নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সামু কি আপনাকে জাতির অবস্হা বুঝতে সাহায্য করছে?

১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯



সামু হচ্ছে দেশের শিক্ষিত শ্রেণীর আলোচনা কেন্দ্র: যেসব বিষয়ে ব্লগারেরা সামুতে আলাপ করছেন, সেই বিষয়গুলোতে ব্লগারদের ধারণা রিফাইনড হচ্ছে। সামুর ব্লগারদের আলোচনা কি আপনাকে দেশ, জাতি, সমাজ, বিশ্ব, ইত্যাদিকে বুঝতে সাহায্য করছে? আমার ব্যক্তিগত ধারণা, সামুতে চলমান বিশ্ব নিয়ে যত আলোচনা হচ্ছে, উহা পুরোপুরি পরিস্কার নয়, অনেক কিছুতেই ব্লগারদের ভাবনাচিন্তা উন্নত বিশ্বের লোকজনের সাথে মিলছে না।

সামুর পোষ্ট পড়ে জাতি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া সহজ হচ্ছে না; জাতি এখন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে কেমন আছে, বুঝা বেশ মুশকিল। সামুর বেশীরভাগ লেখায় আমাদের জাতীয় সমস্যাগুলো সঠিকভাবে সংজ্ঞায়িত হচ্ছে না; ফলে, সঠিক সমাধানের কথা আলোচনা হচ্ছে না; সরকার ও মানুষের ভুমিকা কোনভাবে পরিস্কার নয়।

অনেক ব্লগার ধর্মীয় দিক থেকে অনেক কিছুর সমাধানের কথা বলছেন; কিন্তু ধর্মে জাতীয় সমস্যা সমাধানের জন্য কোন রকমের জ্ঞান নেই; মানুষকে সায়েন্স ও টেকনোলোজীতে দক্ষ হতে হবে; ইহাই অনেক ব্লগার বুঝতে পারছেন না।

বেশীরবাগ ব্লগার একটা বিষয়ে একমত হবেন যে, আমাদের নতুন জেনারেশনের ৮০ ভাগই দরকারী পরিমাণ জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারছে না। নতুন জেনারেশনের লোকজন কাজ করে জাতির উন্নতি করতে পারছে না; অদক্ষ শিক্ষক, সরকারী কর্মচারী ও ব্যবসায়ীরা জাতিকে দুর্বল করে দিচ্ছে ক্রমাগতভাবে। দেশের সরকারের দুর্বলতার কারণে জাতি বিশ্বের অন্য জাতিগুলোর কাছাকাছি যাবার সম্ভাবনা কমে যাচ্ছে; এই ধরণের বিষয়গুলো সামুতে খুব একটা আসছে না।


মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

আঁধারের যুবরাজ বলেছেন: @নতুন জেনারেশনের লোকজন কাজ করে জাতির উন্নতি করতে পারছে না; অদক্ষ শিক্ষক, সরকারী কর্মচারী জাতিকে দুর্বল করে দিচ্ছে ক্রমাগতভাবে। দেশের সরকারের দুর্বলতার কারণে জাতি কোনভাবেই বিশ্বের অন্য জাতিদের কাছাকাছি যাবার সম্ভাবনা কমে যাচ্ছে

- সহমত।

১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



সামুতে দরকারী আলোচনা হচ্ছে না; ব্লগার মহাজাগতিক কখনো আলোচনা করেননি, তিনি কিভাবে কম্প্যুতার শিখে, ইহাকে পেশাতে পরিণত করেছেন; ইন্জিনিয়ার আলাপ করছে কোরান আবৃতির প্রয়োজনীয়তা; ফাইন্যান্সের লোকজন বলছে, তিশার বিয়ে "বিয়ে বাতিল"; সামুর অনেক লেখকের লেখা আজকের বিশ্বের ভাবনার সাথে মিলছে না।


২| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

মিরোরডডল বলেছেন:




সামু কি আপনাকে জাতির অবস্হা বুঝতে সাহায্য করছে?

not really.
পোষ্ট আলোচনা সমালোচনা, মন্তব্য প্রতিমন্তব্যের মধ্যে দিয়ে কিছু ধারণা নেয়া যায় কিন্তু কোন কনক্লুশনে আসা যায়না।
কমিউনিটি ব্লগে এর চেয়ে বেশি আশাও করিনা।


১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



সামুই কম্যুনিটি ব্লগ, ইউনিভার্সিটি ব্লগ, বিজ্ঞান ব্লগ; আমাদের আর অন্য কিছু নেই।

৩| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

মিরোরডডল বলেছেন:




সরকারের দুর্বলতার কারণে জাতি বিশ্বের অন্য জাতিগুলোর কাছাকাছি যাবার সম্ভাবনা কমে যাচ্ছে;

true.

