।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:২৪

সোনাগাজী বলেছেন:


মুসলমানদের মাঝে আরবী মুসলমান ও আফ্রিকার মুসলামনরা শান্তি শব্দটাকে বুঝে না; পাকিস্তান, আফগানিস্তান ও ইরানীরা শান্তি বলতে বুঝে অন্যদের উপর তাদের ধর্মীয় আধিপত্য। আন্তর্জতিক পরিবেশে অশান্তি সৃষ্টি করার মতো ক্ষমতা বাংলাদেশের লোকজনের নেই

৪| ১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৮

কামাল১৮ বলেছেন: এই যুদ্ধ সহসা বন্ধ হবে না।রাশিয়া ইরান তুরস্ক এই যুদ্ধ চালু রাখবে তাদের স্বার্থে।

১৩ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০০

সোনাগাজী বলেছেন:



এটা কি আসলে যুদ্ধ? ইহা হত্যাকান্ড।

৫| ১২ ই মার্চ, ২০২৪ রাত ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বিশ্ববাসীর উচিত গাঁজা কে ভুলে যাওয়া ।
এই এক সমস্যা নিয়ে তো যুগের পর যুগ চিন্তা ভাবনা করা যাবে না ।
কোন একটা সমস্যা সমাধান করার জন্য 1/2 বছরই যথেষ্ট ।
তারা অনেক সময় নিয়েছে ১৯৪৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল ।
এই বিশাল সময়েও তারা তাদের সমস্যার সমাধান করতে পারে নাই ।
আর কত?
আফসোস!!

১৩ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০২

সোনাগাজী বলেছেন:



ফিলিস্তিন সমস্যার কারণে আশপাশের দেশে এটম বোমা পড়তে পারে।

৬| ১২ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: অ:ট:

আপনার পোস্টের ২ ও ৩ নং মন্তব্য কারী দেখি পুরাই হাউকাউ। হের পোস্টে এই মন্তব্য করতে গিয়ে দেখি আমি ব্লক। এর আগে ছাগুটিল আর আজ ম্যাওপ্যাও মুছা আম্রে ব্লক করল।



লেখক বলেছেন: নিজের আভিজাত্য মানুষ কখন প্রকাশ করে। আর ইউ নিজের বানান প্রমাণ লিখতে পারে না, প্রমান লিখে আমি তাকে শেখালাম, এখন আপনার পরিচয় টা নিজে একটু চিনে নেন। সবাইকে নীল সাধু আর আপনি, জলঘোলা সবখানে চলে না


আপনি কি লিখছেন আপনি নিজেই কি বুঝতে পেরেছেন।


ভুল: নিজের আভিজাত্য মানুষ কখন প্রকাশ করে
সঠিক: নিজের আভিজাত্য কি কখনো মানুষ নিজে প্রকাশ করে?


ভুল: সবাইকে নীল সাধু আর আপনি, জলঘোলা সবখানে চলে না
সঠিক: সবাইকে নীল সাধু ভাববেন না। আপনি জল ঘোলা করছেন। এটা সবখানে চলেনা।


আর আপনার ম্যাওপ্যাও কবিতার ৫ নং লাইনে ছন্দ মিলছে কিনা, পরিপূর্ণ ভাব প্রকাশ হয়েছে কিনা আপনি নিজেই বলুন।


ভালো কথা বললেও হাউকাউ করেন কেন?

১৩ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০৫

সোনাগাজী বলেছেন:



আরইউ উনাকে যা বলেছিলো, উনার তা পছন্দ হয়নি; সেটার রিএ্যাকশন চলছে।

৭| ১২ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আফসোস

১৩ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০৬

সোনাগাজী বলেছেন:



দুষ্ট হামাসের কারণে ফিলিস্তিনীরা অকারণে প্রাণ দিলো কয়েকবার।

৮| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩২

কথামৃত বলেছেন: ইসরাইলকে আমিরাতের হুমকি : স্থল সেতু বন্ধ করে দেব

১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:



স্হলসেতু কোথায়?

৯| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার শরীরের অবস্থা কেমন?

১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:



আমাকে পোষ্ট দেয়া বন্ধ করতে হবে।

১০| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ২০০৭ সাল থেকেই হামাস তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে।
বিশ্বে এখন বেশ কয়েকটা দেশে যুদ্ধ চলছে। একদিন বাংলাদেশে যুদ্ধ শুরু হবে মায়ানমারের সাথে। তখন ভারত আমাদের সহযোগিতা হয়তো করবে না।

১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭

সোনাগাজী বলেছেন:



মায়ানমারের সাথে যুদ্ধের গুজব কিভাবে ছড়ালো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.