নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রোজা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আলোচনা!

১৫ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭



রোজা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আলোচনা, রোজা নিয়ে চট্টগ্রাম ইসলামিয়া ইউভার্সিটিতে আলোচনা, রোজা নিয়ে হাটহাজারী মাদ্রাসায় আলোচনা, রোজা নিয়ে ফিলিস্তিনী দুতাভাসে (ঢাকায় ) আলোচনা, রোজা নিয়ে বিএনপি অফিসে আলোচনা, রোজা নিয়ে আওয়ামী লীগের অফিসে আলোচনা হয়ে থাকে, আপনি কোনটাতে অংশ নিতে উৎসাহী হবেন? কোনটাতে যেতে চান, নাকি ব্লগে রোজা নিয়ে ১টি পোষ্ট দিতে চান।

যাদের ওজন বেশী, ডায়াবেটিস আছে, রোজা তদের সাহায্য করার কথা; তবে, রোজা রাখার সময় প্রচুর পানি খেতে হবে; গরমের সময় রোজা রাখলে ৩০ দিনে মানুষের কিডনীর কিছটা হলেও ক্ষতি হবে।

আমিও রোজা নিয়ে আলাপ করতে চাই; আমি চাই, বাজারে পেঁয়াজু, ভাজী ছানাবুট, ভাজী চিকেন, বেগুনী বন্ধ করতে হবে; সেকারিণ দেয়া সকল শরবত ও অন্যান্য পানীয় বন্ধ করতে হবে; শুধু রোজার মাসকে সামনে রেখে খেজুর, বেসন, ইত্যাদি অন্য মাসের তুলনায় বেশী আমদানী করা যাবে না।

রোজার নিয়মে পরিবর্তন আনতে হবে; প্রতি ৪ ঘন্টা পর, দরকারী পরিমাণ পানি খেতে হবে; কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ক্লাশ বন্ধ করা যাবে না।

ঢাকা ইউনিভার্সিটিতে আলোচনা যদি করতে হয়, আলোচনা হোক সায়েন্স টেকনোলোজী, অর্থনীতি, রাজনীতি, সমাজ, শিক্ষা নিয়ে; রোজা নিয়ে আলোচনা হোক ন্যাশনাল মিডিয়ায়, সবাই দেখুক।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৭

কামাল১৮ বলেছেন: উপবাস পৃথীবির সকল ধর্মেই আছে।কেবল নিয়মটা একটু এদিক সেদিক।রোজা নিয়ে আলোচনা বিদ্যাপিঠে না হওয়াই ভালো।টািভিতে প্রচুর আলোচনা হয়।এখানে জ্ঞান গর্ভ আলোচনার কিছু নাই।মসজিদে আলোচনাই যথেষ্ট।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:


মসজিদে, মিডিয়ায়, মাদ্রাসায় ইসলামিক স্কলারেরা কথা বললে, পুরোজতি সুনতে পারে।

২| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বড়ই আচানক ঘটনা!
আফসোস!!!

১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:


আপনার মন্তব্যগুলো আগের মতো হওয়ার দরকার।

৩| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: রোজা নিয়ে আলোচনা করার কিছু নেই আসলে। সবাই সব জানে। হুদাই হাউকাউ।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:১৩

সোনাগাজী বলেছেন:



ওরা নিজেরাই জানে না আলোচনায় কি বলে।

৪| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪০

নাহল তরকারি বলেছেন: হিন্দুরাও উপবাস রাখে।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:


ভালো, ১২ মাস থাকলে আরো ভালো হবে।

৫| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে দেশের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার সারা দেশে ওয়াজ মাহফিল করে বেড়ায় সে দেশের শিক্ষা, শিক্ষক নিয়ে আপনি কিভাবে আশাবাদী হবেন?

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:




সেই ইডিয়টগুলোকে ইউনিভার্সিটি থেকে বের করার কেহ নেই

৬| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আগেই বৃহত্তর ঢাকা মাদ্রাসায় পরিণত হয়েছে ।
এখানে জ্ঞান বিজ্ঞানের আলোচনা করার কোন সুযোগ নাই।
আফসোস!

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



ছাত্রলীগ ও চাত্রদল মিল আমাদের সবগুলো ইউনিভার্সিটকে গোয়ালঘরে পরিণত করেছে।

৭| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: হাজার বছর ধরে রোজা হচ্ছে, এটা নিয়ে আলোচনা মানে আড়ালে গ্যান্দা ফুল ফোটানো ।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



এরা ইউনিভার্সিটিকে মাদ্রাসায় রূপান্তর করছে।

৮| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪১

ফিনিক্স পাখির জীবন বলেছেন: সবার আগে রোজা নিয়ে আলোচনা হওয়া দরকার সচিবালয়ে। এরপরে সকল সরকারী অফিস-আদালত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে। সেখানকার বেশিরভাগ মানুষেরই হেদায়েত প্রয়োজন।
এর পর দরকার এফ বি সি সি আই সহ সব ব্যবসায়ী সংগঠন এর সকল সদস্যদের নিয়ে, এদের সবার হেদায়েত আরো বেশী প্রয়োজন। খাতুনগঞ্জ, কাওরানবাজার সহ সব বড় বড় বাজারের ব্যবসায়ীদের জন্যও প্রয়োজন।
রাজনৈতিক দলগুলোর অফিসে তাদের নেতা কর্মীদের হেদায়েতের জন্যও রোজা বিষয়ে আলোচনার অতীব প্রয়োজন আছে। এদের সবার হেদায়েত প্রয়োজন।
মসজিদ মাদ্রাসায় হেদায়েতের আলোচনা করে লাভ নাই। যারা মনে মনে দুই নাম্বারি নিয়ে মসজিদ মাদ্রাসায় যায়, এদের শত হেদায়েতের বানী শোনালেও লাভ নাই; এদের পরিবর্তন হবে না। আর যারা মনে আল্লাহর ভয় নিয়ে মসজিদের মাদ্রাসায় যাচ্ছে, এরা তো আমার মনে হয় মুটামুটি হেদায়েত প্রাপ্ত।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



সরকারী অফিসারদের জ্ঞান যে কোন ইসলামিক স্কলারদের থেকে হাজার গুণ বেশী।

৯| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রোজার নিয়মে পরিবর্তন আনতে হবে; প্রতি ৪ ঘন্টা পর, দরকারী পরিমাণ পানি খেতে হবে;
কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ক্লাশ বন্ধ করা যাবে না।

.......................................................................................................................
রোজা মুসলিম জাতির কাছে নুতন কিছু নয় ।
যত্রতত্র আলোচনার কোন যুক্তি নাই, এসবের পিছনে মহৎ
উদ্দেশ্যের চেয়ে রাজনীতির প্রভাব বেশী দেখি ।
রোজা কোন দেশে কখন কিভাবে হবে তার বিধান পরিস্কার বলা আছে
সুতরাং এ নিয়ে নুতন আলোচনার কোন সুযোগ নাই ।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



যেই সময়ে রোজা চালু হয়েছিলো, তখন কেহ এনাটোমি, ফিজিওলোজী ও মেডিসিন জানতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.