সম্ভাবনা কমে যাচ্ছে অথবা পিছিয়ে আছে কিন্তু এই সমস্যার সমাধান সাধারণ মানুষের হাতে নেই।
দুর্বল সিস্টেমের কারণে জনজীবন দুর্বিষহ!

একটা বড় ধরণের পরিবর্তন সময়ের দাবী।

১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



সরকারের বিপক্ষে মানুষ এক হতে পারছে না; কারণ, বিএনপি-জামাত ব্যতিত বড় দল নেই; কিন্তু বিএনপি-জামাত রাজনীতির প্যারাসাইট ছাড়া অন্য কিছু নয়।

৪| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


সামুর শুরুতে কি জাতির সঠিক অবস্থা বুঝা যেত?

১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



না, বুঝা যেতো না; সময়ের সাথে আরো মান কমেছে,

৫| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

মিরোরডডল বলেছেন:




সরকার ও মানুষের ভুমিকা কোনভাবে পরিস্কার নয়।

কিছু ব্লগারের ভাষায় সরকারের সবকিছু ঠিক আছে।
Nothing is going wrong, all perfect.

বাকিরা সরকারের ওপর চরম বিরক্ত, মানুষ তার নিজের বাঁচার ব্যবস্থা নিজেরাই খুঁজে নিচ্ছে।
এতোকিছুর পর দেশ নিয়ে আর ভাবনা নেই, চলছে চলুক।

ম্যাক্সিমাম ব্লগার হয়তো সামুতে আসে কিছু রিলাক্স সময় কাটাতে অথবা অবসরের বিনোদনও বলা যায়।


১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



যারা ভাবে সরকারের সবকিছু টিক আছে, তাদের ভাবনাশক্তি বিলুপ্ত হয়েছে। হাসনা কালবৈশাখী এই ধরণের কথা বলেন, উনি ছাত্রলীগ টাইপের গালাবাজ।

৬| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: জাতীর অবস্থা বুঝতে নিজের লাইফ ও আশে পাশের অবস্থা পর্যবেক্ষণ করলেই হয়। সামুর কিছু কিছু পোস্ট জাস্ট বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে থাকে।

১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



প্রায় সব বিষয়েই সামুর লেখকদের ধারণা অন্য জাতির গড় লেখকদের তুলনায় বাতাস।

৭| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২১

বিষাদ সময় বলেছেন: সামুতে কেউই মনে হয় জাতির অবস্হা বুঝতে আসেন না। এখানে শতকরা ৯০ জন আসেন আড্ডা দিতে। আর ব্লগারদের প্রায় সবাই পরিপক্ক। তাদেরকে নতুন কোন তথ্য দিয়ে কিছু বোঝানো মনে হয় খুব কঠিন। এখানে যার যার নিজস্ব ধারণা নিয়ে প্রত্যেকে অনড় অবস্হানে আছেন। নতুন করে কাউকে কিছু বোঝানোর সাধ্য কারও নাই।

তবে সামুর মন্তব্য থেকে মানুষের মানসিকতা বুঝা যায়। এ কারণে আমার কাছে ব্লগের চেয়ে মন্তব্য পড়তে বেশি ভাল লাগে।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:




কোন লেভেলের আড্ডা? ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স গ্রেজুয়েট যদি হাদিস দিয়ে বিয়ে "বাতিলতা"র ঘোষণা করে, উহা কিসের আড্ডা?

৮| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সামুতে বিভিন্ন রকম পোষ্ট আসছে। এটা আশাব্যঞ্জক।

গত ৭-৮ বছর ধরে যেসব ব্লগার লিখছেন, তারা বেশ ভালো ভাবে জাতির অবস্থা তুলতে ধরতে চেষ্টা করছেন।

তবে, দৈনিক পত্রিকায় যে মানের সম্পাদকীয় আসে, ফিচার আসে, সেরকম অনেকেই লিখতে পারছেন না।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:





দৈনিক পত্রিকাগুলো আমি দেখছি, ভালো লেখা খুবই কম আসে।

৯| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জাতির অবস্থা প্রকৃত অর্থেই বুঝতে হলে একা একা বের হয়ে যেতে হবে রাস্তায় ।
যেমনটা আমি করি প্রতিদিন।
যদি আপনি দুই আড়াই ঘন্টা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন মানুষের সাথে কথা বলেন সর্বোপরি গভীর আগ্রহ নিয়ে সবকিছু লক্ষ্য করেন পরিস্থিতির অনেকটাই আপনি বুঝতে পারবেন ।

যেটা আমাদের এই ব্লগের পোস্ট পড়ে বোঝা যাবে না ।
কেননা ব্লগে অনেকেই আছে যাদের মন মানসিকতা উদার নয়।
উদার মন মানসিকতা নিয়ে যদি আপনি বাংলাদেশকে দেখতে না পারেন তাহলে প্রকৃত চিত্র আপনি কোন অবস্থাতেই তুলে আনতে পারবেন না।
আফসোস!

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৩

সোনাগাজী বলেছেন:




মানুষের জীবনযাত্রা সম্পর্কে বুঝতে হলে, মানুষের প্রাত্যহিক জীবনও কিছুটা ধারণা দিতে পারে।

১০| ১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই জাতির একটা সমুদ্রগামী জাহাজ সোমালিয়ান ডাকাতরা কিভাবে খুব সহজেই দখল করে নিল।

মিডিয়ার কল্যাণে সেটা অবশ্যই আপনি দেখেছেন ।
এত সহজে যদি একটা জাহাজ দখল করে নেওয়া যায় তাহলে অনেক কিছুই দখল করে নেয়া সম্ভব ।
আমাদের বীর নৌ সেনারা কি করবে বুঝাই যায়।
আফসোস!

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



উহা ইউরোপ ও আমেরিকার জন্যও সমস্যা; বাংলাদেশ কিছু করতে পারবে না।

১১| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


একজন জনপ্রিয় ব্লগার সত্যপথিক শায়ান তার পোস্টের একটি মন্তব্যে আমার মন্তব্যের জবাবে এ কথাগুলো বলেছেন।
১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৭০

লেখক বলেছেন:
আমার মনে হয়, অনেক ব্যাংক হারাম নয়। আমাদের মহানবী ব্যাংকার ছিলেন।
ব্যাংকের সুদ হারাম।
ধন্যবাদ নিরন্তর।

আল্লাহর রাসূল যখন ব্যাংকার ছিলেন এ বিষয়ে আমার কোন ধারণা ছিল না।
আজই প্রথম ধারণা লাভ করে আমি ধন্য হলাম ।
তবে আমার জানামতে ব্যাংকিং ব্যবস্থার আর সূচনা হয়েছিল ইটালিতে এবং এটা সম্ভবত ১৭০০ সাল অথবা ১৪০০ সাল সঠিকটা আমি বলতে পারছি না।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



এখন যেই ধরণের ব্যাংকিং সিষ্টেমে ১০০ বছর চলছে আগের মানুষের পক্ষে এগুলো করা সম্ভব হয়নি।

১২| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: আপনাকে রমজানের শুভেচ্ছা।

আপনার পোষ্টের শেষের প্যারাতে দারুন সত্য কথা লিখেছেন। আমরা যারা দেশে থাকি, তারা ইচ্ছা করলেও সব সময় সত্য কথা লিখতে পারি না। পারিপাশ্বিক অনেক কারন আছে। আমি নিজেই মন ভরে লিখতে পারি না। অথচ কত সব সত্য ঘটনা জানি।

ব্লগে ধার্মিকদের সংখ্যা হুট করে বেড়ে গেছে।
আসলে মডারেটর সাহেবের উচিৎ আনুষ্ঠানিক ভাবে সামুতে ধর্মীয় বিষয় নিয়ে লেখা বন্ধ করে দেওয়া। ধর্মে তো নতুন কিছু নাই। সেই পুরাতন এক ঘ্যানঘ্যানানি। বিরক্তকর।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:



ধর্ম নিয়ে কথা বলাটা খুবই সহজ কাজ।

১৩| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:২১

নতুন বলেছেন: সোসাল মিডিয়ার ভীড়ে ব্লগে নতুন মানুষ আসছেনা।

নতুন প্রজন্মের কত % সামু ব্লগের সম্পর্কে জানে?

প্রবাস জীবনের শুরুতে সামু ব্লগে যোগ দিয়েছিলাম, দেশের মানুষ, সমাজের কাছেই ছিলাম এমনটা মনে হয়েছে।

অনেক কিছু শেখা হয়েছে। হাজার রকমের মানুষ সম্পর্কে জেনেছি... এটা ভালো মজার একটা জিনিস।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:



সামু থেকে লোকজন চলে গেছে, কারণ, তারা সমকালীন ব্যাপার নি্যে লিখতে পারতেন না।

১৪| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩২

নিমো বলেছেন: জ্বি বেশ ভালো ভাবেই বুঝতে পারছি, ব্লগের ধার্মিক নামক দৃষ্টি আকর্ষণকারী পদলেহীদের সংখ্যা জাতিতে বাড়তে থাকলে, অন্ধকারের একশ বছর সহ গোটা দেশ বাংলাস্থানে পরিণত হতে সময় লাগবে না।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



দেশে হামাস, হেজবুল্লাহ, হুতি মনোভাবের লোকজন বাড়ছে।

১৫| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪০

ঢাবিয়ান বলেছেন: ঢাবিতে রমজানের আলোচনায় ছাত্রলীগের হামলা, আহত ৬ সুত্র ঃ মানব্জমিন

সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগনের দেশে ইফতার মাহফিল নিশিদ্ধ , মসজিদে রমজানের আলোচনা করলে মাইর !! সামুই বা ব্যতিক্রম থাকবে কেন ? সব ধর্মীয় পোস্ট নিশিদ্ধ করা হোক। মুসলিমদের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে পোস্ট দেবে শুধু গেছো মামা, অহরহ , অগ্নি বেশ , রাজীব নুর, মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর দল!!

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি ভালো দেশে ভালো বেতনে চাকুরী করছেন, ভালো; ভুমধ্যসাগর নৌকায় পাড়ি দিলে, জাতিকে বুঝার সুযোগ পেতেন।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



ঢাবি হামলায় আমি ছিলাম না।

১৬| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৯

পুরানমানব বলেছেন: শিরোনাম অবান্তর বলিয়ামনে হইল। জাতির অবস্থা বুঝিবার জন্য কথিত এলিট সমাজের মতবাদ বড়ই বিরক্তিকর হইয়া গিয়াছে। রাস্তায় নামিয়া ঘুরিয়া ঘুরিয়া জাতির আসল অবস্থা জানিতে পারিবেন। ক্লাস টেন এর একটা বাচ্চাও জাতির অবস্থা জানিয়া গেছে। আপনি সামু থাকিয়া জাতির অবস্থা বুঝতে পারা যাইতেছে কিনা তাহা শিশুদের মতো জিজ্ঞাসা করিলেন।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



২৮ বিলিয়ন ( রিভার্ভের পরিমাণ ) সংখ্যায় লিখেন।

১৭| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৫

কামাল১৮ বলেছেন: জাতির অবস্থা বুঝার জন, দুই তিনটি পত্রিকা পড়তে হবে।নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে বিচার বিশ্লেষণ করতে হবে।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



কোন পত্রিকা পড়ে আপনি বুঝেছেন, কি কারণে ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ ২ বছরে ২৮ বিলিয়নে পরিণত হলো?

১৮| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৮

পুরানমানব বলেছেন: ২৮ বিলিয়ন ( রিভার্ভের পরিমাণ ) সংখ্যায় লিখেন।
উহা লিখিয়া আমার বিশেষ কোন কর্মসাধন হবে না, যেমনটা আপনার এই শিশুসুলভ পোস্টে হয়নি।
ভালো থাকবেন।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:


মালটি? অভিননদ্দন

১৯| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৮

ফিনিক্স পাখির জীবন বলেছেন: ব্লগ পড়ে জাতির অবস্থা অবশ্যই বোঝা যায়। যারা অনেক দিন ধরে আছেন, ব্লগ পড়ছেন, লিখছেন, তারা ভাল বলতে পারবেন।
ব্লগের কিছু বিষয় লক্ষ্য করলেই বোঝা যাবে, যেমন,
১. পোস্টগুলোর বিষয়বস্তু।
২. পোস্ট গুলোতে ব্লগারদের মন্তব্য, মন্তব্যের ধরন ও এর প্রতিক্রিয়া।
এখান থেকেই বুঝতে পারবেন, সমাজ কোন বিষয় নিয়ে ভাবছে আর কোনটা নিয়ে চিন্তিত না, কতটা সিরিয়াসলি ভাবছে এবং কি ভাবছে।
একই সাথে কি ধরনের মানুষ কি ভাবছে, সেটাও দেখা যায়।

তবে সবচেয়ে বড় কথা হল, মুক্তচিন্তা ও বাকস্বাধীনতা কোন পর্যায়ে আছে, এটা সবচেয়ে ভাল বোঝা যাচ্ছে।

এবং সত্যি কথা হল, সমাজ ও জাতি ধুকছে!

পেটে ক্ষিদে,পিঠে বোঝা, চোখে লোভ, বুকে দীর্ঘশ্বাস, এক কানে তথাকথিত উন্নয়নের প্যানপ্যানানি -অন্য কানে ধর্মের মহা মহা বানী, সেলাই করা মুখে গো গো গোঙানির শব্দ, ফোস্কা পড়ে যাওয়া পা আর কর পড়া হাত নিয়ে টাল মাটাল এই জাতি।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ সময়, পোষ্টের বিষয়বস্তু দুর্বল থাকে; দরকারী বিষয়ে যখন লেখেন, দেখা যায় যে, ধারণা সঠিক নয়।

২০| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: সামুতে এখন গবেষণাধর্মী লেখা কম আসে। সবাই যার যার কাজে ব্যস্ত। যারা আসে, দেখা যায় বেশিরভাগই সময় কাটাতে আসে।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:



ব্লগারেরা গবেষক নন; ফলে, গবেষণামুলক লেখা আসারকথা নয়। ব্লগারদের লেখা থেকেে বুঝা যায় না যে, তাঁরা দেশের সার্বিক স্বাস্হ্য বুঝেন !

২১| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: সামু কি আপনাকে জাতির অবস্হা বুঝতে সাহায্য করছে?
না করছে না। তবে ইতর শ্রেনীর মানুষ চিনতে সাহায্য করছে। যেমন আরইউ। আরো কয়েকজন আছে।

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



আরইউ নিরেট গর্দভ, ব্লগের মালিকের অসুস্হতার কথা শুনেও থামেনি

২২| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩২

হারান সত্য বলেছেন: সমস্যাতো বুঝলাম
সমাধান কি??

১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



সমাধান হলো, লেখা মানসম্পন্ন হতে হবে ও দেশকে বুঝে, তথ্য দিয়ে লিখতে হবে।

২৩| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে পত্রিকা বা টিভির মালিকরা এমপি হবার জন্য রাতের আধারে
ক্ষমতাসীনদের আস্তানায় লাইন ধরে, সেখানে সামুর ভূমিকা কি হতে পারে ?

১৪ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:


ক্ষমতাসীনরা ভয়ংকর অসৎ, সেজন্য সেখানে অসতেরা লাইন দেয়।

২৪| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৯:২১

রানার ব্লগ বলেছেন: এখানে আলোচনার থেকে কু আলোচনা আর একে অন্যের উপর ইর্ষার বহিপ্রকাশ বেশি হয়। আর সব থেকে বড় সমস্যা এখানে কেউই কারো কথা শুনতে আগ্রহী না। সবাই জ্ঞ্যানী।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:


জ্ঞানীরা জ্ঞান খাটিয়ে লিখলেই চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.